এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 127.194.83.178 | ০৮ নভেম্বর ২০১২ ০৮:১১577628
  • এখন বেরোচ্চি। আবার রাতে ।
  • PT | 213.110.246.230 | ০৮ নভেম্বর ২০১২ ১০:০৭577629
  • @ব

    যাচ্চলে। এই তথ্যগুলো তো আমি বানাইনি।

    বিনিয়োগের তথ্য the department of industrial policy and promotion under the Union ministry of commerce and industry-এর আর ছাপিয়েছে The Statesman। তুমি এই তথ্য ভুল প্রমাণ করলে আমার না মানার কোন কারণ নেই।

    শিক্ষার ব্যাপারে লিখেছেন সুকান্ত চৌধুরি- যিনি এই সেদিনও দিদির বিশ্বাস অর্জন করেছিলেন আর ছাপিয়েছে আনন্দবাজার। এত "অযোগ্য" লোককে টিচার হিসেবে ঢোকানোর পরেও এই ফলাফল হলে তো "যোগ্যতা" কে নতুন করে সংজ্ঞায়িত করতে হবে আর সারা দেশে তাহলে কারা টিচার হচ্ছে সেটাও ভেবে দেখতে হবে!
  • quark | 24.139.199.1 | ০৮ নভেম্বর ২০১২ ১২:৩১577630
  • ডেটা নাই, শ্লোগান আছে।
  • PM | 93.231.150.162 | ০৮ নভেম্বর ২০১২ ১৮:৩৩577633
  • ব্রতীন, আমার বাবা সরকারী কলেজ, বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক ছিলেন। আর কলকাতার একটা স্কুলের ( সরকারী অনুদানপ্রাপ্ত) সেক্রেটারী ছিলেন বছর চারেক। আমার দেখা/শোনা তথ্যের ওপোর আমার মতামত দিলাম-
    ১। স্কুল সাভিস কমিশনের আগে স্কুলে শিক্ষক নিয়োগে গুছিয়ে দুর্নীতি স্বজন পোষন হতো। স্কুলের সেক্রেটরীর হাতে বেশ কিছু নম্বর থাকতো যা দিয়ে তিনি কম যোগ্যতা সম্পন্ন লোককে লিস্ট এর ওপোরে আনতে পারতেন। আর একটা সমস্যা ছিলো বিহারের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলেরা ৯০%+ নম্বর নিয়ে আসতো। কোলকাতা থেকে পাশ করা ছেলেরা হালে পানী পেতো না ঐ সময় কারন ঐ সময় কলকাতায় স্নাতক এ ৬০% পাওয়া মানে ভীষণ ভালো ছেলে। আর হ্যা সেক্রেটারী নিয়োগে অনেক ক্ষেত্রেই অনীলবাবুর সংগঠনের প্রভাব থাকত ।

    ২। SSC হবার পরে এই স্বজনপোষণের সুযোগ নির্মূল হয়েছে কিনা জানি না কিন্তু ড্রাস্টিকালি কমে গেছে এবিষয়ে সন্দেহ নেই। এই পরিবর্তনটা কিন্তু গত ১৫ বছরের মধ্যেই হয়েছে।

    ৩। কলেজ শিক্ষক নিয়োগ-ও এখন NET/CSC/PSC দিয়েই হয়। এম্প্যানেল হবার পদ্ধতিতা স্বচ্ছ বলেই মনে হয়। একবার এম্প্যনেল হবার পরে পোস্টিং পাওয়াটাতে বোধ হয় এখনো কিছু অস্বচ্ছতা আছে। একটা উদাহরন আমি জানি। কারুর যদি কোনো নির্দিষ্ট কেস জানা থাকে তো বলতে পারেন।

    ৪। বেসরকারী কলেজে ট্রান্স্ফার হয় না। সরকারী কলেজে বদ্লীর ক্ষেত্রে নিশ্চিত ভাবেই প্রভাব খাটানো যেতো। যদিও নিয়ম মতো প্রতি সার্কেলে ৩ বছর থাকা আবশ্যিক খাতায় কলমে। বহু শিক্ষক-ই দেখেছি যারা বছরের পর বছর প্রেসিডেন্সিতে থাকতেন বা কোনোদিন দার্জিলিং সার্কেলে যাননি। অবশ্য বদলিতে ইউনিয়নের প্রভাব খাটানোটা আমি কেন্দ্রীয় সরকারী চাকরী বা ব্যাংক সর্বত্র দেখেছি। এটা বোধ হয় নতুন কিছু ট্রেট নয় বাম বাম রাজত্বের ।

    মোদ্দা কথা আমার দেখা মতে বাম রাজত্বের শেষ ১০-১৫ বছরে স্কুল কলেজে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা অনেক বেড়েছিলো প্রথম ১৫ বছরের তুলনায়।
  • quark | 24.139.199.1 | ০৮ নভেম্বর ২০১২ ১৮:৫৪577634
  • আরে ধুর! সব সাজানো!
  • pinaki | 132.164.229.83 | ০৮ নভেম্বর ২০১২ ২০:৩৩577635
  • কলেজ শিক্ষক নিয়োগে ভরপুর জালি হয়। সিপিএমের শেষ পনেরো বছরে সেটা মাত্রাছাড়া লেভেলে হয়েছে। স্কুল সার্ভিস হওয়ার পরে স্কুল শিক্ষক নিয়োগে জালি কমেছে।
  • | 127.194.80.53 | ০৮ নভেম্বর ২০১২ ২১:১২577636
  • ১। PM স্কুল সার্ভিস কমিশনের আগে প্রচুর জালি হত। এখন কমেছে একদম একমত। কিন্ত্যু তাতেও পার্টি র প্রভাব কেমন আছে।এই সম্পর্কে একটা উদাহরন দি। আমার সঙ্গে BSc এবং Msc পড়েছে এক বন্ধু সে এখন বেলুড় স্কুলের অ্যাসিট্যান্ট হেড স্যার।

    ৯৮ এ স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষায় পাস করে ২০০১ বেলুড় স্কুলে যোগ দেয়। যোগ দেওয়ার মাস দুয়্কের মধ্যে ABTA র সংগঠন থেকে ও ই খানে নাম লেখানোর জন্যে লোক আসে। আমার বন্ধু একটু গাঁট টাইপের। বাংলা বলে দেয় আমি স্কুলে পড়াবো কিন্তু কোন রাজনৈতিক সংস্থায় নাম লেখাবো না। কিছু দিন পরে আরো সিনিয়ার লেভেলে নেতা এসে একই দাবি নিয়ে ও র ওপর চাপ সৃষ্টি করে এবং ওখনে নাম না লেখালে প্রমোশন ইত্যাদি তে চাপ নামতে পারে ইত্যাদি বলে ভয় দেখায়। কিন্তু আমার বন্ধু কিছুতেই রাজী হয় না। তো মাঝে অল্প স্ব্ল্প ঝামেলা করলেই ছেলে টি যেহেতু খুব ভালো পড়ায় তাকে বিশেষ ক্ষতি করতে পারে নি। কিন্তু এই মনের জোর সবার থাকে না।

    নিয়োগে না হলেও পরোক্ষ ভাবে পার্টির একটা ভূমিকা থেকে যাচ্ছে। তবে আশা কথা সেটা আগের থেকে অনেক কম।
  • | 127.194.80.53 | ০৮ নভেম্বর ২০১২ ২১:৩৩577518
  • ebaar badali pras`Mg. Zone gulo hal:

    D: দার্জিলিং এবং তৎ সংলগ্ন অঞ্চল।

    C: টাকী,কৃষ্ণনগর, হলদিয়া এই সব জায়্গা।

    B হাওড়া এবং কলকাতার খুব কাছের জায়্গা।

    A কলকাতা।

    একজন অধ্যাপক কে তার কেরিয়ারের প্রতেক টা অঞ্চলে অন্ততঃ একবার করে যেতে হবে এবং একট নির্দিষ্ট বছর সেখানে কাটাতে হবে।

    আমার সেজকাকা , অঙ্কের অধ্যাপক,যিনি অন্য রঙের হিসাবে পরিচিত ছেলেন তার কলেজ গুলো একটু দেখুন টাকী গর্ভমেন্ট কলেজ(C),দার্জিলিং গর্ভমেন্ট কলেজ(D), বেঙ্গল ইনঞ্জিনিয়ারিং কলেজ (B)।

    অর্থাৎ এর পরে কাকা A জন্যে পাওয়াই সঙ্গত ছিল। কিন্তু কাকা কে ট্রানস্ফার দেওয়া হয় বহরমপুর (C)।

    এবং চাকরী জীবনের শেষ তিন বা চার বছরের জন্যে বিধানগর গর্ভমেন্ট কলেজ (A).
  • গান্ধী | 213.110.243.22 | ০৮ নভেম্বর ২০১২ ২২:৩৪577519
  • স্কুল সার্ভিসে মাত্রাছাড়া দুর্নীতি? এবারের এসএসসির কথা জানা আছে? কিকরে খাতা চেক হচ্ছে ? গ্রামের দিকের স্কুলের টিচার কেউ থাকলে জেনে বল @ব্রতীন্দা
  • PT | 213.110.246.230 | ০৮ নভেম্বর ২০১২ ২২:৪৫577520
  • কট্টর কংগ্রেসী পরিবার। মা (এখন অবসরপ্রাপ্ত) এবং মেয়ে দক্ষিণ কলকাতার একই কলেজে পড়িয়েছেন।

    অসীমা চাটুজ্জে মেয়ে জামাই ছাত্র ছাত্রী দিয়ে CU ভরিয়ে দিয়েছেন। সেই সময়ে তাঁর কথাই শেষ কথা বলে বিবেচিত হত।

    এই রকম চাড়ানো ছিটোনো ঘটনা দিয়ে কিছু প্রমাণিত হয়না।

    অযোগ্য ব্যক্তিরা পড়ালে একটা রাজ্য থেকে এত ছাত্র উচ্চশিক্ষায় যেতে পারে না।
  • PT | 213.110.246.230 | ০৮ নভেম্বর ২০১২ ২২:৪৬577521
  • **ছড়ানো ছিটোনো
  • | 127.194.80.53 | ০৮ নভেম্বর ২০১২ ২৩:১১577522
  • গান্ধী উত্তেজিত হবার আগে আমার লেখা ট পড়ো। আমি লিখেছিঃ

    " স্কুল সার্ভিস কমিশনের আগে প্রচুর জালি হত। এখন কমেছে একদম একমত।"।

    আর আমার আদি বাড়ি গ্রামে। তারকেশ্বরে।
  • PT | 213.110.246.230 | ০৯ নভেম্বর ২০১২ ১৮:০২577523
  • ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ প্যাঁদানী খেয়েছিলেন কলেজের তিনো-ছাত্রনেতার হাতে এবং প্রকাশ্যে তা বলেও ছিলেন। http://www.newstrackindia.com/newsdetails/2012/09/22/273--College-teachers-assaulted-in-Bengal-.html
    সেই অধ্যক্ষকে পঃবঙ্গের কোন রিমোট অঞ্চলে বদ্লী করা হয়েছে। তিন বছরেরও কম সময় চাকরী থাকার কারণে তাঁর নাকি আইনতঃ কলকাতায় বদলী পাওয়ার কথা!!

    @ব-খবরটা শুনেছ আশা করি।
  • quark | 24.139.199.1 | ০৯ নভেম্বর ২০১২ ১৮:৪৪577524
  • অপপ্রচার! সাজানো! সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে!
  • গান্ধী | 213.110.243.22 | ০৯ নভেম্বর ২০১২ ১৯:০৮577525
  • বোতীন্দা

    মালদার উঃ২৪ পরগণার কিছু স্কুলের খবর আমার কাছে আছে। সেখানে খাতার উপর সাইন করানো হয়েছে, কিন্তু খাতা দেখতে দেওয়া হয়নি, আবার মার্কশীটে সাইন করানো হয়েছে।

    এসএসসি এক্সাম চলাকালীন এক্সাম হলে একমাত্র খাতায় সাইন করতে ঢুকতে দেওয়া হয়েছিল, তারপর তাদের টিচার্স রুমে পাঠিয়ে দেওয়া হয়

    এবিজি- অনেক বড় জিনিস, এসব নিয়ে আলোচনা করার মত ক্ষমতা বা জ্ঞান আমার নেই, যেটা চোখের সামনে দেখেছি-জেনেছি বলতে পারি। আমি তো সিপিএমের শেষ ১৫ বছরের সাক্ষী? সিপিয়েম অনেক খারাপ করেছে। এসএসসিতে গুচ্ছ নিজের লোক ঢুকিয়েছে মানছি, কিন্তু এরকম অবস্থা কখনো হয়নি
  • quark | 24.139.199.1 | ০৯ নভেম্বর ২০১২ ১৯:১২577526
  • লাস্ট ১৫ যা করা হয়েছে সেই ড্যামেজ কন্ট্রোল করে আগে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে না ব্রাদার । ইট টেকস টাইমঃ))

    সময় বাঁচাতে গেলে এসব একটু হাই-স্পিডে কত্তে হবে বৈকি!
  • | 127.194.84.14 | ১০ নভেম্বর ২০১২ ০৯:১৪577527
  • গান্ধী, তোমাকে আরেক বার আমার লেখা ট পড়তে অনুরোধ করচি। আমি বলেছি SSC আসার পরে ব্যাপার টা অনেক ফেয়ার হয়েছে এট একদম সত্যি কথা। কিন্তু শিক্ষক দের ওপর পার্টির প্রভাব বজায় রাখতে অন্য ভাবে চাপ সৃষ্টি করেছে। তুমি চাপ নিয়ে এক বার আমার লেখা ট পড়লেই বুঝতে পারবে আমার বক্তব্য।
  • ranjan roy | 24.96.46.165 | ১৩ নভেম্বর ২০১২ ২০:৪৮577530
  • ব্রতীন,
    সিপিএম কি করেছে সে নিয়ে অনেক হল, ওরা এখন সরকারে নেই।
    কিন্তু আজ কি হচ্ছে সেইটা নিয়ে ভাবনা-চিন্তা করা বেশি দরকারি নয়?
    আরাবুল থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে কোথায় স্বচ্ছতা এসেছে বা সিপিএম এর তুলনায় কোথায় শিক্ষার কনটেন্ট/ ভর্তি/ শিক্ষক নিয়োগে উন্নতি হয়েছে সেটা বল, যদি আদৌ হয়ে থাকে!
  • PT | 213.110.246.230 | ১৩ নভেম্বর ২০১২ ২১:০২577531
  • শুধু ব্রতীন কেন, মমতাকে সামনে রেখে যাঁরাই "পরিবর্তন" আনার পক্ষে সওয়াল করেছেন তাঁরা সবাই বলুন।
  • ranjan roy | 24.96.46.165 | ১৩ নভেম্বর ২০১২ ২৩:০৮577532
  • বলছেন।
  • Treebeard | 131.241.218.132 | ১৪ নভেম্বর ২০১২ ০৯:৫৭577533
  • ফের বোতীনকে খোঁচানোর জন্যে সরি। তবে কিনা বোতীন যে প্রায়ই ড্যামেজ কন্ট্রোলের কথা বলে, তাই হাতটা বেজায় নিশপিশ করে। মাইরি। এ ছাড়া আর কোনো বাজে ইন্টেনশন নাই।
  • quark | 24.139.199.1 | ১৪ নভেম্বর ২০১২ ১০:৫৯577534
  • তা এতো সেই ড্যামেজ কন্ট্রোলই হচ্ছে! ৩৪ বচ্ছর ধরে বাজে লোকজনকে ঢুকিয়ে যে ড্যামেজ হয়েছে, এবার তার আগের অবস্থা ফিরিয়ে আনা হচ্ছে।
  • bb | 24.99.207.50 | ১৪ নভেম্বর ২০১২ ১১:৪৪577535
  • আজকের এই সময়ে সুনন্দ স্যানালের লেখাটা পড়লে বোঝা যাবে এই সব 'পরিবর্তন পন্থীরা' কি জিনিষ।
  • PT | 213.110.243.23 | ১৪ নভেম্বর ২০১২ ১২:৫৫577536
  • bb
    লিংকটা দিতে পারবি?
  • bb | 127.213.209.2 | ১৪ নভেম্বর ২০১২ ১৫:০৬577538
  • অসংলগ্ন নয় পদে পদে ত্যাঁদড়ামি লেখাটায়। এইলোকগুলির স্বরূপ প্রকাশ পায় এইসব লেখার মধ্যদিয়ে।
    ধান্দাবাজ বুদ্ধিজীবিদের মধ্যে উনি যে সবার্গ্রে আর কিছু না পেয়ে কুম্ভীরাশ্রু বর্ষণ করছেন - সেটা কে বলবে?
  • cb | 99.231.114.21 | ১৫ নভেম্বর ২০১২ ০২:০৮577540
  • ঢ্যামনা শালা!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন