এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arka | 24.99.76.31 | ০৫ নভেম্বর ২০১২ ১০:০৮577595
  • ABG তো একটা ঠিকেদাড়ি কোম্পানি বলে জানতাম যারা মাল খালাস করে । ইটা কোন দিক থেকে "শিল্প " হলো সেটা জানার আগ্রহ থাকলো। তৃনমূল সরকার বে কায়দায় পড়লে বিরোধী CPM উচ্ছসিত হবে সেটা বোঝা যায় । এইহা স্বাভাবিক!

    কিন্তু বাজারী মিডিয়া কেন লাফাচ্ছে একটু তলিয়ে দেখা যাক।যারা পলিটিকাল চিয়ারলিডার গিরি ছাড়াও একটু আধটু টেন্ডার নামক বস্তু টি র বাপার যে জানেন তারা জানবেন ABG কে একটা বিরাট অঙ্ক র টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হত বন্দর করতি পক্ষ কে।। ABG কোম্পানি র শেষ ব্যালান্স শীত দেখলে বজাহ যাবে তাদের পক্ষে কাজ করা কেন কষ্ট কর।ভারত এর ৩ তে বন্দর থেকে ব্লাক লিস্ট হয়ে হয়েচ্ছে ABG ।এখন প্রশ্ন তালে মিডিয়া লাফাচ্ছে কেন । ডিল তা খুব সোজা চেচামিচি করে যদি পেনাল্টি তা মকুব করানো যায় তার কিচ্ছু % মিডিয়া দিয়ে দেবে।।এখন মিডিয়া হাউস কিচ্ছু পেলে তাদের আস্তাবল এর "বুদ্ধিজীবী" বা গোয়াল এর "অর্থনীতিবিদ" এবং "TV রাজনীতিক" রাও কিচ্ছু পাবে ইটা বিঝার জন্য Binomial থিওরেম জানতে হয় না।

    কালিপূজ ভাইফোটা র বাজার EXTRA ইনকাম মন্দ না । হোক তা ABG ঠেকেদার এর দালালি বা ROSE VALLY ( ৩ কন্যা র প্রযোজক) ঘটকালি ।

    তৃনমূল একটি অতিসয় খাচ্চর প্রকৃতি র দল।কয়েকদিন আগে CPM কে ' চক্রান্ত ' করে টাটা-SALEM এর লেঠেল গিরি করিয়েছিল এখন ক্ষমতায় এসে ABG ঠেকেদার এর দালালি করাচ্ছে । গর্জে উঠুন iPhone এ হেমাঙ্গ বিশ্বাস লোড করে চলুন SOUTH CITY র সামনে "প্রতিবাদ" করি ABG র হয়ে !!! কল্লোলিত হোক নগর কলকাতা ।
  • Arka | 24.99.76.31 | ০৫ নভেম্বর ২০১২ ১০:৫৮577597
  • সুভেন্দু বাবু র একখানা ভিডিও নিয়ে সুনলাম "ABG বন্ধু " মামা-ভাগ্নে চ্যানেল (নাম তা সুভেন্দু দা ই দিয়েছে ) খুব নাচানাচি করচ্ছে । প্রথম এ ভাবলাম ' NANO প্রিয় " বাঙালি র মাতৃসম নিরা রাদিয়া র অডিও র মত চিত্তাকর্সক কিচ্ছু হবে । পরে দেখালম শ্রমিক দের হয়ে ABG কে উদম গালি দিচ্ছে আর হুমকি দিচ্ছে তাও আবার জনসভা তে !!!

    যাইহোক মালিক দের গালি দিলে ABP তাকে কু কথা বা গুরুনিন্দা র মত মনে করে এবার ও করেছে । ( প্রভু ভক্তি তে বকলাস লাগানো চুতস্পদী দের কঠিন challenge এর মুখে ফেলে দিয়েচ্ছে এই মিডিয়া গোষ্ঠী )।

    কিন্তু বিপ্লবী দের ABG র হয়ে কান্না কাটি তা বেশ চোখে পড়ল।"কাস্তে" , সিঙ্গুর-নন্দীগ্রাম এর পরে বিদায় নিয়েছিল এবার নিচ্ছে " হাতুড়ি "রইলো পরে " তারা " ।
  • Arka | 24.99.76.31 | ০৫ নভেম্বর ২০১২ ১০:৫৮577596
  • সুভেন্দু বাবু র একখানা ভিডিও নিয়ে সুনলাম "ABG বন্ধু " মামা-ভাগ্নে চ্যানেল (নাম তা সুভেন্দু দা ই দিয়েছে ) খুব নাচানাচি করচ্ছে । প্রথম এ ভাবলাম ' NANO প্রিয় " বাঙালি র মাতৃসম নিরা রাদিয়া র অডিও র মত চিত্তাকর্সক কিচ্ছু হবে । পরে দেখালম শ্রমিক দের হয়ে ABG কে উদম গালি দিচ্ছে আর হুমকি দিচ্ছে তাও আবার জনসভা তে !!!

    যাইহোক মালিক দের গালি দিলে ABP তাকে কু কথা বা গুরুনিন্দা র মত মনে করে এবার ও করেছে । ( প্রভু ভক্তি তে বকলাস লাগানো চুতস্পদী দের কঠিন challenge এর মুখে ফেলে দিয়েচ্ছে এই মিডিয়া গোষ্ঠী )।

    কিন্তু বিপ্লবী দের ABG র হয়ে কান্না কাটি তা বেশ চোখে পড়ল।"কাস্তে" , সিঙ্গুর-নন্দীগ্রাম এর পরে বিদায় নিয়েছিল এবার নিচ্ছে " হাতুড়ি "রইলো পরে " তারা " ।
  • potidin | 131.241.218.132 | ০৫ নভেম্বর ২০১২ ১২:৫১577598
  • কুনাল ঘোষ ও গর্বিত হবে অর্কর লেখা পড়লে
  • PT | 213.110.246.230 | ০৫ নভেম্বর ২০১২ ১৬:৩০577599
  • কোন কোন "বিপ্লবী" ABG-র যাওয়া নিয়ে কান্নাকাটি করছে জানতে পারলে বেশ হত।
  • Manish | 127.218.7.6 | ০৫ নভেম্বর ২০১২ ১৮:৫০577600
  • @ ARKA

    Rose Valley Groupএর প্রকাশিত দৈনিকটির নাম হলো 'খবর ৩৬৫ দিন'। এখন ভেবে দেখুন ওরা কাকে সাপোর্ট করতে পারে।
  • jago haldia | 127.221.50.245 | ০৫ নভেম্বর ২০১২ ২১:২৭577601
  • আমরা আমাদের দৈনিকের জন্য অর্ক বাবুকে সম্পাদক হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
  • pinaki | 132.164.246.191 | ০৫ নভেম্বর ২০১২ ২২:৫৮577602
  • জাস্ট তথ্য হিসেবে

    ABG নিয়ে বিপ্লবীদের কান্নাকাটি ১-
    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=259&h=978&year=2012&month=11&date=1&page=1&dpn=303488

    ABG নিয়ে বিপ্লবীদের কান্নাকাটি ২-
    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=245&h=1086&year=2012&month=11&date=2&page=1&dpn=303609

    এটা হয়তো সত্যি যে শুভেন্দু এন্ড কোং এর ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে। পাশাপাশি এটাও সত্যি যে একটা বামপন্থী পার্টি ABG র জন্যে আবাপর সুরে সুর মিলিয়ে কান্নাকাটি না করে ২৭৫ জন ছাঁটাই শ্রমিকের হয়ে কান্নাকাটি করলে ভালো লাগত।
  • PT | 213.110.243.21 | ০৫ নভেম্বর ২০১২ ২৩:২৪577603
  • ABG না থাকলে ২৭৫ জনের জন্য কান্নাকাটি করে কি হবে? গণশক্তিতে চাকরী দেবে? অথবা "কান্না"-র জন্য প্রকারান্তরে কি বিমান-নিরুপমকে বিপ্লবী হিসেবে স্বীকৃতি দেওয়া হল?

    কোন সংস্থানের ব্যবস্থা না করে শ্রমিকদের (এবং কৃষকদের) জন্য ফাঁকা কান্না অবিলম্বে বন্ধ হোক।
  • pinaki | 132.164.246.191 | ০৫ নভেম্বর ২০১২ ২৩:৪২577605
  • যখন ABG যাওয়ার মত পরিস্থিতি তৈরী হয়নি অথচ ২৭৫ জন ছাঁটাই হয়ে গেছে - সেই সময় ঐ ২৭৫ জনের জন্য বিপ্লবীদের কান্নাকাটির কোনো লিং আছে নাকি? থাকলে একটু দেখতাম।

    বিনা প্রতিবাদে ছাঁটাই, পিএফ ইএস আই চুরি, ট্যাক্স ফাঁকি, বেআইনি ক্লোজার এর অধিকার, স্থায়ী ধরণের কাজ ঠিকা শ্রমিক দিয়ে করানো, জলের দরে সরকারি জমি, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ - এসব মেনে নিলে পশ্চিমবঙ্গে যে শিল্পের বন্যা বইবে সেকথা কে না জানে।
  • ranjan roy | 24.97.59.69 | ০৫ নভেম্বর ২০১২ ২৩:৪৭577606
  • যেমন চটকলের শ্রমিকদের জন্যে আগে হয়েছে।
    আজ অব্দি বাম দলগুলো হরতাল/ লে অফ নিয়ে আন্দোলন করার সময় পিটি স্যারের দাওয়াই নিয়ে কেন ভাবেনি কে জানে? তাহলে বাম জমানায় এতগুলো শিল্প বন্ধ হত না।
  • PT | 213.110.243.21 | ০৬ নভেম্বর ২০১২ ০০:০২577607
  • চটকল বিপ্লব না করলেও উঠত। হয়ত আরেকটু পরে উঠত। এখানে যাঁরা লেখেন তাঁরা শেষ কবে চটের থলে ব্যবহার করেছেন ভেবে দেখবেন।

    পরিবর্তন হবে শুধু পঃবঙ্গে আর দিল্লীর আশীর্বাদপুষ্ট ছাঁটাইয়ের অর্থনীতির বিরুদ্ধে শুধু পঃবঙ্গে বিপ্লব হবে -আবার সেই বিপ্লবের (যেমন ধরুন "ঘেরাও") জন্য পঃ বঙ্গ থেকে শিল্প চলে গেলে কাহন কাহন শব্দব্যয় করে সেই রাজনৈতিক দল/সরকারকে গালও দেওয়া হবে -এ ত বড় রঙ্গ যাদু!!
  • sri | 127.194.11.76 | ০৬ নভেম্বর ২০১২ ০০:০৭577608
  • এখানে আমি স্নিগ্ধেন্দু কে লিখতে বলব।। আজ আমার এখানে ও গুচ্ছের হলদিয়ার ডকুমেন্টস নিয়ে এসেছিল।। এসেছিল কপি ছাড়তে। যতটুকু ঘটে ধুখলো প্রচন্ড ঘোটালা কেস।
  • ranjan roy | 24.97.233.17 | ০৬ নভেম্বর ২০১২ ০৫:২৪577609
  • আরও বড় রঙ্গ" দিল্লির আশীর্বাদপুষ্ট ছাঁটাই অর্থনীতির" মুখ্য কারিগরকে দেশের রাষ্ট্রপতি বানাতে সমর্থন দেয়া।ঃ)))
    সমর সেনের প্রিয় বাক্যবন্ধ-- কত রঙ্গ দেখালি খেঁদি, অম্বলে দিলি আদা!
  • ranjan roy | 24.97.233.17 | ০৬ নভেম্বর ২০১২ ০৫:২৮577610
  • আর গোটা ভারতে যাই হোক কোলকাতায় ট্রাম চলিতেছে। কারণ এখানে যাঁরা লেখেন তাঁদের কেউ কেউ নিশ্চয়ই ট্রামে চড়েন।
    কোলকাতা আলাদা, কোলকাতা অনন্য।
    একদিন চটকল বন্ধ হয়ে যেতই। এই যুক্তিতে যদি ---।
    তাহলে আশি বছরের বৃদ্ধ বাবা-মাকে কি করা উচিৎ?
  • PT | 213.110.243.21 | ০৬ নভেম্বর ২০১২ ১০:১১577611
  • ভারতের রাষ্ট্রপতি দেশের অর্থনীতি নির্ধারণ করেন না। প্রণববাবু সমর্থন না দিলেও ABG লোকেরা কর্মহীন হত। তাত্বিক অবস্থানের রাজনীতি তাত্বিকদের মানসিক সান্ত্বনা যোগায় ঠিকই কিন্তু তাতে সব সময় আসল উপকার হয়না বা বিশেষ কিছু বদলায় না। অর্থমন্ত্রী মনমোহন বা প্রণবের প্রচুর বিরোধীতা করেও খোলা বাজারী রাজনীতি/অর্থনীতি বন্ধ করা যায়নি।

    কোলকাতার ট্রামের সঙ্গে চটকলের তুলনা অর্থহীন। ট্রাম এখনো চলছে সরকারী ভর্তুকিতে। চটকলের মালিক যদি চটের বদলে চকলেটের ব্যবসা করা মনস্থ করে সেটা ঠেকানোর ক্ষমতা কোন রাজ্য সরকারের নেই। তার চাইতেও বড় কথা চটের বাজার সংকুচিত হতে হতে প্লাস্টিকের কাছে নতি স্বীকার করেছে। Traders also allege that the shortage of jute bags is artificial and created by plastic lobby which wants the government to make an exception to its 100% jute bag policy in grain procurement and use plastic bags. http://articles.timesofindia.indiatimes.com/2012-05-17/india/31748212_1_jute-bags-jute-mills-food-grains

    সময় তো বদলেছেই। সেটা আশি বছরের বাবা-মার ক্ষেত্রেও সত্যি। এত বৃদ্ধাশ্রম আমাদের ছোট বা মেজকালে ছিল নাকি?
  • PT | 213.110.243.21 | ০৬ নভেম্বর ২০১২ ১০:২১577613
  • **প্রণববাবুকে সমর্থন
  • lcm | 34.4.162.218 | ০৬ নভেম্বর ২০১২ ১০:২১577612
  • তাই না লোকে বলে, মমতা হল আসল বাম, শ্রমিকদের সঙ্গে। আর সিপিএম মালিকদের পাশে - টাটা থেকে এজিবি।
    তাই নয়, খবরের কাগজে (এইসময়) সার্ভে হয়েছে, তাতে জনগণ কয়েচে মমতা হল বাম, তাইতে আবার সিপিএমের নাম পরিবর্তন করার প্রস্তাবেও লোকে হ্যাঁ বলেছে।
  • PT | 213.110.243.21 | ০৬ নভেম্বর ২০১২ ১০:২৫577614
  • শুধু ঢপ না দিয়ে মমতা যদি বামের কাম করে তাহলে তো উত্তম প্রস্তাব। তবে ইন্দিরার গরীবী হঠাও দেখেছি তো তাই আগে ভাগেই বলে রাখিঃ কত রঙ্গ দেখালি খেঁদি, অম্বলে দিলি আদা!!
  • | 127.194.84.243 | ০৬ নভেম্বর ২০১২ ১০:৩১577616
  • PT দা নিশ্চয় প্রথম ১৫ বছরের কথা বলেছেন। কারন শেষের ১৫ বছর হলে হেব্বি চাপ ঃ))
  • lcm | 34.4.162.218 | ০৬ নভেম্বর ২০১২ ১০:৪০577617
  • ইন্দিরা গান্ধী তো গরীবের বন্ধু, তাই না সিপিএম '৬৯ এ সাপোর্ট দিল। ঐ দুঃসময়ে সিপিএমের সাপোর্ট না পেলে প্রধানমন্ত্রীর পদ থেকে হয়ত পার্মানেন্টলি ছিটকে যেত ইন্দিরা। অনেক পন্ডিতের মতে তাইলে ইন্দিরা রাজনীতি থেকে ছিটকে যেতে পারত, জরুরী অবস্থা দেখতে হত না। কি হলে যে কি হত, কে জানে।
  • PT | 213.110.243.21 | ০৬ নভেম্বর ২০১২ ১৩:১০577618
  • "বামের কাম" বলেছি "বামফ্রন্টের কাম" বলিনি!!

    "গরীবী হটাও" ১৯৭১-এ ইন্দিরার স্লোগান ছিল। ১৯৬৯-এ ছিল কিনা মনে করতে পারছি না।
  • quark | 24.139.199.1 | ০৭ নভেম্বর ২০১২ ১৭:৩৩577620
  • তা ঐ প্রথম ১৫ বছরই হোক না, গাছে কাঁঠাল গোঁপে তেল না দিয়ে!
  • | 127.194.88.101 | ০৭ নভেম্বর ২০১২ ১৮:২৮577621
  • লাস্ট ১৫ যা করা হয়েছে সেই ড্যামেজ কন্ট্রোল করে আগে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে না ব্রাদার । ইট টেকস টাইমঃ))
  • quark | 24.139.199.1 | ০৭ নভেম্বর ২০১২ ১৮:৩১577622
  • বটে! তা এই হলদিয়া ইত্যাদিতে যা হচ্ছে .... তা বুঝি সেই "ড্যামেজ কন্ট্রোল"?
  • Ben Arfa | 131.241.218.132 | ০৭ নভেম্বর ২০১২ ১৮:৩২577623
  • পোচুর মুখ চুলকোচ্ছে, পেট ফুলছে, চাপতে পারছি নে। কিছু বলি? বলি?
  • | 127.194.88.101 | ০৭ নভেম্বর ২০১২ ১৮:৪৪577624
  • বলো । না বলে কী তুমি ছাড়বে?ঃ))

    কোয়ার্ক, ABG নিয়ে আমার পোস্ট টা দেখেছেন আশাকরি।যেহেতু আমর কোন দলের প্রতি অন্ধ আনুগত্য নেই তাই এটা আমি করেই থাকি।

    আমরা কি এটা বিশ্বাস লাস্ট কয়েক বছরে আম্রা অন্য রাজ্যে র তুলনায় অনেক পিছিয়ে পরেছি? এই প্রশ্ন টা আমি আমি বাম(সিপিএম) সমর্থক দের করছি? (নিজের বুকে হাত দিয়ে বলতে বলছি)
  • PT | 213.110.246.230 | ০৭ নভেম্বর ২০১২ ২০:৪৭577625
  • "Rs 1,163 crore that the state had got in 2010;" http://news.oneindia.in/2012/08/10/mamata-misleading-jangalmahal-on-development-oppn-1051585.html

    আর শিক্ষা সম্পর্কেঃ "রটনা যেমনই হোক উচ্চশিক্ষায় পশ্চিমবঙ্গ আজও সারা দেশে প্রথম সারিতে" http://www.anandabazar.com/archive/1121031/31edit3.html

    কোথাও পড়ছিলাম যে বামেদের রাজত্বের শেষ বছরে ইনভেস্টমেন্টের তালিকায় পঃ বঙ্গ ৬ নম্বরে ঊঠে এসেছিল।

    এগুলো ৩৫ বছরের "অপশাসন", শিক্ষাক্ষেত্রে "অনিলায়ন" এবং শেষ ১৫ বছরের "হেব্বি চাপের" পরেও!!

    এবার "অনেক পিছিয়ে" পরাটা যদি একটু বিশদে বলেন তারপরে বুকে হাত রাখব!!
  • | 127.194.83.178 | ০৮ নভেম্বর ২০১২ ০৮:১০577627
  • তাই নাকি? এটা এখন ও জানা নেই। ডেটা দিয়ে প্রমান করতে হবে। করবো।ঃ))

    তার আগে অন্য রা কে কী লেখে দেখি। কোথায় আর পড়বেন নিশ্চয় স্বপ্নে দেখেছেন।ঃ))

    শিক্ষার তে প্রথম সারি তে বটেই তবে লিস্টের শেষ দিক থেকে।

    ১। আরে এটা হবেই পার্টি করার পুরষ্কার হিসাবে কত অযোগ্য লোক কে টিচার হিসাবে ঢোকানো হয়েছে তার কোন ইয়ত্তা আছে?

    ২।আর প্রফেসার ক্ষেত্রে প্রমোসন থেকে বদলী সবের পেচানেই কী যেন একট হিডিন ইকুয়্যেশন থাকে? আপনার অবশ্য দীর্ঘ টীচার জীবনে এটা জানা নেই। কিন্তু সবাই জানে তবে টাক্সো দেবার ভয়ে স্বীকার করে না এই যা।

    ৩।আর শিক্ষা প্রতিষ্ঠানে মাথায় নিজেদের লোক বসানোর কি দর্কার মশাই? যাতে পুরো প্রতিষ্ঠান কে দলের অঙ্গুলি হেলনে কন্র্টোল করা যায়?

    Kইন্তু এ সব আবার আপ্নারা মানবেন না কারনে সেক্ষেত্রে সত্যি টা প্রকাশ হয়ে যাবে।

    আর আমার কথার সাপোর্ট ইন্টারনেট থেকে ডেটা দিলে বলবেন সেটা হবে কুক্ড আপু ডেটা ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন