এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধোনীর পরে কে ক্যাপ্টেন?


    অন্যান্য | ০৪ জানুয়ারি ২০১৩ | ৭৬৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 214.130.244.200 | ০৮ জানুয়ারি ২০১৩ ১৩:১৮578793
  • ধুর আরাবুল।

    সুভাষ চক্রবর্তী লেভেলের গুন্ডা চাই দাদা!!
  • btex | 103.186.23.80 | ০৮ জানুয়ারি ২০১৩ ১৩:৩০578795
  • আবার ! 1:16 pm এ দাদ- চুলকুনি ফুটে বেরোল তো
    কতকরে বল্লুম তখন আমাকে ব্যবহার করুন
  • নেতাই | 131.241.98.225 | ০৮ জানুয়ারি ২০১৩ ১৩:৩৫578796
  • একক কি দাবী করছেন স্কার্ট পরে মেয়েরা ক্রিকেট খেললে জনপ্রিয় হত?
    জানিনা।
    আপনারা কি মেয়েদের ক্রিকেট দেখেছেন? আমি দেখেছি বেশ কয়েকটা ম্যাচ।
    মিতালী রাজের ব্যাটিং দেখেছি। ঝুলন গোস্বামীর বোলিং ও দেখেছি।
    চার দেখেছি কম ই হয়। ছয়ের মার তো আরো কম। মোটের উপর আমার দেখতে তেমন ভালো লাগেনি।
  • de | 69.185.236.53 | ০৮ জানুয়ারি ২০১৩ ১৩:৩৬578797
  • এটা প্রমাণ করলো আমার দেওয়া লিংকের একটাও বোতীন পড়েনি --- ঃ((
  • নেতাই | 131.241.98.225 | ০৮ জানুয়ারি ২০১৩ ১৩:৪৮578798
  • দেদি।
    ১৩৫ কিমি নিয়ে আমারো ডাউট আছে। কারন আমি খেলা দেখেছি। ১২০-১২২ কেউ ছাপিয়েছে বলে মনে পড়ছেনা।
    ক্রিকইনফো ও ১২০ ই লিখছে। কেউ দেখে থাকলে কনফার্ম করতে পারেন।
    http://www.espncricinfo.com/ci/content/player/53932.html
  • নেতাই | 131.241.98.225 | ০৮ জানুয়ারি ২০১৩ ১৩:৫৯578799
  • আরো একতা কথা, গায়ের জোর কে এরকম জোর গলায় কেন অগ্রাহ্য করছেন?
    স্কিল, ফিজিক্যাল ফিটনেস এর পাশাপাশি স্ট্রেন্থ এরো ভালোই গুরুত্ব রয়েছে ক্রিকেটে, ফুটবলে, রাগবি তে, কুস্তিতে এমনকি ভারোত্তলনেও।
  • lcm | 34.4.162.218 | ০৮ জানুয়ারি ২০১৩ ১৪:৩১578800
  • আহা নেতাই, সে তো সত্তর-আশির দশকে ছেলেদের ক্রিকেটও তো আমরা ওমনই দেখতাম, ঘন্টায় একটা চার, কপাল ভালো থাকলে পাঁচদিনে একটা ছক্কা।
  • de | 190.149.51.66 | ০৮ জানুয়ারি ২০১৩ ১৫:৫১578801
  • খালি চার আর ছয়ের জন্যই ক্রিকেট দেখা নাকি? নেতাই?

    খেলা ভালোবেসে দেখলে মেয়েদের ক্রিকেট কেন ভালো লাগেনি দেখতে?
  • dukhe | 212.54.74.119 | ০৮ জানুয়ারি ২০১৩ ১৭:৫৮578803
  • ভালো না লাগার কিছুই নেই। আমার বাড়িতেই হয়। ইনভার্টারটা উইকেট। ছোটজন ব্যাটসম্যান। বড়জন বোলার। কিংবা উল্টো। হ্যাঁ, চার ছয় তেমন হয় না। রান গোণাও হয় না। তাতে কী?
    সুতরাং মেয়েদের ক্রিকেট আমি ভালোবাসি। খেলিও।
  • aka | 178.26.203.155 | ০৮ জানুয়ারি ২০১৩ ১৮:৪৯578804
  • নেতাই কপিল দেবের সেরা স্পিড কত? ঃ)

    সেরেনা বা ভেনাস উইলিয়ামস বা আজকালকার মেয়েদের টেনিসে যারা খেলে তারা ইচ্ছে করলে ১৪০ কিমি বেগে বল করার শক্তি ধরে।

    মেয়েদের ক্রিকেট এখনও দেখতে ভালো লাগে না কারণ মেয়েদের ক্রিকেট এখনও ইনফ্যান্সিতে, আর কদিন গেলেই মনে হয় ম্যাচিওর করে যাবে। ক্রিকেটে শক্তি অতটা লাগে না যাতে মেয়েদের খেলার কোন বিশেষ অসুবিধা আছে। যখন অন্যদিকে ভারোত্তোলন, বক্সিং, কুস্তি ইত্যাদি খেলায় যেখানে অনেক বেশি শক্তি লাগে সেখানে মেয়েরা যথেষ্টই পারদর্শী।
  • গান্ধী | 213.110.243.22 | ০৮ জানুয়ারি ২০১৩ ২২:০০578805
  • না না না ডুবতে দেবনা
  • শ্রী সদা | 127.194.211.171 | ০৮ জানুয়ারি ২০১৩ ২২:০২578806
  • এবার আমার দোষ নেই, গান্ধীদা তুলেছে ঃ)
  • Abhyu | 107.89.19.52 | ০৮ জানুয়ারি ২০১৩ ২২:০৩578807
  • না রে - এটা শেষে তুলে দিতুম :)
    বদ্য খুশ হত!
    spoilsport কোথাকার !
  • | 24.97.251.150 | ০৮ জানুয়ারি ২০১৩ ২২:০৪578809
  • দেবযানী কি অন্যরকম আশা করেছিলে??
  • গান্ধী | 213.110.243.22 | ০৮ জানুয়ারি ২০১৩ ২২:০৪578808
  • ভেউঃ( আমি কি করে জানবো??? কে যেন বললো বেলুড়-বেলুড় ভাই-ভাইঃ(
  • Abhyu | 107.89.19.52 | ০৮ জানুয়ারি ২০১৩ ২২:০৫578810
  • আমি কবে বেলুড় হলাম???
  • গান্ধী | 213.110.243.22 | ০৮ জানুয়ারি ২০১৩ ২২:০৮578811
  • নাহ, বোতীন্দা কিলিয়ার করে দিয়েছে
  • | 233.227.0.176 | ০৮ জানুয়ারি ২০১৩ ২২:০৯578812
  • অভ্যু, এই ছিল তোমার মনে? ঃ))
  • aka | 178.26.203.155 | ০৮ জানুয়ারি ২০১৩ ২৩:১৮578815
  • এই যে মেয়েদের টি-২০ খেলা। কম কিসে?

  • ranjan roy | 69.161.177.212 | ০৯ জানুয়ারি ২০১৩ ০১:৪৮578816
  • দে,
    ঝুলন গোস্বামীর বোলিং দেখেছি। নাঃ, আর ছেলেদের মধ্যেই আজ হাতে গোণা কয়েকজন ছাড়া( ঈশান্ত, দিন্দা, বরুণ অ্যারন) কেউ ১৪০ করে না। ভুবনেশ তো---। গও হরের ফ্লাইটেড লেগ স্পিন দেখেছি। না পাড়ার ক্লাব ক্রিকেটে মেরে কেটে চলতে পারে, ব্যস।
  • | 214.130.244.200 | ০৯ জানুয়ারি ২০১৩ ০৯:৪৪578817
  • আকার জীবনে দাবি কী? রিমি কি বছরের শুরু তে ই চাপ দিয়েচে নাকি? ঃ))
  • | 214.130.244.200 | ০৯ জানুয়ারি ২০১৩ ০৯:৫৭578818
  • দে, আমি লেখা গুলো না পড়লেও। কিছু কিছু মেয়েদের ক্রিকেট দেখেছি।

    ঝুলন গোস্বামী ঠিক কত স্পিডে বল করে সেটা না জানলেও রেগুলার কাগজে তার ভালো বোলিং আপডেট দেখি। আসলে আমি একটু খেলা পাগল। বিশেষ করে ক্রিকেট। এক সময় মন দিয়ে রঞ্জি ম্যাচ ও দেখতাম ।

    আবার বলি , আমি যেটা বলতে চেয়েছি সেটা হলঃ

    ১। মেয়ে যে ক্রিকেটে নিশ্চয় খেলে সেটা হাই স্টান্ডার্ডের হলেও ছেলে দের ক্রিকেটের তুলনায় যেহেতু তারা অনেক পরে শুরু করেছে সেখানে ম্যাচিওরিটি আসতে সময় লাগবে। এটা ফ্যাক্ট । এর সাথে নারী -বিদ্বেষের কোন সম্পর্ক নেই।

    ২। আর স্পিড টাই সব নয়। কৃশানু বলতে চেয়েছে যেহেতু মেয়ে রা ছেলে দের মতোন জোরে বল করতে পারে না সেহেতু ওদের ক্রিকেট ততো টা আকর্ষনীয় নয়। এটা আমার বক্তব্য নয়।

    ডেরেক আন্ডারউড নামে ইংল্যান্ডের এক বোলার ছিলেন। তিনি ১০০ ওভারের বেশী এক পুরোনো বল দিয়ে ফুল ফর্মের গাভাসকার কে মুরগী করেছিলেন ( খুব সম্ভবত বোল্ড)।

    ৩। বেদী,প্রসন্ন,চ্ন্দ্রশেখ,রামাধীন,ভ্যালেন্টাইন,শিভালকার,দিলীপ দোসী,হরভজন এমন অনেক স্পিনের জাদুকর আমরা পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি দেশের কথা আর লিখলাম না।

    আশা করি এই পোস্টের পরে আমার বক্তব্য লোকে পরিষ্কার করে বুঝতে পারবে।

    আবার। ও ই কমেন্ট টা করা আমার একেবারেই উচিত হয় নি।
  • ছড়ুসম্রাট | 132.175.27.246 | ০৯ জানুয়ারি ২০১৩ ১০:২০578819
  • লিখবে আর ছড়াবে,আবার গোটানোর চেস্টা করবে,করতে গিয়ে আবার ছড়াবে..........এই অনন্ত লুপ কবে যে শেষ হবে হে ছড়িদার!!
  • | 24.97.206.118 | ০৯ জানুয়ারি ২০১৩ ১০:৩৬578820
  • অনেকে এটাকে 'ছড়ানো' বলছেন কেন বুঝছি না। ব্রতীনবাবু তো ধারাবাহিকভাবে বেশ কিছু বছর ধরে মেয়েদের হেয় করে দেখা আর মুসলমানবিদ্বেষমূলক মন্তব্য করে আসছেন।
    'ছড়ানো' বলতে মানুষ ভুল করে কিছু করলে বা বললে সেটাকে বলে না?
  • | 214.130.244.200 | ০৯ জানুয়ারি ২০১৩ ১০:৫১578821
  • দময়ন্তী দেবী,

    আমার মুসলমান বিদ্বেষ নিয়ে গুরু র পাতায় অনকে আলোচনা হয়েছে।

    অনেক বার বলে ও অনেক কে কোন কথা না বোঝানো যায় না। সেক্ষেত্রে দুটো কারন থাকতে পারেঃ

    ১। যে বলছে সে কী বলছে সেটা নিয়ে প্রি কনসীভড ধারনা করে নেওয়া এবং সেটা থেকে বেরিয়ে না আসা।

    ২। আমি যথেষ্ট যুক্তি দিয়ে আমার বক্তব্য বোঝাতে পারছি না।

    ভারতের সারা জায়্গায় মানুষ মারা হবে পূর্ব পরিকল্ল্পিত ভাবে।( কালকে ও তেনারা খারাপ আবহাওয়া সুযোগ নিয়ে দু জন ভারতেয় সৈন্য মাথা কেটে নিয়ে গেছেন) আর আমার কতো মহান বোঝাতে গিয়ে তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবো আর তাদের দেশ ক্রিকেট খেলতে ডাকবো। আমার মতো এটা হিপোক্রেসি। সাধারণ মানুষের সাথে ধোঁকা।

    তা যদি আমাকে কেউ মুসমান বিদ্বেষী ভেবে আনন্দ লাভ করতে চায় আমি নাচার।

    আসলে বড় হবার মোট দুটো উপায়ঃ

    ১। সত্যি সত্যি বড় হওয়া ( রিয়েল টাফ আস্ক)
    ২। অন্যকে ছোট দেখানো ( সহজ বলে আমর অসবাই এই পথ টাই বেচেহ নি)
  • | 214.130.244.200 | ০৯ জানুয়ারি ২০১৩ ১১:০০578822
  • আমার নারী বিদ্বেষ নিয়ে পরে লিখছি। কিছু কাজ আছে।
  • Soumesh | 103.182.129.82 | ০৯ জানুয়ারি ২০১৩ ১১:১২578823
  • আরে দ বলেছেন বলে এত উত্তেজিত হবার কি আছে ব্রতিনবাবু? উনি তো সকলের সাথেই খারাপ ব্যবহার করেন। ভদ্রলোকের পক্ষে ওনাকে ইগনোর করাই বুদ্ধিমানের কাজ।
  • quark? | 24.139.199.1 | ০৯ জানুয়ারি ২০১৩ ১১:৫৩578824
  • ইয়ে, মানে ইদিকের এঁয়ারা কস্মিনকালেও তাঁদের মাথা কাটেননি এইটে একজন পূর্ণবয়স্ক সুস্থমস্তিষ্ক মানবসন্তানের পক্ষে বিশ্বাসযোগ্য?
  • ranjan roy | 24.99.160.156 | ০৯ জানুয়ারি ২০১৩ ১২:৪৫578826
  • আজকের পত্রিকাতেই পড়লাম ,সম্ভবতঃ এই সময় বা টেলিগ্রাফে যে ওই ঘটনার দু'দিন আগে পাকিস্তানী পিকেটে ভারতীয় সৈন্যবাহিনী বিনা প্ররোচনায় ঢুকে গিয়ে ওদের একজনকে মেরে এসেছে বলে পাকিস্তান তীব্র প্রতিবাদ জানিয়েছিল, ইসলামাবাদে ভারতীয় রাজদূতকে ডেকে এনে অফিসিয়ালি প্রটেস্ট করেছিল। ভারত সরকার অবশ্য অনেক রাজ্যসরকারের স্টাইলে এর দায়িত্ব নিতে অস্বীকার করেছিল। এবং এই খবরটি আগে কোন মিডিয়ায় প্রচারিত হয় নি। কবে যে এইসব খোঁচাখুঁচি শেষ হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন