এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধোনীর পরে কে ক্যাপ্টেন?


    অন্যান্য | ০৪ জানুয়ারি ২০১৩ | ৭৬৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 178.26.203.155 | ০৯ জানুয়ারি ২০১৩ ২০:৩১578860
  • ব্রতীন ও অক্ষ, আমি কিছু মনে করি নি।

    ইসে, শুধু তথ্যের খাতিরে বলি, আমার সাথে উদয় একই দিনে ক্লাবে সই করেছিল, উদয় আণ্ডার নাইন্টিন খেলেছিল। তারপরেই আমার চোয়ালে সেলাই ইত্যাদি ঘটনা, নইলে আজ কি হত বলা যায় না।
  • শ্রাবণী | 69.94.104.22 | ০৯ জানুয়ারি ২০১৩ ২১:০৭578861
  • ঐ আন্ডার নাইনটিন টিটো যেটাতে ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছিল আমি বোধায় ফাইন্যাল আর তার আগের একটা দুটো ম্যাচ দেখেছিলাম, শিখর ধাওয়ান আর বিরাট কোহলি (ক্যা) খুব ভালো খেলেছিল..............বিরাট কোহলির থেকে ধাওয়ান বেশী ভালো, পরে কোহলি এত সুযোগ পেল, ধাওয়ান কোথাও নেই, অবাক লেগেছিল তবে ডিটেল ফলো করিনা তাই জানিনা নিশ্চয়ই কনসিস্টেন্ট পারফর্মার নয়!
  • | 233.237.100.214 | ০৯ জানুয়ারি ২০১৩ ২১:৩৯578862
  • থ্যাঙ্কু আকা। অক্ষ দা র পোস্ত পরে একটু অপরাধ বোধে ভুগছিলাম। তোমাকে আর রিমি কে ভালো বন্ধু হিসাবেই ভাবি। তাই ওটা লিখেছিলাম । যাই হোক ..
  • | 233.237.100.214 | ০৯ জানুয়ারি ২০১৩ ২১:৪২578863
  • অক্ষ দা আবার বোঝাতে ভুল হল আমার আমি উমেশ কে যেটা লিখেছিলাম সেটা হল আমাকে কেউ "মুসলিম বিদ্বেষী" ভাবলে আমার কিছু যায় আসে না।
  • | 233.237.100.214 | ০৯ জানুয়ারি ২০১৩ ২১:৫৫578864
  • একদম দ। ১০০% সহমত।

    শুধু একটা কথা। যতদুর মনে পরছে আমি এই ধরনের সুইপিং স্টেটমেন্ট আপনার সম্পর্কে কোন সময় দিয়েছি। কিন্তু ভবিষ্যতে আপনি আপনার রসনা সংযত না করলে দেবো না এমন গ্যারান্টি দিতে পারছি না।
  • | 24.97.54.10 | ০৯ জানুয়ারি ২০১৩ ২২:০৬578865
  • আরে ধুর কে চাইছে গ্যারান্টি!? মনে হলেই বলে ফেলবেন
  • | 233.237.100.214 | ০৯ জানুয়ারি ২০১৩ ২২:১০578866
  • থ্যাঙ্কু।
  • ranjan roy | 24.99.72.61 | ১০ জানুয়ারি ২০১৩ ০০:০৫578867
  • দে,
    মোটামুটি নেতাই যা বলেছে।
    আর একটা কথা। আমি ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত। তখন শুধু টেস্ট ক্রিকেটই ছিল। আমার কাছে এখনো ( নীল হার্ভের মতঃ)) ক্রিকেট মানেই টেস্ট ম্যাচ। যেখানে খালি ট্যাকটিক্যাল নয়, মূলতঃ স্ট্র্যাটেজিক মুভগুলো হয়। ধুম-ধাড়াক্কা চার-ছয় নয়, বেশ ঠান্ডা মাথায় হঠাৎ একটা কভার ড্রাইভ বা লেগ গ্ল্যান্স। ক্ল্যাসিক্যাল গানের মত। ওয়ান ডে হল পপ-সং, আর ২০-২০ র‌্যাপ!

    কাজেই আমার ক্রিকেট প্রেমের সঙ্গে গ্ল্যামারের সম্পর্ক খুব কম। ৮৩তে প্রুডেনশিয়াল কাপ নয়, যখন ওয়াডেকারের টিম ইংল্যান্ডের মাটিতে ওদের হারাল তখন থেকে ভারতীয় টিমকে সিরিয়াসলি দুনিয়া নিল।
    অবশ্যই আমি মনে করি মেয়েদের ক্রিকেটে দক্ষতার স্তর কম হওয়া ওদের স্পন্সর ও পপুলার সাপোর্ট না পাওয়ার কারণ। তেমনি হাল মেয়েদের ফুটবলের। দুয়েক দশক আগে একটু উঠছিল। বেশ উঠছিল।
    পাশাপাশি মেয়েদের ব্যাডমিন্টন, টেনিস ও তীরন্দাজির তুলনা করলেই ব্যাপারটা বোঝা যাবে।
    স্টেফি/সেরেনাদের কথা ছেড়েই দিলাম, ভারতের সানিয়া বা ব্যাডমিন্টনে সাইনা-জ্বালা গুট্টারা যে মানের খেলেন তাতে ছেলেদের ,মানে ক্লাব লেভেলে , পেরে উঠবে না। তেমনি ভাল মেয়েদের টেবল টেনিস। ছেলেদের সঙ্গে প্রায় সমানে সমানে।
    কিন্তু ক্রিকেট বা ফুটবল? না।ঃ আমি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব দেখে বলছি।
  • প্পন | 190.215.48.41 | ১০ জানুয়ারি ২০১৩ ০০:৩৪578868
  • এঃ শ্রাবণীদি খালি ছড়িয়ে যাচ্ছে।

    আন্ডার নাইন্টিন টিম টিটো নয়, ফুল ফিফটি ওভারের ওয়ার্ল্ড কাপ জিতেছিল।

    আজ অব্দি তিনবার জিতেছে - প্রথমবার ২০০০ সালে কাইফের ক্যাপ্টেন্সিতে, যুবি, সোধি এরা ঐ টিমে ছিল। পরেরবার ২০০৮-এ কোহলির ক্যাপ্টেন্সিতে আর এইবার উন্মুক্ত চান্দের টিম জিতল।

    শিখর ধাওয়ান ভালোই খেলে তো, ওপেনার বলে চান্স পাওয়া মুশকিল ছিল। এইবার শেহয়াগ বাদ, শচিন রিটায়ার করেছে আর গম্ভীরের অফ ফর্ম। ইংল্যান্ডের সাথে সিরিজটায় ধাওয়ান ঢুকে পড়তেই পারে (যদিও চেন্নাই লবি মুরলি ভিজয়, অভিনব মুকুন্দ এদের ঢুকিয়ে দেবে জানি)।
  • aka | 178.26.203.155 | ১০ জানুয়ারি ২০১৩ ০২:২১578870
  • সে যাইহোক কাজের কথাটা কয়ে দিই। আপাতত ধোনির পরে কোন ক্যাপ্টেন নেই। খুব খারাপ অবস্থা। অনেক সিনিয়র প্লেয়ার একসাথে রিটায়ার করেছে, করছে একটু সময় লাগবে। কোহলির এখনও নিজেকে প্রমাণ করতে হবে।
  • aka | 85.76.118.96 | ১০ জানুয়ারি ২০১৩ ০৯:৫৮578871
  • দ, একটা কথা বলি শিবুদার ক্ষেত্রে, শিবুদা যাই গালি দিয়ে থাকুক - গালি দেওয়া যদিও গুরুতে এক্সপ্লিসিটলি বা ইমপ্লিসিটলি নতুন কিছু না, অক্ষ বা অন্যান্য অনেকেই বলেছে হানি সিংয়ের ভাষায় রবীন্দ্র সংগীত গাইলেও কিছু যায় আসে না - তাতে শিবু বৌদির ঐ অশালীন ব্ক্তব্যটি প্রাপ্য নয়, বক্তব্য রাখলে সেটা খেয়াল রাখলে ফেয়ার হত, বর্তমানে আমি ব্যক্তিগত ভাবে তোমার ঐ বক্তব্যটি ফেয়ার বলতে পারলাম না।
  • প্পন | 190.215.48.46 | ১০ জানুয়ারি ২০১৩ ১০:০০578872
  • বাজে তক্কো!

    গ্রেম স্মিথ কি প্রমাণ করেছিল? তখন তো সাউথ আফ্রিকান ক্রিকেট ধুঁকছিল। ২০০৩ ওয়ার্ল্ড কাপের শক এক্‌জিট এট অল।

    একটা লোকের ক্যাপ্টেনসিতে পরের পর হেরেই যাবে অথচ তাকে মাথায় তুলে রাখতে হবা!!
  • | 214.130.244.200 | ১০ জানুয়ারি ২০১৩ ১০:১০578873
  • গম্ভীর কেন নয়? কবি বলেছেন " ফর্ম ইস টেম্পুর‌্যারি , ক্লাস ইস পার্মানেন্ট"

    গম্ভীরের ক্লাশ নিয়ে আমরা সবাই একমত তো? নাকি নয়?
  • lcm | 34.4.162.218 | ১০ জানুয়ারি ২০১৩ ১০:১২578874
  • সেকেন্ড না থার্ড
  • aka | 85.76.118.96 | ১০ জানুয়ারি ২০১৩ ১০:১৪578875
  • ধুর গম্ভীরের কোন ক্লাসই নেই, শুধুই টেম্পারামেন্ট, ক্লাস যার আছে রোহিত শর্মা, তার আবার টেম্পারামেন্ট নেই।
  • lcm | 34.4.162.218 | ১০ জানুয়ারি ২০১৩ ১০:১৫578876
  • তাই তো জিগ্গেস করলাম, কোন কেলাস? সেকেন, না, থার্ড?
  • lcm | 34.4.162.218 | ১০ জানুয়ারি ২০১৩ ১০:১৭578877
  • বোঝো! তাইলে শ্রীবৎস গোস্বামী-কে কাপ্তেন করে দাও। ফিউচার গ্রেম স্মিথ।
  • aka | 85.76.118.96 | ১০ জানুয়ারি ২০১৩ ১০:২২578878
  • আমাকে করলে হবে না? আমিও একটাও টেস্ট খেলি নি। মাক্কালি কোন জালি নেই এর মধ্যে।
  • | 214.130.244.200 | ১০ জানুয়ারি ২০১৩ ১০:৪৬578879
  • না।

    ক্যাপ্টেন হিসাবে জেতা টা তো দরকার। কিন্তু তার ও ওপরে নেতা হিসাবে সে সর্বজনগাহ্য কিনা যাকে বাংলায় বলে অবিংসবাদী নেতা

    ১। ক্যাপ্টেন হিসাবে ইন্ডিয়া র থেকে বড় তোমার
    চেন্নাই ? কেন?

    ২। মনোজ র সাথে এত বিমাতৃসুলভ আচরন।কেন ?

    ৩। রোহিত শর্মা ট্যালেন্ডেট নো ডাউট, কিন্তু এত গুলো ব্যর্থতার পরেও কেন সুযোগ পাবে?

    ৪। রায়না, রান পায়না। তবু খেলে। কেন?

    ৫। ওঝা এখন দেশের ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার; তাকে সুযোগ দিতে এত দ্বিধা কেন?

    এবং দ্য লিস্ট ইস এন্ডলেস!!
  • | 214.130.244.200 | ১০ জানুয়ারি ২০১৩ ১০:৪৮578881
  • এলসিএম, খালি মশকরা!!

    আকা, আমার লাস্ট পোস্ট তোমার জন্যে। উত্তর চাই। উত্তর দাও।
  • | 214.130.244.200 | ১০ জানুয়ারি ২০১৩ ১০:৪৯578882
  • /এল সিএম দা
  • নেতাই | 131.241.98.225 | ১০ জানুয়ারি ২০১৩ ১১:০১578883
  • রায়না রান পায়না ঠিক নয়।
    দেড়শো ম্যাচ খেলে ৩৫.৫ অ্যাভারেজ খুব খারাপ নয়। দাদার স্নেহের যুবরাজ ই ৩৭ অ্যাভারেজ নিয়ে হই হই করে প্রায় তিনশো ম্যাচ খেলে ফেললো
  • | 214.130.244.200 | ১০ জানুয়ারি ২০১৩ ১১:১৫578884
  • বেশ করেছে খেলেছে। একশো বার খেলবে। হাজার বার খেলবে।

    কোন সুস্থ মস্তিষ্কের লোক রায়না আর যুবি মধ্যে তুলনা করবে না।

    আমি তোমাকে পাগল বলছি না। তাও..
  • lcm | 34.4.162.218 | ১০ জানুয়ারি ২০১৩ ১১:১৭578885
  • বোতিন-এ পয়েনট গুলা হেক্কেবারে পয়েন্টলেস।
  • lcm | 34.4.162.218 | ১০ জানুয়ারি ২০১৩ ১১:১৯578886
  • কাম নাই, বইস্যা বইস্যা, মনোজ না ওঝা না রোহিত - এই লিস্ট নিয়া পড়সে। এগুলারে নিয়া যতই পারমুটেশান-কম্বিনেশান করো ফল কি আর পাল্টায়। পিকে স্যর তো কবেই কইয়া দিসেন, চচ্চরির মশলা দিয়া বিরিয়ানি হয় না।
  • dukhe | 212.54.74.119 | ১০ জানুয়ারি ২০১৩ ১১:২০578887
  • আহা চেন্নাইয়ের প্লেয়ার না খেলালে শ্রীনি ধোনিকে দত্তক নেবে কেন?
  • lcm | 34.4.162.218 | ১০ জানুয়ারি ২০১৩ ১১:২৮578888
  • চেন্নই এর কেডা? বালাজী, মূরলী ? সবই তো দেখি চেন্নই এর বাইরে - শচীন, বীরেন্দ্র, ঈশান, যুবরাজ, গৌতম, বিরাট, জাহির, এমনকি ঐ ছোকরা, কি যেন চটেঈশ্বর -
  • গান্ধী | 213.110.247.221 | ১০ জানুয়ারি ২০১৩ ১১:৩১578890
  • নেতাইদা,

    রায়্নার ম্যাচ জেতানো ইনিংস নেই, প্রতি ম্যাচে অ্যাভারেজ ২০-২৫ কোরে রান করেই, যেগুলো করলেও হয় না করলেও হয়। যুবরাজ ম্যাচ জিতিয়েছে অনেক (ঝুলিয়েছেও অনেক, কিন্তু সেগুলো কে মনে রাখে???)

    মনোজ একখানা জিনিস, ব্যাটা আসল সময়ে চোট পায়
  • aka | 85.76.118.96 | ১০ জানুয়ারি ২০১৩ ১১:৩১578889
  • চেতশ্বর চেতেশ্বর, এর ব্যাটিং আমি দেখেছি, বড্ড বেশি বটম হ্যাণ্ড। লেট হিম প্লে ইন অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা তারপরে কথা বলব।
  • নেতাই | 131.241.98.225 | ১০ জানুয়ারি ২০১৩ ১১:৩২578892
  • রায়না আর যুবি মধ্যে তুলনা করলে আপত্তি ঠিক কোন জায়গায় বুঝতে পারলাম না।
    যুবির আবির্ভাব ফাটাফাটি। কিন্তু কন্সিস্টেন্সি ছিল না। স্ট্যাট বিশারদ রা ভালো বলতে পারবেন, কিন্তু প্রথম ৫০ বা ১০০ ম্যাচের পর যুবির রানের তহবিল খাঁ খাঁ করছিল। সৌরভ তখনও জোর করে পারফরমেন্স অনুযায়ী যা প্রাপ্য তার চেয়ে বেশী ম্যাচ খেলিয়েছে। এটা তো ক্যাপ্টেনের বিশ্বাস। পরে যুবি দাঁড়িয়ে গেছে। লোকে সৌরভ কে আর যুবিকে ধন্য ধন্য করেছে। না দাঁড়ালে ছ্যা ছ্যা করতো। এখন যেমন রোহিত শর্মা কে করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন