এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধোনীর পরে কে ক্যাপ্টেন?


    অন্যান্য | ০৪ জানুয়ারি ২০১৩ | ৭৬৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 213.112.82.1 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১২578994
  • baangaali-ke gaal dichchhi naa .. কিন্তু নিজের অক্ষমতা ঢাকতে প্রাদেশিকতা-র ধুয়ো দেওয়া - টা অসঝ্যকর লাগে। আর কিছু না। এটা কাজের জায়গা তেও দেখি --- জুনিয়ার ছেলে টা জখন রেটিং আলোচনা-র আগে বলে -- দাদা .. বাঙ্গালী ভাই টাকে একতু দেখো .. তখন মাথা গরম হয়ে জায়। anyways, i dont intend to hurt anybody's sentiment . It is just my POV.
  • গান্ধী | 213.110.243.22 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১২578993
  • হরভজনের ব্যাটের হাত স্যার জাদেজার থেকে ভালো। ২টো টেস্ট সেঞ্চুরী আচে। ওকেই অলরাউন্ডার হিসেবে খেলাকঃ)

    স্যার জাদেজা আর ভাজ্জির বোলিং স্ট্যাট (আগেই বলে দিই খেলা দেখিনি, স্ট্যাট নিয়ে কারবার)

    প্রথম ইনিংস

    Bowling O M R W Econ
    Harbhajan Singh 25 2 87 1 3.48
    RA Jadeja 36 10 71 2 1.97

    ওভারের সংখ্যা দেখবেন

    দ্বিতীয় ইনিংস

    Harbhajan Singh 27 6 55 2 2.03
    RA Jadeja 26 5 68 2 2.61

    ব্যাটে অবশ্য স্যার ৫রান বেশি করেছেন
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৫578995
  • অর্নামেন্টাল পেসার? ওরা কিন্তু খুব ভালো ব্যাট করলো। ও জন্যই না ২০০ হলো, লিড হলো, ইত্যাদি। প্পনদা যে কি বলে?
    হরভজন, ইশান্থ , কুমার আছে ব্যাটিং এর জন্য। আশ্বিন জাদেজা বোলিং এর জন্য। সেহয়াগ, ভিজায় ফিল্ডিং এর জন্য। জাদেজা তো আবার অলরাউন্ডার। বোলিং আর ফিল্ডিং।
    এরকম না পারলে টিমে নেওয়া যাবে না। দিন্দা বা মনোয এরকম পারে কি?
    সব চেয়ে বড় কথা, মনোজের ব্যাটিং দেখে একবারও মনে হয় ও আন্তর্জাতিক খেলতে পারবে? কোনো স্পেসিয়ালিটি আছে কী? না খেলিয়েও বলে দেওয়া যায় এ বিরাট বা পূজারা নয়।
  • সৈকত রায় মহাশয় | 203.234.247.50 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৬578997
  • দীপ দাশগুপ্ত সেঞ্চুরি করেছিল মোহালিতে, ইংল্যান্ডের সাথে। সাউথ আফ্রিকাতে দুটো টেস্ট খেলে, এটা বড় হাফ সেঞ্চুরি করেছিলো মনেআছে। ৭০-৮০ মত।
  • গান্ধী | 213.110.243.22 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৬578996
  • যাচ্চলে!! এখানে বাঙালী সেন্টিমেন্ট আপনিই শুরু করেছেন, ধোনির ক্যাপ্টেনশিপের কথায় হঠাৎ দাদা প্রসঙ্গ কে আনল?

    আপনি তো এখনো বলতে পারলেন না। আবার প্রশ্ন করি।

    ধোনি কেন এখনো যোগ্য ক্যাপ্টেন? দুটো ৪-০, একটা ঘরের টেস্ট সিরিজ হারের পর?
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৭578999
  • 'জুনিয়ার ছেলে টা জখন রেটিং আলোচনা-র আগে বলে -- দাদা .. বাঙ্গালী ভাই টাকে একতু দেখো .. তখন মাথা গরম হয়ে জায়' - খুব ই স্বাভাবিক।
    এর সাথে মনোজ এর ক্রিকেটীয় দক্ষতার বিচার করতে পারার অক্ষমতা ( না খেলতেই) বা ধোনির ক্যাপ্টেন্সি-র অন্ধ আনুগত্যের সম্পর্ক বোঝা গ্যালো না।
  • গান্ধী | 213.110.243.22 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৭578998
  • কৃশানুদা

    বিস্ময়বালক কি করবে? সবই তো অন্য লোকেরা কএর দিল !!
  • প্পন | 190.215.112.114 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৮579000
  • সে আমারো লাগে। কিন্তু ভুল টইতে খাপ খুলেছেন। ধোনির সমালোচনা বাংলায় করা হচ্ছে মানে প্রাদেশিকতার ভূত দেখা এইটাও কিছু মনে করবেন না, ঐ "অসঝ্যকর" লাগে।

    মোহিন্দর অমরনাথও বাঙালি, এইটাও নতুন জানলাম। তিনিও ক্যাপ্টেন কুলের বিরোধিতা করে ফৌত হয়েছেন কিনা!
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২৬579001
  • ধোনিকে রেখে দেওয়ার পক্ষে এই টইতে ঠিকঠাক কথা দিন কয়েক আগে বলেছিলেন আকাদা। ধোনিকে সাপোর্ট না করলেও সেটা আমার ঠিক মনে হয়েছে, এই মুহুর্তে ওই যোগ্যতম।
    টিম হারার পিছনে ধোনি-র ক্যাপ্টেন্সি ছাড়াও অনেককটা ফ্যাক্টর আছে, কিন্তু ধোনি দায় অস্বীকার করতে পারে না। একাধিক দায়। মনোজ কে নিতে না পারার দায়, বিজয় কে নেবার দায়, রোহিতকে বছরের পর বছর খেলিয়ে যাওয়া, অমরনাথকে সরানো।
    জাদেজা কে তিনটে ট্রিপল এর পর না নিয়ে উপায় ছিল না, আবার কাজে না লাগলে ছেঁটে ফেলাও উচিত।

    ৮-০ এর পর কারুর রেহাই মেলে না। সেই হিসেবে সরিয়ে দিয়ে যাকে খুশি আনা যেতে পারে। এটা একটা স্কুল অব থট।

    আরেকটা হলো, আর কেউ যখন নেইই তখন কিই বা করা। গম্ভীর দলেই আসতে পারছে না, সেহবাগ তথৈবচ। কোহলির অল্প বয়েস। তাহলে কি আবার বিবা? সে তো আবার আরেক বিতর্ক। অশ্বিন ছাড়া কেউ রেগুলার নয়, ওকে ক্যাপ্টেন করা যায় না। তবে?

    দুটো স্কুলের একটাও ফেলে দেওয়া যায় না।
  • গান্ধী | 213.110.243.22 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩০579003
  • কৃশানুদা

    গ্রেম স্মিথকে কিন্তু ক্যাপ্টেন করা যখন হয়, তখনো সে খুব একটা রেগুলার ছিলোনা।

    টেস্টে অন্য কাউকে দেওয়া উচিত। ওয়ানডে-টি২০ এখনো ধোনি থাকতেই পারে
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৩579004
  • গান্ধী - প্রথম স্কুলের বক্তব্যের একমাত্র জায়গা ওটাই। কিন্তু এটা ভারতীয়দের ক্রিকেট দর্শন আর অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা-র ক্রিকেট দর্শনের পার্থক্য।
    সেই একই দর্শনের বশবর্তী হয়েই বিবা এখনো খেলে যাচ্ছেন।
  • x | 82.163.217.102 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৬579005
  • আমার কাছে captaincy এর main criteria হলো leading from the front এটা কিন্তু ধোনি বারবার করে দেখিয়েছে world cup final এ দেখাল কালকেও দেখিয়েছে যে পিচে ভগবান Nathan Lyon এর মত spinner এর সামনেও কাপছিলেন সেখানে step out করে attack ট অন্য campএ নিয়ে যাওয়ার জন্য কলজের জোর লাগে ধোনির talent কতখানি আছে সে নিয়ে dispute থাকতে পারে but in mental toughness he is the best captain india has ever got
  • | 190.215.10.171 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৯579006
  • সুব্রত ব্যানার্জী বলে এক্জন বোলার ছিলেন। যিনি প্রথম ইনিংসে এ ৩ টে উইকেট নেবার পরে দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ পান নি। সৌজন্যে মহঃ আজাহারউদ্দিন।
  • গান্ধী | 213.110.243.22 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪১579007
  • যখন টিম হারতে থাকে আর নিজে এগিয়ে না এসে নতুন প্লেয়ারদের উপরে তুলে নিজে ৬-৭এ আসে তখন? যেটা টেস্টে বারবার করেছে?

    ওয়ানডে বা টি ২০র প্রসঙ্গে ক্ষেত্রে ধোনিকে বদলের প্রশ্ন আসেনা (অন্তত আমি করিনা) কিন্তু টেস্টে ৪-০ গুলোর কঠিক সময়ে ক্যাপ্টেনের কি উচিত ছিলোনা উপরের দিকের ব্যাটিং ফেল করছে আমি উপরে খেলি?
  • | 190.215.10.171 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪২579008
  • কিন্তু টিম যখন হরে তার দায় ক্যাপ্টেন কেই নিতে হয়। গাভাসকার,কপিল কাউকে রেয়াত করা হয় নি। সেখানে হোয়াইটওয়াশের পরে ধোনী র এই ভাবে টিকে যাওয়া টা খানিক টা বিস্ময়ের তো বটেই।
  • sch | 132.160.114.140 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৬579009
  • আপনারা মেণ্টাল টাফনেস নিয়ে বলছেন বোধহয় ভুলে গেছেন রাহুল দ্রাবিড় বলে একজন ক্যাপ্টেন ছিলেন ইনডিয়ার। তিনি ক্যাপ্টেন হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজে ওপেন করতে গেছিলেন পাকিস্তানের ৫০০+ রান চেজ করার সময় - তিনি এবং শেহওয়াগ ওপেনিং জুটিতে প্রায় ৪১৩ রানের রেকর্ড ভেঙ্গে দিয়েছিলেন এবং ওই ম্যাচে শোওয়াইব আখতার বলে একজন বোলার ছিলেন যিনি প্যাটিনসনের চেয়ে অল্প জোরে বল করতে পারতেন। দ্রাবিড় কিন্তু ওপেনার ছিল না। ধোনিকে আরেকবার ইংল্যান্ডের সামনে ফেললে বা সাউথ আফ্রিকার সামনে ফেললেই টাফনেসের টেস্ট হয়ে যাবে।
    এই ম্যাচ খুবই কনফিউসিং - একজন বোলার ৬ ওভারে ৩ উইকেট পাওয়ার পরও তার ক্যাপ্টেন তাকে দিয়ে বল করালো না - কারণ সে ইঞ্জুরী প্রোণ। বিশ্বাস করা শক্ত।
  • cb | 99.231.126.13 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৩৩579010
  • lcm | 138.48.127.32 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৩৭579011
  • ২৬৫ বলে ২২৪ রান - ২৪টা বাউন্ডারি, ৬ টা ওভারবাউন্ডারি।

    এরকম তো বীরেন্দ্র খেলে!
    মহেন্দ্র-ও এরকম খেলতে শুরু করল !!
  • aranya | 154.160.226.53 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৫৯579012
  • বীরেন্দ্র অস্তাচলে, আশা রাখি অস্ত না গিয়ে আবার ফিরে আসবে, বয়স-টা কম, এখনও চান্স আছে।
    মহেন্দ্র এককালে এরকম-ই খেলত, এমন সব ঝোড়ো ইনিংসের জন্যই টিমে ঢুকেছিল। ক্যাপটেন হয়ে ধরে খেলতে শুরু করে।
    তবে ভারতীয় ব্যাটিং-এর আসল পরীক্ষা তো বিদেশের গ্রীন টপে,যখন বল সিম করবে, সুইং করবে, দেখা যাক ধোনি বাইরে কেমন খেলে।
  • dukhe | 212.54.74.119 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫২579014
  • বাইরে? এই শুভদিনে আবার এসব অলক্ষুণে কথা কেন?
  • গান্ধী | 213.110.243.22 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৬579015
  • বীরেন্দ্রর বয়স কম !!! ৩৪ বছর, কম বয়েস!!
  • dukhe | 212.54.74.119 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৮579016
  • এসব রিলেটিভ ব্যাপার। ছোটবেলায় ক্লাস টেনের দাদাকে দেখেই শ্রদ্ধায় অভিভূত হতাম, এখন ছেলেমানুষ লাগে।
    বলা যায় না - পার্থিব প্যাটেলকেও লোকে একদিন বুড়ো বলতে পারে।
  • aranya | 78.38.243.161 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৫579017
  • যাঃ, বীরুর-ও ৩৪ হয়ে গেল! কেমন একটা ইলিউশনে ছিলাম, ৩০-৩১ মত হবে, এই সেদিন যেন খেলা শুরু করল আর মিডল অর্ডারে ট্রাফিক জ্যাম বলে দাদা ওপেনার বানিয়ে দিল।
    টাইম ফ্লাইজ ইঃ । তবে ৩৪-এও হয়ত ফিরে আসা যায়, দাদা নিজেই কামব্যাক করেছে ২০০৭-এ, এইরকমই বয়্স তখন। দেখা যাক।
  • aranya | 78.38.243.161 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৮579018
  • ঘাসে ঢাকা পিচে কোয়ালিটি ফাস্ট বোলিং খেলতে অবশ্য কোন দেশের ব্যাটসম্যান-রাই পছন্দ করে না, শুধু ভারতীয়দের দুষে লাভ নেই।
  • প্পন | 126.202.152.65 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২০579019
  • সে এক সময় ছেল, ভগোমানকে লোকে কোহিনূর বলত, আর বীরেন্দ্রকে বলা হত পালিশ না করা হীরে। ভগোমান হয়ত ৪২ অব্দি খেলবেন (শত্তুরের মুখে ছাই দিয়ে) আর হ্যান্ড-আই কোঅর্ডিনেশন ঠিক থাকলে বীরেন্দ্র আরো বছর চারেক ঠিক খেলে দিতে পারবে।

    খুব করে চাইবো, রিটায়ার করার আগে আর একটা ট্রিপল সেঞ্চুরি যেন করে।
  • lcm | 34.4.162.218 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২২579020
  • সে কি! লোকে বলে সে সময় কেউ ওপেন করতে চাইত না, প্রথম দিকের বলগুলো খেলতে হবে বলে, তো, সে সময় বীরেন্দ্র-ই তো এগিয়ে এলো....
  • গান্ধী | 213.110.243.22 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩১579021
  • দাদা-জন রাইটের আরো অনেক ফাটকার মত এটাও লেগে গেছিল। যে লোকটা তার আগে দিল্লীতেও কোনোদিন ওপেন করেনি, তাকে ওপেনার বানিয়ে দিল।

    প্পনদার আশাটা আমারো। আরেকটা ৩০০। ও খেললে হয়ে যেতে পারে, ফর্মের সাথে সেওয়াগের ট্রিপল সেঞ্চুরীর কোনো যোগাযোগ নেই, ওর ক্ষেত্রে আলাদা সেট পুরো
  • aranya | 78.38.243.161 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩২579022
  • বাংলা মিডিয়ার গুল্প হতে পারে, তবে বীরু ক্যাপ্টেন গাংগুলীর প্রশংসা করেছে অনেক, যদি না ইন্টারভিউ গুলো ও ডক্টরড হয়।
    এদিকে বিজয় দু ইনিংসেই ফেল করল। আর চান্স পাবে কি ? জানে ধোনি আর শ্রীনি ।
  • aranya | 78.38.243.161 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৩579023
  • এক্স্যাক্টলি, বীরু একটা আলাদা ব্যাপার, অন্তত তাই ছিল। বড় প্রিয় ক্রিকেটার। চশমায় সেট হয়ে আবার ফিরে আসুক।
  • lcm | 34.4.162.218 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৯579025
  • তো তাহলে, ইংল্যান্ডে ৪-০ তে হেরে এসেছিল, ভারতে ও হেরেছে। বিশ্রী খেলছিল সব্বাই - শুধু কাপ্তেন না, নাবিক, জোয়ান... সব্বাই...দল বেঁধে। সবাই কেমন শুধু কাপ্তেনের ঘাড়ে দোষ চাপিয়ে দিল। জলে (জাহাজে) এমন হয় না। ডাঙাতে এমন হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন