এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধোনীর পরে কে ক্যাপ্টেন?


    অন্যান্য | ০৪ জানুয়ারি ২০১৩ | ৭৬৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • DB | 213.171.245.203 | ০৫ মার্চ ২০১৩ ১২:৫২579060
  • ক্যাপ্টেন হিসেবে ধোনীকে কিন্তু আমার ভালই লাগে । বেশ ঠান্ডা মাথায় দল পরিচালনা করে।ব্যাট্সম্যান হিসেবেও অনেক ওপের সারির ব্যাট্সম্যানের সমকক্ষ।তাই আমার মনে হয়না ধোনীকে এই মুহুর্তে অধিনায়কত্ব থেকে অপসারণ করার কোন কারণ আছে।
    বরং আমার মনে হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্মকর্তাদের পরিবর্তন দরকার। এর ব্যবসাটা ভালো বোঝে - কেউ কেউ একটু আধটু ক্রিকেট ও বোঝে হয়ত কিন্তু ব্যবসায়িক লাভ লোকসানের হিসেবের সামনে তাদের ক্রিকেটীয় বোধকে দুরে সরিয়ে রাখতেই হয়।নইলে শ্রীকান্তর মত একটা ড্যাংগুলি প্লেয়ার ভারতীয় দলে সূযোগ পায় ? আবার খেলা ছেড়ে দিয়ে চেয়ারম্যান অফ সিলেক্শ্সন কমিটি হয়ে যায়?
    সারা জীবনে লোকটা একটি মাত্র সেঞ্চুরি করেছে - তাও আবার তৎকালীন দুর্বল দল শ্রীলঙ্কার বিরুদ্ধে।সেই লোক ঈ আবার সৌরভ কে খোঁটা দেয় বাঙ্লাদেশের সঙ্গে ওর সেঁচুরি নিয়ে !! এই সব জোকারদের নিয়েই ভারতীয় ক্রিকেট
  • কৃশানু | 213.147.88.10 | ০৫ মার্চ ২০১৩ ১৩:০৩579061
  • ক্রাইসিস ঠিক নয়। তবে ত্রান্সিশন তো বটেই।
    বছর দুয়েক আগের এভারেজ এক্সপিরিয়েন্স আর এখন কার এভারেজ এক্সপিরিয়েন্স দিয়েই সেটা বোঝা যায়।
    আর ইংল্যান্ড ভালো খেলেছে তাই জিতেছে, এ তো জানা কথাই, তাই জন্যই তো কথা হচ্ছে যে আরেকটু ভালো কি ভাবে খেলা যায়।
    এল সি এম দা মোটামুটি অর্জুনের মত জায়গায় পৌছে গ্যাছেন, যুদ্ধের আগের। এবার একটা কৃষ্ণ লাগবে :-)
  • ঊমেশ | 90.254.147.148 | ০৫ মার্চ ২০১৩ ১৩:০৯579062
  • জানতাম এরকম হবে। ভারত আবার জিততে শুরু করলে, সেই ক্রিকেটার দের বন্দনা শুরু হবে।
    কাদের হারালো সেটা কিছু ব্যাপার নয়!! কি পিচে খেলা হলো সেটা কিছু নয়!!

    অস্ট্রেলিয়া যে টিমটা খেলতে এসেছে এটা একটা টিম? আমার তো মনে হয় এই টিম নিয়ে ওরা বাংলাদেশে মাটিতে জিততে পারবে কিনা সন্দেহ আছে।
    ক্লার্ক ছাড়া কোনো টেস্ট খেলার মতো ব্যাটসম্যান নেই!!!!!!!!

    কাল আবার যদি ইংল্যান্ড (বা সাউথ আফ্রিকা) আসে ভারতের আবার হাড়ির হাল হবে। কিংবা এই টিম নিয়ে আবার বাংলাদেশ ছাড়া কোথাও গেলে আবার লেজে গোবরে হবে।
  • lcm | 34.4.162.218 | ০৫ মার্চ ২০১৩ ১৩:২১579063
  • বোঝো! ওহে উমেশ, কোনো জয়কে ছোটো করে দেখতে নেই... হতে পারি দীন তবু নহি মোরা..... ইত্যাদি...
  • cb | 41.6.140.217 | ০৫ মার্চ ২০১৩ ১৪:০৭579064
  • সংখ্যার দিক থেকে ধোনি ভারতের সফলতম টেস্ট ক্যাপ্টেন , আজকের পর। :)
  • প্পন | 190.215.41.250 | ০৫ মার্চ ২০১৩ ১৪:১২579065
  • সাউথ আফ্রিকার সাথে চারটে টেস্টের অ্যাওয়ে সিরিজ আসছে। ঃ)
  • lcm | 34.4.162.218 | ০৫ মার্চ ২০১৩ ১৪:১৫579066
  • যাক, সিবি হাসির ইমোটিকন ও দিয়েছে, খুশীই মনে হচ্ছে।
    ভারতের জয়ে আনন্দিত-দের দলে গুরুতে আমি একা নই।
  • | 126.202.140.196 | ০৫ মার্চ ২০১৩ ১৬:০৪579067
  • খুব খুশী। কিন্তু এটাই বোধহয় ভারতে আসা দ্বিতীয় দুর্বল তম দল।কিম হিউজের পরে ই।
  • potke | 68.68.85.34 | ০৫ মার্চ ২০১৩ ১৬:৩১579068
  • ডেইল স্টেন যেন ফিট থাকে, জয় মা!
  • de | 69.185.236.53 | ০৫ মার্চ ২০১৩ ১৬:৩৫579070
  • সাউথ আফ্রিকার অপেক্ষায় আছি ---

    ভারতের জয়ে খুশীই হতাম, ধোনীর একচোখোমিগুলো না থাকলে। দিনের পর দিন দিন্দা, মনোজ, সামি, ঋদ্ধি কোন যুক্তিতে বসে থাকে তা জানিনা! এতো বেশী পার্সিয়াল অধিনায়্ক সৌরভ কোনদিনও ছিলো না!
  • | 126.202.140.196 | ০৫ মার্চ ২০১৩ ১৬:৩৮579071
  • বাকি গুলো ও চামড়া খুলে নেবে। চাপ নেই।
  • কৃশানু | 213.147.88.10 | ০৫ মার্চ ২০১৩ ২১:৩৪579072
  • ভারতের জয়ে সব সময়েই খুশি হই, কখনো হারুক চাই না।
    সেটা ছেলেদের ক্রিকেট টিম হোক, বা মেয়েদের কাবাডি টিম।

    উমেশ দা, কাদের হারালো সেইটা তো ব্যাপার বটেই। কিন্তু এদের কাছেই যদি হারত, তাহলে তো আরো খারাপ হত। আমি স্টিল মনে করি, ট্রানজিশন চলছে, সেটা ধোনি থাকতে থাকতে শেষ হয়ে গেলেই ভালো। পূজারা বা কোহলি-র মত প্রতিভা ট্রানজিশন পিরিয়ডে ক্যাপ্টেন হয়ে নষ্ট হয়ে গেলে খুব খারাপ হবে, ভারত এফোর্ড করতে পারবে না।
  • ঊমেশ | 90.254.147.148 | ০৫ মার্চ ২০১৩ ২১:৪৫579073
  • জেতাটা ফ্যাক্টর, কিন্তু আমার পিচ নিয়ে বেশ আপত্তি আছে।

    এই পিচে জিতে কি লাভ? কাল তো আবার একটু অন্য পিচ হলেই হারবে।

    এই রকম পিচ হলে সামি, ভুবনেশ্বর রা কোনো দিন নিজেদের বড়ো কিছু বানাতে পারবে না। আর বাইরে গেলেই হারবে।
  • কৃশানু | 213.147.88.10 | ০৫ মার্চ ২০১৩ ২১:৫৮579074
  • আবার সেই। স্কুল অব থট।
    আমার মতে পেস বোলিং বা তার এগেইন্সতে ব্যাটিং টাই ক্রিকেটের শেষ কথা নয় (যদিও সেটা দেখতে আমার ব্যাপক লাগে), তা সাহেবরা যতই রোম্যান্টিসাইজ করুননা কেন। ভালো স্পিন বোলিং ও শিল্প, তার এগেইন্সতে ব্যাট করাও। আমরা সেটা তে স্ট্রং, তাইতে কোনো দোষ নেই।
    উপমহাদেশ এর বাইরে ভালো স্পিনার কতজন? শেষ কুড়ি বছরে? দুই।
    ভারতে তো গত কুড়ি বছরে দুই এর থেকে বেশি পেস বোলার তোলা গ্যাছে, যারা ফেলে দেবার মত না।
    তাহলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা এসএ স্পিনিং ট্র্যাক বানিয়ে স্পিনার তুলছে না কেন?

    বড় কিছু করার থাকলে বড় প্লেয়ার রা ঠিকই পারবে। অস্ট্রেলিয়া তেই ওয়ার্ন এসেছে, ভারতে ৪৩৪।

    তাহলে প্রশ্ন হলো, ভারতকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বা এস এ মাঝে মাঝে হারিয়ে গ্যাছে কি করে?
    সোজা কথা, তখন তাদের টিম ভারতের চেয়ে বেশি ব্যালেন্সড ছিল। ভারতকেও সেই চেষ্টা করতে হবে।

    কী ভাবে?
    ১) পরিকাঠামো-র উন্নতি।
    ২) অন্তত কিছু ঘরোয়া ম্যাচে ( টেস্ট ম্যাচে ) পেস উইকেট।
    ৩) ইয়ুথ পলিসি।
    ৪) সঠিক টিম নির্বাচন।
  • | 126.202.110.187 | ০৫ মার্চ ২০১৩ ২২:১০579075
  • ভাও লিখেছো। বড় করে ক।
  • কৃশানু | 213.147.88.10 | ০৫ মার্চ ২০১৩ ২২:১৯579076
  • ২) অন্তত কিছু ঘরোয়া ম্যাচে ( টেস্ট ম্যাচে নয়, রঞ্জি - দলিপের মত ম্যাচে ) পেস উইকেট। দুর্বল টিম, জৈসে বাংলাদেশ বা জিম্বাদেশ এর সাথে হয়ত বা টেস্টেও।
  • aka | 178.26.203.155 | ০৬ মার্চ ২০১৩ ০০:৩১579077
  • কথা হল এখন কেউই দেশের বাইরে গিয়ে বিশেষ জেতে টেতে না। ক্রিকেট খেলার ওভারঅল একটা মিডিওকার ফেজ এসেছে, কেন একটু চিন্তা করে বলতে হবে।

    এই মুহূর্তে জ্যাক কালিস আর তেন্ডুলকর ছাড়া ট্রু অলটাইম গ্রেট কজনই বা আছে? অনেকেই গ্রেট কিন্তু অলটাইম গ্রেট নয়। তাও তেন্ডুলকর জোর করে টানছে।
  • প্পন | 190.215.55.151 | ০৬ মার্চ ২০১৩ ০০:৩৩579078
  • অ্যালস্টেয়ার কুক।
  • aka | 178.26.203.155 | ০৬ মার্চ ২০১৩ ০০:৩৪579079
  • ইন মেকিং।
  • প্পন | 190.215.55.151 | ০৬ মার্চ ২০১৩ ০০:৩৬579081
  • হ্যাঁ।
  • কৃশানু | 213.147.88.10 | ০৬ মার্চ ২০১৩ ০০:৩৭579082
  • আমি ডেল স্টাইন-কে অল টাইম গ্রেট দের মধ্যে ফেলি।
  • Tim | 12.133.60.8 | ০৬ মার্চ ২০১৩ ০০:৩৯579083
  • ডেল স্টেইন হেব্বি। আইপিলের মত সার্কাসেও ওরে সামলাতে পারেনি জনতা। ফাস্ট বোলার হলে এরমই হওয়া উচিত।
  • কৃশানু | 213.147.88.10 | ০৬ মার্চ ২০১৩ ০০:৪২579084
  • ওকে, কুক যদি ইন মেকিং হয় তাহলে ডেল স্টাইন ও তাই, আপত্তি নেই।
    ক্লার্ক ও মনে হয় থাকবে।
  • cb | 41.6.140.217 | ০৬ মার্চ ২০১৩ ০২:১৯579085
  • হাসিমোটিকন দিয়েছি তার কারণ হল হটাৎ নেভিল কার্ডাসের কথা মনে পড়ে গেল।

    ইংগ - অস্ট্রেলিয়াতে প্রতিটা ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সবথেকে কম দুখিত মানুষটার কথা মনে করুন
  • lcm | 34.4.162.218 | ০৬ মার্চ ২০১৩ ১০:৩৩579086
  • ওহো, সিবি খুশী হয় নি, প্যাঁক দিয়েছে!
    আচ্ছা, যখন কোনো ম্যাচ্র শেষে স্কোরবোর্ডে দেখায় ভারত হেরেছে, তখন কখনও মনে হয় নি যে স্কোরবোর্ড গাধা?
  • গান্ধী | 213.110.247.221 | ০৬ মার্চ ২০১৩ ১০:৪২579087
  • কৃশনুদার

    IP Address : 213.147.88.10 (*) Date:05 Mar 2013 -- 09:58 PM

    হেব্বি বড় করে ক্ক

    আর আকাদার
    IP Address : 178.26.203.155 (*) Date:06 Mar 2013 -- 12:31 AM

    ক্ক

    ক্রিকেটে এখন ক্যারেকটার নেই যার জন্য খেলাটা দেখব,

    ধরে নি ইন্ডিয়া, যতই গালাগাল দি, বাজে ব্যাটিং করুক, তবু ধোনি ছাড়া আর কেউ নেই যার জন্য খেলা দেখব

    পাকিস্তান - আগে খেলা দেখতে বসতাম, আক্রম-ইউনিশ-ইনজামামদের জন্য, পরে শোয়েবের জন্য, আজ কেন দেখব?

    অস্ট্রেলিয়া - কোথায় ম্যাকগ্রা-ওয়ার্ন-ল্যাঙ্গার-হেডেন-স্টিভ ওয়া-বিভান, আর ক্লার্ক ছাড়া কেউ নেই

    গোটা ক্রিকেটের ক্যারেকটার শেষ হয়ে গেছে

    ডিঃ বিস্ময়বালককে লিস্টির বাইরে রাখলাম।
  • lcm | 34.4.162.218 | ০৬ মার্চ ২০১৩ ১১:৪৬579088
  • না, না, এত পেসিমিজ্‌ম ঠিক নয়।
    ১৯৮৩-র পরে একটা দীর্ঘ প্রায় ২৫ বছরের বিরতির পর, গত ৫/৬ বছরের মধ্যে দু-দুটো বিশ্বকাপ জিতল ভারত।
    একসাথে শচীন, শেহাগ, সৌরভ, রাহুল - এরকম ব্যাটিং লাইন আপ আসে না, ১০০ বছরে একবার ও আসে না।
    কিন্তু, তা বলে এত হতাশার বা কি আছে... যারা আছে তারাই খেলুক না, খেলছে তো...
  • kc | 204.126.37.78 | ০৬ মার্চ ২০১৩ ১২:০৩579089
  • ল্যাদোশদা,
    ব্যাফারটা ওরকম নয়। আমাদের বাবাকাকারা যেমন বলত তাদের সময় সব কিছু ভাল ছিল এখন সব ডালভাত হয়ে গেছে। আসলে সব জেনেরেশন গ্যাপের ব্যাপার। গুরুর পাবলিকরা বুড়ো হচ্ছেন।
  • cb | 99.231.111.148 | ০৬ মার্চ ২০১৩ ১২:৪০579090
  • এখন সত্যি ই গ্রেট প্লেয়ারের সংখ্যা কমে এসেছে , হয়্ত সাময়িক কিন্তু ঠিকমত এক্সাইটেড হচ্ছি না , তবে এখনো চান্স পেলে স্টেন,আমলা, পিটারসেন ছাড়ি না। আর ধোনি,যখন ইন্টেন্ট নিয়ে খেলে।

    তবে বলতে নেই, পুজারা/ডারেন ব্র্যাভোকেও খুব ভালো লাগছে
  • কৃশানু | 213.132.214.155 | ০৬ মার্চ ২০১৩ ১৪:৪৫579092
  • কেসি দার সাথে একমত হতে ইচ্ছে করছে, কিন্তু পুরোটা হওয়া যাচ্ছে না।
    ব্রাভো অনেকদিন ধরে ভালো খেলছে। পুজারা আরেকটু খেলুক, খেলা দেখতে বিশাল ভালো না লাগলেও লড়াইটা ভালো। চাই ও এস এ তে সফল হোক।
    সিবি-র কথাও ঠিক।
    দেখতে ভালো লাগে কোহলির ব্যাটিং। স্টাইলিশ।
    সহ্য করতে পারি না, কিন্তু রোহিত এর স্টাইলও ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন