এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চেসঃ ওপেনিংস ,মিডিল গেম এবং এন্ড গেম


    অন্যান্য | ৩০ জানুয়ারি ২০১৩ | ২১৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 214.130.244.200 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৬:৩৭584461
  • এই টই তে আমরা দাবা উৎসাহী টোটাল ভাট করবো আর নিজে দের নলেজ বাড়ানো চেষ্টা করবো।

    প্রথমে ধরা যাক। ওপেনিং
  • | 214.130.244.200 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৬:৪৪584473
  • কে কোন ওপেনিং এ কমফোর্টেবেল?

    আমি যেমন সব সময় e4 বা d4 দিয়ে খেলি। বেশী পছন্দের e4।

    তারপরের র ভেরিয়েশন গুলো কী কী?

    ১। e4- e4
    ২। Nf3 - Nc6
    ৩। B-g5-

    এই অবধি মোটামুটি স্ট্যান্ডার্ড।

    তার পরে রুই লোপেজ। এক সময়ের খুব জনপ্রিয় ।

    রুই লোপেজে কে কে খেলেন?
  • সৈকত রায় মহাশয় | 203.234.247.50 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৭:০৫584484
  • 1. f4

    as black - Nf6.to almost everything

    e4 - Nf6, d4 Nf4, c4 Nf6 :) hypermoderns
  • সৈকত রায় মহাশয় | 203.234.247.50 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৭:০৭584495
  • d4 Nf6 হবে, sorry
  • | 214.130.244.200 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৮:০৪584506
  • এক হাত হবে নাকি সৈকত বাবু। আমাকে bratindas নামে পাবেন।

    কিন্তু১। e4 - Nf6
    ২।e5 এ

    একতু চাপ হবে না।? কারন Nd5 নিজের d5 ব্লক করা।
  • সৈকত রায় মহাশয় | 203.234.247.50 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৮:৩৭584517
  • e5 এ Nd5. আপনি e5 খেলে রাখলে, d5 আর important নয়। d6 অথবা f6 এ pawn-break হবে.

    এটাকে মনে হয় alekhin's বলে, এখনআর মনে নেই। hypermodern system. সম্ভবতঃ Unsound, অতএব বড় প্লেয়ার রা খেলে না।

    আমার দাবা খেলার সময় হয় না বলে অনেক দিন খেলি না। আপনার আমন্ত্রণ খেয়াল রাখবো। কিন্তু জঘন্য খেললে বেশী আওয়াজ দেবেন না :)আগে থেকে বলে দিলাম।
  • ঢিংকাচিকা | 131.241.218.132 | ৩০ জানুয়ারি ২০১৩ ১৮:৪৪584528
  • এরা আবার আমায় বলে আমি নাকি হিব্রু-ল্যাটিন বলি!
  • | 37.57.180.44 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:১৯584550
  • না না ২ নম্বর চালে e5 খেললে আপনার ঘোড়া ধরা হয়ে গেল তো। আপনাকে ঘোড়া সরাতেই হবে। আর সরানোর জন্যে ও ই দুটো ই ঘর।
  • | 37.57.180.44 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:৩১584462
  • না না দাবার নোটেসন খুব সহজ।

    ১। সাদা যে দিকে সাজানো আছে তার লেফট মোস্ট ঘর টা হল a1। মন্ত্রী র ঘোড়া র ঘর টা হল b1 এই রকম। এই ভাবে রাজার দিকের নৌকার ঘর টা হল h1

    ২। আর ওপর দিকে গেলে সাদার মন্ত্রী র দিকের নৌকা র সামনে যে বোড়ে টা আছে তার ঘর হল a2। এই ভাবে বাড়তে বাড়তে কালো মন্ত্রী র দিকে নৌকা যেখানে থাকে সেটা a8

    ৩। বোড়ে চাল দিলে কিছু লেখ হয় না। তাই e4 মানে রাজার সামনের বোড়ে টা দু ঘ চাল দেওয়া হল।

    ৪। কিন্তু অন্য কিছু হলে আগে যেটাকে মুভ কর হচ্ছে সেটাকে লিখতে হবে।

    তাই B-g5 মানে বিশপ যেখানেই থাকুক সেটা g5 ঘরে আনা হল।

    ৫। 0-0 মানে রাজাত দিকে ক্যাস্টল করা। আর 0-0-0 মানে মন্ত্রী র দিকে ক্যাস্টল করা।

    ৬। * মানে হল কাটাকুটি হওয়া। তাই

    e4*d5 মানে হল e4 যে বোড়ে টা ছিল সেটা d5 র বোড়ে টাকে মেরে দিল, আর অন্য ক্ষেত্রে এটাকে লেখা হবেঃ

    B-g5 * N-c6 মানে g5 ঘরে যে বিশপ টা ছিল সেটা c6 ঘরে যে ঘোড়া টা ছিল তার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়ে দিল

    ৭। + মানে কিস্তি বা চেক আর ++ মানে কিস্তিমাত।
  • Blank | 180.153.65.102 | ৩০ জানুয়ারি ২০১৩ ২০:৫৩584464
  • প্রথমে a1, তারপরে b2 , তারপরে c3, তারপর d4
  • Blank - Opponent | 85.76.118.96 | ৩০ জানুয়ারি ২০১৩ ২১:০৩584465
  • ++
  • ranjan roy | 24.99.129.224 | ৩০ জানুয়ারি ২০১৩ ২১:১৩584466
  • সিসিলিয়ান ডিফেন্স, ইন্ডিয়ন কিংস ওপেনিং, ইত্যাদি নিয়ে কিছু কথা হোক। ট্যক্টিক্যাল ওপেনিং ও স্ট্র্যটেজিক্যল ওপেনিং নিয়ে কিছু কথা হোক।
  • Blank | 180.153.65.102 | ৩০ জানুয়ারি ২০১৩ ২১:২৫584467
  • এসব নিয়ে কথা বন্ধ হোক। উইকি ঘেঁটেও আমি কিছু বুঝছি না, তাই অংশ নিতে পারছি না।
  • | 37.57.180.44 | ৩০ জানুয়ারি ২০১৩ ২১:২৭584468
  • এই তো রঞ্জন দা লাইনের লোক। সবাই ফান্ডা দিতে থাকুন। আমি যা জানি একটু লিখি।

    ১। ওপেনিং হল শুরু তেই ওপনোন্টের ওপর জাঁকিয়ে বসার একটা চেষ্টা। তাতে যে চার টে ঘর সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সে গুলো হল e4,e5,d4 এবং d5 ।

    ২। শুরু তেই যাতে এই চার টে ঘরের অন্ততঃ একটা টে বোড়ে রাখা যায় সে জন্যে e4 বা d4 দিয়ে খেলা শুরু করা হয়।
    এর উত্তরে কালো e5 খেলে । অনেক সময় e6 খেলে যাতে পরে d5 খেলতে পারে ।( পেছনে বোড়ের সপোর্ট)

    ৩। আরেক টা খুব কম প্রাকটিস হল ঘোড়া f3 (সাদা হলে)বা f6 (কালো হলে)এ বার করা। একই ভাবে c3 বা c6 এ রাখা। কারন এক্ষেত্রে আপনার ঘোড়া ৮ টা ঘর কভার করছে। যদি আপনি a3 বা a6 বা h3 বা h6 এ রাখেন ঘোড়া মাত্র ২ ঘর কভার করছে।

    ৪। শুরু তে একই বল দু বার না চালা

    ৫। শুরু তেই মন্ত্রী না বার করা । মন্ত্রী কে খু সহজেই অ্যাটাক কর যায়। অ্যাটাক করলে মন্ত্রী কে পালাতে হয় কিন্তু এই সুযোগে ওপোনেন্ট পাওয়ার(বল) বেরিয়ে আসে।
  • ঢিংকাচিকা | 69.161.178.28 | ৩০ জানুয়ারি ২০১৩ ২১:৫৪584469
  • আমি একটু কোড লিখি, ক্যামন?
  • | 37.57.180.44 | ৩০ জানুয়ারি ২০১৩ ২১:৫৭584470
  • এই মরেছে ক্ষ্যামা দও। আর কিছু লিখবুনি। সত্যি বলছি।
  • a | 132.179.62.41 | ৩০ জানুয়ারি ২০১৩ ২৩:২২584471
  • না না বোতিনদা, চালিয়ে যাও। বহুদিন ধরে জানার ইচ্ছে এবিষয়ে। ভালো লাগছে।
  • _______ | 138.192.7.51 | ৩১ জানুয়ারি ২০১৩ ০০:০৪584472
  • data = read.table("data1.txt")
    dose = data[,1]
    cure = data[,2]
    x = y = seq(5.5,10,.5)
    for ( i in 1:10){ y[i] = sum( cure[dose==x[i]] )}
    model1 = glm(cbind(y,20-y)~x,family=binomial(link=probit));model2 = glm(cbind(y,20-y)~x,family=binomial(link=logit))
    summary(model1)
    summary(model2)
    split.screen(c(2,2))
    screen(1)
    plot(x,y/20,xlab="Dose",ylab="Prportion Cured",ylim=c(0,1),main="Plot of Probit Model")
    pp = pnorm(model1$coef[1]+x*model1$coef[2])
    lines(x,pp)
    screen(2)
    plot(x,y/20,xlab="Dose",ylab="Prportion Cured",ylim=c(0,1),main="Plot of Logit Model")
    pl = ilogit(model2$coef[1]+x*model2$coef[2])
    lines(x,pl)
    screen(3)
    plot(x,y/20,xlab="Dose",ylab="Prportion Cured",ylim=c(0,1),main="Logit or Probit ?")
    lines(x,pp,lty=1)
    lines(x,pl,lty=2)
    legend(6,.8,c("Probit","Logit"),lty=c(1,2))
    screen(4)
    matplot(x,cbind(pp/pl,(1-pp/(1-pl)),type="l",xlab="Dose",ylab="Ratio",main="Probit:Logit")
    dev.off()
  • aka | 178.26.203.155 | ৩১ জানুয়ারি ২০১৩ ০০:১৩584474
  • খ্যাক খ্যাক খ্যাক, আমি জানি আমি জানি। এটা R কোড।
  • হাট্টিমাটিম | 138.192.7.51 | ৩১ জানুয়ারি ২০১৩ ০০:২৩584475
  • \documentclass[11pt]{article}
    \textheight=8in
    \textwidth=6in
    \voffset=-.5in
    \hoffset=-.5in
    \title{How to make a Table}
    \author{Mr. Bratadhari Acharya}
    \date{\today}
    \begin{document}
    \maketitle
    \section{Table}
    The table below is difficult to construct.
    \begin{table}[h]\caption{Just for fun} \label{tab:case2p}
    \scriptsize \centering
    \begin{tabular}{|l|l|l|l|rrrrr|}
    \hline
    \multicolumn{1}{|c|}{Available info} & \multicolumn{3}{|c|}{Method} & \multicolumn{5}{c|}{Estimate of $p$} \\
    & \multicolumn{3}{c|}{} & {$mean(\hat{p})$} & {$median(\hat{p})$} & {$mode(\hat{p})$} & {$relative $} & \multicolumn{1}{c|}{$sd(\hat{p})$}\\
    & \multicolumn{3}{c|}{} & {$\times 10^{-4}$} & {$\times 10^{-4}$} & {$\times 10^{-4}$} & {$bias(\hat{p}) \%$} & \multicolumn{1}{c|}{$\times 10^{-5}$}\\
    \hline
    & \multicolumn{2}{c|}{} & MCMC & 3.64 & 3.35 & 3.02 & 7.39 & 9.1 \\
    & \multicolumn{2}{c|}{\raisebox{1.5ex}[0pt]{uniform}} & MAP & 5.94 & 5.93 & 5.99 & 75.13 & 4.9 \\
    \cline{2-9}

    $0 \le \pi \leq 0.15$ & & & MCMC & 3.80 & 3.69 & 3.44 & 12.10 & 6.2 \\
    No info on $p$ & & \raisebox{1.5ex}[0pt]{Tight} & MAP & 2.08 & 2.00 & 2.00 &-38.57 & 7.3 \\
    \cline{3-9}
    &\raisebox{1.5ex}[0pt]{Beta} & & MCMC & 3.04 & 2.86 & 2.71 &-10.28 & 6.7 \\
    & & \raisebox{1.5ex}[0pt]{Flat} & MAP & 2.08 & 2.00 & 2.00 &-38.53 & 7.6 \\
    \hline
    & \multicolumn{2}{c|}{} & MCMC & 3.16 & 3.05 & 2.92 & -6.91 & 4.3 \\
    & \multicolumn{2}{c|}{\raisebox{1.5ex}[0pt]{uniform}} & MAP & 4.89 & 5.00 & 5.00 & 44.25 & 5.7 \\
    \cline{2-9}

    $0.07 \le \pi \leq 0.17$ & & & MCMC & 3.19 & 3.14 & 3.06 & -6.04 & 2.6 \\
    $0 p \leq 0.0005$ & & \raisebox{1.5ex}[0pt]{Tight} & MAP & 4.97 & 5.00 & 5.00 & 46.72 & 2.8 \\
    \cline{3-9}
    &\raisebox{1.5ex}[0pt]{Beta} & & MCMC & 3.20 & 3.10 & 2.86 & -8.55 & 6.2 \\
    & & \raisebox{1.5ex}[0pt]{Flat} & MAP & 4.99 & 5.00 & 5.00 & 47.49 & 1.9 \\
    \hline
    \end{tabular}
    \end{table}
    \end{document}
  • ঢিংকাচিকা | 24.96.128.151 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:২৩584476
  • এটা লেটেক।

    এগুলো কিন্তু আমি লিখিনি, হুঁ।
  • | 214.130.244.200 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:২৫584477
  • তাহলে লিখবো?

    আর কেউ তো কিছু লিখছে না? আকা,সিঁফো,বুনান,অমিতাভ এরা তো দাবা খেলে জানি।

    বাকি রা একটু ফান্ডা লড়াও না...
  • প্পন | 190.215.114.75 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:৩৩584478
  • টই চলুক, যার ইচ্ছে ফলো করবে, অরিজিতকে কান্শকলা।
  • ঢিংকাচিকা | 24.96.128.151 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:৩৪584479
  • এইও। আমি শুধু কাঠি করেছি (যেটা কিনা ফান্ডামেন্টাল রাইট)। এখানে এই কোডগুলোর একটাও আমি লিখিনিকো।
  • প্পন | 190.215.114.75 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:৩৮584480
  • তোমাকে কান্শকলা দেখানোও তালে আমার রাইট।

    বোতিন, লেখো। আমি শিখছি।
  • শ্রী সদা | 132.176.98.243 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:৩৯584481
  • বোতিন্দা এবং অন্যান্য দাবাড়ুরা লিখুন। খুব ইন্টারেস্টিং টপিক।
  • ঢিংকাচিকা | 24.96.128.151 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:৪৩584482
  • যে কারণে কাঠি করা -

    দুমদাম A4/A3/A2 লিখলে লোকে ব্যোমকে যাবে না? আগে একটা মেড ইজি লেখো - এগুলো খায় না মাথায় দেয় - নইলে আমাদের মত লেম্যানরা (যদিও আমি দাবা খেলতে জানি, কিন্তু এত নাম্বার জানি না) কিসুই বুঝবে না।
  • | 214.130.244.200 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:৪৫584483
  • অরি আমার ৮ঃ৩১ র পোস্ট তা পড়ো কালকের। ঠিক বলেছো ও টা আগেই লেখা উচিত ছিল।
  • Tim | 188.91.253.11 | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:৪৯584485
  • একিরে দাবা খেলার লিস্টি থেকে আমাকে বাদ দিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন