এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চেসঃ ওপেনিংস ,মিডিল গেম এবং এন্ড গেম


    অন্যান্য | ৩০ জানুয়ারি ২০১৩ | ২১৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 233.228.168.50 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৪৩584519
  • পরমহংস র সাথে একমাত অভ্যু আর আকা টা সুযোগ পেলেই অঙ্ক আমদানি করবে ঃ((
  • ঢিংকাচিকা | 131.241.218.132 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫০584520
  • সেকেন্ড ইয়ারে পাসকালে এইট ক্যুইন্স অ্যালগো কোড করতে হয়েছিলো।
  • Abhyu | 107.89.20.78 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫৬584521
  • সেটাই তো বোধহয় উইকিতে দিয়েছে না?
    http://en.wikipedia.org/wiki/Eight_queens_puzzle
    The following is a Pascal program by Niklaus Wirth.[9] It finds one solution to the eight queens problem.
    (অনেক কষ্টে টোকার লোভটা সামলালুম)
  • lcm | 34.4.162.218 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০০584522
  • প্যাসকাল, বহ্দিন বাদে শুনলাম। পাসকাল, ফোরট্র্যান -- এসব শব্দগুলো অবসোলিট হয়ে গেল!
  • ঢিংকাচিকা | 131.241.218.132 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০১584524
  • হইব, জানি না। আমাগো সেকেন ইয়ারে, ইয়ানি ১৯৯২ সালে, উইকি জন্মায়নি।
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০১584523
  • ঠি এই টাই দিতে যাচ্ছিলাম। "ক্যামনে পেরেছে ব্যাটা জানতে"

    শক্ত নয়। কিন্তু খুব ইন্টারেস্টং। একটা দাবার বোর্ড নিয়ে বসতে হবে। ট্রায়াল অ্যান্ড এরর মেথডে নামিয়েছি ছোটবেলায়। তখন অ্যালগো জানতাম না।
  • ঢিংকাচিকা | 131.241.218.132 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৩584525
  • পাসকাল ভীষণ ছুইট ল্যাঙ্গুয়েজ। আমাদের প্রথম শেখা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে একটু দুর্বলতাও আছে। তবে ওটার জন্যেই ভালো পয়েন্টার কনসেপ্ট তৈরী হয়েছিলো।
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৫584526
  • আমার এক বন্ধু এক নাম করা মাল্টিন্যাশানালে কাজ করে। ফ্রান্সে তাদের একটা বিশাল সিস্টেম প্রোগ্রাম সব ফোরট্যানে লেখা। আমাকে কল করে বল্লো তোর কাকা খানিক টা সময় দিয়ে স্যুডো কোড টা লিখে দিতে পারবে কিনা? তারপরে নতুন টিম ওখান থেকে আজকের ল্যাঙ্গুয়েজে নামাবে। কাকা বই লিখছে বলে সময় পেল না। BE কলেজের কাকা দের ডিপঃ র তখনকার হেড এই কাজ টা করবেন।

    কী অবস্থা!!
  • lcm | 34.4.162.218 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৭584527
  • আর এ যে, ঐ টা, রেলের পুরোনো টিকিট রিজার্ভেশন সিস্টেম, সিএমসি-র ফ্ল্যাগশিপ প্রজেক্ট - ওটা তো ফোরট্র্যান-৭৭ এ লেখা ছিল।
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১২584529
  • তখন তো ম্যাথ্স প্রোগ্রামিং জন্যে খালি ও ই টাই ছিল।
  • Abhyu | 107.89.20.78 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৮584530
  • ফোরট্র্যান আমাদেরো শিখিয়েছিল। ভ্যাক্স-ফোরট্র্যান। ক্ষি জিনিস!
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৯584531
  • যাগ্গে এবারে গ্যামবিট নিয়ে কিছু বলা যাক। গ্যামবিটের বাংলা মানে হল কিছু স্যাক্রিফাইস করে পজিশ্যান অ্যাডভান্টেজ পাওয়া বা লং টার্মে কিছু গেন করা।

    সব থেকে চলতি এবং জনপ্রিয় গ্যামব্টি হল কুইন'স গ্যামবিট(Queen's gambit)। আলোচনার আগে চাল গুলো দেখে নেওয়া যাক।

    ১।d4,d5
    ২।c4

    সাদা ২ নম্বর দানে মন্ত্রী র দিকের গজের সামনের বোড়ে টা ২ ঘর এগিয়ে দিল ।কোন জোর ছাড়াই।কালো অনায়াসে d5 থাকা তার বোড়ে দিয়ে সাদার c4 র বোড়ে ট খেয়ে ফেলতে পারে

    ২। . d5*c4 এইভাবে।

    তাহলে ?
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২৫584532
  • আগে যে নিয়ম বলেছি সেটা দেখুনঃ

    ১। ওপেনিং হল শুরু তেই ওপনোন্টের ওপর জাঁকিয়ে বসার একটা চেষ্টা। তাতে যে চার টে ঘর সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সে গুলো হল e4,e5,d4 এবং d5 ।

    এক্ষেত্রে এক মাত্র উদ্দেশ্য হল কালোর d5 বোড়ে টা সরিয়ে নেওয়া।
  • lcm | 34.4.162.218 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩০584533
  • দুদ্দুর, এরকম ভাবে লিখে...হয় নাকি... ভিডিও করো, ইউটুবে পোস্ট করে দেখাও।
  • sch | 132.160.114.140 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৫584534
  • ব্রতীন ১০:০৫ -- পড়ে হঠাৎ মনে হল কাকাবাবু-সন্তুর জোজোর কথা পড়ছি। মানে কিছু মনে করবেন না -- জাস্ট আপনার লেখার স্টাইলটার জন্যে বললাম
  • Abhyu | 107.89.20.78 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৬584535
  • দুদ্দুর, এরকম ভাবে লিখে...হয় নাকি...
    বলো, এক পিস ভিডিও করে ইউটিউবে পোস্ট করবে বলে ভয় দেখাও।
    তবে না ব্রতীনদা করবে?
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৬584536
  • ঃ((((
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৯584537
  • মানে আমার বলার উদ্দেশ্য ছিল ঠিক ঠাক ফোরট্রান জানা লোকের বড় ই অভাব। সে টা বুঝতে পেরে ই ওরা প্রাচীন লোকেদের খুঁজছে। ঃ))
  • ranjan roy | 24.99.104.139 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৩584538
  • দে, ঢিংকাচিকা এবং আমার মত খেলুড়েদের জন্যেঃ
    অর্থাৎ যাঁরা আদৌ গ্র্যান্ডমাস্টার হতে চান না, মাঝে মধ্যে কোন কাজ না থাকলে, টিভি দেখতে ইচ্ছে না হলে, হাতের কাছে ভাল বই না পেলে, একটু দাবা/লুডো বা ক্যারম নিয়ে দু'এক হাত বসতে চান তাদের জন্যে।
    ১)ইন্টারন্যাশনাল নিয়মে বোড়ে(,pawn) প্রথমবার দু'ঘর ও যেতে পারে।
    ২) ট্যাকটিক্যাল গেমের লক্ষ্য দ্রুত বিপক্ষের ঘুঁটি মেরে শক্তিক্ষয় করানো; সেতারের ঝালা বা তারানার সঙ্গে তুলনীয়।
    এঁরা সাধারণতঃ king's pawn কে দুঘর এগিয়ে ওপেন করে(e4)। নতুনদের , আমার মত, এই ওপেনিং এর কোন একটা গিউকো পিয়ানো (খুব পুরনো, আজকাল কেউ বেশি খেলে না), রুই লোপেজ ( সব্চেয়ে পপুলার, অনেক গুলো ভ্যারিয়েশন আছে) দিয়ে শুরু করে।
    ২।১)
    এখানে দ্রুত বোড়ে এগিয়ে দিয়ে বিশপ বা গজের ডায়াগোনাল লম্বা রাস্তা খুলে রাখা হয়। ঘোড়া গুলোকে বোড়ের সাপোর্টে এগিয়ে দেয়া হয়। বিশপ দুটোকে বোর্ডের মাঝামাঝি রাখা উচিত। যাতে ওরা সহজে অনেক দূর অব্দি কভার করতে পারে। যখন ট্র্যাফিক জ্যাম তখন ঘোড়া ও বোড়ে খেলানো উচিত দুপক্ষে মারপিট করে রাস্তা একটু খালি হলে বিশপ, সাপোর্টে কুইন। তবে কুইনকে বেশি এগোনো উচিত না, কবাড্ডির মত বন্দী হওয়ার ভয়!
    প্রথম দশ চালের মধ্যে ক্যাসলিং করা উচিত, প্রেফারেবলি রাজার সাইডে। ব্ল্যাককে ক্যাসলিং করতে আটকানো উচিত, পারলে। আর ব্ল্যাককে উল্টো দিকে , অর্থাৎ , রাজার বিপরীতে কুইনের দিকে, ভাইস ভার্সা। সবচেয়ে পেছনের লাইন(সাদা হলে a)টা ধীরে ধীরে খালি করা উচিত, যাতে নৌকো(rook) একে অন্যের সাপোর্টে থাকতে পারে , নইলে অচল।
    শেষে কুইন, রুক ,বিশপ দিয়ে হামলা। চেষ্টা থাকবে এক বা একাধিক বোড়ে কে উল্টো দিকে শেষ ঘরে পোঁছে দিয়ে কবাড্ডির মত পাওয়ারফুল, প্রেফারেবলি কুইন রূপে নিয়ে আসা। খেলা শেষ।
    ৩) স্ট্র্যাটেজিক্যল গেমের লক্ষ্য আসলে যুদ্ধক্ষেত্রে জায়গা দখল করা। পজিশনাল প্লে। ওখানে শুরুতেই মারামারি-খেয়োখেয়ি হয় না। খুব আস্তে আস্তে টেনশন বিল্ট আপ হয়। ক্ল্যাসিক্যাল গানের মত । এরা শুরু করে কুইন'স পন ওপেনিং( d4) এর কোন একটা ভ্যারিয়েশন দিয়ে । এগুলো বড় প্লেয়াররা খেলে, আমার মত হরিদাস পালেরা নয়। তার মানে এটা বলছি না যে আনন্দ বা কাস্পারভরা ট্যাক্টিক্যাল গেম কখনো খেলেন না। বড়ে গুলামরা ঠুংরি-দাদরা-কাজরিও গাইতেন।
    ৪) বই পড়ে শিখতে হলেঃ
    বৃটিশ রাইটার্সরা ব্যাকরণ বইয়ের মতন ওপেনিং,মিডল, এন্ড গেম অর্ডারে বইটা লিখে ভারি একঘেয়ে বোরিং ( প্রায় অভ্যু'র অংকের ধাঁধার মত) বানায়।
    রাশিয়ান বই অতি চমৎকার। হাইলি রেকমেন্ডেড। শুরুটাই করে এন্ড গেম দিয়ে। প্রত্যেক চ্যাপ্টারের শেষে বেশ কিছু সহজ প্রবলেম থাকে। উত্তরও শেষ পাতায় দেয়া। অ্যালজেব্রা বইয়ের মতন। আমার মত বুদ্ধিহীন কাটখোট্টা লোককেও দাবার আশিক বানিয়ে রেখেছিল কিছুদিন।
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৪584540
  • আচ্ছা এই বার ধরে নেওয়া যাক। যে কালো নিয়ে খেলছে সেও খানিক টা গাঁথিয়ে এসেছে। অর্থাৎ সেও জানে c4 র বোড়ে টাকে নেওয়ার সমস্যা কী।

    তাহলে কালো ২ নম্বর দানে কী খেলবে?

    স্লাভ বা সেমি স্লাভ
    -------------------------------
    ২- ,c6

    এখন ৩ নম্বর দানে সাদা যদি কালো বোড়ে টাকে মেরে দেয়

    ৩।c4*d5 , c6*d5

    লক্ষ্য করে দেখুন , দু জনের ই একটি করে বোড়ে ও ই ওপরে বর্ণিত চারটে ঘরের (e4,e5,d4,d5) ধরে আছে।
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৫584541
  • বাহ রঞ্জন দা ভালো লিখেছেন। ও টা জুয়াকো পিয়ানো হবে। সত্যি এখন কেউ খেলে না।
  • ranjan roy | 24.99.104.139 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৭584542
  • থ্যাংক য়ু, ব্রতীনঃ ঃ))))
  • lcm | 34.4.162.218 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৯584543
  • রঞ্জনদার লেখাটা বাংলা, বোঝা যাচ্ছে।
    বোতিন আবার কি স্লাভ না কি সব লিখেছে, আমাদের আপিসে স্লাভা নামে এক ডিবিএ আছে ।
    আমি একবার এক রাশিয়ানকে জিগ্গেস করেছিলাম - আচ্ছা, দাবা খেললে কি বুদ্ধি বাড়ে। তাতে সে বলেছিল, বাড়ে কিন্তু থাকে না, যতক্ষণ খেলবে বাড়বে, খেলা শেষ হলেই আবার কমে যেটুকু বেড়েছিল তা উবে যেতে আরম্ভ করবে।
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৪584544
  • কিন্তু থিয়োরি ছাড়া ভালো দাবা খেলা সম্ভব নয়।আপনাকে গাঁথাতেই হবে।

    ১।কোন ওপেনিং এ বিরুদ্ধে কোন ওপেনিং খেলবেন
    ২। কোন ওপেনিং র খেললে ক্ষ নম্বর দানে ছড়িয়ে যাবর সম্ভাবনা আছে।

    একদম থিয়োরি না জেনে একজন দাবা খেলোয়াড় ইন্টারন্যাশানাল লেভেলে খেলেছেন। নাম সুলতান খান। এনার বেশ ক'টা খেলা আমি খেলে দেখেছি। আনকনভশন্যাল কিন্তু খুব এফেক্টিভ।
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৪584545
  • এল সিএম দা ঃ)))
  • T | 24.139.128.15 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৭584546
  • 'ব' কি জি এন ইউ চেস খেলে দেখেছে। তুমুল জিনিস। হারানো বেশ চাপের।
    এই যে,
    http://www.gnu.org/software/chess/
  • T | 24.139.128.15 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫০584547
  • সাদা কোন ওপেনিং এ শুরু করলে কালো কোন ওপেনিং এ কি চাল দেবে তা মোটামুটি প্রত্যাশিত। খেলা তো হয় মিডল গেমে।
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৪584548
  • না এটা কে খেলি নি।কিন্তু একটা s/w কিনেছিলাম ২০০৬ USA তে। সেটা তে গ্রান্ড মাস্টার লেভেলে খেলতো লাস্ট লেভেল টায়।

    আমি মাত্র গোটা তিনেক টুর্নামেন্ট খেলেছিলাম usa তে । তাই আমার রেটিং ছিল প্রভিশন্যাল। অন্ততঃ ২০ টা না ৩০ টা গেম খেললে তবে রেটিং সামনে থেকে প্র কথা টা যাবে।

    থ্যাঙ্কু। এটা তে চেষ্টা করে দেখবো।
  • lcm | 34.4.162.218 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৭584549
  • প্র কাটা যাবে, তখন হবে ভিশন্যাল রেটিং, প্রখর দৃষ্টি হবে।
  • | 214.130.244.200 | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৯584551
  • ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন