এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হুগো শাভেজ - ভেনেজুয়েলার মমতা ব্যানার্জি?

    biplab pal
    অন্যান্য | ১১ মার্চ ২০১৩ | ৭০১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 78.33.140.55 | ১২ মার্চ ২০১৩ ২১:৪৪586676
  • মমতার সাথে একের পর এক মিল বেরোচ্ছে

    আরেক তা বিশাল মিল -স্টেজ এ উঠে গান করা। গান কে আন্দোলনের অবিচ্ছেদ্য অংগ হিসাবে ব্যবহার

    আরেক মিল দেশের অতীতের জাতীয়তাবাদী বাম নেতাদের স্যামনে রাখা - নেতাজি বা নেহেরু এবং লেনিন দের বর্র্জান
  • Sibu | 84.125.59.177 | ১২ মার্চ ২০১৩ ২৩:০৬586677
  • আরো মিল আছে। মমতা ভাত খেত, শাভেজও তাই। জল খেয়ে দুজনেই হিসি করত। এরকম মিল অনেক অনেক।
  • pi | 172.129.44.120 | ১২ মার্চ ২০১৩ ২৩:১১586678
  • আরো ! আরো ! ঃ)

    Chávez had an artistic side: in Dec. 2011, he gave the President of Argentina Cristina Fernandez de Kirchner a painting of himself with Néstor Kirchner, her late husband and the former Argentinian president. “People cannot believe that I painted the picture,” Chávez said. “I had to use color theory and everything.”
  • PT | 213.110.246.230 | ১২ মার্চ ২০১৩ ২৩:৫৫586679
  • সেই গপ্পটা মনে পড়ল। সেই যে এক দাড়িওয়ালা সাধু কেত্তন গাইছে আর তার সামনে বসে এক বুড়ি অঝোরে কাঁদছে। সাধু বলে -তুমি কাঁদ কেন মা? আমার গানে তোমার ভগবান দর্শন হল বুঝি? বুড়ি বলল- না গো বাবা তোমার দাড়ির সঙ্গে আমার মরা ছাগলের দাড়ির মিল খুজে পেলাম-তাই কাঁদছি!! এই রকম মিল পিথিবির যে কোন দুটো বস্তুর মধ্যেই খুঁজে পাওয়া যায়- যদি মিলটা পুর্বনির্ধারিত সিদ্ধান্ত হয়ে থাকে তালে তো কথাই নেই!!
  • lcm | 138.48.127.32 | ১৩ মার্চ ২০১৩ ০৪:০৪586680
  • আমিও মিল পেয়েছি - শ্যাভেজের দাড়ি নাই, আর, ....
  • Yan | 161.141.84.239 | ১৩ মার্চ ২০১৩ ০৪:১১586681
  • আর গোঁফ ? ;-)
  • বিপ | 78.33.140.55 | ১৩ মার্চ ২০১৩ ০৭:০৩586682
  • এদের গণিতে মতন না বোঝালে বুঝবে না

    [১] নিও লিবারাল পলিসি-দুজনেই বিরোধি
    [২] স্টেজে উঠে গান করা- দুজনের ঈ প্রিয়
    [৩] বাজারে দ্রব্যের দাম বেঁধে, বাজারকে বসিয়ে দেওয়া-দুজনেই ওস্তাদ
    [৪] দুর্নীতির বিরুদ্ধে প্রচুঢ় বলে একজনকেও দুর্নীতির জঙয়ে জেলে না পোরা-এরাই পারেন
    [৫] দুজনেই বলেন তারা মার্ক্সিস্ট না, লেনিনিস্ট না , আবার তাদের বিরোধি ও না
    [৬] দুজনেঈ গরীবদের জন্য রাজকোষ বিলাতে ভালো বাসেন
    [৭] নতুন শিল্প স্থাপনে এদের কারুঢ় উৎসাহ নেই।
    [৮] গরীব বনাম ব্যাবসায়ী- এরা গরীবদের পক্ষে
    [৯] শত্রুর শত্রু আমার বন্ধু বলে দক্ষিন পন্থার সাথে গলা মেলান ( মমতার আদবানীজি আর শাভেজের আহমেদিনাজ )
    [১০] দুজনের মন্ত্রীসভাতেই, সেকন্ড, থার্ড বলে কিছু থাকে না-তারাই সব।
    [১১] ধর্ষনের কেসে সরকার দোষি হলে বলেন এটা সাজানো।
    [১২] নিজেরা ছবি এঁকে রাষ্ট্র নেতাদের উপহার দেন
    [১৩] ছোটবেলাতে দুজনেই খুব দারিদ্রের মধ্যে কাটিয়েছেন
    [১৪] দুজনেই কবিতা লিখতে ভালবাসেন
    [১৫] দুজনেই বলেন মিডিয়া তাদের বিরুদ্ধে, তাই সোশাল মিডিয়াতেই আপডেট দিতে ভালবাসেন। দিদির ফেসবুক, আর শাভেজের টুইটার।

    আর অমিল-খুব কম
    [১] মমতা আমেরিকা বিরোধি নন
    [২] মমতা চিট ফান্ডের বিরোধি না- শাভেজ চিট ফান্দের বিরোধি
    [৩] মমতা কোয়াপরেটিভে টাকা কমাচ্ছেন-শাভেজ অনেক অনেক বাড়িয়েছিলেন।
    [৪] শাভেজ মেয়েদের সাথে প্রেম করতে ভালবাসতেন, মমতা প্রেম করার সময় পান ন।
  • Sibu | 118.13.142.178 | ১৩ মার্চ ২০১৩ ০৭:২২586683
  • মমতা নিও-লিবারেল পলিসির বিরোধী? তাহলে মনুদার মন্ত্রীসভায় ছিল কি করে?

    স্টেজে উঠে কলিন পাওয়েলও বা মিট রমনিও গান করে।

    মমতা কোন বাজারে কিসের দাম বাঁধল?

    শাভেজ দুর্নীতির বিরুদ্ধে কাউকে জেলে পোরেন নি? ঐ যে বিচারক মহিলা নিয়ে বিপ আর NYT এত হল্লা মাচাল, তিনি তো দুর্নীতির মামলাতে উল্টো-পাল্টা করার জন্যই জেলে গেছিলেন।

    মমতা মার্ক্সিজমের বিরোধী না!! দেখান তো মমতা কোথায় সেরকম কথা বলেছে।

    মমতা কবে গরীবের জন্য রাজকোষ বিলোয়? ক্লাবের গুন্ডাদের টাকা দেওয়া কি গরীবের জন্য রাজকোষ বিলোন? দেখান তো রাজকোষ বিয়ে মমতা কতটা দারিদ্র্য কমিয়েছে?

    ছবি উপহার দেওয়া আর ছবি বিক্রির নাম করে ঘুষ খাওয়া কি এক ব্যাপার?

    রেপের ব্যাপারটা আগেই হয়েছে।

    দারিদ্র্যের মধ্যে ছেলেবেলা ক্লিন্টনও কাটিয়েছে, আম্মো কাটিয়েছি।

    বিপ হে, তুমিই মার্কেটিংএর শেষ কথা।
  • | 190.215.7.239 | ১৩ মার্চ ২০১৩ ০৭:৩০586684
  • ইয়ে মমতার কি মেয়ে দের সাথে প্রেম করা ভালো দেখায়? ঃ))
  • SC | 34.3.20.47 | ১৩ মার্চ ২০১৩ ০৭:৫০586686
  • মমতার একটা ছোট্ট প্রেম হয়েছিল তো, সুমনের সাথে। :প
    অন্তত সুমনের একটা ইন্টারভিউ তে ওরামই মনে হয়েছিল।
    সেইখান থেকেই হয়ত মমতার বামপন্থা নিয়ে শেখা।

    এদিকে শাভেজ, পুঁথিগত সমাজতন্ত্রের পাঠ কিছুটা পেয়েছেন তার বিপ্লবী জীবনের প্রেমিকা, বামপন্থী ঐতিহাসিক হের্মা মার্কস্মানের কাছ থেকে।
    এটাও আমি মিলিয়ে দিলাম। :)
  • rivu | 140.203.154.17 | ১৩ মার্চ ২০১৩ ০৮:৩০586687
  • যাকগে সব মিলে গেল, এবার বাঙালির শান্তিকল্যাণ। কবেই তো বাঙালির ভগবান বলে গেছেন, "দিবে আর নিবে, মিলাবে মিলিবে যাবেনা ফিরে"।
  • lcm | 34.4.162.218 | ১৩ মার্চ ২০১৩ ০৮:৪৫586688
  • না, এত কথা কেন। খুব বেসিক ব্যাপারগুলো ধরো। ভুলে যাও শ্যাভেজ সোশ্যালিজ্‌ম ফলো করে কি না, এসেট্রা, এসেট্রা।

    যে বেসিক ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে শ্যাভেজের আমলে -

    ১) খাদ্য - (খাবারের উৎপাদন বেড়েছে, দাম মানুষের নাগালের মধ্যে)

    ২) স্বাস্থ্য - (শ্যাভেজের সরকারি হেল্‌থ প্রোগ্রামে সবাই চিকিৎসার সুযোগ পেয়েছে; চাইল্ড মরট্যালিটি রেট শ্যাভেজের আমলে প্রায় অর্ধেক হয়েছে)

    ৩) শিক্ষা - পোনেরো বছরের বেশী বয়েসের জনসংখ্যার ৯৯% লিটারেসি রেট। ভেনিজুয়েলার জিডিপি-র ৭% যায় শিক্ষাখাতে (ইউএস ৫.৭%)

    ৪) চাকরি - শ্যাভেজের আমলে আনএমপ্লয়মেন্ট রেট প্রায় অর্ধেক হয়েছে (২০০৯ এ ৬% এর মতন)। ভেনেজুয়েলার মিনিমাম ওয়েজ ল্যাটিন আমেরিকান দেশগুলির মধ্যে সর্বোচ্চ। পেনশন বেনেফিট তুলনামূলকভাবে ভালো।

    গান গাওয়া, ছবি আঁকা, পরকীয়া ... হ্যানাত্যানা বাজে ভাট ছেড়ে, এই, এই চারটে এলাকায় তুলনা হোক (খাদ্য - স্বাস্থ্য - শিক্ষা - চাকরি)।

    মনে হয় না তুলনা করার মতন কিছু এখনও হয়েছে।
  • dukhe | 212.54.74.119 | ১৩ মার্চ ২০১৩ ০৯:৩৮586689
  • বাজে ভাট ছাড়তে বলল? lcm ? আমি কি ঠিক পড়লাম?!?
    জেবনে তাইলে আর রইল কী?
  • Abhyu | 118.85.89.109 | ১৩ মার্চ ২০১৩ ০৯:৫৯586691
  • বিপের 07:03 AM পোস্ট দেখে বহুদিন পরে মাধ্যমিকের প্রশ্নের কথা মনে পড়ল। সালোকসংশ্লেষ আর শ্বসনের পার্থক্য লিখ :)
  • Captain Cabs | 131.241.218.132 | ১৩ মার্চ ২০১৩ ০৯:৫৯586690
  • (১) খাদ্য - যা কিছু দাম বেড়েছে সব কেন্দ্রের জন্যে।

    (২) স্বাস্থ্য - যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তাদের মায়েরা বাম আমলে কনসিভ করেছিলো। এখনকার সরকারের আমলে কনসিভ করা বাচ্চারা মরছে না।

    (৩) শিক্ষা নিয়ে কিছু বলাই বাতুলতা।

    (৪) এক বছরে ১০ লক্ষেরও বেশি চাকরি হয়েছে। শাভেজ পেরেছিলো?

    বল্লেই হল?
  • Captain Cabs | 131.241.218.132 | ১৩ মার্চ ২০১৩ ১০:০১586692
  • এই রে, একটা তো ফটোসিন্থেসিস, অন্যটা কী?
  • Abhyu | 118.85.89.109 | ১৩ মার্চ ২০১৩ ১০:০৪586693
  • রেসপিরেশন রে বাবা!
    বল দেখি "চলন একটি সর্বসম রূপান্তর প্রক্রিয়া" এর ইংরেজি কি হবে?
  • Captain Cabs | 131.241.218.132 | ১৩ মার্চ ২০১৩ ১০:০৭586694
  • সকাল সকাল এইগুলো না করলেই নয়? চলন তো মোশন, প্রক্রিয়া মানে রিয়্যাকশন, নিগ্ঘাৎ নিউটনের থার্ড ল বলছে।
  • কৃশানু | 213.99.212.54 | ১৩ মার্চ ২০১৩ ১০:০৭586695
  • going is all equal transformation process
  • T | 24.139.128.15 | ১৩ মার্চ ২০১৩ ১০:০৯586697
  • Translation is a homogeneous transformation.
  • Abhyu | 118.85.89.109 | ১৩ মার্চ ২০১৩ ১০:১২586698
  • কৃশানু, আজ সত্য স্যার বেঁচে থাকলে ... :(
    অরিজিতদা, না এখানে ট্রান্সফর্মেশন জিওমেট্রীর কথা হচ্ছে, যেটা আমাদের ক্লাস এইটে পড়ানো হত। চলন হল Translation, সর্বসম হল Congruent ইত্যাদি।
  • Abhyu | 118.85.89.109 | ১৩ মার্চ ২০১৩ ১০:১৩586699
  • ঠিক, হোমোজিনিয়াস হবে, না?
  • T | 24.139.128.15 | ১৩ মার্চ ২০১৩ ১০:১৪586700
  • ইসস্‌, হ্যাঁ হ্যাঁ, congruent, homogeneous মানে সমসত্ব্ব।
  • dukhe | 212.54.74.119 | ১৩ মার্চ ২০১৩ ১০:১৭586701
  • ধুৎ, প্রক্রিয়া মানে রিয়্যাকশন কেন হবে, সে তো প্রতিক্রিয়া।
  • Captain Cabs | 131.241.218.132 | ১৩ মার্চ ২০১৩ ১০:১৮586702
  • congruency তো দুটো ফিগারের হবে, একটা ট্রায়াঙ্গল ট্রান্সলেশনের পরেও একই থাকবে। ট্রান্সলেশনকে congruent বলা যায় কী? ট্রান্সলেশনে congruency রক্ষিত হয় এই রকম বলা যায়।
  • কৃশানু | 213.99.212.54 | ১৩ মার্চ ২০১৩ ১০:২২586703
  • আমার আক্ষরিক অনুবাদটাকে পাত্তা না দিয়ে সব ভাবানুবাদ গুলো নিয়ে পড়ল।

    সাধে কি আর বলে অনুবাদক মাত্রই বিশ্বাসঘাতক?
  • T | 24.139.128.15 | ১৩ মার্চ ২০১৩ ১০:২৬586704
  • কাপ্তান ক্যাবস, ঠিক কয়েছেন। ট্রান্সলেশন হচ্ছে 'Congruence Transformation'।
  • Abhyu | 118.85.89.109 | ১৩ মার্চ ২০১৩ ১০:২৮586705
  • এবার বল দেখি A random variable is a real valued function defined on a sample space এর বাংলা কি হবে?
  • Captain Cabs | 131.241.218.132 | ১৩ মার্চ ২০১৩ ১০:৩১586706
  • কাকু বলেছে - "একটি দৈব চলক একটি মূল্যবান বাস্তব ফাংশন একটি নমুনা স্থান সংজ্ঞাসমূহ"

    তবে র‌্যান্ডম নাম্বার মনে হয় সত্যিই "দৈব চলক", না?

    কনস্ট্যান্ট হল ধ্রুবক।
  • T | 24.139.128.15 | ১৩ মার্চ ২০১৩ ১০:৩৪586708
  • Sample Space এর বাংলা ! Random এর বাংলাই বা কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন