এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নরেন্দ্র মোদীর কোলকাতায় আগমন

    pi
    অন্যান্য | ২৪ মার্চ ২০১৩ | ৩৭৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 78.48.231.217 | ২৪ মার্চ ২০১৩ ২২:১৫600119
  • মোদী ৯ই এপ্রিল কোলকাতা আসছেন।

    ক'দিন আগে এই নিয়ে একটা মেইল পেলাম।

    "নরেন্দ্র মোদি ২০০২ সালের গুজরাত গণহত্যার অন্যতম নায়ক
    প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া তো দূরের কথা
    মোদির বিচার চাই, যা আজ এগারো বছর পার, এখনও হয়নি

    বাংলাদেশের প্রজন্ম দেখিয়েছে, ৪২ বছর পরও গণহত্যাকারীদের বিচার ও শাস্তি সম্ভব

    আপনি কী বলেন? ৯ এপ্রিল মোদি কলকাতায় আসছে কর্পোরেটদের নিমন্ত্রিত অতিথি হয়ে, সেদিন আমরা আমাদের মতটা জানান দিতে পারি?"
  • aranya | 78.38.243.161 | ২৫ মার্চ ২০১৩ ০৭:০৭600151
  • আশা করি মোদীর বিচার চেয়ে বিশাল প্রতিবাদ মিছিল দেখবে কলকাতা। ভিয়েতনাম যুদ্ধের কুশীলবদের একজন, রবার্ট ম্যাকনামারা-কে কলকাতায় যেমন বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল।
  • ....... | 24.139.211.2 | ২৫ মার্চ ২০১৩ ০৯:৪৯600162
  • শহবাগের কসম নরেন্দ্র মোদিকে কোল কাতায় আসতে দেবো না।
  • Sibu | 118.13.142.178 | ২৫ মার্চ ২০১৩ ১০:০৫600173
  • মনে হয় দিদি মোদী বিরোধী মিছিল অর্গানাইজ করতে পারে। মুসলিম সাম্প্রদায়িকতাকে উসকে দেবার একটা দায় তো ওনার আছেই।
  • siki | 132.177.16.205 | ২৫ মার্চ ২০১৩ ১০:১৯600184
  • No, I'm not defending Sanjay Dutt. If he is found guilty for possessing illegal arms, and if the punishment for that is 5 years RI, I'm fine with that, he must face the punishment.

    What makes me think differently is the selective judgements given by the Apex Court of the so-called Democracy of India. People like Sanjay Dutt do not have any Political Power, do not have power enough to suppress justice and law. All these guys have is merely a huge fanbase, a stardom.

    All print media, TV Channels are now building mass consensus for Sanjay Dutt, his fanbase is now asking for his forgiveness. innocent boy, made a mistake when he was immatured, should be pardoned by the Governor, pardoned by the Supreme Court of India. No wonder, the same set people, same bunch of media silently ask the same for Narendra Modi, a genocide accused. Not only forgiveness, a huge consensus is being built across India to make this mass-murderer the next Prime Minister of India. Incredible India.

    More surprisingly, his case has not ended up yet, and there is no near chance to call him a criminal by any Court of India. People will forget eventually and they will be made to forget eventually that this very person is much more a criminal than people like Sanjay Dutt etc. He has administered murder of thousand of innocent persons in his own state.

    Time to rethink before silently agreeing Supreme Court to be the final place of delivering justice. Time to ask now, what happened to holding NaMo guilty of the Gujarat Genocide, what happened to delivering his punishment?

    Incredible India, is promoting him as a Prime Minister an exact punishment for the crime he has done?
  • pi | 78.48.231.217 | ২৫ মার্চ ২০১৩ ১৭:৫৭600195
  • সিপিএম মোদী বিরোধী মিছিল করলে সেটাকেও মুসলিম সাম্প্রদায়িকতাকে উস্কানো বলা হবে তো ? ঃ)

    সিকি, সেটাই। আশ্চর্য লাগে, মোদীর বিচার চেয়ে মিডিয়ায় প্রায় কোন ক্যাম্পেনই নেই !!
  • Sibu | 118.13.142.178 | ২৫ মার্চ ২০১৩ ১৭:৫৮600206
  • না হবে না।
  • pi | 78.48.231.217 | ২৫ মার্চ ২০১৩ ১৮:০০600217
  • ঃ)
  • siki | 132.177.16.205 | ২৫ মার্চ ২০১৩ ১৮:০২600120
  • ওপরেরটা আমার ফেবু স্ট্যাটাস। এর নিচে আমার এক প্রবাসী বন্ধুর জবাব এই রকমঃ

    Kuntal Debnath -- I disagree. Here are the points:

    1. The incident that has been referred to as "genocide" can be described from a different outlook. If you hit someone, you
    should expect a hit back. If someone bits our children or family members, how many of us have the guts to behave like the wife of Graham Staine? We do retaliate, I don't say it is always correct, but that's how we react, right?

    That's common human nature.

    2. I agree to the fact that the communal violence, riots sometimes happen because of the politician's decisions. If Modi has to be blamed in this incident, then I would advise you to make a list of such politicians starting from 1940's Calcutta riot or even prior to that. The list won't be small I assure you. It might include one father also, sorry, I would not name any individual as I cannot prove that in the court. Some of us just tend to forget that many politicians have been involved in many such cases. Whose decision sparkled the Calcutta riot? Why did the 84 Delhi riot break out? Indira Gandhi was murdered by a person who happened to be a Sikh, was that enough reason to murder thousands of innocent Sikhs? Same logic, right? Retaliation? Just like we have seen in Gujrat? What was the government's role in recent Assam riot? Why did not the state and central governments, run by the same party, control the situation when people were dying like anything? Questions are many, answers are less. Point is, if someone you think, here Modi, has done something wrong, you have every right to comment and react on that, but then why the other guys who have committed the same mistakes on the same ground got your favor to be untouched and unknown?

    3. Judiciary system in India is flawed by many things simply because it is not run by saints and/or God. But then, do you propose an alternative? When you state a problem, you should talk about the probable solutions as well, anyone can cite problems in any matter, not a big deal, but does he/she have the vision to rectify it? If not, then you are compelled to respect the current system. If apex court has no problem with Modi, then that's it. Relax, the same institution has marked more culpable heroes as innocents who you might have ignored because they were not Modi's !! You always have 2 options: Don't believe in the system, either talk about alternatives or get out of the country. Believe in the system and file a case against Modi, please show your guts, I will be happy as your room mate, posting comments that you cannot prove in court won't really help.

    4. Last one. According to the latest central government reports Muslims in Gujrat are well ahead of in many areas compared to national average. Forget about religions, everyone wants developments. Except Modi, Nitish Kumar and partially Naveen Pattnaik, no other CM is doing that. Any one of them is good for PM's candidature. Live in today and think for a better future. If you keep on remembering what happened 10 years back, then someone like me will always be there to drag things from 70 years back . Don't let that happen. Let's all hope for a better India than what it is now. Jai Hind.

    মানসিকতা, মাই লর্ড, মানসিকতা :)
  • pi | 78.48.231.217 | ২৮ মার্চ ২০১৩ ২১:১৩600131
  • অন্য টইতে আরো এরকম অনেক মণিমুক্তো আছে। ইন ফ্যাক্ট, অনেকেই এরকম ভাবছেন।
  • a x | 109.45.100.61 | ২৮ মার্চ ২০১৩ ২১:২৩600132
  • "Indira Gandhi was murdered by a person who happened to be a Sikh"

    এরা কারা? অপারেশন ব্লু স্টার, খালিস্থান আন্দোলন এসব যেন হয়ইনি! এই de-contextualize করার ছকটা বেশ।

    আর

    When you state a problem, you should talk about the probable solutions as well, anyone can cite problems in any matter, not a big deal, but does he/she have the vision to rectify it? If not, then you are compelled to respect the current system.

    ঃ-)) এটাও বড়ই চেনা।
  • siki | 132.177.205.13 | ২৮ মার্চ ২০১৩ ২২:০২600133
  • আমি কোনও উত্তর দিতে পারি নি অক্ষদা। কোথা থেকে যে লিখতে শুরু করব বুঝতে পারছি না। ছেলেটি আমার সমবয়েসী, অনেকদিনের বন্ধু।

    ফেসবুকের দেয়াল তো প্রবন্ধ লেখার জায়গা নয়। কী লিখি? এরাই কিন্তু ইন্ডিয়ার মেজরিটি। হয় তো শাহবাগের আন্দোলনও এর কাছে উপহাসের জিনিস হবে। আমি কোন ঘটনাকে বেঞ্চমার্ক ধরে এগবো?
  • a x | 109.45.100.61 | ২৮ মার্চ ২০১৩ ২২:১৫600134
  • জানি সিকি। এরা কারা - টা এমনিই লেখা। আমার অনেক স্কুল কলেজের বন্ধু বান্ধব, আত্মীয়, এরাই এরা।
  • siki | 132.177.205.13 | ২৮ মার্চ ২০১৩ ২২:২৪600135
  • এইভাবে চাড়িয়ে গেছে যুক্তির বিন্যাস, জানতামই না।

    চোখ বন্ধ করে থাকি বরং।
  • চান্দু মিঁঞা | 127.193.45.207 | ২৮ মার্চ ২০১৩ ২২:৩৩600136
  • মোদী আর দিদি কি একই জিনিস নন, দুজনেই তো একই এলিমেন্টে সুড়সুড়ি দেন তাই জিগালুম।
  • | 24.97.235.190 | ২৮ মার্চ ২০১৩ ২২:৩৬600137
  • এইটা সেই কুন্তি না? শুরুর দিকে গুরুতে আড্ডামারত?
    আমি খুব একটা অবাক হলাম না। আমার যদ্দুর মনে পড়ছে কলকাতায় ২১শে ফেব্রুয়ারী পালন নিয়ে এ এমন কিছু মন্তব্য করেছিল যার সাথে এইগুলো এক লাইনেই আছে।
  • SC | 160.212.9.165 | ২৮ মার্চ ২০১৩ ২৩:০৭600138
  • নেহাত এদিকে কোনো মদিভক্ত নেই।
    নইলে এ বাজারে দারুন লাইন আছে।
    মদির বিরুদ্ধে প্রমাণ কোথায়?
    প্রমাণ থাকলে দশ বছর হয়ে গেল, মোদির জেল হয়নি কেন?
    আদালতে গৃহীত হয়নি এমন প্রমাণ?

    এন ডি টি ভি সহ লিবারাল মিডিয়া কংগ্রেসের কাছের লোক।
    এরাই মদির বিরুদ্ধে অপপ্রচার করেছে।

    ইন ফ্যাক্ট, শুরু হয়ে গেছে।
    http://www.rediff.com/news/column/the-wharton-brouhaha-lets-get-the-facts-on-modi-right-column/20130322.htm?sc_cid=fbshare
  • pi | 78.48.231.217 | ২৮ মার্চ ২০১৩ ২৩:১০600139
  • SC, গুজরাট নির্বাচনের ফলাফল, টইটা দ্যাখ। এমনি অনেক লিংক পাবি ঃ)
    আর অনেক মোদীভক্তকেও পাবি ঃ)।
  • siki | 132.177.205.13 | ২৮ মার্চ ২০১৩ ২৩:১৫600141
  • দ, হ্যাঁ।
  • a | 209.16.140.30 | ২৯ মার্চ ২০১৩ ০১:৩৯600142
  • এই যে আছি, মোদীভক্ত, যদ্দিন না আদালত শাস্তি দিচ্ছে, আমি অন্তত মিডিয়া ট্রায়াল করে ফেলতে রাজি নই। বিশেষত বিগত ১০ বছরের ভিতর ৯ বছর কেন্দ্রে কংরেস, সাথে সিবিআই। তবুও না জেলে দিতে পেরেছে, না হারাতে পেরেছে।

    যে লোক আজকের দিনে বলতে পারে "না ম্যায় খাতা হু, না ম্যায় খানে দুঙ্গা", আমি তার পক্ষে আছি। আর গুজরাতে রিগিং হয়নি ধরে নিলে, মানুষ অন্তত বিপুলভাবে এনার পাশে আছেন। সেটা কি এনাফ নয়?
  • brc-slg | 37.125.200.189 | ২৯ মার্চ ২০১৩ ০৪:১৪600143
  • .
    উপরের post-টি পড়ে অনেক কথাই মনে হল।

    তবে সংক্ষেপে বলিতে গেলে হিং টিং ছট্

    [ হিং টিং ছট্ = একটি ট্রোজান বিতরণকারী পোষ্ট. ]
    ---

    P.S. " যে লোক আজকের দিনে বলতে পারে "না ম্যায় খাতা হু, না ম্যায় খানে দুঙ্গা", আমি তার পক্ষে আছি।"

    এইটা নিয়ে মাত্র একটা কথা। সাম্প্রতিক তথ্য [ খুঁজলে আরও অনেক পাওয়া যাবে।]

    Modi had gifted away 20 percent of Gujarat State Petroleum Corporation's (GSPC) stake in the Krishna-Godavari Basin to two companies, Geo Global and Jubilant Enpro Private limited.

    Geo Global was incorporated just six days before their agreement with GSPC. On the day of the agreement, its total capital was $64 (Rs.3,200) only. The company is owned by some Jean Paul Roy. So, from a Rs.3,200 worth company, it became a Rs.10,000 crore worth company within six days."
    "Interestingly, GSPC has spent $3 billion as cost of exploration. Since Geo Global has a 10 per cent stake, 10 per cent of this cost of $300 million (Rs.1,500 crore) should have been borne by Geo Global. However, THE MODI government PAID THIS MONEY on their behalf and did not recover it from them. Why did Modi do that? Who is Jean Paul Roy? What is Modi's relationship with Jean Paul Roy?"

    বিস্তারে পর্দায় আছে, আরও অনেক : খুঁজলেই পাওয়া যাবে।

    অন্যান্য বক্তব্য গুলো নিয়ে কথা বলতে গেলে ' চর্বিত চর্বণ' হবে --- যদিও জানি , চর্বি তো চর্বণ নিরপেক্ষ।

    -----

    ক্লান্ত লাগে।

    তবে, শুভবুদ্ধি , শেষ পর্যন্ত জয়ী হয় -- ইতিহাস তাই বলে।
  • aranya | 154.160.226.53 | ২৯ মার্চ ২০১৩ ০৬:৪২600144
  • মোদী সাব কি পুলিশ-কে নিষ্ক্রিয় থাকতে বলেছিলেন, দিন কয়েক, যাতে দাঙ্গাকারীরা ফ্রি হ্যান্ড পায়?
    এইরম-ই শুনেছিলাম যেন।
  • siki | 132.177.204.47 | ২৯ মার্চ ২০১৩ ০৭:৫২600145
  • আমরা সবাইই এই রকমই শুনেছিলাম। এখন কোর্টে সেটা প্রমাণ না করলে তো এসব বলা উচিত নয়।
  • aranya | 154.160.226.53 | ২৯ মার্চ ২০১৩ ২১:২৪600146
  • পুলিশ-কে এরম কোন নির্দেশ দিয়ে থাকলে, বেট ফেলা যায়, সেটা মৌখিক নির্দেশ। লিখিত নয়। কোন দিন কিসু প্রমাণ হবে বলে মনে হয় না।
  • rivu | 140.203.154.17 | ৩০ মার্চ ২০১৩ ০৬:১৪600147
  • অরন্য সঠিক বলেছেন। এই নির্দেশ দকুমেন্তেদ হওয়ার চান্স খুব কম। কিছু প্রমাণ করা যাবে কিনা জানিনা। আমার একটা প্রশ্ন ছিল। মোদী কোনদিন কোথাও পাবলিকলি বলেছেন কি যে গুজরাতে যা হয়েছিল তা ন্যাক্কারজনক এবং সরকারের প্রধান হিসাবে তিনি ক্ষমাপ্রার্থী? আমি প্র্যাক্টিকালি গুজরাট দাঙ্গা নিয়ে ওনাকে কোনদিন কিছুই ডিরেক্টলি বলতে শুনিনি। সবই পাশ কাটিয়ে যাওয়া উত্তর।
  • siki | 132.177.254.141 | ৩০ মার্চ ২০১৩ ০৯:০৬600149
  • না। যদ্দূর জানি মোদী কখনওই দুঃখপ্রকাশ করে নি বা ক্ষমা চায় নি। বরাবর ওটিকে গোধরার রিট্যালিয়েশন হিসেবেই জাস্টিফাই করে এসেছে।
  • h | 102.64.236.138 | ৩০ মার্চ ২০১৩ ০৯:১০600150
  • হ্যাঁ ডিল হতেই পারে।
  • a | 132.166.139.51 | ৩০ মার্চ ২০১৩ ১১:৩৩600152
  • দুঃখপ্রকাশ করেনি কথাটা ভুল, বার বার বলেছে স্যাড, অনভিপ্রেত ঘট্না। ক্ষমা চায়নি, সঠিক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন