এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নরেন্দ্র মোদীর কোলকাতায় আগমন

    pi
    অন্যান্য | ২৪ মার্চ ২০১৩ | ৩৭৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | 132.166.139.51 | ৩০ মার্চ ২০১৩ ১১:৩৫600153
  • আরেকটা কথা বলে রাখি, আমি দুর্নীতির বিরুদ্ধে। সে মোদী করলেও, দিদি করলেও, বাম করলেও।
  • h | 102.64.236.138 | ৩০ মার্চ ২০১৩ ১২:৫২600154
  • মোদীর সরকার সঞ্জীব ভাটের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, সঞ্জীব ভাট গোপন মিটিং এর কথা প্রকাশ করাতে। ঐ মামলা টা বেকারি কেস এর মত প্রচার পেল না।
  • h | 102.64.236.138 | ৩০ মার্চ ২০১৩ ১৫:১৯600155
  • নারোদা পাতিয়া কেস এর অর্ডার কপি পাওয়া যায় সর্বত্র, চাইলেই পড়া যেতে পারে। বিজেপির প্রচার মেশিনারি এবং কর্পোরেট মিডিয়া যেটা করছে, এই কার্নেজ গুলো থেকে মোদি কে ব্যক্তিগত ভাবে আইসোলেট করছে। এই প্রোসেস টা অবশ্য ঘটনার পর থেকেই চলছে।
  • siki | 132.177.219.31 | ৩০ মার্চ ২০১৩ ১৬:১৪600156
  • উফ্ফ, সেই নারোদা পাতিয়ার ওপর দিয়ে আমি ঘুরে এলাম কদিন আগে। নামটা বাসস্ট্যান্ডের ওপর লেখা দেখেই কেমন গায়ে কাঁটা দিয়ে উঠল।
  • siki | 132.177.209.188 | ৩১ মার্চ ২০১৩ ১২:২৫600158
  • আমি তাহলে কোথায় যাব?
  • pi | 78.48.231.217 | ০৭ এপ্রিল ২০১৩ ০৮:১৫600159
  • এটা পেলাম।

    '

    গুজরাট গনহত্যার নায়ক মোদী ৯ তারিক সকাল ১০।৩০ গ্র্যান্ড হোটেল এ আসছে... কালো পতাকায় ভরে যাক গ্র্যান্ড হোটেলের চত্বর...'
  • pi | 78.48.231.217 | ০৭ এপ্রিল ২০১৩ ০৮:১৬600160
  • ইমেজটা আসছে না ক্যানো ?

  • pi | 78.48.231.217 | ০৭ এপ্রিল ২০১৩ ১০:৩৬600161
  • এটা এখানে থাক ঃ

  • pi | 78.48.231.217 | ০৭ এপ্রিল ২০১৩ ১০:৪৮600163
  • উপরেরটা পড়া যাচ্ছে না ঃ(

  • চান্দু মিঁঞা | 127.216.47.133 | ০৭ এপ্রিল ২০১৩ ১১:২০600164
  • আর অন্য লেখাটার একটা পাঠযোগ্য লিঙ্ক চাই।
  • siki | 132.177.253.224 | ০৭ এপ্রিল ২০১৩ ১১:৪৭600166


  • ---

    <
  • Arin | 212.180.89.224 | ০৭ এপ্রিল ২০১৩ ১২:০১600168
  • সিকির বন্ধু (সিকিকে)
    লিখেছে,

    "Except Modi, Nitish Kumar and partially Naveen Pattnaik, no other CM is doing that (উন্নয়ন)
    . Any one of them is good for PM's candidature. Live in today and think for a better future. If you keep on remembering what happened 10 years back, then someone like me will always be there to drag things from 70 years back . Don't let that happen. Let's all hope for a better India than what it is now. Jai Hind."

    সিকির
    বন্ধুর এই ডেভেলপমেন্টের ধারণাটি শুধু গোলমেলে নয়, বিপজ্জনক । আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে কেবলমাত্র সম্ভোগ-ঝাঁ-চকচকে রাস্তা-শিল্প-বাণিজ্য দিয়ে নয়, ডেভেলপমেন্ট মাপার আরো অনেক উপায় আছে, তার অনেক মাপেতেই গুজরাটের অবস্থা আম ভারতের নিরিখে এমন কিছু বলার মত নয়

    তার ওপরে এই লোকটির ( মোদীর ) আবার human ethics এর কোন বালাই নেই! মোদীর হাতে "better future" এর স্বপ্ন দেখলে তাই
    ভুল হবার সম্বাবনাই বেশী



    [source: https://kractivist.wordpress.com/2013/03/28/the-reality-behind-gujarat-model-and-narendra-modi-mustshare/]

    School dropout rate : United Nations Development Programme (UNDP) statistics show that Gujarat ranks 18th (in India) when it comes to success in keeping children in schools. 59% school drop out

    • The school life expectancy of children in Kerala (which ranks first) is 11.33 years, while that of children in Gujarat is 8.79 years.

    • percentage of reduction of poverty :
    Statistics of the NSSO show that the percentage of reduction of poverty between 2004 and 2010 was the lowest in Gujarat, at 8.6 per cent.

    • Water:
    According to Census 2011, 43 per cent of the rural households in Gujarat get water supply on their premises and 16.7 per cent get treated water from a common tap

    • Toilets:
    The data show that 67 per cent of rural households in the State have no access to toilets and members of more than 65 per cent of the households defecate in the open, very often polluting common water sources. Waste collection and disposal are matters practically unheard of. The State ranks 10th in the use of latrines

    • Comprehensive Environmental Pollution Index (CEPI):
    Anything over 70 on this index is considered to have crossed critical levels, that is, the pollution exceeds the capacity of the environment to handle it and it becomes a dangerous health hazard. According to statistics from the Central Pollution Control Board, Ankleshwar and Vapi in Gujarat top the list of 88 severely polluted industrial areas in India. Ankleshwar has a CEPI rating of 88.50 while Vapi’s is 88.09. Of the 88 areas, eight are in Gujarat

    • Employment growth:
    NSSO data show that in Gujarat , growth in employment has dropped to almost zero in the past 12 years

    • Human Development Index :
    Gujarat (0.519) stands 11th in Human Development Index among the states in India. Where Kerala(0.790) stands first.
  • Blank | 213.147.88.194 | ০৭ এপ্রিল ২০১৩ ১৩:৪৭600169
  • বহু জায়গায় বহুবার এইসব ডেটা দেওয়া হয়েছে। মেনস্ট্রীম মিডিয়াতেও পাবলিশড। কিন্তু তাও প্রচুর লোক মনে করে যে বড় চওড়া রাস্তা, দুদিকে শপিং মল, আর এসি বাস স্ট্যান্ড হলো উন্নয়ন।
  • pi | 78.48.231.217 | ০৮ এপ্রিল ২০১৩ ১৮:৪৯600170
  • এইটা পেলাম ঃ

    Around 59 activists are arrested in the last few hours..These persons are arrested from the areas of Baguiati,Birati,Dumdum Cantonment,Rajarhat.The where-about of the arrested are yet to be known.The activists are associated with organizing a Protest Rally against Modi's visit to WB, at Kolkata Airport tomorrow at 9 P.M.
  • S | 139.115.2.75 | ০৯ এপ্রিল ২০১৩ ০৪:২৬600171
  • কয়েক্দিন আগে মোদি দেশবাসিকে জানালেন যে তিনি দিল্লিতে ক্ষমতা পেলে দেশের ধার মিটিয়ে দেবেন। কেন এবং তাতে কি লাভ হবে তা অবশ্যই বলেননি। এবারে দেখা যাক ডেটা কি বলছে।

  • aranya | 154.160.5.25 | ০৯ এপ্রিল ২০১৩ ০৪:৩৪600172
  • মোদী বিরোধী অ্যাকটিভিস্ট-রাও গ্রেপ্তার হচ্ছে - পশ্চিমবঙ্গে !!! :-(((
  • siki | 132.177.222.136 | ০৯ এপ্রিল ২০১৩ ০৯:০৪600174
  • আচ্ছা, কালকের অ্যারেস্টের কোনও কনফার্মড সোর্স আছে? এতজন অ্যারেস্ট হবার খবরটা কোথা থেকে অরিজিনেট করল?
  • a x | 109.45.103.210 | ০৯ এপ্রিল ২০১৩ ১১:০৩600175
  • ফেসবুকে একটা ইভেন্ট জেনারেট করা হয়েছিল - যে করেছিল সেই নাকি নিজেও অ্যারেস্টেড। কিন্তু এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, খোঁজ করছি। পাই কিছু জানলে?
  • রোকেয়া | 213.110.247.221 | ০৯ এপ্রিল ২০১৩ ১১:৪৬600176
  • আগেরদিনের খবরটার কোনো ভরসা করার মত উত্স নেই। আজ গ্র্যান্ডের সামনে বিক্ষোভের সময়, পুলিশ 'মৃদু লাঠিচার্জ, অল্প বলপ্রয়োগ' করে বেশ কিছু লোকজনকে তুলেছে, আপাতত লালবাজারে নিয়ে গেছে।
  • ranjan roy | 24.99.151.223 | ০৯ এপ্রিল ২০১৩ ১২:২৪600177
  • মোদী নিয়ে কিছু কথাঃ

    এক,
    ল অফ টর্ট্স অনুযায়ী রাষ্ট্র, পুলিশ ইত্যাদিকে বিশেষ exemption দেয়া আছে। ওরা যদি "কর্তব্যপালন" করতে গিয়ে "ভুল" করে নিরপরাধ কাউকে মারে তবে তাদের নরহত্যা( ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত) বা খুন ইত্যাদির জন্যে আদালতে প্রসিকিউট করা যাবে না।\
    কিন্তু যদি প্রমাণ হয় যে ওরা ডিউটি করতে নয়, নিজের কোন ব্যক্তিগত স্বার্থ বা অসূয়ার জন্যে এমন করে্ছে তবে তাদের পেনাল কোডের নির্দিষ্ট ধারাতে আম জনতার মত বুক করা যায়।
    কিন্তু সেটা প্রমাণ করা কঠিন। তার ডকুমেন্টেশন হয় না। তাই এদের আদালতে শাস্তি পাওয়া , বিশেষ করে রাজ্যের প্রধানের, অসম্ভব ব্যাপার।
    দুই,
    ইন্দিরা-হত্যার পর শিখ বিরোধী দাঙ্গাতে কংগ্রেসের কয়েক্জন নেতাকে লাগামহীন ভাবে ছাড়া হয়েছিল। মোদীর সময়ও তাই। আরও বড় ভাবে। প্রথম ঘটনার সময় রাজীবের বক্তব্য ছিল-- বড় কোন বনস্পতি ভেঙে পড়লে তলায় অনেক ছোট ছোট গাছেরও ---'এই জাতীয় কিছু।
    এই অর্থেই তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ীজি সরেজজমিনে সব দেখে বলেছিলেন--- মোদী রাজধর্ম পালন করছেন না।
    তিন,
    গতবছর যে বিজেপি মহিলা নেতা ডঃ মায়া সামনে দাঁড়িয়ে দাঙ্গায় নেতৃত্ব দেয়া , হাতিয়ার সাপ্লাই করা ইত্যাদির সাক্ষ্যে আজীবন কারাবাসের সাজা পেলেন , তাঁকে এবং আরো কয়েকজনকে মোদী দাঙ্গার পর মন্ত্রী বানালেন।
    আর আপনারা জানতে চান মোদী দুঃখপ্রাকাশ করেছেন কি না!

    চার,
    সেইসময় দু'বছর ধরে মোদীর বক্তৃতাগুলো কেউ শুনেছেন? একটি কমিউনিটিকে সব্সময় উনি" মিঁঞা মুশারফ" বলে উল্লেখ করতেন। তখন কারগিলের যুদ্ধের দাগ তাজা। সহজেই উনি জনমনে একটি কমিউনিটিকে পাকিস্তানের পাঠানো পঞ্চম বাহিনী বলে দেগে দিলেন।
    পাঁচ,
    নাগপুরের পর বিলাসপুর আর এস এসের সবচেয়ে বড় ঘাঁটি। ওদের মধ্যে আমার ব্যক্তিগত কিছু বন্ধুও আছেন। সেই সময় ওদের বলি- এসব কি হচ্ছে? এসব তো দাঙ্গা ওসকানো ভাষা?
    ওরা বলেছিল--- গুজরাত পাকিস্তানের সঙ্গে বর্ডার-লাগা রাজ্য, সংবেদনশীল। গোধরার পর ওখানে ওদের ধরে ধরে কেটে ফেলা হচ্ছে, কারণ ওদের লোকজন সবসময় ওপার থেকে আসা লোকজনদের বে-আইনী ভাবে আশ্রয় দেয়। কিছু না কাটলে ওদের সাহস ও হিম্মত কমবে না। কাজেই আপনি রাষ্ট্রের ছত্রছায়ায়' প্রোগ্রম' বা যাই আখ্যা দিন-- যা হচ্ছে ঠিকই হচ্ছে। রাষ্ট্রহিতে হচ্ছে। নরেন্দ্রভাই সাচ্চা দেশভক্ত।
    সেই বন্ধুটির প্যাডে ওপরে ছাপা থাতো--নমো রাষ্ট্রদেবায়।
    ছয়,
    আমাদের বিশ্বাস করতে কেন কষ্ট হচ্ছে যে ওই রাজ্যের জনগণের বড় আংশ মোদীকে গর্বের সঙ্গে ভোট দিয়ে জিতিয়েছে।। সেতো আম্রিগায় বুশকেও জিতিয়েছিল। ৩৪ বছর বামফ্রন্টকে, গতবার ঘাসফুলকে।
    সেই মাপদন্ডে যদি মোদীর নীতি ঠিক হয়, তাহলে বুশও ঠিক, বামরাজও ঠিক আজকের ঘাসফুলও ঠিক।
  • siki | 132.177.144.181 | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:০৬600178
  • ইয়েস, মায়া কোদনানীর নামটা মাথায় আসছিল না।

    হ্যাঁ, দাঙ্গার পর বিভিন্ন সময়ে মোদীর ভাষণ দেখেছি। ডিরেক্টলি মুসলমানদের আক্রমণ করে "ভড়কাও-বালি" ভাষণ দিতেন। দু একটা লাইন মনে আছে, "ঐ মিঞা মুশারফের দল কী করে? গণ্ডায় গণ্ডায় বাচ্চা পয়দা করে। যাতে একদিন সংখায় ওরা হিন্দুদের ছাড়িয়ে যায়। আমরা হিন্দুরা কি তা হতে দিতে পারি?"

    এই ধরণের ডায়ালগ দিত মোদী। তখনও গুজরাতের মাটিতে নিজের ভিত পোক্ত হয় নি মোদীর। হবো-হবো করছে। গুজরাতের মত রাজ্যে এই ধরণের ভাষণ ভীষণ পপুলার হয়। হিন্দুত্বের স্পেশাল কালচার করা হয় সেখানে। স্বামী বিবেকান্দরও "মুখে কথা বসিয়ে" হিন্দুত্বের বাণী প্রচার করা হয়েছিল মোদীর রথযাত্রায়, মনে আছে।
  • কৃশানু | 177.124.70.1 | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:১১600179
  • ওই সময় বলেছিলেন, 'ওদের' তো 'হাম পাঁচ হামারা পচ্চিস' ।
  • siki | 132.177.144.181 | ০৯ এপ্রিল ২০১৩ ১৩:১৪600180
  • ইয়েস, এইটাও মনে পড়েছে।
  • নেতাই | 131.241.98.225 | ০৯ এপ্রিল ২০১৩ ১৭:১৯600183
  • রেডিফ থেকে

    16:22 'Go back Modi' protests fail to deter Gujarat CM: At least 21 people, mostly belonging to Maoist groups, were arrested from near the hotel where visiting Gujarat Chief Minister Narendra Modi had an interaction with industrialists during the day, reports PTI.

    The demonstrators waved black flags and placards with slogans 'Go back Modi' and staged a noisy demonstration in front of the five star hotel in the central business district.

    They shouted slogans against Modi saying he was an 'agent of communal forces' and he has 'no right to come to Kolkata'
  • pi | 78.48.231.217 | ০৯ এপ্রিল ২০১৩ ১৭:২০600186
  • আজকের ভাটের পোস্টগুলো কেউ তুলবে এখানে ?

    আজকের এই সময়ের প্রতিবেদন থেকে ঃ
    'একদা যারা গুজরাটের মুখ্যমন্ত্রীকে ‘দাঙ্গা মোদী ’ হিসাবে চিহ্নিত করে বিক্ষোভে পথে নেমেছে , সেই বামেরাও আশ্চর্যজনক ভাবে উদাসীন৷ সূর্যকান্ত মিশ্র জানিয়ে দিয়েছেন , কোনও বিক্ষোভ কর্মসূচি নিচ্ছেন না তাঁরা৷ রাজ্য -রাজনীতির প্রধান পক্ষদের এই আপাত উদাসীনতার মধ্যে অবশ্য অভিন্ন এক কৌশল -ই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ তা হল , হিন্দু ভোটের অঙ্ক৷ মোদীর বিরোধিতায় বাড়াবাড়ি হয়ে গেলে হিন্দু ভোট আরও বেশি করেই মোদীর পক্ষে চলে যেতে পারে --এমন আশঙ্কা কাজ করছে সব শিবিরেই৷ '

    এই নিয়ে কী মনে হয় ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন