এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শুষ্কং কাষ্ঠং প্রেমের গল্প

    ব্যাং
    অন্যান্য | ১৫ এপ্রিল ২০১৩ | ১১৭৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 24.98.176.238 | ২৫ এপ্রিল ২০১৩ ২১:০৪601845
  • চমৎকার !
  • siki | 132.177.62.45 | ২৫ এপ্রিল ২০১৩ ২১:৪৪601846
  • হয়েছে কি, আমিও না, ফোন ধরে লোকে ঠিক কী ভাবে পাঁচ মিনিটের বেশি কথা বলে, বিশেষ কোনও গভীর ডিসকাশন করার না থাকলে, সেদিনও বুঝি নি, আজও বুঝি না। অবিশ্যি আমাদের সে জীবন প্রাক মোবাইল যুগের, বা সদ্য মোবাইল যুগের।
  • dukhe | 127.194.228.75 | ২৫ এপ্রিল ২০১৩ ২১:৪৬601847
  • সবই কি আর ক্লায়েন্ট কল যে একঘণ্টা চলবে?
  • san | 24.98.176.238 | ২৫ এপ্রিল ২০১৩ ২১:৪৭601848
  • আমি ফোনে ম্যাক্সিমাম টানা কথা বলেছি সাড়ে চারঘন্টার একটু বেশি।
  • siki | 132.177.62.45 | ২৫ এপ্রিল ২০১৩ ২১:৪৯601849
  • ব্যক্তিগত / পারিবারিক কথা না কংকল?
  • san | 24.98.176.238 | ২৫ এপ্রিল ২০১৩ ২১:৫৪601850
  • খুবই ব্যক্তিগত।
    আর যদি ব্রেক নিয়ে নিয়ে ফোনে কথা বলার কথা বলেন, তো সারারাত হামেশাই বলেছি। মধ্যে মধ্যে পাঁচ মিনিটের ব্রেক।
  • san | 24.98.176.238 | ২৫ এপ্রিল ২০১৩ ২১:৫৫601851
  • আমি একাও নই, যারাই লং ডিসট্যান্স প্রেম করেছেন মোবাইল-পরবর্তী যুগে, তারা বেশিরভাগই নিশ্চয় বলেছেন।
  • pharida | 132.161.141.102 | ২৫ এপ্রিল ২০১৩ ২২:০২601852
  • এটা একটা দারুণ টই।

    দেখলেই ফুরফুরে হওয়া দেয় খুব। নেহাৎ আমার তেমন কিছু গল্প নেই, এই যা ঃ)
  • siki | 132.177.62.45 | ২৫ এপ্রিল ২০১৩ ২২:০৩601853
  • দেখা হলে তোকে একটা প্রণাম করব। মনে করিয়ে দিস।
  • kumu | 52.110.159.19 | ২৫ এপ্রিল ২০১৩ ২৩:৪৬601855
  • ৪৫মিনিট মিনিমাম এর আগে কথা সেশ হয় না
  • ladnohc | 116.218.254.246 | ২৬ এপ্রিল ২০১৩ ০০:০১601856
  • বিশাল রকম ফোন​-ঝগ্ড়া করার না থাকলে ৫-৭ মিনিট কাফি।
    লোকে যে কিকরে এতো ফোনায় কে জানে.... এই শিল্পটা আর শেখা হল না! :(
    শুধু একবার ১ঘণ্টা ১০মিনিট ১৭সেকেণ্ড ঝগ্ড়া করেছিলাম, ওটাই এখনো পর্যন্ত......
  • a | 132.179.92.243 | ২৬ এপ্রিল ২০১৩ ০০:২৭601857
  • স্যানকে ক। আমি কথা বলে বলে নোকিয়া খারাপ করে ফেলেছিলাম ঃ)
  • nina | 79.141.168.137 | ২৬ এপ্রিল ২০১৩ ০৬:০০601858
  • শিবাজি ঃ-)

    তা বরিশাল যখন বিহারি জয় করতে এলেন---

    আগস্ট মাস--পাটনার গরম---মাথায় তেনার তখন ঝাঁকা ঝাঁকা চুল--এমনিতে ঝ্যাঁটার মতন সোজা--তাই তিনি কলকেতায় পার্ক স্ট্রীটে সেলুনে গিয়ে চুল কোঁকড়া করেছিলন ঃ-))) সত্যি বলছি---আর ট্রেন থেকে নেমেছিলেন থ্রী পিস স্যুট পরে ঃ-)))))
    আমার বন্ধুরা (খোট্টা+ট্যাঁশ= খট্ট্যাঁশ) হেঁসে মরে--আমি তো তাজব শুনে--
    -তা আমার মা তখনও গলে গিয়ে
    আহা ছেলেমানুষ বিয়ে করতে এসেছে সাজার শখ হবেনা---তুমি ই শুধু পার্লারে যাবে----
    -বোঝ!!

    কুমু তোমার গপ্প কই???

    ঝুমঝুমি --কথায় সময় নষ্ট করতে চায়না সে--ঃ-) কাজের মানুষ ঃ-)))
  • de | 190.149.51.67 | ২৬ এপ্রিল ২০১৩ ১১:২৬601859
  • ফোনে পাঁ ---চ মিনিট!! অনেক সময় তো! এমনিতেই কেমন আছো, ভালো আছির পর আর বলার কি -ই বা থাকে! আমি নিজেও বেশীর ভাগ সময়েই ঐ হুঁ আর হ্যাঁ দিয়েই চালাই ঃ))
  • sosen | 125.242.245.154 | ৩০ এপ্রিল ২০১৩ ২১:২৯601860
  • শুষ্কং কাষ্ঠং নয়- ৪
    ফোনে কথা না বলে উপায় নেই। কিন্তু মুশকিল অন্যখানে। দুরকম মুশকিল।

    মুশকিল -১
    __________

    " আজকে বুঝলে অমুক অমুক হলো"
    "হুঁ"
    "অমুক এসেছিলো, অমুক শাড়ি পরে"
    "হুম"
    " এক্সপেরিমেন্টটা বড্ড জ্বালাচ্ছে"
    " হ্যাঁ বাবু "
    "কি করছিস বলতো?"
    "শুনছি তো"
    "আর কি করছিস? "
    "কিচ্ছুনা"
    "নিশ্চয়ই স্কাইবার্গার খেলছিস।"
    "না তো "
    "তবে? "
    " রেস্টুরেন্ট ম্যানিয়া"
    "দেখেছ! এত কথা বল্লাম, একটাও শুনলে না? "

    এইসময় ঝম ঝম শব্দ হয় এবং অপরপক্ষ সরোষে চেঁচিয়ে ওঠেন -"দেখলে! চোরটা সব পয়সা নিয়ে পালিয়ে গ্যালো। এত বকবক কল্লে হয়! শুধু বক্বক্বকবক সকাল থেকে "

    "চোর? কোথায়?"
    "কোথায় আবার, এই তো গেমে, সব টিপসগুলো নিয়ে পালালো" হায় হায় কত্তে থাকেন অপরপক্ষ।

    এরপর মান, অভিমান মানভঞ্জন এবং পুনরাবৃত্তি।

    মুশকিল-২
    ____________

    "হ্যালো"
    "হ্যালো??"
    "কি করছ ?"
    "হ্যালো-ও-ও-"
    "কি হলো রে বাবা!"
    "কিচ্ছু শোনা যাচ্ছে না। ফোনটা ফেলে দে"
    "আরে, কথা বলছি তো, শুনতে-ও পাচ্ছি তো-"
    "ধুত্তেরি নিকুচি করেছে "
    "হ্যালো? হ্যালো ? আরে এইতো আমি শুনতে পাচ্ছি তো। "
    " খটাস "

    গ্যাপ। মিনিট দুই।

    "হ্যালো-ও -ও "
    " কিচ্ছু শুনতে পাচ্ছিনা"
    "অন্য কানে ফোন ধরো, শুনতে পাবে।"
    বেশ বাধ্য ভাবে অন্যকানে ফোন লাগিয়ে দেখা যায় , কথাবাত্তা দিব্বি শোনা যাচ্ছে।
    খুশি হন ভালোমানুষ অপরপক্ষ " বা:। এইটে তো বুঝতে পারিনি! গোলুটা সব জানে, দেখেছ। "

    এরপর থেকে ফোন-এর প্রথম কথা :

    "হ্যালো ? শুনতে পাচ্ছিনা "
    "ঠিক কানে ফোন ধরেছ?
    "দাঁড়া । হ্যাঁ, এইবার বল । শুনতে পাচ্ছি এবার "

    মুচকি হাসি, এপক্ষে। গিন্নি সব জানেন। তাঁর বাড়িতে আরো দুজন কালা আছেন কিনা। আর তাছাড়া আজকাল তিনি-ও এট্টু কম-ই শোনেন। সেকথা অবিশ্যি গোপন রাখাই ভালো।
  • শ্রী সদা | 127.194.210.43 | ৩০ এপ্রিল ২০১৩ ২১:৪৪601861
  • "কিচ্ছু শোনা যাচ্ছে না। ফোনটা ফেলে দে" ~ এটায় একদম হাড়ে হাড়ে ক্ক। দিনে অন্ততঃপক্ষে বারদুয়েক শুনতে/শোনাতে হয়।

    এটার আরেকরকম ভ্যারিয়েশন হয়। আগে বিএসেনেলে রেগুলার হত, এখন একটু কম।

    -হ্যালো।
    -হ্যালো হ্যালো।
    -হ্যাঁ শুনতে পাচ্ছিস ?
    -হ্যালো হ্যালো।
    -হ্যালো এবার শুনতে পাচ্ছিস ?
    -হ্যালো।
    -ধোর বা*...
    -অ্যাঁ কি বললি !

    বাকী ইতিহাস আর লিখিবার যোগ্য নহে।
  • siki | 132.177.156.226 | ৩০ এপ্রিল ২০১৩ ২১:৪৭601862
  • :)
  • sch | 125.241.50.249 | ০১ মে ২০১৩ ০৭:৩৫601863
  • সক্কাল সক্কাল সদার লেখা পড়ে মনটা ভালো হয়ে গেল... সদা কলেজ লাইফ কে বড্ডো মনে করিয়ে দেয়। ভালো হোক সদার
  • | 190.215.65.249 | ০১ মে ২০১৩ ০৮:১৩601864
  • সদা ঃ))
  • sosen | 24.139.199.11 | ০১ মে ২০১৩ ১২:৩২601866
  • আমি ওই **** গুলি লিখিনাই :)
  • Bhagidaar | 216.208.223.1 | ০২ মে ২০১৩ ০৪:৫১601867
  • "খুশি হন ভালোমানুষ অপরপক্ষ "

    এইখানে "কীওয়ার্ড" হলো "ভালোমানুষ"
  • a | 209.16.140.25 | ০২ মে ২০১৩ ১৩:২৬601868
  • আমি এইটা বুঝতে পারিনা ঐ অন্য কানে শোনার পরামর্শ কিভাবে শোনা যায়
  • PM | 233.223.152.235 | ০২ মে ২০১৩ ১৩:৪৮601869
  • বানানের ব্যাপার্টা একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। ইদানিং বাংলা বানান নিয়ে আমার বেজায় কন্ফুসন হচ্ছে। অথচ আমি বাংলা মিডিয়ামে পড়া লোক। বয়স হচ্ছে বলেই বোধ হয়। নিজগুনে মার্জনা করে দেবেন।

    ব্রতীন দুদিন হলো দেশে ফিরেছি। যা জ্বালাময়ী অবস্থা দেখছি। একটু এক্সাইটেড হয়ে গেছি আর কি। যখন ওখানে থাকি তখন নির্লিপ্ত থাকতেই চেষ্টা করি " কাঠ খেলে আংরা পটি হবেই" এই আপ্তবাক্যের কথা মনে করে
  • PM | 233.223.152.235 | ০২ মে ২০১৩ ১৩:৫১601870
  • সরি এটা অন্য টইএর লেখা , ভুল করে এখানে। দুঃখিত
  • Bhagidaar | 216.208.223.1 | ০৪ মে ২০১৩ ০৪:৫৭601871
  • আহা খারাপ কান মানে কি আর totally খারাপ? ওই অন্য কানটার থেকে কম শোনে মনে হয়।
  • sosen | 111.63.132.178 | ২২ ডিসেম্বর ২০১৩ ১১:১৩601872
  • শুনুন। শুষ্কং কাষ্ঠং -৫

    রাতের বিছানায় বেশ এট্টু রাগারাগি হয়ে গেছে। রাগ করে কন্যে বেশ একটু সরে শুয়ে অপিক্ষে করে রইলেন। মান ভাঙ্গানোর।
    দু একবার জড়ানো কোশ্চেন-ও শুনতে পেলেন, "রাগ করেছ? রাগ করো নি তো? "

    বাহুল্য বোধে জবাব দিলেননা। বরম রাগ আরেকটু বেড়ে গেল। এ কেমন ধারা মান ভাঙানো? ভেতরে ভেতরে ফুলতে ফুলতে কন্যে বিছানা ছেড়েই উঠে পড়লেন। এক্কেবারে শোয়ার ঘর ছেড়ে লিভিং রুম-এ গিয়ে সোফায় শুয়ে রইলেন। মনে অপেক্ষা, এইবার এসে কেউ ডেকে নিয়ে যাবে আদর করে।
    লিভিং রুম ভারী অন্ধকার, কোথায় জল পড়ে না শিশির পড়ে টুপটাপ করে। ছম ছমে রাত্তির, ইদিকে সোফায় নরম বালিশ নাই, কম্ফর্টার-ও নাই। দু:খের কথা ভাবতে ভাবতে এক সময় কন্যের চোখ জুড়ে যায়। কিন্তু হায়, কত্তা ডাকতে আসেন্না।

    আধা রাত সোফায় কাটিয়েও যখন ক্ষেউ ডাকলো না , কেউ না, তখন মান বিসর্জন দিয়ে তোম্বা মুখে কন্যে ঘরে গিয়ে শুয়ে পড়েন। অপরজন উদিকে পরম সুখে নাক ডাকাচ্ছেন। নরম মনা কন্যে ভাবেন, আহা , ঘুমিয়েই পড়েছে, আর টের পায় নি আমার উঠে যাওয়া।
    পরদিন মুখ ভার করে জলখাবার বানাতে বানাতে কন্যা অগত্যা মর্যাদা বিসর্জন দিয়ে জানান" তুমি জানো, আমি রাত্রে রাগ করে বিছানা থেকে উঠে এসেছিলুম?"
    কম্পুটারে চোখ রেখে প্রম্পট উত্তর আসে, "জানি তো! "

    এইবার কন্যে ভারী দু:খু পান। তাঁর চক্ষু ছল ছল করে, দু ফোঁটা জল চাইকি গড়িয়েও পড়ে। জানে, তা-ও ডাকলো না। এত বড় হৃদয়হীন!! কি বলবেন বুঝতে না পেরে গরগর করেন রাগে। খানিক বাদে ক্রন্দনোন্মুখী কন্যাকে দেখে ঘাবড়ে যান অপরজন" আহা , কি হলো ?"

    এই বার ভ্যাঁ আটকাতে পারেন্না কন্যা" আমি সারা রাত সোফায় বসে রইলুম, তারপরেও , জেনেও তুমি ডাকতে এলে না? "
    খুব-ই অবাক ও বিপন্ন গলায় অন্যজন বলেন " সে কি, সোফায় বসে রইলে কেন ? আমি তো সে কথা জানি না !"

    "তুমি-ই তো বললে জানো আমি উঠে গিয়েছিলুম---"
    " উঠে গেলে তো, সেই অব্দি জানি " তারপর অপরাধী গলায় শেষ করেন অপরপক্ষ " তারপর তো আমি ঘুমিয়ে পল্লুম "
    "আমি যে ফিরে এলাম না, সেটা টের-ও পেলে না!!!"

    ভারী কাঁচুমাচু মুখে কুম্ভকর্ণ জানান " না, তারপর তো এই সবে এলার্ম শুনে ঘুম ভাঙ্গলো সকালে। সরি বাবু , এখন ডাকবো?"

    কন্যে রাগবেন না হাসবেন ঠিক্কর্তে না পেরে খুন্তি হাতে ত্রিশঙ্কু হয়ে দাঁড়িয়ে থাকেন। চোখে হাসি, ঠোঁটে রাগ।
  • | 127.194.85.181 | ২২ ডিসেম্বর ২০১৩ ১২:২৫601873
  • ঃ))
  • | 127.194.85.181 | ২২ ডিসেম্বর ২০১৩ ১২:২৭601874
  • এরা সব তো এক একটি রত্ন( ফোনে কথা বলার ব্যাপারে!!)। আমি অনেক চেষ্টা করেও ২ ঘন্টা বেশী কথা বলেছি এমন মনে করতে পারছি না।
  • Bhagidaar | 218.107.71.70 | ২২ ডিসেম্বর ২০১৩ ১২:৩৭601875
  • দু ঘন্টা তো অনেক!
  • | 127.194.85.181 | ২২ ডিসেম্বর ২০১৩ ১২:৩৯601877
  • তখন বয়েস কম ছিল। মনে উৎসাহ ছিল।

    তোমাদের গল্প টা দারুন। তুমি কি খুব ঘুম কাতুরে? আমিও একেবারে তাই। যত রাত অবধি জাগতে বলো কোন চাপ নেই। কিন্তু এক বার ঘুমিয়ে গেলে । ব্যাস। ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন