এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শুষ্কং কাষ্ঠং প্রেমের গল্প

    ব্যাং
    অন্যান্য | ১৫ এপ্রিল ২০১৩ | ১১৭৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 24.100.134.52 | ৩০ জানুয়ারি ২০১৬ ১৭:২১602012
  • বলব? খুবই ইয়ে দেখাবে। সেও তো মহাপাপ করেছিলুম যা হোক। এথিকসও ঠিক মতো মেন্টেন করা হয় নি। প্রেম জনিত ল্যাজেগোবরে কেসে তাবৎ হাপ সোল পার্টি কায়মনোবাক্যে যা যা করে থাকে সেসব কিছুই করা হয় নি। খালি মাপা পাস দেওয়া হয়েছিল।

    প্রথমে, অবজারভেশন। নায়িকা রাতের খাওয়া দাওয়ার পর একটু আয়েশ কত্তে ক্যাম্পাসে কোথায় কোথায় হাঁটতে বেরোয়? তারপর সেইসব স্থলে কালভার্ট ইত্যাদি আছে কি না। তারপর সময়টুকুও খেয়াল করতে হবে। এছাড়া উনি উইকেন্ডে বা ছুটির দিনে বান্ধবীদের সাথে রূপনারায়ণের তীরে ঠিক কোন খানটা গিয়ে মলয় সমীরণ সেবন কচ্ছেন সেটাও নোট করা হয়েছিল।

    এরপর অধ্যবসায়। চাঁদ উঠলে ভালো। না হলে নির্দিষ্ট স্থানে গিয়ে কালভার্টে বসে আকাশপানে উদাস হয়ে তাকিয়ে থাকা, যাতে নায়িকার নজরে পড়ে। মুখ খুবই উদাস রাখতে হবে যাতে একনজরে দেখে বোঝা যায় যে নাহ্‌, কোনো এক ব্যাথায় কাতর। সোয়েটার পরা চলবে না। সর্দি কাশি হলে তো পোয়াবারো। মশা কামড়ালে কামড়াক। ভাবটা দেখাতে হবে যে যেন বুক ফেটে চৌচির হয়ে গেছে।

    তারপর নদীর ধারে। আগে থেকে পৌঁছেই প্রস্তুতি। তারপর ওঁর আসার সময় হলেই চুল উস্কো খুস্কো করে, মুখ হাঁড়ি করে দূরে ভেসে যাওয়া নৌকোর দিকে তাকাতে হবে, সাথে দীর্ঘশ্বাস। নাকি দীর্ঘতম শ্বাস। এদিকে বুঝলেন তো, পুরো ঢপ। হাতে থাকবে একটা আঁকার খাতা। সেও ঢপ। কিচ্ছু আঁকা ফাঁকা নেই। ব্ল্যাকয়াউট চলছে কিনা। চোখাচোখি হতে দেওয়া চলবে না, যেন জাগতিক কোনো ব্যাপারেই লক্ষ্য নেই। হৃদমাঝারে ব্ল্যাক হোল।

    এরপর ওঁর অন্তরঙ্গ বান্ধবীদের সাথে সাক্ষাৎ কুশল বিনিময়ের সময় আরেকপ্রস্থ ঢপ। কিরে কি খবর, এ কথার উত্তরে যেন মঙ্গলগ্রহে জল নেই কেন ভাবতে বসেছি। এলোমেলো চালচলন, কিন্তু বুঝতেই পারছেন পুরোটাই মাপা। লাস্টে সিরিয়াসলি, ঝুঁকি নিয়ে পাওয়ার সিস্টেমে মিডসেমে দশ পেতেই কাজ দিল ব্যাপারটা।

    হু হু হু হু, মেয়েরা কি বোকাই না হয়। কিন্তু কি উপায় বলুন, মাক্কালী বলছি আমি চরিত্রবান ছেলে।

    যাক গে, রামকানাই যেন টের না পায়।
  • PM | 116.76.142.36 | ৩০ জানুয়ারি ২০১৬ ১৭:৩৫602013
  • T এর গল্পের প্রথম পার্টের মেয়েটি আর দ্বিতীয় পার্টের নায়িকা কি এক ?? কিরকম ডিস্কানেক্ট লাগছে ঃ)
  • T | 24.100.134.52 | ৩০ জানুয়ারি ২০১৬ ১৭:৩৯602014
  • ধ্যার। আলাদা মশাই আলাদা।
  • cb | 192.70.24.230 | ৩০ জানুয়ারি ২০১৬ ১৭:৪১602015
  • উঁহু, মিউচুয়ালি এক্সক্লুসিভ ব্যাপার থাকার কথা আইডিয়ালি, কিন্তু সেকেন্ড জন "টি" নামক একটি হাল্কা ইন্টারসেকশন অ্যাসিউম করে হুলিয়ে চাপ দিয়েছিল টি কে
  • পুপে | 74.233.173.193 | ৩০ জানুয়ারি ২০১৬ ১৭:৪৫602016
  • পি এম দা, ঘটনার সময়কাল ২০০৫

    আর তিতাসদা লজ্জা টজ্জা না করে বলেই ফেলুন না কিভাবে মানভঞ্জন হল। ;)
  • PM | 116.76.142.36 | ৩০ জানুয়ারি ২০১৬ ১৭:৪৯602018
  • পুপে ম্যাম ঃ) ঠিক ধরেছি, নব্বই এর গোরায় এই গল্পটা অন্য ভাবে শেষ হয়েছিলো ঃ)
  • পুপে | 74.233.173.193 | ৩০ জানুয়ারি ২০১৬ ১৭:৪৯602017
  • উফ সরি সরি। পাতাটা রিফ্রেশ করি নি। পোস্ট করার পরে দেখি তিতাসদা অলরেডি দ্বিতীয় পর্ব লিখে ফেলেছে।
  • পুপে | 74.233.173.203 | ৩০ জানুয়ারি ২০১৬ ১৭:৫১602019
  • কি ভাবে?? শুনি শুনি। আজ বেশ গপ্পোগাছা মুড। :)
  • 0 | ৩০ জানুয়ারি ২০১৬ ১৮:২০602020
  • পাঁচবচ্ছরের ঘরকন্নার পরের ঘটনা। তো ব্যাপার হচ্ছে যে অন্যজনের আপিসের কিছুকিছু লেখালেখি বা টাইপানোর লোড মাঝেমাঝেই নিজে সময়মতো সামলিয়ে কুলোতে না পারলে আমার ওপর চাপায়। এটা বিয়ের আগে থেকেই তেনার অব্যেস্‌। বিনি পয়সার... ইত্যাদি। প্রথমদিকে অসুবিধে হতো। লিগাল ইংরিজি জার্গনের বানাম টানাম আর তেনার কালিতেডুবোনো আরশুলোহাঁটা হাতের্লেখার জন্যে।
    মাঝেমধ্যে মাইনে চাইতে গেলে জোটে দায়সাড়া গালটিপুনি, মন হলো তো কচ্চিৎ দু একটা ইয়ে, আর খুউব রেয়ার কেসে কাছাকাছি কোন হলের ইভিনিং শো'এর জোড়াটিকিট।
    তা দোষের মধ্যে সেদিন কেমনিতে জানিনা বেশ কয়েকটা প্রায় ব্লান্ডার ক'রে ফেলেছি টাইপাতে গিয়ে। তিনিও ওদিকের ডিভানের ওপর ফাইল, কাগজ, আর গাব্দা কোর্ট্‌কেসেস্‌-রিপোর্টের বইয়ের মধ্যে থেকে মাঝেমাঝে জিগিয়ে চলেছেন - কি রে? হলো এবার? শিগ্গির শিগ্গির।
    এখন আর রাগ কত্তেও ল্যাদ্‌ লাগে। মুখ বুজে টাইপাতে টাইপাতেই কেমন জানি মনে হলো কিছু একটা গড়বড় হয়েছে। জেনেরালি এর'ম হ'লে একবার জিগিয়ে ক্লিয়ার ক'রে নিয়ে তাপ্পর কন্টিন্যু করি। সেদিন ওই ঘনঘন তাড়া খে' এমনিতেই মেজাজ... যাকগে।
    খানিক বাদে ল্যাপি হাতে দিয়ে বল্লাম - শোন, হয়ে তো গেছে, কিন্তু ওই জায়গাটা একবার একটু দেখে নিস।
    তাপ্পর এসে আমি টিভি খুলে গুছিয়ে বসেছি। পনেরো মিনিট পর দেখি তিনি মিচকে হাসি সহ সামনে এসে দাঁড়ালেন। পাত্তা না দিয়ে বল্লাম - কি রে? টিভিটা গার্ড্‌ কল্লি যে বড়ো?
    ওমনি দু'গালে ইয়ে। আমি পুউরো হতবাক। কোনোরকমে বল্লাম - পাগল টাগল হলি নাকি রে?
    মিচকে হাসিটা খ্যাখ্যা হাসিতে চেঞ্জ্‌ ক'রে বললেন - সেই আগে যখন তুই খুব ভুলভাল ছড়াতিস, সেইর'ম ফের অনেকদিন পর কল্লি তো, তাই তখনকার সেই তোকে মনে পড়ে গ্যালো।
  • না না | 132.177.49.60 | ৩০ জানুয়ারি ২০১৬ ১৯:৫৫602022
  • আপনারা আমাকে কিছু লিক্‌তে বলবেন্না।
  • T | 24.100.142.108 | ৩০ জানুয়ারি ২০১৬ ২০:০২602023
  • কি লিখতে বলবনা? কুড়ির গল্প?
  • cb | 192.77.87.198 | ৩০ জানুয়ারি ২০১৬ ২০:২২602024
  • হুমম, তিনুদের দেবনারায়ণ বলে মনে হচ্ছে :P
  • পুপে | 74.233.173.193 | ৩০ জানুয়ারি ২০১৬ ২০:৪১602025
  • না না সিকি দা, লেখো লেখো। লেখার ইচ্ছে যে খুবি আছে সেটা ৭-৫৫ এর পোস্ত দেখে দিব্বি মালুম হয়।
  • PM | 11.187.178.155 | ৩০ জানুয়ারি ২০১৬ ২১:০৮602027
  • পুপের জন্য নব্বই-এর গল্পো ঃ) ---

    কেলাস টেনের শেষ ইন্জিরি টিউসনের দিন । তারপরে মধ্যমিক । দুজনে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে।

    মেয়ে ঃ আমার তোকে কিছু বলার ছিলো

    ছেলে ঃ আমার-ও কিছু বলার ছেলো

    মেয়ে ঃ ঠিক আছে , তাহলে তুই-ই বল ঃ)

    ছেলে ঃ না তুই যখন প্রথম বলেছিস তো তুই-ই বল

    এই ভাবে চল্লো কিছুক্ষন। ফাইনালি কিছুই বলা হলো ন কারুর। ঠিক হলো HS এর পরে বলা হবে ঃ)

    ওদিকে তারপর ইলেভেনে মেয়েটি ছেলেটির-ই আরেকটি সুন্দরপানা বন্ধুর প্রেমে পরার পরে ব্যাপারটার (মধুরেন?) সমাপ্তি ঃ)।

    মেয়েটির ২ নং প্রেমটি বিয়েতে কনভার্ট হয়েছিলো ঃ) এবং ঐ কাপল বেচারা ছেলেটির এখনো খুব বন্ধু ঃ) ঃ)

    মেয়েটির এখনো দাবী , ১ম ছেলেটির মধ্যে জেলাসি তৈরীর জন্য-ই নাকি মেয়েটির ২য় সপর্কের সুত্রপাত---কি জটিল ব্যপার মাইরী
  • PM | 11.187.178.155 | ৩০ জানুয়ারি ২০১৬ ২১:০৮602026
  • পুপের জন্য নব্বই-এর গল্পো ঃ) ---

    কেলাস টেনের শেষ ইন্জিরি টিউসনের দিন । তারপরে মধ্যমিক । দুজনে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে।

    মেয়ে ঃ আমার তোকে কিছু বলার ছিলো

    ছেলে ঃ আমার-ও কিছু বলার ছেলো

    মেয়ে ঃ ঠিক আছে , তাহলে তুই-ই বল ঃ)

    ছেলে ঃ না তুই যখন প্রথম বলেছিস তো তুই-ই বল

    এই ভাবে চল্লো কিছুক্ষন। ফাইনালি কিছুই বলা হলো ন কারুর। ঠিক হলো HS এর পরে বলা হবে ঃ)

    ওদিকে তারপর ইলেভেনে মেয়েটি ছেলেটির-ই আরেকটি সুন্দরপানা বন্ধুর প্রেমে পরার পরে ব্যাপারটার (মধুরেন?) সমাপ্তি ঃ)।

    মেয়েটির ২ নং প্রেমটি বিয়েতে কনভার্ট হয়েছিলো ঃ) এবং ঐ কাপল বেচারা ছেলেটির এখনো খুব বন্ধু ঃ) ঃ)

    মেয়েটির এখনো দাবী , ১ম ছেলেটির মধ্যে জেলাসি তৈরীর জন্য-ই নাকি মেয়েটির ২য় সপর্কের সুত্রপাত---কি জটিল ব্যপার মাইরী
  • শ্রী সদা | 132.172.161.166 | ৩০ জানুয়ারি ২০১৬ ২১:২৮602028
  • আজকের সন্ধ্যেবেলার ঘটনা।
    ছেলেটি বসে বসে ল্যাপটপে একমনে গুরুচন্ডালি পড়ছিল। কখনো মুখে বিরক্তির ছাপ ফুটে উঠছিল (বিপের টই), কখনো মুখে স্মিত হাসি এবং পুরানো সেই দিনের কথা টাইপের একটা স্বপ্নালু ভাব (পুপে এবং তিতাসদার পোস্ট এই থ্রেডে)।
    মেয়েটি পাশে বসে মুখের অভিব্যক্তির চেঞ্জ দেখছিল আর মাঝে মাঝে ডান কানটা মুচড়ে দিয়ে দেখছিল মুখটা অটোমেটিক্যালি হাঁ হয়ে যাচ্ছে কিন্তু পড়ায় ব্যস্ত বলে কিছু বলছে না, বরং মুখের অভিব্যক্তির সাথে হাঁ হয়ে যাওয়াটা সুন্দরভাবে মডিউলেটেড হচ্ছে।
    একটু পরে পড়া শেষ হয়ে যাওয়ার পর ছেলেটি নিজের জগতে ফিরে এসে, একটু গা ঝাড়া দিয়ে উঠে কানে হাত বুলোতে বুলোতে বললো, কী বলছিলি ? মেয়েটি দৃশ্যত হতাশ - বেশ প্রতিবর্ত ক্রিয়া দেখছিলাম, তোর কান মুচড়োলে মুখটা কেমন সুন্দর হাঁ হয়ে যায় ...
    তবে রে শালা ....
  • Du | 81.170.88.36 | ৩১ জানুয়ারি ২০১৬ ০০:০৮602029
  • এই টই তো হীরের খনি ঃ))। আমার বাড়িটা নোংরাই রয়ে যাবে এই উইকে।
  • পুপে | 74.233.173.198 | ৩১ জানুয়ারি ২০১৬ ০০:১২602030
  • নব্বুইয়ের গল্পটা একটু মনকেমন করা, ঐ হলেও হতে পারতো ধরণের :(
  • Tim | 108.228.61.183 | ৩১ জানুয়ারি ২০১৬ ০২:০১602031
  • ব্যাদড়া বালকদিগের জন্য টই সংক্রান্ত ফোনালাপঃ

    - এত সংক্ষেপে তাড়াহুড়ো করে লিখছিস কেন?
    -একেবারে শেষ করে ফেলতে হবে তো, নইলে পরে আর সময় পাইনা। (একটু থেমে) ঐ গাল ইত্যাদিটা পড়ে কিকরে ফ্রয়েডিয়ান স্লিপ হচ্ছে কেজানে! আমি তো পড়ে দেখলাম ঠিকই লাগলো।
    -(আবারো একটু থেমে, খিল্লি স্টাইল হাসি) আমারো প্রথমে পড়ে ওটাই মনে হয়েছিলো তো
    - ও। (দীর্ঘশ্বাস ও স্বগতঃ) সিফোঁকেও বিয়ে কল্লে হতো। টু লেট।

    ----
  • Tim | 108.228.61.183 | ৩১ জানুয়ারি ২০১৬ ০৬:১১602033
  • যদিচ গুরুর আইকিউ খুবি যাকে বলে মজবুত, তবু টীকাটা দিয়েই দি। ছুটিছাটা ও বইমেলার সিজন, অত ভাবার সময় নাও থাকতে পারে। ;-)

    একেবারে সেশে দীর্ঘশ্বাস ইঃ র বক্তা ঃ আমি।

    এবার ঘাম মুছে ন্যান। নার্ভাস হবেন্না, হার্টের জন্যে খারাপ।
  • উফফ | 192.69.212.169 | ৩১ জানুয়ারি ২০১৬ ০৭:৫০602034
  • ফুটনোটটা না দিয়ে দিলে আরেক পিস ফ্রয়েডিয়ান স্লিপ হতে চলেছিল :)

    নাহ, একবার গঙ্গাচ্চান করে আসতে হবে। এত পাপ নিয়ে যে কোথায় যাই ...
  • sosen | 184.64.4.97 | ৩১ জানুয়ারি ২০১৬ ০৮:৫৮602035
  • আমিও তো টোটালি ভাবলাম শেষ লাইনটা হুচিরই। পড়ে সিঁফোর এমতি জনপ্রিয়তায় গর্বিত বোধ কচ্ছিলাম।
  • | ৩১ জানুয়ারি ২০১৬ ০৯:০৬602036
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা
    কিন্তু ফুটনোট ছাড়াই আমি বুঝেছি যে ওটা টিমিরই বক্তব্য।
  • | ৩১ জানুয়ারি ২০১৬ ০৯:০৭602037
  • আর সদার গপ্পোটাও হ্যা হ্যা হ্যা হ্যা
  • :) | 192.69.212.169 | ৩১ জানুয়ারি ২০১৬ ০৯:১৯602038
  • সোসেন, গ্রেট মেন ইত্যাদি। (এখানে মেন অর্থে মেন অ্যান্ড উইমেন দুটোই বোঝানো হল)
  • অন্য কথা | 192.69.212.169 | ৩১ জানুয়ারি ২০১৬ ০৯:২২602039
  • হ্যাঁ, লেখা প্রসাদগুণে খুবই ভালো লেগেছে, কিন্তু লেখার মাঝে একটু জায়গায় জায়গায় প্যারাগ্রাফ ব্রেক দিলে পড়তে সুবিধে হয়। একটানা লেখা চোখে দেখেই কেমন দম আটকে যায়।

    এটাকে একবার রিরাইট করে ফ্যাল সময় করে। এক্ষুনি করতে বলছি না - সময় পেলে করিস।
  • Tim | 108.228.61.183 | ৩১ জানুয়ারি ২০১৬ ০৯:৫৫602040
  • গ্রেট মেন ও উইমেনদের প্রতিক্রিয়ায় মনে লিচ্ছে অচিরেই এইটা জেন্ডার স্টাডিজে ধাঁধা হিসেবে ব্যবহৃত হবে ;-)
  • Tim | 108.228.61.183 | ৩১ জানুয়ারি ২০১৬ ০৯:৫৬602041
  • আর টি, সদা, পুপেদের গল্পগুলোও হেব্বি, বলা হয়নি ঃ-))
  • PM | 116.78.80.17 | ৩১ জানুয়ারি ২০১৬ ১০:২৭602042
  • আরে পুপে দিদি, নব্বই এর গল্প্টা "হলেও হতে পারতো "ক্যাটেগোরির গল্প নয় মোটেই ঃ)

    ওটা "ভাগ্যিস হয় নি " ক্যাটেগোরির ঃ) ঃ)
  • kiki | 113.192.119.253 | ৩১ জানুয়ারি ২০১৬ ১০:৩৯602044
  • ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন