এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শুষ্কং কাষ্ঠং প্রেমের গল্প

    ব্যাং
    অন্যান্য | ১৫ এপ্রিল ২০১৩ | ১১৭৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | 113.16.71.15 | ০৮ মার্চ ২০১৬ ২১:১৯602111
  • ভুঁড়ির কথা হচ্ছিল। তো সব্বার মনে পাপ, আর কী করা যাবে ঃ(

    কমঃ অ কে পুরুষসিংহ 2.0 উপাধী দেওয়া হোক।

    আমার কিছুদিন আগে ভিসা ইন্টারভিউ ছিল, হাতে কেটেকুটে গেলে বায়োমেট্রিকে ঝাম হবে বলে আগের হপ্তাদুয়েক রান্নাঘরের দিকে ঘেঁসছিলাম না। তো উইকেন্ডে তেনার বাড়ি গেছি, দুপুরে রান্নাবান্না শুরু হবে, অর্ডার এল - বসে বসে ফেসবুক না করে আলুগুলো কেটে ফ্যাল, চাট্টি কাঁচালংকা চিরে দে, আদা ছাড়িয়ে ফ্যাল পীলার দিয়ে। ডুমো ডুমো করে টমেটো কাট। দুটো বড় দেখে পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে -- আমি মাঝে থামিয়ে বললাম আজ একটাও সম্ভব নয়, এই মুহূর্তে হাত কাটার রিস্ক নেবনা। শুনে বললো, সে ঠিক আছে,আজ নাহয় আমি করে নিচ্ছি, কিন্তু তুই রান্নাঘরে দাঁড়িয়ে থাক আর আমাকে উৎসাহ দে। আমি এই গরমে রান্না করবো আর তুই ঘরে বসে ফেসবুক করবি সেটা হবেনা। অগত্যা।
  • পুপে | 74.233.173.185 | ০৮ মার্চ ২০১৬ ২২:১৬602113
  • কমরেড তেনাকে লাল সেলাম। আজ ঠিক ঐ কাজগুলোই অ-কে দিয়ে করালাম। :))))
  • Byaang | 132.172.18.185 | ০৮ মার্চ ২০১৬ ২২:১৬602112
  • এইসব কন্যাবৎ মেয়েগুলোর প্রতি শ্রদ্ধায় মাথা নুইয়ে আসে। অনেক অনেক অভিনন্দন রইল। এগিয়ে চলো।
  • aranya | 154.160.98.95 | ০৮ মার্চ ২০১৬ ২২:১৯602114
  • খুবই উপভোগ্য সব লেখা, ভুঁড়ির ব্যাপারটা আম্মো ধরতে পারি নি :-)
  • Tim | 140.126.225.237 | ০৯ মার্চ ২০১৬ ০০:৫২602115
  • সদা এবার থেকে ছবি এঁকে দিস, বাঁটুলের মত কমিক্স হলে আরো ভালো তালে বিভিন্ন ফেজ নিয়ে এইসব কনফিউশন থাকবেনা। আর একান্তই ছবি আঁকতে না পারলে আমরা হিনীসমেত বুঝে নেব ;-)
  • b | 135.20.82.164 | ০৯ মার্চ ২০১৬ ১০:৫২602116
  • এই টইটা খুব মিত্তি। বেশি পড়ি না। চোখে ডায়াবিটিস হয়ে যেতে পারে।
  • শ্রী সদা | 114.129.192.106 | ৩০ মে ২০১৬ ১৯:১৪602117
  • ~ কি রে, দুটো বেজে গেল, আজকে রান্নাবান্না হবেনা ?
    ~ (ফেসবুক চ্যাটে ব্যস্ত) হবে, সব হবে।
    ~ সেই তখন থেকে তো হবে হবে শুনছি। ছাড়, আমার বোঝা হয়ে গেছে। সেই আমাকেই রেঁধে বেড়ে মুখের সামনে ধরতে হবে, তুই কুটোটি নাড়বি না। তোরা সব ছেলেগুলোই ...
    ~ হুঁ।
    ~ (ল্যাপটপ কেড়ে নিয়ে গলা সপ্তমে তুলে) হুঁ ? সিরিয়াসলি ? বাদ দে, আমি রান্না করে খেয়ে নিচ্ছি, তুই নিজের ব্যবস্থা দেখ। অপদার্থ, কুঁড়ে, সেই সকাল থেকে ফেসবুক খুলে বসে আছে ....
    ~ একটা কথা বল -
    ~ কী? তোর সাথে কথা বলা মানে পাতি সময় নষ্ট।
    ~ শোনই না কী বলছি।
    ~ বল।
    ~ তোর বাবা তো বিবাহিত ?
    ~ মানে !!!
    ~ হ্যাঁ কি না বল।
    ~ হ্যাঁ, তো ? এরকম বোকা বোকা প্রশ্ন -
    ~ হুম, আমার বাবাও।
    ~ তাতে কী হল ?
    ~ তাতে এটাই প্রমাণিত হল যে এই মুহূর্তে আমাদের কারো বাবার বিয়ের তাড়া নেই।
    ~ হোয়াট দা -
    ~ চুপচাপ বোস, আমি এই চ্যাটটা শেষ করে উঠছি পাঁচ মিনিটে। ফ্রিজে কালকের মাংস আছে গরম করে নেব, চাল ভিজিয়ে রেখেছি একটু আগে, আমি বেগুন আর উচ্ছেগুলো কেটে দেব তুই ভেজে ফেলবি ঝপাঝপ।
  • T | 190.255.250.60 | ৩০ মে ২০১৬ ১৯:১৮602118
  • :)
  • Abhyu | 138.192.7.51 | ১১ জুন ২০১৬ ০২:০৯602119
  • একা সোসেনই আমাকে আপনি দিয়ে কথা বলে। শুনেও ভাল্লাগে।

    name: sosen mail: country:

    IP Address : 177.96.35.127 (*) Date:11 Jun 2016 -- 01:52 AM

    অভ্যুদা! শুষ্কং কাষ্ঠং টইটাকে টইটাকে টইটাকে তুলে দিন না
  • sosen | 177.96.49.239 | ১১ জুন ২০১৬ ০৩:১৫602122
  • থেঙকু থেঙকু
  • :( | 59.199.18.58 | ১১ জুন ২০১৬ ১১:৪৭602123
  • আমায় ক্ষেউ আপনি বলে না। ধুর!
  • শিবাংশু | ১১ জুন ২০১৬ ২৩:৪৩602124
  • আপনার মন্তব্য ভালো লাগলো। আসলে কী জানেন, আপনার প্রশ্নের উত্তরে অষ্টাদশ অধ্যায় লেখা যায়। আবার মৌনতাও একটা উত্তর হতে পারে। তবে, দুটো উক্তি "......আসলে আপনি মনে করেন দেব দেবীর কোনও মূল্য নেই।" এবং ".... কেন না এ না করলে লোকে আপনাকে প্রগতিশীল বলবে না ।" বেশ কৌতুহল উদ্রেক করলো।
    ----------------------------
    প্রয়াত সন্তোষকুমার ঘোষ মশাই একবার বলেছিলেন, "....মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি কি না জানিনা, তবে ঈশ্বর মানুষের একটা শ্রেষ্ঠ সৃষ্টি বলে মনে করি।" আমরা অনেকেই একথাটি বিশ্বাস করি। তাতে ঈশ্বরের মহিমা কিছু ক্ষুন্ন হয় বলে মনে হয়না। পৃথিবীতে দেবদেবীর উদ্ভব, ক্রমবিবর্তন, আরোপিত মহিমা ইত্যাদির একটা স্ট্রাকচার্ড ইতিহাস আছে। সে সব থেকে যা বুঝেছি 'দেবদেবী'র ক্রমবিকাশ মানুষের সভ্যতাসংস্কৃতির একটা অঙ্গ। তার যা কিছু মূল্য সেখানেই আছে। ব্যক্তি আমার মনে করা না করার কোনও 'মূল্য' নেই।
    -------------------------
    দ্বিতীয়তঃ, 'প্রগতিশীল'তার লক্ষণ বিষয়ে আমার ভালো ধারণা নেই। দে
  • শিবাংশু | ১১ জুন ২০১৬ ২৩:৪৫602125
  • বোঝো, অন্য একটা আলোচনা ভূতুড়ে ভাবে এখানে ঢুকে পড়লো। মাফ করবেন ভাইয়েরা....
  • রুকু | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৮602126
  • শ্রীসদার গপ্পটা সাংঘাতিক মিষ্টি, কিন্তু আমি কিছুতেই বাড়ি ফিরতাম না। বলতাম যা ঘুমো, আমি শপিং করেই ফিরবো। এতদ্বারা বোঝাই যাচ্ছে আমার দ্বারা এসব হবে না পুপেদিদি
  • রুকু | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৯602127
  • তবে আমি একখানা মিষ্টি গপ্প দিয়ে যাই। :-P
    যদিও অতীত বহুদিন।

    - আলাপ করা যায়?
    - কোন ক্লাস? কোন স্কুল?
    - স্কুল ক্লাস দেখে কথা বলো নাকি?
    - অবশ্যই!
    - অহঙ্কারী মেয়ে দেখলেই ভালো লাগে। কিটক্যাট খাবে?
    - নো থ্যাঙ্কস!
    - বেশ। তা অধম হেয়ারের ছাত্তর। ক্লাস এইট। তুমি?
    - নাইন। পাঠভবন।
    - নাক উঁচু মেয়ে।
    -হোয়াট!
    - নাথিং ম্যাম। একসাথে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায়?
    - বাচ্চাদের পাকামি দেখলে অবাক হই। যাও পড়াশুনো করো।
    - যাহ, বাতিল করে দিলো, আচ্ছা, চলেই যাই... তবে শোনো...
    - কী?
    - তোমার তাকানোটা বেশ তীব্র সুন্দর।
    - কানমলা খেয়েছ সিনিয়রের হাতে কখনো?
    - না, তবে ক্যালানি খেয়েছি।
    - এবার দুটোই খাবে, জাস্ট কেটে পড়ো...
    - শিরোধার্য, অগত্যা।
    - ইডিয়ট!
    - তবে একদিন তুমি আমার সঙ্গে বাস স্ট্যান্ড পর্যন্ত হাঁটবেই, বলে রাখলাম, আসি...
  • সিকি | 158.168.40.123 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০১602128
  • ভবিষ্যদ্বাণী ফলেছিল?
  • রুকু | 212.142.104.11 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১২602129
  • হুঁ :-P
  • Phutki | 52.110.151.232 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৪602130
  • কেলাস এইট। ঐ সময় আশপাশ কি সুন্দর লাগে। সবই ভাল।

    আমিও ভবিষ্যত জানতে চাই।
  • রুকু | 212.142.104.11 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৬602131
  • ওই কেলাস এইট বা নাইন প্লাস পাঁচ বছর। তারপর মার মার কাট কাট অ্যান্ড ব্লক। B-)
  • avi | 57.11.145.18 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১৮602133
  • আহা, পুরোনো এক সংলাপ মনে পড়লো।
    - বুঝলি, এই এইট নাইনের ছানারা প্রেম করতে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগে।
    - হুঁ, ওই সময়ের প্রেমের ফীলটা খুব ভালো।
    - আমার একটা আফসোস থেকে যাবে এটা।
    - আমাকে এই আফসোসটা তখন জানাতে পারতিস তো।
  • paps | 57.15.159.229 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩০602134
  • আমার গল্পের নায়ক-নায়িকা দুজনেই আমার দুই ক্লাসমেট। আমরা তখন ১১ ক্লাসের মাঝামাঝি বোধ হয়। নায়কের বাবা আবার নায়িকার বাবার কলিগ এবং ওনারা পাশাপাশি টেবিলে বসতেন অফিসে। তো একদিন নায়ক-নায়িকা রেলস্টেশেন কাছে একটি জায়গায় প্রেম করছিল। প্রেমালাপ চলাকালিন একটা পর্যায়ে কথোপকথন এইরকম দাঁড়ায়......।

    নায়িকা-- এই জান, তোমার বাবা কাল বিকালে আমাদের বাড়ির পাশ দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে গেল।

    নায়ক-- বড়দের সম্পর্কে ভদ্রভাবে কথা বলতে জান না? বল "তোমার বাবা কাল বিকালে আমাদের বাড়ির পাশ দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে গেলেন"।

    নায়িকা-- ঠিক বলেছ (লজ্জিত হয়ে), আর ভুল হবে না।

    নায়ক-- না এখনি ১০ বার বল "তোমার বাবা কাল বিকালে আমাদের বাড়ির পাশ দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে গেলেন"। (শাস্তিস্বরূপ)

    নায়িকা শাস্তি মেনে নিয়ে ১০ বার বলল।প্রেমালাপ অচিরেই শুরু হল এবং কি কথাপ্রসঙ্গে নায়ক আগের ভদ্রতা শেখানোর প্রসঙ্গ বেমালুম বিস্মৃত হয়ে নায়িকার মুখের উপর বললেন "তোমার বাবা একটি আস্ত পাঁঠা"। পরদিন এই গল্প আমাদেরকে শোনানোর সময় নায়কের সে কি খ্য়াক খ্য়াক হাসি!
  • Atoz | 161.141.85.8 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৪১602135
  • ওরে বাবা! কী বিশাল বাক্য!!!!! "তোমার বাবা কাল বিকালে আমাদের বাড়ির পাশ দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে গেলেন"
    ১০ বার বলতে হল? সেইদিনই তো ব্রেকাপ হয়ে একেবারে কাটফ হয়ে যাবার কথা!
    নায়িকার উচিত ছিল, "এই নে এই নে এই নে এই নে" করে নায়ককে ১০ টা থাপ্পড় দেওয়া, একেকটা থাপ্পড়ের পর বলা, "এইটা প্রথমবারের জন্য", এইটা দ্বিতীয়বারের জন্য ---এইভাবে।
    ঃ-)
  • avi | 57.11.145.18 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:১২602136
  • আমার অভিজ্ঞতায় নায়িকারা বেশিরভাগ সময়েই অত্যন্ত সহিষ্ণু হয়।
  • Atoz | 161.141.85.8 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:১৮602137
  • বহু নায়ক আসলে আরও সহিষ্ণু, স্বেচ্ছায় নায়িকাদের ঘাড়ে নিয়ে চলেন জীবনভর। দিন যত যায়, ঘাড়ের চাপ তত বাড়ে , ওজনের সঙ্গে সমানুপাতে। ঃ-)
  • dc | 132.174.117.134 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:০০602138
  • হুঁ আমি যেসব নায়িকাদের দেখেছি তাদের প্রত্যেকেই যে অন্তত দশটা করে থাপ্পড় দিতো তাতে কোন সন্দেহ নেই।
  • avi | 57.11.145.18 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১৪602139
  • আমার ধারণা, প্রাথমিকভাবে কে প্রথম কাছে এসেছে, আমি না তুমি, এর বেসিসে মেজাজ ও সহিষ্ণুতা স্থির হয়। পরে অবিশ্যি অল রোডস লিড টু রোম।
  • Atoz | 161.141.85.8 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২৩602140
  • কে সহিষ্ণু হন? "খাপ পেতেছেন গোষ্ঠমামা" রোলে যিনি ছিলেন নাকি "পড় পড় পড় পড়বি পাখি ধুপ" করে যিনি পড়লেন? ঃ-)
  • Atoz | 161.141.85.8 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২৯602141
  • ধুপ না, ধুপ না, ধপ। ঃ-)
  • avi | 57.11.145.18 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩২602142
  • গোষ্ঠমামা। ;)
  • Atoz | 161.141.85.8 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৪602144
  • হুঁ, তাই হওয়াই সম্ভব। গোষ্ঠমামার খাপে পড়ে গিয়ে পাখি রেগে যেতেই পারে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন