এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শুষ্কং কাষ্ঠং প্রেমের গল্প

    ব্যাং
    অন্যান্য | ১৫ এপ্রিল ২০১৩ | ১১৭৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 172.136.192.1 | ১০ মার্চ ২০১৪ ২১:১০601912
  • রোবুর গল্পে শুষ্কং কই, খুবই আর্দ্র।
  • sosen | 111.63.197.189 | ১০ মার্চ ২০১৪ ২১:২৪601913
  • নেগেটিভ শুষ্ক
  • রোবু | 213.147.88.10 | ১০ মার্চ ২০১৪ ২২:১৬601914
  • চা জল এইসব আছে বলে আর্দ্র বলছে বোধহয়।
    তা এইবেলা এইটে শুনুন, কেন আর্দ্র পরিষ্কার বুঝবেন।
    কথা ছিল, আমরা যখন কলকাতায় ফিরব, তার দিন দুয়েক পরে বাবা মা এসে কিছুদিন থাকবে। রোবুনির একটু হেল্প হবে ঘর দোর গুছনো নিয়ে। সে প্ল্যান চটকে যায় মা এর পায়ের ব্যাথার জন্য, যেটা এখনো চলছে, তবে সেশ দুদিন কিছু কম।
    (ক্রমশঃ)
  • রোবু | 213.147.88.10 | ১০ মার্চ ২০১৪ ২২:২৬601915
  • আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি আর সদা একদিন কফি ফ্লেভার ভদকা মেরেছিলাম, সেই নিয়ে আপনারা যারপরনাই খিল্লি করেছিলেন? তা এক লিটারের বোতলটার অর্ধেক রয়ে যাওয়ায়, রোবুনি বলেছিল, বাকিটা রেখে দিতে, এখানে এসে খাবে।
    সেই মত, আমি ভদকার বোতলের সাথে ভদকার বোতলের মত ব্যবহার করে তাকে খাটের মাঝখানে রেখে এসেছিলাম। বাড়ির থেকে কেউ আসবে না। যদি আসেও অন্ততঃ দুদিন পরে, দরকার হলে লুকিয়ে ফেলব, এই ভেবে।
    (ক্রমশঃ)
  • sosen | 111.63.197.189 | ১০ মার্চ ২০১৪ ২২:৩১601916
  • তাপ্পর?
  • byaang | 132.172.254.146 | ১০ মার্চ ২০১৪ ২২:৩৩601917
  • এই হতচ্ছাড়া রোবু, সাসপেন্স দিয়েই মার্ডার করবি নাকি? শিগ্গিরি লেখ, তারপর কী হল।
  • sosen | 111.63.197.189 | ১০ মার্চ ২০১৪ ২২:৩৫601918
  • কত ভাও নিচ্ছে দ্যাখো ব্যাংদি, আবার ক্রমশ !
  • 4z | 152.176.84.188 | ১০ মার্চ ২০১৪ ২২:৩৭601919
  • এই কমেন্ট আর যারই হোক ব্যাংদির মুখে অন্ততঃ মানায় না
  • byaang | 132.172.254.146 | ১০ মার্চ ২০১৪ ২২:৪৪601920
  • রোবু তোকে পিটিয়ে ছাতু করব, শিগ্গিরি বাকিটা না লিখলে।
  • রোবু | 213.147.88.10 | ১০ মার্চ ২০১৪ ২২:৪৫601922
  • রিসেপশন শনিবার। আমরা ফিরব রবিবার। শনিবার দুপুরে খেতে খেতে কাকিমা আর মা প্ল্যান ভাঁজল, রবিবার দিন তো আমরা ব্যাগ ব্যাগেজ নিয়ে গাড়িতে করে কলকাতা ফিরছিই, তার মধ্যে ফিরেই আমাকে উল্টোডাঙ্গা গিয়ে রোবুনির মান্থলি কাটতে হবে, অতয়েব, বাবা আর কাকিমা সেই গাড়িতে আসবে, এসে খুচখাচ গুছিয়ে দিয়ে যাবে, যেটুকু হয়। মা এর পায়ে ব্যাথা বলে ঘরে বসে খেত, কাকিমা সাহায্য করত। আমরা বাড়ির বাগানে করা ছোট প্যান্ডেলে।
    সেখানে সেশে খেত রান্নার তিন দিদি, বাগানের বাসু - এরা। আমি, আমার এক ভাই, এক ভাইপো আর রোবুনি ওদেরকে পরিবেশন করে টরে বাড়িতে ঢুকে শুনি এই প্ল্যান। আমার মাথায় বজ্রপাত। আর রোবুনি তো জানে না তিনি মাথা উঁচু করে খাটের মাঝে দাঁড়িয়ে আছেন। সে বলছে, "কী ভালো হবে তোমরা যদি একটু গুছিয়ে দাও এসে!" - সবার সামনে বারণও করতে পারছি না!
    (ক্রমশঃ)
  • byaang | 132.172.254.146 | ১০ মার্চ ২০১৪ ২২:৪৭601923
  • ঃ)) তারপর? তারপর?
  • bhagidaar | 106.2.241.35 | ১০ মার্চ ২০১৪ ২২:৫১601924
  • -- ভটকার বোতল খাটের ওপর? আমি তো ভাবলাম মাঝখানে মানে খাটের নিচে মাঝখানে।
  • রোবু | 213.147.88.10 | ১০ মার্চ ২০১৪ ২২:৫২601925
  • আমি দু একবার মৃদু আপত্তি করলাম। “বাবা, কাকিমা এদের এত পরিশ্রম যাচ্ছে, কী দরকার।“- কাকিমা গম্ভীর মুখে বললেন, “আমি গাড়ি চড়তে খুব ভালোবাসি।“ কিছু আর বলার রইল না। নো এস্কেপ।
    ওইদিনই আরেকটু পরে, রোবুনিকে সাজানোর জন্য একটা ভাড়া করা গাড়িতে করে আমি রোবুনি আর কাকিমা যাচ্ছি। বিউটি পার্লারের নাম ম্যাডোনা। সে যাই হোক, সেখানে যিনি সাজান, ব্রাইডাল মেক আপ এর জন্য নাকি তাঁকে কেক খাওয়াতে হয়। লজ্জার মাথা খেয়ে আমি কাকিমাকে বললাম, আমি তো জানিনা, উনি কোন কেক ভালোবাসেন, তুমি তো জান (খুড়তুতো বোনকে নিয়ে মাঝে মাঝে সেখানে যান কাকিমা), তুমি প্লিজ কেকটা কেনো।
    কাকিমা আমাকে একটু, এই আপনাদের স্টাইলেই আবাজ দিয়ে নেমে গেল। আমি রোবুনি আর ড্রাইভার। আমি হিমশীতল গলায় রোবুনিকে সংক্ষেপে জানালাম কী ভয়ংকর ঘটনা ঘটতে চলেছে ২৪ ঘন্টা পরেই।
    প্রথম কথা বলল ড্রাইভার। বৈষ্ণব, টীটোটেলার।
    (ক্রমশঃ)
  • nina | 22.149.39.84 | ১০ মার্চ ২০১৪ ২২:৫৭601926
  • উফ! লাস্ট পোস্টটা পড়ে কুলকুল কুলকুল করে হাসি পাচ্ছে-বলবনা কোন লাইনটা :D
    <:-)))))))))))))))))
  • রোবু | 213.147.88.10 | ১০ মার্চ ২০১৪ ২৩:০০601927
  • “দাদা, কাল চন্দনদাকে বলে আমি যাবো আপনাদের পৌঁছে দিতে”। চন্দনদা মালিক। “কিছু একটা ব্যবস্থা করে ফেলব। আপনি খালি ভাবুন কোথায় লুকোবেন”।
    রোবুনি বলল, “আমিও ভাবছি কী করা যায়। দাঁড়াও। পারলারে তো অনেকক্ষণ চোখ বুজে থাকতে হবে, তখন ভাবব।“
    রিসেপশন এর পর সব সেশ করে অনুষ্ঠান বাড়ি থেকে বেরোচ্ছি প্রায় একটা নাগাদ। সেই ড্রাইভার বলল, আমি চন্দনদাকে বলে রেখেছি। আমিই যাবো।
    তখনও আমি বুঝছি না কী করব। লুকোনোর জায়গাও ঠিক করতে পারিনি। কারণ জানিনা গুছোতে গিয়ে বাবা আর কাকিমা কোথায় কোথায় হানা দেবে। একটা বিরাট বড় ব্যাগে বই আছে, আলমারির মাথায়। পুরো কাজ সারতে আধঘন্টা লাগবে। সম্ভব না।
    (ক্রমশঃ)
  • রোবু | 213.147.88.10 | ১০ মার্চ ২০১৪ ২৩:০৪601928
  • ভাগিদাকে, খুব রোম্যান্টিক ভাবে রোবুনির মুখে বাড়িতে ঢুকেই দু-ঢোঁক ভদকা তুলে দেব বলে খাটের এক্কারে মাঝখানটাতে রেখে এসেছিলাম।
    নিনাদি, কোন লাইন?
    গল্পে ফিরছি।
  • রোবু | 213.147.88.10 | ১০ মার্চ ২০১৪ ২৩:০৭601929
  • পরের দিন। মাহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে। আর আমি ক্রিকেট খেলে যাচ্ছি। ছোটমামার শটে পাশের বাড়ির কাঁচ ভাঙল। আমি ভেবে চলেছি। আর খেলে চলেছি। ঘোতন কিছুতেই আউট হচ্ছে না। বল করছি আর ভাবছি।
    হঠাত মনে হল, সিগারেট তো ল্যাপ্টপ এর ব্যাগেই লুকোনো। ল্যাপ্টপ ব্যাগ খালি করলে সে ব্যাগে ঢোকানো যাবে।
    রোবুনি আবার একদান ক্রিকেট খেলে কাকুর সাথে স্কুটি চড়তে বেড়িয়েছে। চালানো শিখেছে দুদিন আগে।
    (ক্রমশঃ)
  • 4z | 209.7.157.41 | ১০ মার্চ ২০১৪ ২৩:০৮601931
  • ইস ঐ কফি ফ্লেভারড ভোদকা তুই প্রাণে ধরে রবুনিকে অফার করার কথা ভাবতে পারলি!!
  • sosen | 192.66.1.108 | ১০ মার্চ ২০১৪ ২৩:০৮601930
  • ঃ)ঃ)ঃ)
  • শ্রী সদা | 127.194.216.22 | ১০ মার্চ ২০১৪ ২৩:১০601933
  • ভডকার বোতলের ক্ষী ফ্রয়েডিয় অবস্থান :P
  • nina | 22.149.39.84 | ১০ মার্চ ২০১৪ ২৩:১৮601934
  • চলুক চলুক---
    ক্রমশঃর আসার স্পিড্টা, ক্রমশঃ
    বেড়ে যাচ্ছে----
  • রোবু | 213.147.88.10 | ১০ মার্চ ২০১৪ ২৩:২২601935
  • রোবুনি ফেরার পর ল্যাপটপ ব্যাগ খালি করে সমস্ত জিনিস তাঁর ট্রলিতে ভরলাম। জিন্স, পাঞ্জাবী, গামছা। আর ল্যাপটপ ব্যাগে রাখলাম একটা নরম মোটা টাওয়েল।
    বেরোবার সময় গাড়িতে উঠতে যাবো, রোবুনি সব ভুলে গ্যাছে, বলে “আমি সাইডে বসব”। আমি “একটু জল খেয়ে আসি”- বলে বাড়ির ভেতর ঢুকে এসেমেস করলাম, ‘কী করছ, আমাকে নেমে বোতল লুকাতে হবে তাড়াতাড়ি”-দেখেছিলাম হাতে মোবাইল রয়েছে।
    ফেরত এসে আমি বাঁ দিকের জানালায় বসলাম। পিছনের সিটে। বাবা সামনে। কাকিমা অন্য জানালায়। অ্যাম্বাসাডর।
    (ক্রমশঃ)
  • রোবু | 213.147.88.10 | ১০ মার্চ ২০১৪ ২৩:২৩601936
  • সদা :-)
    শালা, তোর জন্য!
  • রোবু | 213.147.88.10 | ১০ মার্চ ২০১৪ ২৩:২৪601937
  • ফোজ্জিদি, ওরম হয়।
  • 4z | 209.7.157.41 | ১০ মার্চ ২০১৪ ২৩:২৮601938
  • খ্যা খ্যা খ্যা :))
  • রোবু | 213.147.88.10 | ১০ মার্চ ২০১৪ ২৩:৩৪601939
  • কেস্টপুর পৌঁছলাম। ড্রাইভার রাস্তাতেই বলল, “দাদা, আমি কিন্তু বাড়ি পৌঁছেই টয়লেট যাব, আপনি তাড়াতাড়ি দরজা খুলবেন”- বাবা বলল, “তুই আমায় চাবি দে, আমি তাড়াতাড়ি খুলে দেব” – “চাবি জিন্সের পকেটে, এখন গাড়িতে বসে বার করতে পারছি না”।
    ড্রাইভার এসে গাড়িটা ব্যাক করতে করতে হালকা করে বাড়ির সামনের ল্যাম্পপোস্টে লাগাল। বাবাকে বলল, “কাকু, একটু দেখুন না, গাড়ি কাটাতে সুবিধে হবে”। বাবা নেমে দেখছে, আমি বেরিয়ে বাড়ির দরজা খুলছি, অন্য গেট খুলে কাকিমা বেরোচ্ছে। রোবুনির গলা, “কাকিমা, আমার রুমালটা কোথায় গ্যালো?”।
    (ক্রমশঃ)
  • byaang | 132.172.254.146 | ১০ মার্চ ২০১৪ ২৩:৩৮601940
  • রোবুনিটা কি সুইট রে! ঃ)))
  • রোবু | 213.147.88.10 | ১০ মার্চ ২০১৪ ২৩:৪৮601941
  • আমি বাড়ির ভেতরে। আধ মিনিটের মধ্যে বোতল ল্যাপটপ এর ব্যাগে। এই ব্যাগে কেউ হাত দেবে না জানি।
    ধীরে ধীরে সবাই ঢুকে এল। বাবা ড্রাইভারকে বলছে, “ভাগ্যিস লাইট-পোস্টটাতে জোরে ধাক্কা লাগেনি”। কাকিমা রোবুনিকে বলছে “তুই রুমালটাকে সিটের খাঁজে কী করে ঢোকালি রে?”
    আমি বললাম, আমি একটু চা করি। তোমরা এক কাপ খেয়ে গোছাতে নামো।
    (গল্প সেশ)
  • 4z | 152.176.84.188 | ১০ মার্চ ২০১৪ ২৩:৫৪601942
  • জিন্দেগি শুরু :))
  • a x | 138.249.1.206 | ১১ মার্চ ২০১৪ ০০:৩৯601944
  • রোবুনি ও ডেরাইভার দুজনেরই বছর বছর পদোন্নতি হোক!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন