এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শুষ্কং কাষ্ঠং প্রেমের গল্প

    ব্যাং
    অন্যান্য | ১৫ এপ্রিল ২০১৩ | ১১৭৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | 213.99.211.81 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৫602078
  • ঈ কওন চিজ কা টই বা?
  • ! | 116.51.24.143 | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৩602079
  • চিত্তচান্চল্যর টই।
  • পুপে | 120.5.74.2 | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৪602080
  • মেয়েটার বাড়িতে অঙ্কের মাস্টারমশাই আসতেন পড়াতে, আরো অনেকের সাথে ছেলেটা আর ছেলেটার ভাইও পড়তে আসতো। মহালয়ার ঘটনার পর আর সবার চাইতে দুই ভাই আগেই এসে হাজির হত। এরকমই একদিন ভাইটা একা এসেছে। মেয়েটা আর ভাইটা অগত্যা বসে বসে টিভি দেখছে।
    মেয়েটা - কি রে তোর ভাই এলো না?
    ভাই - ও একটা important কাজে গেছে। এসে যাবে। এত উতলা হোস না।
    মেয়েটা - কি এমন কাজ?
    ছেলেটা - সে আমার বলা বারণ।

    মেয়েটা মনে মনে গজগজ করতে করতে টিভি দেখছে। এক এক করে সবাই এসে হাজির, পাত্তা নেই। মাস্টারমশাই ঢুকলেন, পিছু পিছু তিনিও ঢুকছেন, গোমড়া মুখে। এখন আর সুযোগ নেই জিজ্ঞেস করার। অঙ্ক কষতে কষতে আড়চোখে তাকানো আর পড়ানো শেষ হবার অক্লান্ত অপেক্ষা।

    স্যার চলে যাবার পরেই,
    মেয়েটা - কি রে, আজ এত দেরি করলি?
    ছেলেটা - আর বলিস না, একটা মেল করবো বলে সাইবার ক্যাফে তে গেছিলাম। (তখন বাড়িতে নেট ছিলনা আমাদের কারোর) একবার পুরোটা টাইপ করে ফেলেছি, সেন্ড করার আগেই হ্যাং। আবারো টাইপ করলাম, আবার এক। দুত্তোর বলে চলে এলাম।
    মেয়েটা - কি এমন গুরুত্বপূর্ণ মেল করার ছিল?
    ছেলেটা (উত্তর না দিয়ে) - তাও ভাল যে একটা খসড়া করে নিয়ে গেছিলাম। কাগজে লেখা ছিল আগে থেকে। নইলে তো যেত। এই নে।
    (ছেলেটা একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিল)
    মেয়েটা বেশ উত্তেজিত। খুব সম্ভবত এটা জীবনের প্রথম প্রেমপত্র।
    মেয়েটা - তা চিঠিটা সরাসরি দিলেই পারতিস। মেল করার কি ছিল? আমাকেও তো আবার সাইবার ক্যাফে তে গিয়ে মেল দেখতে হত!
    (ছেলেটা ততক্ষণে সাইকেলে উঠে পড়েছে। )
    প্রশ্নটা শুনে তাকালো একবার। তারপরই সাইকেল চালিয়ে হাওয়া!
  • de | 24.139.119.174 | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৩১602081
  • চলচ্চিত্তচচ্চড়ি! ঃ))
  • | 213.99.211.81 | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৪৮602082
  • ঃ)))))
  • aka | 34.96.82.109 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৪602083
  • সব চরিত্র কাল্পনিক হোক, শুধু একজনই ভাবছে কেন অমন হল না? কেন? ভেউ ভেউ ভেউ। ঃ)

    এই টইটা আবার ভেসে উঠেছে।
  • Bratin | 74.233.173.198 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪০602084
  • আকা চাপ নিও না ঃ)

    ডুবিয়ে দিচ্ছি।
  • গড়ভুতুয়া | 117.167.105.51 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৬602085
  • প্রেমজাতীয় আধিদৈবিক ব্যাপারে আমি একটু ক্যাবলা বলে (বয়েজ স্কুল, তায় মিশনারী) সিঁফোঁ সংক্রান্ত ব্যাপারটা বুঝি নাই।
  • মঁসিয়ে বদ | 108.192.41.166 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৮602086
  • মিশনারী, অ্যাঁ, মিশনারী
  • গড়ভুতুয়া | 117.167.108.75 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৪602088
  • হুঁ, জেসুইট। পোজিশন নয়। খালি কুচিন্তা, না?
  • আবাপ বলেছেন | 233.183.235.57 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৪602089
  • পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয় :)
  • aka | 34.96.82.109 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৫602090
  • না না আদৌ ডোবাতে বলি নাই।
  • PM | 37.97.118.65 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২০602091
  • আকাবাবু, গুরুর রেসিদেন্ত ডাক্তারের এতো বড় ক্ষতিটা চাইতে পারলেন ??? ঃ) ঃ)
  • sinfaut | 74.233.173.198 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০১602092
  • বয়েজ স্কুল তায় মিশনারী। আপনি না বুঝলে আর কে বুঝবে?
  • | 213.99.211.81 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৪602093
  • ওক্কে আকা ঃ))

    কিছু লোক , কখনো শোধরাবে না। ভগবান তাদের ভালো করুক!! ঃ)))
  • গড়ভুতুয়া | 117.167.108.75 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫২602094
  • না না, সে তো বুঝেছি। কিন্তু টিমের গল্পের কনটেক্ষট বুঝি নাই।
  • sinfaut | 74.233.173.193 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৫602095
  • ওটা আলাস্কা টই তে পাবেন।
  • avi | 113.24.84.48 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২৯602096
  • আমাদের পুপেদিদির গপ্পোগুলো কিন্তু বড্ডো মিত্তি। দ্বিতীয়বার পড়ে বেশি ভালো লাগলো।
  • | 12.50.188.58 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৫602097
  • আমার কেমং যেন মনে হচ্ছে সাইবার কাফের গল্প টা বানানো হয়েছে চিঠিটা হস্তান্তর করার বাহানা বানানোর জন্য :))
  • aranya | 154.160.226.92 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৪602099
  • মিষ্টি সব গপ্পো। টি-এর গল্প পড়ে গোবিন্দ-র জন্য এট্টু দুঃখ হল
  • শ্রী সদা | 132.172.36.232 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৪602100
  • কোনো এক উইকেন্ড। দুপুরে পিজ্জা হাট এ জমিয়ে লাঞ্চ, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা - এই অব্দি ঠিকই ছিল। এর পরই দেখা দিল গুরুতর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মেয়েটির ইচ্ছে শপিং করে (সকালেই সেন্ট্রাল মল এ ফ্ল্যাট ৬০% ডিসকাউন্টের অ্যাড দেখেছে) আর ছেলেটির দাবী- এখন বাড়ি ফিরে অন্ততঃ ঘন্টাদুয়েক পাস্তাঘুম চাই, শপিং বিকেলে দেখা যাবে। তো যা হয়, তর্কবিতর্ক মান অভিমান ইত্যাদি চলতে চলতে ছেলেটি বেফাঁস বলে বসে - থাক তুই তোর শপিং নিয়ে, আমি বাড়ি গিয়ে ঘুমোচ্ছি। মেয়েটি কিছু না বলে ছেলেটির সাথে চুপচাপ বাড়ি ফিরে আসে এবং ঘরে গিয়ে শুয়ে পড়ে। ছেলেটি ফ্রিজ থেকে একটা বিয়ারের ক্যান বের করে নিয়ে সোফায় লম্বা হয় এবং বীয়ার শেষ করে মিনিট দশেকের মধ্যে ঘুমিয়ে পড়ে।

    ছেলেটির ঘুম যখন ভাঙলো তখন সন্ধ্যে হয়ে গেছে। বাইরে অন্ধকার নেমে গেছে, আড়মোড়া ভেঙে ব্যালকনিতে গিয়ে দেখলো বিশাল এক পিস চাঁদ উঠেছে, শিরশিরে হাওয়া দিচ্ছে। দুপুরের কথা মনে পড়তে ছেলেটির একটু অনুশোচনা হল - বেচারী একটু শপিং করতে ভালোবাসে, উইকডে তে কাজের চাপে সময় পায়না, কিন্তু তাই বলে তো আবার দুপুরের ঘুমটাও ছাড়া যায়না। যাগ্গে অনেক হল, এবার মিটিয়ে নেওয়া যাক।

    মেয়েটির ঘরের দরজা হালকা ভেজানো, ভেতরে অন্ধকার। ছেলেটি সন্তর্পনে দরজা ঠেলে ঢোকে। দুম করে আলো জ্বালানোর রিস্ক নেয়না, ব্যালকনির কাচের দরজা দিয়ে হালকা চাঁদের আলো আসছে, সেই আলোয় কোনরকমে আন্দাজ করে মেয়েটির মাথার কাছে গিয়ে বলে - ইয়ে, জেগে আছিস, মানে দুপুরের জন্যে সরি -
    এরপরের কয়েক সেকেন্ড খুব দ্রুত এবং ঘটনাবহুল। কিল চড় লাথি ঘুষি কান ধরে টান চিমটি কেটে হাতে কালশিটে কিছুই বাদ পড়েনি। ছেলেটি ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়ে "উফ্‌" "কোঁৎ" "উরিশ্লা" "আঃ লাগছে" "ফেটে গেল" "মাইরি বলছি আর করবনা" "শান্তি, শান্তি" "হে ঈশ্বর" "কেন, কেন?" এইসব এর বাইরে তেমন কিছু বলে উঠতে পারেনা। প্রায় মিনিট দুয়েক নির্বিচারে ক্যালানোর পর ফিনিশং টাচ হিসেবে একটা মোগলাই কিল বসিয়ে মেয়েটি বেশ পরিতৃপ্ত গলায় বলে - উফ, সেই কখন থেকে অপেক্ষা করছি আর ভাবছি ব্যাটা একবার মানাতে আসুক ওর ঘুম আমি দেখাচ্ছি.... কি রে মুখটা ওরকম হুলো বেড়ালের মতো করে বসে আছিস কেন? চা করছি, খাবি ?
  • d | 11.187.62.81 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫১602101
  • হা হা হা হা হা
  • Abhyu | 78.117.213.50 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১০602102
  • দুর্দান্ত!
  • পুপে | 74.233.173.185 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩৯602103
  • ইসস, সদার গপ্পে মনে পড়ে গেল এই কিল লাথি ঘুষি ওয়ালা মারপিট কতকাল হয়না! :(((
  • পুপে | 74.233.173.185 | ০৮ মার্চ ২০১৬ ১৮:৫৮602104
  • পু: নারী দিবসেও এক কাপ কফি নিজে কে বানিয়ে খেতে হচ্চে। আবার রাতে রান্নাও করতে হবে। :(

    অ: জানিস সীমান্তে সেনা রা লড়ছে বলেই তুই কফি খেতে খেতে নারী দিবস পালন করতে পারছিস!!
  • Robu | 11.39.37.31 | ০৮ মার্চ ২০১৬ ১৯:৩৬602105
  • অ কে অস্ত্রঃ জানিস মোদীজি ১৬ ঘন্টা কাজ করছেন রোজ। তাইতো তুই কফি খেতে খেতে নারী দিবস পালন করতে পারছিস!!
  • avi | 125.187.41.249 | ০৮ মার্চ ২০১৬ ১৯:৫৮602106
  • সীমান্তে সেনারা লড়ছে বলে নয়, লড়ার জন্য তৈরি আছে বলে। সদাজাগ্রত প্রহরা।
  • d | 11.187.21.234 | ০৮ মার্চ ২০১৬ ২০:০৬602107
  • আরে বলবে তো দ্যাখ সীমান্তে সেনারা আছে বলেই বৌএর রান্না খেতে পরছিস। ওদের কথা ভেবে একদিন নিজে কর।
  • T | 190.255.241.37 | ০৮ মার্চ ২০১৬ ২০:৪৩602108
  • "ফেটে গেল" :) হিরণ্ময় নীরবতা নেমে আসুক।
  • avi | 125.187.41.249 | ০৮ মার্চ ২০১৬ ২০:৫০602110
  • শুধু তা কেন, পুরো অর্ডার ফলো করলে দেখবেন "উফ্‌" "কোঁৎ" "উরিশ্লা" "আঃ লাগছে" "ফেটে গেল" একটি অনির্বচনীয় দৃশ্যকল্পের জন্ম দিচ্ছে যা এক অমোঘ পরিণতির সম্ভাবনায় পরিপূর্ণ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন