এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট : ভার্চুয়াল থেকে রিয়্যাল

    Tirthankar
    অন্যান্য | ২১ জুন ২০০৬ | ৩৯৭৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | 168.26.215.54 | ০২ এপ্রিল ২০০৮ ০০:০৯602416
  • বছর দুয়েক আগে ডিডি র একটা ছবি দেখেছিলাম তখন একটা গোঁফ ছিল আর খানিকটা লম্বা লেগেছিল নইলে তো অর্কুটের ছবিটা কয়েক দশক আগের ভাবতে অসুবিধা হয় না। অর্পণের ছবিটা অন্যরকম। স্যান কে অর্কুটে আর পিকাসায় একই রকম দেখতে। কল্লোলদার গান শমীক আপলোড করেছিল একবার। বাকিদের এবারই প্রথম দেখলাম। তবে অক্ষ না বল্লে খেয়াল করতাম না অর্পণের গ্যাপ। :-)
  • Bhuto | 122.167.177.167 | ০২ এপ্রিল ২০০৮ ০১:১৩602417
  • যাক,
    সব মিলিয়ে ভালই কাটলো, আবার মহামিলনের জন্য প্রস্তুতি ,এবার ভাটচুরি (ভাট+চানাচুর+মুড়ি) উইথ কল্লোলকাকুর গান ১৩ই এপ্রিল।কলকেতা যাই ৭ এ ,তরপর ঘুরে বেড়াবো ভাট করতে ,দিল্লী,মুম্বাই,কলকাতা,চেন্নাই সব জায়গাতে ।
  • Bhuto | 122.167.177.167 | ০২ এপ্রিল ২০০৮ ০১:১৪602418
  • লালকমল-নীলকমলী।
  • m | 12.240.14.60 | ০২ এপ্রিল ২০০৮ ০১:৫৯602419
  • সবার ছবি চমৎকার হয়েছে-

    দীপ্তেন্দা মনে রাখবে,তুমি এমন কিছু বুড়ো নও,যে সাদা জামা পরতে হবে।:)
  • Arpan | 202.91.136.71 | ০২ এপ্রিল ২০০৮ ০৯:৫৩602420
  • ওহে স্যান, সেই যে রিগালিসের দ্বাররক্ষী আমাদের একটা গ্রুপফটো তুললো, সেইটা কোথায়????
  • kallol | 220.226.209.5 | ০২ এপ্রিল ২০০৮ ১২:২৫602421
  • পাছে লাল-নীল জামা কিনতে হয়, তাই দীপ্তেন ১৩-র আড্ডায় আসবে না বলে মেলিয়েছে।
  • Bhuto | 122.167.178.246 | ০২ এপ্রিল ২০০৮ ২১:১৪602423
  • হ্যাঁ রে হ্যাঁ ওরে গুল্লু (স্যান),সত্যি তো সে ফোটো গেল কই? উড়ে গেল নাকি র‌্যা? তুলেছিল তো ঠিকঠাক,না হলে কন্নড়ে দু চার পিস দিয়ে আসবো বলিস...
  • sayan | 59.92.202.91 | ০২ এপ্রিল ২০০৮ ২১:১৪602422
  • ১৩ তারিখ নাকি! দায়িত্ব নিয়ে বলছি আসবই আসব। ইয়ে, মানে কেউ নেমন্তন্ন কল্লে। ফাঁসি যেতেও রাজি।

    জনতা, ১০ তারিখ সম্ভাব্য কর্নাটক বন্ধ হতে পারে। এর ফল-আউট শনিবার কিছু আপ্পিস চ্যাংড়ামো করে ডাকলেও ডাকতে পারে।
  • Bhuto | 122.167.178.246 | ০২ এপ্রিল ২০০৮ ২১:১৬602424
  • কবিরত্ন এসে গেছেন দেখছি.... আজ্ঞে হ্যাঁ তেরই,পদধূলি পড়লে ধন্য হইব,আর না পড়িলে ধূলাতে ফেলে গড়াইব।
  • Bhuto | 122.167.178.246 | ০২ এপ্রিল ২০০৮ ২১:১৮602426
  • বারলে বেকো। ইল্লা আন্দ্রে.....
  • r | 198.96.180.245 | ০২ এপ্রিল ২০০৮ ২১:১৯602427
  • কি দিনকাল পড়ল! একজন সুভাষিণী সুদর্শনা দায়িত্বশীলা ভদ্রমহিলাকে এরা "গুল্লু গুল্লু" করে ডাকছে?
  • Bhuto | 122.167.178.246 | ০২ এপ্রিল ২০০৮ ২১:২৪602428
  • ওর নামই তো তাই হয়ে গেছে,সুপুরীর মতো গোল,তাই সুহাসীনি দি নাম দিয়াছে গুল্লু। গুল্লু মাস্তান।
  • sayan | 59.92.202.91 | ০২ এপ্রিল ২০০৮ ২১:২৫602429
  • বরথিনি মাগা, বরল্লা অন্দ্রে আদেল্লা হেড়ো, সুমসুমনে গলাটা ... হেই

    রঙ্গাভাই, স্যান আগেই জানিয়েছিলো যে "গুল্লু" ব্যাপার্টা "বিরোধীদের অপপ্পোচার" বলে -
  • Bhuto | 122.167.178.246 | ০২ এপ্রিল ২০০৮ ২১:২৭602430
  • হুঁ নোড়ানা।
  • Bhuto | 122.167.178.246 | ০২ এপ্রিল ২০০৮ ২১:৩৩602431
  • কল্লোলকাকুর অ্যাড্রেস পাঠিয়ে দেব মেলে।
  • A | 76.113.170.184 | ০৩ এপ্রিল ২০০৮ ০০:২০602432
  • কন্নড় গো তিলা :(
  • a x | 192.35.79.70 | ০৩ এপ্রিল ২০০৮ ০০:২৭602433
  • আম্মো কন্নড় না তিলা। কেউ বোঝা তিলা।
  • Bhuto | 122.167.178.246 | ০৩ এপ্রিল ২০০৮ ২২:৪৩602434
  • হে হে,A X,A,
    ইয়ে কন্নড় গোত্তিলা বললে?

    এটা আমি বেঙ্গালুরুতে প্রথমবার বলে খুব ফেঁসেছিলাম।কেননা এর জবাব এসেছিল 'ইয়েন গুরু কন্নড়াদাল্লি কন্নড়া গোত্তিল্লা আন্তা হেলথিরা,হেঙ্গ গোত্তাগতে নানগে?

    উফ ফ বাপ্পস।

    সায়নকবিদার কথার অর্থ:

    আসবো খোকা,(মগা র প্রকৃত মানে ছেলে,পুত্রসন্তান টাইপ) না এলে এসব বলিস।শুধুমুধু ঝগড়া বা বাওয়ালি ..... হেই (এখানকার স্টাইলে)

    আমার ওপরের বক্তব্য (যেটা জবাব পেয়েছিলাম)

    কি দাদা,কন্নড়াতে কন্নড়া জানোনা বলে বলছো,কিভাবে বুঝবো আমি?

    হা হা,সায়নকবি লিখতে পড়তে সব পারে। স্থানীয় বইয়ের স্টলে খুঁজলে কবিরত্নের দু চারটি কন্নড় পদ্যের বই পাওয়া যেতে পারে। DD জানে।
  • Ishan | 12.163.39.254 | ০৪ এপ্রিল ২০০৮ ০০:৫০602435
  • স্যানের দুল চোখে পড়ল, অর্পণের গ্যাপজামা। দীপ্তেন্দার কেক, ভুতোর বাবরি চুল, সুহাসিনীর নীল টিপ। কল্লোলদার ভাবুক দাড়ি, মৈনাকের রাঙা পাঞ্জাবি, অনামিকের মিচকে হাসি। হ্যাঁ, অর্পণের ঐটিই ছিল শেষ ট্রেন, লাস্ট সিগারেট, তাহার মরণপন টানও চোখে পড়ে।

    কোনো বিয়ারের বোতল চোখে পড়েনা।
  • Arpan | 124.125.227.98 | ০৪ এপ্রিল ২০০৮ ০১:১২602437
  • আব্বে, বিয়ারের গ্লাসে লোগো দেখো।
  • dd | 58.68.82.178 | ০৪ এপ্রিল ২০০৮ ২১:১৭602438
  • আজ্জো
    তুমি দু বছর আগে আমার যে ছবি দেখেছিলে তখন আমার হাবিলদারী গোঁপ ছ্যালো। খুব করে ঘি দিয়ে পোলাউ খেতে সে সব কখন ঝরে টরে গ্যাছে।

    তখন লম্বাও ছ্যালাম। এদানী ক্যামন শ্রিংক করে বেঁটে হয়ে যাচ্ছি দিন দিন।
  • san | 220.226.58.159 | ০৭ এপ্রিল ২০০৮ ২২:৫৮602439
  • এই ছবিদুটো ভুলভাল উঠেছে তাই ইনক্লুড করছিলামনা। শেষমেষ গ্রুপ ফটো, বিয়ার ইত্যাদির ক্যাচালে পড়ে দিতেই হচ্ছে :-(

    http://picasaweb.google.com/sanjuktasg.2509/MoreSnaps
  • RATssss | 63.192.82.30 | ০৯ এপ্রিল ২০০৮ ০৬:১৭602440
  • ক্যালি ভাট :

    জুনের তৃতীয় সপ্তাহান্ত ২০শে, ২১শে ও ২২শে জুন ক্যাম্পিংএর প্ল্যান শুরু করলুম, পশ্চিমের জনতা সকলে ওই সময় অন্য কোন কাজ থাকলে সেই কাজ আগে/পরের সপ্তাহান্তে পাঠিয়ে দিও। যারা পারবে ২০শে সন্ধ্যেবেলা ক্যাম্প খাটিয়ে পৌছে যাবে, কিছু লোকে আসবে শনিবার সকালে-দুপুরে। শনিবার রাতে ক্যাম্প ফায়ার ও বারবিকিউ , রবিবার এদিক ওদিক একটু আধটু ঘোরা থাকতে পারে, বিকেলে / সন্ধ্যেতে বাড়ির পথ দেখা।

    প্রথম কাজ জনসংখ্যার আন্দাজ পাওয়া
    ইন্দুর পরিবার - মা সহ ৩ জন
    ন্যাড়া পরিবার - ছানা সহ ৪ জন
    তানিয়া পরিবার - ছানা সহ ৩ জন
    বোজো - ১ জন
    অজ পরিবার - ৪ জন
    দ্রি পরিবার - ?
    আরো কেউ আসতে পারলে সত্বর জানান দিন। আর্য্য পরিবার, মামা-মামী-ভাগ্নে, টিম, বাইনারি, মিতাদি, অমৃতা সহ আপামর আমেরিকাবাসী গুরু প্রেমী ও তাদের পরিবার, আমেরিকার বাইরে যারা আছেন তাঁদেরও সাদর আমন্ত্রন। যতজন কনফার্ম করবেন তার থেকে আরো ১০টা বেশী লোকের বন্দোবস্ত রাখা হবে - লাস্ট মিনিট যোগদান কারীদের জন্য।

    পরের কাজ :-
    ক্যাম্পিং গ্রাউণ্ড খোঁজা ও বুকিং করা।
    সাজেশন থাকলে জানান।
  • d | 59.162.93.8 | ০৯ এপ্রিল ২০০৮ ১০:২১602441
  • আ মোলো যা!!
    আরে ভার্চুয়াল থেকে রিয়াল হবার পরে এখানে আপডেট দিও বাছা। স্বপ্নের একটা টই আছে তো। এই যে এইখানে
    http://tinyurl.com/58zoqf
    সেখানে গিয়ে পেল্যান করতে পার।

    (খিক খিক)
  • Arpan | 202.91.136.71 | ০৯ এপ্রিল ২০০৮ ১০:৩৪602442
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা।

    (না:, এই কটাই থাক, জুনের তৃতীয় সপ্তাহে ভাটুড়েদের অ্যাটেডেন্স শীট দেখে বাকিগুলি ছাড়ব!)
  • A | 76.113.170.184 | ০৯ এপ্রিল ২০০৮ ১১:১৮602443
  • হি: হি: দম দি :)....

    ইন্দুর কুমার,

    আমার পোলাপান টারে ক্যাম্পের মধ্যে কেউ বেবি সিটিং কত্তে রাজী থাকলে আমারেও প্ল্যানে ইনক্লুডাইতে পারো। তিনি পোলাপানরে খাওয়াইবেন (ঘন্টা দুইপার ফিডিং), ঘুম পাড়াইবেন, ডায়াপার চেঞ্জ করাইবেন, অবিরাম বকবক করিয়া তাহাকে এন্টারটেইন করিবেন)। তাহার বদলে আমি ক্যাম্পের ডেজিগনেটেড রাঁধুনী হইতে রাজি (ক্যাম্প ফায়ারে মার্শমেলো পোড়াইয়া খাওয়াইবো, গ্রান্টি। খুব বেশি হইলে s'more বানাইতে পারিব)।


  • RATssss | 63.192.82.30 | ০৯ এপ্রিল ২০০৮ ২২:২০602444
  • স্বপ্নে কি প্ল্যান হয় দমদি! প্ল্যান তো জেগে জেগেই। এক্সিকিউশন টা স্বপ্নের টই তে দিমু খনে।

    অম্মিতা, এত্ত গুলান লোক থাকবে আর কেউ তোমার ছানাটারে এন্টারটেন করবে না তা হয় নাকি! দারু সিগারেটের থেকে বাঁচাতে আমার মা'রে তোমার ছানার সঙ্গে ফিট করিয়ে দেওয়া যাবে। ভরসা রাখো, চলে এস।

    অপ্পন বাছা, হেসে নাও , পারলে এখনই হেসে নাও। পরের জন্য কিছু ফেলে রাখতে নেই - যদি চান্স না মেলে।
  • Bhuto | 122.172.25.189 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৪৯602445
  • এই যে এক খান ছবি আসতে অ্যালবাম পূর্ণ হল।

    http://picasaweb.google.com/guruchobi/BhaatAtKolkataRestaurant#

    পরের ভাটের ছবিগুলো অনামিকের কাছে।
  • dipu | 121.243.161.234 | ১০ মে ২০০৯ ১৮:৪৬602446
  • লুরু ভাট:

    মিতামাসি, ডিডি, কল্লোলদা, সুহাসিনী দি, অর্পণ দা, স্যান্দি, ভুতোদা আর আমি। মিতামাসির বাড়িতে। কত আড্ডা। কল্লোলদার কত্ত গান। ডিডির কত্ত মণিমুক্তো ওয়ান লাইনার। মিতামাসি কত্তকিছু খাওয়ালেন।

    (কেউ ফটো তুলেছিল? সুহাসিনী দি তুললে না? আপলোড করে দিও)
  • Samik | 122.162.236.42 | ১০ মে ২০০৯ ২১:০৫602448
  • দিল্লিতে একটা হবে নাকি? শ্রাবণী? ইন্টেলি? গরম একটু কমলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন