এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট : ভার্চুয়াল থেকে রিয়্যাল

    Tirthankar
    অন্যান্য | ২১ জুন ২০০৬ | ৩৯৬৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • intellidiot | 220.225.245.130 | ১১ মে ২০০৯ ০৯:১৬602449
  • আমি রাজি। দারুন প্রস্তাব। সমর্থনে দুহাত তুল্লাম :-)
  • san | 12.144.134.2 | ১১ মে ২০০৯ ১২:২৮602450
  • ওরে অন্তত মৌরলামাছভাজা আর চিতলের মুইঠ্যা দিয়ে বিয়ারপর্বটা লিখবি তো ! নইলে পাপ হয় ! মাইরি আমি এমন হ্যাংলার মতন মৌরলাটা খেয়েছি লোকে দেখলে ভাবত এ কতদিন কিছু খেতে পায়নি :-)
  • sinfaut | 203.91.207.30 | ১১ মে ২০০৯ ১৩:২০602451
  • অর্কুট রাতের বেলা দেখতে পাবো। যে কোনো ডিভিডি তে দিয়ে দে, কোনো আপত্তি নাই।
  • sinfaut | 203.91.207.30 | ১১ মে ২০০৯ ১৩:২১602452
  • আব্বুলিশ।
  • Bhuto | 203.91.207.30 | ১১ মে ২০০৯ ১৮:০০602453
  • আমি দেখিনি স্যান কেমন করে খেয়েছে, আর মুইঠ্যা টা প্রায় পুরোটাই আমি মেরেছি, কাজেই বোঝা যাচ্ছে আমি স্যান এই দুজনই কেবল খাদ্যে মনোযোগী ছিলাম :))
  • Pathik | 171.70.241.203 | ১২ মে ২০০৯ ০০:০৪602454
  • RATssss : কে -
    কোনো CA State park Campsite বুক করতে হলে আপনাকে এই সাইট এর থ্রু দিয়ে রিসার্ভ করতে হবে :
    http://www.reserveamerica.com/

    বে এরিয়ার কাছাকাছি কিছু ভালো সাইট-
    ১। Mt. Tamalpais - SFO Golden Gate থেকে ২ মাইল। Pacific ocean এর লাগোয়া। একটা associated Private beach ও আছে। Stinson Beach থেকে মাত্র ২ মাইল।
    ২। Lake Tahoe
    ৩। Big Sur
    ৪। Dale Valley Park
    ৫। Mt. Diablo State Park
    ৬। Anthony Chabbot Park, Castro Valley - adjacent lake eye candy আর ভালো water sports এর ব্যাবস্থা আছে।
    ৭। Big Basin Redwood State Park
    ৮। Yosemite - রিসার্ভেশন পাওয়ার চান্স কম।
    ৯। Napa Valley Wineries

    রিসার্ভেশন তাড়াতাড়ি করে ফেলুন - খুব busy থাকে এই সময়।
  • a | 203.201.231.35 | ১২ মে ২০০৯ ১৪:৩৮602455
  • ভূতোরেও কেউ দাদা বলে? ভূতো অবিশ্যি অনেকদিন আর "ছোট্ট" টি নেই
  • Bhuto | 203.91.207.30 | ১২ মে ২০০৯ ১৬:৩৪602456
  • চোপরাও ব্যাটা অয়ন।
  • Samik | 122.160.41.29 | ১২ মে ২০০৯ ১৭:০১602457
  • ছি:, অয়নকে নাম ধরে ডাকতে নেই। অয়নমেসো কিংবা অয়নদাদলা বলো।
  • Bhuto | 203.91.206.167 | ১২ মে ২০০৯ ১৭:৪৪602459
  • ফু: পুঁচকে ছোঁড়াকে আবার দাদা :)
  • Bratin | 117.194.99.6 | ১২ মে ২০০৯ ২১:৫৮602460
  • কলকাতা য় একটা হোক। আমর হাতে অঢেল সময় । চাপ নিয়ে নামিয়ে দেবো । জনগন কি আগ্রহী হবে?
  • dd | 122.167.91.154 | ১৩ মে ২০০৯ ১৩:৫৮602461
  • তো, মিতা থাকতো ক্যারোলিনা। খুব পুরোনো মজলিশি ও ঐতিহ্যশালী ভাটিয়াল। সবার সাথে ফোনে যোগাযোগ রাখে।

    কি হইতে কি হইলো, ওম্মা ,সে দেখি ব্যাংগালুরে বদলী হয়ে এলো। অপ্পনের প্রস্তাবকে উশকে দিয়ে আমি কইলাম লুরু ভাট না হয় মিতাগৃহেই হোক।

    ভাববেন না আমি কেমনতরো মানুষ। সদ্য ব্যাংগালুরবাসীরা দল বেঁধে হামলা কোরবো একাকিনী মিতার বাড়ীতে যে কিনা এখনো ব্রিগেড রোড আর কমার্শিয়াল স্ট্রীটের তফাৎটাও জানে না। অমি কয়েছিলাম অর্ডার দিয়ে খাবার আনাও আর কাগজের প্লেট হ্যান ত্যান।

    আমি যখন পৌঁছালাম বারোটা নাগাদ তখন শুধু কল্লোল হাজির। প্রায় গোড়ালী পর্যন্ত্য লুটিয়ে পরছে রঙীন কামিজ,বাহারী প্যান্ট যার হাঁটুর নীচে বোতাম। হাসী খুসী মিতা,কল্লোল আর আমি; সবাই সবাইকে থামিয়ে আড্ডা মারতে চায়। কেউ কাউকে ছাড়বে না।

    আর তখনই ঘটলো সেই নিদারুন ট্র্যাজেডী।
  • dd | 122.167.104.58 | ১৩ মে ২০০৯ ১৪:০১602462
  • বাহিরে নিদাঘ গম গম করছে। তৃষ্ণায় ছাতি যাওত ফাটিয়া। ফ্রীজের থেকে ঠান্ডা দুই বোতল বীয়ার বার করে রাখা হলো টেবিলের উপর। তাদের শ্যামল অংগ থেকে চুঁইয়ে পরছে বরফ জল। হাজির গ্লাস, বাটিতে ঝলমল করছে চানাচুড়।
    হায়! তখন আবিষ্কৃত হলো বাড়ীতে কোনো বটল ওপেনার নেহি হ্যায়!

    জীবন কতো নিষ্ঠুর। একবার আইডিয়া করুন।

    ঘন্টাখানেক বাদে দেবদুতের মতন বাকীরা এলেন, মানে অপ্পন, ভুতো,স্যান,সুহাসিনি আর দীপু এবং এবং দু দুটো বটল ওপেনার ! দীপুর এই প্রথম রিয়েল ভাট, একটু ঘাবড়েই ছিলো মনে হোলো !

    মিতা কিন্তু কথা রাখে নি। বাইরের কেনা খাবার নয়। রীতিমতন মাছ উৎসব। চিতল মাছের মুইঠ্যা,ভেটকীর সর্ষে পাতুড়ী,মৌরলার চচ্চরি। কি লজ্জায় যে ফ্যালে। আরে শুনুন, ডাল ছিলো,তরকারীও বোধয়। মিষ্টিও ছিলো হরেকরম্বা। লাল লাল গোল গোল। সাদা চৌকো মতন। আমি ঐ সবের দিকেই ঘেঁষিনি।
    আর কল্লোলকেও বলিহারি। আমায় এমন সাধাসাধি করছিলো যে শেষ পাতে আমি আরো তিন টুকরো মাছ খেয়ে ফেল্লাম। বন্ধুমানুষের আব্দার - কি আর করা।

    সত্যি কথা বলতে কি এরকম লজ্জা পেতে অবশ্য আমি খুব অভ্যস্ত, আর বড্ডো খুসী হই। প্রত্যেকবারই। অবিশ্বেস হলে ট্রাই করে দেখতে পারেন।
  • dd | 122.167.72.26 | ১৩ মে ২০০৯ ১৪:০৩602463
  • আড্ডা আর কল্লোলের গান। সে আর বলার কি আছে। বাজারে যেরকম কিংবদন্তী চলে - অ্যাকেবারে সেই রকম।

    মোবাইলে ছবি তুলতে দেখেছিলাম কয়েকজনকে না কি এক জনকেই তিন চার বার দেখলাম মনে নেই। সে যাগ্গে, আপলোড/ডাইনলোডের চক্করে সেগুলি এখন কোথায় কে জানে।

    দুটোই দু:খ্‌খু থেকে গ্যালো, সায়ন কবি আর অনামিক আসতে পাল্লো না। ঠিকাছে। পরের বার হবে খন।
  • san | 12.144.134.2 | ১৩ মে ২০০৯ ১৪:১৪602464
  • দেখেছ? বিয়ার কিন্তু ডিডিদা খাইয়েছিলেন সকলকে । যারে কয় মিতাদির মাছ আর ডিডিদার বিয়ারের যুগলবন্দী। অহো।
  • dipu | 207.179.11.216 | ১৩ মে ২০০৯ ১৪:২৯602465
  • না না, ঘাবড়াবো ক্যানো
  • aishik | 122.160.115.202 | ১৩ মে ২০০৯ ১৫:১৫602466
  • দেলি্‌হ র ব্যপর্ত কোবে হোবে? আমি জোগ দিতে প্রোচোন্দো ভবে ইছুক।।
  • sayan | 160.83.96.81 | ১৩ মে ২০০৯ ১৫:১৬602467
  • ফোঁস্‌!

    ডিডিদা, এইজন্য সাথে সর্বদা নেলকাটার রাখবেন। কষের দাঁত দিয়ে নেহাতই খোলা না গেলে নখকাটুর শিওর শট!

    ফোঁস্‌!
  • Samik | 122.160.41.29 | ১৩ মে ২০০৯ ১৬:২১602468
  • আশিক? না ঐষিক?

    শ্রাবণী তো এখনও হ্যাঁ না কিছুই কইলেন না। আর তা ছাড়া গরমটা একটু কমুক!
  • a | 203.201.231.35 | ১৩ মে ২০০৯ ১৭:২৫602471
  • দিল্লীর ব্যাপারটা দিল্লী হাটে নামানো হোক, সাজেস্‌চান দিয়ে রাখলুম।

    এইসব ভাটের (লুরু ভাট আর কি) কতা শুনলে মনে হয় চলেই যাই ওদিকপানে

    দেখি :(
  • Samik | 122.160.41.29 | ১৩ মে ২০০৯ ১৭:৫৩602472
  • সে যেখানে হোক একটা নামানো যবে। দিল্লি হাট গিয়ে গিয়ে পচে গেছে। হোয়াই নট চাঁদনি চক?

    অয়ন কি দিল্লিতে এখনও?
  • intellidiot | 220.225.245.130 | ১৩ মে ২০০৯ ১৯:৩১602473
  • আচ্ছা, একটা নিখিল বিশ্ব ভাট সম্মেলন করলে হয় না?

    কলকাতায় হবে, বাকিরা সেই সময়ে কলকাতায় উপস্থিত হবেন। অনেক আগে থেকে ঠিক করা হবে। ধরা যাক এক বছর আগে থেকেই ঠিক করে নেওয়া হল যে এক বছর পরের একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সব্বাই কলকাতার একটি নির্দিষ্ট স্থানে উপস্থিত হবেন।

    ভাবতেই রোমাঞ্চ হচ্ছে।
  • Bratin | 117.194.99.89 | ১৩ মে ২০০৯ ১৯:৩৬602474
  • ঈস..দীপ্তেন দা র কথা শুনে খুব লোভ হচ্ছে । এমন আড্ডার সুযোগ টা ফস্কে গেল।

    কলকাতা র জনতা রা ল্যাদ কাটিয়ে এগিয়ে আসুন। আমরা ও একটা জমাটি আড্ডা র আয়োজন করি।
  • shrabani | 124.30.233.101 | ১৪ মে ২০০৯ ১০:২৮602475
  • শমীক,
    গরমের তো সবে শুরু, কমতে দেরী আছে। ভাট যখন হবে তখন যদি এখানে থাকি অর্থাৎ ট্যুর ফুরে না থাকি তাহলে আসব।
  • Samik | 122.162.236.211 | ১৪ মে ২০০৯ ১১:৪৪602476
  • ধরো জুলাই মাস নাগাদ?
  • ranjan roy | 122.168.61.20 | ১৫ মে ২০০৯ ২২:০৯602477
  • দুগ্গোপূজোর সময় কি দিল্লিভাটের সম্ভাবনা আছে? না কি সবাই কোলকাতার পানে? চিত্তরঞ্জন পার্কের দুটো পূজোই বেশ ফাটাফাটি। সারারাত্তির আড্ডা দেয়া যায়। জনতা কি বলেন?
  • Samik | 122.160.41.29 | ১৫ মে ২০০৯ ২২:২৪602479
  • তবে লক্ষ্মীপুজো অবধি যদি থাকেন তো ফিরে এসে অবশ্যই সম্ভাবনা আছে।
  • Samik | 122.160.41.29 | ১৫ মে ২০০৯ ২২:২৪602478
  • এহেহেহেহে ... আমি এইবারই দুর্গাপুজোয় থাকবো না। বাড়ি যাব। সেই ২০০৭ এর পুজোয় লাস্ট গেছিলাম।
  • ranjan roy | 122.168.4.226 | ১৬ মে ২০০৯ ২৩:১৮602480
  • শমীককে, --- থাকবো। রিটায়ার হওয়ার আগে শেষ এল টি সি নিচ্ছি, চিত্তরঞ্জন পার্কে ঠিক থানার সামনে আমার মেয়েদের সঙ্গে আড্ডা দিতে আসছি।
  • intellidiot | 59.164.3.78 | ২৪ মে ২০০৯ ২৩:১৩602482
  • আমি থাকছি পুজোতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন