এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট : ভার্চুয়াল থেকে রিয়্যাল

    Tirthankar
    অন্যান্য | ২১ জুন ২০০৬ | ৩৯১৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sibu | 71.106.234.63 | ১২ সেপ্টেম্বর ২০০৯ ০৮:১২602616
  • ও রঞ্জনবাবু, ঐ সময়ে কলকাতায় ভাট হলে আমি থাকব যে। আড্ডায় কি এই ব্রাহ্মণসন্তান বাদ যাবে?
  • Bratin | 117.194.96.141 | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২১:২০602617
  • এই মরেছে!! একে ই সব্বই আঞ্চলিক ভাবে ভাট করার প্ল্যান করছে। তার মধ্যে শিবু দা 'জাত' র ব্যাপার এনে বোধহয় পুরো ব্যপারটাকে আরো ঘেঁটে দিতে চাইছে :-))
  • ranjan roy | 122.168.240.247 | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২২:১০602618
  • না, না, ব্রতীন, ভয় পাওয়ার কিছু নেই।
    শিবু যা বলতে চাইছেন তা হল ব্রাহ্মণরা খুব ভালো ভাটুরে হয়। ভাট বা চারণকবিরা সাধারণত: ব্রাহ্মণ হত।
    ভাটপাড়া/ভট্টপল্লীএসব ভাবুন।
    আমিতো শিবুর সঙ্গে আড্ডার সম্ভাবনায় রোমাঞ্চিত। যা সব কিস্‌সা কহানী ওনার স্টকে আছে!
    খালি রঞ্জনবাবু বলা ছেড়ে শুধু রঞ্জন বলুন।
    নইলে কিরকম ধুতি-পাঞ্জাবী পরে বাবু হয়ে পিঁড়িতে বসে জন্মদিনের পায়েস খাচ্ছি মনে হয়!
  • Bratin | 117.194.98.240 | ১২ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩১602619
  • হ্যাঁ, ঐ সময়ের ভাটে ও আমি আছি। আপনারা আসুন জমিয়ে ঠেক বসানো যাবে :-))
  • Samik | 219.64.11.35 | ০৬ অক্টোবর ২০০৯ ১৮:৩২602621
  • হ্যাঁ, অনেক তামাদি হয়ে গেছে, তবু কচি করে লিখে দিই।

    বেরোতে যাবো সকালে, কয়েকটা কাজ ছিল, বউ এসে ল্যাজ ধরে বসল, সে-ও যাবে, বউবাজারে ;-)। নটা তিরিশের লোকালটা ছেড়ে দশটা বারো ধরতে হল। রিষড়া ক্রশ করার পরে লেডিজ কম্পার্টমেন্ট থেকে তাঁর বোনের গলা ভেসে এল মোবাইলে, তিনিও আমাদের ল্যাজ ধরতে চান। বিয়ে করার কুফল সম্বন্ধে তখন অলরেডি একটা আর্টিকল আমার মনের মধ্যে লেখা হয়ে চলেছে।
  • Samik | 219.64.11.35 | ০৬ অক্টোবর ২০০৯ ১৮:৩২602620
  • টেস্ট
  • Samik | 219.64.11.35 | ০৬ অক্টোবর ২০০৯ ১৮:৩৩602622
  • অ্যাজ সাচ কোনও বই কেনার ছিল না, তবুও গাঁয়ের লোকের হাইকোর্ট দেখার মত মন করে কলেজ স্ট্রিটে নামলাম। বর্ণপরিচয় খুঁজে পেলম না প্রথমে, তারপরে সবাই মিলে একটা নির্মীয়মান শপিং মল্‌ দেখিয়ে দিল। সিকিউরিটি গার্ডের উর্দি আর মিস্ত্রিদের হেলমেট দেখে ফিরে এলাম বর্ণপরিচয় থেকে। সেখান থেকে আমার বউ হঠাৎ করে বায়না ধরে বসল, কফি হাউসে খায় নি সে কোনওদিনও, সে এখন কফি হাউসে কফি খাবেই খাবে। শালীও যথারীতি তাতে ইন্ধন যোগালো, কারণ সে অনেকবারই কফি হাউসে খেয়েছে এবং চারপাশের ঐতিহাসিক পারিপার্শ্বিকে সে বেশ উদ্বুদ্ধো হয়েছে।

    বোঝো কান্ড! সে তো আমিও কোনওদিন কফি হাউসে খাই নি। তাই বলে কি এমন হ্যাংলামো করতে আছে? তা, কে শোনে কার কথা।
  • Samik | 219.64.11.35 | ০৬ অক্টোবর ২০০৯ ১৮:৩৪602623
  • গেলাম কফি হাউস। মোটামুটি রং টং করে ভদ্রস্থ করা আছে দেখলাম। ভেতরের বয়-বাবুর্চিদের দেখে আমার পুরো সেই কালকা স্টেশনের প্যাϾট্র রুম মনে পড়ে গেল। বেড়ে খাইয়েছিল সেখানে যত্ন করে।

    তা, কফি হাউসে আর যত্ন কে করবে। কবিরাজি কাটলেট আর মোগলাই খেলাম। (ক্ষিদে পেয়ে গেল)। নেমে এলাম।

    সেখান থেকে হেঁটে হেঁটে বউবাজার। মাঝে পড়ল কলেজ স্কোয়ারের ঠাকুর। সেই দ্বাদশীর দিনেও তার বিসর্জন হয় নি। ফোটু তুল্লাম, সেই হাওয়া মহলের।
  • Samik | 122.160.41.29 | ০৬ অক্টোবর ২০০৯ ১৮:৩৫602624
  • বউবাজারের মোড় থেকে আরও বহু হেঁটে পিসি চন্দ্র। নাকি কী সব গোল্ডলাইট কালেকশন আছে সেখানে। বালের কালেকশন। বেকার অনেকটা সময় নষ্ট করে ফিরে এলাম। বাস ধরে ধর্মতলা। আমার ইচ্ছে ছিল ব্রাগাঞ্জায় গিটারের দরদাম করব। মানে, দিনের শুরুতে আমার বেরোনর দুটোই উদ্দেশ্য ছিল, এক ব্রাগাঞ্জা যাওয়া, আর দুই, কলিভাটে যাওয়া। তা, ধর্মতলার মোড়ে নেমে তাদের আবার ক্ষিদে পেল, এবং আমি তাদের না-খাইয়ে গিটার দেখতে যাব শুনে শালীর সামনেই বউ আমাকে প্রভূত অপমান করল।
  • Samik | 122.160.41.29 | ০৬ অক্টোবর ২০০৯ ১৮:৩৬602626
  • তখন বাজে সোয়া তিনটে। আর আধঘন্টার মধ্যে স্টার্ট না করতে পারলে সল্টলেকে চারটে কেন, সাড়ে চারটেতেও পৌঁছতে পারব না। কিন্তু, পড়েছি মোগলের, থুড়ি, বৌ-শালীর হাতে। অতএব, মোগলাই। গেলাম সিরাজ। গলা অবধি খেয়ে যখন তাঁদের দয়া হল, তখন বাজে চারটে দশ। তাঁরা ফিরে গেলেন হুগলির পথে, আমি সল্টলেকের পথে।

    সিটি সেন্টারে পৌঁছলাম পাঁচটায়। মোটামুটি আন্দাজ করে সেই ঘোড়াট্রামের সামনে পৌঁছলাম যখন, তখন আর কাউকে না চিনি, ব্ল্যাঙ্কিকে এক লহমায় চিনে ফেল্লাম তার চুল দেখে। তারপরে অবশ্য কাব্লিদাও চেনা বেরোল। হাতে এক বড় প্যাকেট উঙ্কÄলা চানাচুর নিয়ে এসেছে সেই জগুবাবুর বাজার থেকে। ব্ল্যাঙ্কি আমায় বাকিদের সাথে পরিচয় করালো। জানা গেল অরিজিৎ আসবে না, সামরান সুমেরু আসবে না। আরও কে কে যেন আসবে না।

    ভাট হল, পরচর্চা হল, গুরুচন্ডালির পিন্ডি চটকানো হল, হঠাৎ ব্ল্যাঙ্ক তিড়িং করে লাফিয়ে উঠল, ওর নাকি কাল ডেলিভারি আছে, ওকে এখন বেরিয়ে যেতেই হবে। তা যাবি তো যা, ও সাথে করে ভূতো আর সিফোঁকেও নিয়ে চলে গেল। বিশ্বাস করবেন না, আমি সকলের দিকে তাকালাম, কিন্তু কারুকে দেখে মনে হল না পরের দিন ডেলিভারি কেস।

    অগত্যা, বাকি রইলাম আমি, বোধি (b), ব্রতীন, কাব্লিদা, সুদীপ্ত (হায়দরাবাদ), শান্তনুদা। খানিকক্ষণ ভাটিয়ে অবশেষে ওঠা গেল সওয়া সাতটা নাগাদ। সিটি সেন্টারের ফুড কোর্টে বাইরের খাবার অ্যালাওড নয় বলে সহানুভূতির দৃষ্টিতে আমাকে দেখে চানাচুরের পুরো প্যাকেটটাই আমার হাতে তুলে দিল কাব্লিদা। শুধু তাইই নয়, ব্রতীন আর আমাকে নিজের গাড়িতে করে অ্যাকেবারে হাওড়া স্টেশন অবধি পৌঁছেও দিয়ে এল।

    গল্প এটুকুই। ছবি তো ভাটপাতায় দিয়ে দিয়েছি, তাও এখানে আরেকবার দিয়ে দিলাম : http://picasaweb.google.com/mukherjee.samik/bDYICJ
  • Bratin | 117.194.97.109 | ০৬ অক্টোবর ২০০৯ ২০:১৫602627
  • না শান্তনু দা আর এই সুযোগ ছাড়েন নি। কাজ আছে বলে ওদের সাথে হাওয়া:-))
  • dipu | 59.164.191.217 | ০৬ অক্টোবর ২০০৯ ২১:৪২602628
  • তার পরেদ্দিন আমি, সিঁফোদা আর ভুতোদা কচি করে ভাটিয়েছিলাম। আমি আর ভুতোদা চিংড়ি খেলুম, সিঁফোদা কাতলা।
  • d | 121.245.130.238 | ০৬ অক্টোবর ২০০৯ ২১:৫৬602629
  • আমি স্যান আর সুদীপ্ত দিলখুশের কবিরাজী চাখতে চাখতে কিঞ্চিৎ ভাটিয়েছিলাম বটে।
    আজকালকার ছেলেপুলেরা দিলখুশের কবিরাজীর নাম শোনে নি!!! কি দিঙ্কাল! কে জানে এরা বোধহয় অনাদি কেবিনের মোগলাই, রয়ালের চাঁপ, প্যারামাউন্টের শরবৎ --- এসবেরও নাম শোনেনি।
    আহারে!
  • arjo | 168.26.215.13 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:০০602630
  • একটা বাজে প্রশ্ন আছে। করি?

    ধম্মোতলায় সিরাজটা কোথায়? অনেক ভেবেও লোকেট করতে পারলাম না। সিরাজ পার্কস্ট্রীট আর সার্কুলার রোডের ক্রসিংয়ে একটা আছে।
  • Samik | 219.64.11.35 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:০৩602631
  • এইয্‌যাহ্‌! সিরাজই তো? না না, ভুল বলেছি, নিজাম বোধ হয়। অমিনিয়ার তিন চারটে বাড়ি আগে। কর্পোরেশন আপিসের মোড়ে।
  • d | 121.245.130.238 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:০৪602632
  • :) ঐটা ছাড়া সল্লেকে খান দুই তিন সিরাজের ফ্র্যান্‌চাইজি খুলেছে। হতে পারে ধম্মোতলায়ও পুজো উপলক্ষে এক আধটা কাউন্টার রেখেছিল।
  • d | 121.245.130.238 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:০৫602634
  • সব খুদে খুদে। বড়গুলো কোথায় লুকিয়ে আছে কে জানে!
  • Samik | 219.64.11.35 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:০৫602633
  • আমি বসন্ত কেবিনের কবিরাজীর নাম শুনেছি। খেয়েওছি। দিলখুশটা কোথায়?
  • Bratin | 117.194.100.56 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:১৬602635
  • আর মিত্র কাফে ? আহা...
  • sinfaut | 117.194.204.1 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:২৬602637
  • শুধু এটুকু যোগ করতে চাই: বেথে একটা সিল্কচকচকনীলহাতাকলারসাদাজামা আর চোস্ত প্যান্ট পরে এসেছিলেন। চুলের গভীরে একটা সানগ্লাস। ডানকোমরে কামড়ে আছে আলম্ব এক ফোনের খাপ। বাপ, সে দুরন্ত সাজ। যাকে বলে ম্যাজেস্টিক।

    কিন্তু বেথে আমাদের (ভুতো আর আমি) পাত্তাই দিল না। শুদু বোধি (তাও মনে হয় চুঁচুড়াতুত ভাই বলে) আর কাব্লিদার সাথে গল্প করে গেল। তাই মনের দু:খে চলে এলাম।
  • kd | 59.93.246.186 | ০৬ অক্টোবর ২০০৯ ২২:৩৯602638
  • শমীক সত্যিই কলকাতা চেনে না। ধম্মোতলায় সিরাজ, জগুবাজারে উজ্জলার চানাচুর! আবার আমায় প্যাঁক দেয় হাওড়া টিশনের বড়-ঘড়ি চিনি না বলে!

    অক্ষ, পাড়ায় খবর নিয়ে যা জানলুম তা হোলো জগুবাজারে অটো চলতো যখন ও'গুলো ট্যাক্সির মত ছিলো, রুট সিস্টেম চালু হওয়ার আগে।
  • san | 123.201.53.4 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:০১602639
  • কিন্তু আমরা যে বার্বিকিউ নেশনে অ্যাত অ্যাত চেল্লামেল্লি করলাম ! অরিজিত আর ব্ল্যাংকি যে ভরপেট খাওয়াদাওয়ার পরেও গোটা দশ করে ফিরনি খেল ! আর অরিজিতকে যে বোধিদা 'কবিতায় লিনাক্ষ' বলে একখানা থিসিস লিখতে পরামর্শ দিল ! আর র যে কাবাবদের স্নেহভরে খেয়ে ফেলতে ফেলতে দাবি করল ভেজিটেরিয়ান হয়ে যাওয়াই বেটার ! আর সোমনাথদা যে ধমক দেবার জন্য কচি করে ধমক খেল !

    সেসব তো কেউ লিখল না !!
  • tkn | 122.161.165.82 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:০৯602640
  • অ্যাতো খাওয়ার শেষে সবাই ল্যাদ খেয়ে গেছে। ফিরিস্তি দেখে আমিও ভিরমী খেলুম ......
  • d | 121.245.130.238 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:১৬602641
  • ওটা তো বন্ধুবান্ধবেরা একজায়গা হলেই অমন হয়। তাও বোধি ভাটে লিখেছিল তো। তবে স্যানের মুখে কতবার শুনলাম "বোধিদা কি সুইইইইইট।' "বোধিদা ভীঈঈঈষণ সুইইইইট' ইত্যাদি .....

  • san | 123.201.53.4 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:২৪602642
  • এসব কি অপপ্রচার ! মোটেও আমি ওরকম কিছু বলিনি। ওরকম 'ভীঈঈঈঈষণ' টাইপের টেনেটেনে কথা আমি উচ্চারণই করতে পারিনা। বলছিলাম , যে ভদ্রলোকের বোধ হয় খুব নরম মন। ব্যস। তবে সাহানা ভয়ানক সুইট।
  • d | 121.245.130.238 | ০৬ অক্টোবর ২০০৯ ২৩:২৮602643
  • রাঙা কি একটা বলেছিল যেন, গুচ'র মহিলারা নাকি জেনেরালি বোধিকে বেশ "সুইইইইট'ই বলেন। আমিও বলেছিলাম প্রথমবার দেখে।
    :)))))
  • Samik | 122.162.75.247 | ০৭ অক্টোবর ২০০৯ ০০:১১602644
  • কাব্লিদা, আমার দৌড় ঐ হাওড়া টিশন পজ্জন্তই।
  • kd | 59.93.246.186 | ০৭ অক্টোবর ২০০৯ ০৪:২২602645
  • হাওড়া স্টেশনের বড়-ঘড়ির ব্যাপারটা গু-চ'র বাকী জনতার কাছে পেশ করি। এটা রিসেন্ট কলি-ভাটে আর তার এক্সটেন্ডেড ভার্শান সামরানের বাড়ীতে বলেছি।

    গত জুলাই মাসে আমার মামাতো ভাইএর বিয়েতে দিল্লি যাচ্ছি। পূর্বাতে। মামারবাড়ী, দুই মাসীর বাড়ী আর আমি একসঙ্গে। ঠিক হলো আমরা সব স্টেশনের বড়-ঘড়ির তলায় মিট করবো।

    আমি যথারীতি ট্রেন ছাড়ার একঘন্টা আগে স্টেশনে পৌঁছে বড়-ঘড়ির তলায় দাঁড়িয়ে। ট্রেন ছাড়তে আর পনেরো মিনিট - কারুর দেখা নেই - কাউকে মোবাইলেও পাচ্ছি না। দূচ্ছাই বলে দাঁত কিড়মিড় করতে করতে ট্রেনের দিকে রওনা দিলুম। পৌঁছে দেখি মূর্তিমানরা সব দাঁড়িয়ে আছে - পৌঁছতেই একযোগে আমায় অ্যাটাক - এত দেরী করে আসার জন্যে। আমি হতবাক। আমি ব্যাটা আধ ঘন্টার ওপর ল্যাংড়া ঠ্যাঙে ঠায় দাঁড়িয়ে হাপিত্যেস কচ্ছি আর আমার ওপরই চোটপাট! তো ওরা বললো যে ওরা নাকি বড়-ঘড়ির তলায় আমার জন্যে অনেকক্ষণ অপেক্ষা করে শেষে হাল ছেড়ে দিয়েছিলো। eventually ব্যাপারটা কিলিয়ার হলো। ওদের (allegedly কলকাতার সকলের) কাছে স্টেশনের ভেতরের একটা ছোট দু'ফুটিয়া ঘড়ি হলো বড়-ঘড়ি, স্টেশন বিল্ডিংএর ক্লক টাওয়ারের বিশাল দশ ফুটিয়া ঘড়িটা নয়!

    আর এরা এই ভূলটা অ্যাডমিটও করতে চায় না, বরং আমায় প্যাঁক দেয়! কী অনাচার!

    ত্রিশ বছর ধরে সিপিএম রাজত্বে থাকার ফল চোখের সামনে দেখতে পাচ্ছি। মমতাকে জানাতে হবে রেল মন্ত্রী হিসেবে উনি যেন এক্ষুনি ঠিক সাইজের ঘড়িটাকে বড়-ঘড়ি ডিক্লেয়ার করে সিপিএমের এই দুরাচার বন্ধ করেন।
  • Samik | 122.162.75.163 | ০৭ অক্টোবর ২০০৯ ০৯:২৭602646
  • ইদিকে ঐ বড় ঘড়ির তলাতেই আমার ইনিশিয়াল এক বছরের প্রেম পর্ব! :-)
  • Sudipta | 122.169.145.167 | ০৭ অক্টোবর ২০০৯ ১০:০৫602648
  • এইও দমদি, কে বল্ল দিলখুশার কবিরাজীর সুখ্যাতি শুনি নি! হ্যাঁ খেলুম বটে এই সেদিন; তবে হ্যাঁ, প্যারামাউন্টের রোজ মালাই, ডাব সরবত এসব অনেক বার চেখেছি, মায় রয়ালের মাটন চাপ-ও; কিন্তু নিজামে বীফ তুলে দিয়েছে দেখে নিদারুণ দু:খু পেয়েছি :(

    বিটিডাব্লু, কলি-ভাটে আমরা যখন ফুটবল নিয়ে ভাটাচ্ছিলুম, শমীকদার মুখ-টা কিন্তু দেখবার মত হয়েছিল ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন