এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট : ভার্চুয়াল থেকে রিয়্যাল

    Tirthankar
    অন্যান্য | ২১ জুন ২০০৬ | ৩৯১৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 117.194.232.114 | ১৮ জানুয়ারি ২০১০ ১০:০২602783
  • ডি: শেষের ছবিটা আদ্যন্ত গোঁজামিল। স্ট্যাটিসটিক্সও বলা যায়।
  • Rajdeep | 61.14.13.7 | ১৮ জানুয়ারি ২০১০ ১০:১৫602785
  • আরও কিছু মেনু:
    স্মারনফ
    ব্যাকার্ডি
    ব্লেন্ডারস প্রাইড
    ওল্ড মঙ্ক
    ম্যাজিক মোমেন্টস
  • intellidiot | 61.8.134.18 | ১৮ জানুয়ারি ২০১০ ১০:১৫602784
  • একজনকে দেখে রঞ্জনদা বলে মনে হচ্চে য্যানো... তেনার নাম নাই ক্যানো?
  • pi | 72.83.210.50 | ১৮ জানুয়ারি ২০১০ ১০:২২602786
  • রঞ্জনদার নাম বাদ গেছে, আর টিমের ছবি।
  • Tim | 117.194.227.188 | ১৮ জানুয়ারি ২০১০ ১০:২৫602787
  • হ্যাঁ হ্যাঁ, ভেরি সরি। একটু তাড়াহুড়ো করে লিখলাম।
  • SS | 128.248.169.183 | ১৮ জানুয়ারি ২০১০ ১০:২৬602788
  • ছবির অনেককে চিনি বাকিদের অনুমান করে নিলাম তবুও দু তিনজনকে চিনতে পরলাম না।
    একটা নমুনা দিই: আঁকার খাতা দেখে হুতোকে চিনলাম।
    আর খাবারের প্রতি অসম্ভব লোভ দিলাম।
  • Tim | 117.194.234.200 | ১৮ জানুয়ারি ২০১০ ১০:৩০602789
  • ও আর আমার কাছে আমার ছবি নাই। ব্রতীনদা বা সামরানদির ক্যামেরায় তোলা হয়ে থাকতে পারে।
  • SS | 128.248.169.183 | ১৮ জানুয়ারি ২০১০ ১০:৩২602790
  • এই টুকরো-টাকরা ক্লু থেকে সবাইকেই চিনে ফেল্লাম :))
  • kk | 76.114.64.110 | ১৮ জানুয়ারি ২০১০ ১১:৩২602792
  • ক্কি কান্ড! সুকন্যাকে যে আমি ভীষণ চিনি! ও হুতো, তাকে বোলো আমি আর সে যে একই বাড়িতে পিজি থাকতাম। এও জানতাম যে তার বয়ফ্রেন্ডের নাম সায়ন। কিন্তু সেই সায়নই যে এই সায়ন তা কি আর জানি?! বড় ভালো লাগলো সুকন্যার ছবি দেখে অনেকদিন পরে।
  • intellidiot | 61.8.134.18 | ১৮ জানুয়ারি ২০১০ ১২:২২602793
  • ক্কিক্কান্ডদ্যাকো ;-)
  • Bratin | 125.18.17.16 | ১৮ জানুয়ারি ২০১০ ১২:৩৪602794
  • আমার কাছের ফোটো গুলো রাতে তুলে দেব

    ১। রাজদীপ সারাক্ষন রঞ্জন দা কে আলাদা ডেকে নিয়ে ২০০১ অবধি যাট ভোট টা CPM কেই দেন তার চেষ্টা করে গেল

    ২। পিনাকীর স্কুলের Re Union এ যোগ দিয়ে আসতে আসতে বেজায় দেরী করল

    ৩। সুকন্যা তার ট্রেন ভ্রমন নিয়ে বেজায় মজার মজার গল্প বলল। যেগুলো আমরা টি তে চাই।

    ৪। তীর্থ দা র টাক ওয়ালা বন্ধু র জেল মেখে বিয়ে করতে যাওয়া : তীর্থ দা এবং আরেক জনের সতর্ক পাহারা এড়িয়ে পেডেস্টাল পাখায় টাক উন্মুচিত হবার রোমাহর্ষক গল্প।

    ৫। তীর্থ দার সুয্যি মোদকের জলভরা র জন্যে আরেক বার ধন্যবাদ। সুয্যি মোদকের প্যাকেট ধরে কাবলি দা একখান ফোটো আছে। তুলে দেব।

    ৬। রঞ্জন দা কাছে অনেক মজার মজার গল্প শুনলাম

    ৭। সামরান ,সুমেরু ,কেয়া রসুই সামলেছে।

    ৮। সব মিলিয়ে জমাটি ভাট

  • Rajdeep | 61.14.13.7 | ১৮ জানুয়ারি ২০১০ ১২:৩৭602795
  • ২০০১ বঙ্গাব্দ অব্দির কথা বলছ কি ?
  • Rajdeep | 61.14.13.7 | ১৮ জানুয়ারি ২০১০ ১২:৪৫602796
  • রঞ্জনদাকে নিয়ে আলাদা ঘরে সিগারেট খেতে গেলুম , আর তুমি ভাবলে কিনা ......... :))

    হায় ব্রুটাস ইত্যাদি !
  • Bratin | 125.18.17.16 | ১৮ জানুয়ারি ২০১০ ১২:৫৭602797
  • ২০১১ । আর শুধু আমি নয়। বুনান এবং অন্যান্য পোড় খাওয়া লোকে রাও তাই বলছিল :-))
  • kd | 59.93.161.35 | ১৮ জানুয়ারি ২০১০ ১৩:৫৩602798
  • রঞ্জন গোড়ায় কয়েকমিনিট ব্ল্যাংকিকে 'কুনাল' ভেবে গভীর চিন্তায় ব্যস্ত ছিলো ও'র গুরুনাম ফিগার-আউট করতে - ফাইনালি ব্ল্যাংকি নিজেকে ই®¾ট্রাডিউস করলো 'সিপিএমের বুনান' বলে।
  • ranjan roy | 115.117.196.101 | ১৮ জানুয়ারি ২০১০ ১৫:৩২602799
  • সত্যি কথাটা কেউ বলছেনা।
    আসলে রঞ্জন খুব শীত লাগায় হাভাতের মত তিন পেগ স্মির্নফ টেনে বেসামাল হয়ে খালি খালি" রাশিয়ান কমিউনিজম ইজ ডেড, বাট লং লিভ কমরেড ভোদকা" বলে চেঁচাচ্ছিল,তাতে কেডিদা বিব্রত বোধ করছিলেন। তখন ব্ল্যাংকি মানে বুনান দাদাটিকে বোঝাতে লাগলো যে জেনারেল স্মির্নফ হলেন হোয়াইট রাশিয়ান আর এই ভোদকা ব্রিটিশ মাল, রাশিয়ান নয়। কিন্তু দাদা তখন পকাবু মুডে আছেন। বুঝলে তো! উল্টে ওদের বলতে লাগলেন যে উনি অক্ষর লেখা পড়ে অনেকের মত ওকে দা' আর টিমের লেখা পড়ে ওকে দি' ভেবেছিলেন। তাতে টিম অবিশ্বাস্য রকম ব্লাশ করলো। সেই দেখে সামরান ক্ষেপে গিয়ে কষা মাংসের ঝোলমাখা হাতা নিয়ে তেড়ে এলো-- বাজে কথা বলবেন না, দময়ন্তী আপনাকে অনেক আগেই অক্ষ এবং সামরানের পরিচয় জানিয়েছে। আজকে বিকেলের দিকে দমদি এখানে আসতে পারে। শুনে দাদা ভয়ের চোটে কেডিদাকে অনুরোধ করলো --আমাকে কোথাও লুকিয়ে রাখুন। উনি বল্লেন- তিনতলায় গিয়ে বসে থাকো।
    এমন সময় তীর্থং এসে বল্লো যে কমরেড জ্যোতিবসু আর নেই। সুমেরু এসে বল্লো- দমদি আসছে না।
    রঞ্জন্দা একটা কথাও বিশ্বেস করলো না। এমনকি ময়মনসিংহের টোনে সুকন্যা যখন বল্লো - কেউ মিছা কয় নাই,রঞ্জন্দা, দুইডা খবরই হাচা। তখনও না।
    এমন হেঁচকি তুলতে লাগলো যে রাজদীপ টেনে নিয়ে পাশের ঘরে একটা সিগ্রেট দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করতে লাগলো। (সেটার ছবি আছে)।
    এমন সময় ভাইয়ের ফোন এল- কোলকাতা নিউজের স্টুডিওতে বসে প্রয়াত কমরেডের জীবন ও উপলব্ধি নিয়ে স্মৃতির ভাট করছি। বাড়ি ফিরে টিভি খুলে দ্যাখ। বেশি মাল, তাও ফ্রিতে খাস না।
    রঞ্জন্দা হাঁচোড়-পাঁচোড় করে উঠে কেডিদাকে সরি বল্লো,(আসলে ভীতুর ডিম, ছোট ভাইকে ভয় পায়,)। তারপর পাঁচটা ছাপা গুরু ব্ল্যাংকির থেকে কেড়ে নিয়ে ব্যাগে পুরলো।সামরান-সুমেরুর বই নিয়ে ব্যাগে পুরলো। কসম খেয়ে বল্লো-রায়পুর ফেরার সময় ট্রেনে পড়বে।
    ( ওরা খুব আহ্লাদিত হল, কে না জানে ট্রেনে শুধু বেস্ট সেলারই পড়ার নিয়ম,)।
    এমন সময় ব্ল্যাংকি ম্যাগের দাম আর ব্রতীন ভাটের কϾট্রবিউশন চাওয়ায় মহান রঞ্জনদা মুখ বেঁকিয়ে "কোলকাতায় কোনো ভদ্রলোক থাকে?" বল্লো।
    তারপর তড়বড় করে সিঁড়ি দিয়ে নেমে হাওয়া!
  • Rajdeep | 61.14.13.7 | ১৮ জানুয়ারি ২০১০ ১৫:৫০602800
  • রঞ্জনদা :)) অসা !

    ডি: জ্যোতিবাবুর খবরটা তীর্থংদা আসার আগেই ভাটে ঘোষিত হয়েছিল
  • Bratin | 125.18.17.16 | ১৮ জানুয়ারি ২০১০ ১৬:০৬602801
  • অসাধারন রঞ্জন দা :-))
  • rabaahuto | 203.99.212.53 | ১৮ জানুয়ারি ২০১০ ১৬:০৯602805
  • কি কান্ড! kk, আমাকে বা সুকন্যাকে একটা মেল করবেন, sayankb/ sukanyakb, জিমেলে? ওর হস্টেল/ পিজি মেটদের সব্বার গল্পই আমি অনেক শুনেছি, নাম শুনলেই চিনতে পারবো; আর kk যদি আপনার নামের আদ্যক্ষর হয়, তবে অলরেডি চিনতে পারছি, সুকন্যাও শুনে খুব উদগ্রীব।

    ক্ষি: ক্ষান্ডো!
  • samran | 117.99.50.218 | ১৮ জানুয়ারি ২০১০ ১৬:০৯602804
  • রঞ্জনদার পোস্ট ভাট পোস্টো পড়ে রিঅনুধাবিত হইল, দাদী-নানীরা সব হাছা কতাই কইয়া গেছেন, "পুরান চাল ভাতে বাড়ে'।

    আইজকাইলাকার পোলাপানেরা( এই পান সেই পান নয়) আসলেই কুনো কামের না। হেতারা খালি ঘুইরা বেড়ায়, কামের কাম (ডি: এই কাম হেই কাম না) কিস্যু করে না:-(( কি যে হইবো ইতানের আল্লায় জানে!

    রঞ্জনদা,
    সুকন্যায় মোডেও মমেনশিঙ্গা টোনে কতা কতা কয় না, পুরা বাওনবাইড়ার টোন! অবইশ্য তুমারে বেশি দুষ দেওন যায় না, দিনে-দুফরে চাইর গেলাস স্মির্ন অফের পরে তুমি যে নুয়াখাইল্যা টোন বইল্যা ভুল করো নাই হের লাইগ্যা শুকুর আলহামদুলিল্লাহ!

    অপাতত ফটু দ্যাখো-- http://picasaweb.google.com/shyaajaa/GQzFAC#
  • kd | 59.93.161.35 | ১৮ জানুয়ারি ২০১০ ১৬:১৪602806
  • আমি রান্না না জেনেও জানি যে ভালো কষা মাংসের ঝোল হয় না।

    ইতদ্বারা ইহাই উপলব্ধি হইতেছে যে:
    either রঞ্জনবাবু প্রচুর মাল টানিয়াছিলেন or সামরানদেবী কষা মাংসটিকে ঝুলাইয়াছিলেন।
    (প্রকৃত গুরুচন্ডালির উদাহরণ - more ways than one)।
  • samran | 117.99.50.218 | ১৮ জানুয়ারি ২০১০ ১৬:১৫602808
  • হুতোর নামে হুলিয়া জারী হউক, সুকন্যাকে অন্তত টইতে হাজির করার জন্যে। দুর্দান্ত-দুর্ধর্ষ সব গল্প সুকন্যার ঝুলিতে। নিখিল বিশ্ব বঙ্গ ভাট সম্মেলন জনুয়ারী-২০১০-এ (মানে গতকালকের ভাটে) যাঁরা হাজির ছিলেন তাঁরা সক্কলে সাক্ষী।
  • rabaahuta | 203.99.212.53 | ১৮ জানুয়ারি ২০১০ ১৬:১৫602807
  • সামরান্দি ঠিক কইসে, সুকন্যা রঞ্জন্দারে পাইলে বুঝাইব কারে কয় ময়মনসিং আর কারে কয় দুন্দুভি। সুকন্যার ময়মনসিঙ্গারার উপর হেভি খার। (ইসে, নিন্দুকে কয় তার কারন সুকন্যার শশ্ম্রুমাতা ময়মনসিঙ্গা!)
  • Tim | 117.194.224.51 | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:৩৮602809
  • ইকিরে! নেহাত রঞ্জনদার নামটা তাড়াহুড়োয় লিখে উঠতে পারিনি, তাই বলে এইভাবে খেরে যেতে হয়? ঠিকাছে! দেখে লিবো! হামারে পাস ভি কিবোর্ড হ্যাজ। এট্টু সময় পেলেই আমার ভার্সনটা লিখে ফেলছি।

    কাল সে কি কষ্ট! ভরপেট খাওয়ার পর সুকন্যাদি সবাইকে ঘন্টা দেড়েক টানা হাসালো। সামরান্দিকে ডিটো। অবিলম্বে গল্পগুলো লেখা হোক!
  • Bratin | 125.18.17.16 | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:৪৭602810
  • ইয়ে, টিম যে কায়দা করে ফোকাস করে গোপনে বুনানের র পাতের একটা ফোটো তুলল সেটা কোথায় গেল?
  • kd | 59.93.161.35 | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:৫৮602811
  • অরিজিতের জন্যে ইশ্‌পেসালি তোলা জলভরার ছবি কে যেন তুল্লো?

    বম্ম, একটা ভালো খ্যাঁট আর ভাট মিস কল্লে কিন্তু :(
  • Abhyu | 65.13.24.158 | ১৮ জানুয়ারি ২০১০ ১৮:৪০602812
  • আঁকা ছবি দেখে আমার কেমং ধারণা ছিল হুতো হয়তো ক্লাস ইলেভেনে পড়ে।
  • Tim | 117.194.239.34 | ১৮ জানুয়ারি ২০১০ ২১:৪২602813
  • সেই ঐতিহাসিক ছবিটা ঝাপসা হয়ে গেছে। ছিপিএমের বুনান, বুনানের চক্রান্ত।
  • Tim | 117.194.239.34 | ১৮ জানুয়ারি ২০১০ ২১:৪৪602815
  • সেই ঐতিহাসিক ছবিটা ঝাপসা হয়ে গেছে। ছিপিএমের বুনান, বুনানের চক্রান্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন