এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট : ভার্চুয়াল থেকে রিয়্যাল

    Tirthankar
    অন্যান্য | ২১ জুন ২০০৬ | ৩৯১৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.162.75.163 | ০৭ অক্টোবর ২০০৯ ১০:১৩602649
  • :০ খেলাধূলোর প্রসঙ্গ উঠলেই আমি বড্‌ডো উদাস হয়ে পড়ি। একেবারে ক অক্ষর গোমাংস।
  • r | 125.18.104.1 | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৪৫602650
  • এই তো কাল প্যারামাউন্টে ডাবের সরবৎ, কলেজ স্কোয়ারে ফুচকা, বসন্ত কেবিনে ফিশ আফগানি, টোস্ট আর চা খেয়ে এলাম। খুব একটা অবনতি হয় নি, আমাদের ছাত্রসময়ের তুলনায়।
  • tkn | 122.161.165.82 | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:৩৭602651
  • প্যারামাউন্টের সরবতের দেখনাই এখনও একই রকম আছে। তবে সরবতিয়া পাল্টে গেছেন বলেই বোধহয় একটু অন্যরকম লাগল শেষবার যখন খেলাম। দিলখুশার কবিরাজী শুনেছি কিন্তু খাইনি.. মিত্র কাফের ফিশ ফ্রাই পুজোর আগেই খেলাম। বসন্তকেবিনের ফিশ আফগানির থেকে ভালো ...

    কেডিদা, হাওড়া স্টেশনের বড় ঘড়ি মানে স্টেশনের ভেতরের বড় ঘড়ি তো। ঘরের মেয়ে রেলমন্ত্রী হলেই বুঝি যা খুশি পাস করিয়ে নেবেন???
  • dd | 122.167.35.235 | ১০ অক্টোবর ২০০৯ ২০:৫২602652
  • অক্কুট যান।
    দীপ্তেন (deepten) খুইঁজ্জা বাইর করেন।
    ফটো অ্যালবামে ক্লিকান।
    দ্যাখেন।
  • dd | 122.167.35.235 | ১০ অক্টোবর ২০০৯ ২২:৫৪602653
  • শুনুন।
    তো, মিতেকুঠিতে যাওয়ার কথা ছ্যালো সাড়ে বারোটার। লেট গ্যালে প্রতি মিনিটে এক টাকা ফাইন। আমি তো পয়সা বাঁচাবার তাগিদে হাঁপাতে হাঁপাতে ঠিক টাইমে ইন কল্লাম। কিন্তু বাকীরা নেই।

    সেই বাকীরা এলেন দেড়টায়। সদলবলে। দীপু,অনামিক, কল্লোল,স্যান আর পরিবেষক অপ্পন। বলে না বংগের সিংহাসন শুণ্য নাহি রবে? ভুতো'র সুযোগ্য উত্তরাধিকারী অপ্পনই এই ভাটের পরিচালক। এসেন নি সুহাসিনি, ঐশিক আর সায়নকবি।

    ঝটপট বীয়ার দিয়ে আড্ডা শুরু হলো। তার সাথে মীট্‌বল। তাতে গোলমরিচের সুগন্ধ ম ম কচ্চে। পারিন্না।

    নানান সাব কমিটি করে মেনু সিলেকশন, কোয়ানটিটি র‌্যাটিফিকেশন, ভেন্ডর আইডেন্টিফিকেশন এবং সর্বশেষে অ্যাক্‌চুয়াল অর্ডার প্লেসিং হলো অপ্পনের লীডারশিপে। আইজের ভাটের সি ই ও।
    নুডল,ফ্রায়েড রাইস,থাই চিকেন (না কি চিকেনে থাই?) মিতের সৌজন্যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। শেষ পাতে মিষ্টি দই।

    আর কি প্যাচাল কি প্যাচাল। খুব জমেছিলো।

    ছবিগুলান দ্যাখসেন তো ?
  • san | 123.201.53.4 | ১০ অক্টোবর ২০০৯ ২৩:০০602654
  • এদিকে আজকে দিপুর কিন্তু বিয়ার খেয়ে ঝাল লাগে নি :-)
  • I | 59.93.217.24 | ১০ অক্টোবর ২০০৯ ২৩:০১602655
  • খাদ্য কোত্থেকে এলো?
  • san | 123.201.53.4 | ১০ অক্টোবর ২০০৯ ২৩:০৫602656
  • মিতামাসির বাড়িতে রান্না হয়েছিল - দহিবড়া, সসেজ ভাজা , ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। চমৎকার।

    বেইজিং বাইটস বলে এক খান রেস্তোরাঁ থেকে আসল - নুডল্‌স, থাই ফ্রায়েড চিকেন , আর প্রন ইন ব্ল্যাক পেপার।

    ডিডিদা আর অপ্পন নিয়ে আইলেন বিয়ার। আর দিপু মিষ্টি দই।
  • san | 123.201.53.4 | ১০ অক্টোবর ২০০৯ ২৩:০৬602657
  • ও:, মোমোও এসেছিল।
  • dd | 122.167.35.235 | ১০ অক্টোবর ২০০৯ ২৩:০৭602659
  • মিতের সৌজন্য ফ্রা রা, মী ব, চি চি।
    বাকীগুলান দোকানের।

    ইন্দোদা, সবাই মিলে তোর খুব সুখ্যাত কল্লো। সত্যি।
  • Arpan | 122.252.231.12 | ১০ অক্টোবর ২০০৯ ২৩:৩১602660
  • মাইরি, প্রতিবার কোথা দিয়ে সময় বয়ে যায় টেরই পাই না। যখন যাবার জন্য সবাই উঠে দাঁড়ায়, দেখি, পড়ে রইল অজস্র অসমাপ্ত কথামালা। অতৃপ্ত।
  • san | 123.201.53.4 | ১১ অক্টোবর ২০০৯ ১৬:০৮602661
  • কাল বলা হয় নি , কার্লসবার্গ পিতে পিতে পিপির কথা বড্ডো মনে পড়ছিল :-)

    সে কই আজকাল?
  • mita | 122.167.64.183 | ১১ অক্টোবর ২০০৯ ১৬:৫২602662
  • সত্যি, কাল সময়টা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গ্যালো! আর একটু হাতে সময় নিয়ে এলে ভালো হত।
  • aishik | 122.166.22.73 | ১২ অক্টোবর ২০০৯ ১২:৩৭602663
  • তা লুরু ভাট এর ছবি কই?
  • lcm | 128.48.7.193 | ১৩ অক্টোবর ২০০৯ ০৫:৪৪602664
  • তীর্থং এন্ড কোয়েলিং ভিসিটিং ক্যালিফোর্নিয়া - এই উপলক্ষে গুচ ক্যালি-ভাট।
    অক্টোবর ১৬, শুক্রবার সন্ধে।
    তীর্থং, ন্যাড়া, পারমিতা, এলসিএম, আগুন্তুক... রা আসছে - বে এরিয়া-য় আরো কেউ থাকলে চলে এসো। বা, এ পাড়ায় এও সময় এলে ঢুঁ মেরো। অরণ্য যদি ব্রাইস ক্যানিয়ন থেকে আরো একটু ঠেঙিয়ে পশ্চিমে আসতে পারতেন তাহলে সিয়েরা নেভাদা-র পাহাড়, ইয়োসিমিটি.... এবং গুচ ভাট... হত।
    সাদার্ন ক্যালিফোর্নিয়াতে আছে - দ্রি, শিবু, বোজো, র‌্যাটাস... -- কিন্তু এত কম সময়ের নোটিশে ওদেরকে পাওয়া মুশকিল হবে বোধহয়...
  • M | 59.93.194.239 | ১৩ অক্টোবর ২০০৯ ১০:০৯602665
  • আমি এখন ডিডিদার অ্যালবাম ঘাঁটাঘাঁটি করে লুরু ভাটের ছবি দেখে এলাম, স্যান বালিকাকে এট্টু চটকে দিতে ইচ্ছে হলো,কল্লোলদাকে বেনি বেঁধে দিতে, আর দীপুর একখান সাইড ফটো দেখে মনে হলো কেমন ইরফান খানের মতো দেখতে, মিতাদি কি সুইইইইইইইইইইইইট, আর ডিডিদার ইয়েস্টাড্ডে দেখে ম্যাঁয় তেরি আঁখোকা ....... ইত্যাদি বলা যায় মনে হলো।:P
  • M | 59.93.194.239 | ১৩ অক্টোবর ২০০৯ ১০:১০602666
  • আর অপ্পনটা কি গুডি টাইপ দেখতে।
  • Arpan | 216.52.215.232 | ১৩ অক্টোবর ২০০৯ ১০:৩৬602668
  • * কভারের
  • Arpan | 216.52.215.232 | ১৩ অক্টোবর ২০০৯ ১০:৩৬602667
  • জানতাম। অ্যালবাম পেজের ছবিটা! : O
  • Bhuto | 203.91.193.7 | ১৩ অক্টোবর ২০০৯ ১০:৪৫602670
  • লুরু ভাটের (স্পেশ্যালি খাবারের) বর্ণনা পড়ে :
    :( কত খাদ্য, এদিকে খাবার কেউ নাই। কেউ ই তো খায় না।

    আর দ-দি কে,
    স্যান সাধারণত 'সুই ই ই ই ট' বলে না। বলে থাকতেই পারে। তবে আমাদের চেনা আর একজন অবশ্যই বলে :)
    তিনি হলেন মিতামাসি :) প্রায় সব্বাই মিতাসির চোখে তাই। আর এইভাবে সুই ই ই ই ট বলাটা একমাত্র মিতাসিকেই দেখেছি। 'সুই ই ই ই ট ' টা শুনেই তাই মনে পড়ে গেল :)
  • aishik | 122.166.22.73 | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:০১602671
  • ডিডি-দার অরকুট প্রোফাইল কিভাবে খুজবো?
  • rokeyaa | 203.110.246.230 | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:০৫602672
  • ওর্কুট ছাড়া অন্য কোথাও কি ভাটের ছবি নেই?
  • Abhyu | 12.105.229.197 | ১৩ অক্টোবর ২০০৯ ১৩:১১602673
  • আমিও একই কারণে সান দিয়েগোতে। কিন্তু আমাকে তো কেউ আর নেমন্তন্ন করে না, তাই আমি যাবো না। ব্যাস। আর ডাকলেও যাবো না।
  • Abhyu | 12.105.229.197 | ১৩ অক্টোবর ২০০৯ ২০:৫৬602674
  • না: - সত্যি কথাটা কয়েই দেই - কালই (র‌্যাদার আজ, রেড আই ফ্লাইটে) আমি আটলান্টা ফিরছি

    তবে ভাববেন না, নেক্সট কলকাতা ভাটের আমি উদ্যোক্তা হব ভাবছি।

    স্থান: বালিগঞ্জ সায়েন্স কলেজ
    কাল: ডিসেম্বর ২৮-৩১, ২০০৯
    পাত্র: অভ্যু, ব্রতীন, ইত্যাদি...
  • d | 115.118.229.27 | ১৩ অক্টোবর ২০০৯ ২২:৪৭602675
  • @ অভ্যু,
    খেক খেক খিক খিক
  • 0 | 59.93.205.223 | ১৪ অক্টোবর ২০০৯ ০০:৩৫602676
  • আহা, আহা।
  • Abhyu | 209.203.104.177 | ১৪ অক্টোবর ২০০৯ ০৮:০৫602677
  • নামেই গোয়েন্দা প্রধান, কাজের বেলা ঢুঁ ঢুঁ ... স্থান কাল দেখেও বুঝতে পারলে না যে ঐ ভাটটা হবেই।
  • d | 115.118.234.17 | ১৪ অক্টোবর ২০০৯ ০৮:০৯602678
  • আরে নাম দেখার দক্কার কি!? স্থানই তো কাফি। খ্যা খ্যা খ্যা খ্যা
  • lcm | 69.236.189.206 | ২১ অক্টোবর ২০০৯ ১৩:৫৭602679
  • শুক্কুরবার সন্ধেতে নর্দান ক্যালি(ফোর্নিয়া) ভাট হল। যথারীতি গুলিয়ে ফেলেছি --- এলাকায় কোন কোন গুরু এবং চন্ডালিরা আছে ভাবার চেষ্টা করলাম... সাদার্ন ক্যালি-র চন্ডাল-দের লিস্ট করেছি.... অরণ্য পর্বতের কাছে আসছে শুনে ডাকাডাকি করেছি.... কিন্তু, অভিমানী অভ্যু-র অ্যালার্মিং পোস্ট সঙ্কেÄও - এ পাড়ার দুজন গুরুবোনের (তানিয়া, রুচিরা) কথা খেয়াল নেই। এর মধ্যে রুচিরা-কে তো চিনিই, আর তানিয়া-র ফোটোগ্র্যাফি, এনাদ-এর নাটক দেখেছি। এখানে আর সরি টরি না লিখে, ক্ষমা সংক্রান্ত টই-এর জন্য রেখে দিলাম।

    যাই হোক, আরো যারা ছিলেন:

    - রঙ্গোলির (বেস্ট অফ দ্য কোস্ট) কাঁচাগোল্লা ( ইনি এসেছিলেন স্যান্টা ক্লারা থেকে )
    - ভাপা সন্দেশ ( টইপত্তর-এর রেসিপি... কϾট্রবিউটারের ওরিজিন্যাল প্রোডাকশন )
    - রসগোল্লা ( ইনি এসেছিলেন সূদুর কলকাতা থেকে টিনের কারাগারে বন্দী হয়ে, হলদিরামের লেবেল নিয়ে )
    - তন্দুরি ফিস ফ্রাই ( লোক্যাল প্রোডাকশন, ইন্টারন্যাশন্যাল অরেঞ্জ কালারের, গোল্ডেন গেট ব্রিজের রঙের সাথে মিলিয়ে )
    - রুই মাছের কালিয়া
    - সরষে চিংড়ি
    - পনির ঘুগনি
    - বাঁধাকপির ঘন্ট
    - মুগ ডাল
    - পালং শাক
    --
    তীর্থং, কোয়েলিং, পারমিতা, ন্যাড়া, আগুন্তুক, সঞ্জয় (গুরু-র অনিয়মিত নীরব পাঠক), এলসিএম, শ্রীমতী এলসিএম (নীরব পাঠক).... ...

    দু জনের অফিস, দুই কুচোর স্কুল/ডে-কেয়ার, সন্ধেতে দিওয়ালি সেলিব্রেশন... - সব সেরে পারমিতা/সম্বিৎ এসে পৌঁছল। এবং, প্রায় সাথেই সাথেই শুরু হয়ে গেল ভোজন, অ্যাকোম্প্যানিড এন্ড ফলোড বাই ভজন, অর্থাৎ, ভাট (বিশুদ্ধ রূপে , পূজা/মহেশ/বিক্রম.. নহে)। পারমিতা একবার ছোট্ট করে তীর্থং-কে জেসিপেনির গপ্পো শোনানোর কথা মনে করিয়ে দিল। ভাট নিজের গতিতে চলছে, যখন যেদিকে ঢালু সেদিকে বয়ে যাচ্ছে.... গুরু ছাপা ম্যাগাজিন-এর কথা উঠল - আমি একটাই খুঁতের বললাম - যে হাতপাখা হিসেবে ব্যবহার করা যাবে না, একটু ল্যাত্‌প্যাত্‌-এ... কিন্তু বাজারে খবর পুজো সংখ্যা নাকি বেশ শক্তপোক্ত হয়েছে... তপন রায়চৌধুরী-র বাঙালনামা... দস্যু মোহন.... স্বপনকুমার সিরিজ.... মতি নন্দী থেকে গৌতম ভট্টাচার্য - ক্রীড়া সাংবাদিকতায় বিবর্তন... রেডিও ধারাভাষ্যকার-দের মজার গল্প (এই জায়গাটায় দেখা গেল কোয়েলি/পারমিতা/শ্রীমতী-এলসিএম-রা কখন টুক করে অন্য ঘরে চলে গেছেন)... সলিলদা ডট্‌ কম্‌....... - এর মধ্যে পারমিতা আবার মনে করানোর আগেই, তীর্থং শোনালো জেসিপেনির কোট কেনার গপ্পো। সে ভারী পুষ্টিকর গপ্পো, তবে শুনলে কোটাতংক হতে পারে। এই গল্পের ফলো আপ হিসেবে শুরু হল টাই-ফোবিয়া, টাই-এর গিঁট.... ইত্যাদি, এবং আরো ইত্যাদি।

    মেঘ যেন চোখে ঘুমের কাজলের লাগিয়ে এসেছিল, প্রথমে চুইংগামের মতন ন্যাড়ার গায়ে লেপ্টে ছিল, খানিক পরে তাকে শুইয়ে দেওয়া হল। কিন্তু, ছোট জন, অর্থাৎ, গুঞ্জা-র অন্য প্লান। পারমিতা-সম্বিৎ চেষ্টা করে যাচ্ছে গুঞ্জা-কে ঘুম-এ নিয়ে আসার, কিন্তু, গুঞ্জা যেন কিছুতেই কার্সিয়াং ছেড়ে যাবে না। পারমিতা কোলে নিয়ে হেঁটে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর, ন্যাড়া একবার চেষ্টা করল একটা গান (নিশ্চয়ই নিজের সুরে) গেয়ে - কিন্তু, গুঞ্জা শুরুই করতে দিল না, যার ফলে আমরা সে গান শুনতে পেলাম না। এর মধ্যে এলসিএম কন্যা দু-একবার এসে মুড দেখে গেছে, যদি এদেরকে নিয়ে অন্য ঘরে গিয়ে খেলা যায়। মাঝে মধ্যে অত্যন্ত ক্রিস্প উচ্চারণে পরিষ্কার বাক্যে একটা দুটো কথা বলে গুঞ্জা যেন সবাইকে যেন জানান দিচ্ছিল - অনেক তো ভাট হল, এবার চলো।
    শেষ পর্যায়ের ভাট হল, ড্রাইভওয়েতে। ন্যাড়া জিপিএস-এ রিটার্ন রুটটা একবার দেখে নিচ্ছে, পারমিতা গাড়ীর দরজা খুলে বসব বসব করে দাঁড়িয়ে, ঘুমন্ত মেঘ সোফাপৃষ্ঠ থেকে কার-সিটে স্থানান্তরিত হয়েছে, গুঞ্জা সিট বেল্ট আঁকড়ে ধরে গাড়ীঘুমে ঢলে পড়ছে - - কার্ত্তিক মাসের আবছা ঠান্ডায় ভাটের শেষ রেশটুকু সবাই যেন ছেড়ে দেবার আগে ছুঁয়ে দেখছে।

    মর‌্যাল: সপ্তাহান্ত না হইলে রিয়্যাল ভাটের আসর করিও না। অবশ্য ভাটের চরিত্রই এইরকম - ছোট গল্পের মতন, শেষ হইয়াও শেষ হইল না ।

  • dd | 122.167.0.17 | ২১ অক্টোবর ২০০৯ ১৬:০৭602681
  • এতো বেশ কথা ল্যাদোষ সাহেব, কিন্তু দুই খান পোশ্নো ছ্যালো
    (১) অতো গুলান সুস্বাদু অপিচ শুগনো খাবার গলা দিয়া নামাইলে কি দিয়া?
    (২) ছবি? ছবি দিবেন না? একটা ডকুমেন্টারী প্রুফ থাকতো .....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন