এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট : ভার্চুয়াল থেকে রিয়্যাল

    Tirthankar
    অন্যান্য | ২১ জুন ২০০৬ | ৩৯৭০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhuto | 203.91.207.30 | ২৫ মে ২০০৯ ০৯:৫৬602483
  • তাহলে পূজোতে এখানে হয়ে যাক শমীকদা? আশা করছি থাকব।
  • Samik | 122.160.41.29 | ২৫ মে ২০০৯ ১২:১০602484
  • হওয়ালেই হয়! আমি আছি।
  • a | 203.201.231.35 | ২৫ মে ২০০৯ ১৪:৪৬602485
  • আম্মো আছি পুজোভাটে CR PARK এ।

    বেথে, আমি আগামী বেশ কিছু মাস বা বছর দিল্লীতে আছি
  • intellidiot | 220.225.245.130 | ২৫ মে ২০০৯ ১৫:১৩602486
  • দিল্লীর আবহাওয়াটা ছাড়া সবই ভাল। তবে পুজোর সময় ঠিকঠাক হয়ে যাবে আশা করা যায়।
  • Bhuto | 203.91.207.30 | ২৫ মে ২০০৯ ১৭:৫১602487
  • ইয়ে, এখানে মানে কলকাতায়।
  • Samik | 122.160.41.29 | ২৫ মে ২০০৯ ১৮:৫৬602488
  • দিল্লির আবহাওয়াটা ছড়া সবই ভালো? দিল্লির লোকজনও ভালো?

    তুমি তো মহান হে!
  • intellidiot | 220.225.245.130 | ২৫ মে ২০০৯ ১৯:৩২602489
  • কিছু প্রিকশান নিলে লোকজনগুলোকে তবুও ট্যাকল করা যায়। বেশ কিছু ভাল বন্ধুও আছে এখানে। কিন্তু আবহাওয়া... উফ্‌ফ্‌ফ্‌... যেমন ঠান্ডা, তেমন গরম, তেমন ধুলো আর তেমন অনাবৃষ্টি। ভয়ানক চাপ :-(
  • Samik | 122.160.41.29 | ২৫ মে ২০০৯ ১৯:৪৭602490
  • আর শরৎ? আর হেমন্ত? আর বসন্ত? এমন প্রমিনেন্ট ঋতু তুমি পাবে পবঙ্গে?
  • Samik | 122.160.41.29 | ২৫ মে ২০০৯ ২০:৫১602491
  • ডিডিদা দাদাকে কি কখনও কমোট বেচতে দিল্লি আসতে হয় না? শুধু বেঙ্গালুরু আর হাইদ্রাবাদেই ব্যাচেন?
  • d | 117.195.38.63 | ২৫ মে ২০০৯ ২১:২৫602493
  • খাইসে রে!!
    ডিদিদা তো জেবনেও কমোট ব্যাচেন নাই বলেই জানি ...... হঠাৎ এই ঘুরে ঘুরে কমোট বেচে বেড়াবার কৃতিত্ব ওনার ঘাড়ে চাপলো ক্যামোন করে?
    :-? :-?
  • sayan | 115.108.25.26 | ২৫ মে ২০০৯ ২২:৪৪602494
  • এটা নিয়ে মনে হয় সেই অনেক আগে খিল্লিধর্মি লেখালিখি হত না, বমিক ওটাকেই সত্যি বলে ধরেছে।

    বমিকমাম্মাম্মাকে আইলায় চাপিয়ে দেওয়া হোক!
  • Tim | 71.62.2.93 | ২৬ মে ২০০৯ ১০:৪৬602495
  • এইব্যালা আমাদের মিনিভাটের গপ্পটা বলে দি। অন্তত ডকুমেন্টেড থাকুক। তবে একটাই সুবিধে, প্রায় সবকিছুই ভুলে গেছি দেখলাম। এখন একটা নিটোল গল্পমত বানিয়ে দিলেও হয় আরকি।
    গোড়ার থেকেই শুরু করা যাক। ডিসেম্বর জানুয়ারির নাগাদ বাড়ি যাওয়ার কথা ছিলো। স্যানিনি আর ব্ল্যাংকিকে বলা ছিলো যে দেখা সাক্ষাৎ হবে। ব্ল্যাংকি প্রচন্ড কনফিডেন্ট হয়ে (সামনে ছিলামনা, থাকলে নিশ্চই দেখতে পেতাম বরাভয় দিচ্চে) বলেছিলো, ""কোনো চিন্তা নেই, গুছিয়ে আড্ডা দেওয়া যাবে, সব্বাইকে আমি খবর দিয়ে দোবো""।
    বাড়ি পৌঁছলাম। দিনের পরে যায় দিন। ওদিকে ব্ল্যাংকির কেমন একটা বিশ্বসংসারের প্রতি বিতৃষ্ণা জন্মে গ্যাছে মনে হলো। রোজই প্ল্যান করি আমরা, দিন আর ঠিক হয়না। মানে হয় , তবে তারপরেই ব্যাপারটা খুব কমপ্লেক্স দিকে টার্ন ন্যায়। উদাহরণ দি।
    ব্ল্যা: কবে মিট করা যায় বল দেখি?
    আমি: আমার তো কোনো অসুবিধে নেই। কালকেই করা যায়
    ব্ল্যা: তালে এক কাজ করা যাক। একদিন আমরা আড্ডা দিয়ে নি অল্প করে, তারপর স্যান এলে নাহয় আরেক দিন সবাই মিলে অনেকটা সময় নিয়ে ....
    আমি: দুদিন সবাই ম্যানেজ কত্তে পারবে?
    ব্ল্যা: আরে সে ঠিক হয়ে যাবে। তুই রেডি থাকিস। আমি সব ঠিক করে জানাচ্ছি।

    আমি অত:পর রেডি হতে শুরু করলাম। কাব্লিদাও কলকাতায় তখন। ফোন্নং জোগাড় করে জানিয়ে রাখলাম যে একটা এলাহি কান্ড হতে চলেছে। কাবলিদা তো পারলে তক্ষুনি বেরিয়ে পড়ে। সে যাই হোক, অনেক কষ্টে উৎসাহটা একটু ক®¾ট্রাল করা গ্যালো। মানে এমনিতেই হয়ে গ্যালো, কারন আবার বেশ কয়েকদিন কেটে গেছে। ব্ল্যাংকির তখন আবার ""এমনি করেই যায় যদি দিন যাকনা"" মোড। আগডুম বাগডুম ঘুরে বেড়াচ্ছে।
    ইতিমধ্যে স্যান কলকাতা পৌঁছে গ্যালো। বেশ বুঝলাম আর রিহার্সাল-টাল না, হলে একটাই ভাট হবে, সে পনেরো মিনিটের জন্য হলেও তাতেই সন্তুষ্ট থাকতে হবে। (ক্রমশ:)
  • Tim | 71.62.2.93 | ২৬ মে ২০০৯ ১১:০১602496
  • ব্যাপারটা তারপর কিকরে ঠিক হলো জানা যায়নি। আমার বাক্স গোছানো শুরু হতে চলেছে, স্যানও আর বেশিদিন নেই (কলকাতায়), আসছে বছর আবার হবে ভেবে রেখেছি, এমন সময় একদিন দুপুরে ব্ল্যাংকির ফোন। ""তুই রেডি তো? আজ হচ্ছে।""
    আমি ভাবলাম সন্ধের দিকে হবে। সবে দুপুরের খাওয়া শেষ হয়েছে। একটা হাই তুলে বললাম, "" সবার আপিস ছুটি হতে হতে তো সন্ধে। সাতটা নাগাদ কচ্ছিস? ""
    ও প্রচন্ড অবাক হয়ে বললো "" কই নাতো! এক্ষুনি হচ্ছে তো! তুই শিগ্গির হাডকোর সামনে চলে আয়। এই ধর ঘন্টাখানেকের মধ্যে সবাই এসে যাবে মনে হয়। ""
    সেইদিন নিজের সংযম দেখে বুঝলাম আমি বড়ো হয়ে কিছু একটা হবো। ছোটোখাটো কিছু না, ঐ ডাইনোসর গোছের বড়োকিছু। তা সে যাই হোক, ফোন রেখেই মনে পড়লো, কাব্লিদাকে খবর দিতে হবে। একবার রিং করলাম, কিছু একটা গোলমালে লাগলো না। তারপর যেই আরেকবার ট্রাই কচ্ছি, এমন সময় মাথার মধ্যে দৈববাণী হলো। ব্ল্যাংকিকেই আবার ফোন করে জিগালাম প্ল্যানটা কি? মানে কতক্ষণ ইত্যাদি ইত্যাদি। শুনে রীতিমত রোমাঞ্চ হলো। একটা লাঞ্চ ব্রেকের মত সময় পাওয়া যাচ্ছে অনেক কষ্টে। মেরেকেটে ঘন্টাখানেক। সবাই আড্ডা দিতে দিতে একসাথে খাবো। তারপর আপিসের লোকেরা আপিসে আর রাখালেরা আবার মাতৃক্রোড়ে ফিরে আসবো। দক্ষিণ কলকাতা থেকে সল্লেকে কাবলিদাকে অত:পর টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাতিল হলো। ব্ল্যাংকিও দেখলাম এই ব্যাপারে বেশ নার্ভাস হয়ে গ্যালো ( পরে জেনেছিলাম কে কে আসছে সেটা তখনও নিশ্চিত করে জানা ছিলোনা) এবং বল্লো, এত অল্প সময়ের জন্য কাবলিদাকে আর কষ্ট দেওয়ার মানে নেই।
    এই কথাবাত্তার মাঝেই দুবার জায়গা পাল্টে গেছে। লেটেস্ট খবর অনুযায়ী, গন্তব্য সেক্টর ফাইভ। শুনেছিলাম যে সেখানে ভয়ংকর সব ব্যাপার চলে, কোনোদিন যাইনি আগে। নার্ভাস হয়ে গেলাম।
  • Samik | 122.162.236.113 | ২৬ মে ২০০৯ ১১:০৩602497
  • সায়নের সেন্স অফ হিউমর একেবারেই নেগেটিভে রান করছে। আমার খিল্লিভাষণকেও সইত্যভাষণ বলে ধরে নিয়েছে।

    সায়নকে বিজলির সাথে বিয়ে দেওয়া হোক।
  • Tim | 71.62.2.93 | ২৬ মে ২০০৯ ১১:৩৮602498
  • কিকরে সেক্টর ফাইভ পৌঁছলাম সেকথা লিখতে গেলে উপন্যাস। তবে দুজন খুব অবাক হলো। প্রথমে এক অটোচালক অগাধ বিস্ময়ে জিগ্যেস করলেন, "" কলকাতায় বাড়ি? সেক্টর ফাইভ চেনেন না?"" সত্যিই চিনি কিনা পরখ করতেই মনে হয় বেশ কিছু প্রশ্ন জিগ্যেস করলেন। তারপর সন্তুষ্ট হয়ে গন্তব্যস্থল থেকে আধঘন্টার দূরত্বে নামিয়ে দিয়ে কেটে পড়লেন। অবশ্য সেই জায়গাটা কিছু দুর্গম গিরি টাইপের না, আর আজকাল সমুদ্র আর মরুভূমি ছাড়া সব জায়গাতেই অটো চলে। আবার অটো ধরে পৌঁছে গেলাম যথাস্থানে। গিয়ে দেখলাম কেউ নেই। মানে অনেক লোকই আছে, দরকারে চেয়ে কিছু বেশিই আছে, তবে ব্ল্যাংকি বা স্যান নেই (বাকিদের মানে রঙ্গনদা, অজ্জিতদা আর বোধিদাকে ছবিতে দেখেছি, আর পরিবর্তনশীল পৃথিবীতে তাদের সামনাসামনি দেখেই হাজার কয়েক লোকের মধ্যে শনাক্ত করে ফেলবো এমন দুরাশা ছিলোনা। ব্ল্যাংকিকে ফোন করায় অবাক হয়ে বল্লো, সেকি এত জলদি এসে গেছিস? ব্যাপক তো! (ঘড়িতে তখন নির্দিষ্ট সময় পেরিয়ে দশ মিনিট হয়ে গেছে)।
    ব্ল্যাংককে ফোন করতে না করতেই দেখি একটা বেশ বাচ্চামত মেয়ে, চোখে সানগ্লাস, মুখটা চেনা চেনা, ট্যাক্সি থেকে নামছে। বলা বাহুল্য, ওটাই স্যান। বেশ জোরে হাওয়া দিচ্ছিলো, তার মধ্যে দিয়ে কিকরে ঐ চেহারায় কুড়ি গজমত হেঁটে এলো কে জানে! অত:পর আরো একবার ফোন করে তাগাদা দেওয়ার পরে ব্ল্যাংকি এলো। এসেই বল্লো চ, ওরা সব অপেক্ষা কচ্ছে!
    আমি বল্লাম, এখানেই সবাই আসবে না? তো বল্লো, এখানেই তো,কিন্ত এখানটা কি একটুখানি জায়গা রে ভাই! সে যাই হোক, আমার জায়গাটার নাম মনে টনে নেই। একটা রেস্তোরার সামনে তিন হেভিওয়েট গুরু অপেক্ষা কচ্ছিলেন। গিয়েই দেখি, কি আশ্চর্য্য, সব্বাইকে দেখেই চেনাটেনা যাচ্ছে। মানে অজ্জিতদাকে দেখিয়ে রঙ্গনদা বল্লে কেউ বিশ্বাস করবে না, বোধিদা যদি একগলা গঙ্গাজলে দাঁড়িয়েও বলে যে আমার নাম অরিজিত, সেটাও মানবে না কেউ। আর রঙ্গনদার কথা তো, হে হে , বুঝতেই পাচ্ছেন।
  • dipu | 207.179.11.216 | ২৬ মে ২০০৯ ১১:৪৫602499
  • কি ভালো লেখে!
  • Tim | 71.62.2.93 | ২৬ মে ২০০৯ ১১:৫৩602500
  • খাওয়ার সময় একাধিক কেলেংকারি হলো। অদ্ভুৎ সব ডিশ, তাদের ততোধিক অদ্ভুৎ সব নাম ( মানে ধরুন একটা থাই ডিশের নাম যদি হয় অসমাপিকা তালে যেরম হয় আরকি, অবিশ্যি এরম নাম সত্যিই ছিলোনা, এমনি উধারণ দিলাম)। আমার তো খাওয়া হয়েই গেছিলো, কিন্তু এমন কেতাদুরস্ত পরিবেশ যে অন্যমনস্ক হয়ে আবারো লাঞ্চ করে ফেল্লাম। গজা আর আইসক্রিম একসাথে মিশিয়ে একটা ডেসার্ট এলো, নাম দর্শন। বুঝলাম একেবারে গুরুচন্ডালীর ঠেকের আদর্শ জায়গায় এসে পড়েছি। বোধিদা বারদুয়েক ডেকে গুটিকয় প্রশ্ন করার পরে রেস্তোরার সুপারভাইজারকে একটু নার্ভাস দেখালো। ব্ল্যাংকি আর স্যান রসগোল্লা আর কাসুন্দির কি একটা খাবারের কথা প্রচার করার চেষ্টা করছিলো। অজ্জিতদা খুব সম্ভবত এই কারণেই খুব আপসেট হয়ে চুপচাপ হয়ে গ্যালো আর রঙ্গনদা দেখলাম রিসেশন নিয়ে কথা বলতে চাইছে, সেটাও মনে হয় মনটা অন্যদিকে ঘোরাবার জন্যই।
    এরপরের ব্যাপার খুব সংক্ষিপ্ত। একঘন্টা হুশ করে কেটে গ্যালো। অজ্জিতদার থেকে পেন্সিল আর সর্বকর্মার বইটা পাওয়া গ্যালো। দাদাত্রয় আপিসের দিকে এগোলো। আমরা তিনজন জেরক্স কত্তে দিয়ে একটা কফিশপে বসলাম আড্ডা দিতে। ব্ল্যাংকির দেখলাম তেমন কাজটাজ নেই, সুখের চাগ্রি। আমাদের সাথে ঘন্টাতিনেক আড্ডা দিয়ে (বেশিও হতে পারে) সন্ধেবেলা বিয়েবাড়ি খেতে চলে গ্যালো। কথা ছিলো যে আরেকবার আড্ডা দেবো তিনজনে। কিন্তু সে আর হয়ে ওঠেনি। আরেকটা জিনিসও হয়নি। আমাদের কারুর কাছে ক্যামেরা ছিলোনা। এই ভাটের কোনো ছবি তোলা হয়নি।
  • dipu | 207.179.11.216 | ২৬ মে ২০০৯ ১২:০২602501
  • ছবির কথায় মনে পল্লো, সেদিন লুরুভাটে কেয্যানো ছবি তুল্ল, সেসব গ্যালো কই?
  • san | 12.144.134.2 | ২৬ মে ২০০৯ ১২:০৯602502
  • আহা, দিব্যি হচ্ছিল, ফুরিয়ে গ্যালো !

    কিন্তু টিম, কাসুন্দি দিয়ে কামরাঙা, শাঁকালু সব ভুলে গেলি? ;-)
  • san | 12.144.134.2 | ২৬ মে ২০০৯ ১২:১৫602504
  • হ্যাঁ, বলতে ভুলে গেলাম, ভাটটা হওয়ার কথা ছিল একঘন্টা, কিন্তু একটায় এসে চাট্টি সুখদু:খের কথা বলতে গিয়ে ক্যামন করে য্যানো সাড়ে ছটা বেজে গেছিল :-))))

    কোলকাতায় ঘড়িরা খুব ভুলভাল চলে :-)
  • Tim | 71.62.2.93 | ২৬ মে ২০০৯ ১২:১৭602505
  • হ্যাঁ হ্যাঁ এরম আরো অনেক কিছু ছিলো, আবছা মনে আছে বলে লিখতে পাচ্ছিনা। কামরাঙ্গাটার একটা আইডেন্টিটি ক্রাইসিসের মত হয়েছিলো, কিন্তু সেকথা স্যান আর ব্ল্যাংক বলবে।
  • Tim | 71.62.2.93 | ২৬ মে ২০০৯ ১২:২০602506
  • আরে সেটা তো ভাঙ্গা ভাট, মানে মেলা ভেঙ্গে গেলেও কিছুক্ষণ চলে, সেইরকম। :-))
    তবে কফিশপটা কি ভালো। আরামসে ঘুমোনো যায়। ব্ল্যাংক বল্লো ও নাকি ওখানেই সারাক্ষণ বসে থাকে আর খুব বোর হয়ে গেলে পাশের বুকশপে গিয়ে বই দ্যাখে :)
  • Samik | 122.160.41.29 | ২৬ মে ২০০৯ ১৪:১১602507
  • কিন্তু টিম কোথাকার অটোওলাকে সেক্টর ফাইভ যেতে বলেছিলি? তোর বাড়ি কোথায়?
  • omnath | 220.226.186.71 | ২৬ মে ২০০৯ ১৯:১৪602508
  • হুম্‌ম্‌ম্‌ম্‌ম।
    গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র ...........
  • kd | 72.229.130.144 | ২৬ মে ২০০৯ ২২:৩১602509
  • টিম,
    :(

    ভবিষ্যতে এমন যেন না হয়। আড্ডার জন্যে নরকে যেতেও আমার কোনোদিন কখনও কষ্ট হয় নি/হয় না/হবে না।
  • Tim | 198.82.167.98 | ২৬ মে ২০০৯ ২৩:৪৪602510
  • কাব্লিদা,
    কল্কেতা গেলে ব্ল্যাংকিকে কেলিও ধরে।

    শমিক,
    শোভাবাজার অব্দি মেট্রো তারপর অটো পাল্টে পাল্টে গেছিলাম মনে হয়। মানে পুরো মনে নেই তবে ঐরকমই কিছু।
  • Bratin | 117.194.99.82 | ২৮ মে ২০০৯ ২৩:১৭602511
  • @Tim, আবার কাবলি দা কেন ... আমরা লোকজন আছি না এখানে..শুধু কারন টা বলো...তারপরে দেখো :-))
  • kd | 72.229.130.144 | ২৯ মে ২০০৯ ০২:৫২602512
  • এই একজন এন্থুওলা পাওয়া গেছে। তা ব্রতীন, পলাশীর যুদ্ধের ২৫২তম অ্যানিভার্সারি সেলিব্রেট করতে ২৩শে জুন একটা রিয়েল-ভাট অ্যারেঞ্জ করে ফ্যালো না। ঐখেনেই দল বেঁধে ব্ল্যাংকিকে কেলানো যাবে'খন।

    আমার বাড়ীতেই হতে পারে (নেতাজী মেট্রো, পূর্ণ বাসস্টপ)। জায়গা আছে, তবে একার সংসার আর আমি সর্ব্বার্থে অকর্মণ্য - ফোনাফুনি, মেনু (সলিড, লিকুইড) সিলেকশনের ভার তোমাদের কাউকে নিতে হবে (ভুতোর তো এব্যাপারে ভালো রেপুটেশন আছে)। যোগাড় করার ভার আমার।

    আমার ইমেল subroto জিমেলে। আমি ১৫ই জুন পৌঁছোচ্ছি।
  • Bratin | 117.194.96.109 | ২৯ মে ২০০৯ ০৮:১০602513
  • কাবলি দা,আমি অনেক দিন থেকে ই চেষ্টা চালাচ্ছিলাম; কিন্তু কেউ গা করছিল না। অমি অনির্বান কে ও বলেছি। চিন্তা করবেন না.. আমি বুনান আর অনির্বান র সাহায্য নিয়ে কলকাতা য় যারা যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করছি ।
  • Sudipta | 122.169.181.176 | ২৯ মে ২০০৯ ১০:২৮602515
  • টিমের ২৬ May ২০০৯ -- ১২:২০ PM এর পোস্ট প্রসঙ্গে বুনুদাকে কোচ্চেন: কোন কফিশপ এবং কোন বুকশপ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন