এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট : ভার্চুয়াল থেকে রিয়্যাল

    Tirthankar
    অন্যান্য | ২১ জুন ২০০৬ | ৩৯১৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 128.48.7.120 | ২১ অক্টোবর ২০০৯ ২২:৪৯602682
  • ডিডি-র কথায়---
    (১) ইয়ে মানে, পানীয় বলতে এইচ-টু-ও এবং ডায়েট কোক। সুরাহীনতার চূড়ান্ত..... :)
    (২) ছবি, হ্যাঁ -- http://picasaweb.google.com/lcmitra/Bhaat - খাবারের ছবি শ্রীমতী তীর্থং-এর সৌজন্যে। আলস্য/ল্যাদ কাটিয়ে উঠলে আরো ছবি আপলোডিত হতে পারে।
  • aka | 173.33.234.215 | ২১ অক্টোবর ২০০৯ ২৩:০৬602683
  • মাছের ছবি দুবার দেখানো হয়েছে জনতা ঠকে ওটাকে অন্য পদ বলে ভাববেন না যেন। :)
  • d | 117.195.32.88 | ২১ অক্টোবর ২০০৯ ২৩:২১602684
  • বাপ্‌রে তোমরা এত রং দেওয়া খাবার ভালোবাসো কেন? কিরম লাল, কম্‌লা রং ......
    ইকস
  • Tim | 71.62.121.158 | ২১ অক্টোবর ২০০৯ ২৩:২৮602685
  • নীপাদের ও নতুনদের জন্য ফুটনোট দিয়ে বলে দেব নাকি কে কোনটা? :-)
  • intellidiot | 117.194.66.83 | ২১ অক্টোবর ২০০৯ ২৩:৩১602686
  • ক্যাপশানকৈ???
  • intellidiot | 117.194.66.83 | ২১ অক্টোবর ২০০৯ ২৩:৩২602687
  • নিচ্চই টিম্ভাই, শিগ্গির :-)
  • aranya | 144.160.98.31 | ২২ অক্টোবর ২০০৯ ০২:৫৬602688
  • lcm, ক্যালি-ভাটের নেমন্তন্ন-টা মিস করে গেছি, এইমাত্র দেখলাম। আমি অবিশ্যি ১৩ই অক্টোবর NJ ফিরে এসেছি, তাই এযাত্রায় এমনিতেই হত না। ইয়োসেমিতির জন্য আলাদা একটা ক্যালি ট্রিপ নিশ্চয়ই করব ভবিষ্যতে, তখন দেখা হবার আশা রইল।
  • nyara | 64.105.168.210 | ২২ অক্টোবর ২০০৯ ১২:৪৫602689
  • লসাগু পরিবার অতি ভাল হোস্ট। আড্ডা আরেকটু হতে পারত বটেক। তবে আমার ছোটমেয়ের ঘুমহীনতা আর রাবন্দার চোখ জুড়িয়ে আসা দেখে ওটা 'ক্রমশ:' রাখা হল। তা সত্বেও জানা গেল হার্ভাডে ফ্যাকাল্টি পজিশন পেতে গেলে কী পরিধান করতে হয়, এখান থেকে দেশে খাবার অর্ডার করতে গেলে কী কী একেবারে নৈব নৈব চ, রাবন্দা আর লসাগুর একযোগে ফিল্ডিং করার গল্প, হস্টেলে কার ঘরের কোণের তাকে কামু আছে বলে সন্তর্পণে এড়িয়ে যাওয়া। সবাই খুবই কুশলী গল্প করিয়ে, দক্ষ গল্প করিয়ে, বিখ্যাত গল্প করিয়ে। এদের বাকি কথা পরে বলব।
  • san | 121.50.4.240 | ২২ অক্টোবর ২০০৯ ১৩:০৮602690
  • আমার আবার লালকমলা খাবারদাবার দেখলেই খেতে ইচ্ছে করে :-)))

    সর্ষে চিংড়িটাও দেখে জিভে জল চলে আসছে :-(
  • tkn | 122.161.63.122 | ২২ অক্টোবর ২০০৯ ১৩:১৭602693
  • হ্যাঁ, ওটা ব্যাপক দেখতে। আমার কালরাতে ডিনারের পরে দেখে এতো কষ্ট হয় নি। আজ হচ্চে, সব দেখেই :-((((
  • d | 117.195.40.105 | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৪০602694
  • রুচিরা কে?

    শ্রীমতী ল্যাদোশ আর রুচিরাকে চিনব কীকরে? ক্যাপশানসহ ফোটো চাই।

    জে সি পেনির গল্প কি আমরা আর কোনওদিনই শুনতে পাবো না? আর বাকী গল্পগুলো?
  • d | 121.245.139.156 | ০১ নভেম্বর ২০০৯ ১৬:৩১602695
  • হুঁ বুঝলেন, পুণের ভাটটা হল মেনল্যান্ড চায়্‌নায়, প্রচুর চিংড়ি কাঁকড়া, মুর্গী, ভেড়া, ভেটকি সহযোগে। গেছোদাদা, ইন্টেলিখোকা আর আমি। তারপর বেরিয়ে আমরা গেলাম রাধিকা স্যুইটস আর বাবুমশাইতে। কিন্তু বাবুমশাই বন্ধ ছিল হায়!

    ছবিছাবা চেয়ে যেন লজ্জা দেবেন না। ওসব তোলার টাইমও ছিল না, মনেও ছিল না।
  • san | 123.201.53.3 | ২২ নভেম্বর ২০০৯ ১৯:০০602696
  • আজ আমাগো নেমন্তন্ন ছিল ডিডিদার বাড়ি।

    আহা ডিডিদার রান্না সেই বাটার চিকেন, একবার খেলে 'কি খেলুম কি খেলুম' করে উদ্‌ভ্রান্ত হয়ে যাওয়ার মতই। এক জাঁদরেল প্রোম্যাকে পর্যন্ত জনসমক্ষে আঙুল চাটতে দেখলাম :-) আর তেমনি আলুদ্দম। জাস্ট কোন কথা হবেনা। বিয়ারের সঙ্গে চিলি চিকেন আর পরে সরভাজা। সবই চমৎকার। অতি চমৎকার।

    খুব কৌতুহল নিয়ে 'ডিডিদার রান্নাঘর' দেখতে গেলাম। যেন বিজ্ঞাপনের রান্নাঘর। কোথাও কোন জিনিস একটুও এদিক ওদিক নেই, অসম্ভব পরিপাটি, এবং রান্নার মাঝপথে তখন কিকরে এত সাজানোগোছানো থাকতে পারে একটা কিচেন, সমাধান পাওয়া গেলনা।

    গল্পগাছার কথা কিই বা লিখব। বলে শেষ করা যাবেনা। পলক ফেলতেই যেন কয়েকঘন্টা হুশ করে উড়ে গেল। এত কথা, এত আড্ডা, এত গান।

    ছবিরা হয়তো আপলোড হবে ...
  • SS | 128.248.169.37 | ২২ নভেম্বর ২০০৯ ২১:৪৯602697
  • dd'র রেসিপি দেওয়ার ধরণ দেখে এরকম একটা রান্নাঘরই কল্পনা করেছিলাম।

    আচ্ছা, dd কে একখান প্রশ্ন করি....
    sumac বলে এক মিড্‌ল-ইস্টার্ন মশলা হয়। কখনো ব্যবহার করেছেন এটা? Musakhan বলে একটা ডিশ বানাতে লাগে।
  • Paramita | 24.4.99.4 | ২৩ নভেম্বর ২০০৯ ০১:২৪602698
  • আরে কাল ভাটে ফোন করবো ঠিক করলাম (প্রতিবেশীদের চিনিয়া রাখুন) কিন্তু দশটা বাজতে না বাজতে চোখ দুটো পুরো ঘুমে জড়িয়ে এলো।
  • mita | 122.166.150.126 | ২৩ নভেম্বর ২০০৯ ০৭:৫৩602699
  • কালকের ভাটে:
    ১। দুর্দান্ত বাটার চিকেন, তেম্নি ফাটাফাটি আলুরদম। dd'র হাতটা সোনা বাঁধানো!
    ২। san কে চুল কেটে একটা পুঁচকে ক্লাস সিক্স মনে হচ্চিল। এমনকি, এমনকি দিপুকেও ওর থেকে বড় লাগছিল ।
    ৩। সুহাসিনির কুচোটা ভীষন মিষ্টি, চান্স পেয়ে খুব চটকে দিয়েছি :)
    ৪। অপ্পন ফেরার সময় একটুও রাস্তা না হারিয়ে, একবারেই বাড়ি পৌছে দিলো!!

  • dipu | 59.164.98.5 | ২৩ নভেম্বর ২০০৯ ০৮:০৩602700
  • @ চান্নম্বর :-P
  • san | 170.252.160.1 | ২৩ নভেম্বর ২০০৯ ১০:২১602701
  • ধ্যাৎ, এ আবার হয় নাকি। মিতামাসি নিঘ্‌ঘাত রাস্তায় ঘুমিয়ে পড়েছিল তাই বুঝতে পারেনি ;-)
  • san | 170.252.160.1 | ২৩ নভেম্বর ২০০৯ ১০:২৬602702
  • কী সুখের লেখাপড়া !!!!
  • san | 170.252.160.1 | ২৩ নভেম্বর ২০০৯ ১০:২৮602705
  • ও:, আর দুইনং এ তীব্র পিতিবাদ। ছি ছি ছি, দিপু তো একটা একদম খোকা :-((((
  • Arpan | 204.138.240.254 | ২৩ নভেম্বর ২০০৯ ১০:২৮602704
  • ছুঁচ ও চালুনি ইত্যাদি। গাড়িতে থাকলেও সবাই রাস্তা চিনে যেন উল্টে দেয়!
  • dipu | 207.179.11.216 | ২৩ নভেম্বর ২০০৯ ১০:৩০602706
  • আমার কথা শোনো। ক্লাস সিক্সই হোক আর গিন্নিবান্নি গোছেরই হোক, এইসব খিল্লিকারীদের আর কক্ষণো গাড়িতে তুলবে না :-)

    এই সুযোগে সেইবার আলসুরের গোলকধাঁধা থেকে কিরম দায়িত্ব নিয়ে সকলকে উদ্ধার করেছিলুম মনে পড়ে গ্যালো।
  • Arpan | 204.138.240.254 | ২৩ নভেম্বর ২০০৯ ১০:৩১602707
  • সেই পুঁচকে ক্লাস সিক্সও বসে বিয়ার খেল ও সুহাসিনীর ছানাকে অফার করল।
  • san | 170.252.160.1 | ২৩ নভেম্বর ২০০৯ ১০:৩৭602708
  • কী আশ্চর্য, সেরেল্যাক না ল্যাক্টোজেন কি যেন তার থেকে কি বিয়ার খেতে বেটার নয়? বললেই হল?
  • tkn | 122.162.42.205 | ২৩ নভেম্বর ২০০৯ ১১:৪২602709
  • অ্যাই! সেরেল্যাক, ল্যাক্টোজেন সব তো মিত্তি মিত্তি খেতে! বিয়ার তো তেতো!
  • rokeyuaa | 203.110.243.22 | ২৩ নভেম্বর ২০০৯ ১১:৪৭602710
  • ছবি কই?
    ডিসেম্বরে কি কোলকাতায় কোনো ভাট হতে পারে?
  • kallol | 220.226.209.2 | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৫৬602711
  • একদম না। একমাত্র চা খেতে তেতো। বিয়র খেতে সুন্দর - স্যান উবাচ।
    স্যানকে নতুন ছাঁটে খুব সোন্দর আর বাচ্চু বাচ্চু লাগছিলো।
    আর, দীপুকে কেউ কিন্তু ২০-২২এর ছোটকু বলে ভেবো না, সে রীতিমত ২৪!!!!

  • Arijit | 61.95.144.122 | ২৩ নভেম্বর ২০০৯ ১২:৫৭602712
  • বাদাম পচালে ওচ্চেয়ে ভালো গন্ধ হয়। এবং চিরতাও ওচ্চেয়ে ভালো খেতে।
  • tkn | 122.162.42.205 | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৩২602713
  • চা যথেষ্ট ভালো খেতে.. বিয়ারের সঙ্গে তুলনাই হয় না তার
  • dd | 122.167.22.170 | ২৩ নভেম্বর ২০০৯ ১৩:৫১602715
  • অথচ, অথচ গতোবারের ভাটে আমি একা একাই আমার ক্যামেরায় হদ্দম ছবি তুল্লাম। বাড়ী এসে সেই সন্ধ্যেবলাতেই বুক ফুলিয়ে টপাট্টপ আপলোড করে দিলাম। আপুনেরা আমোদ পেলেন।

    আর এইবারে চার কম্পিউটারোয়ালারা কোনো গতিকে ছবি যদি তুলতে পাল্লো ,সেটা লোককে দ্যাখাতে গিয়ে হিমসিম খে' যাচ্ছে দেখুন।

    আর সুহা, সুমাকের নাম শুনি নি। গুগুল ডেকে ছবি দেখেও কিছু ঠাহর প্যালাম না। আর একটা ডিশ - সেই বেগুন কিমা চীজ দিয়ে মুস্‌সাকা সেটার নাম জানি। রেঁধেছি। এ পাতাতেই কোথাও রেসিপি ও দ্যাছি।

    আর তুমি যে ডিশটার কথা কইলা ঐটা কি গ্রীক? আমার তো সন্দেহ হয় বলিউডী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন