এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কনটেম্পোরারি ওয়েস্টার্ন মিউজিক

    Sankha
    অন্যান্য | ১২ মে ২০১৩ | ৬২১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | 118.218.136.234 | ১৩ মে ২০১৩ ০০:২১605396
  • পুরন্দরের বাল সিরিজ আর ফ্লয়েদের 'ওয়াল' সিরিজ দুটোরি প্রচুর নাম শুনেছি। সদা, আমি তোমার এসাইনমেন্ট টা সিরিয়াসলি করব। আমাদের প্রজন্মের অনেকের জীবনকে দুটো ভাগে ভাগ করা যয়, তোমাকে চাই শোনার আগে আর পরে। তোমার লিস্টটার আমার জীবনে সেইরকম ভূমিকা থাকলেও থকতে পারে। একটা ভাল সময় বেছে এগুলো শুনব।
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ মে ২০১৩ ০০:৩০605397
  • সদার কাছ থেকেই নেব গানগুলো। মনে করে নিয়ে আসিস তো।
  • Sankha | 118.35.9.186 | ১৩ মে ২০১৩ ০০:৩৩605398
  • ব্ল্যাংকিঃ

    কোল্ডপ্লে শুরু করো সায়েন্টিস্ট দিয়ে। ঠিক তার পরেই ঐ গানটার উইলি নেলসনের ভার্সানটাও শুনে নাও। চিপোতলে দেড় দুমিনিটের একটা শর্ট ভার্সান ওদের অ্যাডে ব্যবহার করেছে, কিন্তু উইলির পুরো গানটাও আছে মার্কেটে, হয়ত একটু খুঁজতে হবে।

    তারপরে ইয়েলো, ভিভা লা ভিডা, এভরি টিয়ারড্রপ ইজ আ ওয়াটারফল, প্যারাডাইস, ক্লকস, প্রিন্সেস অফ চায়না, চার্লি ব্রাউন, হার্টস লাইক হেভেন এইগুলো শুনতে পারো। আরো অনেক আছে, চটজলদি এইগুলো মনে এলো। আর চেষ্টা কোরো ওদের অরিজিনাল ভিডিওগুলো দেখতে।

    প্যারাডাইস গানটা লাইফ অফ পাই এর প্রোমোতে ইউজ করেছিলো, যদি মনে থাকে।
  • aka | 79.73.10.10 | ১৩ মে ২০১৩ ০০:৫৪605399
  • কন্টেম্পোরারিদের মধ্যে মামফোর্ড অ্যান্ড সন্স শোনেন।

    রেইন ডাউন রেইন ডাউন রেইন ডাউন অন মি।
  • Blank | 69.93.242.75 | ১৩ মে ২০১৩ ০১:০১605400
  • আচছা কাল শুনবো গান গুলো। ভিডিও দেখবো না, মিউজিক ভিডিও পোষায় না।
  • lcm | 34.4.162.218 | ১৩ মে ২০১৩ ০১:৪৪605401
  • জোরালো কথা কিন্তু সুর তত ভালো নয় - এমন গানের তো অভাব নাই।

    যাই হোক, ২০১০ সালের গানকে যদি কনটেম্পোরারি ধরা যায়, তাইলে এটা শুনতে পারো।



    ভালো কথা হল ইউটিউবের স্ক্রিনে ভিডিও নাই, লিরিক্‌স-টা আছে

    .. funny how falling feels like flying for a little while...
  • kk | 78.47.250.76 | ১৩ মে ২০১৩ ০৩:৪০605402
  • আমার আবার ' এ টীম' গানটা তো খুব ভালো লাগে। লিরিকের মধ্যেও আমি অনেক কিছু পাই। কথার মধ্যে অনেক ছবি .... খুঁড়ে খুঁড়ে দেখলে। আসলে সব মানুষেরই দেখার কোণ আলাদা। কারুর মনে হতেই পারে সব ইংরিজি গানই থার্ডক্লাস বা এগুলোর লিরিকের মধ্যে কিছু নেই। কারুর আবার এও মনে হতে পারে সুমনের গানের অনেকগুলিতেই 'কয় প্রকার ও কি কি' ছাড়া কিছু নেই [ভরসা কয় প্রকার ও কি কি, ইচ্ছে কয় প্রকার ও কি কি ইত্যাদি]। আমি ব্যক্তিগত ভাবে অনেক ইংরিজি গানের লিরিকের মধ্যেই অনেক কিছু খুঁজে পেয়েছি, চুপ করে বসে ভাবার মত অনেক কিছু। তবে ঐ যে বললাম, সবারই দেখার কোণ আলাদা।
  • kk | 78.47.250.76 | ১৩ মে ২০১৩ ০৩:৪৫605403
  • ওঃ ,শঙ্খ উইলি নেলসনের কথা তুললে। কন্টেম্পোরারি বলে বুড়োবাবুর কথা বলিনি, কিন্তু বুড়োবাবু আমার অল টাইম ফেভারিট। আহা ঐ মারিয়া শাট আপ অ্যান্ড কিস মি :)।
  • 4z | 194.148.149.186 | ১৩ মে ২০১৩ ০৬:৪৪605404
  • কেউ Gotyeর নাম করল না? বা পেট শপ বয়েস? মার্ক অ্যান্থনিও খারাপ না।
  • sda | 132.176.98.243 | ১৩ মে ২০১৩ ১০:১২605406
  • পুরন্দরের বাল সিরিজ আর ফ্লয়েদের 'ওয়াল' সিরিজ ঃ))))

    ঋদ্ধিদা, তোমাকে চাই যখন বেরিয়েছিল তখন আমি নিতান্তই কচি। ওসব শোনার বয়স যখন হল তখন বুঝেছি ঐ অ্যালবামটা কী ছিল। সুমনের গান এখনো আমার কাছে একটা ওয়েসিসের মতো। সারাদিন বৌদ্ধিক বেশ্যাবৃত্তি সেরে অনেক অপমান অনেক হতাশা নিয়ে যখন ঘরে ফিরি তখন ঐ গান গুলো শুনলে মনে হয় কালকের দিনটা হয়তো একটু বেটার হবে, অনেক দিনের পর মিলে যাবে অবসর, আশা রাখি পেয়ে যাব বাকী দু আনা।
    আমার কাছে এরকমই একজন ঈশ্বর হলেন বব ডিলান, আরেকজন রবি ঠাকুর।
    সরি, টই এর টপিক থেকে সরে এলাম অনেকটা, কিন্তু এগুলো ও তো লেখার ছিল ঃ) আর বেলাইনে যাব না, আপনারা প্লিজ কন্টিনিউ করুন।
  • ranjan roy | 24.96.119.77 | ১৩ মে ২০১৩ ১১:০২605407
  • 4z,
    মূল টইয়ে মহিলাটি বলেচে ' সামবডি দ্যাট আই ইউজড্‌ টু নো' গোতিয়ে(২০১১-১২)র কথা।
    তবে সেটা এখন শেষ, দুধভাত।ঃ)))
  • lcm | 34.4.162.218 | ১৩ মে ২০১৩ ১১:৫৬605408
  • কেকের কথাটা ঠিক। লিরিক্‌স মধ্যে পাঞ্চ থাকে, খুঁজলে পাওয়া যায়।
    আর, গানে লিরিক নিয়ে এত হিরিক কিন্তু অনেকে শ্রোতার মধ্যেই নেই। মেলোডি বা মিউজিক্যাল এলিমেন্ট অনেককে বেশী আকর্ষন করে। অর্থাৎ, ডিলান, সিগার থেকে ফ্লয়েড - এরা প্রান্তিকই রয়ে গেলেন। যেমন রইলেন সুমন।
  • ঐশিক | 132.181.132.130 | ১৩ মে ২০১৩ ১২:০৯605409
  • গানস এন্ড রোসেস এলো না এতক্ষণে?
    নকিং অন হেভেনস ডোর,
    বন জোভি:
    ইন দিস আর্মস
    আর কার্ট কোবেন কোথায় গেল? লিস্টি থেকে?

    আর নতুনদের মধ্যে লিঙ্কিং পার্ক শোনেন
  • ranjan roy | 24.96.119.77 | ১৩ মে ২০১৩ ১২:৪৬605410
  • ঐশিক,
    কাল রাতে বাধ্য হয়ে শুনেছি "লিংকিং পার্ক"-এর 'নাম্ব' (২০০৩)।
    লিরিক ভালো,কিন্তু আমি এখনো ওর রসগ্রহণে অদীক্ষিত। লেগে থাকলে কখনো হবে।ঃ)))
  • ঐশিক | 132.181.132.130 | ১৩ মে ২০১৩ ১৪:১২605411
  • @রঞ্জনদা , আমারও তাই।
    শুনতে শুনতে ভালো লেগেছিল, লিঙ্কিন পার্কের ইন দি এন্ড, "somewhere I belong , ক্রলিং,ব্রেকিন দি হ্যাবিট এইগুলোও শুনে দেখবেন
  • sda | 132.176.98.243 | ১৩ মে ২০১৩ ১৫:৩৮605412
  • এল পি র ইন দি এন্ড আমার খুব ফেভারিট।
    অ্যাকচুয়ালি ভেবে দেখলাম আগের লিস্ট টা আশির দশকেই শেষ হয়ে গেছে। আর একটা অমার্জনীয় অপরাধ করেছি - জিম মরিসন তথা ডোরস এর নাম দিইনি।
    কালকেই বৃষ্টির মধ্যে শুনছিলাম রাইডার অফ দি স্টর্ম।
  • kd | 47.228.105.237 | ১৩ মে ২০১৩ ১৬:৫৫605413
  • Simon & Garfunkul কারুর লিস্টিতেই নেই ৷ Interesting!!
  • kd | 47.228.105.237 | ১৩ মে ২০১৩ ১৬:৫৬605414
  • Garfunkel :(
  • lcm | 34.4.162.218 | ১৩ মে ২০১৩ ১৮:৫১605415
  • আছে কাবলিদা।
    সাইমন/গারফান্কেল আছে, রে চার্ল্‌স, এরিক ক্ল্যাপটন, জন ডেনভার, মারভিন গে, নাটালি কোল, লুই আর্মস্ট্রং, স্টিভি ওয়ান্ডার... সবাই আছে।
    কনটেম্পোরারি লিস্ট হচ্ছে বলে জনগন দেয় নি।
  • kk | 78.47.250.76 | ১৩ মে ২০১৩ ১৯:৩৭605417
  • সেটাই, কন্টেম্পোরারি গায়ক বা ব্যান্ডেরই তো টই। না'হলে আমার লিস্টে আরো অনেকের নাম আছে।
  • Sankha | 118.35.9.186 | ১৩ মে ২০১৩ ২০:৪০605418
  • ইয়েপ, ছোড়ো কালকি বাতেঁ, কালকি বাত পুরানি.. আজকে নতুন কি আসছে, এই যেমন রঞ্জনদা আর ফোজ্জি গোটিয়ের নাম নিলেন। সামবডি আই ইউজড টু নো। একটাই গান পপুলার হয়েছে, কিন্তু সত্যিই পপুলার।

    তারপর ধরুন কার্লি রে জেপসেনঃ কল মি মে বি... গে মুভমেন্টের মাইলস্টোন গান হয়ে থাকবে ঃ-)) (ভিডিও পশ্য)

    আচ্ছা, ট্রান্স মিউজিকের এই গানটা শুনে দেখুনঃ এডোয়ার্ড মায়া আর ভিকা জিগুলিনার -র স্টিরিও লাভ। এরা দুজনেই রোমানিয়ার। এই সুরটা প্রচুর প্রচুর লোকের মোবাইল রিংটোন।
  • 4z | 152.176.84.188 | ১৩ মে ২০১৩ ২১:০৫605419
  • একটু ইলেক্ট্রো হবে নাকি? শুনুন ডেভিড গ্যেটা। পছুন্দ না হলে গাল দিয়েন না আবার।
  • kk | 78.47.250.76 | ১৩ মে ২০১৩ ২২:৫৯605420
  • 'কল মী মে বি' আমারও ভালো লাগে। আরেকজনের নাম বলবো সে হলো 'ডট্রি' (Daughtry)। বিশেষ করে 'সেপ্টেম্বর' আর 'হোয়াট অ্যাবাউট নাও'।

    আর খুব ভালো লাগতো জিমি ওয়েন। সে আজকাল তো আর গায় না দেখি। সুন্দর গলা, খুব ভাবপ্রবণ, লিরিকও ভালো লাগতো। এর সবথেকে প্রিয় গান আমার ছিলো 'পেপার এঞ্জেল'।
  • sda | 127.194.213.101 | ১৩ মে ২০১৩ ২৩:২৯605421
  • পলিটিক্যাল গানপত্তর শুনতে যাঁরা ভালোবাসেন তাঁদের জন্যে তিনটি রেকো- সিস্টেম অফ আ ডাউন, রেজ এগেনস্ট দ্য মেশিন, গ্রীন ডে। এফ ওয়ার্ড সংক্রান্ত ইসে থাকলে প্রথম দুটো শুনবেন্না।
  • Shibir | 190.151.40.149 | ১৪ মে ২০১৩ ০৯:৩৭605422
  • আমি খুব একটা বেশি জানিনা western music সম্বন্ধে । ভালো লাগার koekta share করলাম।

    Priscilla Ahn - Deam আর rain
    five finger death punch (হেভি মেটাল) - far from home
    Il Divo (পপ অপেরা) - Regresa A Mi (Unbreak My Heart)
    black eyed peas(hip hop) - where is the লোভে
    metallica - nothing else matters আর wherever i may roam
  • Shibir | 190.151.40.149 | ১৪ মে ২০১৩ ০৯:৩৮605423
  • * black eyed peas(hip hop) - where is the love
  • sda | 132.176.98.243 | ১৪ মে ২০১৩ ১০:১৭605424
  • আমার একটা কনফুশন আছে, যেটা শঙ্খদা এবং অন্যান্য যাঁরা একদম সমসাময়িক ওয়েস্টার্ন মিউজিক প্রচুর শোনেন তাঁরা হয়তো ক্লিয়ার করতে পারবেন। আমার সামহাউ মনে হয়, সিক্সটিজ সেভেন্টিজ এইট্টিজ এমনকি আর্লি নাইন্টিজে যেসব গান তৈরী হয়েছে তার তুলনায় এখনকার নতুন গানের কোয়ালিটি কিছুটা হলেও কমে গেছে। ধরুন জিম মরিসনের সেই আদ্যিকালের অ্যালবামগুলো এখনো লোকে হুলিয়ে শোনে, পিঙ্ক ফ্লয়েড বা কুইন এখনো কাল্ট স্ট্যাটাসে আছে, কার্ট কোবেনের নামে এখনো লোকে উলুত্প্লুত হয় কিন্তু আজ থেকে দশ-কুড়ি বছর পরে কতজন অ্যাডেল বা এনরিক শুনবে সেই নিয়ে সন্দেহ হ্যাজ।
  • Sankha | 118.35.9.186 | ১৫ মে ২০১৩ ০০:১৪605426
  • সদা,

    কোয়ালিটির গল্পটা একেক্জনের কাছে একেকরকম। পুরোনো চাল ভাতে বাড়ে টাইপের একটা ব্যাপার সবজায়গাতেই চলে। এনরিকে ইগলেসিয়াস হয়তো দশ বছর পরে থাকবে না (দশ বছর এর অলরেডি হয়ে গেছে, সেই কবে শুনেছিলাম ফ্রম দা কোস্ট অফ ইপানেমা, টু দি আইল্যান্ড অফ ক্যাপ্রি), লাস্ট শুনেছি ইউফোরিয়া, সেটা আবার বাই-লিঙ্গুয়াল কুয়ান্দো মি এনামোরো এই স্প্যানিস গানটা ছাড়া তেমন ভালো কিছু নেই। অথচ এই অ্যালবামটার জন্য কি সব কোলাবোরেশনঃ পুসিক্যাটডলসের নিকোল শেরজিঙ্গার, সুনিধি চৌহান, অ্যাকন, আশার, পিটবুল... কিন্তু তবু এনরিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    অ্যাডেল, টেলর সুইফট এরা খুব বেশিদিন হয়নি কিন্তু। অ্যাডেলের কেরিয়ার স্টার্ট হবার পরে পরেই গলায় সার্জারি, ফিরে এসেই আগের বছরে গ্র্যামির ঐ পারফরম্যান্স! স্যার পল ম্যাকার্টনি অবধি উচ্ছ্বসিত হয়ে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছেন...
    এদের সামনে এখনো লম্বা পথ পড়ে আছে। নিজেকে কিভাবে ইমপ্রোভাইজ করে সেটা দ্যাখার। এখনো অবধি কোন রকম নেগেটিভ পাবলিসিটি ছাড়াই একটা জায়গায় পৌঁছেছে। সেটা ধরে রাখতে পারলে এদেরও হল অফ ফেম-এ ঠাঁই মিলবে। আপাততঃ এখন গেয়ে যাক না আরো দশ বছর, তার পরে টাইম টেস্টের ব্যাপারগুলো আসবে।

    তুমি যাদের নামগুলো নিলে, তাদের বাদ দিলেও আরো অনেক ব্যান্ড, সোলো অনেকে বিখ্যাত ছিলো সেই সময়ে, কিন্তু আস্তে আস্তে এই স্পেসিফিক কিছু কিছু নাম এখনো থেকে গেছে।
    ধরো, ব্রিট ব্যান্ড দা হু। এরা পিংক ফ্লয়েডের সমসাময়িক। ৬০-৭০ এর দশকের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল। অথচ এখন ঐ বাবা ওরাইলি, হু আর ইউ এই কয়েকটা গান বাদে লোকে তেমন খুব একটা মনে রাখে নি। ডন হেনলি ঈগলসে যদ্দিন ছিলো লোকে ঈগলসের গানগুলো মনে রেখেছে, অথচ সোলো শুরু করবার পর কেমন হারিয়ে গেল। বয়েজ অফ সামার কত ভালো একটা গান, ইউটিউবে খুঁজে বের করো দেখি।

    তো ঐ আর কি, বছর দশ-কুড়ি পরে কি হবে কে জানে? এখন তো মনের আনন্দে শুনে যাই, আগেও ভালো গান ছিল, এখনো আছে, পরেও হবে।
  • Sankha | 118.35.9.186 | ১৫ মে ২০১৩ ০০:২৩605428
  • ইনফ্যাক্ট লিখে নিজেও একটু খুঁজলাম, ডন হেনলির বয়েজ অফ সামার, ইউটিউবে। গোটাকয়েক লিংক পেয়েছি, আশ্চর্য অথচ বেশ কিছুদিন আগে একবার খুঁজেছিলাম, তখন পাইনি। সে যাগ্গে, কেউ আপলোড করেছে, ভাবলুম কারেকশান্টা নিজেই লিখে যাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন