এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কনটেম্পোরারি ওয়েস্টার্ন মিউজিক

    Sankha
    অন্যান্য | ১২ মে ২০১৩ | ৬২০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • previous posts | 118.35.9.186 | ১২ মে ২০১৩ ০৮:৪৪605372
  • Name: sda

    IP Address : 132.176.98.243 (*) Date:11 May 2013 -- 12:31 PM

    ক্লাসিক হার্ড রক, মেটাল তো রঞ্জনদা দের জেনারেশন এর ই জিনিস। আমাদের জেনারেশনের হ'ল গিয়ে জাস্টিন বেইবার আর অ্যাডেলে, মানে টাইমলাইন ধরে দেখতে গেলে।

    Name: কৃশানু

    IP Address : 213.147.88.10 (*) Date:11 May 2013 -- 12:35 PM

    অ্যাডেলে আবার কে রে? বিবার অবধি জানি। তর জেনারেশন হতে পারে, আমাদের মোটেই না। আমাদের ছিল ব্যাক স্ট্রিট বয়েজ। সেই মিলেনিয়াম বলে একটা ক্যাসেট নিয়ে কি উত্তেজনা!! আর জেনিফার লোপেজ। আর ব্রিটনি। আর কেউ থাকলে জানি না।

    Name: adele

    IP Address : 78.232.118.246 (*) Date:11 May 2013 -- 12:39 PM

    এই হচ্ছে Adele (http://en.wikipedia.org/wiki/Adele)। শুনে দেখতে পারেন। ভালো গলা।

    Name: siki

    IP Address : 132.177.73.244 (*) Date:11 May 2013 -- 12:42 PM

    লোপেজ আর ভূতনি স্পিয়ারকে চিনি। বাকিদের নাম আজই পোত্থোম শুনলাম।

    আমি বুড়ো হয়ে যাচ্ছি। কেউ আমায় ধর।

    Name: Blank

    IP Address : 69.93.245.88 (*) Date:11 May 2013 -- 12:45 PM

    আমি তো আমাদের জেনেরেশানের কথা বলচি। সদা তো অন্তত ৩।৪ জেনেরশান পরের

    Name: কৃশানু

    IP Address : 213.147.88.10 (*) Date:11 May 2013 -- 12:45 PM

    এই এডেলে তো মনে হচ্ছে ভালো গায়িকা। মানে বিবার গোছের নয়।

    Name: কৃশানু

    IP Address : 213.147.88.10 (*) Date:11 May 2013 -- 01:01 PM

    আমি খালি বিবার এর ছবি দেখেছি। হি ইজ সাবজেক্ট টু সো মেনি ইন্টারনেট জোকস।

    Name: sosen

    IP Address : 111.63.191.71 (*) Date:11 May 2013 -- 01:05 PM

    আমায় প্রায়-ই অ্যাডেলে শুনতে হয়। কিন্তু ভালো গলা।

    Name: Bhagidaar

    IP Address : 218.107.178.181 (*) Date:11 May 2013 -- 01:30 PM

    Adele শোনা হয়নি এখনো? হায় হায়!

    Name: এংরিক ঈগলশ্বাস

    IP Address : 80.39.186.132 (*) Date:11 May 2013 -- 01:44 PM

    আমার কথা কেউ কয় নাঃ(

    Name: কৃশানু

    IP Address : 213.147.88.10 (*) Date:11 May 2013 -- 02:00 PM

    ও হ্যা, আপুনি আর রিকি মার্টিন ও আমাদের সময়ের লোক বটে। বাড়ির রক্তচক্ষু এড়িয়ে আমার ব্যাকস্ট্রিট বয়েজ বাদে কিছুই শোনা হয় নি।

    Name: siki

    IP Address : 132.177.55.178 (*) Date:11 May 2013 -- 02:00 PM

    আমি কই। তেমন শুনি নি কিন্তু যেটুকু শুনেছি ভালো লেগেছে। তা এনরিকভাই তোমারো তো বয়েস কম হল না!

    Name: Sankha

    IP Address : 118.35.9.186 (*) Date:11 May 2013 -- 09:58 PM

    হ্যাঃ!!

    আপনারা কেউ টেলর সুইফট, কোল্ড প্লে, কেনি চেসনি, মিরান্ডা ল্যামবার্ট, অ্যাডেল, ডাইডো ইঃ প্রঃ শোনেননি?

    এখনো সেই রিকি মার্টিন আর ব্যাকস্ট্রিট বয়েজ?

    Name: siki

    IP Address : 132.177.55.178 (*) Date:11 May 2013 -- 10:14 PM

    একটা নামও শুনি নি। এগুলো কি অ্যান্ড্রয়েডের পরের ভার্সন?

    Name: Blank

    IP Address : 69.93.241.65 (*) Date:11 May 2013 -- 10:16 PM

    এরা কারা অ্যাঁ?

    Name: কৃশানু

    IP Address : 213.147.88.10 (*) Date:11 May 2013 -- 10:20 PM

    সিকি :-)

    Name: কৃশানু

    IP Address : 213.147.88.10 (*) Date:11 May 2013 -- 10:25 PM

    টেলর সুইফট আর কোল্ড প্লে-র নাম শুনেছি। ইভেন কোল্ড প্লে গান গায় তাও জানি, কিন্তু টেলর সুইফট কে একট্রেস ভাবতাম।
    আচ্ছা এঁরা কি সাব অল্টারন?

    Name: sda

    IP Address : 127.194.208.146 (*) Date:11 May 2013 -- 10:34 PM

    কৃশানুদা কে কোল্ড প্লে র সাইন্টিস্ট রেকো করলাম। একই গ্রুপের ইয়েলো ও শুনতে পারো ।
    এই সময়ের আরেকটা ভালো গ্রুপ ক্র্যানবেরিজ। জোম্বি বলে এক পিস অসা গান আছে ওদের।

    Name: sda

    IP Address : 127.194.208.146 (*) Date:11 May 2013 -- 10:36 PM

    স্টেজে গীটার ভাঙ্গা দেখেছিলাম বোধয় ওজি অসবোর্ণের বার্ক অ্যাট দ্য মুন এ। জেক ই লি লীড গীটারিস্ট ছিল।

    Name: Sankha

    IP Address : 118.35.9.186 (*) Date:11 May 2013 -- 10:58 PM

    সিকি টেকি হয়ে এই কথা বললো? :-X

    জেলিবীন(4.2) এর পর কী লাইম পাই (অ্যান্ড্রয়েড 5 ) এর তো দেরি আছে। তার আগে ছিল আইসক্রীম স্যান্ডুইচ।

    যাদের নাম লিখলাম, তদের নিয়ে একটু লিখিঃ

    টেলর সুইফটঃ কনটেম্পোরারি কান্ট্রি আর্টিস্ট। নিজেই লেখে, গায়। মীন, উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার, ইউ বিলং উইথ মী এইগুলো ট্রাই করতে পারো।

    কোল্ড প্লেঃ ক্রিস মার্টিন। পিরিয়ড। সায়েন্টিস্ট শোনো। তারপরে ঐ একই গান উইলি নেলসনের ভার্সান। এদের ভিডিও গুলো একেকটা আর্ট পীস। এভরি টিয়ারড্রপ ইজ এ ওয়াটারফল দ্যাখো।

    কেনি চেসনিঃ ইনি কান্টি মিউজিকের একেবারে ওপরের দিকের লোক। বয়েজ অফ ফল, সামহোয়ার উইথ ইউ, কাম ওভার, ইউ অ্যান্ড টেকিলা... লিস্টি বেজায় লম্বা।

    মিরান্ডা ল্যামবার্টঃ ওভার ইউ, হাউস দ্যাট বিল্ট মী। এও এখন কান্ট্রি মিউজিকের টপে আছে। এর হাজব্যান্ড (ব্লেক শেলটন) আরেক টপ সিংগার।

    অ্যাডেলঃ ব্রিট পপ সিংগার। এইটা দিয়ে শুরু করোঃ রোলিং ইন দা দীপ। তারপরে রিউমার হ্যাজ ইট, সামওয়ান লাইক ইউ এসব তো আছেই। আর হ্যাঁ, স্কাইফল নিয়ে আশা করি কিছু বলার দরকার নেই।

    ডাইডোঃ ইনিও ব্রিট। কি একটা বিশাল নাম আছে, সেটা মনে নেই, তবে শেষে আর্মস্ট্রং আছে। প্রথ্ম শুনি হোয়াইট ফ্ল্যাগ। নিজে লেখে, গায়। লিরিকস খুব পাওয়ারফুল। তারপরে একে একে থ্যাংক ইউ, লাইফ ফর রেন্ট, স্যান্ড ইন মাই শুজ।

    মোটামুটি ধারণা আছে, কলিদির লিস্টিও এর কাছাকাছি থাকবে/ আইডেন্টিফাই করবে ঃ-)) এই ফাঁকে দু লাইন লিখলে তো কথাই নেই।

    Name: কৃশানু

    IP Address : 213.147.88.10 (*) Date:11 May 2013 -- 11:04 PM

    সিকি খিল্লি করেছে :-)

    Name: Sankha

    IP Address : 118.35.9.186 (*) Date:11 May 2013 -- 11:10 PM

    সিকির পোস্টের পরে ওপরের লেখাটা লিখছিলুম, কিন্তু আবার গ্রেট গ্যাটসবি দেখতে যাবার একটা হুজুগ উঠে পোস্ট করতে দেরি হল। মাঝে অনেক কথা চালাচালি হয়ে গেছে দেখছি।

    কৃশানু, সাব অল্টার্ণ একেবারেই নয়, এরাই মেন স্ত্রীম বলতে পারো। কনটেম্পোরারিতে। সাব অল্টার্ণ খুব সম্ভবতঃ রেগে বা ডাবস্টেপ এইগুলো। খুব বেশি শুনি না, স্ক্রিলেক্স বলে একজনের নাম খুব শুনছি আজকাল। এইটা শুনে দেখতে পারোঃ

    মেক ইট বান ডেমঃ এটি ফার ক্রাই 3-র জন্য খুব পপুলার হয়েছে।



    আর টেলর সুইফটকে অ্যাকটর ভাবা স্বাভাবিক। কার্লি ব্লন্ড, দারুণ হাইট, গোলা দেখতে। ইউ বিলং উইথ মি-র ভিডিও টা দেখতে পারো, ওখানে একটা ব্রুনেট লুক দিয়েছে.... কোন কথা হবে না।

    আর সদার ক্র্যানবেরিজ ও ভালো, ওদের ঐ লীড ভোকাল ডলোরেস। তবে জম্বির থেকেও লিংগার গানটা আমার বেশি ভালো লাগে।

    Name: siki

    IP Address : 132.177.55.178 (*) Date:11 May 2013 -- 11:25 PM

    ওরে পাগলা, শঙ্খ, আমি খিল্লি করেছিলাম বাপ।

    অবশ্য নামগুলো শুনি নি। এটাও ঠিক্কথা।

    Name: Blank

    IP Address : 69.93.241.65 (*) Date:11 May 2013 -- 11:46 PM

    শুনে দেখবো গান, যদি লিরিক বুঝতে পারি।...

    Name: a x

    IP Address : 118.195.222.89 (*) Date:11 May 2013 -- 11:54 PM

    ধুর সদা বলছে পাতি পপের কথা। সেটা তো জনরার তফাৎ, প্রজন্মের তফাৎ হতে যাবে কোন দুঃখে?

    Name: a x

    IP Address : 118.195.222.89 (*) Date:11 May 2013 -- 11:57 PM

    আর আপনারা ক্রিস মার্টিনকে চেনেন না কোল্ডপ্লে না চিনলেও? গুয়েনথ পল্ট্রো'র বর। এইবার মনে থাকবে ;-)

    Name: কৃশানু

    IP Address : 213.147.88.10 (*) Date:12 May 2013 -- 12:01 AM

    আচ্ছা আচ্ছা, এঁর গ্রেট এক্সপেক্তেসনস দেখেছি।

    Name: ম

    IP Address : 60.82.180.165 (*) Date:12 May 2013 -- 01:32 AM

    এরা কারা!!!
    হে ভগবান- মাইলি সাইরাস হয়ে এখানে এসেছি।

    Name: ম

    IP Address : 60.82.180.165 (*) Date:12 May 2013 -- 01:33 AM


    দেখুন।

    Name: kk

    IP Address : 78.47.250.76 (*) Date:12 May 2013 -- 04:39 AM

    হায় হায় টেলর সুইফ্‌টের নাম উঠলো আর 'ব্যাক টু ডিসেম্বার' বললে না? আর 'মাইন'।

    কেনি চেসনীর কথা তো বলে শেষ করতে পারবোনা, কাজেই শুরু না করাই ভালো। আমার অত্যন্ত অত্যন্ত অত্যন্ত প্রিয় গায়ক। আমারই শহরেরও লোক। অনেকটা অ্যালান জ্যাকসনের সঙ্গে মিল পাই।

    কেলি ক্লার্কসন কেউ শোনেনা? 'অলরেডি গন'......

    আর ক্রিশ্চিনা পেরি? ' এ থাউজ্যান্ড ইয়ার্স?'

    আর, আর লেডি অ্যান্টিবেলাম -- 'জাস্ট আ কিস', 'নিড ইউ নাও'।

    যাকগে টইকে বিপথে নিয়ে যাবার ইচ্ছে নেই। এই নিয়ে কথা উঠেছিলো দেখে এটুকু লিখে গেলাম।
  • Sankha | 118.35.9.186 | ১২ মে ২০১৩ ০৮:৫৫605383
  • রঞ্জনদা নিজের টই আবার নিজেই হাইজ্যাক করে নিয়েছেন। একটু সমসাময়িক পাশ্চাত্য সঙ্গীত নিয়ে আলোচনা হচ্ছিলো, ধম্মে সইলো না। ঃ-((

    সুতরাং নতুন টই। সমসাময়িক পাশ্চাত্য সঙ্গীত নিয়ে লিখুন। কান্ট্রি, ব্লুগ্রাস, পপ, রেগে, অল্টারনেট, ডাবস্টেপ, রক, জ্যাজ, রিদম অ্যান্ড ব্লুজ, ইন্ডি, লাতিনো, ইন্স্ট্রু, যা কিছু শোনেন।
  • Sankha | 118.35.9.186 | ১২ মে ২০১৩ ০৯:৪৫605394
  • কলি দি,

    ওয়াও!! কেনি তোমার শহরের? ট্রীট দিতে হবে ঃ-))

    ইয়েপ, লেডি অ্যান্টেবেলাম মিস করে গেছি। এই ব্যান্ডটা আমারও খুব ফেভারিট। তুমি যা লিখলে তার বাইরে ওদের আই রান টু ইউ, আমেরিকান হানি, হ্যালো ওয়ার্ল্ড এই গানগুলোও খুব ভালো লাগে।

    কেলি ক্লার্কসন, কেরি আন্ডারউড আর ফিলিপ ফিলিপসঃ আমেরিকান আইডলের বোধহয় এই তিনটি সবচেয়ে উল্লেখযোগ্য নাম। কেলির স্ট্রংগার ভালো লাগে, জোশিলা গান

    কেরি আন্ডারউডের ব্লোন অ্যাওয়ে আর ফিলিপের হোম ছাড়া উল্লেখযোগ্য কিছু শুনি নি। ফিলিপ ফিলিপের গলাটা মাঝে মাঝে আবার আগেকার আদনান সামির মত শোনায় ঃ-))

    বাই দা ওয়ে, কেসি মাসগ্রেভস শুনেছো? মেরি গো রাউন্ড, ইট ইস হোয়াট ইট ইজ, সিলভার লাইনিং, ফলো ইয়োর অ্যারো...

    লম্বা দৌড়ের ঘোড়া। এই মেয়েটিও নিজেই গান লেখে, খুব ভালো লিরিকস। এর উল্লেখ করেছি সদ্য একটি লেখায়, পোস্ট করলে দেখো...

    শুনে দেখো, ভালো লাগবে গ্যারান্টি ...
  • kk | 78.47.250.76 | ১২ মে ২০১৩ ০৯:৪৬605405
  • হ্যাঁ লিখুন। আর অ্যাডেলকে সবাই মিলে 'অ্যাডেলে' বলছেন কেন?
  • riddhi | 118.218.136.234 | ১২ মে ২০১৩ ১০:১৭605416
  • ইংরেজী গান এক কথায় অসহ্য লাগে। জীবনে কোনদিন কোন ইংরেজী গান যেচে পুরোটা শুনেছি বলে মনে হয় না। পু-উ-রো সময় নষ্ট। কফির দোকানে বা বার্গার কিঙ্গে বসলে কানে কিছু আসে। একটা গান এইভাবে মনে কিছুটা দাগ কেটেছিল -আম্ব্রেলা, রেলা, রেলা রেলা।
    কিন্তু ওদের বেশীরভাগ গানের লিরিক্স আমাদের তুলনায় একদম প্রস্তর যুগে পড়ে আছে মনে হয় না? কেকের পোস্টের যাস্ট আ কিস্স এর লিরিক্স পেলাম নেটে-
    Lyin' here with you so close to me It's hard to fight these feelings..Caught up in this moment Caught up in your smile I've never opened up to anyone So hard to hold back এটা তো আমাদের পাড়ার ফাংশানেও চান্স পাবে না। ৮০র দশকের তাপস পাল মার্কা ছবির গানের লাইন। এই ধরুন, আমাদের কবীর সুমনের গানের লিরিক্সের সাথে কিরকম তুল্নায় আসে এইগুলো?
  • sda | 127.194.195.81 | ১২ মে ২০১৩ ১০:১৯605427
  • বাঃ অনেক সাজেশন পেলাম তো ! শুনতে হবে সব পর পর।
    গ্রীন ডে কে কি সমসাময়িক বলা চলে ? বেশ ভালো লাগে।
    মার্ক নফলারের নতুন সোলো অ্যালবাম বেরোলো কিছুদিন আগে। টাইটেল ট্র্যাক টা বেশ ভালো লেগেছে। তবে ডায়ার স্ট্রেটসের সময়কার সেই ম্যাজিক খুঁজে পেলাম না।
  • sda | 127.194.195.81 | ১২ মে ২০১৩ ১০:২৪605438
  • রিদ্ধি দা, গ্রীন ডে র যে কোনো গানের লিরিক দেখো, গ্যারান্টি দিচ্ছি পাপোস তাল টাইপ মনে হবে না ঃ)
  • Sankha | 118.35.9.186 | ১২ মে ২০১৩ ১০:২৮605439
  • রিদ্ধি ওটা খুব সম্ভবতঃ রিরি মানে রিয়ানা।

    ইংরেজি গান অসহ্য লাগে? তাহলে আর আলোচনাতে এসে কি লাভ বস?

    আর ইংরেজি গানকে কসুর গানের সঙ্গে তুলনাতে ফার্স্ট হতে হবে এমন তো কোন মাথার দিব্যি নেই। যেখানে কসু নিজেই প্রচুর গান সেরেফ ইংরেজি গানের অনুবাদ করে চালিয়েছেন। এইভাবে দুমদাম সুইপিং স্টেটমেন্ট দেওয়া যায় নাকি?
  • Sankha | 118.35.9.186 | ১২ মে ২০১৩ ১০:৩৭605440
  • সদা,

    ৮০'স এ অনেক ভালো ভালো ব্যান্ড উঠেছিল। গ্রীন ডে আর ডায়ার স্ট্রেটসের মার্ক নফলার দুইই একটু পুরোনো। সুলতান অফ সুইং এর ঐ গিটার সোলোটার জন্যই মেইনলি ভালো লেগেছিল। আমি ওদের নতুন কিছু শুনি নি।
  • Bhagidaar | 218.107.178.181 | ১২ মে ২০১৩ ১০:৩৮605373
  • ওই গান তা চান্স পাবেনা কিন্তু "তু মেরে সামনে ম্যায় তেরে সামনে" পাবে? সব ইংরিজি গানের লিরিক খারাপ বা প্রেম-টইটুম্বুর? আমার ইংরিজি গানের জ্ঞান খুব সীমিত কিন্তু তার মধ্যে থেকেও ভালো লিরিক এর গান বেছে তুলে আনতে পারি।
  • Bhagidaar | 218.107.178.181 | ১২ মে ২০১৩ ১০:৪২605374
  • Adele এর যা সাজেশন ওপরে রয়েছে তার সঙ্গে আমি অবস্যই "সেট ফায়ার টু দা রেন" যোগ করব।
  • riddhi | 118.218.136.234 | ১২ মে ২০১৩ ১০:৪৮605375
  • শন্খঃ আমার কিরকম লাগে সেই নিয়ে সুইপিং স্টেটমেন্ট কি আমার বাবা দেবেন? কিন্তু কসু বেটার আমি তো বলিনি। প্রশ্ন রেখেছি সব গান ই এরকম থার্ড ক্লাস কিনা।

    আর এটা ভাগীদারকেও বলছি-আমার একটা ক্ষীন সন্দেহ আমার আগের শোনা গানগুলো বায়াস্ড স্যাম্পল, কারণ চেনাশোনার মধ্যে যারা ওয়েস্টার্ন মিউসিক শুনত তারা বেশীরভাগ ঝাটু টাইপ ছিল। বায়াস কারেক্ট করতে এসেছি। এখন সদার গ্রীন ডে শুনব ।
  • riddhi | 118.218.136.234 | ১২ মে ২০১৩ ১০:৫৯605376
  • শন্খ, ওটা সালতান ওপ্ফ সুইইং। দেখবেন লোকটা সালতান সালতান করে চিল্লাচ্ছে। এবার আমার দু তিন বন্ধু ওটা অষ্টপ্রহর শুনত ফার্স্ট ইয়ার থেকে। কিন্তু লিরিক্স কিস্যু বুঝত না বলে ক্যাচ করেনি। ওদিকে ক্যসেটের ওপর নামটা লেখা। আর একদিক দিয়ে তো ঠিকি, আমরা তো আর টিপু সালতান বলি না। তারপর কৌস্তভ দা একদিন মাল পার্টিতে মা এই নিয়ে যা তা হ্যাটা করল, তখন আবার শুনে বুঝ্লাম।
  • Bhagidaar | 218.107.178.181 | ১২ মে ২০১৩ ১১:০০605377
  • গুড গুড!
  • sda | 127.194.195.81 | ১২ মে ২০১৩ ১১:১১605378
  • রিদ্ধিদা, ওয়েস্টার্ণ রক মিউজিক যদি শোনা শুরু করো, একটা লিস্ট দিচ্ছি , শোনো, তার পর ফ্লো এসে যাবে ঃ)
    ১। কাশ্মীর - লেড জেপলিন।
    ২। স্টেয়ারওয়ে টু হেভেন - ঐ।
    ৩। হোটেল ক্যালিফোর্নিয়া- ঈগলস।
    ৪। টেকিলা সানরাইজ - ঐ
    ৫। ইলেক্ট্রিক ফিউনারেল-ব্ল্যাক সাবাথ।
    ৬। অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল (১,২,৩) - পিঙ্ক ফ্লয়েড।
    ৭। ইকোজ - ঐ
    ৮। কিপ টকিং - ঐ।
    ৯। রান লাইক হেল - ঐ।
    ১০।আ গুড ডে ফর ফ্রিডম - ঐ।
    ১১। নাম্বার অফ দ্য বিস্ট - আয়রন মেডেন।
    ১২।ফ্যান্টম অফ দি অপেরা - ঐ
    ১৩। ওয়ান - মেটালিকা
    ১৪। মাস্টার অফ দি পাপেটস - ঐ
    ১৫। দ্য আনফরগিভেন - ঐ
    ১৬। ক্রেজি ট্রেন -ওজি অসবোর্ণ।
    ১৭। আন্ডার প্রেসার - কুইন।
    ১৮। ফ্রীবার্ড - লিনার্ড স্কিনার্ড।
    ১৯। ওয়াক অফ লাইফ - ডায়ার স্ট্রেটস।
    ২০। স্মোক অন দ্য ওয়াটার - ডিপ পার্পল

    সচেতনভাবেই ডিলান আর কোহেন এর নাম দিলাম না। ওনাদের গান বেছে বেছে শুনলে পাপ হয়।
  • Sankha | 118.35.9.186 | ১২ মে ২০১৩ ১১:১৮605379
  • রিদ্ধি,

    হ্যাঁ, মার্ক নফলার 'সলটান, উই আর দা সলটান অফ সুইং' বলতো। প্রথমদিকের মানে ৮০ স এর রেকর্ডিংগুলোতে তাই শোনাচ্ছে। পরে ইউটিউবেই একটা ভিডিও পাই যেটাতে অলমোস্ট 'সুলতান' বলেই গাইছে। ২০০৪-০৫ বা ০৬ হবে।

    আর আমি তো জানতে চাইনি মা না বাবা 'কে' সুইপিং স্টেটমেন্ট দেবেন। 'পু-উ-রো সময় নষ্ট' অথবা 'এই ধরুন, আমাদের কবীর সুমনের গানের লিরিক্সের সাথে কিরকম তুল্নায় আসে এইগুলো?' এইভাবে নিজের ইংরেজি গান শোনার লিমিটেশন দিয়ে সব ইংরেজি গানের ওপরে মন্তব্য ছুঁড়ে দেওয়া যায় নাকি, সেটা জানতে চেয়েছি।

    একটা গান শুনেই সব গান থার্ড ক্লাস লাগে কিনা এই রকম প্রশ্নও করা যায় বুঝি? সমস্ত ইংরেজি গান নিয়ে? তাহলে আর কিছু বলার নেই।
  • Blank | 69.93.241.65 | ১২ মে ২০১৩ ১৩:০০605380
  • জনগন, দয়া করে ইউটিউব দেওয়া বন্ধ করুন। লসলেস ভার্সান, নিদেনপক্ষে ভালো এম্পিথ্রির লিং দিন। গান দেখতে পারবো না, আর প্রথম শোনার বেলা বাজে সাউন্ড শুনতে পারবো না
  • aka | 79.73.10.10 | ১২ মে ২০১৩ ১৮:৪৯605381
  • সদাকে কেলাব, ফ্রেডির শুধু একটা গান রেখেছে তাও ওটা মনে হয় ডেভিড বাওয়ির।

    রিদ্ধির জন্য কতটা পথ পেরলে তবে পথিক হওয়া যায় এর বাংলা যেন কি?

    হুইচ সাইড আর ইউ অন বয়েজ গানের ইংরিজি যেন কি?

    আপেল আর কমলালেবু তুলনা করলে কোয়ান্ট পাপ দেবে।
  • Abhyu | 82.149.89.151 | ১২ মে ২০১৩ ১৯:২৭605382
  • a x | 118.195.222.89 | ১২ মে ২০১৩ ২০:২৬605384
  • প্রাচীনপন্থীরা কেউ জেথরো টাল, কিম্বা ডেভিড বোয়ি শোনেন না? আর ডায়ার স্ট্রেটস?
  • a x | 118.195.222.89 | ১২ মে ২০১৩ ২০:৩০605385
  • আর ঋদ্ধি ইংরেজি পপ গান নিয়ে খুব কিছু ভুল বলেনি। ভার্বালি চ্যালেঞ্জড, হরমোন রেজড টিনেজারের বাইরে বিশেষ নাই।
  • Blank | 69.93.198.119 | ১২ মে ২০১৩ ২০:৩৩605386
  • টেলর সুইফট ভালো ই লাগলো। কাল কোল্ড প্লে শুনবো। একটা প্লে লিস্ট কেউ বানিয়ে দাও।
  • a x | 118.195.222.89 | ১২ মে ২০১৩ ২০:৩৫605387
  • ওরে স্টোয়িক কই গেলে? এই বাচ্চাকাচ্চাদের একটু আলো দেখাও!
  • Blank | 69.93.198.119 | ১২ মে ২০১৩ ২০:৪১605388
  • আমি কিস্যু শুনি নি ঃ( আমার কি হবে ঃ(
    এই টাল বোয়িই এদের প্লে লিস্ট কই? কি শুনবো?
  • sda | 127.194.215.68 | ১২ মে ২০১৩ ২২:০৪605389
  • আকাদা, সরি ঃ(
    আন্ডার প্রেসার আমার কাছে ফ্রেডির ই গান। ডেভিড বোয়ির ভার্সানটার থেকে ফার ফার ফার বেটার।
    বোহেমিয়ান র‌্যাপসডি, উই উইল রক ইউ, আই ওয়ান্ট টু ব্রেক ফ্রী লিস্টে অ্যাড করলাম ঃ)
    পপ শুনতে হলে শুনুন অ্যাবা, বনি এম, বি জিস। নাইন্টিজের এবং তার পরের পপ মিউজিক ইজ নাথিং বাট সিন্থেসাইজড রিদমস অ্যান্ড বুলশিট লিরিকস।
    তাও ভেঙ্গাবয়েজের দুটো একটা ভালো।
  • lcm | 34.4.162.218 | ১২ মে ২০১৩ ২৩:৫০605390
  • ইংরিজি গান .... মানে ইংরিজিতে গাওয়া গান... দুটি দল/ব্যক্তির নাম বোধহয় এখনও করা হয় নি, অবশ্য এত অবভিয়াস ভলেই হয়ত ---
    ১) বিট্‌ল্‌স
    ২) মাইকেল জ্যাকসন
    বিশ্বব্যপী ইন্ফলুয়েন্ন্স অন পপুলার কালচার বলতে যা বোঝায় - তাতে এদের কাছে কেউ আসে না।
  • aka | 79.73.10.10 | ১৩ মে ২০১৩ ০০:০৬605391
  • সারা পৃথিবী জুড়েই পপুলার মিউজিকে অনেক সময়েই সুর কথাকে ক্যারি করেছে ইংরিজি পপও তার ব্যতিক্রম নয়। এই অবধি।
  • aka | 79.73.10.10 | ১৩ মে ২০১৩ ০০:০৮605392
  • ল্যাদোষ দার বাদ গেল এলভিস প্রেসলি।
  • Sankha | 118.35.9.186 | ১৩ মে ২০১৩ ০০:১৮605393
  • না, সে বলতে গেলে পিংক ফ্লয়েডের নাম ও করিনি, অথচ এই একটি ব্যান্ড আমি এখনো অবধি সবথেকে বেশি শুনেছি।

    তার কারণ এরা কেউই এখন আর নতুন গান তৈরি করছে না। ডেভিড গিলমোর বুড়ো হাড়ে কয়েক বছর আগেও ভেলকি দেখিয়েছে, কিন্তু কোন নতুন অ্যালবাম নেই।

    এই টইতে মেইন ফোকাস থাকুক ঠিক এই সময়ের গান আর শিল্পীদের নিয়ে। সেই জন্যেই টেলর সুইফট, অ্যাডেল এদের নাম।
  • Bhagidaar | 218.107.178.181 | ১৩ মে ২০১৩ ০০:২১605395
  • রিদ্ধি আগে যেমন বলল লিরিক এর কোয়ালিটি নিয়ে, সেরম একটা গান সাম্প্রতিক কাল এ বেরিয়েছে। এত বাজে গান কিন্তু হিট হয়েছে (অন্তত রেডিও তে যে পরিমান এ শোনাচ্ছে, তাতে তো হিট ই মনে হলো), সেটা হলো "A Team "
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন