এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরানো স্মৃতি থেকে এক শকিং কাহিনী

    Zn
    অন্যান্য | ২৭ মে ২০১৩ | ২৩৭৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রণব রায় চৌধুরী | 69.93.242.131 | ০৮ জুন ২০১৩ ১৪:৫৬609979
  • @রিভু

    [এই তইটা একটা বিচ্ছিরি নেশা হয়ে গেছে। যাকগে, আবার কেঁচে গন্ডুষ করি। প্রণব বাবু, লাস্ট পোস্টে, "তবে ওই আগে যা বলা হয়েছে তাদের মূল কাজে এ কারণে অবহেলা করা উচিৎ হবে না"। এই খানে মেয়েদের মূল কাজ তার মানে সন্তান ধারণ ও পালন। আচ্ছা, ছেলেদের মূল কাজ কি?]

    ঠিক ধরেছেন । আর তাই আপনার পরের প্রশ্নটা বড় বেমানান । উত্তরটা বলছে আপনি আগের পোস্টগুলো ফলো করেছেন । আর প্রশ্নটা বলছে মোটেই না ।

    জানতে গেলে পড়তে হবে অন্ততঃ আমি কি লিখেছি প্রথম পাতায় । যাই হোক , খুব ছোট করে

    [তা এই পরিবার গড়ার মূল কারণ সন্তানের লালনপালন ] এটা লেখা আছে । আশা করি বিশ্বাস করেন পরিবার ছেলে আর মেয়ে নিয়েই গড়া হয় । আর তাই পরিবারে পুরুষ ও নারী দুজনের ই কাজ সন্তান পালন । তা ছেলে তো আর সন্তান ধারণ করতে পারে না , তাই শুধু সন্তান পালন । আর মেয়ে ছাড়া তো কেউ সন্তান ধারণ করতে পারে না তাই সন্তান ধারণ ও লালনপালন । না না এ কথাগুলো এখন বলছি না । সব ওই প্রথম পাতায় লেখা আছে । আজ শেষ বেলায় এ প্রশ্ন কি শোভা পায় ? যদি আপনার আপত্তি থাকে বা অন্য কোন সাজেশান থাকে দেরী হলেও বলতে পারেন ।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.242.131 | ০৮ জুন ২০১৩ ১৫:০৫609980
  • @♦

    আপনার বোধহয় জানা আছে , নাহলে জেনে নিন সবচেয়ে কঠিন , পরিশ্রমের , দীঘদিন ব্যাপী ও শারীরিক স্বাচ্ছন্দ্য ও সৌন্দর্য্যের বিপরীত যে কাজ মেয়েরা করে তা সন্তান ধারণ । মেয়েদের সব শক্ত কাজ যখন পুরুষদের অ্যালোকেট করে দিলেন তখন আসল ও সবচেয়ে শক্ত কাজটাই করলেন না । কি করছে সব বিজ্ঞানীরা ? এই অ্যালোকেশনটা এখনও সম্ভব করতে দিচ্ছে না । মনে রাখবেন , মেয়েদের আরও অনেকগুলো শক্ত কাজ করতে হয় যা অত সহজে ছেলেদের অ্যালোকেট করা যায় না । বা গেলেই মেয়েদের অস্তিত্ত্ব ও স্বাতন্ত্র্যে টান পড়ে ।
    কথা যুক্তি দিয়ে বলবেন ।
  • | 116.196.243.6 | ০৮ জুন ২০১৩ ১৫:০৯609981
  • <<<<বিয়ে করার অর্থই এই একুয়াল এমপাওয়ারমেন্ট। বিয়ে করা মানেই এই সমান হওয়ার আশ্বাস।বিশ্বাস।প্রতিজ্ঞা। সহধর্মিনী অর্ধাঙ্গিনী শব্দের মধ্যেই এই সমানত্বের অঙ্গীকার রয়েছে। এই সমানত্ব অর্জন করার জন্য আলাদা করে রোজগার করার দরকার নেই।>>>>সুত্রাং সমানত্ব অর্জন য্খন হ​য়ে গেছে তখন পুরুষেরও আলাদা করে রোজগার করার কোনো দরকার নেই। নাকি রোজগার না করলে পুরুষরা নারীর সমানত্ব অর্জন করতে পারে না? তাই সমানত্ব অর্জনের জন্য বেচারা পুরুষকে রোজগার করতেই হবে!!!
  • প্রণব রায় চৌধুরি | 69.93.242.131 | ০৮ জুন ২০১৩ ১৫:১৭609982
  • http://www.anandabazar.com/archive/1130606/6bisoy1.html

    পড়ে মনে হল [ মানে ইনহেরিটেড মালে তারা সন্তানকে বঞ্চিত করতে পারে না - উইল নাল আ্যন্ড ভয়েড হয়ে যায় ৷ মানে আমি যদ্দুর জানি ৷]

    [আমিও এই রকমই জানি ।]

    এটা আমরা ভুল জানি । উইলে নিজের অর্জিত ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত সবরকম সম্পত্তি থাকতে পারে এটাই মনে হল । কেডি বা দুখে যদি আর একটু ব্যাখ্যা করে ।
  • | 116.196.243.6 | ০৮ জুন ২০১৩ ১৫:৩০609983
  • প্রণব রায় চৌধুরী ,
    আপনার প্রশ্নের মধ্যে কোনো যুক্তি নেই, তাই তার উত্তরে কোনো যুক্তির অবতারনার দরকার বোধ করি না।
    বেশিরভাগ মাতৃতান্ত্রিক সমাজে পুরুষরা ঘরের কাজ ও সন্তানপালন করে থাকে আর মেয়েরা বাইরের কাজ। তার জন্য কোনো বিজ্ঞানের আবিস্কারের দরকার প​ড়ছে না।
    পিতৃতান্ত্রিক অহংকারের চশমাটা প​ড়ে আছেন, সেটা খুলুন আগে।
    <<মেয়েদের আরও অনেকগুলো শক্ত কাজ করতে হয় যা অত সহজে ছেলেদের অ্যালোকেট করা যায় না । বা গেলেই মেয়েদের অস্তিত্ত্ব ও স্বাতন্ত্র্যে টান পড়ে । >> এরূপ ভাটের কথার উত্তরে এটুকু বলা যায় ,
    পুরুষদের অনেক সহজ কাজ করতে হ​য় যাতে মেয়েদের অ্যালোকেট করার কথা (আপনার মতো) পুরুষরা ভাবতে পারেন না, কারন তাতে পুরুষদের অস্তিত্ত্ব ও স্বাতন্ত্রে টান প​ড়ে।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.242.131 | ০৮ জুন ২০১৩ ১৫:৩১609984
  • @♦

    [<<<<বিয়ে করার অর্থই এই একুয়াল এমপাওয়ারমেন্ট। বিয়ে করা মানেই এই সমান হওয়ার আশ্বাস।বিশ্বাস।প্রতিজ্ঞা। সহধর্মিনী অর্ধাঙ্গিনী শব্দের মধ্যেই এই সমানত্বের অঙ্গীকার রয়েছে। এই সমানত্ব অর্জন করার জন্য আলাদা করে রোজগার করার দরকার নেই।>>>>সুত্রাং সমানত্ব অর্জন য্খন হ​য়ে গেছে তখন পুরুষেরও আলাদা করে রোজগার করার কোনো দরকার নেই। নাকি রোজগার না করলে পুরুষরা নারীর সমানত্ব অর্জন করতে পারে না? তাই সমানত্ব অর্জনের জন্য বেচারা পুরুষকে রোজগার করতেই হবে!!!]

    কি বলছেন , কাকে বলছেন , কেন বলছেন কিছুই তো বুঝলাম না । আরে সমান হওয়ার কথা কে কখন আমাদের আলোচনায় তুলল । আর নাক আর নরুন কি সমান হতে পারে । যদি প্রেমিস এক না হয় তবে কি তুলনা করা যায় বা সমান বা অসমান কোনটা করা যায় ? ওই যে বিয়ের অনুষ্ঠানে বর বড় না বৌ বড় আচার থাকে সে রকম ব্যাপার । বরের গুণ এল=ক্রকম , বৌএর আর একরকম । তা বড় ছোট কি ভাবে দেখা হবে ? সহ আর সমান কি এক ? সহকারী আর সমানকারী দুটো শব্দই শোনা যায় । কিন্তু পুরো আলাদা মানে ।
    [বিয়ে করা মানেই এই সমান হওয়ার আশ্বাস।বিশ্বাস।প্রতিজ্ঞা। সহধর্মিনী অর্ধাঙ্গিনী শব্দের মধ্যেই এই সমানত্বের অঙ্গীকার রয়েছে।]
    অসম্ভব ও অর্থহীণ ।

    [এই সমানত্ব অর্জন করার জন্য আলাদা করে রোজগার করার দরকার নেই।>>>>সুত্রাং সমানত্ব অর্জন য্খন হ​য়ে গেছে তখন পুরুষেরও আলাদা করে রোজগার করার কোনো দরকার নেই। নাকি রোজগার না করলে পুরুষরা নারীর সমানত্ব অর্জন করতে পারে না? তাই সমানত্ব অর্জনের জন্য বেচারা পুরুষকে রোজগার করতেই হবে!!!]

    এই অর্থহীণ কথাগুলো কে বলছে ? যে এই পোস্টটা লিখছে না আগে কেউ বলেছে ? যেই বলে থাকুক পুরোপুরি অর্থহীণ কেননা রোজকার করার সাথে - সংসার চালান ও সন্তান পালনের জন্য অতি আবশ্যক , সমানত্বের সাথে কোন সম্বন্ধ নেই আর সমানত্ব অসম্ভব বলে এ রকম সম্বন্ধ হতেও পারে না ।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.242.131 | ০৮ জুন ২০১৩ ১৫:৪০609986
  • @♦

    [বেশিরভাগ মাতৃতান্ত্রিক সমাজে পুরুষরা ঘরের কাজ ও সন্তানপালন করে থাকে আর মেয়েরা বাইরের কাজ। তার জন্য কোনো বিজ্ঞানের আবিস্কারের দরকার প​ড়ছে না।]

    খুব ভাল কথা । যুক্তি না থাকলে লোকে তাই বলে থাকে - বিপক্ষের যুক্তি নেই । না না নো প্রব্লেম ।

    তবে মনে রাখবেন প্রথম অবস্থায় মানুষের সমাজ মাতৃতান্ত্রিকই ছিল । সবার অসুবিধেতেই সবাই মিলে - পুরুষ নারী সবাই - তা পুরুষতান্ত্রিক করা হয়েছে । হ্যাঁ এখনও কয়েক জায়গায় আসে বটে । তবে তা যদি সমাজ হিসাবে আদর্শ হয় তবে অন্য সমাজগুলোরও ওদের অনুকরণ করা উচিৎ ছিল । অ্যাল্যাস ! তা হয়নি । তাই ওই উদাহরণ কাজ করে না । আপনি নিজেই বলুন না সমাজে - সে মাতৃতান্ত্রিক , পিতৃতান্ত্রিক যাই হোক - ছেলে আর মেয়েরা কি ভাবে কোন কাজ করলে তা আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় ।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.242.131 | ০৮ জুন ২০১৩ ১৫:৪১609987
  • "আছে" হবে "আসে" না ।
  • | 116.196.243.6 | ০৮ জুন ২০১৩ ১৫:৪২609988
  • <<<....>>> চিহ্নের ভেতেরর কথা মানে কাউকে কোট করা, কে বলেছে জানতেম চাইলে কথাগুলো কপি করে কন্ট্রোল+এফ মেরে সার্চবক্সে কন্ট্রোল+ভি প্রেস করুন, দেখ্তে পাবেন কোথা থেকে কপি করা, ওকে।
  • ranjan roy | 24.99.127.107 | ০৮ জুন ২০১৩ ১৫:৫৬609989
  • আমি কোথাও একটা ভুল করছি।
    কঠিনকে ঈশান খালি ওমনাথ-ওমনাথ করছে কেন?
    ওমনাথ তো আমাদের ছান্দসিক? আরও কেউ আছে নাকি? আমাদের ওমনাথ তো এত লম্বা চালিয়ে যায় না!
  • | 116.196.243.6 | ০৮ জুন ২০১৩ ১৬:০৫609990
  • পুরুষতান্ত্রিক সমাজের পুরুষগুলো কোনো অন্য ম্যাটেরিয়াল দিয়ে গ​ড়া মোটেই ন​য় যে তারা ঘরের কাজ, সন্তানপালন করতে পারবে না, যেটা মাতৃতান্ত্রিক সমাজের পুরুষরা পারে।
    অথবা মাতৃতান্ত্রিক সমাজের নারীরাও মোটেই এস্পেষ্হাল কিছু না যা দিয়ে বাইরের কাজ বেশি ভালো করতে পারে।
    তাই সে উদাহরণ কাজে অসবে না বলে ঘোষণা এটাও অযৌক্তিক।
    আদর্শ​........... অনুকরন​.................. উচিত​.............. এই কথাগুলো সবসম​য় সম্পর্কিত ন​য়, মানে যা আদর্শ তাহাই অনুকরন যোগ্য কিনা কিম্বা অন্যকে অনুকরন করা মনুষ্যচিত গুন কিনা তা নিয়ে অনেক তর্ক হতে পারে।
    কোনো একটা সম​য় সমাজ মাতৃতান্ত্রিক থেকে পিতৃতান্ত্রিকে সিফ্ট করেছিল সেটা সেসম​য়ের প্রেক্ষিতে প্রাসঙ্গিক থাকলেও থাকতে পারে, কিন্তু বর্তমান সম​য়ে দাঁড়িয়ে সেটার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত ন​য়।
  • kd | 47.228.104.252 | ০৮ জুন ২০১৩ ১৭:০০609991
  • অনেকক্ষণ আসিনি ৷ আমার পোস্টে একটা ভুল করেছি ৷ দ্বিতীয় প্যারায় "কন্টেস্টেড হ'লে উইল নাল অ্যান ভয়েড" হবে ৷ তবে পুরো উইল না শুধু ওই পার্টটা, জানি না (বা মনে নেই উকিল ঠিক কী বলেছিলো) ৷
    আর এটাই যে ঠিক, তাও বলছি না - জাস্ট "একজন" উকিলের কথা ৷

    কিন্তু ঈশান যে এখনও জানালো না, মানুষের মাংস খাওয়া ইল্লিগাল কী না ৷
    আর লোকে বলে "গুরু"তে নাকি সব জরুরী প্রশ্নের উত্তর পাওয়া যায় - মিথ্যে, মিথ্যে, মিথ্যে !!!
  • dukhe | 127.194.236.15 | ০৮ জুন ২০১৩ ১৭:০৪609992
  • আরে রঞ্জনদা, কঠিনই তো ওমনাথ। আবার cm মনে হয় চান্দু।
    আর প্রণববাবু, উইল নিয়ে আমার ফান্ডা খুবই কম। তবে আবাপ পড়ে মনে হয়নি ইনহেরিটেড আর স্বোপার্জিত সম্পত্তির জন্য উইলের নিয়ম আলাদা।
  • ranjan roy | 24.99.68.5 | ০৮ জুন ২০১৩ ১৭:৩২609993
  • ভারতে বা অন্যদেশে যত নামকরা শেফ সব পুরুষ। কাজেই রান্নাঘর ছেলেদের তুলনায় মেয়েদের পক্ষে স্বাভাবিক কাজের জায়গা--এটা একটা পিতৃতান্ত্রিক ঢপ।
    আমাদের ফিউডাল ব্যব্স্থায় মেয়েদের ছোটবেলা থেকে রান্নাঘরে খুন্তি ধরতে শেখানো হয়। তখন তার ভাই মাঠে খেলে বেড়ায়। কাজেই রান্না করা একটা acquired attribute। আদৌ সহজাত নয়।
    ১)আর কারো যদি স্বামী কোন অসুখ বা দুর্ঘটনায় স্বাভাবিক সময়ের আগে এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর চাকরি খুঁজতে হয়, তখন তার জন্যে চাকরি বসে থাকবে এমন নাও হতে পারে।
    ২) দীর্ঘ অনভ্যাসে সেই নারী তার চাকরি করার আবশ্যক কর্মক্ষমতা/দক্ষতা হারিয়ে ফেলতেও পারে।

    আমার নিজের পরিবারের অভিজ্ঞতা ঃ আমার ছোটভাই বিয়ের পাঁচবছর পরে ক্যান্সারে মারা যায়। কোন সেভিংস ছিল না। চারবছরের একটি বাচ্চা মেয়ে রেখে। আমার ভাইবৌ বিয়ের আগে থেকেই ভিলাই স্টিল প্ল্যান্টের টিচার। তাই প্ল্যান্টের কোয়ার্টারে গিয়ে থেকে ডিউটি করে একমাত্র মেয়েটিকে বড় করে দিল্লিতে গ্র্যাজুয়েশন/পোস্ট গ্র্যাজুয়েশন করিয়ে বিয়ে দিতে কোন অসুবিধে হয় নি। নইলে আমাদের ওপর নির্ভর হলে নিজেদের ছোটখাট সাধ-আহ্লাদের জন্যেও শ্বশুরবাড়িতে চাইতে হত। এতে অস্বাচ্ছন্দ-অগৌরব দুটোই আছে।
    তেমনি বিপরীত ক্রমে আমাদের একজন সিনিয়রের স্বামী হটাৎ অসুখে মারা যাওয়ায় ছোট ছেলেদের মানুষ করতে ওনাকে অনেক ক্ষেত্রেই যে দীনতা ও কম্প্রোমাইজ করতে হয়েছে তাতে মানবমূল্যের ক্ষতি তো হয়েছেই।

    কাজেই বাস্তব prudence ছাড়াও সমাজের একজন সক্রিয় সদস্য হিসেবেই মহিলাদের যথাসম্ভব নিজের ইচ্ছানুযায়ী কোন পেশায় যোগ দিয়ে আয় অর্জন করা উচিত।
    ৩) স্বতন্ত্র আয় এম্পাওয়ারমেন্ট বা আত্মসম্মানের জন্যে ,sufficient condition নয়, কিন্তু necesaary condition তো বটেই।

    ৪) বিপরীতক্রমে, কোন পুরুষ আছে যে কর্মক্ষমতা/দক্ষতা থাকলেও নিজস্ব আয় না করে কেবল জীবনসঙ্গিনীর আয়ে সন্তুষ্ট থাকে? আমার জানা নেই। কাউকে দেখিনি। কারো জানা থাকলে বলবেন, ভুল শুধরে নেব।

    @ কঠিন,
    হ্যাঁ, লেডিজ সীট না থাকলে কোন ইতরবিশেষ হবে বলে মনে হয় না। আর আমার চাওয়ার অপেক্ষা না করে বেশ কিছু বাসে , বিশেষ করে মিনি বাসে, লেডিজ সীট তুলে দেয়া হয়েছে।
    শুধু সিনিয়র সিটিজেন ও শারীরিক ভাবে অসমর্থ দের জন্যে রাখা হয়েছে। ট্রেনের কথা নাই বললাম।
    তার চেয়েও বড় কথা, লেডিজ সীট ভরে গেলে বহু মহিলাএসে অনায়াসে পুরুষ সীটে সহযাত্রীদের সঙ্গে ভাগাভাগি করে বসেন।
  • ranjan roy | 24.99.68.5 | ০৮ জুন ২০১৩ ১৭:৪৪609994
  • কেডিদা,
    মার্চেন্ট অফ ভেনিস মনে করুন! সেই রক্ত না ঝরিয়ে পাউন্ড অফ ফ্লেশ কেটে নেয়া?
    তেমনি মানুষের মাংস খেতে গেলে আগে তাকে হত্যা করতে হবে। আর মানব হত্যা পেনাল কোডে শাস্তিযোগ্য। তাই, বাই ডিফল্ট , মানুষের মাংস খাওয়া শাস্তি যোগ্য। তবে তাকে বুক করা হবে মানব হত্যার দায়ে বা হত্যা কে প্ররোচিত করার ও সহায়তা করার দায়ে এবং মাংস খেয়ে হত্যার এভিডেন্স ট্যাম্পারড্‌ করার দায়ে।
    [ অবশ্যি আপনি যদি এমন উদাহরণ দিতে পারেন যে মানুষকে না মেরে বা আহত না করে ওর মাংস খাওয়া যায় তাহলে অবশ্য----ঃ)))]
    তবে আমার ধারণা সব সম্ভাব্য উদাহরণই কোন-না-কোন ভাবে মানুষকে আঘাত করা, ইচ্ছের বিরুদ্ধে বন্দী করা, ভয় দেখানো ইত্যাদি নানান ধারায় আটকে যাবে।
  • ranjan roy | 24.99.68.5 | ০৮ জুন ২০১৩ ১৭:৪৯609995
  • দুখে,
    অ্যাঁ,
    সোমনাথই কঠিন! সত্যি মানুষ চেনা যে কত কঠিন। এই তো সেদিন আমি আর সোমনাথ ঘটনাক্রমে ওই "মহুয়া" সিনেমার সামনে থেকেই টা-টা করে বিদেয় নিলাম। ও গেল অন্য দিকে। আর আমি বাড়ি যাচ্ছি বলে আসলে মহুয়াতে সিনেমা দেখতে ঢুকলাম।
    তখন তো আমাকে এসব বলে সাবধান করে দেয় নি! বুঝলাম ও আমার ভালো চায় না।
    সত্যি মানুষ চেনা কি কঠিন!ঃ))))
  • ranjan roy | 24.99.68.5 | ০৮ জুন ২০১৩ ১৭:৫৯609997
  • দুখে,
    আবাপ যাই বলুক, সত্যিই ইনহেরিটেড প্রপার্টি ও নিজের অ্যাকোয়ার্ড প্রপার্টির ব্যাপারে আলাদা আলাদা ব্যব্স্থা। হিন্দু সিভিল কোড অনুসারে আমি যে স্থাবর-অস্থাবর সম্পত্তি বাপ-ঠাকুর্দার থেকে ইনহেরিট করেছি তা আমার একার ইচ্ছেমত দানছত্র করতে পারিনে। তা আইনানুযায়ী লিগ্যাল হেয়ারদের দিতে হবে। উল্টোপাল্টা উইল করলে তা ipso facto নাল অ্যান্ড ভয়েড। আর আজকাল মেয়েদেরও ইক্যুয়াল রাইট, বিয়ে হয়ে গেলেও। দানছত্র করতে গেলে ওদেরও সম্মতি চাই।
    তবে যে সম্পত্তি আমি নিজে অর্জিত করেছি তা আমি দান করি বা খেয়ে উড়িয়ে দিই--- কারো কিছু বলার অধিকার নেই।
    আর এখন আমার অবৈধ সন্তানেরাও সম্পত্তির হকদার।
    ( তাই নারায়নদত্ত তিওয়ারির ডি এন এ নিয়ে এক মহিলা ও তাঁর ছেলে অ্যাদ্দিন লড়ে গেল ও জিতল!ঃ))
  • প্রণব রায় চৌধুরী | 69.93.245.156 | ০৮ জুন ২০১৩ ১৮:১৭609998
  • @♦
    [ <<<....>>> চিহ্নের ভেতেরর কথা মানে কাউকে কোট করা, কে বলেছে জানতেম চাইলে কথাগুলো কপি করে কন্ট্রোল+এফ মেরে সার্চবক্সে কন্ট্রোল+ভি প্রেস করুন, দেখ্তে পাবেন কোথা থেকে কপি করা, ওকে।]

    আমি অত কম্প্যূটরের কাজ করতে পারি না । এটাও পারছি না । প্লিজ সাহায্য করুন ।
  • | 126.202.109.155 | ০৮ জুন ২০১৩ ১৮:২২610000
  • আরে রঞ্জন দা আমি কত দিন আগে ভাটে লিখলাম তো ঃ "কঠিন" কে রঞ্জন দাও চিনতে পারেন নি। ঃ))
  • প্রণব রায় চৌধুরী | 69.93.245.156 | ০৮ জুন ২০১৩ ১৮:২২609999
  • @দুখে

    [তবে আবাপ পড়ে মনে হয়নি ইনহেরিটেড আর স্বোপার্জিত সম্পত্তির জন্য উইলের নিয়ম আলাদা।]

    ঠিক তাই আমারও মনে হয়েছে । তবে কি আমরা আমাদের আগের জ্ঞান পালটে নেব ?
  • | 18.37.227.187 | ০৮ জুন ২০১৩ ১৮:৩৮610001
  • রঞ্জনদা, একটু ভুল হল, বাসে পুরুষ সীট থাকে না, লেডিস সীট বাদে বাকিগুলো জেনারল সীটঃ)
    যাইহোক যতদিন ট্রেন বাসে চলাফেরা করা মহিলাদের সংখ্যা পুংদের তুলনায় কম ততদিন লেডিস সীট/কম্পার্টমেন্ট এগুলো থাকবে|
    মাইনরিটির বিশেষ সুবিধার মতো|
    তবে মিনিবাস সহ আরো অনেক বাসেই লেডিস সীট উঠে যাচ্ছে/যাবে|
  • প্রণব রায় চৌধুরী | 69.93.245.156 | ০৮ জুন ২০১৩ ১৮:৪০610002
  • @রঞ্জন রায়

    ধন্যবাদ । বোঝা গেল আগের জ্ঞান রাখা যাবে ।
  • ranjan roy | 24.99.68.5 | ০৮ জুন ২০১৩ ১৮:৫৭610003
  • ছ,
    ঠিক বলেছেন। ওগুলো জেনারেল সীট, মানে নারী-পুরুষে কোন ভেদাভেদ নেই। তাতে যে মেয়েদের খুব একটা অসুবিধে হচ্ছে না (ইজ্জতের প্রশ্নে) সে তো বলেইছি।
  • r2h | 76.87.31.79 | ০৮ জুন ২০১৩ ১৯:১৪610004
  • রন্জন্দা ৫।৫৯ লাস্ট প্যারা, ইয়ে...
  • ladnohc | 116.209.242.139 | ০৮ জুন ২০১৩ ১৯:২৭610005
  • আচ্ছা রঞ্জনদা,
    ইনহেরিটেড প্রপার্টি যদি কেউ বেচে দেয়, তারপর যে ক্যাশ এলো সেটাতো অ্যাকোয়ার্ড প্রপার্টির মধ্যেই প​ড়বে? সেটা দানছত্র করতে তো আটকাবে না, নাকি আটকাবে?
  • প্রণব রায় চৌধুরী | 69.93.240.141 | ০৮ জুন ২০১৩ ১৯:৩৮610006
  • [কাজেই বাস্তব prudence ছাড়াও সমাজের একজন সক্রিয় সদস্য হিসেবেই মহিলাদের যথাসম্ভব নিজের ইচ্ছানুযায়ী কোন পেশায় যোগ দিয়ে আয় অর্জন করা উচিত।]

    অনেকেই দেখলাম এ রকমের কথা বলেছে । কিন্তু বুঝতে পারছি না বারণটা কে কখন করেছে । মহিলাদের প্রধান কাজ করার পরে বা সে কাজ অবহেলা না করে এ কাজ মহিলাদের করা টাই তো উচিৎ । কিন্তু ওই মূল কাজ অবহেলা করে বা তার বিকল্প হিসাবে তো অপ্রধান কাজ করাটা ঠিক না ।
    সমাজের সক্রিয় সদস্য হিসাবে মূল কাজ করাটাই কি বাঞ্ছনীয় না !
  • প্রণব রায় চৌধুরী | 69.93.240.141 | ০৮ জুন ২০১৩ ১৯:৪০610008
  • [ইনহেরিটেড প্রপার্টি যদি কেউ বেচে দেয়, তারপর যে ক্যাশ এলো সেটাতো অ্যাকোয়ার্ড প্রপার্টির মধ্যেই প​ড়বে? সেটা দানছত্র করতে তো আটকাবে না, নাকি আটকাবে?]

    যে কারণে উইল করা যায় না সে কারণে বেচাও বোধহয় যাবে না ।
  • ladnohc | 116.209.242.139 | ০৮ জুন ২০১৩ ২০:০১610009
  • নিজের(বংশানুক্রমে পাওয়া) বাড়ী অনেকেই বেচে ফ্ল্যাট নিয়েছে এমনতো দেখা যায় !
  • প্রণব রায় চৌধুরী | 69.93.193.178 | ০৮ জুন ২০১৩ ২০:৪৪610010
  • [নিজের(বংশানুক্রমে পাওয়া) বাড়ী অনেকেই বেচে ফ্ল্যাট নিয়েছে এমনতো দেখা যায় !]

    চ্যালেঞ্জ করলে তবেই না বোঝা যায় । ধরা যাক , এজমালি পৈত্রিক বাড়ি সব অংশীদার মিলে - যারা উত্তরাধিকারী ওই সম্পত্তির - একমত হয়ে বেচে দিল । কোন একজনের সে বাড়িতে একটা ঘরের অংশ ছিল । সে ওই ঘরের জন্য টাকার অংশ পেল । তা তার তিন ছেলে কেউই বাবার এই বিক্রী করায় রাজী হল না । আমি প্রশ্ন করছি যারা এ ব্যাপারে কিছু জানে ( রঞ্জন রায় আগে কিছু খবর দিয়েছিল ) এই ছেলেরা কি বাবার বিক্রী চ্যালেঞ্জ করতে পারে ?
  • ranjan roy | 24.99.68.5 | ০৮ জুন ২০১৩ ২১:১০610011
  • @ প্রণববাবু,
    না, এটা ad infinitum টানা যায় না।
    যখন এজমালি সম্পত্তির উত্তরাধিকারী সবাই একমত হয়ে বাড়ি বিক্কিরি করে টাকা ভাগ করে নিয়েছে। সে স্টেজে সেই এক অংশের সন্তানদের সেই বিক্রির অধিকার চ্যালেঞ্জ করার রাইট নেই।

    কিন্তু ওদের বাবা বিক্কিরির অংশ বাবদ যা টাকা পেয়েছে সেটা ওঁর স্বোপার্জিত আয় না হয়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আয়। তাই সেই টাকায় তাঁর তিন ছেলের সমান রাইট। উনি সেই টাকা ওদের না দিয়ে বা ওদের মত না নিয়ে নিজের ইচ্ছেমত নয়ছয় করতে পারেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন