এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরানো স্মৃতি থেকে এক শকিং কাহিনী

    Zn
    অন্যান্য | ২৭ মে ২০১৩ | ২৩৭১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কঠিন | 127.194.197.45 | ০৯ জুন ২০১৩ ১০:১৫610045
  • (Ishan 09 Jun 2013 -- 03:04 AM) ভারতবর্ষের ক্ষেত্রে আমি লেডিজ কম্পার্টমেন্টের পক্ষে। লেডিজ ট্রেনের না। কিন্তু তাতে কি হল? মানে আমি আন্দাজ করতে পারি কি হল, কিন্তু ... লিখলে উত্তর দেব। :)

    আর, লেডিজ সীট?

    আলোচনা করার ইচ্ছে থাকলে বক্তব্য লিখে ফেললেই ভালো হয়। আর অন্যের লিখিত বক্তব্যের লাইন ও শব্দ নিয়ে কাটাছেঁড়া করার ইচ্ছে থাকলে সেই এন্টারটেনমেন্ট সাপ্লাই দিতে পারছি না।
  • san | 113.21.185.62 | ০৯ জুন ২০১৩ ১১:২৬610046
  • ধুর এরা কোন ভারতবর্ষে বাস করে কেজানে।
    মাধুর্য বুঝতেই কম্ম কাবার , পাওয়ার প্লে কথাটা কখনো শুনেছে কিনা কেজানে।
    আরে আইডিয়াল পরিবার এক জিনিস, বাস্তব আলাদা ঠাঁই। সে বড়ো কঠিন।
    বাস্তবে পারস্পরিক সম্মান টা ট্রেন্ড হলে , আর ডিভিয়েশন টা ডিভিয়েশন হলে এত গণহারে ডাউরির প্রচলন হতনা। ( ডাউরি জাস্ট এক্সাম্প্ল, দিনের শেষে মেট্রিক্স কম পড়ে নাই অসাম্য মাপার জন্য)
    তো আমি , ব্যক্তিগতভাবে , আইডিয়ালি কি হওয়া উচিত ছিল সে নিয়ে কালক্ষেপ না করে , বাস্তবের সঙ্গে মোকাবিলা করতে বেশি আগ্রহী। এবং সেই রেস্পেক্ট এ স্বনির্ভরতার কোনো বিকল্প দেখতে পাইনা। যারা গৃহবধূদের প্রাপ্য সম্মান নিয়ে কাজ করছেন বা চিন্তাভাবনা করছেন , করুন। আমার কাছে বিকল্প রাস্তাটা বেশি গ্রহণযোগ্য।
    সুতরাং বিবাহিত জীবনে মাধুর্য ইত্যাদি আমি অস্বীকার করিনা, কিন্তু মাধুর্য ছাড়াও যে অন্য অন্য ফ্যাক্টর কনসিডার করার দরকার আছে ( যেমন বললাম পাওয়ার প্লে) সেটুকু জনতাকে মাথায় রাখতে বলি। ইউটোপিয়ায় বাস করে লাভ কি ?
  • প্রণব রায় চৌধুড়ি | 69.93.193.33 | ০৯ জুন ২০১৩ ১১:৩৮610047
  • @দস্তা

    [আসলে এইসব যুক্তি বুঝে ফেললে "আপনাদের" খুব অসুবিধে হয়ে যাবে, তাই না?]

    আমি শুধু ওপরের লাইনটা পড়ে আবার বলছি এটাও আপনাদের লেখার স্টাইলের আর একটা নতুন উদাহরণ । "আপনাদের" কথাটা বলতে বা বলাতে , জানতে বা জানাতে যে তথ্য ও যুক্তির দরকার হয় ও তা ওই একি জায়গায় লিখতে হয় যাতে যাকে বা যার সম্বন্ধে বলছেন সে বা তাঁরা শুধু আপনার উক্তি নয় কিছু সত্যতার ওপরে দাঁড়াতে পারে ও তা বুঝতে চেষ্টা করতে পারে তা আপনারা মনে করেন না । তাই আপনাদের সাথে লেখা বা মত আদানপ্রদান অসম্ভব হয়ে পড়ে ।

    যাক , বলুন যদি বলতে পারেন , যুক্তি ও তথ্য দিয়ে " আপনাদের " বলতে কাদের মীন করছেন ও কি করে জানলেন ও বুঝলেন যে আমি আপনার সেই "আপনাদের"মধ্যে পড়ি ? আমি একা নই আমার একটা গোষ্ঠী আছে মানে "আপনার" নন একেবারে "আপনাদের" তাই বা কি করে বুঝলেন ও কেন বললেন ?
  • কঠিন | 127.194.212.216 | ০৯ জুন ২০১৩ ১২:৫১610048
  • "আপনাদের" মানে পুরুষতন্ত্র, যেটা একটা চেনা বালির বস্তা, এটা না বোঝার কি হয়েছে?
    পরিবারের মধ্যেও পাওয়ার প্লে চালাবার দরকার হলে, সে পাওয়ারতান্ত্রিক পরিবারের পার্ট না হওয়টাই আমি প্রেফার করব। যারা সর্বত্র পাওয়ার প্লে খেলাতেই অভ্যস্ত ও অ্যাডাপ্টেড, তাতেই বেশি স্বস্তি বোধ করেন, তাদের কথা বলতে পারিনা।
    cm মাদাম কুরির উদাহরণ টানলেন যে, কোনো কর্পোরেট সফল মহিলার নাম চট করে স্বতঃস্ফূর্ত মনে এল না? শিক্ষা ও প্রতিভার অপচয় ("বিদ্যার বুদ্ধির অপচয়" ) না করার জন্যে গবেষণা ও শিক্ষাদান পেশার কথা ভাবা যায়, কিন্তু কেরানীগিরিতে কি মাহাত্ম্য যদি একটু বলেন।
    "এখানে ঔচিত্যের জায়গা ছেড়ে ... নিজের বিশ্বাসে এসে পৌঁছেছে"
    ঔচিত্যের ধারণা ও যে নিজের বিশ্বাসের জায়গা থেকেই তৈরি হয় সেটা কি প্রতি পোস্টে আলাদা ডিস্ক্লেইমার না দিলে ঈশান বুঝবে না? মানে, কেউ যদি গুরুতে লেখে ঃ অবিলম্বে গরু ছাগল খাওয়া বন্ধ কারা উচিত, অনেক হয়েছে, আর প্রাণীহত্যা নয়। এটা যে তারই ব্যক্তিগত বিশাস ও যুক্তি বোধের আউটকাম, সেটা আলাদা করে "গা বাঁচানো ডিঃ" না দিলে কি বোঝা যায় না? এটা কোনো সামাজিক নিদানের ফতোয়া বা খাপ পঞ্চায়েতের ঘোষানা নয় যাতে কাউকে কোনো কাজ করতে প্র্যাকটিকালি বাধ্য করানো হচ্ছে, সেটা না বোঝাকে কি একটা বিশেষণ দিয়ে যেন বোঝানো হয়, নাইভ না কী যেন?
    আর, "ধুর", "ধুর মশাই", দুত্তোর - এই সব লিখে কি বক্তব্যের যুক্তি কাঠামোয় কোনো বাড়তি ওজন চাপানো যায়? আর কিছুই না, জানলে আমিও তেমন করতে পারি সুযোগমতো।
  • san | 113.21.185.62 | ০৯ জুন ২০১৩ ১৩:০৬610049
  • পাওয়ার প্লে কথাটার মানে বোধ হয় আপনি বোঝেন নি বা আমি বোঝাতে পারি নি।
    পাওয়ার প্লে 'চালাবার' দরকার হয়না রে ভাই , ও এমনিতেই ইন্ট্রিনসিকালি থাকে সমস্ত পরিবারে , সমস্ত সামাজিক ও প্রফেশনাল সম্পর্কে।
    এই যেমন পরিবারের সংখ্যাগরিষ্ঠের মত মেনে সব ডিসিশন নেওয়া হবে , এটা এক ধরণের পাওয়ার প্লে।
    সবাই যে ইচ্ছে করে অন্যকে ডমিনেট করে সুখ পাচ্ছেন বা অপ্রতিহত ক্ষমতা চাইছেন তা নয় , কিন্তু যে ভুক্তভোগী তার কাছে এটা পাওয়ার প্লে হয়েই রইল।
  • san | 113.21.185.62 | ০৯ জুন ২০১৩ ১৩:০৯610050
  • আর হ্যাঁ , পাওয়ার প্লের অংশ প্রত্যেকেই , গিভিং এবং রিসিভিং এন্ডে , তবে কেউ কেউ সেটা রেকগনাইজ করতে পারেন না (সামাজিক আচরণবিধিকে অ্যানালাইজ করেন না বলে ? ) অথবা চান না ( ইউটোপিয়া ভেঙ্গে যাবে বলে ?)
  • T | 24.139.128.15 | ০৯ জুন ২০১৩ ১৩:১০610052
  • @কঠিন, আচ্ছা দুঃখিত। ঐ কথার তোড়ে বেরিয়ে গেছিল।
  • ladnohc | 116.212.112.97 | ০৯ জুন ২০১৩ ১৩:১১610053
  • অন্যকে সেফ্‌টি সিকিউরিটি দেওয়া বা তার আশ্বাস দেওয়াটাও পাওয়ার প্লে চালানোর মধ্যেই পরে।
  • san | 113.245.14.67 | ০৯ জুন ২০১৩ ১৩:১৪610054
  • আর স্বস্তি বা চয়েসের কথাই আসেনা। যেখানেই ক্ষমতার বন্টন সেখানে বাই ডেফিনিশন পাওয়ার প্লে থাকতে বাধ্য।
    আর ক্ষমতা ( রিসোর্স উৎপাদান এবং কন্ট্রোল ) বিহীন সামাজিক ইউনিট, পরিবার হোক বা কর্পোরেট গ্রুপ, কিকরে আদৌ এক্সিস্ট করা সম্ভব ?
  • san | 113.245.14.67 | ০৯ জুন ২০১৩ ১৩:১৮610055
  • হ্যাঁ পড়ে তো উল্টো চন্ডাল। পাওয়ার প্লে মানে কিছু ইকুয়েশন যা আমাদের আচরণকে চালিত করে। তার মধ্যে ডমিনেন্স যেমন থাকে প্রোটেকশনও থাকে। আরো অনেককিছু থাকে।কঠিন বোধ হয় ভাবছেন পাওয়ার প্লে মানে ইগোর লড়াই।ভুল ভাবছেন।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.194.194 | ০৯ জুন ২০১৩ ১৬:১৩610056
  • @দস্তা

    অনেকগুলো পোস্টে অনেকরকম ভাবে যা বলেছেন তাতে বোঝা গেল আমি কি বলেছি বা বলতে চেয়েছি ( হতেই পারে বোঝাতে পারিনি ) তা হয় আপনি বোঝেন নি বা বোঝার চেষ্টা করেননি । দয়া করে আমার প্রথম পাতার লেখাটা পড়ুন । দেখবেন আমি মানুষ হিসাবে বলেছি , ছেলে বা মেয়ে হিসাবে নয় । কোন সিদ্ধান্তে ছেলেদের আর কোন সিদ্ধান্তে মেয়েদের কি ধরণের সুবিধা বা অসুবিধা হচ্ছে তার থেকে অনেক বড় কথা ও সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যাতে সব মানুষের গড়ে সুবিধা বেশী হয় , অসুবিধা কম হয় । তা এ তো হতেই পারে কিছু সিদ্ধান্ত ছেলেদের ফেবারে , কিছু মেয়েদের ।

    যদি এ ব্যাপারে আলোচনা করার ইচ্ছে থাকে তবে অনুরোধ দেশের মানুষ হিসাবে প্রথম পাতার লেখাটা আবার পড়ুন আর বলুন কোন কোন যুক্তি কি রকম ভাবে সাজালে তা দেশের সব মানুষের পক্ষে আরও মঙ্গলের হবে ।
    প্রকৃতিকে অস্বীকার করার মত বুদ্ধিমত্তা ও কলাকুশলতা তো এখনও মানুষের হাতে আসেনি আর ছেলে মেয়ে যখন প্রকৃতি গত ভাবে আলাদা তখন তাদের সমান ভাবে আর নাক আর নরুন সমান ভাবাটা কি এক না । দুজনে দুরকম আর সমষ্টিগত বাঁচায় দুজনেরই কনট্রিবিউসান থাকাটাই স্বাভাবিক । তা প্রকৃতি যখন আলাদা তখন কনট্রিবিউসান ও আলাদা হবে ও তাই হয় । আলাদা জিনিষ কি সমান হতে পারে বা সমান করার চেষ্টা করে কোন লাভ আছে । যে যেরকম তাকে সে রকম ভাবেই কনট্রিবিউসান করতে হবে । মিলিত কনট্রিবিউসান বেশী করাটাই অভিপ্রেত । তা সেই মিলিত দিক দিয়ে - বা মানুষের দিক দিয়ে দেখতে গেলে - দেখা যায় সমাজ সুস্থ সুন্দর ও উন্নতশীল করার জন্য মেয়েদের কনট্রিবিউসান ছেলেদের থেকে বেশী যার মানে মেয়েদের ব্যাক্তিগত স্বার্থত্যাগ ছেলেদের থেকে বেশী । আমাদের দেশের সমাজে কেননা উন্নত ও ধনী সমাজে অনেক ব্যাক্তিগত কাজ প্রাতিষ্ঠানিক ভাবে প্রশাসন করে দেয় - ব্যাক্তিগত উদ্যোগ ছাড়াই । আমাদের অনুন্নত বা উন্নতিকামী গরীব দেশে সে সুযোগ নেই ।
    এটা আমার ভাবনা । আপনার বা অন্যের ভাবনা অন্যরকম হতেই পারে । আমার ভাবনার সমালোচনা না করে যদি নিজেদের ওই অন্যরকম ভাবনাগুলো যুক্তি দিয়ে বলেন ভাল হয় । আমার ভাবনার খামতিগুলো পুষিয়ে নিতে পারি ।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.199.235 | ০৯ জুন ২০১৩ ১৬:৪৫610057
  • @দস্তা

    [আজ যদি আমি বলি, "সমাজে প্রত্যেকটা পুরুষের প্রধান কাজ হলো স্পার্ম উৎপাদন আর সেটা দিয়ে ওভাম নিষিক্তকরণ(কারণ দেখা যাচ্ছে সেটাই একমাত্র কাজ যা নারীরা পারে না), তাহলে সেটা মেনে নেবেন তো?"]

    মেনে নেবার কি আছে ! এটাই তো ঠিক ! আর এ কারণেই তো পরিবার । পরিবারের মূল কাজ যদি সন্তান উৎপাদন ও পালন হয় তবে এটাই কি প্রধান কাজ নয় পুরুষের । আর এটাই তো ৯৯.৯৯৯ % পুরুষ করে । আপনিই বলুন এ ছাড়া ৯৯.৯৯৯ % পুরুষ আর কি প্রধান কাজ করে । অন্য যা কিছু করে তা এই মূল কাজ যাতে নির্বিঘ্নে হতে পারে তার জন্যই করে । ঠিক একই কথা মহিলাদের জন্যেও প্রযোজ্য । শুধু পুরুষ পুরুষের কাজ আর মহিলা মহিলা মহিলার কাজ করবে । দেখবেন প্রধান কাজ পুরুষের আর মহিলার আলাদা কিন্তু মিলিত কাজ না হলে কোন কাজই হয় না । তাই সমানত্ত্বের তত্ত্ব বিশ্বাসযোগ্য হয় না । কি দরকার সমান হবার , যে যার নিজের কাজ ঠিক মত করলেই তো ল্যাটা চুকে যায় । তা এটাও ঠিক মহিলারা প্রকৃতিগতভাবে যেহেতু শিশুর জন্ম দেয় তাই শিশুর পালন ও বৃদ্ধিতে তার দায়িত্ত্ব ও কর্তব্য পুরুষের তুলনায় বেশী হয় ।

    [এই প্রধান কাজটির বাইরে অন্য কিছু করতে তাদের ডিসকারেজ করা হবে তারা আইনস্টাইন কি নিলস বোর কি হুইলার লেভেল এর না হলে। তারপরেও যদি কেউ করতে চায়, করতে পারে কিন্তু নানারকম বাধার সম্মুখীন হতে হবে।]
    একদম ঠিক । ৯৯.৯৯৯ % পুরুষ শুধু এটাই করে , এটা বাদ দিয়ে অন্য কাজ করতে তাদের ডিস্কারেজ় করা হয় বা তারা পারেও না অন্য কাজ করতে । শুধু কিছু অপ্রধান কাজ করে বা করতে বাধ্য হয় যা ওই প্রধান কাজকে সাহায্য করে ।
    হ্যাঁ , ০.০০১ % লোকের ( পুরুষও হতে পারে বা নারীও হতে পারে ) - যারা সমাজের উন্নতি বিধান করে - ওই প্রধান কাজের বাইরে অন্য কাজের অনুমতি থাকে ।
  • cm | 127.193.56.149 | ০৯ জুন ২০১৩ ১৭:২১610058
  • কঠিন মাদাম কুরীর উদাহরণ আনলাম দুটো কারণে
    ১) এক প্রতিউদাহরণ দিতে গেলে প্রান্তিক (extreme) উদাহরণই শ্রেয়, তাই।
    ২) আর সত্যি কথা বলতে কি কর্পোদুনিয়ায় নারী পুরুষ কাউরেই জানিনা।

    এইবার কেরানীগিরির প্রসঙ্গে সুইপিং স্টেটমেন্টটি করি। আমার মনে হয় কেরানীগিরির প্রধান উদ্দেশ্য এক ভুলে ভরা বন্টন ব্যবস্থা বজায় রাখার উদ্দেশ্যে চোরপুলিশ খেলা। যা আমার নিতান্তই ব্যক্তিগত ধারণা।
  • চান্দু মিঁঞা | 127.193.56.149 | ০৯ জুন ২০১৩ ১৭:৩১610059
  • Zn এর প্রতিসাম্য যুক্তির কোন প্রত্যুত্তর পুরুষতন্ত্রের তরফে নাই। তবে পদার্থবিদ্যার দুনিয়ায় উষ্ণতার তারতম্যে স্বতঃস্ফুর্ত প্রতিসাম্যভঙ্গ হয়।
  • paTal | 24.96.136.128 | ০৯ জুন ২০১৩ ১৮:৩৬610060
  • আফনেদের অনেক সময় দেহি! আমার অফিসের তাড়া তাড়া কাজ আর গাদা গাদা কলে এট্টু সাহায্য করুন তো, যাতে আমি বাড়ি গিয়ে একটু সন্তানপালন কত্তে পারি। সব খালি ব্যক্তিস্বার্থ দেখছে, যত্তসব ইয়ে।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.199.23 | ০৯ জুন ২০১৩ ১৮:৫৮610061
  • @রঞ্জন রায়

    [ব্যাপারটা এত সহজ নয়। ]

    অনেক সুন্দর ও সহজ করে বুঝিয়েছেন যে বাঘে ছুঁলে আঠেরো ঘা হলে , আইন আদালত ছুঁলে আঠারো টু দি পাওয়ার আঠারো ঘা । :D
  • Ishan | 60.82.180.165 | ০৯ জুন ২০১৩ ২১:৫৯610063
  • ওমনাথকে। লেডিজ সিটের ব্যাপারটা অতো ভেবে দেখিনি। ধরা গেল বিপক্ষেই। কিন্তু কোশ্নো না করলে আমি খামোখা উত্তর দেব কেন, ওমনাথ?
  • ranjan roy | 24.99.217.193 | ০৯ জুন ২০১৩ ২৩:৫১610064
  • Zn,
    আপনার সঙ্গে আমার চিন্তা খুব মিলছে।

    স্পার্মের ব্যাপারে আমার একটি কথাঃ

    পুরুষের স্পার্ম উৎপাদনজাতীয় মহান কর্তব্য নিয়ে প্রণববাবু উচ্চকিত, বেশ।

    কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর সময় দেখি অধিকাংশ পুরুষ নিজের সার্জারি না করিয়ে বৌকে ঠেলে দেন সার্জনের ছুরির সামনে। যদিও পুরুষের এই সার্জারিটি খুব সরল, কোন রিস্ক নেই। মেয়েদের ক্ষেত্রে প্রচুর সাইড এফেক্ট ও মৃত্যু পর্য্যন্ত হতে দেখেছি।

    আর আসল কথা হল একজন নারী ১২ মাসের মধ্যে মাত্র একটি সন্তানের জন্ম দিতে পারে। কিন্তু একজন পুরুষ বছরে কতজন নারীকে নিষিক্ত করতে পারে তা নিয়ে উত্তর দেয়ার জন্যে কোন প্রাইজ নেই।
    তাহলে দেশের এবং সমাজের স্বার্থে শুধু পুরুষের অপারেশন করানো উচিত। কিন্তু বাস্তবে হয় উল্টোটি, স্ত্রী করিয়ে কাহিল হয়ে পড়েন আর স্বামীদেবতা সরকারের প্রোৎসাহন রাশির টাকাটি নিজের পকেটে পোরেন।
    এ'ব্যাপারে প্রণববাবুর বক্তব্য (ওমনাথেরও) জানার অপেক্ষায়।

    @ কাবলিদা,
    আরে আপনি রেগে গেছেন মনে হচ্ছে! কি আশ্চর্য্য, আমি ভেবেছি আপনি একটু মজা করেছেন। আমিও সেই ভাবেই উত্তর দিয়েছি। শিগ্গিরই আপনার বাড়িতে গিয়ে আপনাকে একটু জ্বালাতন করে আসছি। ( ভদকা , একটু আছে তো?)
    দেখব, আপনি কতক্ষণ রাগ করে থাকতে পারেন!
  • কঠিন | 127.194.197.76 | ১০ জুন ২০১৩ ০০:২০610065
  • @রঞ্জনদা,

    (ref: কঠিন 04 Jun 2013 -- 12:20 PM)
    প্রণবদা,
    ....
    বিঃদ্রঃ অনেকে "ওমনাথ" বলে প্রশ্ন করেছে দেখবেন, আপনি এখানে নতুন বলে জানিয়ে রাখি, গুরুচন্ডালিতে "ওমনাথ" একটি প্লেসহোল্ডার। অ্যানোনিমাস - এর সমার্থক। যে, কোনো স্পেসিফিক নাম থেকে না লিখে বিভিন্ন অদ্ভুত অসম্ভব নামে লেখে তাকে "ওমনাথ" বলে সম্বোধন করা হয়। "ওমনাথ" কে করা প্রশ্ন ও আমার বা আপনার উদ্দেশ্যেই ধরে নিয়ে জবাব দিতে পারেন।

    শেষ প্রশ্নে আপনি নিজেই নিজের উত্তর দিয়েছেন। একজন নারী অবাঞ্ছিত মাতৃত্বের কারণে ন মাস ও তার পরের অন্তত দুবছর কষ্ট ও কনসিকোয়েন্স সহ্য করেন। পুরুষটি নন।

    ঈশান,
    আপনার সাইট আপনি যা ইচ্ছে করতে পারেন। আলোচনা বা উত্তর দেওয়ার জন্য প্রশ্নের অপেক্ষা বা লোকের ব্যক্তিগত পরিচয় নিয়ে খোঁচাখুঁচি। আপনার রুচী।
    নমস্কার।
  • dukhe | 212.54.74.119 | ১০ জুন ২০১৩ ০৯:৪১610066
  • "নদী চলিতেছে–তাহার সকল জলই আমাদের স্নানে এবং পানে এবং আমন-ধানের ক্ষেতে ব্যবহার হইয়া যায় না। তাহার অধিকাংশ জলই কেবল প্রবাহ রাখিতেছে। আর-কোনো কাজ না করিয়া কেবল প্রবাহরক্ষা করিবার একটা বৃহৎ সার্থকতা আছে। তাহার যে জল আমরা খাল কাটিয়া পুকুরে আনি তাহাতে স্নান করা চলে, কিন্তু তাহা পান করি না; তাহার যে জল ঘটে করিয়া আনিয়া আমরা জালায় ভরিয়া রাখি তাহা পান করা চলে, কিন্তু তাহার উপরে আলোছায়ার উৎসব হয় না। উপকারকেই একমাত্র সাফল্য বলিয়া জ্ঞান করা কৃপণতার কথা, উদ্দেশ্যকেই একমাত্র পরিণাম বলিয়া গণ্য করা দীনতার পরিচয়।"

    http://www.rabindra-rachanabali.nltr.org/node/7669
  • প্রণব রায় চৌধুরী | 69.93.242.81 | ১০ জুন ২০১৩ ১০:২২610067
  • @দস্তা

    সমানত্ব বলছিলেন না । এটা আজকের টেলিগ্রাফের মেট্রোর আরটিকিল ।
    http://www.telegraphindia.com/1130610/jsp/calcutta/story_16989213.jsp#.UbVZtOdHIrg

    দয়া করে বুঝুন , অন্ততঃ আমাদের দেশে - বিদেশে কি হয় আর না হয় বা কি করে করা হয় বা হয় না , তাতে কিছু আসে যায় না - পুরুষ আর নারী অসমান । না না আমি কোন পক্ষ নিয়ে কিছু বলিনি বা বলছি না বা বলতে চাই না । তবে চোখ খুলে চলতে চাই , চোখ বন্ধ করে না বা অন্যের চোখ দিয়ে দেখে না ।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.242.81 | ১০ জুন ২০১৩ ১০:৪৭610068
  • @রঞ্জন রায়

    [কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর সময় দেখি অধিকাংশ পুরুষ নিজের সার্জারি না করিয়ে বৌকে ঠেলে দেন সার্জনের ছুরির সামনে। যদিও পুরুষের এই সার্জারিটি খুব সরল, কোন রিস্ক নেই। মেয়েদের ক্ষেত্রে প্রচুর সাইড এফেক্ট ও মৃত্যু পর্য্যন্ত হতে দেখেছি।

    আর আসল কথা হল একজন নারী ১২ মাসের মধ্যে মাত্র একটি সন্তানের জন্ম দিতে পারে। কিন্তু একজন পুরুষ বছরে কতজন নারীকে নিষিক্ত করতে পারে তা নিয়ে উত্তর দেয়ার জন্যে কোন প্রাইজ নেই।
    তাহলে দেশের এবং সমাজের স্বার্থে শুধু পুরুষের অপারেশন করানো উচিত। কিন্তু বাস্তবে হয় উল্টোটি, স্ত্রী করিয়ে কাহিল হয়ে পড়েন আর স্বামীদেবতা সরকারের প্রোৎসাহন রাশির টাকাটি নিজের পকেটে পোরেন।
    এ'ব্যাপারে প্রণববাবুর বক্তব্য (ওমনাথেরও) জানার অপেক্ষায়।]

    আপনার থেকে এ ধরণের মন্তব্য বা পোস্ট - আপনি যা বলেন , আমি কোনটাই বলি না - আশা করি নি । তাও আবার আমার ও কঠিনের বক্তব্য আশা করেছেন । কঠিন দিয়ে দিয়েছে । আমার টা দিচ্ছি _

    ১। আপনি যা বললেন বা বলতে চেয়েছেন বা বলার চেষ্টা করেছেন তা হয়ত সত্যি বা সত্যি নয় তবে এটা ঠিক এই টইয়ের আলোচনার বা পার্শ্ব আলোচনারও যগ্য না । পুরুষ বা নারী কে কি করে এটা আলোচনার বিষয় নয় । আলোচনার বিষয় তাদের একত্রে সমাজ পরিবারে কি করা উচিৎ । যদি আপনি সরকারের - যা সমাজের প্রতিভু - কর্মপদ্ধতিতে অসন্তোষ প্রকাশ করতে চান - আমি নিজেও এটা একদম ঠিক বলে মনে করি না , হয়ত সরকারের মধ্যেও অনেকে মনে করে না , হয়ত আইনিটা মানার থেকে তার ফাঁসটাই বেশী মানা হয় , আমি নিজেও ঠিক জানিনা , আপনার আইনগত জ্ঞান আমার থেকে অনেক বেশী এটা জেনে গেছি - জায়গা মাফিক প্রকাশ করুন । এখানে আমাদের - মানে আমার আর কঠিনের - কাছে কেন ? আমরা কি আপনার মতে সমাজ বা সরকারের প্রতিভু বা আমাদের কি আপনার - আসলে আমারও - অসন্তোষের প্রতিকার করার কোন উপায় আছে ।

    ২) আলোচনা হয়েছে সন্তান ধারন ও পালন নিয়ে , পরিবার পরিকল্পনা তার মধ্যে পড়ে না । সে অন্য আলোচনা ।

    ৩)আপনাকে পুরুষদের করানোর আরও একটা কারণ বলতে পারি যা আপনি লেখেননি । নারী তার জীবনের কিছু বছর এ কাজে সক্ষম । পুরুষ প্রাপ্তবয়স্ক হবার পরে সারা জীবন ।

    হ্যাঁ , " কাবলি " কে যার উল্লেখ আপনার লেখায় রয়েছে ? আমিও এ নামে একজনকে চিনি কি না !
  • প্রণব রায় চৌধুরী | 69.93.242.81 | ১০ জুন ২০১৩ ১০:৫২610069
  • @কাবলি ( আমার চেনা না হলে ইগনোর করুন )

    ( ভদকা , একটু আছে তো?)

    থাকা উচিৎ নয় । যদি থেকে থাকে এক্ষুনি ফেলে দেওয়াটাই কর্তব্য ।
  • কৃশানু | 177.124.70.1 | ১০ জুন ২০১৩ ১০:৫৮610070
  • কেন কেন? হুইস্কি বা রাম খাওয়া উচিত? ভদকা নয়?
  • :wq! | 132.177.231.100 | ১০ জুন ২০১৩ ১১:০০610071
  • অ্যাঁ??!!!!
  • প্রণব রায় চৌধুরী | 69.93.242.81 | ১০ জুন ২০১৩ ১১:১৩610072
  • [কেন কেন? হুইস্কি বা রাম খাওয়া উচিত? ভদকা নয়?]

    আপ রুচি খানা । তাই কে কি খাবে তা তার পছন্দ মত । হুইস্কি রাম ও যা ভদকাও তা , শেরী স্যাম্পেনও চলতে পারে । তবে ভারতীয়দের জলহাওয়া ও অর্থনৈতিক কারণে চিন্তা ভাবনা করে চালান উচিৎ । তবে যদি গুরু মানে ডাক্তারের বারণ থেকে থাকে শরীরের কারণে তবে এর কোন কোন কিছুই না চালানটা কর্তব্য । ভদকা ছাড়া যদি অন্য কিছু থেকে থাকে যেমন রাম , হুইস্কি , শেরী , শ্যাম্পেন বা আরও কিছু সেগুলোও ফেলে দেওয়াটা কর্তব্য । তবে তাও আমার মতে । অন্যের মত অনুযায়ী অন্যে অন্য সিদ্ধান্ত নিতেই পারে । আমার বলা কর্তব্য মনে করে বলছি । রাখা যার কর্তব্য সে রাখবে কিনা তার ব্যাপার ।
  • কৃশানু | 177.124.70.1 | ১০ জুন ২০১৩ ১১:১৭610075
  • ভারতীয় জলহাওয়া তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।
    আবার ভারত কোনো ইউটপিয়া নয় যেখানে সবার অর্থনৈতিক অবস্থা একরকম।
    তো কী রকম অর্থনৈতিক অবস্থায় আর কী রকম জলহাওয়া থাকলে, ডাক্তারের বারণ না থাকলে রাম , হুইস্কি , শেরী , শ্যাম্পেন বা ভদকা খাওয়া/ পিয়া যেতে পারে?
  • kallol | 116.66.145.112 | ১০ জুন ২০১৩ ১১:৩১610076
  • আজ বিকাল ৩টে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে জমায়েৎ - বারাসত ধর্ষণের প্রতিবাদে।
    যে যে পারবে চলে এসো।
    একটু দেরি হয়ে গেলো, তবু।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.242.81 | ১০ জুন ২০১৩ ১১:৫৫610077
  • বলাইতো আছে - আপ রুচি খানা । নিজের অবস্থা নিজে বুঝে , নিজে বন্দোবস্ত করতে হবে । অনেক অল্টারনেটিভ আছে । সে অনুযায়ী রাস্তা ঠিক বাছতে হবে । শুধু অর্থনৈতিক অবস্থা নয় পারিবারিক অবস্থাটাও খেয়াল রাখতে হবে । পরিবারের বারণ না শুনে বা পরিবারকে গোপন করে নৈব নৈব চ । আবার ঋত্বিক খটকের মত ড্রেনে গড়ালেও হবে না ।
  • কৃশানু | 177.124.70.1 | ১০ জুন ২০১৩ ১১:৫৮610078
  • দুপুরে লাঞ্চে এট্টু গোমাংস খেতে হলেও কি তবে ঐ? পরিবার? কোন কোন খাবার খেতে হলে পরিবারের পারমিশন নেওয়া উচিত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন