এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরানো স্মৃতি থেকে এক শকিং কাহিনী

    Zn
    অন্যান্য | ২৭ মে ২০১৩ | ২৩৭১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • C | 161.141.84.239 | ১১ জুন ২০১৩ ০৪:০৮610212
  • কেডি,
    বিড়ি ফুঁকতে কি প্রণব পরিবারের সকলের অনুমতি নেয়?
    ঃ-)
  • kd | 47.228.107.75 | ১১ জুন ২০১৩ ০৪:৩০610213
  • এই তো C, মাত্র দু'লাইন, তাও পড়লেন না ৷ যদি ইচ্ছে হয়, আবার পড়ে দেখুন - নিজেই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ৷
  • C | 161.141.84.239 | ১১ জুন ২০১৩ ০৪:৪৬610214
  • কেডি,
    আহা পড়লাম তো! কিন্তু উনি কইলেন সকলের অনুমতি নিয়ে তবে যেকোনো কাজ করতে হবে। ঃ-)

    সত্যি, এইভাবে দিনের পর দিন খিল্লি করে গেলেন ভদ্রলোক!!!!!
  • প্রচার | 69.93.215.162 | ১১ জুন ২০১৩ ১১:৫৫610215
  • [কচি যখন আর থাকবে না, তখন তো "প্রধান কাজটি" করা হয়ে যাবে কিনা, হাসিমুখে পটলক্ষেতে নেমে পড়বে।

    চিরদিন তো সব প্রাকৃতিক জিনিষের ব্যাপারে তাই হয় , কচি ডাব থেকে ঝুনো নারকেল আর তার থেকে নারকেল দড়ি যা দিয়ে খাটিয়া বাঁধার দড়ি । প্রধান কাজটা করা হয়ে থাকলে শবদেহ মুখে আগুন পাবে আর না হলে শেয়াল কুকুরে টেনে নিয়ে যাবে ।
  • :wq! | 132.177.56.169 | ১১ জুন ২০১৩ ১২:০৮610216
  • যদি দেহদান করে যেতে চাই? নাকি তাতেও সমাজের অনুমতি লাগবে?
  • san | 69.144.58.2 | ১১ জুন ২০১৩ ১২:১২610217
  • যত্ত সব মেলোড্রামা। শেয়াল কুকুর না আরো কিছু। হিন্দু সৎকার সমিতি , আরো কি কি যেন সমিতি আছে। সংস্কার নিয়ে বেশি মাথাব্যথা না থাকলে, শবদেহের ভদ্রসভ্য গতি হয়ে যাবে।
  • প্রচার | 69.93.215.162 | ১১ জুন ২০১৩ ১২:১৫610219
  • [বিড়ি ফুঁকতে কি প্রণব পরিবারের সকলের অনুমতি নেয়?]

    সকলের নেবে কেন ? তবে পরিবারের সদস্যদের নেয় । অনেক সময়ে বার্টার সিস্টেম করে । তোমাকে পান খাওয়ার অনুমতি আমাকে বিড়ি খাওয়ার অনুমতি দিলে । কবি কবেই তো বলে গেছেন - দশে মিলি করি কাজ , হারি জিতি নাহি লাজ । খারাপ ভাল যাই হোক পরিবারের সাথে অ্যাডজাস্ট করে তো সব কিছু করা । এর সেন্টিমেন্টাল ভ্যালুই তো আলাদা । বিড়ি ফুঁকে যদি মরি সে মরণ স্বর্গ সমান । একজন বরিষ্ঠ নাগরিক কমবে সে সমাজের কত বড় উপকার । পরিবার হাহুতাশ করবে , মুখে জল দেবে , বলবে না "মিনসে টেঁসেছে বাঁচা গেছে , একি চাট্টিখানি কথা । "
  • রূপঙ্কর সরকার | 126.203.202.68 | ১১ জুন ২০১৩ ১২:১৭610220
  • এখন তো মুখে আগুন কেস উঠে যাচ্ছে। সব জ্যোতিবাবু কেস। সুনীলবাবুর পুত্র দেননি বলে সে কি হাঙ্গামা।

    তবে 'নিক' টা ফাটাফাটি হয়েছে। আমিও ভাবচিলাম সজেস্ট করব, প্ররাচৌ-টা কেমন অস্কিল লাগছে, 'প্রচার' হলে ভাল হয়, তাই হ'ল।

    আর যিনি দিনের পর দিন খিল্লির কমপ্লেন করছেন, আমি কিন্তু বহুবার সাবধান করেছি। আমার দোষ নেই।
  • প্রচার | 69.93.215.162 | ১১ জুন ২০১৩ ১২:৩২610221
  • [যদি দেহদান করে যেতে চাই? নাকি তাতেও সমাজের অনুমতি লাগবে?]

    এটা কি একটা প্রশ্ন হল ? আরে দেহদান টা করবে কাকে ? চেষ্টা করে দেখেছে কেউ কোনদিন নিজে মরে নিজের চেনা কাউকে কয়েকঘন্টার মধ্যে দেহদান করার চেষ্টা করে । দেহদান তো হবেই না উলটে এ বাড়ি ও বাড়ির বেশ কিছু লোককে বেশ কিছু দিন ধরে থানা পুলিস করতে হবে । যদি করতে হয় ওই সমাজকেই করতে হবে , তার থেকে আগাম অনুমিতি নিয়ে রাখতে হবে , বডি কেমন , কি কি রোগের ডিপো , চোখ , নাক , কান , মাথা , বুক ও অন্য সব অঙ্গ কেমন এ সবের ঠিকুজি কুষ্ঠি দিয়ে হাপিত্যেশ করে শেষে মরার এত পরে অনুমতি মিলবে যে বডি আর দান করার উপযুক্ত থাকবে না । অনেক সময়ে দেহ প্রিজার্ভ করার ( যা ব্যাক্তিগত নয় সামাজিক ভাবেই করা যায় ) কল খারাপ থাকে বলে দেহদান - ইচ্ছে থাকলেও - করা যায় না । যাই হোক , এ ব্যাপারে সমাজের কাছে আগে যেতেই হবে ও জোড় হাত করে তাদের অনুমতি ও বন্দোবস্ত ভিক্ষে করতে হবে ।
  • প্রচার | 69.93.215.162 | ১১ জুন ২০১৩ ১২:৪১610222
  • @সান

    [যত্ত সব মেলোড্রামা। শেয়াল কুকুর না আরো কিছু। হিন্দু সৎকার সমিতি , আরো কি কি যেন সমিতি আছে। সংস্কার নিয়ে বেশি মাথাব্যথা না থাকলে, শবদেহের ভদ্রসভ্য গতি হয়ে যাবে।]

    ব্যাপারটা অত সোজা না । ডেথ সার্টিফিকেট না দেখিয়ে দেহ সৎকার ( গার নয় তো , একবার বহুত ঝাড় খেয়েছি ) নৈব নৈব চ । আর ডেথ সার্টিফিকেট দেখাবে যারা তারাই তো মুখে আগুন দেবে । তারা না দেখালে হিন্দু সৎকার বা মুসলিম গোর বা খেস্টান কফিন বা স্পার্টার ওপর থেকে ছুঁড়ে ফেলা সব বন্ধ হয়ে যাবে । অনামা ব্যাক্তির দেহ হিসাবে সৎকার হয়েছে রেকর্ডে লেখা থাকবে বটা তবে আসলে ওই শেয়াল কুকুরেই বা ব্যাক্টিরিয়া দেহ তার আগেই গিলে ফেলবে । অবশ্য সেটাও যদি ভদ্র সভ্য হয় তাহলে কিছু বলার নেই । সব পশুদের তো ওইভাবেই হয় !
  • :wq! | 132.177.56.169 | ১১ জুন ২০১৩ ১২:৪১610223
  • ভ্যাট! দিব্যি দেহদান করা যায়। মেডিকেল কলেজ কাছাকাছি থাকলে দেহদান করা এমন কিছু সমস্যা নয়।
  • :wq! | 132.177.56.169 | ১১ জুন ২০১৩ ১২:৪২610224
  • ও হ্যাঁ, দরকার হলে সমাজের মুখে হিসি করেও দিব্যি দেহদান করা যায়।
  • dukhe | 212.54.74.119 | ১১ জুন ২০১৩ ১২:৪৩610225
  • :wq! কবার দেহদান করেছেন?
  • প্রচার | 69.93.215.162 | ১১ জুন ২০১৩ ১৩:১৬610226
  • [ভ্যাট! দিব্যি দেহদান করা যায়। মেডিকেল কলেজ কাছাকাছি থাকলে দেহদান করা এমন কিছু সমস্যা নয়।]

    [ও হ্যাঁ, দরকার হলে সমাজের মুখে হিসি করেও দিব্যি দেহদান করা যায়।]

    আরে কথা বলতে হবে তো এমন যার মানে হয় ? দেহদান করার সময় যদি বলা যায় কার জন্যে দেহদান করছি বা যদি সে দানের জন্য মূল্য পাই তবে তাকে বলা যেতে পারে ব্যাক্তিগত দান । তবে তার জন্যেও অনেক বন্দোবস্ত যা ব্যাক্তিগতভাবে করা প্রায় অসম্ভব । আরে মেডিক্যাল কলেজ সামনে থাকুক আর না থাকুক দেহ টাকে দান শুধু সমাজকেই করা যায় আর তা স্বাভাবিক ভাবে সমাজের অনুমতি নিয়েই করতে হয় । সমাজের অসম্মতিতে দেহ দান যদি হয়ে থাকে - নিজে তো তখন ওপারে - নিজের পরিবার আর যযাকে দেহ দান করা হয়েছে সে আর তার পরিবার সবার দূর্গতির সীমা থাকবে না । হিসিতে কুলোবে না , পেছন দিয়ে বেরিয়ে যাবে !
  • প্রচার | 69.93.215.162 | ১১ জুন ২০১৩ ১৩:২৪610227
  • @রূপঙ্কর সরকার

    [এখন তো মুখে আগুন কেস উঠে যাচ্ছে। সব জ্যোতিবাবু কেস। সুনীলবাবুর পুত্র দেননি বলে সে কি হাঙ্গামা।]

    আরে এখন সমানত্ত্বের যুগ । আর কোন জীবের মুখে আগুন কেস আছে ? সবাই এখন ব্যাক্তিগত । কে কার মুখে আগুন দেবে ? আর কেনই বা দেবে ? দিলেই তো লোকে ধরে ফেলবে এর সাথে ওর কি সম্পর্ক ? তাতে মানের কণা খসে যাবে না ? আরে এখন সময় " আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্ত্বে " । মুখে আগুন দিই আর রাজত্ত্ব হারাই তাই কখনও হয় ? আমিও কারুর মুখে আগুন দেব না আর কাউকেই আমার মুখে আগুন দিতে দেব না । তবে আসল কথা আম্মাদের কারুরি আর মুখ নেই যে তাতে আগুন দেওয়া যাবে । মুখ তো অনেক দিন আগেই সমানত্ব আর ব্যাক্তিগত স্বাধীনতার জোয়ারে ভেসে চলে গেছে ।
  • san | 213.88.22.134 | ১১ জুন ২০১৩ ১৩:৩২610228
  • ডেথ সার্টিফিকেট অবশ্যই দরকার তবে তার জন্য নিজের ছেলেমেয়ে থাকা জরুরি না।
  • san | 213.88.22.134 | ১১ জুন ২০১৩ ১৩:৩৫610230
  • মানে , অপুত্রক ( পুত্রকন্যা দুই মিলিয়েই বললাম )ব্যক্তিকে হসপিটাল বা শ্মশান ডেথ সার্টি দিতে অস্বীকার করছে এমন জানা নেই।
  • kd | 47.228.107.75 | ১১ জুন ২০১৩ ১৩:৩৮610231
  • আরে আমি শুনেছি আমাদের এক প্রতিবেশী রাজ্যের হিন্দুরা নাকি মুখে আগুন দেয় না ৷ মুখাগ্নির সময় নীচের এই শোলোক বলে ....
    ***
    যে মুখে দিয়ছি আমি ক্ষীরঅ সরঅ নবনী
    সে মুখে কেমনে দিবঅ জ্বলন্ত অগনি
    হেই তবঅ গন্ডে দিয়অ
    ***
    এর পর ... বুঝেই নিন ৷ :))
  • প্রচার | 69.93.215.162 | ১১ জুন ২০১৩ ১৩:৪৫610232
  • @সান

    [ডেথ সার্টিফিকেট অবশ্যই দরকার তবে তার জন্য নিজের ছেলেমেয়ে থাকা জরুরি না।]

    কে বলেছে জরুরী ? ছেলেমেয়ে নেই বা আগেই মারা গেছে বা অনেক দূরে থাকে - সরি মেয়ে থাকলে হবে না , ছেলে চাই মুখে আগুন দেবার জন্যে - এ রকম বহু লোকের - পুরুষ ও মহিলা - হাজার হাজার বছর ধরে সৎকার হচ্ছে না । মুখে আগুনও দেওয়া হচ্ছে , সমাজ তখন ঠিক করে দেয় কে দিলে হবে । তবে এখন তো জোর যার মুলুক তার তাই কেউ কারুর কথা - এমন কি নিজের চিন্তার বা বিবেকের - শুনতে চায় না বা ভয় পায় ।

    একটু চিন্তা করলেই বোঝা যায় এটা ব্যাক্তিগত নয় সমষ্টিগত কাজ আর তাই ইচ্ছা থাকুক আর না থাকুক নিজের ইচ্ছায় নয় সমাজের মর্জীতে করতে হয় । যে যত না শুনবে তত সভ্য সমাজের থেকে দূরে যাবে । আমি আমাদের সমাজের কথা জানি । বিদেশের সমাজের কথা জানি না । আর তাই তাদের অনুকরণ করার কোন কারণ পাই না । তারা হয়ত তাদের জন্য ভাল হতেই পারে না হলে তারা ব্যাক্তিস্বাধীনতার ধ্বজা অত নাড়ে কেন তবে আমাদের আমাদের মতই চলতে হবে বলে আমার মন বলে । আর তা ওদের থেকে আলাদা ।
  • san | 69.144.58.2 | ১১ জুন ২০১৩ ১৩:৪৬610233
  • এই ব্যক্তিস্বাধীনতা নিয়ে আসলে আমার আরেকটু লেখার ছিল। কঠিনকে উত্তর দেবার ছিল হয়ে ওঠেনি। দিয়ে দিই।

    দেখুন, পরিবার গঠনের ইন্সেন্টিভ সবার জন্য এক না। কারো কাছে হতেই পারে এক দেহ এক মন এক আত্মা হয়ে যাওয়াকেই বিবাহিত জীবনের মূল মাধূর্য বলে মনে হয়। এইটা ফাইন, যতক্ষণ না ধরে নেওয়া হয় দুনিয়ার সব পরিবারেরই এই স্পেসিফিক মাধুর্যের সন্ধান পাওয়াই লক্ষ্য। এমনও হতেই পারে, কারো কারো কাছে বিয়ের/কমপ্যানিয়নশিপের একটা ইম্পর্টান্ট জায়গা হল পরষ্পরের ইন্ডিভিজুয়ালিটিকে সম্মান দিয়ে সেই অনুপাতে পার্টনারকে স্পেস প্রোভাইড করা। তো , জাস্ট 'পরিবার' বলতে আপনার যা ডেফিনিশন তার সঙ্গে অন্যের ডেফিনিশন না মিললেই এরকম বলে যাওয়া ' এরা বিবাহিত জীবনের মাধুর্য কিছুই বুঝল না' - এটাকে আমার একটু ন্যারো মাইন্ডেড চিন্তা লাগে। এইটাই অবজেকশন জানাবার ছিল।
  • san | 69.144.58.2 | ১১ জুন ২০১৩ ১৩:৪৮610234
  • ওফ, বানান ভুল।
  • সে | 203.108.233.65 | ১১ জুন ২০১৩ ১৩:৫০610235
  • Name: প্রচার

    IP Address : 69.93.215.162 (*) Date:11 Jun 2013 -- 01:45 PM

    পুরো ঢপ।
  • প্রচার | 69.93.215.162 | ১১ জুন ২০১৩ ১৩:৫৯610236
  • @সান

    [মানে , অপুত্রক ( পুত্রকন্যা দুই মিলিয়েই বললাম )ব্যক্তিকে হসপিটাল বা শ্মশান ডেথ সার্টি দিতে অস্বীকার করছে এমন জানা নেই।]

    এটা কিন্তু গোলানো প্রশ্ন । মারা গেলে ডেথ সার্টি দেওয়া হয় । দেয় ডাক্তার । যে তার কাছে যায় - তাকে তার ফি দেয় - সে ছেলে হোক বা মেয়ে হোক বা কোন আত্মীয় বা পাড়ার লোক বা যে কেউ ধরা যাক হাসপাতাল হলে - তাকেই ডাক্তার দিয়ে দেয় । লেখা থাকে কে মারা গেছে ও কি ভাবে কখন কোথায় মারা গেছে । এই ডেথ সার্টি দেখালেই দেহ পোড়াতে দেয় । তবে যার তার দেহ মারা গেলেই ডেথ সার্টি পাওয়া যায় না - একমাত্র ক্লেম্যান্টকেই দেওয়া হয় - আর তাই সব দেহ - আনক্লেমেড হলে - পোড়ানোর অনুমতি পাওয়া যায় না । বেশ কিছু আনক্লেমড দেহ জোড় করে - প্রতিষ্ঠান সব রেকর্ড রেখে পোড়ায় । তাহলে বোঝা গেল যে ক্লেমড ও নোন বডি পোড়াতে দুটোই লাগে ডেথ সার্টি আর ক্লেম্যান্ট - সাধারনতঃ ছেলে মেয়ে । শ্মশান পোড়াবেই না ডাক্তারের সার্টি না থাকলে তো তাদের সার্টি । দেখুন না একদিন চেষ্টা করে অচেনা অজানা কোন শবদেহ । কি ঝামেলায় পড়বেন !
  • :wq! | 132.177.56.169 | ১১ জুন ২০১৩ ১৪:০১610237
  • ঢপের আর মা-বাপ থাকছে না। "আমাদের সমাজ"-এর দোহাই দিয়ে এন্তার ঢপিয়ে যাচ্ছে। "আমাদের সমাজ" বস্তুটা যে ঠিক কেমন দেখতে, সেইটাই শালা প্রথম পাতা থেকে পড়া করে এসেও বুঝতে পারছি না।
  • san | 69.144.58.2 | ১১ জুন ২০১৩ ১৪:০৭610238
  • ক্লেম্যান্ট লাগে আমি জানি। তবে ক্লেম্যান্ট হবার জন্য ছেলে মেয়ে হওয়া জরুরি না, সেটাই বলছি। অনেক অবিবাহিত মানুষও আমাদের চারপাশে থাকেন , তাদের মৃত্যুর পরে শেয়াল কুকুরে টেনে নিয়ে যেতে দেখিনি তো ঃ-)
  • san | 69.144.58.2 | ১১ জুন ২০১৩ ১৪:১১610239
  • দুই হল 'আমাদের সমাজ'। আমাদের সমাজে কিন্তু শুধু আপনার চিন্তাধারার মানুষই থাকেন না, আমাদের মত চিন্তাধারার মানুষও থাকেন। কাজেই আমরাও এই সমাজের মধ্যেই পড়ি। আপনার সঙ্গে না মিললেই আমরা দেশের সমাজের বাইরে হয়ে যাই না। তাই, আপনার চিন্তাকে আপনি আপনার মর্জি বলেই লিখুন না, সমাজের মর্জি লিখবেন কেন? সমাজের মর্জিতে আমাদের মর্জিও মিশে আছে ঃ-) আপনাকে সমাজের প্রতিভূ আর আমাদের বহিরাগত মনে করার কি কোনো কারণ আছে?
  • কৃশানু | 177.124.70.1 | ১১ জুন ২০১৩ ১৪:১২610241
  • দূর মশায়। আমার দেহ, মরে যাবার পরে পোড়ানো হলো, না দান করা হলো, না মর্গে পড়ে থাকলো, না শ্যাল কুকুরে টানলো তাতে আমার কি? কাঁচকলা। কাজেই ছেলে মেয়ে থাকলো কিনা আমার শবদেহের গতি করার জন্য, তাতে আমার মজা ছেঁড়া যায়।
    পার্সোনালি চাইব, কোনো কাজে লাগুক, তাই দেহ দান করে দিয়ে যাব। আর তো 'সমাজ' এর কোনো কাজে লাগিনি সারা জীবন।
  • :wq! | 132.177.56.169 | ১১ জুন ২০১৩ ১৪:১৬610242
  • এমনিতেও শবদাহ ব্যাপারটা অতি কুরুচিকর, পাশবিক লাগে দেখতে। জাস্ট ম্যাগো ক্যাটেগরির ব্যাপার।
  • চান্দু মিঁঞা | 37.63.56.135 | ১১ জুন ২০১৩ ১৪:২৯610243
  • আমি সমাজ কাকে বলে বুঝে গেছি। সমাজ হল সেট অফ অল সেটস।
  • প্রচার | 69.93.246.186 | ১১ জুন ২০১৩ ১৫:০১610244
  • @সান

    [ক্লেম্যান্ট লাগে আমি জানি। তবে ক্লেম্যান্ট হবার জন্য ছেলে মেয়ে হওয়া জরুরি না, সেটাই বলছি। অনেক অবিবাহিত মানুষও আমাদের চারপাশে থাকেন , তাদের মৃত্যুর পরে শেয়াল কুকুরে টেনে নিয়ে যেতে দেখিনি তো ঃ-)]

    ছেলে মেয়ে জরুরী এখনও বলছি তবে অবশ্যম্ভাবী এ কথা কি আমি বলেছি ? একটু ভেবে দেখলেই দেখবেন এই যারা আনক্লেমড এর দলে পড়েন তাদের ছেলে মেয়ে থাকে না বা থাকলেও তাদের পাত্তা থাকে না । তাও যদি কেউ ক্লেম করে ( অবিবাহিত হলে বা ছেলে মেয়ে বেপাত্তা হলে ) তবে সেই মুখে আগুন দেয় মানে ছেলের কাজ টা করে । কিন্তু ওই ক্লেম যদি কেউ না করে - ছেলে মেয়ে নেই , পরিচিত আত্মীয় বন্ধু নেই , অনেক সময় হয় - তখন কিন্তু ওই আনক্লেমড বডি হিসাবেই সৎকার হয় । খাতায় কলমে অনেক নিষ্ঠার সঙ্গে কিন্তু সবাই জানে তার আধিকাংশ বডিই শেয়াল কুকুরে টেনে নিয়ে যায় । কোন মর্গ বা বড় হাসপাতাল বা ব্যাস্ত শ্মশানে খোঁজ করলেই জানা যাবে । হ্যাঁ আজকাল আর শেয়াল কুকুর অত কোথায় , তাই সুয়োর , কাক , চিল , ঈগল , বাজ , ব্যাক্টিরিয়া , দেহচোর , মরাদেহর অঙ্গচোর আর আরও কত ধড়িবাজেরা টানাটানি করে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন