এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরানো স্মৃতি থেকে এক শকিং কাহিনী

    Zn
    অন্যান্য | ২৭ মে ২০১৩ | ২৩৭১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 214.54.36.245 | ১০ জুন ২০১৩ ২০:২৫610178
  • চুমুতে স্লাইট রসভঙ্গ করছি। ওমনাথকে একটা উত্তর দেবার ছিল।

    "ঈশান,
    আপনার সাইট আপনি যা ইচ্ছে করতে পারেন। আলোচনা বা উত্তর দেওয়ার জন্য প্রশ্নের অপেক্ষা বা লোকের ব্যক্তিগত পরিচয় নিয়ে খোঁচাখুঁচি। আপনার রুচী।
    নমস্কার।"

    ১। এই আলোচনায় কোনটা কার সাইট কীভাবে প্রাসঙ্গিক? নাকি আলোচনাটা এই স্তরে নেমে এসেছে?
    ২। উত্তর দেবার জন্য প্রশ্নের প্রয়োজন হয় বলেই জানি। ওমনাথ কি প্রশ্ন না করেই উত্তর চায়?
    ৩। আমি কি কারো ব্যক্তিগত পরিচয় নিয়ে খোঁচাখুঁচি করে ফেল্লাম? কোথায় কখন?
    ৪। লুচি, বুঁচি, রুচি। লুচী বুঁচী রুচী নয় মনে হয়। ভুল বল্লাম কি?

    সভ্য ও ভদ্র উত্তরের অপেক্ষায় রইলাম।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.241.117 | ১০ জুন ২০১৩ ২০:২৯610179
  • @সান'

    [প্রাপ্তবয়স্ক মানুষ মদ খেতে খামোখা অন্যের অনুমতি চাইবেই বা কেন ?
    ছেলে হোক বা মেয়ে !]

    মদ খাওয়া কেন বাতাস নিশ্বাস নিতেও অনুমতি নিতে হবে কেন না যাদের থেকে নিতে হবে তারা সন্তান ধারন ও পালনে মিলিত ভাবে সমাজের স্বার্থে কাজ করার জন্য অংগীকারবদ্ধ ও যে কোন সময়ে ধর্মবতারের কাছে নালিশ জানাতে পারে যে এ কাজে বাধা আসছে । আর যদি সে বাধা ব্যাক্তিগতভাবে স্বেচ্ছায় দেওয়া হয়েছে প্রমাণ করতে পারে তবে মোটা অ্যালিমনি বাঁধা ।
  • a x | 138.249.1.206 | ১০ জুন ২০১৩ ২০:৩৫610181
  • ৪। লুচি, বুঁচি, রুচি। লুচী বুঁচী রুচী নয় মনে হয়। ভুল বল্লাম কি?

    এটার মানে একটু বোঝানো হোক।
  • a x | 138.249.1.198 | ১০ জুন ২০১৩ ২০:৩৫610180
  • প্রণববাবু এইবার সিরিয়াস খিল্লি করছেন!
  • Ishan | 202.43.65.245 | ১০ জুন ২০১৩ ২০:৩৭610182
  • ওইটা "রুচি" বানান সংক্রান্ত প্রশ্ন। কোটেশন মার্ক দ্রষ্টব্য।
  • a x | 138.249.1.206 | ১০ জুন ২০১৩ ২০:৩৮610183
  • না না সেতো বুঝেছি, আমি ভাবলাম লুচি বুঁচি রুচি সংক্রান্ত কিছু সন্দীপন বা উদয়ন বা নিদেনপক্ষে বিনয় লিখে গেছেন।
  • Ishan | 202.43.65.245 | ১০ জুন ২০১৩ ২০:৪২610186
  • ওহো নানা। কেলোকে নিয়ে বিনয় মজুমদারের কবিতা আছে। কিন্তু লুচি? মনে পড়ছেনা। অবশ্য "দেখবি আর জ্বলবি" টাও ভালো কবিতা। কিন্তু কার লেখা জানিনা। ওমনাথ মনে হয় আলোকপাত করতে পারবে। :)
  • :wq! | 132.177.231.100 | ১০ জুন ২০১৩ ২০:৪৩610187
  • বুঁচি নিয়ে এত পোস্ট! অক্ষদা এইবার রেগে না যায় ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করা হচ্ছে বলে।

    ডিঃ বিশুদ্ধ মঃ।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.241.117 | ১০ জুন ২০১৩ ২০:৪৪610188
  • @ব

    [আচ্ছা অনুমতি ছাড়া ছোট বাইরে আর বড় বাইরে যাওয়া যাবে? ইয়ে মানে যদি খুব জোরে পায়!! ঃ((]
    দিনে একবার করে বাই ডিফল্ট বড় বাইরে যাবার আর ৬ ঘন্টায় একবার ছোট বাইরে যাবার অনুমতি থাকবে কিন্তু তার বেশী ঘন ঘন গেলে - হয়ত ধূম পান বা মদ্য পান বা প্রকৃতি দৃশ্য দেখার জন্য - সমাজের মূল কাজে অবহেলা বলে ধর্মাবতারের কাছে নালিশ ঠুকে দেবে ।
  • a x | 138.249.1.206 | ১০ জুন ২০১৩ ২০:৫১610189
  • বুঁচি কি আর একা আমার রে!
  • প্রণব রায় চৌধুরী | 69.93.241.117 | ১০ জুন ২০১৩ ২০:৫৭610190
  • @ব

    পুঃ এমন ধারা লাগাবে বিনা প্রমাণেই শুধু কথাতেই দীর্ঘদিনের হাজত বাস করিয়ে দেবে ।
  • প্রণব রায় চৌধুরী | 69.93.241.117 | ১০ জুন ২০১৩ ২০:৫৯610191
  • [এটার মানে একটু বোঝানো হোক।]

    সব কিছু কি বোঝান যায় নাকি ? অনেক কিছুই বুঝে নিতে হয় ।
  • san | 69.161.69.179 | ১০ জুন ২০১৩ ২১:০০610192
  • প্রণববাউ কিন্তু রসিক আছেন ঃ-) সিরিয়াসলি
  • চান্দু মিঁঞা | 233.235.30.101 | ১০ জুন ২০১৩ ২১:১৭610193
  • রসিক মানে, কাল ভাটে যা একখান দেছেন।
  • | 126.202.143.53 | ১০ জুন ২০১৩ ২১:১৮610194
  • ঠিক। কবি বলেছেন "কথা কিছু কিছু বুঝে নিতে
    হয় সেতো মুখে বলা যায় না"
  • প্রচার | 69.93.241.117 | ১০ জুন ২০১৩ ২২:৩০610195
  • @এএক্স

    [প্রণববাবু এইবার সিরিয়াস খিল্লি করছেন!]

    খিল্লির আবার গ্রেডেসান ! আর প্রণববাবুর পরিবারের অনুমতি নেওয়া আছে ।
  • প্রচার | 69.93.241.117 | ১০ জুন ২০১৩ ২৩:৪৭610197
  • @কেডি

    [@প্র রা চৌ,
    পানের যে তিনটি ফর্ম আছে, তাদের মধ্যে শুধু বায়বীয় ভার্সানটায় ডাক্তারের বারণ আছে ৷ অন্য দু'টো চালিয়ে যাচ্ছি তো ৷
    btw, আমিই সেই |]

    বায়বীয়টা মানা কেননা ওটা বিষবৎ পরিত্যজ্য । অন্য ফর্মগুলো নিশ্চই টনিক হিসাবে খেতে বলেনি । বিষ নয় বলে বারণ করেনি । তবে যার পায়ে অ্যানজেনা পেন হয় তার না খাওটাই কর্তব্য না হলে কবে হয়ত পেন আর অ্যানজেনা থাকবে না , মেরেদেনা হয়ে যাবে । কি দরকার , ঝামেলা বাড়াবার ওগুলো খেলে তো পেন টা কমবে না । ছেড়ে দিলে অন্ততঃ ওষুধের কাজটা ভাল হবে । আরে কত বড় বড় জিনিষ ছেড়ে দিলি আর এই ছোট দ্রব্যগুলো পারবি না ছাড়তে ।
  • কৃশানু | 213.147.88.10 | ১১ জুন ২০১৩ ০০:০৫610198
  • যাক, আমার বায়বীয়তেও ডাক্তারের মানা নেই। তাই কিছুই ছাড়তে পারিনি।
    এমন কি, পুরনো সেই হাসিটিও।
  • C | 161.141.84.239 | ১১ জুন ২০১৩ ০০:০৭610199
  • কৃশানু, সেই যে তোমার পাশে বসে গাঁজা টানছিল এক তামিল বামুন, এককবাবু কইলেন বামুন দেখলেই ক্যালাও, তো সেই গাঁজাবন্ধুকে কেলিয়েছিলে ? ঃ-)
  • প্রচার | 69.93.241.117 | ১১ জুন ২০১৩ ০০:২২610200
  • @কৃশানু

    [যাক, আমার বায়বীয়তেও ডাক্তারের মানা নেই। তাই কিছুই ছাড়তে পারিনি।
    এমন কি, পুরনো সেই হাসিটিও।]

    এখন কচি আছেন তাই ছাড়তে না পারলেও হাসি আসছে । একসময়ে ছাড়তে পারবেন না অথচ হাসিও থাকবেনা । ডাক্তার কোনদিন শুনেছেন প্রথম দিনেই রোগ সারিয়ে দেয় । তাদের পসার আপনি আমি না দেখলে কে দেখবে । এখন কচি বয়েস , কঠিন তরল বায়বীয় সব হজম হয়ে যাচ্ছে , পরে দেখবেন অ্যাবসট্র্যাক্ট জিনিষও হজম হচ্ছে না । ডাক্তার তখন শকত মানা করবে কিন্তু কমলি কিছুতেই ছাড়বে না । সেই ছাড়ালে না ছাড়ে গেনু ছাড়াবারে এত দিনে গেল ছাড়ি একমাত্র পটল তুললেই ছাড়বে । দয়া করে ও খপ্পরে পড়বেন না । আমরা ভুক্ত ভোগী । বাজে কথা কেন বলতে যাব । ছাড়াটাকেই এখনকার মত সামাজিক মূল কাজ মনে করে মন শক্ত করে ছেড়ে দিন ।
  • প্রচার | 69.93.241.117 | ১১ জুন ২০১৩ ০০:২৩610201
  • @কৃশানু

    পুঃ পুরান হাসি যদি রাখতে চান , মানে মানে এখনই ছেড়ে দিন ।
  • C | 161.141.84.239 | ১১ জুন ২০১৩ ০০:৩১610202
  • কচি যখন আর থাকবে না, তখন তো "প্রধান কাজটি" করা হয়ে যাবে কিনা, হাসিমুখে পটলক্ষেতে নেমে পড়বে। ঃ-)
  • C | 161.141.84.239 | ১১ জুন ২০১৩ ০০:৩৫610203
  • কিন্তু প্রণব,
    এতদিন ধরে আপনি সবাই কে বাঁদর নাচালেন? রা না রা টাইপ কেস করলেন?????
    ঃ-O
  • ranjan roy | 24.99.160.7 | ১১ জুন ২০১৩ ০০:৫০610205
  • কি যে আজাইর‌্যা তর্ক হইত্যাছে।

    কাঁঠালের পক্ষে আমার তিনদিনের তিনটি ভোট গোণা হোক।

    কেননা, চুমু বেশ সহজলভ্য (সমস্ত প্রাক্তন নকু ও বাঙালদের জন্যে, কল্লোলরে জিগাইয়া দ্যাখ)। সাপ্লাই বেশি, দাম কম।
    আর পাকা কাঁঠাল, খাজা বা ঘোলা, বছরে মাত্র একমাস পাই। কাজেই মহার্ঘ, ডিমান্ড কম যে।
  • কৃশানু | 213.147.88.10 | ১১ জুন ২০১৩ ০০:৫০610204
  • কারবন্দি, নাহ, ক্যালাতে আর পারলুম কোথায়? তার আগেই আমার একাউন্ট থেকে তিরিশ হাজার টাকা নিয়ে পালালো। ওরই টাকা যদিও, রাখতে দিয়েছিল। এদিকে তারপর থেকে গত মাসে আমার সংসার প্রায় চলে না, হাঁড়ি চড়া প্রায় বন্ধ।
  • কৃশানু | 213.147.88.10 | ১১ জুন ২০১৩ ০১:০৫610206
  • তো এইজন্যই মাকুদের ভাগে কম পরে।
    তা তাতে রেগে গিয়ে তো মাকুদের বোমা বানানো উচিত। মাইন পাতা উচিত। নকুরা এসব করে কেন?
  • C | 161.141.84.239 | ১১ জুন ২০১৩ ০১:১৪610208
  • সেকী কৃশানু, তোমার অ্যাকাউন্টে তার টাকা? আবার সে সেগুলো নিয়ে গেলো বলে তোমার হাঁড়ি অচল????
    ঃ-O
  • কৃশানু | 213.147.88.10 | ১১ জুন ২০১৩ ০১:২৯610209
  • হুম, কাকদ্বীপে নেমেই পার্স চুরি হয়ে গিয়েছিল বলে আমায় তার ক্রেদেন্শিয়াল্স দিয়ে দিল, আমি টাকা ট্রান্সফার করে আমার কাছে রাখলুম, এই করারে যে যখন যখন ফোং করে বলবে, কিছু কিছু টাকা দিয়ে দেব।
    এবার সে তো কলকাতা ছেড়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি ভুলে টাকা খরচা করে ফেলেছি। তারপর যখন টাকা চাইল, সে কি চাপ!!
  • C | 161.141.84.239 | ১১ জুন ২০১৩ ০১:৩১610210
  • হু, কৃশানু, খুবই চাপের ব্যাপার। টাকা জিনিসটাই---
  • kd | 47.228.107.75 | ১১ জুন ২০১৩ ০৪:০৪610211
  • জেনারাল ওয়ার্নিং টু অল - এই প্ররাচৌকে কেউ বিশ্বাস করবেন না ৷ ও সকলকে জ্ঞান দেয়, নিজে একটাও মানে না ৷ এই যেমন আমায় জ্ঞান দিলো বিড়ি না ফুঁকতে - আর ভগ্নহৃদয় হয়েও নিজে ফুঁকে চলেছে ৷ :))))))

    তবে সত্যের খাতিরে বলি, সবসময় না, পেলে খায় ৷
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন