এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরানো স্মৃতি থেকে এক শকিং কাহিনী

    Zn
    অন্যান্য | ২৭ মে ২০১৩ | ২৩৭০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | 125.241.52.214 | ১১ জুন ২০১৩ ২০:৪৬610278
  • আর ঝুম্ঝুমিদির চুমু পছন্দ নয়? ই কি কথা বাপু-
  • ranjan roy | 24.99.247.74 | ১১ জুন ২০১৩ ২০:৫৫610279
  • দুখে ও কৃশানুর বেলা তিনটের পোস্ট কেমন সন্দেহজনক!
    আর কারা কারা দেহদান করতে চান?
    ভবানীপুরের দিগন্ত বলে সংস্থা আছে। সেখানে গিয়ে নাম রেজিস্ট্রি করতে হবে। বাকিটা ওরা করে দেবে। আমার কাছে ওদের টেলিফোন নম্বর আছে।
    চলুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সদলে কাবলিদার বাড়ি আড্ডা মেরে ওখানে গিয়ে নাম লিখিয়ে আসি।
    একসঙ্গে বেশি লোক নাম লেখালে ওরা কিছু কনসেশন দেবে। (মানে তাড়াতাড়ি দেহদানের বন্দোবস্ত করে দেবে এই আর কি!)

    তবে আমি যখন বললাম যে আমি মন না দিয়ে শুধু দেহদানে বিশ্বাসী নই, তখন কেমন করে তাকালো!
  • sosen | 125.241.52.214 | ১১ জুন ২০১৩ ২১:০৪610280
  • টেবিলের ওধারে কি দিদিমণিরা ছিলেন?
  • ranjan roy | 24.99.247.74 | ১১ জুন ২০১৩ ২১:৪৭610281
  • সোসেন,
    ঃ)))))
  • mila | 212.156.10.253 | ১২ জুন ২০১৩ ০৯:০০610282
  • মহিলারা মুখাগ্নি করতে পারেননা এই কথা তা ঠিক নয়, আমার পরিবার এই অনেক মহিলা বাবা/মার মুখাগ্নি করেছেন এবং পারলৌকিক কাজ করেছেন (যদিও আমি ব্যক্তিগত ভাবে দাহ করার বিপক্ষে, এবং আমার বাবা-ও)
  • :wq! | 132.177.233.102 | ১২ জুন ২০১৩ ০৯:০৬610283
  • আপনারা সব সমাজের বাইরে। বাবাকে নিয়ে বনে জঙ্গলে চলে যান, নয় তো পার্সি হয়ে যান।
  • mila | 212.156.10.253 | ১২ জুন ২০১৩ ০৯:০৭610285
  • এক গাদা গোলানো পোস্ট পড়লাম, তবে দাহ করা/ডেথ সার্টিফিকেট পাওয়া নিয়ে আমার যা জানা আছে সেটা লিখে যাই
    ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্যে ছেলে/মেয়ে/আত্মীয় স্বজন থাকা প্রয়োজন নয়, পরিচিত যে কেউ ডাক্তার ডাকলেই মৃত্যুর ৪ ঘন্টা পর ডাক্তার ডেথ সার্টিফিকেট দেন( যদি মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকে তাহলে পোস্ট মর্টেম করতে পাঠান )
    আনক্লেমদ বডি তখন ই বলা হয় যখন কেউ ই তাকে চেনেন না/দায় নিতে চায়না, সেক্ষেত্রে সরকারী নিয়ম এ পোস্ট মর্টেম/দাহ হয়
    সে বোধহয় বৃদ্ধাশ্রম এ থাকা কারোর কারোর ও হয়, ছেলে মেয়ে থাকুক কিম্বা না-ই থাকুক
  • mila | 212.156.10.253 | ১২ জুন ২০১৩ ০৯:০৮610286
  • এত কিছু থাকতে পারসী কেন?
    অবশ্য পারসী হলে কি টাটা গোষ্ঠির সম্পত্তির কিছু অংশ পাওয়া যাবে? তাহলে আমার আপত্তি নেই
  • প্রচার | 69.93.255.16 | ১২ জুন ২০১৩ ১০:৫১610288
  • @এসসি
    পড়লাম । ধন্যবাদ । তবে নিজের দেশে নিজের সমাজে জটিলতা আরও অনেক বেশী - পেটে ভাত আর মানুষ হবার মতো শিক্ষা দুটোরই খুব অভাব - তাই বিদেশী সমস্যা খুব একটা মনে দাগ ফেলে না বা ফেলতে দিই না । যাদের দরকার তারা পড়ে কিছুটা শিক্ষা পাক সেটাই কাম্য ।
  • প্রচার | 69.93.242.35 | ১২ জুন ২০১৩ ১১:০৪610289
  • @মিলা

    [মহিলারা মুখাগ্নি করতে পারেননা এই কথা তা ঠিক নয়, আমার পরিবার এই অনেক মহিলা বাবা/মার মুখাগ্নি করেছেন এবং পারলৌকিক কাজ করেছেন (যদিও আমি ব্যক্তিগত ভাবে দাহ করার বিপক্ষে, এবং আমার বাবা-ও)]

    মহিলারা মুখাগ্নি করতে পারে না - যেটা আপনি বলছেন ঠিক না - সেটা কে বলেছে ? । দেখবেন ওপরের আলোচনায় পরিস্কার লেখা আছে মহিলারা পারেন না অথচ পুরুষেরা পারেন এ রকম কাজ মাত্র একটাই আর পুরুষেরা পারেননা কিন্তু মহিলারা পারেন এ রকম কাজ হাজার হাজার । মোটেই কথাটা যেই বলে থাকুক ঠিক বলেনি । হয়ত বলতে চেয়েছিল সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী - যারা এই মুখাগ্নি প্রথা বোধহয় চালু করেছিল - শুধু পুরুষদেরই কোন ধর্মিয় অনুষ্ঠানে যোগ দেবার অধিকার ছিল । যেমন ধরুন গোত্র । প্রত্যেক পুরুষের নিজস্ব গোত্র আছে - বা ছিল - যা তার জন্ম থেকে মৃত্যু পর্য্যন্ত একই থাকে । মেয়েদের কোন আলাদা গোত্র নেই । বিয়ের আগে বাবার আর বিয়ের পরে বরের । তা এগুলোর সাথে মহিলাদের সক্ষমতা - মানে পারার - কোন যোগ নেই ।

    [ এক গাদা গোলানো পোস্ট পড়লাম, তবে দাহ করা/ডেথ সার্টিফিকেট পাওয়া নিয়ে আমার যা জানা আছে সেটা লিখে যাই
    ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্যে ছেলে/মেয়ে/আত্মীয় স্বজন থাকা প্রয়োজন নয়, পরিচিত যে কেউ ডাক্তার ডাকলেই মৃত্যুর ৪ ঘন্টা পর ডাক্তার ডেথ সার্টিফিকেট দেন( যদি মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকে তাহলে পোস্ট মর্টেম করতে পাঠান )
    আনক্লেমদ বডি তখন ই বলা হয় যখন কেউ ই তাকে চেনেন না/দায় নিতে চায়না, সেক্ষেত্রে সরকারী নিয়ম এ পোস্ট মর্টেম/দাহ হয়
    সে বোধহয় বৃদ্ধাশ্রম এ থাকা কারোর কারোর ও হয়, ছেলে মেয়ে থাকুক কিম্বা না-ই থাকুক]

    জানি না কেন চর্বিত চর্বন করলেন ! হ্যাঁ , আপনি যেগুলোকে গোলানো পোস্ট বলছেন সেগুলো এই অধমই লিখেছে । কিন্তু দুঃখের ও আরও গোলানো যে আপনিও ঠিক একি কথা লিখেছেন ।

    আনক্লেমড বডির সরকারী নিয়মে দাহ/পোস্ট মর্টেম যত কম হয় তত ভাল এটা যদি স্বীকার করেন তবে আপনার কথা অনুযায়ীই স্বীকার করতে হয় ছেলে/মেয়ে আত্মীয় স্বজন থাকাটা কত প্রয়োজন ।
  • mila | 212.156.10.253 | ১২ জুন ২০১৩ ১১:১৫610290
  • প্রচার বাবু
    মেয়েদের মুখাগ্নি সম্পর্ক কথা তা আপনি-ই বলেছেন, ভুলে গেছেন হয়ত, আমি মনে করিয়ে দিচ্ছি আবার
    ====================================================================
    Name: প্রচার

    IP Address : 69.93.215.162 (*) Date:11 Jun 2013 -- 01:45 PM

    @সান

    [ডেথ সার্টিফিকেট অবশ্যই দরকার তবে তার জন্য নিজের ছেলেমেয়ে থাকা জরুরি না।]

    কে বলেছে জরুরী ? ছেলেমেয়ে নেই বা আগেই মারা গেছে বা অনেক দূরে থাকে - সরি মেয়ে থাকলে হবে না , ছেলে চাই মুখে আগুন দেবার জন্যে - এ রকম বহু লোকের - পুরুষ ও মহিলা - হাজার হাজার বছর ধরে সৎকার হচ্ছে না ।
    =============================================================================
    " - সরি মেয়ে থাকলে হবে না , ছেলে চাই মুখে আগুন দেবার জন্যে - "
  • :wq! | 132.177.233.102 | ১২ জুন ২০১৩ ১২:০১610291
  • কনসিস্টেন্সি একেই বলে। ঠিক তাল বুঝে 'আমি তো ও কথা বলি নি', নয় তো 'আমার কথা তোমরা বুঝতে পারো নি'। আর তেমন যুৎসই উত্তর না পেলে টোটাল পোস্টটাকে ইগনোর।
  • কৃশানু | 177.124.70.1 | ১২ জুন ২০১৩ ১৪:২৯610292
  • এই 'সরি' অংশটা প্রণববাবু খিল্লি করে করেছেন বলেই আমার মনে হয়েছিল। আমি ভুলও হতে পারি।
  • প্রচার | 69.93.204.71 | ১২ জুন ২০১৩ ১৫:১১610293
  • [" - সরি মেয়ে থাকলে হবে না , ছেলে চাই মুখে আগুন দেবার জন্যে - "]

    এর মানে কি মেয়েরা মুখে আগুন দিতে পারে না ? এর মানে হিন্দু শাস্ত্র অনুযায়ী পুত্রেরই মুখে আগুন দেবার অধিকার যদি ধার্মিক ভাবে মুখাগ্নি করা হয় যার কথা আলোচনা করা হচ্ছিল । আর এ কথাও ওখানেই লেখা আছে ছেলে মেয়ে না থাকলেও মুখাগ্নি করা আটকায় না হিন্দু ধর্ম অনুযায়ী।
    কোন কথার ঘুরিয়ে মানে করে খিল্লী করা যায় , অন্য কথা প্রমাণ করা যায় না ।
    আমার যথেষ্ট বয়েস হয়েছে আর অনেক সময়েই যে অনেক মেয়ে মুখাগ্নি করে এটা আমিও প্রত্যক্ষ করেছি । কিন্তু তা কতটা আমাদের ধর্ম অনুযায়ী তাতে সন্দেহ আছে । আর ধর্ম অনুযায়ী সৎকার করতেই হবে এমন কোন বাধ্যবাধকতা তো এখন নেই আর তাই মুখাগ্নি না করলে বা নাভি গঙ্গায় না ফেললেই বা কে আটকায় ।
  • jhumjhumi | 127.194.247.135 | ১২ জুন ২০১৩ ১৫:৪৬610294
  • @সোসেন চুমু অতি স্টিঙ্কি জিনিস, সাম্পান কয়েছিলো মনে নাই? ঃ-)
    কিন্তু ভোটের কোনো খবর নাই। আর কিশানুর কবে বে হলো? বে' টা কি গান্ধর্ব মতে?
  • প্রচার | 69.93.205.64 | ১২ জুন ২০১৩ ২৩:৫২610297
  • @কৃশানু

    [এই 'সরি' অংশটা প্রণববাবু খিল্লি করে করেছেন বলেই আমার মনে হয়েছিল। আমি ভুলও হতে পারি।]
    সরি , আপনার এই পোস্টটার উত্তর আগে দেওয়া হয়নি । এখন দিচ্ছি , দেরীর জন্য ক্ষমা করবেন ।

    হ্যাঁ , আপনি ঠিকই বলেছেন । ওটা খিল্লি করার জন্যেই লিখেছিলাম । কিন্তু ভুল লিখিনি । এখানে অনেকেই খিল্লি করে কিন্তু অন্য কেউ করলে তা পছন্দ করে না । তখন ব্যাপারটা সিরিয়াসিলি নিয়ে তক্ক করে । তা এবার আমিও তাই করেছি । পালটা তক্ক করেছি । আর ঠিক যে বলেছি সেটা কাদা ( kd) আশা করা যায় কনফার্ম করবে । জাত বামুন , আমার থেকে অনেক বেশী এই সব নিয়ম কানুনের খবর রাখে ।
  • kd | 47.228.104.237 | ১৪ জুন ২০১৩ ১৭:২৮610298
  • ওরে বাবা! এর মধ্যে আবার আমায় টানা কেন ? বলে দিচ্ছি, এ'সব ঝুটঝামেলায় আমি নেই ৷

    তবে একটা ব্যাপার, এই ফার্নেসে পোড়া বেশ কষ্টের মনে হয় ৷ আমি বাবা আশেপাশে বলে রেখেছি আমি চিতায় পুড়বো ৷ হেব্বি সেক্সি লাগে ব্যাপারটা ৷ রিসেন্টলি কেওড়াতলায় গিয়ে সার্ভে করে এসেছি - দারুন সাজানো, বেদি-টেদি করা, বটগাছের তলায় ৷ পাশের দেয়ালে নাচনেওয়ালীদের মুরাল - পুরো সিনেমা সেট ৷ মনে হয় জ্যোতি বোস-টোসের জন্যে বানানো হয়েছিলো ৷

    তবে বরাতে কী আছে কে জানে ৷ শেষ পর্যন্ত হয়তো ভাগাড়েই ঠাঁই হবে ৷ :)
  • প্রচার | 69.93.203.251 | ১৪ জুন ২০১৩ ২০:০৪610299
  • তা বাবা কাদা চিতায় পুড়বে তো মুখে আগুন কে দেবে ? আর যদি সাগরপারেই মরণ লেখা থাকে , সেখানেও কি চিতা পাওয়া যাবে ?
  • pi | 118.12.167.200 | ১৬ জুন ২০১৩ ০১:১৩610300
  • প্রচার | 69.93.253.109 | ২৭ জুন ২০১৩ ১১:৪৪610301
  • http://www.telegraphindia.com/1130627/jsp/foreign/story_17053323.jsp#.
    UcvHQztHIrh

    পড়ে যদি কেউ আলোচনা করতে চায় আমাদের দেশের সামাজিক ও অর্থনৈতিক ব্যাবস্থা ও প্রণালীর সাথে এই নতুন আমেরিকান আইন কতটা যুক্তিযুক্ত ।
  • pi | 118.12.169.134 | ২৮ জুলাই ২০১৩ ০০:৪৫610302
  • হচ্ছিল ভারত-পাকিস্তান-বাংলাদেশ এক হয়ে যাওয়া নিয়ে কাটজুর মন্তব্য নিয়ে বিতর্ক, চলে এসেছে সেই ,মেয়েদের 'আসল কাজ', দত্তক নেওয়া অনুচিত, এই সবে ঃ)

    https://www.facebook.com/groups/guruchandali/625945097423440/?notif_t=group_comment_reply
  • π | ২৩ নভেম্বর ২০১৩ ১৯:২৩610304
  • মিনিময় হবে নাকি ? ঃ)

    Being a mother is not the most important job in the world. There, I said it. Nor is it the toughest job, despite what the 92% of people polled in Parents Magazine reckon...The deification of mothers not only delegitimises the relationship fathers, neighbours, friends, grandparents, teachers and carers have with children, it also diminishes the immense worth and value of these relationships. How do gay dads feel about this line, I wonder? Or the single dads, stepdads or granddads? No matter how devoted and hard working you are, fellas, you’ll always be second best.

    I’m also confused as to what makes you a mother. Is it the actual birth? Or is a "mother" simply a term to describe an expectation to care for children without payment? Is this empty slogan used to compensate women for gouging holes from potential careers by spending years out of the workplace without recognition?...

    Even if it were a job, there is no way being a professional mother could be the hardest when compared to working 16 hours a day in a clothing factory in Bangladesh, making bricks in an Indian kiln, or being a Chinese miner. Nor could it ever be considered the most important job in comparison with a surgeon who saves lives, anyone running a nation, or a judge deciding on people’s destiny.....

    http://www.theguardian.com/commentisfree/2013/nov/18/sorry-but-being-a-mother-is-not-the-most-important-job-in-the-world'

    প্ররাচৌ আর আসেন ?
  • π | ২৭ নভেম্বর ২০১৩ ০৪:১১610305
  • ফেবু থেকে পাওয়া মণিমুক্তো ঃ

    "ভগবান আমাদের বানিয়েছেন কাউকে ছেলে কাউকে মেয়ে আসলে আলাদা উদ্দেশ্য নিয়ে। পুরুষের জীবনের উদ্দেশ্য বনে জঙ্গলে ঘুরে বেড়ানো, খাদ্যান্বেষণ করা, যুদ্ধ করে সাম্রাজ্য দখল করা, তার পছন্দের প্রজাতিকে রক্ষা করা, সভ্যতা তৈরী করা, রাস্তা ঘাট বানানো অসম্ভব কে সম্ভব করা।

    অন্যদিকে নারীর জীবনের উদ্দেশ্য সেই কাজে পুরুষের সহযোগী হওয়া, ঘর সামলানো, হেঁসেল সামলানো, সন্তান প্রতিপালন করা। নারীর কাঠামোগত উত্পত্তি অনুসারেই নারীর পক্ষে পুরুষের এই কাজগুলো করা যথেষ্ট কঠিন। তাকে দিয়ে এই কাজ করানো ও সম্ভব ছিলনা। গাধা পিটিয়ে ঘোড়া ছোটাবার চেষ্টা করলে যা হয়। কিন্তু তার মানে এই নয় যে নারীর প্রয়োজনীয়তা ছিলনা।

    অথচ আজকের দিনে পুরুষ দ্বারা সাধিত বিজ্ঞানের প্রভূত উন্নতির ফলে পুরুষের সেই কঠিন কাজগুলো আর অতটা কঠিন নেই। নারী অনায়াসে সেই কাজগুলো ও করতে পারে। ফলে নারী পুরুষের বিভেদ আজকে অনেকটাই কমে গেছে। ।। কিন্তু ক্রমাগত পুরুষের সাথে প্রতিযোগিতা করে করে আজকে নারী অনেকটাই পুরুষের কাছাকাছি এসেছে। অন্যদিকে পুরুষের সামনে কঠিন লক্ষ্যগুলো আর অতটা কঠিন নেই বিজ্ঞানের অগ্রগতির সুবাদে। ফলে আজকের পুরুষ অনেকটা নারীর মতন আর নারী অনেক পুরুষের মতন হয়ে উঠছে।

    কিন্তু তাতে নারীর যে জীবনের উদ্দেশ্য ছিল সেটার তো পরিবর্তন হয়নি। কিন্তু নারী সেই দায়িত্ব পালনে অস্বীকার করা শুরু করেছে।।
    এর ফল হিসেবে আজকে পরিবারতন্ত্র গভীর সংকটের সামনে দাঁড়িয়ে আছে। নারী তার নতুন চেতনার অপব্যবহার করে সমাজের কোনো উপকার করছে না উল্টে সমাজটাকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। এর ফলে নারীর উপর আঘাত আরো গুরুতর হয়েছে কিন্তু নারী এসে সেই পুরুষের কাছেই কানাকাটি করছে বাঁচাও বাঁচাও বলে।।

    এর থেকে কিভাবে পরিত্রান পাওয়া সম্ভব কেউ বলতে পারেন?"
  • sosen | 125.241.126.56 | ২৭ নভেম্বর ২০১৩ ০৮:০৩610306
  • এগুলো কি প্ররাচৌ ?
  • π | ২৭ নভেম্বর ২০১৩ ০৮:১২610308
  • জানিনা, যদ্দুর মনে হল কোন ফেক আইডি থেকে লেখা।
    রানারা কেসও হতে পারে।
  • siki | 132.177.177.67 | ২৭ নভেম্বর ২০১৩ ০৮:১৯610309
  • এইগুলোর চামড়া দিয়ে কি ভালো লেদার জ্যাকেট বানানো যায়?
  • sch | 126.203.198.160 | ২৭ নভেম্বর ২০১৩ ০৮:৩৯610310
  • না যায় না - কারণ চামড়াগুলোও ফেক
  • bhagidaar | 218.107.71.70 | ২৭ নভেম্বর ২০১৩ ০৮:৪৬610311
  • রানারা কেস টা কি কেস?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন