এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • পূজাবার্ষিকী ১৪২০

    kabya
    বইপত্তর | ০৫ আগস্ট ২০১৩ | ৬৮৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | 69.93.202.32 | ০৮ আগস্ট ২০১৩ ২১:০১615614
  • অর্জুন তো অনেকদিনই নেই। কয়েকবছর "আমার সময়"-এ বেরত, তারপর গুপি হয়ে গেছে।

    আনন্দমেলায় একমাত্র "মেঘ ছেঁড়া রোদ্দুর" ভালো লেগেছে, অনেকটা সঞ্জীব চট্টোর মত করে লিখতে চেয়েছেন মনে হল। কিন্তু শেষটায় বড্ড তাড়াহুড়ো হয়ে গেল, মনে হল স্ম্পাদক শেষ দু-তিনটে চ্যাপ্টার মিলিয়ে নিজেই লিখে দিয়েছে জায়গার অভাব বলে।

    ছ্যানাকালে "রঙবেরঙ" বেশ লাগত, এখনো বেরয়? দেখতে হবে তো।
  • kabya | 59.249.128.31 | ০৯ আগস্ট ২০১৩ ১৯:২৪615615
  • MR,

    আপনাকে ধন্যবাদ, আমার বই ড্ট কম এর কথা টা জানানোর জন্য।

    আনন্ন্দ বাজার পত্রিকার স্মরণজিত এর লেখা টা মন ছুয়ে গেলো।
  • MR | 81.252.196.173 | ১১ আগস্ট ২০১৩ ০০:০৪615616
  • অসাধারণ লেখা স্মরণজিতের। স্মরণজিত নিজেকে চেন্জ করেছে দেখে ভালো লাগল। কিন্তু আমি সাপোর্ট করি না এতো তাড়াতাড়ি নেটে তুলে দেওয়া টা। আর এদিকে বাঙ্গলাদেশীরা অপর্না সেনের উপর খাপ্পা মুক্তি যুদ্ধ গয়নার বাক্সে ব্যবহার করায়।
  • Note | 122.79.36.188 | ১১ আগস্ট ২০১৩ ১০:৪৮615617
  • আজকাল বড়দের পূজাবার্ষিকি তুলে দেখতে বড় ভয় করে।আগের বার আবাপ তে অমৃত সাহা ভয় দেখিয়েছিলেন এক চরিত্রের লুঙ্গি খুলে পড়ার পর থেকে পরের উপন্যাস শুরু করবেন।এবার দেখছি তিনি পত্রিকাতে লিখেছেন।
    প্রতিদিন,বর্তমান,খবর ৩৬৫,এই সময়,অপর্না সেনের প্রথমা, সবাই একে একে বার করবে।কত নাম করা ছবি হয়ে যাওয়া লেখক দের আবার ফ্রেম থেকে নেমে এসে ডামি দিয়ে লেখাতে হয়েছে কে জানে।
    রবীন্দ্র্নাম আবার মনের ভুলে কোন নারীর সাথে অন্তরঙ্গ হয়েছিল রঞ্জনের হাত ধরে জানা যাবে। বই হয়ে তা বেস্টসেলার হবে।
    একটা ভালো গল্প শোনার আশা থাকলেও হতাশ হয়ে ঠকতে হবে।
    কিশোরদের পূজোসংখ্যা তে পারুক ন পারুক গল্প বলার চেষ্টা থাকে। তাই একটু কম ভয় নিয়ে সেগুলো-ই আগে পড়ে দেখি।
  • phutki | 131.241.146.122 | ১২ আগস্ট ২০১৩ ১৭:১৭615618
  • আনন্দমেলার কমিকসের উন্নতি হয়েছে। ফেলুদা নিয়ে পাতার পর পাতা না এঁকে গল্প অনুযায়ী ছোটো হয়েছে। আর রাপ্পা রায়ের কমিকসের ছবি বেশ সুন্দর। ভালো লাগল।
  • T | 24.139.128.15 | ১২ আগস্ট ২০১৩ ১৭:৪৩615619
  • রাপ্পা রায়ের কমিকসের ছবি খানিকটা টিনটিন ধাঁচের। ব্রাসেলস স্কুল। ক্লীয়ার ড্রয়িং। ভালো চেষ্টা।
  • ranjan roy | 24.99.116.165 | ১৩ আগস্ট ২০১৩ ০৩:০৫615620
  • আনন্দবাজারে গুরুর তেকোনা ও ফরিদার কবিতা বেরিয়েছে!
    জ্জিও কাকা!ঃ)))
  • ঊমেশ | 90.254.147.148 | ১৪ আগস্ট ২০১৩ ২০:৩০615621
  • মানুশ বুড়ো হলে কি ধর্মে-কর্মে নজর বাড়ে?

    আমি আগে কখনো সমরেশ মজুমদার এর এরকম ধর্মীয় ট্যাঁশ লেখা পড়িনি।
    (ট্যাঁশ পড়েছি, কিন্তু সেটা অন্য বিষয়)
    এটা কি বুড়ো হবার ফল?
  • Lama | 126.193.135.242 | ১৪ আগস্ট ২০১৩ ২১:২১615622
  • আনন্দমেলার কমিকসের উন্নতি হয়েছে ঠিকই। গোটা দুয়েক ছোটগল্প শুধু পড়া হয়েছে, আর শীর্ষেন্দুর প্রথম তিন পাতা।

    আনন্দমেলায় আমাদের কলেজের তাপসদার কল্পবিজ্ঞানের গল্প ছেপেছে- শেষ পাতায় আছে।

    বাকি পূজাবার্ষিকী এখনো হাতে আসে নি। কাল পরশুর মধ্যে দেবে বলল
  • kumu | 94.70.134.131 | ১৪ আগস্ট ২০১৩ ২২:৪৩615624
  • আমারবইতে মেম্বার হতে হবে, নইলে খুলবে না।
  • MR | 81.252.196.173 | ১৫ আগস্ট ২০১৩ ০১:২৬615625
  • আমার বই এর log in system করেছে, কেনোনা ওদের বই ওন্যরা কপি করে।
  • | 24.97.23.61 | ১৫ আগস্ট ২০১৩ ১১:৩৩615626
  • চেক করলাম। কিন্তু আমায় তো এমনি এমনিই ডাউনলোড করতে দিল। ফেবু লাইক্করলেই দিচ্ছে তো। আমি অবশ্য নামাই নি। শুধুশুধু হার্ডডিস্ক ভরিয়ে কী লাভ!
  • gajaa | 121.93.163.126 | ১৫ আগস্ট ২০১৩ ১২:১২615627
  • আনন্দমেলা প্রায় পড়েই ফেললাম। একমাত্র "মেঘ ছেঁড়া রোদ" উপন্যাসটা ঠিকঠাক লাগছিল।হঠাৎ করে শেষ হয়ে গেল।
    "কেল্লার গুপ্তধন` বোরিং। লেখক ছোটদের গল্পের বেসিকটা জানেন না মনে হল।কিছু কাকাবাবু পড়ে লেখতে বসে পড়েছেন।
    সুচিত্রা ভট্টাচার্য ও সুকান্ত গঙ্গোপাধ্যায় এর লেখা গোয়েন্দামালায় অসঙ্গতি অনেক।ময়ুরের খাদানে পড়ে যাওয়া কি ভাবে সম্ভব,পুজো মিটে গেলে গয়্না খোলার সময় কবে কে ভিডিও রেকর্ডিং করে কে জানে বাবা।
    শীর্ষেন্দুবাবুর আইডিয়াটা ভাল কিন্তু গল্প কিছু দাঁড়ায়নি। তাঁর মতো সিনিয়র মানুষ এবার এক এক বছর রেহাই দেওয়া উচিত।
    "বরফ দেশের ছায়ামানুষ" মোটামুটি লাগল।
    গল্পের মধ্যে "অতিথি` ও "সদশিব আঙ্কেলের আশ্চর্য কাহিনি" কমন প্লট হলেও গল্প হয়েছে। বাকিগুলো
    নেহাত একটা আইডিয়া বলা যায় তাতে গল্প কোথায়!
    ফিচারগুলো নেট থেকে নামানো। ঐ টুকু বাদ দিয়ে ফিচার লেখক ঐ বিষয়ে আর বিন্দু মাত্র কিছু পড়ে দেখেছেন এমন বোধ তো হল না।
    আনন্দমেলায় মন ভরলো না। অবশ্য আশাও করিনি। তবু অভ্যাস। যার জোরে এই সব শারদ সংখ্যাগুলো টিকে আছে।
  • উমেশ | 90.254.147.148 | ১৫ আগস্ট ২০১৩ ১২:৫৭615628
  • স্মরণজিৎ এর গল্পটা বেশ ভালো লাগলো।
    কে যেন লিখেছে স্মরণজিৎ তার লেখার স্টাইল চেন্জ করেছে, কিন্তু আমার মনে হলো না, এটাই তো ওর লেখার স্টাইল।

    ফুটবল-প্রেমী দের বলছি, স্মরণজিৎ এর গল্পটা পড়তে।
  • + | 213.110.240.200 | ১৫ আগস্ট ২০১৩ ১৪:২৩615629
  • স্মরণজিত কোথায় বেড়িয়েছে?? অনন্দবাজার পত্রিকা? পত্রিকা?
  • ঊমেশ | 90.254.147.148 | ১৫ আগস্ট ২০১৩ ১৪:৪৫615630
  • আনন্দবাজার পত্রিকা তে বেড়িয়েছে।
    একঝলক ছোটোবেলা ফিরে এলো।
  • siki | 69.164.108.49 | ১৫ আগস্ট ২০১৩ ১৭:০০615631
  • ভাটে শারদীয়া আবাপ-র লিং দিয়েছি।
  • শঙ্খ | 169.53.78.142 | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৩৩615632
  • বাংলাটরেন্টে অনেকদিন হল বেরিয়ে গেছে তো। সাংঘাতিক ভালো স্ক্যান আর কোন জলছাপ নেই। ওখানকার লোকগুলির কাজের নিষ্ঠা দেখলে স্যালুট করতে হয়।
  • + | 213.110.243.22 | ১৫ আগস্ট ২০১৩ ২১:১৯615633
  • ভেউঃ( ভাটে ক্যায়সে খুঁজেগা?? এখানে দেওয়া যাবেনা?
  • siki | 69.164.108.49 | ১৫ আগস্ট ২০১৩ ২২:১৩615635
  • শারদীয়া আবাপ।

    https://docs.google.com/file/d/0B1zfDexmf8lzZm1qWWgwOE9faHc/edit?usp=sharing

    আমি এটা কাল সকালেই ডিলিট মারব। যার নামাবার আজ রাতেই নামিয়ে নাও / নিন।

    সমরেশ মজুমদারকে হাতের কাছে পেলে বেশ করে ডাঙসপেটা করতাম। বেশ রামকৃষ্ণ সারদামণির জীবনীচরিত লিখবেন বলে শুরু করেছিলেন, তারপরে সরলা ম্যাডামকে সমাজ সংস্কারক বানিয়ে দিলেন। হুল্লাট খোরাক। তবে সরলা ম্যাডামকে আমার বেশ পছন্দ হয়েছে। ওনাকে ফেসবুক গুরুতে নিয়ে আসতে পারলে বেশ জমে যেত। হিন্দু-মুসলমানের তু-তু-ম্যায়-ম্যায়-ও কেমন তিনি নিমেষে মন্ত্রবলে থামিয়ে দেন।
  • MR | 81.252.196.173 | ১৫ আগস্ট ২০১৩ ২২:৪১615637
  • স্মরণজিতের প্রথ্মদিকের উপন্যাস "পাতাঝরার মরশুমে" এবঙ্গ আগেরবারের "বৃত্ত" পড়লেই বোঝাযাবে। পরে বলুন কথা।
  • ranjan roy | 24.99.190.39 | ১৫ আগস্ট ২০১৩ ২২:৪১615636
  • সিকিকে ক।
    এত বাজে লেখা সমরেশ বোধহয় আগে কখনো লেখেন নি।
  • rabaahuta | 172.136.192.1 | ১৫ আগস্ট ২০১৩ ২২:৪৬615638
  • হাতের কাছে লিং পেয়ে নামিয়েই ফেললাম। পড়বো না সে অন্য কথাঃ)
  • MR | 81.252.196.173 | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০৪615639
  • সরি । আমার মত বলেছি। আমি আসলে ধারাবাহিক ভাবে স্মরণজিত, সুকান্ত পড়ছি। তবুও লাস্ট লাইনটা লেখা অনুচিত হয়েছে।
  • siki | 69.164.108.49 | ১৬ আগস্ট ২০১৩ ০৯:৩৫615640
  • স্মরণজিৎ কৃশানুকে পুরো গল্প জুড়ে কৃশাণু লিখেছেন কেন? কী চোখে লাগছে।
  • ^$*&87^*) | 69.160.210.2 | ১৬ আগস্ট ২০১৩ ১১:০০615641
  • বিশেষ কিছু পড়িনি, শীর্ষেন্দুও অনেক দিন পড়ি নাই, তবে এবার আনন্দমেলায় শীর্ষেন্দুটা পড়ে বেশ ভালোই তো লাগল। পাঠকের জন্যে অনেকখানি স্পেস রেখে যাওয়া লেখা। ছোটাইদির মত জানতে আগ্রহী হলাম। মনে হল চেনা ছকে খেলতে গিয়ে ছক ভেঙে অনেকদিন পর নিজের মনের মতো দিকে যেতে চেষ্টা করলেন। পুরো পারলেন না হয়তো, তবে গোছালেন তো মোটামুটি ভালোই। অবশ্য এ ও ঠিক গল্প খোঁজার আশা নিয়ে পড়তে বসিনি।
  • %^#^W^**( | 69.160.210.2 | ১৬ আগস্ট ২০১৩ ১১:০১615642
  • আমার বই ডট কম স্রেফ বিভিন্ন সাইট থেকে বই ঝেড়ে ঝেড়ে নিজের সাইটে রেখে ইনকাম বাড়ায়। বাজে লোকের সাইট।
  • phutki | 131.241.146.122 | ১৬ আগস্ট ২০১৩ ১১:০৫615643
  • সমরেশ মজুমদার এটা কি লিখেছেন??? অদ্ভুত।
  • siki | 131.243.33.212 | ১৬ আগস্ট ২০১৩ ১১:০৮615644
  • জাস্‌ অদ্ভূত। শুরুতে সারদামণি, শেষদিকে ভগিনী নিবেদিতা, মাঝখানে ফেবু গুরুর অ্যাডমিনিস্ট্রেটর। ওদিকে তারাপদ টিপিকাল আতাক্যালানে, আর তার ইন্টারভিউ নিতে আসা সাংবাদিক আর অধ্যাপকগুলো আরও আতাক্যালানে, যা-ই শোনে, "আহা-কী-শুনিলাম" ভাব নিয়ে শোনে আর বলে-বলে হ্যালু খায়।
  • phutki | 131.241.146.122 | ১৬ আগস্ট ২০১৩ ১১:১২615646
  • নামীদামী লেখকদের লেখা ছাপানোর আগে একবারও পড়ে দেখা হয় না মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন