এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • So What is IT (JADAVPUR UNIVERSITY MOVEMENT) ALL ABOUT. ????

    SUBHAM RATH
    অন্যান্য | ২২ সেপ্টেম্বর ২০১৩ | ১০৪৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.226.53 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৮618705
  • হুম, ঘেঁটে যাওয়া ব্যাপার। আশা করি, ব্যাপার-টা শেষে বাঙালী বনাম পাহাড়ী-তে গিয়ে ঠেকবে না।
    বাবু-টা বাদ দিতে পারেন।
  • SUMIT GHOSH | 127.194.87.87 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৯618706
  • 1st of all clear out a few things.... jani mediar doulot e ju student ra aj pray criminal.... tao thanda mathay aktu sune dekhun ..ar ki bolbo......
    1. FETSU konodin ragging er support e stand neyni .... future e o nebe ei asha rakhi....past e erm onek example ache dekhano jay jekhane proper investigation hye6e and proved hye6e j ragging hye6e ... FETSU apnader oi " andolon" koreni...(jani oneke eta pore bolben korte pareni andoln..!!!)
    2. prothom thekei movement er dabi puro bisoy ta reinvestigate korar jonyo..reinvestigate korle ja hobe tai hobe..kokhno bola hoyni ragging er sasti komano hok... ALREADY 2 JON ARC ER MEMBER TEACHER(NAM LIKHCHI NA) TARA VC K DEPUTATION DYECHEN ANTI RAGGING COMMITTEER MTNG RECALL KORAR JONYO...
    3. prthom thekei barbar media te barbar bola hote thake dekhi j 3 jon osustho lok k atke rakha hye6e...... jodio barbar gye tader bole as ahoy j apnara chaile chole jete paren.....apnader atke rakha ta student der 2 rat jege theke kora protest er moto noy......even osudh ba ambulance er dorkar holeo anana.keu atkabe na....engieering er student ra pagol noy..jodio media ulto tai bollo..!!!
    4.. PRO VC naki prochondo osustho hye pore6len,,janina vetore gye tar kono lokkhon paini.... jodio 2 jon student hospitalized hye hat e stitch nye obosthan e bose thaklo ....eta nye kauke vabte dekhlam na..... ASOLE PAGOL TOH AMRA ..KEU VABE NAKI PAGOL ER KOTHA..!!
    JADAVPUR UNIVERSITYR CRIMINAL ,RAGGER, PAGOL STUDENT RA
  • SUMIT GHOSH | 127.194.87.87 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৭618707
  • ar kon media k beleive kore ato lafachchen sobai..???? j media daily pray 5 pata dhore bibhinno celebrity der nude ar clevage er pics dye tar business kore... sei media jara rape ar ragging er asol karon khuje ber korar cheye besi interest pay ta nye business kore nijeder TRP barate.....
  • swarnendu | 41.164.232.232 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৯618708
  • aranya,
    আশা করি দাঁড়াবে না, এখনকার সিচু জানি না, আমাদের সময় সম্পর্ক আদৌ খারাপ ছিল না, আড়ালে কালেক্টিভলি চ্যাং বলে রেফার করা হত বটে ( সেটা খুবই জঘন্য ) , কিন্তু সৌহার্দ্য দিব্যি ছিল। পাহাড়িদের বেশিরভাগ ই ভাল ফুটবল খেলত আর অনেকেই ভাল গিটার বাজাত।
  • sumit ghosh | 127.194.82.23 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৩৯618709
  • @ swarnendu babu ai kotha gulo joto kom bola jay valo hoy.. media prochondo vabe emn akta campaign rakche jano ba puro byaparta khub communal ....oi r kii besi spicy hoy tahole byaparta...................
  • PT | 213.110.243.23 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৬618710
  • বাপ-মায়েরা ছেলে-মেয়েদের পড়তে পাঠায় ইউনিতে-প্রফেসর/অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদিদের ভরসায়। এই তথাকথিত "সিনিয়র" ছাত্র -যারা বছর ৪/৫-এর একটা ফ্লোটিং গ্রুপ-তাদের ভরসায় তো পাঠায় না! আর হস্টেলে তো ওয়ার্ডেন থাকার কথা। কেউ নিয়ম ভাঙলে সে ব্যবস্থা নেবে-ছাত্রদের কিসের এত মাথাব্যথা?
  • Felix Felicis | 131.241.218.132 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৩618711
  • এই লিংকটা থাক -

    https://www.facebook.com/groups/JUonline/permalink/541633755905333/

    কাল কিছু ম্যাঙ্গো স্টুডেন্টদের সাথে কথা বলে মনে হল বিশেষ সমর্থন নেই। অবিশ্যি এই ছেলেমেয়েগুলো আবার অন্যরকম এলিটিস্টও হয়ে থাকতে পারে;-)
  • a | 22.131.214.66 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৯618712
  • ছেলেগুলোকে বের তো করে দেয়নি, এক দুটো সেম সাসপেন্ড করেছে মাত্র। এনিয়ে এত ঝামেলার কি আছে? র‌্যাগিং করেছে শাস্তি পাবে, এনিয়ে কোনো তর্ক হবারই মানে নেই। কিছু কিছু ক্ষেত্রে আলোচনার অবকাশ রাখাই উচিত না। না পোষালে, কোর্ট তো খোলাই আছে!!

    নীল বাবুকে, ওয়াল মনে পড়ে কি না জানি না, এটুকু বলতে পারি বি কলেজে ১স্ট ইয়ারকে আলাদা রাখায় র‌্যাগিং প্রায় নির্মূল হয়ে গেছিল। সেটা অনেক অনেক বেশি জরুরি
  • jhiki | 190.214.232.92 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪২618713
  • একটা সেমের জন্য কিভাবে সাসপেন্ড করা যায় এটা ক্লীয়ার হচ্ছে না, দুটো সেম মানে একটা ইয়ার সাসপেন্ড বোধগম্য।
  • সে | 203.108.233.65 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৭618715
  • "আড়ালে কালেক্টিভলি চ্যাং বলে রেফার করা হত বটে" !!!

    ছিছি।
  • Lama | 213.132.214.156 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৩618716
  • aর ১০ট ৫৯ এর পোস্টঃ

    " বি কলেজে ১স্ট ইয়ারকে আলাদা রাখায় র‌্যাগিং প্রায় নির্মূল হয়ে গেছিল। "- সত্যিই কি?

    আমার অভিজ্ঞতা বলছে- আমাদের সময় (১৯৯১ থেকে শুরু করে ঐ দশকের মাঝামাঝি) র‌্যাগিং কম হত (যেটুকু হত সেটা হওয়া উচিত নয় এবং আমরা সেটা বন্ধ করার যথাসাধ্য চেষ্টা করেছিলাম, বহুলাংশে ব্যর্থ)। কিন্তু হোস্টেল আলাদা করে দেওয়ার পর হু হু করে র‌্যাগিং বেড়ে গেল এবং দিকে দিকে বার্তা রটে গেল যে বি ই কলেজে র‌্যাগিং ছাড়া আর কিছু হয় না।

    বি ই কলেজে র‌্যাগিং নিয়ে বাড়াবাড়ির পেছনে আমার মতো প্রত্যক্ষদর্শীরা হোস্টেল আলাদা করা ব্যাপারটাকেই দায়ী করে থাকি।

    সোজা হিসেব- আমরা যারা ফার্স্ট ইয়ারে আলাদা হোস্টেলে থাকি নি তাদের কাছে সিনিয়ার মানে হাতি ঘোড়া কিছু নয়, আমারই একজন সতীর্থ যাকে বয়োজ্যেষ্ঠ্য হবার কারণে সম্মান দিয়ে থাকি এবং জীবনে চলার পথে তাদের অভিজ্ঞতালব্ধ পরামর্শ মাঝেমাঝে কাজে লাগাই। অন্যদিকে, হোস্টেল আলাদা হবার পরের প্রজন্মের কাছে (অন্ততঃ অধিকংশের কাছে) সিনিয়ার মানে সবসময় র‌্যাগিঙের সুযোগ খোঁজা একদল নরপশু আর জুনিয়র মানে কিছু অকালপক্ক ছোকরা যারা বড়দের সম্মান করে না। ফলে একই কলেজের ছাত্রছাত্রীদের আলাদা আলাদা গোষ্ঠীর মধ্যে সম্পর্ক আর স্বাভাবিক হয় না।

    র‌্যাগিং বন্ধ করার সঙ্গে হোস্টেল আলাদা করার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে কড়া নজরদারীর, অপরাধীর কঠোর শাস্তির, ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর, প্রয়োজনে কাউন্সেলিংএর, গঠনমূলক কাজে সবাইকে উৎসাহিত করার।

    "হোস্টেল আলাদা করা" গোছের সলিউশনগুলোকে আমার মনে হয় একটা চটজলদি কিছু করে তাৎক্ষণিক বাহবা নেবার চেষ্টা।

    মনে আছে, ফার্স্ট ইয়ারের হোস্টেল যে বছর আলাদা করে দেয়া হল সে বছর কয়েকটা ঘটনা সামনে এসেছিল। যেমন, ক্যাম্পাসের ভেতরে র‌্যাগিং করার সুযোগ না পেয়ে বোটানিক্যাল গার্ডেনে ডেকে নিয়ে পেটানো, এমনকি নিজের পাড়ায় পেটানো। তার চাইতে পাশাপাশি থেকে পরস্পরের মধ্যে সহজ সম্পর্ক তৈরির যদি চেষ্টা করা হত, অধ্যাপকরা যদি মাঝেমধ্যে হোস্টেলে এসে খোঁজখবর নিতেন (অন্য প্রফেসররা তো দুরের কথা, খোদ সুপারকে পুরো কলেজজীবনে তিনবারের বেশি হোস্টেলে ঢুকতে দেখি নি), ইন্টার হোস্টেল প্রতিযোগিতা ইত্যাদি যদি হত, তাহলে এই শত্রুতাগুলোই হত না।

    বরং কলেজ কর্তৃপক্ষের তরফে অনেক অপপ্রচার নিজের কানে শুনেছি। পাস করে বেরনোর পরের বছর জুনিয়রদের আমন্ত্রণে নিজের হোস্টেলের একটা অনুষ্ঠানে গিয়ে সুপারের বক্তৃতা শুনে চক্ষু চড়কগাছ। আমাদের ফাইনাল ইয়ারে নাকি আমরা এত র‌্যাগিং করেছিলাম যে আমাদের অত্যাচারে একজন 'পাগল' পর্যন্ত হয়ে গিয়েছিল।

    আমরাও তো সেকেন্ড/ থার্ড ইয়ারের সঙ্গে একই হোস্টেলে থাকতাম। তাতে কি আমাদের এক/ দুই/ তিন বছরের সিনিয়রদের সঙ্গে বন্ধুত্ব হতে আমাদের কোনো অসুবিধে হয়েছিল?
  • aka | 34.214.145.19 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০০618717
  • রিয়েলি র‌্যাগিংয়ের নামে কেলাত? পুরো সিক পাব্লিক তো।
  • a x | 138.249.1.202 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৩618718
  • কাল ভাটে করা হুতোর প্রশ্নটাই একটু ঘুরিয়ে করি। এই এখন যেমন আন্দোলন, ঘেরাও, অনশন, সোশ্যাল মিডিয়াতে উঠেপড়ে প্রচার চলছে এই শাস্তির বিরুদ্ধে, এই একই রকম লেভেলে ফার্মেসির মেয়েটি, মৃদুল বোসের বরখাস্ত ইত্যাদি চেয়ে আন্দোলন হয়নি কেন?
  • pi | 118.22.231.245 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪১618719
  • ফার্মেসির মেয়েটির কেস নিয়ে যা শুনেছিলাম, ফেবু গ্রুপে লিখেছিলাম, এখানেও লিখি। ছাত্র সংসদ এই নিয়ে আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু মেয়েটি এখনো চিকিৎসাধীন, তার পরিবার চান না, এখনই এই নিয়ে আন্দোলন করা হোক। ওঁরা সময় চেয়েছেন।
  • a x | 138.249.1.202 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫২618720
  • মৃদুল বোসের শাস্তি?
  • তাতিন | 132.252.251.244 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৯618721
  • মৃদুল বোস মানে ফিসিক্সের ফ্যাকাল্টি? কী করেছেন তিনি?
  • তাতিন | 132.252.251.244 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:১২618722
  • একটা সেম সাসপেন্ড র‍্যাগিং-এ খুব কমন শাস্তি। আই আই টি পাটনায় হতে দেখেছি। তবে সেটা ফার্স্ট ইয়ারকে র‍্যাগিং-এ। একবছরের ফার্স্ট সেমের ক্লাস করতে পারেনা, সেকেন্ড সেমিস্টার করে, পরের বছর আগের বিয়ারের প্রথম সেম করে। ফোর্থ ইয়ারের পর এক সেমিস্টার থাকে। কোর্সগুলোর জেনারেল কন্টিনিউয়েশন হিসেব করলে খুব বোকাবোকা শাস্তি।
  • a x | 138.249.1.194 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:০১618723
  • হ্যাঁ, ফিজিক্সের ফ্যাকাল্টি। ছাত্রীকে মলেস্টেশনের চার্জ আনা হয়েছিল - সেখানেও কিসব কমিশন ইত্যাদি হয়, তারপর তো বোধহয় চাপা পড়ে যায়। ফেটসুর এখনের বিভিন্ন দাবীর মধ্যে আছে এটাও, কিন্তু তখন সেরকম জোরদার আওয়াজ শুনিনি। অন্তত এই ইস্যুতে যেরকম হচ্ছে সেরকম শুনিনি।
  • তাতিন | 127.197.74.60 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৬618726
  • মৃদুল বোস মলেস্ট করেছে!!!!
    বিশ্বাস করতে চাপ হচ্ছে
  • Ishan | 202.43.65.245 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৩618727
  • চ্যাং প্রসঙ্গে বলি। বিই কলেজে আমরা চ্যাং শব্দটার হুড়মুড়িয়ে ব্যবহার করতাম। প্রকাশ্যে। মানে এখন আমাকে লোকজন যেভাবে বং বলে, সেইভাবেই। বং শুনলে আমার জ্বলে, কিন্তু কেউ ডেরোগেটারি সেন্সে কিছু বলছেনা এটা আমি জানি, সেইজন্য কাউকে কিছু বলিও না। উত্তর-পূর্বের ছেলেমেয়েরাও নিশ্চিত করেই জানতেন ওটা "ডেরোগেটারি" নয়। তবে তাদেরও জ্বলে কিনা সে খবর নিইনি।
  • PT | 213.110.243.23 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩০618728
  • AICTE Regulations as per the Directives of Supreme Court Ragging constitutes one or more of any of the following acts:

    a. any conduct by any student or students whether by words spoken or written or by an act which has the effect of teasing, treating or handling with rudeness a fresher or any other student;
    ইত্যাদি.........
    http://www.bvimit.co.in/attachments/antiraggingpolicy.pdf
  • PT | 213.110.243.23 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৫618729
  • ৬) তবে চড় মারার ঘটনা অবশ্যই অনভিপ্রেত ও অপ্রীতিকর,তাই Hostel-এর Code of Conduct-এর নিয়ম অনুযায়ী অভিযুক্তের শাস্তি পাওয়া উচিত।

    ৭) কাচ ভাঙ্গা ও মলত্যাগ এর ঘটনা কঠোরভাবে নিন্দনীয়,অভিযুক্তদের অবিলম্বে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।

    কি নিরুত্তাপ বিবৃতি!!

    যেন চড় মারা, কাচ ভাঙ্গা আর ঘরের সামনে মলত্যাগ করা কোন ব্যাপারই নয় (চড় মারা একটা অপ্রীতিকর ব্যাপার মাত্র - সত্যি জানা ছিলনা!!) যারা এইসব লিখছে তারা সুযোগ পেলে নিশ্চয় ব্যক্তি স্বাধীনতা নিয়ে তুমুল বিপ্লব করে।

    যাদের শাস্তি দেওয়া হয়েছে তাদের বন্ধুরা নিশ্চিত জানে যে কারা ৭) নম্বরে উল্লিখিত কম্মগুলো করেছে। তারা সততার সঙ্গে নামগুলো জানিয়ে দিক না।
  • s | 182.0.249.87 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৫618730
  • অনেকদিন পরে পিটিদাদার সংগে ক।
  • cb | 127.194.73.208 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩২618731
  • সবাই জানে কে করেছে, কেউ বলবে না। আমি ডে স্কলার ছিলাম, মাঝে মাঝে থাকতাম হোস্টেলে। কোথায় কি হচ্ছে আমরাই জেনে ফেলতাম তো হোস্টেলের ছেলেরা জানবে না কেন। কেউ বলবে না। আমিও বলতাম না।

    সেন্ট ওফ আ উওম্যান এর শেষ সিনটা মনে পড়ে গেল
  • subham rath | 127.194.33.61 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০২:১০618733
  • Subham Rath | 127.194.33.61 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৪618734










  • Subham Rath | 127.194.33.61 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৫618735
  • s | 182.0.249.87 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২৫618737
  • মিডিয়ার বিরুদ্ধে জেহাদ হলে, আবাপ-র অফিসের সামনে ধর্নায় বসলেই হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন