এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • So What is IT (JADAVPUR UNIVERSITY MOVEMENT) ALL ABOUT. ????

    SUBHAM RATH
    অন্যান্য | ২২ সেপ্টেম্বর ২০১৩ | ১০৪৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 86.31.217.192 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৯618740
  • আচ্ছা এই পুনর্তদন্ত কমিটি কীভাবে গঠিত হবে? কীভাবে নির্বাচন করা হবে তাদের?
  • PT | 213.110.243.23 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৮618741
  • "ঘটনাটি আদৌ র‌্যাগিঁ নয় বলে আমরা মনে করি"
    - ফেটসু মনে করা না করার কে? সুপ্রিম কোর্ট র‌্যাগিং কাকে বলে সেটা জানিয়ে দিয়েছে। পারলে ফেটসু সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আন্দোলন করুক।

    আর যারা শাস্তি পেয়েছে তাদের শাস্তি যথাযথ মনে না হলে রাজ্যপালের কাছে আবেদন করুক কিংবা কোর্টে যাক।
  • Felix Felicis | 131.241.218.132 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:০১618742
  • ধুস্‌, পুরোই ভুলভাল। এরা আগে নিজেদের স্ট্যান্ডটা ঠিক করে নিক।
  • pinaki | 148.227.189.9 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪০618743
  • চড় মারলেই র‌্যাগিং হবে এমন কোনো কথা নেই বলেই মনে হয়। র‌্যাগিং একটা পারপাসফুল হ্যারাসমেন্ট। এক্ষেত্রে চড় মারার ঘটনা ঘটেছে একটা বচসার সময়। সেটার জন্য শাস্তি হতেই পারে, কিন্তু তা কখনই র‌্যাগিং এর ইকুইভ্যালেন্ট হতে পারে না। বরং ঘরের সামনে গু রেখে আসা বা কাঁচ ভাঙা - এগুলো পরে পারপাসফুলি করা হয়েছে ছেলেটিকে হ্যারাস করার জন্য। এগুলো র‌্যাগিং এর ক্যাটেগরিতে পড়তেই পারে। কিন্তু সেগুলো এই ছেলেদুটি করেছে এমন না-ও হতে পারে। হতে পারে একটা গ্রুপ হিসেবে এটা করা হয়েছে। এখন সেই গ্রুপে কে বা কারা আছে সেটা জানার চেষ্টা করা উচিত প্রথমে। কারণ ঘটনা যা পড়লাম, তাতে যেদিন বচসা হয়েছিল সেদিন কেবল শাস্তি পাওয়া ছেলেদুটো ছাড়াও আরো অনেকে ছিল, যারা ক্ষেপে গেছিল। তাদের কেউও করে থাকতে পারে। এখন দুটো ছেলেকে সিঙ্গল আউট করে শাস্তি দিয়ে (বিশেষতঃ যার মধ্যে একটি ছেলে যে চড় মারেনি তার কী অপরাধ বোঝা যাচ্ছে না) ব্যাপারটা সলভ করা অনেকটা 'ঝিকে মেরে বউকে শেখানো' গোছের ব্যাপার হচ্ছে। কোনো আইন কি এভাবে অ্যাক্ট করতে পারে আদৌ?

    আমার এখনও মনে হয় কোর্টে যাওয়া উচিত।
  • Felix Felicis | 131.241.218.132 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৪618744
  • শেষ বাক্যের আগে অবধি ঠিক ছিলো, কিন্তু ওইটা লিখেই মুশকিল হয়ে গেলো। কমরেড মিত্তিরও অতঃপর বুদ্ধিজীবীর পর্যায়ে পড়িলেন, যিনি যাদপ্পুরে পড়েননি এবং সংস্কৃতি বোঝেন না।

    ;-)
  • T | 24.139.128.15 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৮618745
  • এঃ, পিনাকীদা পিছিয়ে আছে। ছাত্র দুজন কৃতকর্ম স্বীকার করেছে তো, যেটাকে এখন ছলে বলে কৌশলে স্বীকারোক্তি আদায় বলে চালানো হচ্ছে। আর এইসব এলিটিসিম ইত্যাদি যাদবপুরের আন্দোলনকারী ছাত্ররাই শুরু করেছে, ভাটে, এবং টইতে বিভিন্ন পোস্টের মারফত।
  • PT | 213.110.246.230 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪৬618746
  • হস্টেলের মধ্যে চড় মারাটা র‌্যাগিং-এর ইকুভ্যালেন্ট কিনা সেটা সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে। অন্য কারো কথা এক্ষেত্রে গ্রাহ্য হবেনা। যে শাস্তি পাবে সে না মানলে তাকে রাজ্যপালের কাছে আবেদন করতে হবে।

    যে রোগের যেমন ওষুধ......
    Collective punishment: when the persons committing or abetting the crime of ragging are not identified, the institution shall resort to collective punishment as a deterrent to ensure community pressure on the potential raggers.

    ওফ্ফ! কতবার লিং দিলাম - যাদের পড়া করার দরকার তারা পড়েও দেখছে না।
  • Ishan | 202.43.65.245 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫২618748
  • ধুর এটাও এখন ফেটসু বনাম সিপিএম হয়ে দাঁড়িয়েছে। বিরক্তিকর।
  • cm | 127.217.169.72 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৪618749
  • যাই বলেন না কেন অন্য কোন লোকের ঘরের সামনে বর্জ্যপদার্থ ত্যাগ করাটাও কিন্তু যে করবে তার জন্য কম ট্যাক্সিং নয়। ভেবে দেখুন একবার যেকোন মুহূর্তে দরজা খুলে কেউ বেরিয়ে আসতে পারে আর জন সমক্ষে। টেনশনে সব বন্ধ হয়ে যাওয়ার কথা।
  • cb | 127.194.70.127 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৯618750
  • তারপর খালি পোঁদে ছুটতে ছুটতে বাথরুম যাওয়া , চাপ আছে
  • a x | 138.249.1.206 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১২618751
  • হাতে করে তুলে এনেও রাখতে পারে তো!
  • aka | 78.190.42.63 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৪618752
  • উঁ যদিও সিরিয়াস টই, তাও এত গন্ধ বেরচ্ছে, আর নেওয়া গেল না। কেন কৌটো করে এনে উপুড় করে দেওয়াটা সহজ পদ্ধতি না?
  • kc | 188.61.96.29 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৪618753
  • আগেকার দিনে যদুপুরের ছেলেরা এদিক ওদিকে বিভিন্নভাবে হেগে দিতে বিশেষরকম পারদর্শী হত। একজনতো, টেলকোর বোধ হয়, ইন্টার্ভিউ এ সিলেক্টেড হয়ে মেডিক্যালের জন্য স্যাম্পল দিতে গিয়ে এক হরলিক্সের শিশি ভর্তি হাগা নিয়ে গেছিল। তার নামে টেকে একটা খুব সুন্দর প্যারডিও ছাপা হয়েছিল।
  • | 24.97.123.161 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৯618754
  • উঁঃ অক্ষর ভাবনাটা কিরকম পিচাশটাইপের মাইরি! আরে কাগজে কম্ম সমাধা করে এনে রেখে যাওয়া সোজা নয়? হাতে তুলছে!! ইঁইঁইঁঃ
    ( এই টইতে আর ঢোকা যাবে না কিছুতেই। ছ্যাঃ)
  • siki | 127.213.247.242 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৮618755
  • হস্টেলে ন্যাংটো হয়ে উইংয়ে ঘোরা খুব একটা চাপের ব্যাপার নয়। এমনিতেও বেশির ভাগ বাথরুমে ছিটকিনিই থাকত না। অন্যত্র কাগজের ওপর হ্যাগস করে কাগজশুদ্ধু টেনে এনে কারুর দরজার সামনে সেই হ্যাগস প্লেস করাটা একেবারেই পাতি কাজ। বাওয়ালির মোডে এসব কাজ করার লোকের কমতি হস্টেলে হয় না।
  • nina | 22.149.39.84 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৩618756
  • উফ! এই টইতে কি বাজে গন্ধ---ওয়াক !!!!
  • pi | 118.12.173.94 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ০৫:১১618757
  • SFI নাকি পুনর্তদন্তের দাবিকে সমর্থন জানিয়েছে ? আর আজকের জিবি তে যে আমরণ অনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকেও অপোজ করেনি ? কেউ কনফার্ম করতে পারবেন ?
  • cm | 24.139.163.29 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩১618759
  • কাল আমি বর্জ্যপদার্থ ত্যাগের ব্যাপারে লিখেছি আজ লিখব চড়ের সমর্থনে। চড় মারলেই কিছু বলা যাবেনা। শিব্রামের সেই গপ্পোটা খেয়াল করুন যেখানে এক ভদ্রলোক এক ভদ্রমহিলার গালে বাসে চড় মেরেছিলেন। ( এতো তার কাছে কিছুই নয়) কেন মেরেছিলেন তাও মনে আছে নিশ্চয়ই সেই বার বার ব্যাগ খুলে পয়সা বের করা আর ঢোকানো। একটু তলিয়ে ভাবলেই দেখবেন এ হলো আসলে দুটো ভ্যালুসিস্টেমের সংঘাত একদল ভারি গোছানো আর আরেকদল অগোছালো। আসলে কার সাথে কার তা বলছিনা। এখন এই স্পেসিফিক কেসেও তেমন কিছু নেই হলফ করে বলতে পারেন কি?
  • h | 127.194.239.235 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৮618760
  • SFI এর এই পজিশন টা, যদি সত্যি হয়ে থাকে, জেনু সাইকেল বেচা কেস।
  • Reshmi | 129.226.173.2 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৯618761
  • ভারি গোছানো আর অগোছালোদের ভ্যালুসিস্টেমের সংঘাত-এইটা দরুন পছন্দ হল ঃ)
  • h | 127.194.239.235 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪১618762
  • কিন্তু যারা পিটি দা কে ক দিলো, এবং এক ই কথা বলায় আমারে ক দেয় নাই, তাদের বিরুদ্ধে আমি আমরণ রিলে অনশনে বসতে চলেছি ;-)
  • h | 127.194.239.235 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫০618763
  • অগোছালো ভ্যালু সিস্টেম কে টিঁকিয়ে রাখতে নিয়মিত নিজেকে চড় ও নিজের ঘরের সামনে হাগু করাটাই বেটার হবে।
  • kc | 204.126.37.78 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫১618764
  • অন্য কেউ ক দেওয়ার আগে আমি ক দিয়ে দিই। হানুদাকে।
  • নেতাই | 131.241.98.225 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:০২618765
  • আমি কেসিদা কে ক দিয়ে যাই
  • Arpan | 126.203.145.43 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪০618766
  • সইত্যের খাতিরে কয়ে যাই টাটাবাউদের মেডিকাল টেস্টের জন্য হরলিক্স শিশি ভর্তি হ্যাগস আমাকেও বাসে করে ওখার্ড অব্দি নিয়ে যেতে হয়েছিল।

    কিন্তু আমি কদাপি হোস্টেলে থাকি নাই।
  • j | 230.227.106.153 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৩618767
  • খবরটা সত্যি হয়ে থাকলে SFI এর সত্যিই খুউব খারাপ অবস্থা
  • kc | 204.126.37.78 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৫618768
  • "ধন্যি ছেলের অধ্যবসায়, বিদ্যে বলিহারি
    মাথায় করে আনলি শেষে আস্ত গুয়ের হাঁড়ি।"
  • Felix Felicis | 47.228.106.113 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৯618770
  • sfi tahole cheap sentiment er dike gelo. I'd rather go for zero tolerance for such cases. see - I'm not being partisan. ei niye kichu lekhar chilo. kintu office net we obostha khub kharap.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন