এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৯৬৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.140.119 | ২১ মার্চ ২০১৫ ১৬:২০625178
  • আমার যোগেন্দ্র যাদবের পার্সোনা খুব পছন্দ, মনে করি এরকম লোকেদের আরো বেশী করে পলিটিশিয়ান হওয়া উচিত। ওনার অনেক বক্তব্যই আমার সঠিক মনে হয়। বেশ কিছুটা ওনার পার্সোনায় ইমপ্রেসেড হয়েই আমি আপ পার্টিটাকে সাপোর্ট করি। তবে ব্যাগড়াবাদী আন্দোলন আমি সমর্থন করিনা, যোগেন্দ্রবাবু সমর্থন করলেও আমি করিনা। আমি আগেই লিখেছি যে সব পার্টি বা সব ব্যক্তির সব বক্তব্যের সাথে আমি কখনো একমত হইনা, আর সেটাই বোধায় স্বাভাবিক।

    এবার একটা কথা বলতে পারি, সোশ্যাল মুভমেন্ট বা আন্দোলন আমি অনেক সময়েই সাপোর্ট করি। এর আগে যখন সংরক্ষন নিয়ে আন্দোলন হয়েছিল তখন সেটা খুবই সঠিক মনে হয়েছিল। বড়ো প্রোজেক্টে যারা ডিসপ্লেসড হচ্ছে তাদের বেশী ক্ষতিপূরন দেওয়ার জন্যও অবশ্যই আন্দোলন হওয়া উচিত। আমার স্পেসিফিকালি দুটো জায়গায় আপত্তি আছে। প্রথম হলো, প্রোজেক্টটাকেই বন্ধ করে দেওয়ার জন্য আন্দোলন। এটাতে আমার মনে হয় ইকোনমিক প্রোগ্রেসে বাধা দেওয়া হয়। যেমন কুদানকুলামে উদয়কুমার আন্দোলন করেছিলেন প্ল্যান্টটাকেই বন্ধ করার জন্য, ওটা আমি কখনো সাপোর্ট করিনি, কারন তামিল নাড়ুতে পাওয়ার দরকার। আর মেধা পাটকারও কিছু কিছু জায়গায় প্রোজেক্টটাকেই বন্ধ করার আবেদন করেন, ওটা আমি সাপোর্ট করিনা। কিন্তু মেধা বা উদয়কুমার যদি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যাপারে নেগোশিয়েট করার জন্য আন্দোলন করেন তো সেই আন্দোলন আমার সমর্থনযোগ্য মনে হবে। আর আমার দ্বিতীয় আপত্তি হলো পরিবেশের বাহানা দেখিয়ে প্রোজেক্ট বন্ধ করে দেওয়া। অবশ্য তার আগে বলে নি আমি পাহাড় জঙ্গল নদী নিয়ে খুব একটা সেরকম ভাবিনা, এগুলো মানুষের কাজে লাগলে আমার তেমন কোন আপত্তি নেই।

    তো যোগেন্দ্রবাবু যদি নানারকম সোশ্যাল মুভমেন্ট, শিক্ষা-স্বাস্থ্য, গরীবি হটাও নিয়ে বলেন, ক্রোনি ক্যাপিটালিসমকে হটাতে চান তো অবশ্যই ওনাকে সমর্থন করবো। আর উনি যখন ক্যাপিটালিজম হটিয়ে সমাজবাদ আনার কথা বলবেন তো অবশ্যই ওনাকে অপোজ করবো। মেগা প্রোজেক্টে ক্ষতিগ্রস্তদের যখন উপযুক্ত পরিমান টাকা বা চাকরি একটা ডেডলাইনের মধ্যে দিতে বলবেন তো অবশ্যই ওনাকে সাপোর্ট করবো। আর যখন প্রোজেক্টটাকেই বন্ধ করে দিতে বলবেন তো অবশ্যই ওনাকে অপোজ করবো। এই তো হলো ব্যাপার ঃ-)
  • সিকি | 166.107.82.66 | ২৭ মার্চ ২০১৫ ১৫:৩৪625180
  • হুঁ, জানি - খানিক দেখে এলাম। ওদিকে আপ-ও তো পাল্টা প্রেস কনফারেন্স করবে বলেছিল দেড়টা থেকে, সেটার কোনও খবর নেই।

    কেজরি খুব বিশাল বড় ভুল করল।
  • dc | 213.187.246.74 | ২৭ মার্চ ২০১৫ ১৯:০২625182
  • কেজরিওয়াল ভুল করছে বললে তো কমই বলা হলো! আপের ইউএসপি ছিল যোগেন্দ্র যাদব বা প্রশান্ত ভূষণের মতো লোকেরা। আপ যে প্রথম থেকে বলে চলল সততা আর স্বচ্ছতার রাজনীতি করবে, তো সেই জয়গাটা থেকেই তো সরে গেল! কেজরিওয়ালের এগেইনস্টে অনেক দিন ধরে অনেকে বলছিল যে ডিক্টেটোরিয়াল ব্যবহার করে, সেটা তো এদ্দিনে বোঝাই যাচ্ছে অনেকটা সত্যি। এরপর যাদব বা ভূষণের মতো লোকেদের সাইডলাইন করলে আর কাদা ছুঁড়লে দলটার আর বাকি কি রইল?
  • PT | 213.110.246.22 | ২৭ মার্চ ২০১৫ ২১:২১625183
  • আআপ কং আর বিজেপিকে রাজ্যে রাজ্যে ঝাঁটা পেটা করে দেশকে পাপমুক্ত করবে এমন সব প্রত্যাশামূলক কথা বলা হচ্ছিল কিছুদিন আগেই...........সে গুড়ে বোধহয় আপাততঃ বস্তা বস্তা বালি!!
    যে লোকটি ছাত্রাবস্থায় রাজনীতির ছায়াও মাড়াত না সে হঠাৎ দেশের নেতা হতে চাইল কেন সে প্রশ্নের তো উত্তর মেলে না!!
  • sm | 233.223.159.253 | ২৭ মার্চ ২০১৫ ২১:৪৯625184
  • পার্সোনালি নেবেন না। যে ব্যক্তি কোনদিন এক্টিভ রাজনীতি করে নি। সে হটাত এমন ব্লগে ব্লগে রাজনৈতিক গুরুগম্ভীর আলোচনা করে কেন?
    ছাত্র রাজনীতি এক্টিভলি না করে, সক্রিয় রাজনীতিতে বাঁধা আছে নাকি?
    মনমোহন ওবোধ হয় ছাত্রাবস্থায় এক্টিভ রাজনীতি করেন নি।রাজীব গান্ধীও নয়; তারা দুজন যদি প্রধান মন্ত্রী হতে পারে; কেজ্রীয়াল নয় কেন?
  • cm | 116.208.31.34 | ২৭ মার্চ ২০১৫ ২১:৫৪625185
  • সত্যি সিংহমশাই রাজনীতিতে কেন এলেন বলুনতো!
  • pike | 127.194.59.123 | ২৭ মার্চ ২০১৫ ২২:০৭625186
  • এবার অরবিন্দ কেজারিবালের বারানসী নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত উমেশ সিং এবার স্টিং অডিও ছাড়লেন -

    অরবিন্দ সেখানে বলছেন " ইয়ে আনন্দ কুমার অজিত ঝা বার্গেন কর রাহে হ্যায় , কিতনে কামিনা লোগ হ্যায় ,কিতনা ঘটিয়া কিসম কে লোগ হ্যায় ইয়ে লোগ । ইয়ে লগ হামে দিল্লি চুনাও মে হারানে কেলিয়ে লাগে থে, দুসরা পার্টি মে রহতে তো লাথ মারকে সালো ক নিকাল দেতে , আপ প্রশান্ত যোগেন্দ্র কে সাথে রাহিয়ে আপ পার্টি কো সামালিয়ে। ম্যায় জরুরত পড়ে তো ৬৭ এম এল এ লেকে অলাগ পার্টি বানাযুন্গা "। আশুতোষের প্রতিক্রিয়া " গুস্সা আনে সে আপ নে কাভি গালিগালজ নেহি কি ? গুস্সা জায়েজ হ্যায় "
    এন জি ও দের জনসমর্থন সংক্রান্ত সুতোয় পাই বর্ণিত গ্রেট এন জি ও activist কারাবলের এম এল এ কপিল মিশ্র এদের বিরুদ্ধে বিধায়ক দের সংগঠিত করে চিঠি লিখে পার্টি থেকেই তাড়ানোর দাবি করছেন ।"ব্যাগারাপন্থী" ই বটে ! :-))
    http://indianexpress.com/article/india/politics/aap-delhi-mlas-write-letter-to-arvind-kejriwal-seeking-expulsion-of-yogendra-yadav-prashant-bhushan/
  • 0 | 52.113.131.34 | ২৭ মার্চ ২০১৫ ২২:১৩625188
  • সিংহ মশাই রাজনীতিতে আবার কবে এলেন? শুধু দেশের অর্থমন্ত্রী আর পাপেট প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

    ততে কুলোকে বলছিল, দিল্লীতে বিজেপি ইচ্ছেকৃত ভাবে হেরেছে, এদিক সেদিকে লোকজন ব্লগও লিখছিল। তখন পাত্তা না দিলেও এখন দাবীটাতে মালমশলা আছে বলেই মনে হচ্ছে!
  • PT | 213.110.246.22 | ২৭ মার্চ ২০১৫ ২৩:০২625189
  • @sm
    হুম!! হর্ষ ভোগলে লিচ্চয় খুব নামকরা ক্রিকেটার ছিল!!
    মন্মোহনের উত্তরটা পেয়েছেন।
    রাজীব কি করে প্রধানমন্ত্রী হয়েছিল তার জন্যে এট্টু ইতিহাস চর্চার প্রয়োজন।
    এই দুটোর চাইতে আরো ভাল কোন উদাহরণ বাছুন।
  • sumeet | 104.59.186.120 | ২৭ মার্চ ২০১৫ ২৩:৫৮625190
  • রাজীব তো রাজার ছেলে রাজা হয়েছিল। প্রণব নাকি একবার বলতে গেসলো 'আমি মহামন্ত্রী, আমারই হওয়া উচিত'.
  • ranjan roy | 24.99.222.6 | ২৮ মার্চ ২০১৫ ০০:০২625191
  • কেন পিটি?
    সবচেয়ে ভাল উদাহরণ তো আপনি আর আমি! আমরা দুজনে ছাত্র -পাত্র কোন অ্যাক্টিভ রাজনীতি করি নি , অথচ কেমন টইয়ে পাতার পর পাতা লিকে যাচ্ছি। ইতিহাস আপনার বিষয় ছিল না। অথচ আপনি কথায় কথায় 'এট্টু ইতিহাস চর্চার প্রয়োজন'--বলে বাইট দেন!
    তালে কেজরি কী দোষ করল?
  • Atoz | 161.141.84.175 | ২৮ মার্চ ২০১৫ ০৪:৪৫625192
  • কিন্তু কেজরিবাবু তো দিল্লি সামলাতে নামলেন!!!!!
  • PT | 213.110.246.25 | ২৮ মার্চ ২০১৫ ০৮:০০625193
  • আমরা তো নেটে নিজেদের বক্তব্য সামলাতেই লেজে -গোবরে হচ্ছি।
    আর রাজীবের ব্যাপারে যাঁকে ইতিহাস চর্চা করতে অনুরোধ করেছি তাঁর কথাটাই কেজরী প্রসঙ্গে এট্টু বদলে লিখিঃ "কেজরি মানুষ। তাকে মানুষই থাকতে দিন। দয়া করে অতিমানুষ বানাবেন না।"
    আআপ সম্ভবতঃ প্রমাণ করেই ছাড়বে যে "অরাজনীতি" দিয়ে রাজ্যশাসন করা যায় না।
  • dhur | 131.247.232.55 | ২৮ মার্চ ২০১৫ ১০:১৩625194
  • এরা দেবে বিকল্প ! মতবিরোধ থাকবে কিন্তু এত গালিগালাজ চুলোচুলি কেন ? প্রেস কনফ পাল্টা প্রেস কনফ স্টিং এত পুরো নাট্যশালা ! এর পর কট্টর সমর্থক রা ও আর আল ইস ওয়েল বলবেন কি করে !
  • cm | 127.247.115.72 | ২৮ মার্চ ২০১৫ ১০:১৬625195
  • এমনি করেই এগোতে হবে। নৈরাজ্যবাদী ব্যাপার্স্যাপারের এমন ধারাই চাল। বালখিল্যতায় মাখামাখি শিশু একদিন বড় হবে। ফিরে ফিরে চাকা আবিষ্কার জারি থাকবে।
  • pi | 192.66.8.21 | ২৮ মার্চ ২০১৫ ১০:৩৫625196
  • 'অরাজনীতি' বিষয়ে যোগেন্দ্র যাদবকে একটু শুনবেন।
  • pi | 192.66.8.21 | ২৮ মার্চ ২০১৫ ১০:৫০625197
  • এগুলো মানতে এত কী অসুবিধা ? নাকি কেজরীর ইগো ?

    "Why is it that if we raise any questions at all, our intent is questioned?" Mr Yadav asked at a press conference on Friday. "If the five points of reform we have raised are accepted, we will resign from all bodies of the party," Mr Bhushan said. Among their demands is a devolution of power to AAP branches in different states, and an investigation by the party ombudsman against party members accused of graft.
  • PM | 116.76.185.234 | ২৮ মার্চ ২০১৫ ১১:০৯625199
  • আপএর বর্তমান হাল বেদনাদায়ক।

    আপ এর হাল দেখে আমাদের কি শেষ পর্য্যন্ত এটাই কন্ক্লুড করতে হবে যে অর্গ্যানাইজ্ড ইন্টারেস্ট গ্রুপের সক্রিয় ব্যাকিং ছাড়া সাসটেনেবল পলিটিক্যাল পার্টি ফর্ম করা যাবে না?
  • x | 212.188.143.226 | ২৮ মার্চ ২০১৫ ১২:১৩625200
  • যাদবসহ ব্যাগড়াপন্হী অতিবামদের দল থেকে তাড়ানোর সনদে সই করেই কেজরি সিংহাসনে বসেছে।
  • Reshmi | 192.68.203.173 | ২৮ মার্চ ২০১৫ ১২:১৫625201
  • The Aam Aadmi Party (AAP) today expelled founder members Yogendra Yadav and Prashant Bhushan, who were seen to have challenged party chief Arvind Kejriwal's leadership -NDTV
  • Reshmi | 192.68.73.200 | ২৮ মার্চ ২০১৫ ১২:৩৩625202
  • Clarification: Yogendra Yadav, Prashant Bhushan dropped from National Executive of Aam Aadmi Party - NDTV
  • pi | 24.139.221.129 | ২৮ মার্চ ২০১৫ ১৪:২৯625203
  • এটা কাল রাতে যোগেন্দ্র যাদবের মেসেজ ছিল।
    Appeal to all our party volunteers, supporters and well-wishers: Pray at your homes to save the soul & unity of our party. Don't be a part of any argument or show of strength at the venue of NC meeting.
  • cb | 120.32.33.76 | ২৮ মার্চ ২০১৫ ১৭:৩১625204
  • যা হয়েছে ভালই হয়েছে, এমনিতেও পরের বার লাথ খেয়ে ভাগত, এবার হয়্ত মাঝপথেই কাটবে আবার ও
  • 4z | 80.24.55.239 | ২৮ মার্চ ২০১৫ ১৮:০৭625205
  • মেধাও ইস্তফা দিলেন।
  • dc | 132.164.172.36 | ২৮ মার্চ ২০১৫ ১৯:১৮625206
  • উল্টোদিকে আপের আশুতোষও কিছু প্রশ্ন করেছেন, সেগুলোও ফেলে দেওয়ার মতো নাঃ

    http://www.ndtv.com/opinion/an-open-letter-to-yogendra-yadav-from-aaps-ashutosh-750286?pfrom=home-lateststories

    মুশকিল হলো কে যে ঠিক আর কে ভুল বলছে সেটা কোনদিনই বোঝা যাবেনা। যোগেন্দ্র যাদব হয়তো এই ঘটনাগুলোকেই ওনার মতো করে ব্যাখ্যা করবেন, আবার আশুতোষও হয়তো কাউন্টার করবেন। এদ্দিনে একটা ব্যাপার বুঝেছি - যেকোন ইস্যুতে যখন কয়েকজম লোক ঝগড়া করে তখন প্রত্যেকে একই ঘটনা তার নিজের নিজের পার্সেপশন অনুযায়ী ব্যাখ্যা করে। বাইরে থেকে কে ঠিক আর কে ভুল সেটা বোঝা প্রায় অসম্ভব।
  • সিকি | ২৮ মার্চ ২০১৫ ২০:৩৭625207
  • খুব খুব খারাপ হল আজ।
  • Arpan | 125.118.151.82 | ২৮ মার্চ ২০১৫ ২০:৪৩625208
  • "কাঁটা"রা সরে গেল। কেজরিওয়াল এইবার কাজ করে দেখান। যা যা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন পালন করুন।
  • shatadal | 101.109.247.173 | ২৯ মার্চ ২০১৫ ০৪:০৩625210
  • ভূষণ/যাদবেরা নিজেদের জন্য কেজরির সমান ক্ষমতা দাবী করেছিল। সেটা তো আর কেউ দেয় না। সুতরাং কেজরি ওদের খেদাল। এতে কেজরির কোন অসুবিধা হবে না যতক্ষণ কেজরি দিল্লীর সাধারণ লোককে দিতে-থুতে পারবে। ফ্রী জল, আলো, পুলিসের দাবী-দাওয়া থেকে মুক্তি ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় না দিল্লীর সাধারন ভোটার এই সব ট্যানজিবল লাভ ছেড়ে কে ভাল সাক্ষাৎকার দেয় আর কে বড় বড় প্রজেক্টে বাগড়া দিতে ভালবাসে তাই নিয়ে মাথা ঘামাবে।

    কেজরি দুটো কাজ করেছে। একটা খারাপ একটা ভাল। জলের দাম (নাকি আলোর) ১০% বাড়াবে বলেছে। এটা নিয়ে আরো বাড়াবাড়ি করলে ঝাড় হয়ে যাবার চান্স আছে। আর মমতার সাথে পলিটিক্যাল অ্যালায়েন্স করবে বলেছে। মমতার থেকে রাজনীতি শিখলে আখেরে ওর ভালই হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন