এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৯৬৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 139.115.2.75 | ১৯ এপ্রিল ২০১৫ ০৪:২১625245
  • আপের একটা প্রব্লেম হোলো আপের যারা এখন মথা তাঁরা ঐ কঙ্গ বিজেপির রাজনীতি দেখেই বড় হয়েছে, ফলে সেইরকমই আচরন করবে, হয়তো একটু রিফাইনড/ আলাদা হবে। তার বেশি না।
  • Atoz | 161.141.84.175 | ১৯ এপ্রিল ২০১৫ ০৪:৩৪625246
  • আমার এক বন্ধু সেদিন বল্লো গোটা দশ বিপ্পাল মিলে আশপাশ থেকে ফলোয়ার যোগাড় করে একটা দল করলে যা হয়, আপ নাকি তাই। ঃ-)
  • ranjan roy | 24.96.39.79 | ১৯ এপ্রিল ২০১৫ ০৪:৫৫625247
  • ঃ)))))
  • - | 109.133.152.163 | ১৯ এপ্রিল ২০১৫ ০৫:৫০625248
  • ক্ষী রেপুটেশন! আপের এবং বিপের :D
  • যম | 193.90.36.11 | ১৯ এপ্রিল ২০১৫ ১০:২৮625249
  • Joke apart - Q : Sir, why do you call kjrwl the most foolish man ? A : Because, when aap has won 67/70, they probe into who caused them failure ! And they identify 2 charter-members ! And they are thrown out ! aap - Bunch of Bafoons !
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ০৬:০৬625253
  • যোগেন্দ্র যাদব আর প্রশান্ত ভূষণকে আপ থেকে এক্সপেল করা হল।
  • সিকি | 166.107.90.66 | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫১625256
  • যো-যা-র বক্তব্য - আজ সকালে। ফেসবুক থেকে তুলে দিলাম। হিন্দিতে লেখা, একটু কষ্ট করে পড়ে নেবেন।

    पहली प्रतिक्रिया
    ------------------
    कई दिन की थकान थी, सोचा था आज रात जल्दी सो जाऊँगा। तभी घर का लैंडलाइन फोन बजा, जो कभी कभार ही बजता है। देखा आधी रात में सिर्फ पांच मिनट बाकी थे। अनिष्ट की आशंका हुई। फोन एक टीवी चैनल से था ঃ "आपको पार्टी से एक्सपेल कर दिया गया है। आपका फोनो लेना है।" मैं सोच पाता उससे पहले मैं इंटरव्यू दे रहा था। आपकी पहली प्रतिक्रिया? आरोपों के जवाब में आपको क्या कहना है? आगे क्या करेंगे? पार्टी कब बनाएंगे? वो प्रश्नो की रस्म निभा रहे थे, मैं उत्तरों की।

    कई चैनलों से निपटने के बाद अपने आप से पूछाঃ तो, आपकी पहली प्रतिक्रिया? अंदर से साफ़ उत्तर नहीं आया। शायद इसलिए चूंकि खबर अप्रत्याशित नहीं थी। पिछले कई दिनों से इशारे साफ़ थे। जब से ২৮ तारिख की मीटिंग का वाकया हुआ तबसे किसी भी बात से धक्का नहीं लगत। "अनुशासन समिति" के रंग-ढंग से जाहिर था किस फैसले की तैयारी हो चुकी थी। शायद इसीलिये फैसला आते ही कई प्रतिक्रियां एक साथ मन में घूमने लगीं।

    अगर आपको घसीट कर आपके घर से निकाल दिया जाये (और तिस पर कैमरे लेकर आपसे आपकी प्रतिक्रिया जानने की होड़ हो) तो आपको कैसा लगेगा? बस वैसा की कुछ लगा।

    सबसे पहले तो गुस्सा आता हैঃ ये कौन होते हैं हमें निकालने वाले? कभी मुद्दई भी खुद जज सकते हैं?
    फिर अचानक से दबे पाँव दुःख पकड़ लेता है। घर में वो सब याद आता है जो पीछे छूट गया। इतने खूबसूरत वॉलंटीर, कई साथी जो शायद अब मिलने से भी डरेंगे। के एल सहगल गूँज रहे हैंঃ बाबुल मोरा नैहर छूटो ही जाय…

    फिर ममता की बारी है। दिल से दुआ निकलती हैঃ अब जिस का भी कब्ज़ा है वो घर को ठीक से बना कर रखे। जिस उम्मीद को लेकर इतने लोगों ने ये घोंसला बनाया था, उम्मीद कहीं टूट न जाय।

    आखिर में कहीं संकल्प अपना सिर उठाता है। समझाता है, जो हुआ अच्छे के लिए ही हुआ। घर कोई ईंट-पत्थर से नहीं बनता, घर तो रिश्तों से बनता है। हो सकता है एक दिन हम उन्हें दुआ देंगे जिन्होंने हमें सड़क पर लाकर नया रास्ता दिखा दिया। हरिवंश राय बच्चन की पंक्तियाँ गूँज रही थींঃ नीड़ का निर्माण फिर …

    ये किसी कहानी का दुखांत नहीं है, एक नयी, सुन्दर और लंबी यात्रा की शुरुआत है।
  • प्रतिक्रिया | 125.112.74.130 | ২১ এপ্রিল ২০১৫ ১১:৪৪625257
  • गीता : जो हुआ अच्छे के लिए ही हुआ
    के एल सहगल : बाबुल मोरा नैहर छूटो ही जाय
    हरिवंश राय बच्चन : नीड़ का निर्माण फिर
  • d | 144.159.168.72 | ২১ এপ্রিল ২০১৫ ১১:৪৫625258
  • উফ! এই হিন্দী স্ক্রিপট দেখতে এত ইরিটেটিং!
  • DKG | 135.16.17.145 | ২১ এপ্রিল ২০১৫ ১১:৪৮625259
  • @সিকি - অনেক অনেক ধন্যবাদ - একটু অন্য ধরনের "politician" এর সাথে এই একান্ত পরিচয় করানোর জন্য
  • সিকি | 166.107.90.66 | ২১ এপ্রিল ২০১৫ ১২:৫৪625260
  • হিন্দি অজ্ঞদের জন্য বাংলা করে দিলাম।

    প্রথম প্রতিক্রিয়া

    অনেক দিন ধরে পরিশ্রান্ত ছিলাম, ভেবেছিলাম আজ তাড়াতাড়ি শুয়ে পড়ব। তখনই ঘরের ল্যান্ডলাইন বাজল, যেটা সাধারণত খুব কমই বাজে। রাত বারোটা বাজতে তখন পাঁচ মিনিট বাকি। মনে হল, খারাপ খবর। ফোন করেছিল এক টিভি চ্যানেলঃ " আপনাকে পার্টি থেকে এক্সপেল করে দেওয়া হয়েছে। আপনার প্রতিক্রিয়া জানার ছিল।" কিছু ভেবে ওঠার আগেই আমি ইন্টারভিউ দিতে বসে গেলাম। আপনার প্রথম প্রতিক্রিয়া? অভিযোগের জবাবে আপনি কী বলতে চান? আপনি কী করবেন? কী করবেন বলে ভাবছেন? পার্টি কবে বানাচ্ছেন? সে (সাংবাদিকটি) প্রশ্নের ফর্ম্যালিটি করে যাচ্ছিল, আমি উত্তরের।

    আরও বেশ কিছু চ্যানেলের সাথে কথা শেষ হবার পর, শেষে আমি নিজেকে জিজ্ঞেস করলাম, তো, তোমার প্রথম প্রতিক্রিয়া? ভেতর থেকে কোনও স্পষ্ট উত্তর এল না। কারণ হয় তো খবরটা অপ্রত্যাশিত ছিল না। গত কয়েক দিন ধরেই সুস্পষ্ট ইঙ্গিত পাচ্ছিলাম। ২৮ তারিখের সেই মিটিং-এর পর থেকে আর আমার কোনও কথাতেই ধাক্কা লাগে না। "অনুশাসন সমিতি"র চালচলনেই পরিষ্কার ছিল, তারা কোন সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছিল। হয় তো সেজন্যেই, সিদ্ধান্ত জানবার সাথে সাথেই মনে একসাথে অনেক প্রতিক্রিয়া ভিড় করে আসছিল।

    আপনাকে যদি আপনারই বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় (আর বাইরে ক্যামেরা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানবার জন্য হুড়োহুড়ি লেগে থাকে) তো আপনার কেমন লাগবে? আমার খানিকটা সেই রকমই লেগেছিল।

    সবার প্রথমে রাগ আসে মনেঃ আমাকে বের করবার এরা কারা? অপরাধী নিজে কখনও জজ হতে পারে?

    তার পরে হঠাৎ কেঁপে ওঠা পায়ে জড়িয়ে ধরে দুঃখ। ঘরে বসে সেই সব স্মৃতি মনে আসে, যেগুলোকে ফেলে এসেছি পেছনে। এত সুন্দর ভলান্টিয়রেরা, অসংখ্য সাথী যারা হয় তো আজ আমার সাথে দেখা করতেও ভয় পাবে। কে এল সেহগলের গান মনে আসছিলঃ বাবুল মোরা নৈহর ছুটো হি জায় ।।।

    তার পরে মনে জাগে মমতা। মন থেকে আশীর্বাদ করি, এবার যার সামর্থ্য আছে সে বা তারা ঘরকে ঠিকঠাক সামলে রাখুক। যে উদ্যম নিয়ে এত মানুষ মিলে এই ছাউনি বানিয়েছিল, সেই উদ্যম যেন কখনও ভেঙে না পড়ে।

    শেষে কোনও সময়ে মনের মধ্যে দৃঢ় হয় সংকল্প। মনকে বোঝায়, যা হয়েছে ভালোই হয়েছে। শুধু ইঁট -পাথরে ঘর তৈরি হয় না, ঘর তৈরি হয় সম্পর্কের বন্ধনে। হয় তো একদিন আমরা তাদের শুভেচ্ছা জানাবো যারা একদিন আমাদের রাস্তায় নামিয়ে দিয়ে রাস্তা দেখাতে শিখিয়েছিল। হরিবংশ রাই বচ্চনের লাইন মনে ঘুরছিল - নীড় কা নির্মাণ ফির ।।।

    এটা কোনও গল্পের স্যাড এন্ডিং নয়, এক নতুন, সুন্দর আর লম্বা পথচলার শুরু।
  • - | 109.133.152.163 | ২২ এপ্রিল ২০১৫ ০৬:২৬625262
  • সিকিকে অনুবাদ করে দেবার জন্য ধন্যবাদ।
  • palta | 125.112.74.130 | ২২ এপ্রিল ২০১৫ ১২:০৫625263
  • http://timesofindia.indiatimes.com/india/Rebel-leaders-gone-but-AAP-war-goes-on/articleshow/47007844.cms
    কিছু সিরিয়াস চার্জ আছে
    Khetan, who was reportedly close to Bhushan till the Lok Sabha elections, raised questions about his assets. "The Bhushans have assets worth Rs 500-700 crore. Have these been (amassed) through PILs or some other means? During the Anna movement, Bhushan declared assets worth Rs 2 crore while he has four big properties in Jungpura, Mayur Vihar and Noida apart from 15 acres of land in Himachal Pradesh, a tea estate and land in Rourkee, Allahabad and Noida. If all this is through PILs, I can only say that the PIL industry is the biggest in the country," he said.
    He then alleged that former UP chief minister Mayawati had given the family two plots of land of 10,000 sq m each and while Shanti Bhushan had accepted that the transfer of land was done illegally, he did not challenge it. Similarly, Khetan said, former Himachal Pradesh CM P K Dhumal had allotted 15 acres land to family in the state.
    তথ্য গুলো সত্যি হলে ভূষণ রাও জালি । যারা কেজারীয়য়াল দের কথা লোকসভা ও দিল্লি ইলেকশন ২ পর্যন্ত ধ্রুবসত্য মানত তারা এখন এগুলো উড়িয়ে দিলে তাদের বিশ্বাসযোগ্যতাও থাকবে না ,এগুলো আপ ই বলছে বিজেপি কং চক্রান্ত বলার ও উপায় নেই । ক্যাচ ২২
  • সিকি | 132.177.46.10 | ২২ এপ্রিল ২০১৫ ১২:৪২625264
  • মনে একটা ক্ষীণ আশা ছিল চাগ্রিতে নিতান্তই কিসু না হলে রাজনীতি জয়েন করব। তো মাত্র দুটো ফ্ল্যাট নিয়ে মনে হচ্ছে না পাত্তা পাবো। কাটিয়ে দি।
  • সিকি | 132.177.46.10 | ২২ এপ্রিল ২০১৫ ১৫:৫৬625266
  • ইদিকে কী ভয়ঙ্কর অবস্থা! ভূমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে ধর্নামঞ্চে দাঁড়িয়ে কেজরি ভাষণ দিচ্ছেন, তার সামনেই একজন কৃষক গাছে উঠে কাপড় জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। জন্তর মন্তরে। দেড়্ঘন্টা ধরে লাশ হয়ে ঝুলেছে লোকটা, পুলিশ, জনতার চোখের সামনেই, কেউ নামায় নি, ভাষণও থামে নি।

    সমস্ত চ্যানেলে দেখাচ্ছে।

    http://www.ndtv.com/india-news/drama-at-aap-rally-man-attempts-to-hang-himself-from-tree-757194
  • dc | 132.164.171.141 | ২২ এপ্রিল ২০১৫ ১৬:০৪625267
  • হ্যাঁ এই খবরটা আমিও পড়ছি। কি উদ্ভট কান্ড রে বাবা!
  • hmm | 125.112.74.130 | ২২ এপ্রিল ২০১৫ ১৬:৫৯625268
  • সোমনাথ ভারতী টুইট করেছে ওয়েল থট কন্সপিরেসি । রাজনীতি এবং ভাষণ দেয়া যে কারুর জীবনের থেকে বেশি ইম্পর্টান্ট কেজ্রী দেখালো।
  • quark | 24.139.199.12 | ২২ এপ্রিল ২০১৫ ১৭:০৪625269
  • মানে? এটা বিশ্বাস করতে হবে সবাই দেখছে, একটা লোক গাছে উঠছে, তারপর গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ছে, ঝুলেই আছে - সকলে এটা দেখছে কিন্তু কেউ কিচ্ছুটি করছে না? অসম্ভব!
  • pi | 24.139.221.129 | ২২ এপ্রিল ২০১৫ ১৭:০৪625270
  • কী সাংঘাতিক !
  • pi | 24.139.221.129 | ২২ এপ্রিল ২০১৫ ১৭:০৪625271
  • আর মিডিয়াই বা কী করছিল ?
  • de | 69.185.236.54 | ২২ এপ্রিল ২০১৫ ১৭:২৫625272
  • কি প্রচন্ড অদ্ভূত - কেউ থামাতে গেলো না? !!!!!
  • hmm | 125.112.74.130 | ২২ এপ্রিল ২০১৫ ১৮:৩১625273
  • In a sarcastic comment, senior AAP leader Ashotosh said to mediapersons, "Should the Delhi CM have climbed the tree? Next time will tell the CM to climb the tree."
  • d | 24.97.233.86 | ২২ এপ্রিল ২০১৫ ১৮:৪৬625274
  • বছর দুই না তিন আগে চিত্তরঞ্জন অ্যাভেনিউতে এইরকম ফুটপাথের রেলিঙে, ত্রিফলা আলোর বেদীতে পা রেখে ত্রিফলার একটা ফলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েছিলেন এক মহিলা। উনি বোধহয় ঐ অঞ্চলেই কাগজ তাগজ কুড়াতেন। চায়ের দোকান, তেলেভাজার দোকান, হাজারো পথচারী, ট্যাক্সী, বাসের জন্য দাঁড়ানো লোক, সবার চোখের সামনে টকটক করে উঠে গিয়ে ফাঁস লাগান --- লোকে ঠিক বুঝতেই পারে নি, নাকি দেখেও থামানোর চেষ্টা করে নি সেটা বোঝা যায় নি। অনেকক্ষণ পরে পুলিশ এসে নামায়।
  • pi | 116.212.45.35 | ২৩ এপ্রিল ২০১৫ ০১:৫২625275
  • ক্লিপিংস দেখলাম। দেড়ঘণ্টা ধরে ঝোলেননি, এক দু'মিনিটের মধ্যেই নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন বোধ্হয় প্রাণও ছিল, যাঁরা নামিয়েছেন, বললেন। নিয়ে যেতে যেতে মারা যান।
    কিন্তু কথা হল, উনি যখন গাছে উঠে আত্মহত্যা করবেন বলছিলেন, তখন কুমার বিশ্বাস মঞ্চ থেকে বলে যাচ্ছেন, পুলিশ গিয়ে ওনাকে নামিয়ে আনুক, কিন্তু না তো নিজে উদ্যোগ নিলেন, না সমর্থকদের যেতে বললেন ! ওখানে আসা বিক্ষুব্ধ অস্থায়ী শিক্ষকরা নাকি নামান। সে কাজে পুলিশ প্রশাসন, আআপে কোন স্বেচ্ছাসেবী কারুর টিকি দেখা যায়নি। এবং আরো সাঙ্ঘাতিক কথা হল, ভদ্রলোককএ হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও মিটিং যেমন চলছিল, তেমন চললো। কৃষক দুর্দশা নিয়ে ভারি ভারি শব্দক্ষেপণ চলতে লাগলো। নির্বিকারমুখে সঞ্জয় সিং, মনীশ শিশোদিয়া, কেজরিওয়াল বক্তৃতা দিয়ে গেলেন, ঐ ভদ্রলোকের কথা বলা হল, ভদ্রলোকের মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করা হল, ওনার সুইসাইড নোট পড়া হল বক্তৃতায়, পুরোপুরি, হ্যাঁ, রাজনৈতিক প্রফেশনালিজমের সাথে। আরো ৭৫ মিনিট ধরে চলা মিটিং শেষে কেজরি এন্ড কোং হাসপাতাল ভিসিট দিতে গেলেন। সৌজন্য ভিসিট।
    নাঃ, এখনো চমক বাকি আছে।
    আআপ নেতা আশুতোষ তির্যক মন্তব্য ছুঁড়ে দিলেন মিডিয়াকে, হ্যাঁ হ্যাঁ, কেজরীওয়াল খুব ভুল করে ফেলেছেন। উনি মঞ্চ থেকে নামেননি, গাছে ওঠেননি, ভদ্রলোককে গাছ থেকে নামাননি। হ্যাঁ, সত্যিই তো দিল্লির মুখ্যমন্ত্রীর এগুলোই করা উচিত ছিল !
  • adhuli | 190.148.69.210 | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:৩২625277
  • দিল্লি ইলেকশন এর পর একটা গুজব ফেবু তে ছড়িয়েছিল যেটা এখানেও লেখা হয়েছে, যে বিজেপি আপ কে ইচ্ছে করে জমি ছেড়ে দিয়েছে। আপ এর কাজকম্ম দেখে কেমন যেন সন্দ হচ্ছে গুজব তা একেবারে ভুলভাল নাও হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন