এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৯৬৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 135.20.82.164 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০১626149
  • দিল্লিতে লেডিস সিট জেন্ট্সরা ছেড়ে দেবে? সুপার ডুপার জাঠ আলফা মেল ইগো তাহলে কোথায় যাবে গো?
  • Reshmi | 129.226.173.2 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৩626150
  • দিল্লীর বাসে লেডিস সীট কেউ ছাড়েনা এটা উপলব্ধি করে বেশ দমে গেছিলাম সেই প্রথম যখন চাকরী করতে এলাম আর প্রায় মাসখানেক বাসে করে যাতায়াত করতে হয়েছিল।
    অথচ, দেখেছিলাম বাসে লেডিস সীট প্রচুর, একদিকের ৫-৬ টা রো-ই লেডিস বলে চিহ্নিত। সেটাও একটু বাড়াবাড়ি লেগেছিল, কলকাতায় S মার্কা সরকারি বাসগুলোয় তো ২ টো রো-র বেশি থাকত না মনে হয়।
    তবে সত্যের খাতিরে এটাও বলি, যে একমাস বাসে করে যাতায়াত করেছিলাম, কোন অসভ্যতার সামনে পড়তে হয়নি। এখনকার সময় হলে হয়তো ভাবতেই পারতাম না ওইভাবে বাসে যাতায়াতের কথা!
  • S | 109.27.138.238 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৪626151
  • এই প্রব্লেম নাকি কোলকাতায়ও আছে। তার থেকে লেডিজ বাস করে দাও - অনেক গুলো করে।
  • d | 144.159.168.72 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৯626152
  • মৌসি বা চাচী বলে ডেকে পাশে একটু বসতে দিতে বললে ঐ আলফা মেলরা রাগে গরগর করতে করতে উঠে দাঁড়িয়ে পড়ত। সে অবসেই ২০০২ - ২০০৩ এ। আমি সরিতা বিহার থেকে জনকপুরী যেতাম বাসে করে, মাঝে একবার সাউথ এক্স বা লাজপত নগরে বাস বদলে। তবে সেই ভরভর্তি অফিস টাইমে নয়। অফ টাইমে।
  • Reshmi | 129.226.173.2 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১১626153
  • অথচ এই দিল্লীতেই সব টিকিট কাউন্টারে মহিলাদের আলাদা লাইন থাকে যা এখানে আসার আগে কলকাতায় দেখিনি, ব্যাঙ্গালোরেও না। এখন হয় কি না জানিনা অবশ্য।
  • full picture | 125.112.74.130 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৬626154
  • ওই এক্সিট পোলের ছবিতেই এও দেখা যাচ্ছে দিল্লির powerful বানিয়া ব্রাহ্মণ ও পাঞ্জাবি রা এবং সরকারি কর্মচারী - ব্যবসায়ী কুল ও আপের দিকেই ঝুকে আছে ।ইনকাম গ্রুপ 50K + রাও আপের দিকে ঝুকে ।বয়েস ৬৫ অব্দি আপের দিকে বেশি সমর্থন ।
    এবং আসল ভোটের রেসাল্টে দেখা যাচ্ছে উচ্চবিত্ত এরিয়া তে আপ ১০/১০ , মধ্যবিত্ত এরিয়া তে ২৬/২৮ , নিম্নবিত্ত এরিয়াতে ৩১/৩২ দিয়েছে ।
    " সিকিউরিটি ক্যামেরা আর ওয়াইফাই তো চাইলে নিশ্চয়ই করা যায়। এতে করে অ্যাস্পিরেশনাল ক্লাসও খুশী হবে।" করাপশন কমানো, বেটার সার্ভিস দিলেও খুশি হবে ।
  • de | 69.185.236.52 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৭626155
  • মারাঠী মহিলারা সাংঘাতিক ঝগড়ুটে - মুম্বইতে লেডিস সিট ছাড়বে না এমন দম ছেলেদের নেই! তবে কন্ডাকটর ইঃ রাও অত্যন্ত হেল্পফুল। মোটামুটি গোটা শহরটাই মেয়েদের বেশ হেল্প করে। গাড়ি চালাতে চালাতে নতুন জায়গা খুঁজতে গেলে অনেকবারই পাড়ার ছেলেপুলে স্কুটার চালিয়ে এসে দেখিয়ে গেছে। অটো বা ট্যাক্সিঅলারাও খুব সাহায্য করে নতুন জায়গা চিনে যেতে। দিল্লীতে মেয়েদের সম্মান জিনিসটার বেশ অভাব আছে বলে মনে হয়েছে।
  • সিকি | 166.107.33.66 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৪626157
  • আবার এই দিল্লিতেই মেট্রোতে মেয়েরা ১০০% নিরাপদে যাতায়াত করে। মেট্রোর একটা কোচ লেডিজ থাকে, কোনও ছেলে ভুল করেও সেটায় ওঠে না, এমনকি এমনি কোচগুলোতেও যেগুলো মেয়েদের জন্য ডেজিগনেটেড সীট, সেখানে কোনও ছেলে বসলেও - কোনও মেয়েকে আসতে দেখলেই নিজে নিজেই উঠে দাঁড়ায়, জায়গা ছেড়ে দেয়, বলতেও হয় না। কলকাতা শহরতলির লোকাল ট্রেনের লেডিজ কামরায় আমরা কিন্তু প্রায়ই অনেক ছেলেকে ট্র্যাভেল করতে দেখি, সংখ্যায় খুব বেশি না হলেও, চলে।

    মেয়েদের সম্মান জিনিসটার অভাব দিল্লিতে আছে - ঠিক এইভাবে এক লাইনে বলা যায় না, দিল্লিতে আসলে মেয়েদের সম্পূর্ণ অন্যভাবে দেখা হয়। অন্য গ্রহের জীব টাইপের। সাধারণত পাবলিক প্লেসে কেউ মেয়েদের সাথে ঝগড়ায় নামতে চায় না, অ্যাভয়েড করার চেষ্টা করে।

    (আমি দিল্লির বাসে প্রায় চাপিই নি, যদিও গল্পগুলো জানি, পুরোটাই সত্যি, দিল্লির মেট্রোর আমি এখন নিত্যি সওয়ারি। )
  • dc | 132.164.155.65 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৪626156
  • মেয়েদের আলাদা বাস করে দেখতে পারে। চেন্নাইতে তো আলাদা বাস আর ট্রেন দুই আছে, তবে আলাদা বাস খুব কম। আর de যেমন বললেন, ওরকম তামিল মহিলারাও হেব্বি ঝগড়ুটে হয়। দুয়েকজন তামিল মহিলার সামনে পড়লে দিল্লিওয়ালারা বোধায় পালানোর পথ পাবেনা :p তবে এসব ঝামেলা এড়াতে লেডিস ওনলি বাস বোধায় ভালো সল্যুশন।
  • সিকি | 166.107.33.66 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৭626159
  • অটোওলা খচরামি করে, তা সে লুরুতেও করে, চেন্নাইতেও করে - আউটসাইডার বুঝতে পারলেই করে। কিন্তু যাত্রীকে ফেলে রড দিয়ে পেটানো, গায়ে ব্লেড চালানো, বিরাশি সিক্কার থাপ্পড় মারা খুচরো না থাকার অপরাধে - এগুলো কলকাতা স্পেশাল। দিল্লিতে এসব দেখা যায় না।

    (ন্যান, এবার কে কে কাগের গু খেতে বলবেন, চলে আসুন)।
  • S | 109.27.138.238 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৩626160
  • মুম্বাইতে মেয়েদের নিরাপত্তা এখনো অবধি রিলেটেভলি অনেক বেটার। ট্রেনে কেউ মেয়েদের সাথে ঝামেলায় যায় না। মুম্বাইতে আমি একবার ভুল করে ফোনে কথা বলতে বলতে মেয়েদের কামরায় উঠে পরে সঙ্গে সঙ্গে বুঝতে পেরে চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দিয়েছিলাম। সেদিন মুখ ফেটে যেতে পারতো। কারন জানতাম যে টিটি যদি একবার ধরে আমার পকেট ফাঁকা করে ছাড়বে; ডেন্জারাস লেভেলের ফাইন।

    কোলকেতার কথা না বলাই ভালো। লুরুতে মেলানো মেশানো।
  • S | 109.27.138.238 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৬626161
  • * মেয়েদের নয় মহিলাদের
  • sm | 233.223.159.253 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২৮626162
  • কলকাতার সঙ্গে দিল্লির কোনো তুলনা হয়না।কলকাতার বাসে, মেট্রোতে যাতায়াত করা লোকজন মোটামুটি ভাবে ভদ্র। লেডিস সিট্ মেয়েদের জন্য, এটা কলকাতা ছাড়াও বৃহত্তর প ব তেও সত্যি।রাজ্যের প্রায় কোথাও ট্রেনে, বাসে লেডিস সিট্ দখল হয় না। লেডিস কম্পার্তমেন্তে কিছু জেন্টস উঠলেও, মোটামুটি ভাবে মহিলা যাত্রীদের জন্যই বরাদ্দ থাকে। মহিলাদের জন্য ট্রেনে টিকিট কাউন্টার আলাদা থাকে অনেক স্টেশনেই।কলকাতায় অটো ওয়ালাদের দৌরাত্ম্য কমে যাবে যদি সাটেল উঠিয়ে মিটার অটো চালু করে।

    এবার আসি দিল্লি আর মুম্বাইয়ের তুলনায়।মুম্বাই বাসী জনতা মনে মনে আমুচি মুম্বাই হলেও,অভদ্রতা ,গা জোআরি ও মুখখিস্তিতে দিল্লিবাসীর ধারে কাছে যাবে না।আগেই বলেছি এত মাফিয়া ও গুন্ডারাজ থাকা সত্ত্বেও মুম্বাই তে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে আইনের শাসন টা বেটার উপলভ্ধি করেন। অর্থাত ট্রাফিক আইন ভাঙ্গা,লেডিস সিট্ দখল করা,লোকাল ট্রেনে ধুম পান ; এগুলো প্রায় দেখা যায় না।
    এত কথা বলার উদ্দেশ্য, দিল্লিতেও অভদ্র জাঠেদের পিছনে দু চারটে পুলিশী ডান্ডা পড়লেই ঠিক হয়ে যাবে।

    লুরু নিয়ে বেশি বলব না কারন স্বর্গের আগের স্টেশনের লোকজন যেন চাউমিনের মত নেতানো!
  • dc | 132.164.155.65 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৭626163
  • "এত কথা বলার উদ্দেশ্য, দিল্লিতেও অভদ্র জাঠেদের পিছনে দু চারটে পুলিশী ডান্ডা পড়লেই ঠিক হয়ে যাবে" - একমত। এক বছর পুলিশ যদি ঠিকমতো রুল এনফোর্স করে আর সরকার থেকে ক্যাম্পেন করে তো পাব্লিক প্লেসের অসভ্যতা অনেক কমে যাবে। দিল্লীতে নির্ভয়া ঘটানার পরে চেন্নাইয়ের খবরের কাগজে একটা খবর বেরিয়েছিল - আম্মা পুলিশ কমিশনারকে ডেকে বলে দিয়েছে পুলিশ যেন এক্স্ট্রা নজরদারি চালায় যাতে রাস্তাঘাটে আজেবাজে ঘটনা না ঘটে। এটা আমার খুব ভাল্লেগেছিল। প্রশাসন যদি সলিডলি পুলিশের পেছনে দাঁড়ায় তো অনেক ঝামেলা কমানো যায়। আর প্রশাসনই যদি আগে থেকে বলতে থাকে সাজানো ঘটনা, ষড়যন্ত্র ইত্যাদি, তো পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়।
  • S | 109.27.138.238 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪০626164
  • কোলকাতার লোক সব খুব ভদ্র মানতে পারলাম না। সেদিন রচনা ব্যানার্জি মিরাক্কেলে এসেও এই ব্যাপারে কিছু কথা বলেছেন।

    গড়িয়া টালিগন্জ লাইনের অটোয়ালারা অনেকটা লাইনে এসেছে মেট্রো হওয়ার পরে।

    লুরুতে-চেন্নাইতে অটোচালকরা নিজেদের হিরো মনে করে। ফিলিমের প্রভাব ঃ)

    লুরুতে এক অটোচালককে হিন্দিতে জিগাইলাম বানেরঘাটা যাবে, সে মাথা নাড়ালো। তারপরে নিজের ভাষায় কি একটা বললো। আমি কিছু বুঝতে না পেরে কেয়া কেয়া করলাম। তারপরে পস্টো ইঙ্গরাজিতে জানতে চাইলো "You know the way?" আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম।
  • সিকি | 166.107.33.66 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪৪626165
  • একটু আগে এনডিটিভিতে একটা টক শো দেখে উঠলাম। আম আদমি পার্টির ভলান্টিয়ারদের নিয়ে, রভিশ কুমার। বিভিন্ন বয়েসের, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন তাদের ক্যাম্পেনিংয়ের "অনুভব" নিয়ে আলোচনা করলেন।

    একটি ছেলে, শিখ, সে আগে বিজেপির লোকাল কমিটিতে ছিল। বলল, স্যর, যতদিন বিজেপির মিটিংয়ে যেতাম, আমাদের কাজ দেওয়া হত ধর্মের নামে। এই তোমাদের পাড়ায় হিন্দু এতজন, শিখ এতজন, তার মানে এতগুলো হিন্দু ভোট নিশ্চিত করতে হবে, এতগুলো শিখ ভোট নিশ্চিত করতে হবে। আপের পাড়ার মিটিংয়ে আমি প্রথম দিন গেছিলাম কৌতূহলের বশে, গিয়ে দেখলাম প্রথমবারের জন্য একটা মানুষ কথা বলছে, লোকজনের সাথে কানেক্ট করার কথা বলছে, তাতে কোনও ধর্মের নাম নেই। আমি শিখ নই, আমি একটা মানুষ, আমি একজন ইন্ডিয়ান - সেই প্রথম অনুভব করলাম।

    একটি মেয়ে, মুম্বইয়ের মালাডের বাসিন্দা, চাকরি ছেড়ে তিলকনগরে এক আপ কার্যকর্তার বাড়িতে পড়ে রয়েছে গত সাড়ে তিন মাস। ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে বয়েস। বলছে, তিলকনগরের প্রতিটা বাড়িতে আমি ঘুরেছি, আপের জয় নিশ্চিত করেছি। কিছু লুকোই নি। লোকে প্রশ্ন করেছে, তুমি তো মুম্বাইয়ের মেয়ে, তুমি দিল্লির কী জানো? কী বোঝো? আমি বলেছি, আমি একজন মেয়ে। দিল্লির নির্ভয়া একজন মেয়ে ছিল। আর মেয়েদের গল্পটা কী দিল্লি, কী মুম্বই, সর্বত্র এক। আপনারা একবার চান্স দিয়ে দেখুন না। ... আমার হাজব্যান্ডও চাকরি করেন মুম্বাইতে, তিনি আমাকে আটকান নি, বলেছেন, তোমার মন যদি চায়, চলে যাও, যতদিন ইচ্ছে থাকো, আমি সংসার চালিয়ে নেব, কিন্তু আপ-কে জিতিয়ে ফিরতেই হবে।

    একটা ছেলে, সতেরো বছর বয়েস, এখনও ভোটাধিকার হয় নি, বলল, আরে পাড়ার আঙ্কলের বাড়িতে যখন গেলাম, বলল, তুই ঐ ঝাড়ুবালার খপ্পরে পড়েছিস? এখন ঝাড়ু বেচতে এসেছিস? চল, আমার উঠোনটা ঝাঁট দিয়ে যা। আঙ্কল বলেছেন- কেন জুটেছিস ঐ ভগোড়াটার সাথে? ও তো আবার চান্স পেলেই ভেগে যাবে। আমি আঙ্কলকে বললাম, আঙ্কল, আপনি ভগোড়া মানেটাই জানেন না।

    একজন বৃদ্ধ দর্জি, একজন অবসরপ্রাপ্ত মহিলা সরকারি কর্মচারি, একজন বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র, সবাই একে একে নিজেদের অভিজ্ঞতা জানাল। একটা মেয়ে বলল, আসলে এই দেশটা একটা গাড়ির মতন, অরবিন্দ স্যার তার ড্রাইভার। আমরা হলাম প্যাসেঞ্জার। আমরা যদি বলি বাঁয়ে যেতে তো অরবিন্দ স্যারকে বাঁয়ে যেতে হবে, আমরা ডাঁয়ে বললে তাকে ডাঁয়েই যেতে হবে। অরবিন্দ স্যার আমাদের ইচ্ছেকে মর্যাদা দেন।

    (রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান?)
  • S | 109.27.138.238 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪৭626166
  • আমি কয়েক পোস্ট আগে এটার লিন্ক দিয়েছি। ইটস অ মাস্ট সি। আমি দুবার দেখলাম। এতো ভালো সিম্পল এফেকটিভ কথা বার্তা বহুদিন পরে শুনলাম।
  • S | 109.27.138.238 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫১626167
  • এছাড়া ভাগলপুর থেকে স্ট্রিট ম্যাজেশিয়ান, দেড়াদুন থেকে ২০০ ভলান্টিয়ার - এদের কোনো স্বার্থ নেই, ভোটও নেই। কেন যে নিজেদের কাজ, আয় ছেড়ে কেন যে দিল্লিতে কাজ করতে এসেছে সেটা ভাববার। এই লোকগুলোর মুখ দেখে চাই এই সরকার মানুষের কল্যান করুক।
  • d | 144.159.168.72 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৩626168
  • কলকাতা ও তৎসন্নিহিত অঞ্চলের বেশীরভাগ লোক সদাসর্বদা খেঁকিয়ে কথা বলে। তিতকুটে মুখে খ্যাঁক খ্যাঁক করে ওঠে খুব সাধারণ কথাতেও।
  • Reshmi | 129.226.173.2 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৮626170
  • d এর এই পোস্টে আমিও একমত। সম্পূর্ণ অকারণে কলকাতার লোক যেমন খেঁকিয়ে কথা বলে, এমন কোথাও দেখিনি।
  • সিকি | 166.107.33.66 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৯626171
  • Sকে ক।

    আমি এখনও বুঝে উঠতে পারছি না কীসের টানে লোকগুলো নিজেদের কমফর্টেবল জোন ফেলে রেখে দিল্লিতে এসে পাড়ায় পাড়ায় ঘুরেছে। বিভিন্ন বয়েসের, কোনও নির্দিষ্ট এজগ্রুপেরও নয়। সবার অঢেল ব্যাঙ্কব্যালেন্সও ছিল না।

    অত্যন্ত ইন্টারেস্টিং কেস স্টাডি।
  • dc | 132.164.155.65 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৯626172
  • নানা কলকাতার লোক খেঁকিয়ে কথা বলে এরকম আমি বলবনা। মাঝে মাঝে আমিও যাই কলকাতায়, দুরকম ব্যবহারই পাই - ভদ্র আর অভদ্র। তবে কলকাতায় টেনশন লেভেল ভীষন বেড়ে গেছে এটা ঠিক। আর যেকোন ছোট ইনসিডেন্ট হলেও অনেক লোক জড়ো হয়ে যায়, তার কারন বোধায় সাধারন লোকের হাতে অনেক সময়।
  • S | 109.27.138.238 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২৯626173
  • আরেকটা কথা মনে হচ্ছে। আগেরবার ৪৯ দিনেও আপ কিছু কাজ করেছিলো, যেটা লোকে মনে রেখেছে।
  • Reshmi | 129.226.173.2 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৭626174
  • কলকাতার লোক খেঁকিয়ে কথা বলে মানে কি আর সব লোক? কিন্তু বাজারে, দোকানে, রাস্তাঘাটে অনেকেই কেমন যেন তেড়িয়া মেজাজে থাকে। কিছু রিফিউজ করতে হলে বা কিছুতে আপত্তি জানাতে হলে সেটা তো পোলাইটলিও করা যায়, সেটা কিন্তু বিশেষ দেখি না।
    আমার ছোটবেলার কলকাতা কি এরকমই ছিল? কী জানি, কলকাতা পাল্টেছে, নাকি আমার দেখার চোখ!
  • dc | 132.164.155.65 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১০626175
  • কলকাতা পাল্টেছে, এটা একেবারে ঠিক। সর্বত্র টেনশান।
  • d | 144.159.168.72 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩৪626176
  • কলকাতা খানিক পাল্টেছে বটে, তবে খুব মারাত্মক নয় বোধহয়। আমাদের দেখার চোখও খাঅনিক পাল্টেছে তো।

    যেমন কলকাতা ও তৎসন্নিহিত অঞ্চলে ছোট থেকে দেখে আসছি অধিকাংশ লোককে 'কেমন আছেন' জিগ্যেস করলেই নিজের আমাশা, বৌয়ের বাতের ব্যথা, ছেলের চাকরি না পাওয়া কিম্বা গায়ে হাওয়া দিয়ে বেড়ানো, মেয়ের অমুক তমুক, অফিসের বসের খচরামি ইত্যাদি নিয়ে হাজারো কাহন শুনিয়ে দেওয়া। খুব কম লোককেই দেখেছি হাসিমুখে 'ভাল' বলতে। এদিকে পুণে তো বটেই এমনকি দিল্লীতেও 'ক্যায়সে হো'র জবাবে অবধারিত উত্তর হাসিমুখে 'বাস বঢ়িয়া, আপ বাতাও'
    এগুলো দীর্ঘদিন দেখে দেখে অভ্যস্ত হয়ে গেলে ঐ অকারণে খেঁকিয়ে ওঠাটা খুব চোখে লাগে।
  • 4z | 80.24.55.239 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪২626177
  • 'কলকাতার সঙ্গে দিল্লির কোনো তুলনা হয়না।কলকাতার বাসে, মেট্রোতে যাতায়াত করা লোকজন মোটামুটি ভাবে ভদ্র। ' - sm, ছাড়ান দ্যান। সব ব্যপারে জেনারালাইজড মতামত নাই বা দিলেন :-)
  • sm | 53.251.88.219 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২৩626178
  • 4Z , সত্যই জেনেরালায়সেশনের দোষে দুষ্ট। কিন্তু দিল্লি- মুম্বাই বা দিল্লিবাসী- কলকাতা বাসী তুলনা করতে গেলে অমন তো হবেই, তাই না?
  • Abhyu | 106.32.178.28 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২৮626179
  • ফোজ্জিটা আর মানুষ হল না! সব ব্যাপারে না, অনেক ব্যাপারে। সব ব্যাপারে বললেই জেনারালাইজড হয়ে গেল :)
  • 4z | 80.24.55.239 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪১626182
  • অভ্যু, ঠিক ঠিক :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন