এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৯৭১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 24.140.203.42 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৫626083
  • প্রচুর রাজনৈতিক নেতাই ভোটের মুখে বলে, ক্ষমতায় এলে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেব। লোকে তো সেগুলোও সত্যি ভেবে ভোট দেয়। অবাক লাগার কী আছে?
  • S | 109.27.138.238 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৮626084
  • না মানে সেটার একটা ব্যাপার; করাও সম্ভব। কিন্তু পরিবার প্রতি ১৫ লাখ? ক্যালকুলেটর কি কম পড়িয়াছে? মিডিয়াও কোনো ট্যাঁ ফু করেনি তখন।
  • S | 109.27.138.238 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১১626085
  • তাছাড়া সরকার তো ডিজেল পেট্রোল খাদ্য শিক্ষা স্বাস্থে অলরেডি অনেক ভর্তুকি দেয়, সেটা কিছুটা বাড়ানো সম্ভব।
  • pi | 192.66.5.22 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৬626086
  • অন্য টইতে কাল লিখছিলাম। এখানেও বলি।

    এই মোদি সরকারের আনা ল্যাণ্ড অর্ডিন্যান্স নিয়ে। আআপ ভীষণভাবে তার বিরোধ্তা করেছিল, যোগেন্দ্র যাদভ এই নিয়ে নিয়মিত লিখে গেছেন, ওরা এই নির্বাচনেও এটা রীতিমত ইস্যু করেছিল, রুরাল বেল্টে। আমার মনে হয়, এটা বিজেপি র বিরুদ্ধে রুরাল বেল্টে একটা বড়সড় ফ্যাক্টর হয়েছে এবং অন্য রাজ্যেও হতে পারে, ঠিকমত ক্যাম্পেন ও প্লেস করতে পারলে। আজ হিন্দুস্থান টাইমসের এডিটরও দেখলাম রাজ্যসভা টিভিতে বল্লেন, আআপের জমি নীতি সংক্রান্ত স্ট্যান্ড খুব দরকারি ভূমিকা পালন করতে চলেছে।

    শুধুই ঐ দুর্নীতি, সুশাসন, বিদ্যুত, জল এসবের বাইরেও আআপের বক্তব্য আছে, ভালোভাবেই আছে, এবং সেগুলোও নির্বাচনের এই ফলের পিছনে রয়েছে। এবং আশা করবো, ওদের আগামীদিনের কাজেও থাকবে।
  • সিকি | 24.140.203.42 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৮626087
  • খুব আগের কথা বলছি না - আমি গত দু বছরের প্রতিশ্রুতির কথা বলছি। পেট্রলের দাম ডিরেগুলেটেড হয়ে গেছে প্রায় দু বছর হল। সরকার এখন আর পেট্রলের দাম কন্ট্রোল করে না। বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে এর ওঠানামা চলে প্রতি পনেরো দিন অন্তর। সরকার পেট্রলে তো ভর্তুকি দেয়ই না, বরং পেট্রলে সেস বসায়, অতিরিক্ত কর। সরকারের হাতে শুধু সেটুকুই কন্ট্রোল করার ক্ষমতা থাকে। তো সরকার কখনওই এই সেস কমায় টমায় না - কারণ এই সেস সরকারের স্থির নিশ্চিত ইনকাম।

    মোটা দাগে এই হল ব্যাপার। লোকে জানে না, তা নয়, তবু গত দু বছরে একাধিকবার শোনা গেছে, ক্ষমতায় এলে পেট্রলের দাম কমিয়ে দেব।
  • dc | 132.164.185.9 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৪626088
  • "অন্যদিকে ভেবে দেখুন, ইউপি২এর অপদার্থতার পরে ভাজপাকে যে কেন এতো গিমিক দিতে হোয়েছিলো কে জানে। কেন জানি মনে হয় কোনো পার্টি রিয়েল ইস্যুতে কথা না বলে, গিমিক বাতেলা দিয়ে জিততে চায়।"

    S এর সাথে ভীষন ভাবে একমত। আপকে আমার ভাল্লাগে দুটো কারনে, করাপশন কমানোর প্রতিশ্রুতি আর সিম্পল ভাবে কথা বলে। এমনকি যোগেন্দ্র যাদবও বেশীর ভাগ সময়ে সলিড যুক্তি দিয়ে কথা বলেন না, বিরাট সব আইডিওলজি এনে হাজির করেন না। যদিও ওনার সব বক্তব্যের সাথে একমত নই, বিশেষ করে জমি অর্ডিন্যান্সের ব্যাপারে। এটা আগেভাগেই বলে রাখলাম, নাতো পাই এসে চেপে ধরবেন ঃ-)
  • S | 109.27.138.238 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩০626089
  • কিন্তু এই লিন্কটা যে বলছে যে এখনো দিচ্ছে। পেট্রোল-ডিজেল না হয়ে কেরোসিন হতে পারে অবশ্য। http://en.wikipedia.org/wiki/Subsidies_in_India

    আমার অবশ্য তেমন কোনো আইডিয়া নেই।
  • Reshmi | 129.226.173.2 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩২626090
  • "সরকার এখন আর পেট্রলের দাম কন্ট্রোল করে না" - এটা পুরোটা ঠিক না। কন্ট্রোল না করারাই কথা, কিন্তু ক্রুড অয়েলের দাম সাংঘতিক বেড়ে গেলেও তেল কোম্পানীগুলোকে সেই হিসেবে পেট্রোলের দাম বাড়াতে দেয় না, বিশেষতঃ কাছাকাছি ভোট থাকলে। এটা আগের সরকারের জমানায় বহুবার হয়েছে। অবশ্য এখন তো "সৌভাগ্যশালী" সরকার আসার পর পেট্রোল/ডিজেলের দাম শুধুই পড়তির দিকে।
    তবে সিকি যেমন বলল, অতিরিক্ত কর যা থাকে সেগুলো কোন সরকারই কমায় না।
  • Reshmi | 129.226.173.2 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪১626093
  • তবে দিল্লীর জনতা কেমন বুদ্ধি করে ভোট দিয়ে প্রায় পুরো দেশকে খুশী করল, তা দেখার মত!
    আপের কথা তো ছেড়েই দিলাম, বিজেপির জন্যও আশার আলো, ওদের ভোট শেয়ার অতোটা কমেনি প্লাস কং নিশ্চিহ্ন, সুতরাং আপ ছড়ালে ওদের ফিরে আসার সুযোগ থাকছে। কং নিজেরা তলিয়ে গিয়েও খুশী মোদী-অমিত শাহ-র মুখে চূনকালি লাগায়। আঞ্চলিক দলগুলো মায় বিজেপির শাকরেদ শিবসেনাও একই কারণে খুশী।
    একসঙ্গে এতজনকে খুশী করা চাট্টিখানি কথা নয়!!

    শুধু আবাপই একটু সংকটে পড়ে গেছে মনে হয় ঃ)
  • S | 109.27.138.238 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৩626094
  • আর বামেরা যে খুশি হোলো সেটা ভুলে গেলেন?
  • Reshmi | 129.226.173.2 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৫626095
  • ভুলেছি কোথায়, আঞ্চলিক দলগুলোর মধ্যে ইনক্লুডেড তো ঃ)
  • S | 109.27.138.238 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৬626096
  • সেকি আপনি একটা গ্লোবাল কর্পোরেশনকে আন্চলিক কোম্পানি বললেন?
  • Reshmi | 129.226.173.2 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫০626097
  • ঃ)
  • S | 109.27.138.238 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫২626098
  • http://www.bbc.com/news/world-asia-india-31294508

    এইটা খুব চিন্তার ব্যাপার - অনেকগুলো কারণে।
  • pi | 192.66.15.222 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৮626099
  • আশা করবো, এইটা হবে।
    AAP's overwhelming win is likely to reverberate in the upcoming budget session and in pollbound states. The Delhi development could provide a propeller for a larger Opposition unity against the Modi led government's legislative push in Parliament, especially legislations to replace ordinances on land acquisition and FDI in insurance sector and in the ground battle outside.

    http://economictimes.indiatimes.com/articleshow/46193769.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
  • j | 230.227.106.153 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২০626100
  • এইটা একটা হিসেব

    মনমোহন সিং $১৩৭ এ ক্রুড কিনে ৭৪ টাকায় পেট্রোল দিচ্ছিল গ্যালো বছর এবং বলা হচ্ছিল এটা ডিরেগুলেটেড প্রাইস মানে ক্ষতির প্রশ্নই নেই

    আর আবকি বার দিচ্ছে $ ৫৬ - $ ৬০ এ কিনে ৬০ টাকায়

    সারা পৃথিবীতে প্রোপোশন রেটে ফুয়েলের দাম কমছে আর এখানে সৌভাগ্যবানের ইগো, তেল কোম্পানীর মোটা মুনাফা আর সরকারের অতিরিক্ত করের খেসারত দিচ্ছে মানুষ

    তা বাবা মোটা লাভ যখন করবি, পকেটে র‌্যাঁদা যখন চালাবি হোয়াই নট টু বাই ফ্রম সেল, এক্সনমোবিল ? সেভ্রোন ? এদের অবিলম্বে আনা হোক , কম্পিটিশন হোক , ক্রেতার কাছে অপশন বাড়ুক
  • S | 109.27.138.238 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২৭626101
  • সেকি মহায়, এইযে লোকে কম দামে পেট্রোল পাচ্ছে, ইহাতো মোদিজি এসেই করলেন। আপনি তাতেও খুশি নন, আপনার মতন লোকেদের জন্যে চাই একমুঠো দাঙ্গা।
  • Reshmi | 129.226.173.2 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৫626102
  • http://www.thehindu.com/business/Economy/petrol-costs-more-than-atf-in-india/article6808720.ece

    ক্রুডের দাম এত কমা সত্ত্বেও পেট্রোলের দাম কেন সেই হিসাবে কমেনি সেটা ওপরের লিংক থেকে পরিষ্কার বোঝা যাবে।

    পেট্রোলে এক্সাইজ ডিউটি আগে যেখানে Rs. 9.48/l ছিল সেটা এখন Rs. 16.95/l, ডিজেলে Rs. 9.96/l, highest ever! আর এই নিয়ে তেমন শোরগোলও শোনা যাচ্ছে না।

    এখানে তেল কোম্পানীর কিছু করণীয় নেই।
  • সিকি | 24.140.203.42 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৭626104
  • ঠিক তাই। ক্রুডের দাম যে রেটে কমেছে, দেশে পেট্রলের দাম সেই রেটে কমে নি, কারণ আচ্ছেদিনের সরকার চুপি চুপি পেট্রলের ওপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তেলের দাম কমেছে অনেক বেশি, কিন্তু ট্যাক্স বাড়িয়ে দেওয়ায় সেই মুনাফা জ্যানাগ্যানের পকেটে কম কম ঢুকেছে।

    এটা, আগেন, যে কোনও সরকারই করে থাকে, কেবল মোদী সরকার করলে সেটাকে আচ্ছেদিন বলা হয়। :0)

    শুধু ঐ পনেরো লাখ টাকাটা আর জ্যান্যাগ্যানের পকেটে ঢুকল না। আমরা দুজনে পনেরো পনেরো করে পেলে হোমলোনটার একটা গতি হয়ে যেত।
  • sm | 233.223.155.86 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩৮626105
  • সিকির চাহিদা সাংঘাতিক। দুজনের একাউন্টেই পনেরো পনেরো মোট ত্রিশ লাখ, বাপ রে!
    যাই হোক, এই সরকার আসার পর লিটার প্রতি সাড়ে সাত টাকা অতিরিক্তি সেস বসিয়েছে। নইলে দিল্লিতে ৫০ টাকার নিচে পেট্রল পাওয়া যেত।
    তবে J এর বক্তব্যের সঙ্গে একমত, কিনতে হলে বহুজাতিকদের থেকে ডাইরেক্ট কেনাই ভালো। খামকা প্রতি বছর লক্ষ কোটি টাকা দেশীয় তেল কোম্পানি গুলো কে ভর্তুকি দেওয়া টা না পসন্দ। তবে দেশীয় বললাম বটে; রিলাএন্স ফিলাএন্স ও ভাগ পায় নাকি?
  • de | 24.139.119.173 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:১২626106
  • ঠিক, তেলের বাজার খুলে দিক আচ্ছে দিনওয়ালা!
  • dc | 213.187.246.88 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:২৩626107
  • হ্যাঁ তেলের ওপর বেশী বেশী করে সেস বসানোর ফলে দাম অতোটা কমেনি, এটা আমিও কয়েকবার পড়েছি। তবে তেলের দাম নাকি ব্যারেলে $২০ পর্য্যন্ত নেমে যেতে পারে, কারন আমেরিকায় শেল গ্যাস খুব তৈরী হচ্ছে। বেশী সেস বসিয়ে বেশী আয় করে সেটা শিক্ষা, স্বাস্থ্য আর ইন্ফ্রায় ব্যয় করলে অবশ্য আপত্তি নেই। তবে করবে কিনা কে জানে।
  • সিকি | 24.140.203.42 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৭626108
  • হুঁ, আমেরিকায় শেল গ্যাস বেশি করে তৈরি হচ্ছে, ফলে পেট্রোপণ্যের চাহিদা কমে যাচ্ছে। এ ছাড়া প্রথম বিশ্বের প্রায় সকলেই অল্টারনেট ফুয়েল দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছে, ফলে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমছে। কিন্তু সৌদি আরব তেলের প্রডাকশন কমাচ্ছে না। চাহিদা কম, জোগান বেশি। ফলে তেলের দাম হু-হু করে কমছে। তেলের বাজারে ওপেকের আধিপত্য কমছে।

    এর ফলে কী কী সব যেন ছাই হচ্ছে, আচ্ছে দিন আসতে আসতেও আসছে না। রেশমী একটা গুছিয়ে বুলবুলভাজা লিখতেও পারে তো!
  • Reshmi | 129.226.173.2 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫৫626109
  • আমি আর বুলবুলভাজা? কী বলে রে!
    আমি এইসব ইকনমি, তেলের বাজার ইত্যাদি নিয়ে তোমাদের থেকে খুব বেশি কিছু জানিনা।
    শুধু এটুকু জানি যে আমাদের দেশেও এক্সেস প্রোডাকশন হয় বেশিরভাগ রিফাইনারী প্রোডাক্টের, প্রচুর এক্সপোর্ট হয়। রিলায়েন্স তো এলপিজি ছাড়া সব প্রোডাক্ট এক্সপোর্ট করে।
    আর শেল ইত্যাদির পেট্রোল পাম্প তো কোন কোন জায়্গায় আছে, ব্যাঙ্গালুরুতেই আছে। দাম নাকি বেশি কিন্তু কোয়ালিটি খুব ভালো। কিন্তু সে তেল তো এ দেশের রিফাইনারীতে তৈরি হওয়া তেলই, ওরা তো শুধু মার্কেটিং ই করছে, কাজেই আলাদা করে ভালো কোয়ালিটি কি করে হয় জানি না, অবশ্য হতে পারে স্ট্রীক্ট মনিটরিং হয় তাই অ্যাডল্টারেশন হয় না।
  • j | 230.227.106.153 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০২626110
  • কারণ বহুজাতিক তেল এলেই এখনকার ডিস্ট্রিবিউশন কার্টেল আর কমিশন বেসড ক্রুড প্রোকিওরমেন্ট প্রসেস ভেঙে পড়বে

    বড় বড় দেশি বাস্তুঘুঘুর অবস্থা খারাপ হবে

    কাগজপত্তরগুলো সবেতে পেরাইভেট পেরাইভেট করে চেঁচালেও এই একটি ব্যাপারে নিশ্চুপ
  • j | 230.227.106.153 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০৫626111
  • ডিঃ আমার পোষ্টটি দেদির মন্তব্যএর প্রেক্ষিতে
  • sm | 233.223.155.86 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০৭626112
  • প্রথম লাইন টার মানে বুইলাম না। বিশদে বলা হোক। আর কাগজ গুলোর কি লাভ?অধিকাংশই তো রাস্তায়ত্ত্ব কোম্পানি। পেরাইভেট বলতে তো খালি রিলাএন্স।তো তারা ভর্তুলুইর ভাগ টাগ পায়?
  • j | 230.227.106.153 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১১626113
  • সিকি : তেল কোম্পানীর বা রেগুলেটরি অথরিটির করার আছে

    $১৪০ এ ৭৪টাকা হলে $ ৬০ এ ৩২ টাকা হয়

    দাও না তাতে ১৬ % কেন ৫০ % এক্সাইজ ও অনান্য ডিউটি !

    কোনমতেই পেট্রল ৪৭ টাকা/লিটারের বেশি হওয়া উচিত নয়
  • Arpan | 233.237.58.223 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১২626115
  • শেলের তেলের দাম একই, বেশি আর নেয় না। কিন্তু মাইলেজ একটু বেশি মেলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন