এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১২০৬৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | 230.227.106.153 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২৫626116
  • sm
    এটা পড়ে দেখতে পাড়েন

    After the deregulation of the price of petrol, the domestic prices are indexed to the international prices. However, the report observes that there is no consistency in the change in petrol prices when compared with the international crude price data provided by the PPAC. This proves that the OMCs have not been following the established procedure for fixing prices.

    http://www.frontline.in/the-nation/oil-companies-evidence-of-cartelisation/article4328373.ece
  • dc | 213.187.246.88 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৯626117
  • আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও ওপেক প্রোডাকশন কমাতে পারছে না কারন তারা শেল অয়েল কোম্পানিগুলোকে টাইট দিতে চাইছে। শেল কোম্পানিগুলোর ইন্ভেস্টমেন্ট যেহেতু এখনো রিকুপ হয়নি তাই ওদের প্রোডকশন কস্টও বেশী। এই অবস্থায় তেলের দাম কমলে শেল কোম্পানিগুলো ঝাড় খাবে। এদিকে ওপেকে সবাই যে সুখে আছে তাও না। ভেনিজুয়েলা বা ইরান, যাদের তেল বিক্রি করে সংসার চলে, তাদের অবস্থা কাহিল। আর রাশিয়ার তো বলার মতোই অবস্থা নেই, দেশটা যেকোন সময়ে ভেঙ্গে পড়তে পারে। অবশ্য অমেরিকা আর ন্যাটো ঠিক এটাই চায় - তেলের দাম আরো পড়লে রাশিয়া আরো ঝাড় খাবে, তাতে যদি ইউক্রেন থেকে সরে। কিন্তু আমেরিকার তেল কোম্পানিরাও ভালো অবস্থায় নেই। আর ওপেকের কিছু সদস্য, যেমন সৌদি বা কুয়েত, ওদের খুব একটা ক্ষতি হচ্ছে না। কারন ওদের হাতে প্রচুর ডলার জমা আছে, তাই কয়েক বছর অনায়াসে চালাতে পারে। বরং ওরা জানে প্রোডাকশন কমিয়ে তেলের দাম বাড়ালেও ওরা বাজার ধরতে পারবেনা, কারন সেই বাজারটা শেল কোম্পানিগুলো নিয়ে নেবে। বরং সৌদির এখন পলিসি হলো ওয়েট অ্যান্ড ওয়াচ। এই পলিসি সফল নাও হতে পারে, কারন আমেরিকা আস্তে আস্তে নেট তেল ইম্পোর্টারের থেকে নেট এক্সপোর্টার হয়ে যাচ্ছে। তার ফল সুদূরপ্রসারী হতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে।
  • pi | 24.139.221.129 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪১626118
  • একজন লিখেছেন। আমারো ঠিক এরকম মনে হচ্ছে তা ঠিক নয়, তবে শেয়ার করার লোভ হল । :P

    'এক বৃদ্ধ বিয়ে করলেন এক যুবতীকে, কিন্তু রতিক্রিয়ায় কিছুতেই তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারছেন না । ডাক্তার, বদ্যি, ইত্যাদি করেও কোন লাভ হল না । অবশেষে এক অনামী ডাক্তার এক অদ্ভুত নিদান দিলেন ।
    - আপনাদের রতিক্রিয়ার সময় একজন শক্তসমর্থ যুবককে বলুন খাটের পাশে দাঁড়িয়ে হাওয়া করতে । এতে কাজ হবে ।
    বৃদ্ধ তাই করলেন । যোগাড় করলেন এক নব্য যুবককে । যুবক হাওয়া করলেও কোন কাজ হল না । অগত্যা বৃদ্ধ ফের দ্বারস্থ হলেন সেই ডাক্তারের কাছে ।
    - ঠিক আছে । এবার রোল রিভার্সাল করুন । আপনি হাওয়া করুন আর যুবকটাকে....... মানে ইয়ে, বুঝতেই পারছেন ।
    মরিয়া বৃদ্ধ তাতেও রাজি ।
    সেদিন রাতে, বৃদ্ধ হাওয়া করলেন আর যুবকটি তার স্ত্রীকে শীর্ষ রতিসুখ উপহার দিল । রমণ শেষে যখন মহিলা এবং যুবকটি শ্রান্ত হয়ে বিছানায় এলিয়ে পড়েছে, বৃদ্ধ যুবকটিকে টোকা মেরে বললেন, " বুঝলে ছোকরা, এইভাবেই হাওয়া করতে
    হয় । "
    আম আদমি পার্টির জয়ে তৃণমূল আর সিপিএম সমর্থকদের উল্লাসে গল্পটি মনে পড়ে গেল ।'
  • dc | 213.187.246.88 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৭626119
  • যাতা। এটা ট্রান্সলেট করে প্রকাশবাবুকে পাঠানো হোক :d
  • pi | 24.139.221.129 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫১626120
  • এনিওয়ে আমি ডিঃ দিয়ে দি, বাম আআপের কোন জোট বা ঐ গোছের কিছু হলে খুশিই হবো। এই 'খসড়া' র মত কিছু হলেও।
    http://www.guruchandali.com/default/2014/06/17/1402977208323.html#.VNt07uaUf84
  • sm | 53.251.90.162 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৩626121
  • বেশ ঘাটিয়া জোক।
  • শ্রী সদা | 126.75.65.125 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১১626122
  • পাই দি ঃ)

    কলরবীদের সাফল্যে সিপিয়েম সমর্থকদের উল্লাস দেখে আমার এরকমই একটা তুলনা মনে এসেছিল।
  • pi | 24.139.221.129 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩২626123
  • এটাও থাক এখানে।
    If competition from Congress and BJP was not enough, now Arvind Kejriwal has got a new rival in the name of Swami Omji who is an independent candidate from New Delhi constituency. His party symbol is flute.
    Talking to reporters on Monday, he said, “I am from Hindu Mahasabha but BJP is my party. I am also global president of Om Saiji Party. Since Asaram and Narayan Sai are in jail, therefore the responsibility is with me now.”
    Threatening Kejriwal, he said, “I am against Kejriwal, he is anti-national. On 21, January 2014 - I entered Kejriwal's house and thrashed him.”
    He even dared the AAP leader by saying that he will kill anti-nationals like Kejriwal
    Claiming to be from Hindu Mahasabha, he mentioned, “We killed Mahatma Gandhi. In the future, we will try to convince anti-nationals like Kejriwal. If he doesn't listen, we will shoot him and kill him.”
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৬626124
  • আরে উদ্ধব ঠাকরেরও বোলতি শুরু হয়ে গেছে আবার।
  • S | 139.115.2.75 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৩626126
  • কুমার বিশ্বাসের ইন্টার্ভিউ দেখলাম। এর মধ্যে বেশ ভাজপা ভাজপা গন্ধ আছে। সাম্প্রদায়িকতা নিয়ে ভাজপাকে মিস্টি করে বকুনি দিলো। কিন্তু ভারতের প্রতিরক্ষার ব্যাপারে মোদিজীর হাত শক্ত করতে উৎসাহী।
  • সিকি | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০৯626127
  • cm | 116.208.37.141 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১১626128
  • আপ ছাড়া আর অন্য কারু উল্লাসেই তো মনে পড়ার কথা। ও সুবিধাবাদীরা উল্লাস করতে পারেন ওদের ছাড় আছে। ধান্দাবাজেরাও ছাড় পাবেন।
  • - | 109.133.152.163 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২০626129
  • সুবিধাবাদী আর ধান্দাবাজীর মধ্যে পার্থক্য কি কি?
  • - | 109.133.152.163 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২২626130
  • জানলে নিজেকেই ক্যাটেগোরাইজ করতে পারা যাবে, এই আশাতেই প্রশ্ন করা ঃ-)
  • fact | 127.194.49.232 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৩626131
  • "এই মোদি সরকারের আনা ল্যাণ্ড অর্ডিন্যান্স নিয়ে। আআপ ভীষণভাবে তার বিরোধ্তা করেছিল, যোগেন্দ্র যাদভ এই নিয়ে নিয়মিত লিখে গেছেন, ওরা এই নির্বাচনেও এটা রীতিমত ইস্যু করেছিল, রুরাল বেল্টে। আমার মনে হয়, এটা বিজেপি র বিরুদ্ধে রুরাল বেল্টে একটা বড়সড় ফ্যাক্টর হয়েছে এবং অন্য রাজ্যেও হতে পারে, ঠিকমত ক্যাম্পেন ও প্লেস করতে পারলে।"
    As per the government records, there are 357 villages in 11 districts in Delhi. There is a peculiarity in Delhi, when it comes to rural seats. Unlike other states, rural seats of Delhi hardly look like regular villages. Rapid expansion of Delhi as a national capital has converted these villages into ‘semi-urban, semi-rural’ centres. Only very few true villages exist on the fringe of Delhi.
    ১৪ টা কেন্দ্র বাবনা , বদরপুর , বদলি , বৃজ্বাসান , ছাত্তারপুর , মেহরুলি , মাতিয়ালা , মুন্দকা , নারেলা , নাজাফ্গড় , নাংলই , পালাম , রিঠালা এবং তুঘ্লাকাবাদ এরমধ্যে নারেলা কেই প্রকৃত গ্রাম বলা চলে ।ওই জায়গা গুলো তে ল্যান্ড মাফিয়া ছিল ও আছে , গরিব কে কম পয়সা দিয়ে জমি কিনে বেশি দামে ফ্লাট বেচাও আছে ,ঠিক যেমন আমাদের রাজারহাট । কিন্তু সেগুলো অর্ডিন্যান্স এর আগেও ছিল । ব্রিটিশ আইনের বা জয়রাম রমেশের ৮০% সম্মতি তথা জেটলির ৬০% সম্মতির ধার ধারে নি ধারে না ল্যান্ড মাফিয়া কুল ।
    সরলীকরণে ভুলে যাবেন না উচ্চবিত্ত এরিয়ার ১০ টাই আপ পেয়েছে , মধ্যবিত্ত এরিয়ায় ২ কম ২৬ টা আপ পেয়েছে আর নিম্নবিত্ত এরিয়ায় ১ কম ৩১ টা আপ পেয়েছে ।
  • S | 139.115.2.207 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৮626132
  • @fact এই এরিয়াগুলোতে ভোট শেয়ার কতো সেটা জানলে সুবিধে হবে বুঝতে।

    আপ তাহলে পান্জাব যাচ্ছে।
  • Abhyu | 106.32.178.28 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৪626134
  • ,
  • Abhyu | 106.32.178.28 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৫626135
  • pi | 24.139.221.129 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৯626137
  • অসমে ভাল খবর। দিল্লির আআপ এফেক্টে অখিল গগৈ তৃতীয় ফ্রণ্ট তৈরিতে উদ্যোগ নিয়েছেন ! পবতে যদি এই অখিল গগৈএর মতও কেউ থাকতেন !
  • ekhaneo thak | 125.112.74.130 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৩626138
  • documented থাকুক
    ১। যে আপ ও কচি করে সফট হিন্দুত্ব তাস খেলেছে যেমন "ভগওয়ান পর ভরসা রক্খো " এবং জাতপাত নিয়েও খুঁচিয়েছে যেমন আগারবল ফ্লন্ট করে "বৈশ্য গোত্র কা অপমান " - ফেযার এনাফ যে খেলার যে নিয়ম , সুধু স্বীকার করলেই হয় খেলার কথাটা ,হোলিয়ার দ্যান দাউ না বললেই ভালো।
    ২। আপ এবার মোটেই এনজিও , ভলান্টিয়ার activist অনলি মোড এ এবার খেলেনি । ADR ডাটা দেখাচ্ছে 44 জন কররপতি ( দশ কোটির বেশি দুঅন্কের ঘরে ) এবং ২২ জন ক্রিমিনাল রেকর্ড ধারী । আপেল এর ফর্মার ইন্ডিয়া বস যেমন আছে তেমন আর্মির কর্নেল এবং কমান্ডো রাও আছে বিধায়ক লিস্টে ।
    http://ibnlive.in.com/news/44-of-70-delhi-mlas-crorepatis-23-aap-mlas-
    have-criminal-records-report/527903-37-64.html

    ৩। আপ মানেই গরিবের সমর্থন বিজেপি মানেই বড়লোক সমর্থক এটা অতিসরলীকরণ । উচ্চবিত্ত কলোনি তে আপ ১০০% সিট্ (১০/১০) পেয়েছে । মধ্যবিত্ত (২৬/২৮) ও নিম্নবিত্ত এরিয়া (৩১/৩২) থেকে জিতেছে তবে ওখানে বিজেপি তাও জিতেছে দুএকটা ।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=16037&boxid=১১১৫১৯৬৮

    অর্থাত যে জনতা কে গুরুজন &*%$#@ বলে গাল দিয়েছিল মে মাসে তারাই কিন্তু game changer আর গুরুজনেরাও ধন্য ধন্য করছে :-) এরা ফ্লোটিং ভোটার যারা চেঞ্জ আনে এবং এদের কোনো ideology বাইন্ডিংস নেই ।
    জেতার পর কেজ্রির বক্তব্য লক্ষনীয় - "We will build a Delhi that will make the poor, the rich...everyone proud " । তাই তো "scary mandate " - কারণ দুদিক ব্যালান্স করা অত সহজ নয় - একদিকে upward মোবাইল ক্লাস এর aspiration ৩৮ টা সিট্ , অন্যদিকে গরিবের দাবি ৩২ টা সিট্ । একদিকে সমর্থক "বৈশ্য" বানিয়া শ্রেনীর চাহিদা পূরণ অন্যদিকে দাম কমানো । দেখা যাক প্রমিস কতটা পূরণ করতে পারে ।
    ৪। ৬৭ জনের মধ্যে মাত্র ৬ জন মহিলা বিধায়ক , 4 জন মুসলিম ।
    ৫। NOTA তে ম্যাক্স ভোট % লেস দ্যান 1 % ।
    ৬। একদিকে "activist " ও প্রার্থী বাছাই নিয়ে অসন্তুষ্ট প্রশান্ত ভূষণের বক্তব্য শুনলাম
    http://timesofindia.indiatimes.com/elections/delhi-elections-2015/top-stories/Controlling-new-MLAs-AAPs-biggest-challenge-Prashant-Bhushan-says/articleshow/46205806.cms
    অন্যদিকে কুমার বিশ্বাসের বক্তব্য ও দেখলাম
    http://www.ndtv.com/video/player/the-buck-stops-here/we-want-to-stop-corruption-not-modi-kumar-vishwas-to-ndtv/356321?utm_source=taboola
  • dc | 132.164.155.65 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০৭626139
  • আমার মনে হয় আপের সমর্থকরা আর বিরোধীরা দুজনেই আপ গর্মেন্টের থেকে খুব বেশী আশা করছেন। দিল্লীতে আপের মূল অ্যাজেন্ডা করাপশন কমানো, বেটার সার্ভিস, দিল্লীর স্টেটহুড আর জল-বিদ্যুত এর দাম কমানো। এর মধ্যে প্রথম দুটো করে দেখাতে পারলেও কিন্তু অনেকটা হবে। আমার মতো পার্শিয়াল আপ সাপোর্টার রাও প্রথম দুটোর দিকে তাকিয়ে আছি - বেটার সার্ভিস আর করাপশন কমানো। দিল্লীর স্টেটহুড দিল্লীর ব্যাপার, বাকি ভারতের কিছু যায় আসেনা। আর এটা বাকি রইল জল-বিদ্যুত। এটা হবে কিনা জানিনা, বিদ্যুতের দাম কমাতে বললে কোর্টে কেসও উঠবে বোধায়। হয়তো এক-দু বছর পরে বোঝা যাবে। কিন্তু আপ এসেই সব মুস্কিল আসান করে দেবে বা সব দুর্নীতি একেবারে জিরো করে দেবে এরকমটা আশা করা অনুচিত হবে।

    আর কেজরির স্পিচ "We will build a Delhi that will make the poor, the rich...everyone proud" এটা তো আমার বেশ প্র্যাক্টিকাল মনে হলো। একটা শহরে গরীব-মধ্যবিত্ত-ধনী সবাই থাকে। সবার জন্যই বেটার, মোর এফিসিয়েন্ট সার্ভিস দেওয়া সরকার বানানো তো যেতেই পারে!
  • S | 109.27.138.238 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৬626140
  • আপ যেটা করতে পারেঃ

    ১) স্টেটহুডঃ কোনো খরচ নেই। মোদি আর কেজরি দুজনেই সবকিছু জলদি জলদি করতে চায়। এটা হতেই পারে। ক্রেডিট ভাগ করে নেবে ভাজপার সঙ্গে। কঙ্গের নিস্চিহ্ন হওয়া আরো প্রকট হবে।

    ২) ফুল স্টেটহুড হলে পুলিস ফোর্স আরেকটু বেশি শক্তিশালী করবে। কিছু চেন্জ আনাই যায়, খুব বেশি খরচ না করে। মহিলাদের রিক্রুটমেন্ট, অ্যাকাউন্টেবিলিটি ইত্যাদি।

    ৩) করাপশন কমবে। আগের ৪৯ দিনে নাকি সকলে সেটা টের পেয়েছিলো। এটা হলে কঙ্গের হাল আরো খারাপ হবে। আপ আপাতত সেটাই চায়। ভাজপাও।

    মহিলাদের নিরাপত্তা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু। খরচ না বাড়িয়েও সেটা কিছুটা করা সম্ভব। ঐসব লোকাল ইনক্লুসিভ গভর্নেন্স বডি দিয়ে।

    ৪) জলের কেসটা যা বুঝলাম - একটা লিমিট অবধি ফ্রি। তার বেশি হলেই পুরোটার টাকা দিতে হবে। ভালো প্রস্তাব। জলও বাঁচবে। খরচ কিছু হবে। কিন্তু অবস্থা বেটার হবে। এটা আপকে করতেই হবে - নো কম্প্রোমাইজ।

    ৫) ইলেকট্রিসিটি নিয়ে খুব অসুবিধে আছে। আপাতত ভর্তুকি এওয়া হয় ৩০০ কোটি। দাম হাফ করলে দিতে হবে ১৫০০ কোটি। কেজরি বলেছেন করাপশন কমিয়ে বেশি ট্যাক্স তুলবেন, আর বিদ্যুত চুরি কমাবেন। এইদুটো কিছুটা করতে পারলে, দাম কিছুটা কমানো যাবে। ২০%? লোকে তাতেও খুশি হবে।

    ৬) ওয়াই ফাই করাই যায়। খরচা তেমন কিছু না। রেভিনিউর অনেক ইনোভেটিভ উপায় আছে। এটা নাকি বেশ কিছুটা সম্ভব।

    ৭) সিকিউরিটি ক্যামেরা। ১৫ লাখ হয়তো হবে না। ১৫০০০ হোক। তাতেও লোকে খুশি থাকবে।

    অতএব যা বুঝলাম, জল-বিদ্যুত-ক্যামেরার খরচ সবথেকে বেশি।এছড়া ৮ লাখ লোকের চাকরি আর ২০ টা কলেজ ইত্যাদি তো আছেই। এতোগুলোর মধ্যে তিন-চারটে হলেই আরো পাচ সাল পেয়ে যাবে। সব হবে না, সেটা সবাই যানেন। তই প্রোয়োরাটাইজ করতে হবে।
  • dc | 132.164.155.65 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৪626141
  • S এর সাথে একমত। আমাদের পলিটিকাল পার্টিগুলোর এমন অবস্থা যে প্রতিশ্রুতির ৫০% পূরন করতে পারলেও অনেক। আর মহিলাদের নিরাপত্তা, স্টেটহুড, এগুলো এমন ইস্যু যে সদিচ্ছা থাকলেই করা যায়। সিকিউরিটি ক্যামেরা আর ওয়াইফাই তো চাইলে নিশ্চয়ই করা যায়। এতে করে অ্যাস্পিরেশনাল ক্লাসও খুশী হবে।
  • pi | 24.139.221.129 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৮626142
  • এটা ছিল এক্সিট পোল অনুযায়ী ভোটার চরিত্র ভাগ।
  • j | 230.227.106.153 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০০626143
  • দিল্লীর বাসে লেডিস সিট আছে , সেখানে বসে জেন্টসরা আর বেশিরভাগ ক্ষেত্রেই ছেড়ে দেয় না সিট
    বছরদুয়েক আগে ধৌলা কুয়া স্টপেজে এমতব্স্থায় প্রতিবাদ করাতে জনৈক ব্যক্তিকে জে এন আর ইউএম মার্কা সরকারি এসি বাসের কন্ডাক্টার কয়েকশো ডেসিবেলে পুছতাছ করেছিলেন দিল্লী নগরীতে সদ্য পদার্পণ হয়েছে কিনা

    বলা বাহুল্য সেই ব্যক্তি ভিড়ে আবার সেঁধিয়ে গিয়েছিলেন ......অ্যাকচুয়ালি সাহস টাহস বা অন্য কিছু নয় নিজ পিতৃদেবের নাম ভুলতে চান নি তিনি

    এমতনগরী তথা কেন্দ্রশাসিত অঞ্চল সর্বক্ষেত্রে ভারতসেরা সে ব্যাপারে সন্দেহ থাকলে ঐ কন্ডাটার ও বাসযাত্রীদের জিগিয়ে নিতে পারেন
  • Somnath Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৫626144
  • C Voter এর সার্ভে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, লোয়ার ক্লাস, লোয়ার কাস্ট ও মুস্লিম্রা আআপকে বেশি ভোট দিয়েছেন। তরুণ প্রজন্মও।
    আর খুব আশ্চর্যজনক ভাবে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটরা বিজেপি কে বেশী ভোট দিচ্ছে
  • S | 109.27.138.238 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৯626145
  • এতে আশ্চর্য্য হবার কি আছে। আইআইটি আইআইএম খুব সফল ইয়ঙ্গ লোককে দেখেছি আইফোন সোয়াইপ করতে করতে মোদি জিতলে কত ভালো হবে তাই নিয়ে কি গদ গদ। জিগিয়ে জানতে পারলাম - শেয়ার মার্কেট আরো উপরে উঠবে, আর তাতে নাকি জব-স্যালারি-বোনাস বেটার হবে। ইয়েস।
  • Somnath Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৩626146
  • ফাইনালি শিক্ষা তাহলে ক্লাস ইন্টারেস্টেরই টুল
  • sm | 53.251.88.126 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৭626148
  • মহিলা দের নিরাপত্তা,বাসে লেডিস সিট্ ছেড়ে দেওয়া, ট্যাক্স ফাঁকি কম করা, অটো ওয়ালা দের দুর্ব্যবহার কমানো খুব সামান্য ব্যাপার। দিল্লির সুবিধে, বড় সড় মাফিয়া গ্রুপ বা গ্যাং নেই। মুম্বাই তে আছে; তা সত্ত্বেও দিল্লির হালত মুম্বাই এর তুলনায় খারাপ। অর্থাত দিল্লির পুলিশ অপদার্থ আর বেশি দু নম্বরী।দিল্লির পুলিশ আবার রাজ্যের কন্ট্রোলে নয়। তাই কাজ টা কঠিন হবে। তবে এবার, দিল্লি পুলিশ পাকামি কম করবে, কারণ সরকারে আছে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা।
    ইলেকট্রিক বিল কমানো,জলের পয়সা না নেওয়াও কোনো বড় ব্যাপার নয়। চুরি কমিয়ে, রাজস্ব বাড়ালেই হলো। দরকার পড়লে ধার নিতেও পারে।
    প্রসঙ্গত,পব র ধার এখন ৩ লক্ষ কোটি টাকার কাছা কাছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন