এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৯৬৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪০625949
  • হুঁ এখন থেকে যদি রাহুলের আসার খবর পেলেই কংএর ক্যান্ডিডেটদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে তো খুব ভালো ঃ-) কয়েক মাসের মধ্যে বিদ্রোহ হতে বাধ্য, কারন কং নেতাদেরও আল্টিমেটলি নিজেদের কথা ভাবতেই হবে।
  • d | 24.97.74.89 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪২625950
  • মমব্যানের বাড়ানো হাত তো আপের ধরার দরকার নেই। আর একটা প্রদেশের সরকারকে আরেকটা সরকার তেমন কিছু সাহায্য করতেও পারবে না।

    সবচেয়ে বড় কথা, মমব্যানকে ধরলে আপের 'অ্যান্টি করাপশান' ইমেজের অ্যাইসি কি ত্যাইসি হয়ে যাবে।

    কাজেই ঐটে মনে স্রেফ একতরফা মমব্যানের ঝাড়ু আঁকড়ে বাঁচার চেষ্টা হয়েই থাকবে মনে হয়।

    দেখা যাক।
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৪625952
  • আপ বুখারির হাত ধরে নি, মমব্যানের হাতও ধরবে না। গ্র্যান্টি।
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৪625951
  • এই যেমন অজয় মাকেন, এই লোকটাকেও আমার ভালোই লাগে। এরকম নেতাদের এবার ভাবতে হবে, গান্ধী পরিবারের পেছনে দাঁড়িয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবে নাকি অন্য কাউকে নিয়ে এসে কংকেও বাঁচাবে আর নিজেরাও বাঁচবে।
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৫625953
  • অজয় মাকেন লোকটাকে আমারও ভালো লাগে। আরেকটি ভালো লোক হল জয়রাম রমেশ। খুব ক্লিন ইমেজ।
  • Ishan | 24.96.107.172 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৬625956
  • এর নাম ল্যান্ড স্লাইড? একটু বাড়াবাড়ি হলনা? ৭০ এর মধ্যে ৬২?
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৬625955
  • সিকি, একমত
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৬625954
  • d র সাথে একমত। হীরক রানী এখন মা সারদার নদীতে ডুবতে ডুবতে খড়কুটো আঁকড়ে ধরতে চাইছে। কিন্তু আপের হীরক রানীকে দরকার নেই। উল্টে ডাইরেক্ট কনফ্রনটেশনে যেতে পারে।
  • lcm | 118.91.116.131 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৮625957
  • আপ জ্যায়সা কোয়ি
    পলিটিক্সমে আয়ে
    তো বাত বন জায়ে
    আহা বাত বন জায়ে
    ড্যাং ড্যাং ড্যা ড্যা ড্যা ড্যাং ড্যাং
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৯625960
  • আন্না হাজারেও এন্ডর্স করেছে - আইবিএন থেকেঃ

    Today also people have trust in Arvind Kejriwal that he will fight for the people: Anna Hazare
    Anna Hazare appeals Arvind not to repeat the mistakes he made earlier
    My best wishes are for Arvind Kejriwal: Anna Hazare
  • byaang | 132.172.251.81 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫০625961
  • "সিঙ্গল ডিজিট মে আ যায়েগি ইয়ে পার্টি" কে যেন আপের উদ্দেশ্যে বলেছিল?

    এখন নিজের থুতু নিজে চাটছে।
  • কল্লোল | 125.242.143.250 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫১625963
  • ধুস। কং এখনো গান্ধীতেই ঠেকে আছে। দেখলাম এখনই আবাজ উঠছে প্রিয়াঙ্কা লাও কং বাঁচাও।

    পবতে আপ হবে না। দিল্লী আর পব দুটো আলাদা মাঠ।
    এখানে হোককলরবিরা কলকাতা পৌর নির্বাচনে চেষ্টা করতে পারে। এটা একটা সম্ভাবনা তৈরী করতে পারে।

    কিন্তু এবার আপের লড়াই কঠিনতর। এবার প্রচুর ধান্দাবাজ জুটবে। আর কিছু পুরোনো নেতার মাথা ঘুরবে। জানিনা এগুলো আটকানোর কোন কল কেজরীর আছে কি না।
  • Reshmi | 129.226.173.2 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫১625962
  • অনেকে বোদ্ধাই বলছেন, কেজরীর ঐ সর্বসাধারণের কাছে ৪৯ দিনের মাথায় আগের সরকার ভেঙ্গে দেওয়ার ভুল স্বীকার করাটা মাস্টারস্ট্রোক ছিল।
    আশা করা যায় ২৫ বছর পর গিয়ে আমাদের ঐ কাজটা "ঐতিহাসিক ভুল" ছিল না বলে এবার অন্যান্য রাজনৈতিক নেতারাও সময় থাকতেই জনসমক্ষে ভুল স্বীকার করাটা শিখবে।
  • lcm | 118.91.116.131 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৭625964
  • পশ্চিমবঙ্গ নিয়ে বিশেষ আশা নাই।
    তবে হ্যাঁ, হোককলরবিরা নির্বাচনে নামুক, ডাইরেক্ট পলিটিক্সে নামুক। নর্দমা পরিষ্কার করতে গেলে গায়ে কাদা লাগবে। প্রথম কয়েকবার ভোটে হেরে গেলেও নামুক, লড়ুক। লোকসভা ইলেকশনের পারফর্মেন্সের পর অনেকে তো আপ-কে ইকোয়েশন থেকে সরিয়ে দিয়েছিল। বাট দে আর ব্যাক।

    তবে দিল্লিতে যদি কেজরি/প্রকাশ/সীতারাম-রা একটা জোট বাঁধতে পারে তো ভালো, হোক কম সিট, তবু একটা বিশ্বাসযোগ্য বিরোধী ...
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৮625965
  • কল্লোলবাবু, দেখাই যাক না। হয়তো কিছু করাপশন, কিছু ধান্দাবাজ আপেও জুটবে বা অন্তত জোটার চেষ্টা করবে। সবাইকে হয়তো আপ ঠেকাতেও পারবেনা। কিন্তু একটা লিমিট অবধি থাকতে পারলেও হয়। মানে কং-বিজেপি যে লেভেলে নিয়ে গেছে তার এক-তৃতীয়াংশের মধ্যে থাকতে পারলেও তো হয়।

    আর হ্যাঁ কলকাতায় পৌরসভা থেকেই চেষ্টা করুক না। আমি যেখানে থাকি সেই চেটপেটের কাছেই আপ একটা ছোট্ট অফিস খুলেছিল। লোকসভা ইলেকশনের আগে ওদের সাথে একদিন কথা বলেছিলাম, তারপর অফিসটা বন্ধ হয়ে যায়। এই উইকন্ডে গিয়ে আবার খো`জ করবো আবার খোলা যায় কিনা। কলকাতাতেও এরকম একটা দুটো অফিস খুলে একটু অকটু করে শুরু করুক না!
  • Reshmi | 129.226.173.2 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০০625966
  • অজয় মাকেন কং এর জেনারাল সেক্রেটারীর পোস্ট থেকে রিজাইন করল।
  • কল্লোল | 125.242.143.250 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০৮625967
  • হ্যাঁ ডিসি। আশায় থাকি আপ যেন এই বদনুপ্রবেশটা ঠেকাতে পারে।

    আর হ্যাঁ এটা আর একটা অপশন হতে পারে পবতে, যদি হোককলরব আপের সাথে যায়। এরা যদি মফঃস্বল শহর ও কলকাতা পৌরসভাগুলোকে টার্গেট করে।

    শত ফুল বিকশিত হোক।
  • b | 135.20.82.164 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৭625968
  • অ অমিতবাউ, পরের দাঙ্গাটা কবে লাগাচ্চেন?
  • lcm | 118.91.116.131 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৪625969
  • আসলে, আপ-এর জয় বা বিজেপির- হার এর থেকে বড় যে ব্যাপারটা হল --

    একটা কনসেপ্ট বাজারে আসছিল - যে প্রচার, মার্কেটিং, প্যাকেজিং, মেশিনারি, মিডিয়া, বিগ ডেটা, অ্যানালিটিক্স -- শুধু এইসব দিয়ে ভোটে জেতা যায়, এরকম একটা ধারনা তৈরী হচ্ছিল। এই নব্য চেগে ওঠা কনসেপ্টটি একটি সপাট থাপ্পড় খেল।
  • PM | 53.251.89.192 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৬625971
  • lcm কে বড় করে ক। আমি লিখতে যাচ্ছিলাম।
  • PM | 53.251.89.192 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৭625972
  • আপের জয়ে খুশী। দেশের লোক অ্যাবসোলুট পাওয়ার কাউকে দিতে চাইছে না-চেকস অ্যান্ড ব্যালেন্স চাইছে-- এটা ভালো খবর।

    কিন্তু ক্ষমতায় আসার পরে এই মোমেন্টাম ধরে রাখা আপের দায়িত্ব। ভোটে জেতাটা শেষ নয় শুরু। আপকেই প্রামান করতে হবে যে তারা তিনোমুল নয়, কেজরি কে প্রমান করতে হবে যে তিনি মমতা নন।

    আপ এতো কাল দুর্নীতির করার সুযোগ পয় নি, করেও নি। এবার পেলো। দিল্লীর মানুষ এবার কেজরীর পালানোর পথ-ও বন্ধ করলো বিরাট সংখ্যাগরিষ্ঠতা দিয়ে। এবার পুরোটাই আপের দায়িত্ব, কেজরীর নেতৃত্বের দায়িত্ব এতো মানুষের আকান্খা পূর্ণ করা। আশা করি পারবেন
  • Reshmi | 129.226.173.2 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৮625973
  • NDTV তে এখন ভোট পার্সেন্ট নিয়ে অ্যানালিসিস হচ্ছে। মোদ্দা যেটা বোঝা গেল, অ্যান্টি বিজেপি ভোট এখনো প্রচুর, সেগুলো সব এক জায়্গায় পড়লেই বিজেপি গন!
    কিন্তু বাকি রাজ্যে তা হবে কি?
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৯625974
  • lcm এর সাথে একমত। তাছাড়া অমিত শাহ-মোদীর ইমেজ বিল্ডিংয়ের খেলাটাও ধাক্কা খেল।
  • s | 117.131.42.250 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩২625975
  • এভাবেও ফিরে আসা যায়।
    কংগ্রেস সাফ বিজেপি সাফ, দিল্লি মেঁ স্রিফ আপ হি আপ।
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৪625976
  • Reshmi, সেভাবে দেখতে গেল অ্যান্টি কং ভোটও প্রচুর পাবেন, আবার অ্যান্টি কোন একটা পার্টি ভোটও অনেক পাবেন। এবার আপ দিল্লীতে যেটা অন্যরকম করলো, সেটা হলো পজিটিভ ক্যাম্পেন। নিজেদের দিকে পজিটিভ ভোট বাড়ানো। মানে আমি বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছিনা, আমি সরাসরি আপকে সাপোর্ট করে ভোট দিচ্ছি। এর থেকে যদি বিহারের নেতারা শিক্ষা নেয় তো ভালো করবে। মানে বিজেপিকে ঠেকাতে নিতীশ-লালু একজোট হয়ে গেল, এটা আমার আগেও অদ্ভুত লেগেছিল। তাতে উল্টে বিজেপিরই সুবিধে হয় ভোট পোলারাইজ করতে। তার থেকে পজিটিভ ক্যাম্পেন করুক।
  • Reshmi | 129.226.173.2 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৬625977
  • আনজাম বলে একটা হিন্দী মুভি ছিল না? যেখানে শাহরুখ খলনায়ক ছিল আর শেষ সীনে মাধুরী শাহরুখের হাত ধরেই খাদে ঝাঁপ মেরেছিল সেই ফেমাস ডায়ালগটা বলে "মেরা জীনা উতনা জরুরি নহী জিতনা কী তেরি মরনা".......

    দিল্লীতে কং আর বিজেপির এর হাল দেখে ওই সীনটার কথা মনে পড়ে গেল ঃ)
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৮625978
  • ওরে বাপরে এর মধ্যে আবার শারুখ কেন? ঃ-)
  • Pi | 122.79.39.43 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৭625979
  • মোবাইল থেকে পারছিনা। ব্যাগড়াবাদীদের টইটা কেউ তুলে দেবে?
  • potke | 126.202.9.117 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১২625980
  • ওঃ, ফলো করিনি এতক্ষণ !!!! জ্যাক আর্স শাহ-মোদি হ্যাভ গন টু দা ডগস, ইস ইট?? দোস স্কাঊন্ড্রেল্স,দোস ক্রিমিনালস!!!

    ব্লাডি গুড,ব্লাডি গুড ঃ)
  • কল্লোল | 125.242.178.242 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৩625982
  • আমার এক বন্ধু ফেবুতে মন্তব্য করেছেন।
    Now AAP do remember no going around middle of the night trying to find immoral women to 'straighten' out. That's not why you were voted in
    আমরা যেন না ভুলি। আপ যেন না ভোলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন