এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৯৬৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪২626016
  • বিনোদ কুমার বিন্নী মনীশ সিসোদিয়ার কাছে ২৪০০০ ভোটে হারল।

    বিন্নী বিক্ষুব্ধ আপ, মন্ত্রী হতে না পেরে আপ থেকে বেরিয়ে এসেছিলেন, এইবারে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন। বিজেপির সমস্ত চাল ব্যর্থ।
  • Reshmi | 129.226.173.2 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫৪626017
  • শেষ আপডেট অনুযায়ী আপের ভোট শেয়ার ~৫৪%, বিজেপির ~ ৩৩%।
    মানে ২০১৩-র তুলনায় বিজেপির ভোট তেমন কমেনি।
    শুধু বেশ কিছু জনতা, যারা আগে কংগ্রেস ছিল, লোকসভা ভোটে বিজেপি কে সাপোর্ট করেছিল, এখন আবার আপকে ভোট দিয়েছে।
    এত কমদিনের গ্যাপে ভোটের রেজাল্টে এরকম আকাশ-পাতাল তফাত আগে দেখেছি বলে তো মনে পড়েছে না।
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০১626018
  • কিন্তু একটা জিনিষ খেয়াল করবেন, লোকসভা আর বিধানসভা ভোটের ডিফারেন্স। আমার মনে হয় দুবারই দিল্লীবাসীরা হিসেব করে ভোট দিয়েছেন। লোকসভায় আপকে ভোট দিলে সেটা নষ্টই হতো, কারন ন্যাশনাল লেভেলে আপের কোন চান্স ছিলনা। ন্যাশনাল লেভেলে কং সরকারের বদলে অন্য সরকার আনার ইচ্ছেটা সবারই খুব বেশী ছিল্ল, সেদিক থেকে বিজেপির চান্স অনেক বেশী ছিল। আর এবার বিধানসভাতে বোধায় সবাই ভেবেছে আপকে আরেকটা চান্স দেওয়া যেতেই পারেই, অন্তত রাজ্য লেভেলে দলটা কেমন চালায় সেটা দেখতে চয়েছে। আমার মনে হয় এখনই যদি লোকসভার ভোট হয় তো আবার আগের রেজাল্টই দেখতে পাবেন।
  • S | 109.27.138.238 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৩626019
  • তাহলে এটা একটা মডেল হোলো। ভাজপাকে হারাতে হলে বিরোধি ভোট একত্র করো। কিন্তু এটা ফেডেরাল লেভেলে কাজ করবে না।
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৪626020
  • পাঁচ-ছ মাস আগে আমি কিএকটা লিখতে গিয়ে এখানে লিখেছিলাম যে দিল্লীর উচিত আপকে আরেকটা চান্স দেওয়া। দিধানসভায় বোধায় এই সেন্টিমেন্টটা প্লে করেছে। এমনিতে এবার অ্যান্টি বিজেপি হাওয়া প্রায় কিছুই ছিলনা।
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৬626021
  • "ভাজপাকে হারাতে হলে বিরোধি ভোট একত্র করো" - পুরো একমত নই। আমি বরং বলব ভাজপাকে হারাতে হলে ক্রেডিবল অল্টারনেটিভ খাড়া করো। আপ যতো ভুলই করে থাক না কেন, অ্যান্টি করাপশন ইমেজ বা ক্রেডিবিলিটি ওদের এখনো আছে।
  • Reshmi | 129.226.173.2 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৮626023
  • হ্যাঁ, আমারও তাই মনে হয়। এই দিককার জনতার ঐরকম পর্টি অন্তপ্রাণ ব্যাপরটাই নেই। কাকে কখন ভোট দিলে আখেরে লাভ, তাকেই ভোট দেয়, কোন আইডিওলজি টজির ধার ধারেনা।
  • S | 109.27.138.238 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৮626022
  • ঠিক কথা। তাই এটা জাস্ট একটা মডেল, নট অ সলিউশন।
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৯626024
  • ইয়ে আমি নিজেও ওরকম। আইডিওলজির ধারেকাছেও নেই।
  • S | 109.27.138.238 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১৩626026
  • দুটো পস্টো কথা। এক, আপ পজিটিভ ভোট পেয়েছে। দুই, ভাজপা ভেবেছিলো ওয়েভে জিতে যাবে - সেটা হয়নি। যেটা ইন্টারেস্টিঙ্গ সেটা হোলো, রিজিওনাল পার্টিগুলো এই রেজাল্টগুলোকে নিজেদের মতন করে ইন্টার্প্রেট করছে।
  • Reshmi | 129.226.173.2 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১৬626027
  • আরেকটাও ব্যাপার আছে, যতটা বুঝেছি, দলের থেকেও বেশি গুরুত্ব দেয় ক্যন্ডিডেটকে। তাই হর্ষবর্ধন থাকলে হয় তো অন্যরকম রেজাল্ট হত। কিরণ বেদীকে সামহাউ মুখ্যমন্ত্রী হিসাবে অ্যাক্সেপ্ট করেনি।
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১৭626028
  • এক জায়গায় দেখলাম কেউ কমেন্ট করেছে -

    কদিন আগে আপ অভিযোগ করেছিল ইভিএম মেশিন ট্যাম্পার করা হয়েছে। সত্যিই যদি বিজেপি এই অভিযোগটা তদন্ত করে দেখত, তা হলে এইভাবে তাদের হারতে হত না।

    :)
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১৮626029
  • S, রিজিওনাল পার্টিগুলো এখন কিছুটা উইশ ফুলফিলমেন্ট মোডে ভাবছে। যেমন আমাদের হীরক রানী তো মা সরদার কৃপা থেকে বাঁচতে যাকে পাবে তাকেই আঁকড়ে ধরবে। তবে মোদি-শাহের মিথটা যে ভেঙ্গে গেল, সেটা এই পার্টিগুলোর একটা বড়ো পাওনা। বিশেষ করে বিহারে কি হয় দেখি। নীতিশ কুমার একার জোরে লড়লে ভালো ফল হতেও পারে, কিন্তু লালুর সাথে গেলে ডুববে।
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১৯626030
  • কিরণ বেদীর প্রোফাইলটাও একটা বড় ফ্যাক্টর। কিরণ বেদীর যতই নাম থাকুক, আফটার অল পুলিশ ব্যাকগ্রাউন্ড। দিল্লির লোকজন বোধ হয় পুলিশ টুলিশ পছন্দ করে না।
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২০626031
  • এরকম হঠাত উড়ে এসে জুড়ে বসাটাও পছন্দ করেনি মনে হয়।
  • S | 109.27.138.238 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২১626032
  • ঠিক ঠিক। ঠাকরের কমেন্টটা আবার অন্য পারপাসে করা। আপও বিহারের কথা ভাব্ছে। কিন্তু নেক্স্ট প্রায়োরিটি হওয়া উচিত পান্জাব।
  • | 125.112.74.130 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২২626033
  • দিল্লির হিস্ট্রি তেই এটা আছে ।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=15209&boxid=14157906
    " কাকে কখন ভোট দিলে আখেরে লাভ, তাকেই ভোট দেয়, কোন আইডিওলজি টজির ধার ধারেনা।" এটাই তো মডেল গণতন্ত্রে । এভাবেই তো কেরল , তামিলনাড়ু উন্নতি করেছে । ভাগ্গিস বাংলার মত বংশানুক্রমে দাসানুদাস নয় । এবার কেজ্রী প্রমিস গুলো কতটা পূরণ করতে পারে দেখার । না পারলে পরের ইলেকশন এ দিল্লির লোক আবার জবাব দেবে।
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২৮626034
  • ককে অনেক ক্ক।
  • S | 109.27.138.238 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩২626035
  • লোকসভাতে ভাজপার একমাত্র প্রতিপক্ষ হতে পারে কঙ্গ। কিন্তু তারা মনে হয় ওয়েট করছে ফর ভাজপা টু মেস ইট আপ।
  • Abhyu | 85.137.14.41 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১৫626037
  • কিরণের সব ভালো ছিল, যাস্ট এই উড়ে এসে মুখ্যমন্ত্রী হতে চাওয়া দেখে চাইছিলাম যেন হারেন। কাল পর্যন্ত আপের আইডিওলজিতে সাবস্ক্রাইব করতেন, আজ অন্য পার্টির টিকিটে আপ বিরোধী ও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী?
  • কল্লোল | 111.63.85.158 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১৬626038
  • একটা প্রশ্ন উঠছে। ভোটাররা(পড়ুন ভারতের মানুষ) কি সংসদীয় রাজনীতিতে বিরোধী দল চাইছেন না?
    এটা মারাত্মক বিপদের চিহ্ন।
  • dc | 213.187.246.125 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২৪626039
  • কল্লোলবাবুর কথাটা আমিও ভাবছিলাম। এরকম বাইনারি রেজাল্ট হওয়াটা বেশ অদ্ভুত।
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৬626040
  • অভ্যু ভুউল। কিরণ বেদী কোনওদিনই আপের আইডিওলজি সাবস্ক্রাইব করে নি। আপ গঠিত হতেই তিনি কেজরির পাশ থেকে সরে দাঁড়ান।
  • Abhyu | 85.137.14.41 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৫626041
  • আইডিওলজি কথাটা এখানে লুজ টার্ম। সে তো আন্না বাবুও করেন নি। কিন্তু সাধারণ লোকের কাছে ঐ অনশনের সময় এক মঞ্চে থাকা ইত্যাদিকে আইডিওলজিতে মরালি সাবস্ক্রাইব করা বলেই মনে হবে (বা হয়েছে) বলে আমার ধারণা।
  • pi | 192.66.1.183 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৯626042
  • কিরণ বেদী অনেক দিনই বিজেপি ঘেঁষা। আন্নার মঞ্চে অনেকেই তাই ছিল।
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২২626043
  • হ্যাঁ। ক্রনোলজি অনুসারে - জনলোকপালের আইডিয়া প্রথমে কেজরির। তারপরে জুড়ে যান প্রশান্ত ভূষণ, কিরণ বেদী। তারপরে আন্দোলনের মুখ খুঁজতে গিয়ে পাওয়া যায় আন্নাকে। অনশন হয়, কেজরি কিরণ পাশাপাশিই ছিলেন, আইডিয়ার নাম ছিল জনলোকপাল।

    এই অবধি ঠিকই ছিল। ২০১৩তে যখনই কেজরি ঘোষণা করলেন তিনি পার্টি গড়ে ইলেকশনে লড়বেন, কিরণ আলাদা হয়ে যান। আন্নাও দূরত্ব বাড়িয়ে নেন। থেকে যান প্রশান্ত ভূষণ, এবং অন্যান্যরা।
  • b | 24.139.196.6 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৩626044
  • কল্লোলদা,লোকে কি অতো ভেবে, স্ট্র্যাটেজিকালি বুথ বাই বুথ কোঅর্ডিনেশন করে ভোট দেয়?
    অত চিন্তা করো না। তার চেয়ে বরং একটা গান লেখো আপের জন্যে।
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৯626045
  • আমাদের অফিসে মিক্সড ক্রাউড। কিছু গ্লুমি ফেস, আর কিছু উল্লসিত। সুখদুখের ইনিশিয়াল অভিঘাতটা কেটে যাবার পরে যে টুকু শুনলাম, সব্বাই পুউরো হতবাক। এই লেভেলের ভোটের রেজাল্ট কেউ কোনওদিন দ্যাখে নি, এক্সপেক্টও করে নি। আপের ভলান্টিয়ার যে দুজন, তারা ঠিক কী বলবে বুঝে উঠতে পারছে না।
  • a | 213.219.201.58 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৯626046
  • সমস্যা হল ভাল ক্যান্ডিডেটও ঝড়ের মুখে হেরে যাচ্ছে। পব তে, লোকসভায়, এবার দিল্লিতেও।
    এর সম্ভাব্য কারণ হল লোকে কোন একটা দিকে ভীষণ পোলারইজড হয়ে যাচ্ছে, জাতধর্ম আর্থিক সামাজিক পরিচয় নির্বিশেষে, আর সেদিকে যাচ্ছে যেদিকে লোকে মনে করছে তাদের ভাল হবে (এই মনে করানোর জন্যেই পহা খরচা, যাকে বলে পার্সেপশন বিল্ডিং, সেটা আলাদা বিষয়)। এর খারাপ দিক যেমন আছে, যেটা কল্লোলদা বল্লেন, গণতন্ত্রের পক্ষে, তেমনি ভাল দিক আছে। সেটা হল যে ভাই নাও তোমার প্রমিসে টোটাল সাব্স্ক্রাইব করলুম, এবার কাজ করে দেখাও নইলে লাথ মারতে বেশিদিন লাগবে না।

    মাঝে মাঝে মনে হয় মনমোহন সিং রাজার ব্যাপারে বলে ছিলেন যে শরিকি বাধ্যবাধকতায় উনি কিছু করতে পারেন নি, এইটা দেশের মানুষ যাকে বলে দিল পে নিয়ে নিয়েছে, যে ধুর শরিক রাখবই না যে বাধা দিতে পারে। আমি, নেইভলি হলেও, মানুষের কালেক্টিভ উইসডমের প্রতি আশাবাদী।

    তবে একটাই চিন্তা, মিডিয়া কতটা রোল প্লে করছে আর সেটা কতটা নিরপেক্ষ। মিডিয়া তো নিজেকে সিজারের বউ বানিয়ে বসে আছে। কেন বলছিঃ এই যে তিনটে ইলেকশনে "ঝড়" হল, তিনটেই কিন্তু বহুলাংশে মিডিয়াতে লড়াই হয়েছে, অথচ তার বাইরে যে সব ভিট হয়েছে লো প্রোফাইলে সেখানে কিন্তু এত ড্রাস্টিক রেজাল্ট হয়নি। এখন ডিম আগে ন মুরগি সেটা জানি না
  • a | 213.219.201.58 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪১626048
  • আচ্ছা প্রশান্ত ভূষণ কে দেখি না অনেকদিন, ঐ পিতা পুত্রের কি হল হাল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন