এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ছোট ছোট ভয় ও তার ভেবে রাখা রিয়েকশন

    Ekak
    অন্যান্য | ০২ ডিসেম্বর ২০১৩ | ৪৩০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 132.167.182.222 | ০২ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৯626323
  • কিছু ছোট ছোট ভয় চিরকাল সঙ্গে থেকে গ্যালো । যেমন লিফটের তার ছিঁড়ে নীচের দিকে পরতে থাকলে আমি কী করব । ভেবে ভেবে এবং দুএকবার ঝুলে দেখে নিয়েছি যে মাথার ওই পাখাটা লিফটের খিরকিদোর । ওটার দুদিকে আঙ্গুল চালিয়ে ঝুলে পরলে পায়ে চোট লাগবেনা ।
    তারপর কোনো মানুষ মুখের খুব কাছে মুখ নিয়ে এসে কথা বললে ভয় যে একে হটাত ভেংচিয়ে দেব নাতো ? প্রায় কোনোক্ষেত্রেই ভ্যাংচাই না কিন্তু ভেবে রাখি যে বলব মুখের মাসাজ কচ্চিলুম ( ওরে ওরে ও তটিনী...... সহ )।
    তারপর ভঙ্গুর জিনিস যেমন ধরুন মাল্টিপ্লাগ , ইলেকট্রিক আইরন , ছোট ঘড়ি ,প্ল্য়ায়ার্স , মোবাইল সেট এসব কেও ধরতে দিলেই ভয় ভেঙ্গে ফেলব নাতো । তা এর সমাধান আমাকে অতটা ভাবতে হয়নি । জনগণ আমার হাতে ওসব দেয়না ।
    কিছু ছোট ভয় যেমন খাদের ধরে দাঁড়ালে লাফ দেব নাতো , এগুলো আগের মত নেই । খাদে দুবার পরে গিয়ে বুজিচি ব্যাপারটা অতটাও আকর্ষনীয় না । তবে এখনো ভেবে রাখা আচে ,লাফ দিলে কী কী করব ।

    এইরকম পুচকে পুচকে ভয় আর ভেবে রাখা ঘটলে কী করব ........
  • Sibu | 84.125.59.177 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০০:০৪626334
  • http://en.wikipedia.org/wiki/Primarily_Obsessional_OCD

    The nature and type of primarily obsessional OCD varies greatly, but the central theme for all sufferers is the emergence of a disturbing intrusive thought or question, an unwanted/inappropriate mental image, or a frightening impulse that causes the person extreme anxiety because it is antithetical to closely held religious beliefs, morals, or societal mores.[6] The fears associated with primarily obsessional OCD tend to be far more personal and terrifying for the sufferer than what the fears of someone with traditional OCD may be. Pure-O fears usually focus on self-devastating scenarios that the sufferer feels would ruin their life or the lives of those around them. An example of this difference could be that someone with traditional OCD is overly concerned or worried about security or cleanliness. While this is still distressing, it is not to the same level as someone with Pure-O, who may be terrified that they have undergone a radical change in their sexuality (i.e.: might be or might have changed into a pedophile or become homosexual), that they might be a murderer or that they might cause any form of harm to a loved one or an innocent person, or to themselves, or that they will go insane.
  • Ekak | 132.167.182.222 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০০:২০626345
  • থিওরি টা মন্দ না ।
    কিন্তু কেসটা এতটাও ক্লাসিক না :) আমি যেগুলোকে নিয়ে ভয় পাই তার মধ্যে লিফটের তার ছিঁড়ে পরে যাওয়া বাদদিয়ে সবগুলোই এক বা একাধিকবার ঘটেছে । সবকটাই আউট অফ ফীডব্যাক মেকানিসম গ্রন । একেবারেই শুন্য থেকে ভয় তা নয় ।কাজেই এটা এই খাপে পড়ছে কীকরে । পিওর ওসিদির কথা আগেও শুনেছি কিন্তু এটা যে সেই কেস তা নিয়ে ইনাফ কন্ভিন্স্দ নই ।
  • Sibu | 84.125.59.177 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০০:২৯626356
  • আরে ন্না, আমি কিছু ডায়াগনোজ করি নাই। যাস্ট এইটা নিয়ে এক ডাগদার বন্ধুর সাথে আড্ডা হয়েছিল, মনে পড়ল। তাই লিং দেওয়া।
  • শ্রী সদা | 127.194.200.89 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০০:২৯626367
  • স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় একই প্লাটফর্মে ট্রেন ঢুকতে দেখলে পায়ের তলাটা কেমন সুড়সুড় করে - ঝাঁপ দিয়ে দেখি না কি হয় ! ট্রেনটা চলে যাওয়ার পর একটা সিগারেট ধরিয়ে ভাবি - ভাগ্যিস ঝাঁপাইনি ঃ)

    পথে ঘাটে বাসে ট্রেনে বেশ গম্ভীর চেহারার সিরিয়াস লোকজন দেখলে মনে হয় এই লোকটাকে এখন যদি গিয়ে বলি জানেন স্যার আপনি না একটা বোকাচোদা - কীরকম রিঅ্যাক্ট করবে ! অবাক হবে ? লোক জড়ো করে ক্যালাবে ? খিস্তি করবে ?

    আপিস যাওয়ার পথে ইলেকট্রিকের একটা সাবস্টেশন পড়ে। অটোতে থেকেই দেখা যায়, ভেতরে ইয়ার্ডে ১১০ কিলোভোল্ট থ্রি ফেজ লাইন খাটানো এক গাদা ট্রান্সফর্মার, ব্রেকার, সিটি, পিটি সমেত, রোদ পড়ে ঝকঝক করে। এক একদিন মনে হয় একটা বাস বার ছুঁয়ে দেখতে পারলে বেশ হত, সেই নিয়ে আবার কনফিউশন- আর, ওয়াই না বি কোন ফেজটা ছুঁলে আগে শক লাগবে .... পাক্কা ১২০ ডিগ্রীর ফেজ ডিফারেন্স হুঁহুঁ বাওয়া...
  • a x | 138.249.1.198 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০১:৩০626378
  • আপনাদের বাচ্চাদের ভয় করেনা? এক্ষুনি চোখে আঙ্গুল ঢুকিয়ে দেবে? আপনি টুলের ওপর দাঁড়িয়ে বই বার করছেন, টুল ধরে টান দেবে?
  • aka | 76.190.162.85 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০১:৪০626389
  • উঁচু জায়গায় দাঁড়ালে ঝাঁপাতে ইচ্ছে করে। রেললাইনের ওভারব্রিজের ওপর দাঁড়ালে সবথেকে বেশি।

    সদার ইচ্ছেটাও আমার হয়।
  • একক | 132.167.182.222 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০১:৫৬626400
  • এরকম গাওরা বেড়ালের মত গোঁপ দাড়ি ময় মুখোচ্চিরি হওয়ায় বাচ্চারা চোখ অবধি আঙ্গুল বাড়ায় না । বরং "মামাটা কিন্তু খুব রাগী " উপাধি জোটে তাদের ভুলিয়ে ভাত খাওয়ানোর প্রয়োজন হলে :|
  • Arpan | 126.202.189.13 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০১:৫৭626411
  • ট্রেন আসলে ঝাঁপাতে ঠিক ইচ্ছে করে না। লেভেলেক্রসিঙে আটকে থাকলে যতক্ষণ ট্রেন আসতে দেখা যায় ততক্ষণ হিসেব কষতে থাকি কত দেরি করে দৌড়ে রেললাইন টপকে গেলে ট্রেন আমাকে ধরতে পারবে না।
  • Sibu | 84.125.59.177 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০১:৫৯626324
  • গাড়ীর নাম্বার প্লেট দুইয়ের কত পাওয়ার দিয়ে ভাগ যায় মনে মনে হিসেব করা?
  • গুরুচন্ডালি | ০৩ ডিসেম্বর ২০১৩ ০২:১১626325
  • উঁচু জায়গা কি রেললাইনে ঝাঁপাতে ইচ্ছে করাটা ভয় নাকি ভয়ের অভাব ?
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০২:১২626326
  • ধুত্তোর, এটা আমি ঃ(
  • 4z | 152.176.84.188 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০২:৩১626327
  • প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের চাকাগুলোকে দেখতে দেখতে মনে হয় এগুলো যদি আমার উপর দিয়ে চলে যায় তখন কেমন লাগবে? পিছন থেকে কারোর ধাক্কায় তো এর তলায় পড়েও যেতে পারি। দু'পা পিছিয়ে আসি।

    ঘুমের মধ্যে বাচ্ছাদুটোকে বারবার চেক করতে থাকি। SID'র ভয়। গায়ের চাদর/কম্বলটাকে নাকের উপর থেকে সরিয়ে দিতে থাকি। নিজে জেগে থাকি।

    ভয় হয় সেই লোকটা আবার ফিরে আসবে না তো? যদি মেয়েকে তাক করে? নিজেকে বোঝাই এবারে আমি রেডি। ঢাল হয়ে আড়াল করার জন্য আমি রেডি।
  • a x | 86.31.217.192 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:০১626328
  • ফোজ্জি, নিজে নিজে উল্টোতে পারলে SIDএর ভয় নেই। তোমার বাচ্চারা বড় হয়ে গেছে তো, চিন্তা করনা।
  • a x | 86.31.217.192 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:০৪626329
  • ভয় না কিন্তু ইচ্ছে, গাড়ি চালাতে চালাতে গ্যারাজের হুই সবচেয়ে ওপরের তলা থেকে যদি বাঁক না ঘুরে অ্যাক্সিলারেট করে চালিয়ে দি, কেমন হয়? এইখানে পাড়ার সমুদ্রে গাড়ি নিয়ে ঢুকে যাওয়া যায়, অসম্ভব ইচ্ছে হয় চালাতেই থাকি। একটা চিনচিনে ইচ্ছে। ভয়ের মত কিন্তু ঠিক ভয় না।
  • 4z | 209.7.156.129 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:১৩626330
  • অক্ষদি, মেয়ের একটা বাজে অভ্যাস আছে। বালিশের নিচে মাথা ঢুকিয়ে দেওয়া। কো-স্লিপ করে। একদিন রাত্রে ঘুম ভেঙ্গে যাওয়ায় দেখি ওর মুখের উপর আমার বালিশ। সবার আগে দেখেছিলাম নিশ্বাস পড়ছে কিনা। কারন কতক্ষণ ওভাবে ছিল জানিনা। তারপর থেকে ও ঘুমোয় আমি পাহারা দিতে থাকি।
  • Ekak | 132.167.182.222 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:২২626331
  • আমি তো ছোটবেলা থেকে মুখে বালিশ চাপা দিয়ে ঘুমই :) ওটা বিপজ্জনক নয় মনে হয় ।
  • 4z | 209.7.156.129 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:৩৫626332
  • একক কত ছোট থেকে? আর এই গুড়গুড়ি তো বেশিরভাগ সময় আমার বালিশের নিচে ঢুকে থাকে। তার মানে ওর মুখের উপর বালিশ আর তার উপর আমার মাথা :(
  • Bhagidaar | 216.208.217.6 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৬:৩৮626333
  • দম আটকালে নিজে সরার বা উল্টানোর ক্ষমতা থাকলে মনে হয় আর বিপজ্জনক নয়।
  • sm | 122.79.36.248 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৭626335
  • ভয় পাওয়া বা কোনো ভয় এর ঘটনা র স্মৃতি থেকে ভয় পাওয়া এগুলি anxiety ও স্ট্রেস রিলেটেড অসুখ । অবশ্য ই মানসিক অসুখ এবং ব্যক্তি টি পাগল (psychotic ) নন। পাগল কথা টা মোটা দাগে ব্যবহার করলাম। এগুলো র অনেক গালভরা নাম আছে, যেমন ফোবিয়া,প্যানিক ডিসর্ডার,anxiety ডিসর্ডার, PTSD প্রভৃতি । যদিও কোনো ক্ষেত্রেই ব্যক্তিটির insight অর্থাথ অন্তর্নিহিত রিসনিং পাওয়ার নষ্ট হয় না। অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তি জানে সে যে জিনিস গুলি তে ভয় পাচ্ছেন (মাকরশা, উঁচু বাড়ি র ছাদ প্রভৃতি) তার অস্তিত থাকলেও ওনার রিঅ্যাকশন টা সাধারণ মানুষের থেকে বেশি। এবার ওই ব্যক্তি তার ইগো এবং সুপার ইগো প্রভৃতি বৈশিষ্ট দিয়ে ব্যাপার টাকে হ্যান্ডেল করার চেষ্টা করেন কিন্তু অনেক ক্ষেত্রেই সফল হন না। অনেকেই সফল হন, ব্যাপার টি খুবই নগন্য অথবা চিন্তাশক্তি কে অন্য দিকে ঘুরিয়ে দিয়ে; যারা এটি পারেন না তারাই এই সব মানসিক সমস্যা র শিকার হন। এটি তখন বাড়তে বাড়তে এমন পর্যায়ে যাই তখন মানুষ খুব ছোট ছোট জিনিস বা ঘটনা যাতে আগে ভয় পেতেন না তাতেও পেতে শুরু করেন।
    এর সমাধান হলো উপযুক্ত কাউন্সেলিং, প্রফেশনাল ব্যক্তি র সাহায্য এবং situation কে না এড়িয়ে খুব অল্প অল্প করে ফেস করা। তাতে আসতে আসতে ভয় কমে আসে ও irrational চিন্তা মন থেকে দূর হয়।
  • hu | 188.91.253.11 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:২১626336
  • লিফটের তার ছিঁড়ে পড়ে গেলে কি করব এই চিন্তাটা আমি কিছুদিন ধরে করছি। কেন করছি জানি না। একদিন হঠাৎ মনে হল কি করব। তারপর থেকে যখনই লিফটে উঠি ভালো করে পর্যবেক্ষণ করি। ইউনিভার্সিটির লিফটগুলোতে দেখলম মাথার কাছে একটা হ্যান্ড রেল মত আছে। ঠিক করেছিলাম ওটা ধরে ঝুলব। কিন্তু ফ্রি ফলে কি হ্যান্ড রেল ধরে ঝুললেই কিছু হবে?
  • aka | 76.190.162.85 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:২৫626337
  • আচ্ছা লিফটের তার ছিঁড়ে গেলে দুম করে একটা লাফ দিলেই তো হল লিফট ও আমার দুজনেরই ত্বরণ হল g এবারে লিফট যখন মাটিতে পড়বে তখন আমি লিফটের মাটিতে পড়ব, যাস্ট কয়েক সেকেন্ড পরে, কিন্তু ইম্প্যাক্ট কম কারণ লিফটের মধ্যে লাফিয়ে আর কদ্দুর উঠব। কিন্তু লিফটের সাথে পড়লে ইম্প্যাক্ট হল লিফটের ইম্প্যাক্ট যা তাই। কেমন সলুশন দিলাম?
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:২৭626338
  • রেললাইন দিয়ে পেরোনোর সময় ( সেটা একটা ভুলভাল কাজই করি জানি) কাটা পড়ার ভয় করে। তাও পেরোই। অন্যরা পেরোলেও ভয় লাগে। অন্যদের বারবার বলি লাইন দিয়ে না পেরোতে। নিজের বেলায় যদিও ...
    তবে এ বাদে দেখলাম, আমার ছোটখাট ভয় তেমন নেই। তাহলে কি আমাকে ছোটোখাটো সাহসী বলা যাবে ?
    বাস রাস্তা ক্রস করার সময় ভয় তো লাগেই না, বরং ছুট্টে কান ঘেঁষে রং সিগনালে এঁকেবেঁকে ছুট্ট পার হওয়াতে হেব্বি আনন্দ পাই।
  • siki | 132.177.163.77 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:২৯626339
  • নাঃ। অনেক ভেবেও কিছু ভয় প্যানিক ইঃ আছে বলে মনে করতে পারলাম না। আমি কি বড় হয়ে গেছি?
  • hu | 188.91.253.11 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:২৯626340
  • ব্লুমিংটনে শোবার ঘরের লাগোয়া একটা খিড়কি দরজা ছিল। কতবার মনে হয়েছে কেউ হয়্ত ঢুকে আসবে ঐ দরজা দিয়ে। সেলফোন মুঠোয় ভরে ঘুমোতাম। তাও এমন হয়েছে রাতে ঘুম ভেঙে গেছে, মনে হচ্ছে আমার মুখের ওপর কারোর নিশ্বাস পড়ছে, নড়তে পারছি না, চোখ খুলতে পারছি না।
    যখন প্রথম আইফোন নিলাম ভয় হল টাচস্ক্রিনে না দেখে টাইপ করতে পারব না 911
  • hu | 188.91.253.11 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৩০626341
  • পাই মোটেই সাহসী নয়, পাই দুষ্ট বালিকা।
  • sosen | 125.241.41.191 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৩626346
  • এই ভয়গুলো ইন্টারেস্টিং। ফোবিয়া নয়। অবসেশনের পর্যায়ে যায়না। কিন্তু কোনো একটা ঘটনা, যা সত্যি ঘটেছিল, নিজের বা অন্য কারোর জীবনে, হয়ত খবরের কাগজে, হয়ত টিভিতে দেখা। ছাপ ফেলে রাখে। এই ভয়গুলো, যেমন পড়েছিলাম আরকি, খুব জরুরি আসলে। অবসেশনের পর্যায়ে না গেলে আদৌ কাউন্সেলিং করে সরানো উচিত-ই নয়। এর সঙ্গে আপনার আইডেনটিটি জড়িয়ে আছে। তা ছাড়া এই ভয় এবং তার সম্ভাব্য মুক্তির উপায় ভেবে রাখা এক রকম ডিফেন্স মেকানিজম। এগুলো ফোবিয়া বা ও সি ডি নয়।
    পরে সময় পেলে কখনো লেখার চেষ্টা করব।
  • 4z | 194.148.150.59 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৩626344
  • ল্লেহঃ
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৩626342
  • তবে রে !!
  • hu | 188.91.253.11 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৩626343
  • সেদিন লিফটে একটা গুড়গুড়ে বাচ্চা উঠে পড়েছিল। ওর মা মনে হয় নিচে ছিল, বাবা লিফটে তুলে দিয়েছে। বাচ্চা নিয়ে হ্যান্ড রেল ধরে ঝুলতে পারব কিনা, অথবা লিফট ছিঁড়ে পড়লে বাচ্চাটাকে তোলার সময় থাকবে কিনা এসবও ভাবলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন