এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ছোট ছোট ভয় ও তার ভেবে রাখা রিয়েকশন

    Ekak
    অন্যান্য | ০২ ডিসেম্বর ২০১৩ | ৪৩০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | 147.157.8.253 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৪626347
  • সোসেনের ডিফেন্স মেকানিসমের কথায় মনে পড়ল-এর মাঝে কর্মক্ষেত্রে সেফটি নিয়ে কাজকর্ম করতে গিয়ে কিছু থিওরি পড়েছিলাম-তার মধ্যে, এই যা হয় নি তা যদি হয় আর তার থেকে বাঁচার পন্থা ভেবে রাখার প্র্যাকটিসটা প্রোঅ্যাকটিভ সেফটি কালচার।
    এবং সত্যি, যেটুকু ল্যাব রিলেটেড রিস্ক অ্যানালিসিস করেছি-এই ভয় গুলো খুউব কাজে আসে। মানে এসেছে।
  • sch | 126.203.203.9 | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৬626348
  • আজকাল ভয় হয় মনে পড়বে না। সহজ নাম - সহজ কথা হঠাৎ হঠাৎ ভুলে যাই - সহজ ফর্মুলা - নাম শুনেও ব্ল্যাঙ্ক হয়ে যায় -- তখন খুব ভয় হয় আরো বেশী বয়েসে স্মৃতি একেবারে চলে যাবে । তখন একটা ভয় কেমন চেপে ধরে - হাত পা''য়ের তলায় ঘাম হয়...বিচ্ছিরি ব্যাপার
  • সিকি | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:১৯626349
  • সে তো বয়েসের প্রভাব। বাবা সায়গলের দিল ধড়কে, পুরো র‌্যাপ গানটা মুখস্থ ছিল। সেদিন রিকল করতে গিয়ে দেখলাম, দু লাইনের বেশি মনে পড়ছে না। ভয় পেয়ে কর্ণকুন্তীসংবাদটা রিকল করলাম, দেখলাম লাইন বাই লাইন মনে আছে। অথচ দুটোই একই সময়ে তোলা। ক্লাস ইলেভেন।
  • | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:৫১626350
  • এঃ আমি কর্ণকুন্তী সংবাদ ভুলে গেছি, ঠিকানা ভুলে গেছি। শুধু আফ্রিকা মনে আছে।

    আমিও তেমন ভয় বলে কিছু খুব একটা মনে করতে পারছি না। শুধু বার তিনেক ম্যানহোলে পড়ার পর থেকে মাঝে মাঝে অফিসের ফ্লোরে হাঁটতে হাঁটতে মনে হয় হঠাৎ যদি টাইলসগুলো খসে যায়! ঠিক ভয় নয়, একটা শিরশিরে অনুভুতি। ফার্স্ট ফ্লোরে কখনো মনে হয় না, ফিফথ বা তদুর্দ্ধ ফ্লোরেই মনে হয়।
  • Abhyu | 109.172.118.125 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:০১626351
  • আচ্ছা রাতের বেলা ভুতে এসে ঘাড় ধরে নাড়া দেবে ভেবে কারো ভয় হয় না? আর তার সম্ভাব্য প্রতিকারই বা কি?
  • Bhagidaar | 218.107.71.70 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:০২626352
  • উফ আমার ক্লোস্ত্রফবিয়া নেই, তাও আমার জ্যান্ত কবর হবার একটা বিশাল ভয় আছে। কোনদিন কোথাও আটকে পরিনি, কিন্তু তাও যে কেন এই ভয়টা পাই, জানিনা।

    সদা বর্ণিত ট্রেনের সামনে ঝাঁপ দেবার লোভ (?) টা অনেকবার হয়েছে, কেটেও গেছে। সিরিঞ্জ-নিডল হাতে নিলে ফোটাতে ইচ্ছে করে। যদিও ফোটাইনি কখনো। একসময় কাটতাম, এখন মনে হয় কি করে পারতাম তখন!
  • PM | 212.44.4.251 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:০৫626354
  • জ্বর হলে---যখন ঘুমই , তখন মাঝে মাঝে একটা স্বপ্ন দেখি। একটা অনন্ত গহ্বরের মধ্যে তলিয়ে যাচ্ছি---সেটা শেষ হচ্ছে না। একটা মারত্বক ভয়ের অনুভুতি হয়। আরো কিছু সাংঘতিক ভয়ের আনুসম্গ থাকে যা জেগে ওঠার পরে আর মনে থাকে না। কিন্তু দম বন্ধ করা ভয়টার রেশ থাকে অনেক্ষন--ঠিক কিসের ভয় সেটা মনে না থাকলেও।
  • | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:০৫626353
  • হুঁ ক্লস্ট্রোফোবিয়া। ঐটাই বেশ বড়সড় ভয় আমার। ঐজন্য কতদিন পর্যন্ত এসি গাড়ীতে চড়তাম না।
  • jhiki | 190.214.233.75 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:২৮626355
  • আপততঃ লিভিং রুম ক্রিকেট আমার কাছে সবচেয়ে ভয়ের জিনিস। ঘটনচক্রে এর বাউন্ডারী লাইন আর আমার কিচেনের বাউন্ডারী কো-ইনসাইড করে!!
  • সিকি | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:৩০626357
  • ক্লস্ট্রোফোবিক বোধ হয় সিকিনি আছে খানিকটা। আমি একেবারেই নই। আমি বদ্ধ ঘরে থাকতে দিব্যি ভালোবাসি। রাতে হয় বালিশের নিচে মাথা গুঁজে নয় তো মাথা পর্যন্ত লেপচাদর মুড়ি দিয়ে দিব্যি ঘুমোই।

    বাইকে অ্যাক্সিডেন্ট খুব কম করি নি, তাও রাস্তা চলতে ভয় করে না। স্পট ডেথও দেখেছি। রক্তেও ভয় লাগে না। ট্রেনের তলায় ঝাঁপাতেও কখনও মঞ্চায় নি। ওপরে উঠলেও মাথা ঘোরে না। রাতে মাঝে মাঝে একই প্যাটার্নের স্বপ্ন দেখি বটে, কী একটা পরীক্ষা শুরু হবে আর এক ঘন্টা বাদেই, আর এক্ষুনি আমার মনে পড়েছে আমি সাবজেক্টটা সারা বছরে পড়িই নি, কিংবা পেন আনি নি, বা পেনের রিফিল শেষ, মানে তখন আর ব্যাক`আপের সময়ই নেই, এই রকম কন্ডিশন। তো তাকে ভয় বলা যাবে না বোধ হয়।

    মৃত্যুভয়, সে তো আছেই। কিন্তু স্পেসিফিক মৃত্যুভয় নেই। সাঁতার জানি, জলে ডুবব না। ছাদের কার্নিস থেকে পড়ে যাবারও ভয় করে না।

    আমার কী হবে? ও হ্যাঁ, আফ্রিকা, নির্ঝরের স্বপ্নভঙ্গ (শর্ট ভার্সন), বীরপুরুষ, এসেছে শরৎ হিমের পরশ ইত্যাদি অনেক কিচুই আমার মনে আছে, কিন্তু ক্যালকুলাস মনে নেই। অ্যালজেব্রা অল্প অল্প মনে আছে। ইলেকটিরি ইঞ্জিনিয়ারিং, বইয়ের নামগুলো পর্যন্ত মনে নেই, নেতাই সাক্ষী।
  • রোবু | 177.124.70.1 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:৩৭626358
  • Name: aka

    IP Address : 76.190.162.85 (*) Date:03 Dec 2013 -- 08:25 AM

    আচ্ছা লিফটের তার ছিঁড়ে গেলে দুম করে একটা লাফ দিলেই তো হল লিফট ও আমার দুজনেরই ত্বরণ হল g এবারে লিফট যখন মাটিতে পড়বে তখন আমি লিফটের মাটিতে পড়ব, যাস্ট কয়েক সেকেন্ড পরে, কিন্তু ইম্প্যাক্ট কম কারণ লিফটের মধ্যে লাফিয়ে আর কদ্দুর উঠব। কিন্তু লিফটের সাথে পড়লে ইম্প্যাক্ট হল লিফটের ইম্প্যাক্ট যা তাই। কেমন সলুশন দিলাম?

    আকাদা তো রজনীকান্ত !! ফ্রি ফল এর সময় লাফ দেবে!!
  • সিকি | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:৪২626359
  • ভুলভাল সল্যুশন। লিফটের মধ্যে লাফ দিলে সেই লাফে ওঠানামা সবই হবে আপেক্ষিক, লিফটের পরিপ্রেক্ষিতে। তাই লাফ দিলে পড়ন্ত লিফটের মধ্যেই পড়বি কয়েক সেকেন্ডের মধ্যে। চলন্ত ট্রেনের ভেতরে বল লোফার সেই গল্প মনে নেই?
  • রোবু | 177.124.70.1 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:৪৭626360
  • আমি বললাম? উফ। ভালো করে দ্যাখো।

    সেকেন্ডলি, ফ্রি ফল এর সময় লিফট এর মধ্যে লাফ দেওয়া জাস্ট সম্ভব না। নিউটন এর বিভিন্ন ল। কাজেই তোমার আপেক্ষিকতার গল্প অবধি যেতে হবে না।
  • সিকি | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:৪৯626361
  • হ্যাঁ, লেখা পোস্ট করে দেখলাম, ওটা আকার লেখা থেকে কোট। :) তা ভাবলাম, নাম দিয়ে তো লিখি নি, পোস্টটা আকাকেই ডেডিকেট করে দেওয়া যাক।

    আর হ্যাঁ, ফ্রি ফলের মধ্যে লাফ দেওয়া সম্ভব না।
  • sch | 132.160.114.140 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:৫২626362
  • নাঃ সিকির অবস্থা অনেক ভালো - আমার অজস্র রবীন্দ্রসঙ্গীত ঘেঁটে গেছে -- সুর মনে আছে -- কিন্তু কথা মাঝে মাঝে দু তিন লাইন ভুলে গেছি । কি জানি সব ভুলে যাব হয়তো একদিন -- বড্ডো ভয় হয়
  • বিভ্রান্ত | 41.172.30.3 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১০:৫৩626363
  • ভয়ের ছোট বড় আপনারা মিটারে মাপছেন না কিলোতে? এটা বুঝতে পারলেই পোস্ট দিতাম।
  • sch | 132.160.114.140 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:০০626364
  • না না আমরা রিক্টারে মাপছি - ভুমিকম্পের মতোন কাঁপুনি ধরায় তো - তাই রিখটারে মাপাই ভালো
  • Ekak | 24.96.18.210 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:২৪626365
  • ফ্রি ফলের সময় লাফ (টেকনিক্যালি নয় মানে ফ্লোর এ হিট করে নয় ) দিয়ে মাথার ওপরের ওই পাখার খাঁচা টা ধরা সম্ভব । একচুয়ালি হাত বাড়িয়ে ।
  • jhiki | 190.214.233.75 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৩৬626366
  • মাথার ওপর পাখার খাঁচাটা কি? এ সি ডাক্ট? ইমপ্যাক্টের সময় লিফ্টের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট না থাকলেই আর ইম্প্যাক্ট ফোর্স অ্যাক্ট করবে না; উদাঃ লিফ্টের ভেতর উড়ন্ত পাখী।
    সেক্ষেত্রে আপনারা কে কি করবেন ভাবতে থাকুন ঃ)
  • সিকি | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৩৯626368
  • সব লিফটে ঐ ডাক্ট থাকে না। ঘরোয়া লিফটে থাকে, কোম্পানির লিফটে চার কোণা ধরে খাঁজ কাটা থাকে এসি ডাক্টের। মাঝে কোনও ফ্যানের খাঁচা থাকে না।
  • Ekak | 24.96.18.210 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৪২626369
  • পাখির মত লিফট -ফ্ল্যাপ্পিং তো কত্তে পারবোনা । ডানা নাই । :/
    হাত বাড়িয়ে ফ্যানের খাঁচা ধরা সবচে সুবিধের । ওটা খুলে বন্ধ লিফট থেকে বেরিয়ে আসাও যায় ।
  • jhiki | 190.214.233.75 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৪৩626371
  • লিফ্টের ছাদ ইন্ট্রিগাল পার্ট অফ লিফ্ট, কাজের সেটাও ডিফর্মড হবে, কোন বস্তু ছাদে ঝুলে থাকলে তার ওপরেও ফোর্স আসবে।
  • Sibu | 118.38.17.78 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৪৩626370
  • এটা কি ঝিকি ঠিক বলল? লিফটের মাঝখানে একটা মার্বেল রেখে দুটোকেই ছেড়ে দেওয়া হল। দুটো সমান ত্বরণে নামবে বলে ইমপ্যাক্টের সময় মার্বেলের সাথে লিফটের কনট্যাক্ট থাকবে না। কিন্তু ইমপ্যাক্টে লিফট থেমে যাবার পর মার্বেল এসে লিফটের মেঝে হিট করবে। তখন তো মার্বেলের সাথে লিফটের মেঝের ইমপ্যাক্ট হবে। তাই তো?
  • Ekak | 24.96.18.210 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৪৫626372
  • আরে সেটাও খোলা যায় । আজ খুঁজে দেখো ,দুপাশে ঢোকানো ক্লিপ থাকে । যদ্দুর জানি ওটাকে স্ক্রু দিয়ে অত্কেদেওয়া ফায়ার সিকিউরিটি রেগুলেশনের এগেইনস্ট এ ।
  • T | 24.139.128.15 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৪৭626373
  • আরে, আকাদা খিল্লি করেছে। খাঁচা ইত্যাদি কোনো কিছু ধরে লাভ নেই। ইমপ্যাক্টের সময় লিফটের যে কোনো কিছুর সাথে কন্ট্যাক্টে থাকলে মোমেন্টাম, কাইনেটিক এনার্জি ইত্যাদি ট্রান্সফার হবেই। কিছু করার নেই।
  • jhiki | 190.214.233.75 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৪৮626374
  • আমি তো উড়ন্ত পাখির উদাহরণ দিলাম শিবু!
    মানে যার গ্রাভিটি এগেনস্ট ওড়ার মেকানিসম আছে। এক্ষেত্রে তো কোন ইমপ্যাক্টই হবেনা।
  • Sibu | 118.38.17.78 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৫৩626375
  • বেশ, লিফটের মধ্যে একটা পাখি উড়ছে। লিফটের সাপেক্ষে যদি পাখি স্থির থাকে তো সে পাখি মাটির সাপেক্ষে ফ্র্রী ফলে আছে। ইমপ্যাক্টের সময়ে মাটির সাপেক্ষে লিফটের আর পাখির ভেলোসিটি সমান। তার মানে, পাখি যদি মার্বেলের মত মাটিতে হিট না করতে চায় তো পাখিকে কতটা উল্টো বল প্রয়োগ করতে হবে? সেই বল কি পাখির রক্ত মাংসের কাঠামো সহ্য করতে পারবে?
  • sosen | 24.139.199.11 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১২:০৬626376
  • বোঝো। ভয় লিফটে এসে আটকে গেছে। পরের প্রশ্ন, ওই লিফটে তেজপাল আছে কি নেই?
  • jhiki | 190.214.233.75 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১২:০৭626377
  • শিবু, প্রশ্নটা ইমপ্যাক্ট থেকে রক্ত-মাংসে পৌঁছে গেল, ফিজিক্স থেকে বায়োলজিঃ)
    পাখিটা অবশ্যই ফ্রি ফল করবে, কিন্তু লিফ্টের ইমপ্যাক্ট তার মধ্যে প্রবাহিত হবে না। এখন লিফ্ট যে মুহুর্তে গ্রাউন্ড টাচ করবে সেই মুহূর্তে পাখিটা আবার নিজের মেকানিজম কাজে লাগিয়ে উড়বে। পাখিটার সে ক্ষমতা না হলে ইম্প্যাক্ট হবে, তবে এক্ষেত্রে শুধু পাখিটার ভর ( মাস) অ্যাক্ট করবে, কাজেই ইম্প্যাক্ট অনেক কম হবে।
  • sosen | 24.139.199.11 | ০৩ ডিসেম্বর ২০১৩ ১২:১০626379
  • পাখির খেয়ে দেয়ে কাজ নেই লিফটে করে দোতলায় উঠছে, শিবুদার যেমন কতা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন