এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.108.233.65 | ২৮ জানুয়ারি ২০১৪ ০০:৩২628457
  • এসমস্তর পরে নিউমার্কেটে এক জান পয়চান দোকানে গিয়ে একটু জিরোই। সারাদিনের ধকলের কথা না বললেও অল্প বলি।
    আমার পরিচিত সেই দোকানী বলেন - কেন এত কাঠখড় পোড়াতে গেলেন? দালাল রয়েছে তাদের টাকা দিলেই করে দিতো। তাও ভালো সোমবার অবধি ঠেলে দেয় নি।
    সোমবার ছ তারিখে বাস স্ট্রাইক ছিলো। ভাগ্যিস সেদিনই সব হয়ে গেল।
    তিনি আরো বললেন - লোকে বলে চোর্পোরেশন। কেন বলে বুঝলেন?
    ১৯৯৯-২০০০ সাল নাগাদ বার্থ/ডেথ সার্টিফিকেট কম্পিউটারাইজ-দ্‌ করবার ঢেউ চলে।
    পাশাপাশি হাতে লেখা সার্টিফিকেট ও চলত। মূলতঃ বয়স ভাঁড়ানো, বা যাদের জন্ম কখনই রেজিস্টার করা হয় নি তাদের সুবিধার্থে।
    মোটা আয় ছিলো এবাবদ। এখন হাতে লেখা সার্টিফিকেট অনেক জায়গায় নিতে চায় না। তা বলে কি এমনি এমনি সার্টিফিকেট পাবেন?
    অধিকাংশ লোকেই ঝামেলা চায় না। মূল্য ধরে দিয়ে দেয়। এই করে করে ওদের লোভ ভয়ানক বেড়ে গিয়েছে।
    কী করবেন?
    আচ্ছা একটা জিনিস জানেন কি পুরো অফিসটায় কোথাও চেকিং নেই যে। অনায়াসে ভিডিও করে পুরো জিনিসটা কোনো বিদেশি টিভি চ্যানেলে পাঠিয়ে দিলে কেমন হয় বলুনতো?
    আসলে কাজ হয়ে যাবার পরে আমরা কেউ ঐ ঝামেলাগুলো নিয়ে ঘাঁটতে চাই না।
    আমার যদি ভিডিও ক্যামেরা থাকত এই পুরো ব্যাপারটা যতটা ভিডিও করে, বিবিসি ফিবিসিকে পাঠিয়ে দিতাম।
    এখনো কিছু কিছু এভিডেন্স তো সঙ্গে রয়েইছে।
    ঘুষ দেবার জন্যে টাকা দিতে আমার অসুবিধে ছিলো। নৈতিক অসুবিধে। ঐ করাপ্টেড লোকগুলো আমাকেও করাপ্টেড বানিয়ে দেবে এটা জাস্ট মেনে নেওয়া যায় না।
  • জিজ্ঞাসা | 79.210.253.249 | ২৮ জানুয়ারি ২০১৪ ০৩:১৪628458
  • বড়লোকেদের সাট্টিফিকেট কেমন করে হচ্চে, সে ব্যাপারে কোনো আলোকপাত? প্রত্যেকদিনই তো লাইনে দাঁড়ানো সব্বাই তো নিম্নমধ্যবিত্ত বলে বর্ণিত। সব মধ্য বা উচ্চ-মধ্যবিত্তরাই কোরাপ্টেড?
    আরও কিছু প্রশ্ন আছে। পরে জিগাতেও পারি।
    ভুল বোঝাবুঝির আগেই বলে রাখি, আপনার ডকুমেন্টেশনের সত্যতা ও সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন নাই।
  • ম্যামি | 69.93.215.176 | ২৮ জানুয়ারি ২০১৪ ০৩:৩৯628459
  • ভালো লাগল পড়তে। খুব সুন্দর লেখা।
  • rivu | 78.232.116.14 | ২৯ জানুয়ারি ২০১৪ ০৬:৩৩628460
  • হায় ভগবান। এই লেখাটিকে কলকাতা পুলিশ বা মুখ্যমন্ত্রীর ফেবু প্রোফাইলে পোস্ট করে দেওয়া যায়, লেখকের অনুমতি থাকলে। একটু হলেও গায়ের জ্বালা মিটতো।
  • Sibu | 118.23.96.158 | ২৯ জানুয়ারি ২০১৪ ০৬:৪৪628461
  • সত্যের খাতিরে কইতেই হবে বছর দুই আগে মায়ের ডেথ সার্টিফিকেট টিটাগড় মিউনিসিপালিটি থেকে যোগাড় করতে হল। খুবই স্মুথ প্রসেস ছিল। ফোন করে জিজ্ঞেস করলাম কি কি লাগবে। বার তিনেক ফোন করতে হয়েছিল। কিন্তু তার পর যিনি ধরেছিলেন তিনি একবারেই লিস্ট বলে দিয়েছিলেন। তারপর আমি একদিন কাগজপত্র নিয়ে গিয়ে ফর্ম ফিল-আপ করে ফি আর জেরক্স কপি ইত্যাদি জমা দিয়ে আসি। ঘন্টা দেড়েক লাইনে দাঁড়াতে হয়েছিল। জমা যিনি নিয়েছিলেন তিনি চিরতা খাওয়া মুখ করে রসিদ দিলেন এবং মাসখানেক বাদে একটা দিন বলে দিলেন। নির্দিষ্ট দিনে ভাই গিয়ে ডেথ সার্টিফিকেট নিয়ে আসে। তাকেও লাইনে ঐ ঘন্টাখানেক দাঁড়াতে হয়েছিল।

    তবে কর্পোরেশন সম্বন্ধে ইদানীং অনেক কমপ্লেন শুনলাম। কলকাতার ব্যাপারটা বোধহয় মফস্বলের চেয়ে খারাপ।
  • 8-O | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৪ ০৯:৫৪628462
  • ৪ বছর আগে বউয়ের বার্থ সার্টিফিকেট তুলেছিলাম ধর্মতলার ঐ অফিস থেকেই। সইত্যের খাতিরেই কয়ে যাই, দুজনে গেছিলাম, টোটাল ৩-৪ ঘন্টা মতো লেগেছিল। দিব্যি পেয়ে গেছিলাম। আমি এগারোটার পরে, বোধহয় পৌনে বারোটা নাগাদ গেছিলাম। তিনটে -চারটেয় মনে হয় বেরিয়েছিলাম। কোনো বাড়তি টাকা দিতে হয় নি। বিস্তর ডিজগাস্টেড ও হয়েছিলাম। ইন ফ্যাক্ট এই লেখাতেও ৩রা জানুয়ারী ২০১৪ এর পার্টটাই শুধু রেলেভ্যান্ট আর সেটা দৃশ্যতই বেশ স্মুদ, অন্তত যে কোনো সরকারী পরিষেবার তুলনায়। এই ঘটনা এই পরিমাণ সেন্সিটাইজ করে লেখার ক্ষমতায় কলমের পদরেণু নিয়ে গেলাম।
  • Bhagidaar | 218.107.71.70 | ২৯ জানুয়ারি ২০১৪ ০৯:৫৮628463
  • ক দিলাম।
  • 8-O | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৪ ০৯:৫৯628464
  • ও মেয়েরটাও জন্মের পর হাসপাতালের কাগজ দেখিয়ে লোকাল কর্পোরেশন থেকে বার্থ সার্টি তোলা হয়। কোনো ঝাম হয় নি, আমাকে যেতেও হয় নি। শ্বশুর মশাই ই তোলেন। গায়ের কাপড় চোপড় বিশেষ নোংরা ছিল বলে মনে হয় না, তবে গরমকালীন ঘামের গন্ধ কিছু থেকে থাকতেও পারে।
  • a x | 86.31.217.192 | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৩০628465
  • কী সাংঘাতিক ফ্রাস্ট্রেটিং ব্যপার! আমি বার্থ সার্টিফিকেট তুলেছিলাম হেই '৯৪ নাগাদ। কিছুই তো করতে হয়নি। আমি আর মা গেছিলাম। উঁচু উঁচু সিঁড়ি মনে আছে। একটা খুপড়ি মত কিসের সামনে দাঁড়িয়েছিলাম। আধঘন্টার বেশি লাগেনি।
  • a x | 86.31.217.192 | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৩১628467
  • ৮'র বক্তব্য বুঝলাম না, আগের দিনের ঘোরানোগুলো রেলেভ্যান্ট নয় কেন?
  • Bhagidaar | 218.107.71.70 | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:২২628469
  • চারশো চার
  • , | 69.160.210.2 | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:৫৮628470
  • জ্স্প টা পাল্টে jsp করে নিতে হবা
  • সে | 203.108.233.65 | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:২২628471
  • Name: rivu IP Address : 78.232.116.14 (*) Date:29 Jan 2014 -- 06:33 AM

    ঋভু,
    হ্যাঁ, অবশ্যই অনুমতি আছে। যে করে হোক এই অবস্থার উন্নতিকল্পে যতরকম চেষ্টা করা যায় তাতে আমার পূর্ণ সমর্থন রইল।
    অনেক ধন্যবাদ।
  • Ekak | 24.99.233.21 | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৪২628472
  • এই সার্টিফিকেট বের করাটা এক ভয়ঙ্কর ঝামেলি । বহু লোক শেষ অবধি তিতিবিরক্ত হয়ে দালালের আশ্রয় নেন । ঘুষ দেন । বাবা র কাছে শুনেছি আমার বেলাতেও এরকম হয়েছিল । এদিকে ঘুষ দেওয়ার পয়সা টুকুও ছিলনা । যদিও থাকলেও বাবা দিতেন কিনা সন্দেহ আছে । অবশেষে কর্পোরেশনে চাকুরিরত এক সাহিত্যিক কলীগ নিজ দায়িত্বে বের করে দেন । নাহলে হয়ত পেতুম না । সে -র লেখা পড়ে যা বুঝলুম পরিস্থিতি কিস্সুই বদলায় নি এতবছর পরেও ।
  • ম্যামি | 69.93.196.34 | ২৯ জানুয়ারি ২০১৪ ১৫:১১628473
  • ফেবু প্রোফাইলে পোস্ট করা সবচেয়ে সহজ উপায় তাইনা?
  • সে | 203.108.233.65 | ২৯ জানুয়ারি ২০১৪ ১৫:৫০628474
  • কীভাবে করে সেটা? এইসব ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কোথায় পাবো?
  • | 127.194.125.196 | ২৯ জানুয়ারি ২০১৪ ১৯:১৫628475
  • ৪-০ ট কে? সোমনাথ নাকি?
  • Bhagidaar | 216.208.217.6 | ২৯ জানুয়ারি ২০১৪ ২৩:২২628476
  • সে বা এককের মত অভিজ্ঞতা কজনের, আর অক্ষদা বা আটের মত কজনের? চিরকাল কলকাতা কর্পরেশনের বাইরে থেকেছি, কোনো আইডিয়া নেই।
  • :-) | 79.210.252.212 | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:১৩628478
  • ভাগীদার ১১টা ২২শের উত্তরে--
    "আমার মতে জগতটাতে ভালোটারই প্রাধান্য,
    মন্দ যদি তিন চল্লিশ, ভালোর সংখ্যা সাতান্ন।"
  • 8-O | 122.79.38.90 | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৩১628479
  • "আমার মতে " নয়। "দেখছি ভেবে"। "আমার মতে" লিখলে কোটেশনের বাইরে লিখতে হবে।
  • একক | 132.178.207.172 | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৪৬628481
  • না । শুন্যে ফায়ার হয়েছে । এটা কোনো কবিতার টই তে দিলে একচুয়াল মিসফায়ার হবা ।
  • !! | 79.210.252.212 | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৫৩628482
  • ঠিক ঠিক! কত্ত দিন পরে কবিতাটা ফিরে পড়লাম। ভাগ্যিস কোটেশন মার্ক ভুল করেছিলাম!! ধন্যবাদ ভুল ধরার জন্য, তার চেয়েও বেশী ধন্যবাদ পুরো কবিতাটা দেবার জন্য :-)
  • !! | 79.210.252.212 | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৫৪628483
  • আহা, আমি লিখেছলাম ১২টা ৪০এর উত্তর। একককে লিখি নাই!
  • 8-O | 127.194.196.144 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৬:২৯628484
  • ভুল আর আপনি করলেন কই, সে তো আমিই করলাম। ঃ-(
  • !! | 79.210.252.212 | ৩০ জানুয়ারি ২০১৪ ০৮:০১628485
  • আরে! তাই তো... :-D
  • rivu | 140.203.154.17 | ৩১ জানুয়ারি ২০১৪ ০৮:৩৮628486
  • সে,

    কোলকাতা পুলিশের ফেবু প্রোফাইলের লিঙ্ক (https://www.facebook.com/groups/kolkatapoliceforce/) . আপনাকে অবশ্য গ্রুপটা আগে জয়েন করতে হবে। তারপরে লেখাটা পোস্ট করে দিতে পারেন।

    গুরুচন্ডালির ফেবু লিঙ্ক : https://www.facebook.com/groups/guruchandali/ . এই গ্রুপটাও আগে জয়েন করতে হবে। এখানে লেখাটা শেয়ার করলে আরো পাঁচ দশজন পড়বে, আলোচনা হবে, চাই কি কোনো বড়কর্তার নজরেও পড়ে যেতে পারে।
  • !! | 79.210.252.143 | ৩১ জানুয়ারি ২০১৪ ০৯:২৭628487
  • সে-এর লেখাটার সঙ্গে সঙ্গে যাঁদের পজিটিভ এক্সপেরিয়েন্স হয়েছে, সেগুলো-ও রিভুর দেওয়া সাইট গুলিতে পোস্ট হবে তো? নইলে, এই গুরুতে আসা আমার-আপনার মত সাধারন শিক্ষিত সব মধ্যবিত্তকে "কোরাপ্টেড" ভাবতেই কেমন একটা লাগছে। অক্ষ, শিবু এনারা কেউ তৃনমূল করেন না। তবু যখন বলছেন...
    দুই রকম অ্যাকাউন্টই থাক না হয় এক-সঙ্গে! নইলে একদেশদর্শী-দোষে দুষ্ট হবার কারনে লেখাটার উপর ভিত্তি নাও করা যেতে পারে। স্টেপ নেওয়া তো দূরস্থান।
  • সে | 203.108.233.65 | ৩১ জানুয়ারি ২০১৪ ১০:৫৯628489
  • আপনারা কেউ তুলে দিতে পারবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন