এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অরবিন্দ কেজরিওয়ালঃ আবার আশাভঙ্গ নাকি অনেক দিনের সযত্নে লালিত স্বপ্ন কে চুঁয়ে ফেলা ?


    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৪ | ১৮২০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১০ এপ্রিল ২০১৪ ১৫:১৪629985
  • লেখার নিচে কমেন্টগুলোও তো পড়লে হয় !
    Had a quick look through the ADR report mentioned in this article to verify what is mentioned in this article about AAP candidates with criminal records. All the AAP candidates evaluated in the report which is available on their website had charges of mischief,disorderly or disobidient conduct in public.

    এইটা অরিজিনাল রিপোর্টটা।
    এটার ২১ পাতায় গিয়ে ভোপাল আন্দোলনের কর্মী রচনা ধিংড়ার বিরুদ্ধে ক্রিমিনাল কেসগুলো একটু দেখে নিন না !
    http://adrindia.org/research-and-report/election-watch/lok-sabha/madhya-pradesh/2014/phase-5-analaysis-criminal-financia

    আর ১১ নং পাতাটাও দেখবেন। অ্যাভারেজ অ্যাসেট।

    আরো একটা জিনিস বুঝলাম, এরা সব প্রার্থীর অ্যানালিসিস এখনো করেনি, % কীকরে বলা যাচ্ছে !
  • pinaki | 148.227.189.9 | ১১ এপ্রিল ২০১৪ ১৭:৫৫629988
  • শমীক দিল্লীর ভোটের হাওয়া কী বুঝলে?
  • পিনাকী | 148.227.189.9 | ১১ এপ্রিল ২০১৪ ১৭:৫৬629989
  • টেস্ট। (অভ্র কীবোর্ড দিয়ে)
  • সিকি | 135.19.34.86 | ১৭ এপ্রিল ২০১৪ ১১:৩৩629991
  • ওহো, পিনাকীর প্রশ্নটা টাইমে দেখতেই পাই নি।

    ভোটের প্রস্তুতি দেখলাম। ভোট দেখা হয় নি।

    ইলেকশন ডিউটির চিঠি আসার দুদিন পরেই সিকিনীর ছোট করে একটা অ্যাক্সিডেন্ট হল। পায়ে প্লাস্টার, চলচ্ছক্তিরহিত। তিন দিন পরেই প্রথম ইলেকশন ডিউটির ট্রেনিং। নর্থ ইস্ট দিল্লি। আমাকেই যেতে হল, মেডিকেল রিপোর্ট চিঠি ইত্যাদি নিয়ে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের সঙ্গে দেখা হল, খুব ভালো ব্যবহার করলেন, কাগজপত্র নিয়ে বললেন, চিন্তার কিছু নেই, আমি এক্সেম্পশনের জন্য লিখে দেব।

    এমনিতে ইলেকশন ডিউটি থেকে ছাড়া পাওয়া যায় মোটামুটি তিনটি চারটি গ্রাউন্ডে। বাবা বা মায়ের মৃত্যু, নিজের বিয়ে অথবা মেজর অ্যাক্সিডেন্ট। তো, খুব সহজে কাজ হয়ে গেল দেখে আমি বসে বসে খানিক দেখলাম ইলেকশনের ট্রেনিং। একটা কলেজের বিশাল খোলা মাঠে তাঁবু লাগিয়ে চলছে। দু তিনজন আইএএস অফিসার, ইলেকশন অফিসারই হবেন, উত্তাল ধমকাচ্ছেন পুলিশদের। ডিউটির ট্রেনিং দিতে আসা পালে পালে সরকারি চাকুরের দল ইতিউতি জটলা বেঁধে আছেন, কার ভাগ্যে কে পড়বে জানা নেই। এদের মধ্যেই কেউ হবেন প্রিসাইডিং অফিসার, কেউ হবেন ফার্স্ট পোলিং অফিসার, কেউ সেকেন্ড পোলিং অফিসার ইত্যাদি।

    এক সপ্তাহ বাদে এসেমেস এল, সেকেন্ড ট্রেনিং হবে পরের বেস্পতিবার। সিকিনীর মাথায় বাজ। আবার নতুন করে অ্যাপ্লি লেখা, আবার মেডিকেল রিপোর্টের ফোটোকপি লাগানো, আবার সেই কলেজের মাঠে গিয়ে ধর্না।

    এইবার তত ভালো ব্যবহার মিলল না। অন্য লোক, তিনি সেক্টর অফিসার, অ্যাপ্লি নিলেনই না, বললেন, বসে থাকো, ট্রেনিং শেষ হলে কথা বলতে পারব, নয় তো কাল আমার অফিসে আসুন, অমুক জায়গায়।

    আমি বসে বসে লার্জ স্ক্রিনে ভিডিও দেখলাম, কীভাবে ভোটিং নেওয়া হয়, কীভাবে পরিচয়পত্র দেখতে চাওয়া হয়, কীভাবে পোলিং অফিসার ভেরিফাই করেন, কীভাবে ইভিএম টেস্ট করা হয়, সীল খোলা হয়, রিসেট করা হয়, সীল লাগানো হয়, স্যাম্পল ভোটিং করাও দেখলাম। কী কী গ্রাউন্ডে সাসপিশাস ভোটারকে ভোট দিতে বিরত করা হয়, পুলুশ ডেকে তার হাতে তুলে দিতে হয়, সবই দেখে ফেললাম, এই সময়ে সেক্টর অফিসার আবার আমায় ডেকে তাঁর অফিসের ঠিকানা একটা লাগজেলিখে বেশ মিষ্টি করে বললেন পরদিন অফিসে এসে অ্যাপ্লি দিয়ে যেতে।

    পরদিন আবার গেলাম, ইলেকশন কমিশনের অফিসে। ভদ্রলোক এইবারে একবারেই চিনতে পারলেন, মেডিকেল রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, দেখে জিজ্ঞেস্করলেন, কোথায় বাড়ি?

    বললাম, উনি শুধু বললেন, সমঝো তুমহারা কাম হো গয়া। ঘর জা কে অ্যায়েশ করো। উন্সএ কহো, বিলকুল টেনশন না লে। আমরা রিপ্লেসমেন্ট দিয়ে দিয়েছি ওর জায়গায়।

    কিন্তু সরকারি সিস্টেম কি অত সহজে রেক্টিফাই হয়? তৃতীয় তথা ফাইনাল ট্রেনিংয়ের জন্যেও এসেমেস এল সিকিনীর মোবাইলে। এইবার অন্য একটা পলিটেকনিকে। ভোটের তখন ঠিক একদিন বাকি। ৮ই এপ্রিল।

    গিয়ে দেখি, সাজ সাজ রব। রাশি রাশি ইভিএম, রাশি রাশি পুলিশ, রাশি রাশি লোক বিশাল বিশাল ব্যাজ পরে দৌড়োদৌড়ি করছে। কারুর ব্যাজে লেখা সেক্টর অফিসার, কেউ প্রিসাইডিং অফিসার, কেউ অবজার্ভার, কেউ পোলিং অফিসার।

    উদ্দিষ্ট ব্যক্তি এবারেও অন্যজন। খুঁজে পেলাম সেক্টর নম্বর জানা ছিল বলে। আগের দিন সন্ধ্যেতেই ওঁর সঙ্গে কথা বলে নিয়েছিলাম। উনি সব শুনে বললেন, আর অ্যাপ্লি দিতে হবে না, তোমার বাবার (সিকিনীকে আমার বাবা ভেবে নিয়েছেন আর কি) এক্সেম্পশন হয়ে গেছে, রিপ্লেসমেন্ট কাজে লেগে গেছে। এসেমেসগুলোকে ইগনোর করো, ওগুলো আসতে থাকবে, ওগুলো সব অটোমেটেড কিনা।

    অনেকবার ধন্যবাদ জানিয়ে ফিরলাম। তারপরে ভোট নির্বিঘ্নে হয়ে গেল।

    ও হ্যাঁ, পুরো এপিসোডে, যে কোনও সময়ে, এমনকি রাত নটার সময়েও সমস্ত কনসার্নড অফিসারদের ফোন চালু ছিল, প্রত্যেকে ধৈর্য নিয়ে কথা শুনেছেন, বলেছেন, সমস্ত সাহায্য করেছেন বিন্দুমাত্র পরিচিত না হওয়া সত্ত্বেও। এমনকি ইলেকশন কমিশন অফিসের ল্যান্ডলাইন নম্বরও চালু ছিল রাত নটায়। লোকে তুলল, কথা বলল, অফিসারের মোবাইল নম্বর দিল।
  • এমেম | 127.194.253.190 | ১৭ এপ্রিল ২০১৪ ১৪:২৬629993
  • কয়লা নিয়ে আআপ কিছু বলল না? নাকি বলেছে।
  • এমেম | 127.194.253.190 | ১৭ এপ্রিল ২০১৪ ১৪:৩১629996
  • In his book, the then coal secretary PC Parakh has attached copies of several confidential letters, including correspondence between him (as the coal secretary) and various arms of the government and members of Parliament. Former coal secretaries Alok Perti and C. Balakrishnan said more bureaucrats should write their memoirs.
  • pi | 24.139.209.3 | ২০ এপ্রিল ২০১৪ ১৮:১৯629997
  • সিপিআই এম এল বারাণসীতে কেজরীওয়ালকে সমর্থন দিয়েছে।
  • pinaki | 93.180.243.109 | ২০ এপ্রিল ২০১৪ ১৯:২০629998
  • এইটা খুব ঠিকঠাক ডিসিশন হয়েছে। বারাণসীতে মোদীকে হারাতে সবার এগিয়ে আসা উচিৎ। আইকনে ধাক্কা মারা বেশ এফেক্টিভ স্ট্র্যাটেজি। আর লাস্ট কয়েকদিন ধরে বারাণসী সংক্রান্ত খবর ফলো করছি। সেদিন কোন একটা চ্যানেলে বিএইচইউ এর ছাত্রদের লাইভ বক্তব্য দেখাচ্ছিল। বাবারে, হিন্দুত্বের কি গা-চিড়বিড়ানো আস্ফালন! সিপিএম সিপিআই বা অন্যান্য বাম দল বারাণসীতে কি স্ট্যান্ড নিয়েছে কেউ জানে?
  • pi | 24.139.209.3 | ২০ এপ্রিল ২০১৪ ১৯:২৪629999
  • আরে ! এটাই ভাবছিলাম, আর খুঁজছিলামও, এরকম কোন খবর আছে কিনা। না, সিপিএম, সিপিআই এর এ সংক্রান্ত কোন খবর তো পেলান না। এই একটা সিটেও যদি অনেকে মিলে মোদীকে হারানো যেত, তার সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা ভালো হত।
  • Arpan | 125.118.107.65 | ২০ এপ্রিল ২০১৪ ১৯:৩২630000
  • বিএসপি অনেক আগেই উইথড্র করেছে। মুখতারি আনসারি।
  • Ekak | 24.99.65.171 | ২০ এপ্রিল ২০১৪ ২২:২৫630002
  • বারানসী তে মোদী হেরে যাওয়া বিজেপির সেকেন্ড বেস্ট চয়েস নয় কেনো ?
  • I | 24.96.125.81 | ২০ এপ্রিল ২০১৪ ২২:৩২630003
  • লিবারেশন দেখলাম আপ কে সাপোর্ট করেছে। ভালো সিদ্ধান্ত।
  • কন্সপি | 24.99.65.171 | ২০ এপ্রিল ২০১৪ ২২:৫২630004
  • একটা কন্সপি নাবাই :
    এইসব ঝামেলা ঝন্ঝাট হবে । অনেকে আপের পাশে দাঁড়াবে । খুব কম ফারাকে মোদী বারানসী থেকে হেরে অরবিন্দ জিতলে সেটা বিশাল বুস্টার । বিজেপি আসার পর আপ হবে একমাত্র ভয়েস ওয়ালা বিরোধী দল কংগ্রেস প্রান্তবাসী ,সেই সঙ্গে কংগ্রেস লবি ও । এবার আপ অলরেডি ফ্রি সাইজ জাঙ্গিয়ার মত আইদীয়লোজি । বিজেপির সঙ্গে বি টিম হয়ে যাওয়া কোনো আশ্চর্য্যের নয় । জনগনের হাতে পেন্সিল ।
  • সিকি | ২০ এপ্রিল ২০১৪ ২৩:১৫630006
  • কেজরি জিতবে না। কোনও চান্সই নেই।

    জিতলেও বিজেপির জাঙ্গিয়া হবে না। বেট?
  • Ekak | 24.99.219.160 | ২১ এপ্রিল ২০১৪ ০০:০১630007
  • কীকরে বুঝবে জাঙ্গিয়া হলনা সেটা আগে শুনি :) তবে তো বেট ।
    যেকোনো বি টিম রাত্রদিন বিরোধিতা করে স্ত্রাক্চারকে আরও শক্ত করে । তাদের চয়েস অফ ব্যাটল দেখলে বোঝা যায় গটাপে খেলছে কীনা । তদ্দিনে জনগণ ঘটি হারা ।
  • lal | 131.241.218.132 | ২৩ এপ্রিল ২০১৪ ১০:১৯630008
  • কুমার বিশ্বাসের পর সাজিয়া ইলমি।
    http://www.ndtv.com/elections/article/election-2014/muslims-are-too-secular-says-aap-s-shazia-ilmi-in-video-512250?pfrom=home-lateststories

    অমিত শাহ,কদম ,গিরিরাজ দের সাথে আজম খান , সাজিয়া ইলমি ,ইমরান মাসুদ রা যেন প্রতিযোগিতায় নেমেছে ।অরবিন্দ কেজ্রিবল বারানসীর জন দরবার সভা শুরু করছেন "হর হর মহাদেব ,গীতা মে লিখা হ্যায় অধর্ম কা নাশ করনে কেলিয়ে ভগবান ধরতি তে আতা হ্যায় " বলে।
    সংখ্যাগুরু ও সংখ্যালঘু উভয় সাম্প্রদায়িক রাজনীতি সমান বিপজ্জনক। বিকল্প নীতি নিয়ে বাম জোট বারানসীতেও লড়ছে ।
  • pi | 24.139.209.3 | ২৩ এপ্রিল ২০১৪ ১১:২৮630009
  • সাজিয়া ইলমির মন্তব্যটা খুবই দুর্ভাগ্যজনক।
    তবে এটাও থাক।
    A party statement said, “Regarding Shazia Ilmi’s clip, AAP does not believe in this kind of politics nor does it endorse it. All our representatives should be careful in their choice of words so that there is no scope for misinterpretation.”
  • রোবু | 213.132.214.155 | ২৩ এপ্রিল ২০১৪ ১১:৩১630010
  • এতদস্বত্বেও বাম ফ্রন্ট শুধু কেজরীকে বারাণসীতে সাপোর্ট করলে ভালো হত।
    তবে সবাই সাপোর্ট দেবার একটা সমস্যা আছে।
    আমার মনে হয়, এসব হলেও মোদী জিতত। সেক্ষেত্রে, তার হুহুঙ্কার আরো বেড়ে যেত।
  • pi | 24.139.209.3 | ২৩ এপ্রিল ২০১৪ ১১:৩৮630011
  • She marched through her campaign office like a candidate from almost anywhere in the world, girding herself to address a scrum of reporters. But the reporters were not interested in an interview. Instead, they came to insist that she buy ads in their newspapers.

    “If you give us business, we will cover you, but if you don’t give us money,” one reporter said with a pause and a shrug. “Well, we will still cover you.”

    To Shefali Misra, a candidate from the upstart Aam Aadmi Party here, the threat was clear.

    “They’ll smear me if I don’t pay,” she said grimly after the reporters left....

    একটা নতুন পার্টির আনকোরা এক প্রার্থী ভোটে দাঁড়ালে কী কী ফেস করতে হয়, আরো পড়ুন।

    http://www.nytimes.com/2014/04/17/world/asia/female-candidate-navigates-hurdle-filled-campaign-trail-in-india.html?_r=1

    নাঃ, এটা ভোটরঙ্গ টইতেই দি।
  • lal | 131.241.218.132 | ২৩ এপ্রিল ২০১৪ ১৪:২০630012
  • ঐরকম disapproval কংগ্রেস ও দিয়েছে ইমরান মাসুদের মন্তব্যের পর।
    বারানসী তে বুনকর দের নিয়ে আন্দোলন করছে বামেরা,অতীতে একবার জিতেওছিল,বেশ কয়েকবার দ্বিতীয় হয়েছে নব্বই দশকেও । হঠাত করে প্রচার আলোক লোভে লড়তে আসা দক্ষিনপন্থী কেজরি কে বাম সাপোর্ট করবে কেন যেখানে তিনি হর হর মহাদেব বলে ভাষণ শুরু করেন ?
  • pi | 24.139.209.3 | ২৩ এপ্রিল ২০১৪ ১৬:১৫630013
  • অরবিন্দো তো আল্লাহো আকবর, নড়ায়ে রকবির, যো বোলে সো নিহাল সবই বলে চলেছেন। আলাদা করে হর হর মহাদেব পিকাপ করার মানেটা কী ? ঃ)

    আর ক্রিমিনাল কেস নিয়ে আপনিই লিং দিয়েছিলেন না ? সেগুলো কীরকম কী কেস, দেখা হল ? ঃ)
  • Arpan | 125.118.78.187 | ২৩ এপ্রিল ২০১৪ ২১:৩৯630014
  • মোদীর বিরুদ্ধে সর্বসম্মত প্রার্থী হলেও মোদী জিতে যেত হয়ত। কিন্তু স্ট্র্যাটেজি মোদীকে হারানোর ততটা নয়, যতটা মোদীকে বারাণসীতেই ব্যস্ত করে রাখার।

    - রোবুকে
  • রোবু | 213.147.88.10 | ২৪ এপ্রিল ২০১৪ ০০:৩৫630015
  • এইটা ভালো পয়েন্ট।
  • lal | 131.241.218.132 | ২৪ এপ্রিল ২০১৪ ১১:৩১630017
  • ঠিক - নানা ধর্মের কীওয়ার্ড বলে ধর্মীয় সুড়সুড়ি দিচ্ছেন কেজ্রী । দিল্লি ইলেকশনের পর থেকে ওনার বারম্বার বক্তব্য "কুছ চমত্কার হুয়া , ডিভাইন পাওয়ার নে জিতায়া" এই সংস্কারাচ্ছন্ন দেশে বিজ্ঞান মনস্কতা কে আরো পিছিয়ে দিচ্ছে । এই দক্ষিনপন্থী ভাবনা হিন্দু মুসলিম মৌলবাদীর শক্তিবৃদ্ধি করে ।বামপন্থী রা বিকল্প নীতি নিয়ে লড়ছে , মহাদেব বা আল্লা কে স্লোগানে টেনে আনেনি ।

    এটা একটা আপিস ip - এঘরে গুরুর কজন বসত করে জানিনা ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন