এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অরবিন্দ কেজরিওয়ালঃ আবার আশাভঙ্গ নাকি অনেক দিনের সযত্নে লালিত স্বপ্ন কে চুঁয়ে ফেলা ?


    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৪ | ১৮২০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 131.241.127.1 | ২২ মে ২০১৪ ১০:২৫630085
  • এই বাজারে আসল কথাটা লিখেছে প্রকল্প।

    কেজরিওয়াল "নো-bail" পেলেন। আপনারা উল্লাস করুন।
  • dd | 132.171.66.72 | ২২ মে ২০১৪ ১১:৩০630086
  • কেজরিলাল শেষ মেস মমতার নয়া অবতার হতে চাইছেন? পার্বেন? দিল্লীতে? অব্শ্য গরোমটা একটু কমেছে।
  • jhiki | 212.67.46.28 | ২২ মে ২০১৪ ১২:১১630087
  • দিল্লী এখন মোদীর শপথগ্রহনে শরীফের অংশগ্রহন নিয়ে স্পেকুলেশনে ব্যস্ত। কেজরি একটু ব্যাকফুটে।
  • সিকি | ২৩ মে ২০১৪ ২৩:১০630089
  • শাজিয়া ইলমি কাল দুপুরে প্রেস কনফারেন্স ডেকেছে। সম্ভবত আপ থেকে বেরিয়ে যাচ্ছে।
  • π | ২৩ মে ২০১৪ ২৩:৩৭630090
  • আআপের ভোট শেয়ার দিল্লি নির্বাচনের তুলনায় বেড়েছে ?
  • SC | 160.212.30.43 | ২৩ মে ২০১৪ ২৩:৫৭630091
  • যা! খুব বাজে হলো/হবে।
    প্রসঙ্গত যোগেন্দ্র যাদব জাতি মুচলেকা (পার্সোনাল বন্ড) দিয়ে বেরিয়েছেন, জামানত (surety ) দিয়ে নয়।
  • PL | 103.115.84.195 | ২৪ মে ২০১৪ ০৮:০৬630092
  • এই প্রশ্নটার মানে বুঝলাম নাঃ

    Dissent within Aam Aadmi Party came to the fore as the party's foot-soldiers questioned the leadership over the debacle in the Lok Sabha election and demanded dissolution of the Political Affairs Committee (PAC), even as party leaders tried to pacify them.

    http://ibnlive.in.com/news/aap-volunteers-question-leadership-over-lok-sabha-poll-debacle/473968-81.html

    যে পার্টিটা প্রথমবার লোকসভায় দাঁড়িয়ে চারটে আসন পেয়েছে, তাদের ডিব্যাকলের প্রশ্ন কিভাবে উঠছে? তবে লিডারশিপে কিছু রদবদল করা দরকার মনে হয়, যোগেন্দ্র যাদবের সামনে আসা উচিত। তাই বলে ব্যর্থতার প্রশ্নই ওঠেনা।
  • π | ২৪ মে ২০১৪ ১০:৪৬630093
  • "I took on former BJP President Nitin Gadkari and exposed him, but he is roaming scot-free and I have been put in jail. They asked me to take bail, but what crime have I committed to take bail?" Kejriwal said in a letter, which was signed "Prisoner No.3642, Jail No.4 Tihar."

    The letter was read out by senior party leader Manish Sisodia at a volunteers' meet which was called to spell out the party's strategy after Kejriwal's judicial custody was extended till June 6 by a local court. ..

    http://economictimes.indiatimes.com/articleshow/35527389.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
  • PL | 103.115.84.195 | ২৪ মে ২০১৪ ১১:৪৩630095
  • দুটা কথা আসে।

    I took on former BJP President Nitin Gadkari and exposed him, but he is roaming scot-free and I have been put in jail এক, এটা অভিযোগ, এটা নিয়েই তো মামলা। এই অভিযোগ করার জন্যই যে কেজরিকে জেলে পোরা হয়েছে তাতো না!

    দুই, এই দুটোর মধ্যে কার্য্যকারন কোন সম্পর্ক আছে? গাডকারি তো জেলে পোরেনি, পুরেছে ম্যাজিস্ট্রেট, জামিন না দেওয়ায়। তাহলে এই প্রশ্নটা কাকে করা হচ্ছে - গাডকারিকে না ম্যাজিস্ট্রেটকে (বা বিচারব্যবস্থাকে)? পরেরটা যদি হয় তো এই আন্দোলন কি বিচারব্যাবস্থার বিরুদ্ধে? এখানটা দেখে পরেরটাই মনে হয়ঃ

    There have been several defamation cases against me, but no one has ever asked me to seek bail because I am not a criminal. In this case, I thought I will get relief, but instead of giving me bail, the court has sent me to jail. Now that I am in Tihar Jail, the question comes to my mind as to how a common man will fight corruption

    এটা একটা অবাস্তব আন্দোলন হবে। বিচারব্যব্স্থা পাল্টানোর আন্দোলন করার মতো জায়্গাতেই আপ নেই।
  • তাপস দাশ | ২৪ মে ২০১৪ ১১:৪৭630096
  • বিচারব্যব্স্থা পাল্টানোর আন্দোলন করার মতো জায়্গাতেই আপ নেই।
    এটা বোধহয় এরকম ভাবে বলা ভালো যে - আন্দোলন করে বিচারব্যবস্থা পাল্টে দেওয়ার মত জায়গায় আপ নেই । কিন্তু বিচারব্যবস্থা পাল্টানোর মত বা যে কোনো কিছুই পাল্টানোর মত আন্দোলন করার মত জায়গাতে আপ কেন, সবাই-ই আছেন ।
  • PL | 103.115.84.195 | ২৪ মে ২০১৪ ১১:৫৩630097
  • দেখুন বিচারব্যব্স্থা পাল্টানোর দরকার নেই তা আমি বলছিনা। আমি এইটা বলছি যে কেজরির যে অভিযোগ গাডকারির বিরুদ্ধে সেটা বড়ো ইস্যু ছিল। আমি নিজেকে নির্দোষ মনে করি, তাই আমি বেল দেবনা, তাহলে আমাকে কেন জেলে দিল - এটা কি কোন আন্দোলনের ইস্যু হতে পারে? আর আপ তো অর্গানাইজড পলিটিকাল পার্টি হিসেবে লড়ছে, এই তফাতটা আপ বুঝতে পারবে না?
  • PL | 103.115.84.195 | ২৪ মে ২০১৪ ১২:১৩630098
  • শাজিয়া ইলমির বিরুদ্ধেও আরেকটা ডিফামেশান কেসে বেলেবল ওয়ারেন্ট ইস্যু করা হলো।
  • তাপস দাশ | ২৪ মে ২০১৪ ১৪:২৫630099
  • শাজিয়া ইলমি ও আরও একজন আপ ছাড়লেন । শনিবারের বারবেলায় পর পর দুটো ।
  • jhiki | 149.194.243.178 | ২৪ মে ২০১৪ ১৪:৩৩630100
  • স্বাভাবিক, এরা বুঝে গেছে দিল্লী বিধানসভা দুর অস্ত.....
  • তাপস দাশ | ২৪ মে ২০১৪ ১৪:৫৪630101
  • তার চেয়েও জরুরি, আপ নেতৃত্ব কি বুঝতে পারছেন যে যাঁরা যোগ দিয়েছিলেন, তাঁরা খারাপ সময়ের বন্ধু নন? নাকি তাঁরাও দলের একটু গণ চেহারা দিতে এরকম কিছু মানুষকে বুঝে শুনেই দলে নিয়েছিলেন?
  • সিকি | ২৪ মে ২০১৪ ১৫:০৩630102
  • শাজিয়া বিজেপি জয়েন করলেও করতে পারে।
  • তাপস দাশ | ২৪ মে ২০১৪ ১৫:০৬630103
  • আর্মির লোকটার চান্স বেশি নয় ?
  • jhiki | 149.194.248.10 | ২৪ মে ২০১৪ ১৭:২৭630104
  • আশা করছি এই মার্কেটে সাজিয়ার মত 'ওয়ার্কার' কে বিজেপির প্রয়োজন হবেনা।
  • cm | 116.213.133.140 | ২৪ মে ২০১৪ ১৭:৩৫630106
  • ধান্ধাবাজেরা তাহলে আপেও ভিড়েছে। অবশ্য দোষ নেই তাতে কোন কথাই পষ্টো করে না কইলে ওনারাই বুঝবেন কেমনে?
  • সিকি | ২৪ মে ২০১৪ ২৩:১২630107
  • দিল্লির ইলেকশনে অমন ধুমধাড়াক্কা জয়ের সিজনেও শাজিয়া হেরেছিলেন আর কে পুরম থেকে। এবারে তো একেবারে পাঁচ নম্বরে। রাজনেতা হওয়া সবার পোষায় না।
  • SC | 81.199.121.96 | ২৫ মে ২০১৪ ০১:০১630108
  • সাজিয়া হেরেছিলেন কয়েক হাজার ভোটে, দিল্লিতে। তাও অনার বিরুদ্ধে ঘুষ নেওয়ার ক্যাম্পেইন এর পরে।
    সাজিয়া ইলমি আপ এর একদম প্রথম দিন থেকে ছিলেন, ওনার চলে যাওয়াটা দু:খের। অরবিন্দ যে কিছুটা authoritarian এটা সাজিয়া প্রথম বলেননি।
    আমি অনেকের কাছে আগেও শুনেছি। এইড এর অনেক পুরনো লোকেরও একই অভিমত অরবিন্দ সম্পর্কে।
    আশা করব কিছুটা পথ পাল্টাবেন অরবিন্দ। সাজিয়ার চলে যাওয়াটা খুব বাজে হলো। তবে চলে গেছেন বলেই তাকে গালাগাল করতে হবে, এটা মনে করিনা। তাহলে শুভানিল কে আজ যারা গাল দিছে, তাদের সাথে আপ এর কোনো পার্থক্য থাকে না।
    আশা করব সাজিয়া ইলমি ফিরে আসবেন আপ এ। অরবিন্দ জেল এ, বাইরে থাকলে হয়ত এটা আটকাতে পারত।
  • PL | 103.115.84.195 | ২৫ মে ২০১৪ ০৮:৪৪630109
  • শাজিয়া ইলমি আআপের প্রথম থেকে আছেন, বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা বোধায় একটু কম। আর উনি যেমন আআপ ছেড়ে ঠিক করেননি, তেমনি ওনার তোলা প্রশ্নগুলোকেও এড়িয়ে যাওয়া ঠিক হবেনা। বিশেষ করে যেখানে "বেল বন্ড আন্দোলন"এর প্রয়োজনীয়তা নিয়ে শুধু ইলমি কেন, অনেকেই প্রশ্ন করছেন।
  • সিকি | ২৫ মে ২০১৪ ০৯:০২630110
  • প্রশ্ন এড়িয়ে যাবার প্রশ্নই নেই। আজ পর্যন্ত যাবতীয় বিক্ষুব্ধ এক-আপের মুখে ঐ একটা কথাই শোনা গেছে। কেজরি অথরিটারিয়ান। অটোক্র্যাট। কারুর কথা শোনে না। অনেকটা হীরকরানীর মত।

    শাজিয়ার সঙ্গে কাল দল ছেড়েছেন ক্যাপ্টেন গোপীনাথ।
  • PL | 103.115.84.195 | ২৫ মে ২০১৪ ০৯:২২630111
  • এই লেখাটা ভালো লাগল, বিশেষ করে শেষের দিকটা। কেজরিওয়াল, যাদব বা ভূষন লোকসভায় থাকলে সত্যি ভালো হতো। এখন থেকে চেষ্টা করলে পরের লোকসভায় হয়তো যেতেও পারেন।

    http://www.aajkaal.net/25-05-2014/cat/5/editorial/
  • jhiki | 149.194.243.192 | ২৫ মে ২০১৪ ০৯:৪৮630112
  • লেখাটা আমারও পছন্দ হল। সন্তান সহ মায়ের দলের স্নেহচ্ছায়ার বদলে আপ অনেক ভালো অপশন। তবে এরকম সব হঠকারিতা করলে কী হবে বলা মুশকিল।
  • paap | 127.194.42.158 | ২৫ মে ২০১৪ ১৩:২৮630113
  • http://timesofindia.indiatimes.com/Home/Lok-Sabha-Elections-2014/News/Shazia-Ilmi-quits-says-cronies-run-AAP/articleshow/35577643.cms
    ইলমি আর গোপিনাথ ছাড়ল ।
    পরিস্কার বলেছে আপ পার্টি তে তিন চার জন সব কিছু ঠিক করে আর অরবিন্দ এর বন্দ নিয়ে নাটক বন্ধ করা উচিত । দেখা যাচ্ছে কংগ্রেস কে highcommand নিয়ে সমালোচনা করলেও এরা সুপার highcommand ফলো করে :-)
    এর আগে বিন্নি এক অভিযোগে ছেড়েছিল জানুয়ারী তে । এই সেই বিন্নি যার কাউন্সিলর হিসেবে কাজ কেই অরবিন্দ খতিয়ান দেখাত দিল্লি ইলেকশনের আগে।

    শুধু একনায়কতন্ত্র অভিযোগ নয় এর আগে আরো অভিযোগ উঠেছে ।
    মধু ভাদুরি বলেছে আপ নারী দের মানুষ বলে মনে করে না (ফেব )
    http://www.ndtv.com/article/cities/aap-doesn-t-treat-women-as-humans-says-founder-member-madhu-bhaduri-as-she-quits-478441

    অশোক আগারয়াল বলেছে directionless (মার্চ )
    http://www.thehindu.com/news/national/aap-foundermember-quits-calls-party-directionless/article5773695.ece

    অশ্বিনী কুমার বলেছে আপ লোকসভা সীট বেচেছে পয়সার বিনিময়ে (মার্চ )
    http://articles.economictimes.indiatimes.com/2014-03-05/news/47933830_1_aam-aadmi-party-aap-ticket-ashwini-kumar

    এরা প্রত্যেকেই ফাউন্ডার মেম্বার এবং national executive member ছিল এবং সবাই আপ এর গোল্ডেন ডেস এ ছেড়েছে , not আফটার LS result

    আপের শুন্য থেকে শুরু করা সময় থাকা এতগুলো credible লোক এগুলো বলেছে যখন তখন তো ডাল মে জরুর কুছ কালা হ্যায় ।
  • pi | 127.194.10.112 | ২৫ মে ২০১৪ ১৭:৫৬630114
  • '...The AAP has also decided to challenge the erroneous order of the learned Metropolitan Magistrate, who sent Kejriwal to judicial custody in the Tihar Jail despite the fact that he was ready to give an undertaking to ensure his presence on all dates of hearing in the case of criminal defamation filed by the former BJP President Mr Nitin Gadkari against him.

    It is shocking that Mr Gadkari, who had to resign from the post of BJP President after his corrupt deals surfaced in 2012, is now likely to become a minister at the centre and Kejriwal, who exposed corruption, has been sent to jail.Kejriwal’s fight is not merely confined to a legal question of whether an individual summoned in a case of criminal defamation should be subjected to furnishing a bail bond, but it is for the rights of thousands of poor and helpless people languishing in jails due to their inability to furnish such bonds.The issue raised by Kejriwal poses a serious questionmark on the country’s legal system that whether people who cannot furnish surety bonds will be allowed to suffer in jails merely on technical grounds, even if they have committed no crime...

    এই শেষের ক'টা লাইন খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে অন্ততঃ। বিচার ব্যবস্থার এই রিফর্মটা খুবই দরকারি মনে করি। যাঁরা বলছেন, এই বেইল টা কোন ইশ্যুই হওয়া উচিত নয়, তাঁদের এই নিয়ে, মানে শেষ কয়েক লাইন নিয়ে মতামত কী, জানতে আগ্রহী।
  • pi | 127.194.10.112 | ২৫ মে ২০১৪ ১৮:২৪630115
  • এটা দেখুন। (অ)বিচারব্যবস্থা এভাবেই চলতে থাকবে ?
  • PL | 132.164.203.66 | ২৫ মে ২০১৪ ১৯:৫৭630117
  • The issue raised by Kejriwal poses a serious questionmark on the country’s legal system that whether people who cannot furnish surety bonds will be allowed to suffer in jails merely on technical grounds, even if they have committed no crime...

    এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আগেও বলেছি, বিচারব্যব্স্থা পাল্টানোর দরকারও নিশ্চয়ই আছে।

    তাও আমি আবার বলবো, আপ বা কেজরীওয়ালকে ঠিক করতে হবে ঠিক কি কি নিয়ে আন্দোলন করতে হবে বা কোনগুলোয় অগ্রাধিকার দেবে। আমাদের দেশে পাল্টানো দরকার এরকম জিনিষ ৫০০৪৯ টা আছে, আন্দোলনের ইস্যু আছে তার থেকেও বেশী। একটা পলিটিকাল পার্টি, যার লিমিটেড রিসোর্স, তাকে ঠিক করতে হবে কোন আন্দোলনে ফোকাস করবে। যদি আপের মনে হয় সেরকম দরকার নেই, হ্যাফাজার্ডলি হাতের কাছে যা পাবে তাই নিয়েই আন্দোলন শুরু করে দেবে তো সেটা অবশ্যই আপের সিদ্ধান্ত। তবে তাতে সাধারন লোকের কাছে ক্রেডিবিলিটি আরো কমে যাবে বলেই মনে করি।

    আর শুধু এটা কেন, এরকম হাজারটা অদ্ভুত আইনের ধারা আছে। এর একটা ধারা পাল্টাতে গেলে তার সাথে সঙ্গতি রেখে হয়তো আরো কিছু ধারা পাল্টাতে হবে। সেটা বোধায় সুপ্রীম কোর্ট ছাড়া আর কেউ করতে পারেনা। তাই আমার মনে হয় আপ আগে সাধারন মানুষের বিশ্বাস অর্জনের জন্য কিছু আন্দোলন করুক, যেমন বিদ্যুত, জল, বা পলিটিশিয়ানদের করাপশন। আবার বিধানসভায় ফিরে আসুক। তার পরে বিচারব্যবস্থা নিয়েও আন্দোলন করতে পারে। অগ্রাধিকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন