এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কুমুদির রোমহর্ষক গল্পসমূহ

    Abhyu
    অন্যান্য | ১০ জুলাই ২০১৪ | ২১৫৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সুহাসিনী | 193.83.214.144 | ০২ নভেম্বর ২০১৭ ০০:০৮647881
  • আহা-হা.. ব্রেকের পর কী হল?
  • santanu | 132.163.95.83 | ০২ নভেম্বর ২০১৭ ১৪:৪২647882
  • আরে ভাই, তোমার লেখাটা পড়বো বোলে প্রতিদিন Guru খুলছি। এবার তো লেখো ...
  • kumu | 132.176.10.209 | ১৪ মার্চ ২০১৮ ১১:২২647883
  • এক্টু তুলে দিই।
  • pi | 57.29.222.105 | ১৪ মার্চ ২০১৮ ১১:৩০647884
  • দিল্লি বইমেলার গপ্পো কি এবারে এখানে হবে?
  • গবু | 37.63.136.69 | ১৫ মার্চ ২০১৮ ০৮:৫৭647885
  • আরে তাপস আর জগন্নাথ তো গড়িয়ে গেছে, ওঠেনি, এর মধ্যে আবার দিল্লি বইমেলা কেন?
  • স্বাতী রায় | ১৫ মার্চ ২০১৮ ১৩:১৪647887
  • এতদিনে তারা তিনপাক কেন, তিনলক্ষ চারশ ছত্তিরিশ পাক দিয়ে ফেলেছে - থামতে পারছে না - আর কতদিন তারা গড়াবে? - দিল্লি বইমেলা অন্যত্তর যাক।
  • kumu | 232312.161.128912.149 | ০৪ নভেম্বর ২০১৮ ১০:১১647888
  • এক্টু তুললাম,শেষ পাতায় যেতে চাই বলে।
  • kumu | 7823.56.894512.2 | ০৪ নভেম্বর ২০১৮ ১৭:৩২647889
  • এ হে ,এ ক বচ্ছর পর-

    বরোপশীতল মাথা ও চটপটে স্বভাবের জন্য তাপসের সুনাম ছিল।

    নিজেকে তোলা,জগন্নাথদার চিৎকার (ওরে বাবা রে ,কোমরটা চুরচুর হয়ে গেল রে,সবগুলো বড় হয়ে ডাকত হবে,উ হু হু,স্যারকে ডাকো,বাদামগুলো সব খেয়ে নিল রে) থামানো ও কোনক্রমে তুলে একটা জংধরা ডাস্টবিনের গায়ে ঠেস দিয়ে বসানোমেঝে থেকে ,বাদাম কুড়িয়েবাড়িয়ে তুলে,মাত্র চারটি ন্জের গালে ফেলে,বাকিগুলো বিশ্বস্ত ভাবে জগন্নাথদার হাত ফিরিয়ে দেয়া-এতগুলো কাজ করতে তাপসের তিন মিনিট বত্রিশ সেকেন্ড সময় লাগল।

    আর এতক্ষণে আমরা কথা বলতে পেলাম,
    -কী হল বা হল না?নাটকের হল ক্যানসেল হয়ে গেল নাকি?
    - ধুর কলা,নাটক! তোদের এখনো নাটকের কথা মনে আছে?ফেল করলে যে বাবারা কানটি মলে রাস্তা দেখিয়ে দেবে,সে খ্যাল আছে তোদের?
    -বলিস না,বলিস না রে!ফেল শুনলেই আমার চোখে ভেসে উঠছে সাত নাকি আটজন লুঙ্গিপরা লোক লাইন দিয়ে বসে পুঁইশাকের চচ্চড়ি মেখে পাহাড় পাহাড় ভাত খাচ্চে!

    -এরা আবার কারা?
    -শ্বসুরবাড়ি।ফেল করলেই বাবা ঐখানে বিয়ে দেবে,বলেই রেখেচে!
  • kumu | 238912.77.8934.63 | ০৪ নভেম্বর ২০১৮ ১৯:৫৫647890
  • তাপস বেজায় চটে ওঠে
    -এই তোদের মহাদোষ,বুঝলি।সামনে এতবড় বিপদ আর তোরা পড়লি শ্বসুরবাড়ি,লুঙ্গি এইসব ফালতু জিনিস নিয়ে।
    আহা,বল না,চটিস কেন? ঠান্ডামাথার জন্য তোকে বএল আমরা কতো ভালবাসি!
    -শোন,পেছনের সিঁড়ি দিয়ে উঠচি,এমন সময়-
    -পেছনের সিঁড়ি দিয়ে উঠতে যাস কেন?সামনে এত চমৎকার চওড়া সিঁড়ি রয়েচে,কত বড় বড় মহাপুরুষরা ইনক্লুডিং সুভাষ বোস এই সিঁড়ি ভেঙে ওপরনীচ করেছেন।আমি তো সর্বদা সামনে দিয়ে-

    তাপস চুপচাপ উঠে পড়ছে দেখে থামানো হল,

    -বল,বল,প্ছনের সিঁড়িতে কী হল?

    - এইচ এস বির সঙ্গে দেখা হল,বুঝেচিস।আমাকে দেখে মিটিমিটি হেসে বললেন,কী হে,প্র্যাকটিকালে পাশ করার কোন আশা আছে নাকি?কীরকম বুঝছ?আমি বল্লুম,স্যার,অ্যানায়ন গুলো তো খুব ভাল করে করেছি,মুখস্তও করছি।এই শুনে স্যার আরো বিছুটিমার্কা হাসি হেসে বললেন,আর ক্যাটায়ন ?সেটা কী আমি করব,বাবাজীবন?

    -ক্যাটায়ন?সেটাও এই পরীক্ষায় আসবে নাকি?

    মুহূর্ত্তের মধ্যে রশি রাশি সর্ষেফুলে চতুর্দিক ভরে গেল।দুজন পেটরোগা অন্যদের ধাক্কাধুক্কি দিয়ে লাফিয়ে উঠে একটু আসছি বলে দৌড়ল।

    যে সব মহাভাগ্যবতী বা ভাগ্যবানদের কেমিস্ট্রী পড়তে হয়নি,তাঁদের জন্য,
    অজানা লবণের মধ্যে অ্যানায়ন ও ক্যাটায়ন সনাক্ত করাই হল এই বিষয়ের প্র্যাকটিকালের প্রধান দুটি বাঁশ। অ্যানায়ন ও ক্যাটায়নের মধ্যে আবার গ্রূপ ওয়ান,টু ইত্যাদি আছে,তা সেসব দুঃখের কথা শুনে আপনাদের কাজ নাই।
  • kumu | 238912.77.8934.63 | ০৪ নভেম্বর ২০১৮ ১৯:৫৫647891
  • তাপস বেজায় চটে ওঠে
    -এই তোদের মহাদোষ,বুঝলি।সামনে এতবড় বিপদ আর তোরা পড়লি শ্বসুরবাড়ি,লুঙ্গি এইসব ফালতু জিনিস নিয়ে।
    আহা,বল না,চটিস কেন? ঠান্ডামাথার জন্য তোকে বএল আমরা কতো ভালবাসি!
    -শোন,পেছনের সিঁড়ি দিয়ে উঠচি,এমন সময়-
    -পেছনের সিঁড়ি দিয়ে উঠতে যাস কেন?সামনে এত চমৎকার চওড়া সিঁড়ি রয়েচে,কত বড় বড় মহাপুরুষরা ইনক্লুডিং সুভাষ বোস এই সিঁড়ি ভেঙে ওপরনীচ করেছেন।আমি তো সর্বদা সামনে দিয়ে-

    তাপস চুপচাপ উঠে পড়ছে দেখে থামানো হল,

    -বল,বল,প্ছনের সিঁড়িতে কী হল?

    - এইচ এস বির সঙ্গে দেখা হল,বুঝেচিস।আমাকে দেখে মিটিমিটি হেসে বললেন,কী হে,প্র্যাকটিকালে পাশ করার কোন আশা আছে নাকি?কীরকম বুঝছ?আমি বল্লুম,স্যার,অ্যানায়ন গুলো তো খুব ভাল করে করেছি,মুখস্তও করছি।এই শুনে স্যার আরো বিছুটিমার্কা হাসি হেসে বললেন,আর ক্যাটায়ন ?সেটা কী আমি করব,বাবাজীবন?

    -ক্যাটায়ন?সেটাও এই পরীক্ষায় আসবে নাকি?

    মুহূর্ত্তের মধ্যে রশি রাশি সর্ষেফুলে চতুর্দিক ভরে গেল।দুজন পেটরোগা অন্যদের ধাক্কাধুক্কি দিয়ে লাফিয়ে উঠে একটু আসছি বলে দৌড়ল।

    যে সব মহাভাগ্যবতী বা ভাগ্যবানদের কেমিস্ট্রী পড়তে হয়নি,তাঁদের জন্য,
    অজানা লবণের মধ্যে অ্যানায়ন ও ক্যাটায়ন সনাক্ত করাই হল এই বিষয়ের প্র্যাকটিকালের প্রধান দুটি বাঁশ। অ্যানায়ন ও ক্যাটায়নের মধ্যে আবার গ্রূপ ওয়ান,টু ইত্যাদি আছে,তা সেসব দুঃখের কথা শুনে আপনাদের কাজ নাই।
  • Du | 7845.184.6734.44 | ০৫ নভেম্বর ২০১৮ ০৮:০৪647892
  • তাপ্পর?
  • Tim | 89900.228.90056.67 | ০৫ নভেম্বর ২০১৮ ০৮:২২647893
  • এইটা পুরো লেখা হলে তারপর পড়বো।
  • pi | 785612.40.8967.86 | ০৫ নভেম্বর ২০১৮ ১০:৪৮647894
  • আমিও পুরো লেখা হলে ...
  • kumu | 238912.77.8934.63 | ০৫ নভেম্বর ২০১৮ ১১:২১647895
  • মাত্তর বারো মাস দেরি হয়েচে তাতেই এদের ব্যাভার দ্যাখো!

    জালিম দুনিয়া!!
  • kumu | 90056.178.0145.18 | ০৫ নভেম্বর ২০১৮ ১৬:৫৮647896
  • অ্যানায়ন মাত্র পনেরো ষোলটি,অর্ধেকের বেশি ক্লাশও করেছি তাতেই এই অবস্থা,চোতা টুকে কুল পাইনা।

    ক্যাটায়ন তো চল্লিশের বেশি,আর সত্যি বলতে কী,সেই কবে প্রথম দুটি ক্যাটায়নক্লাশের পর নানা জরুরী কারণে ল্যাবের দিকে আসা সম্ভব হয়নি।

    হে ঠনঠনের মা কালী,আমাদের কেউ না কেউ তো তোমার পুজো দেয়,মনেও সক্কলের অচলা ভক্তি,তুমি শেষে এই করলে?

    চরাচর ব্যাপী সর্ষেক্ষেতের মাঝখানে ভবঘুরে তার বিশাল চেহারা নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়াল।

    ভবঘুরে ছিল ক্লাশের অবিসংবাদী নেতা।বেশি কথা বলত না,কিন্তু জানত না এমন কাজ ছিল না,যেতে পারত না এমন ঠিকানা ছিল না।ছুটিছাটা পড়লে, হেঁটে হেঁটে মেদিনীপুর,পুরুলিয়া,মুর্শিদাবাদ কোথায় কোথায় চলে যেত,একবার বিনা টিকিটে কোন সাধুর সঙ্গে সঙ্গে রুদ্রপ্রয়াগ অবধি চলে গিয়েছিল।কলকাতায় থাকলে প্রায়ই হাসপাতাল,আদালত চত্মর,শ্মশানঘাট ইত্যাদি নানা জায়গায় ওকে দেখা যেত,জিগালে বলত মানুষ দেখি,বুঝলি,মানুষের চেয়ে ভাল কিছু নাই,খারাপও নাই।পকেটমানিতে টান পড়লে যাত্রা করত,পকেটে নানারকম গোঁপদাড়ি নিয়ে কলেজে আসত।ক্লাশের মধ্যেই ফিসফিস করে যাত্রার সংলাপ বলত, যেমন,

    রানী-হে রাজন,কোথা তুমি?
    অন্ধকার এ বসুধা,
    তোমার দর্শন বিনা,জানো না কি?
    রাজা-আ মোলো এই ছাগলটাকে বেঁধে আর ভাঙা বেড়াটায় একটু ঠেকা দিয়েই আসচি।অমন ষাঁড়ের মত চেঁচিও না বলচি।
  • de | 90056.185.673423.57 | ০৫ নভেম্বর ২০১৮ ১৭:০৩647898
  • ঃ)))))))
  • I | 7845.15.230123.241 | ০৫ নভেম্বর ২০১৮ ১৮:৪০647899
  • মানুষের চেয়ে ভালো কিছু নাই, খারাবও না-এচ্চে বড় কথা আর নাই।ইটি নিলাম।
  • শিবাংশু | ০৫ নভেম্বর ২০১৮ ২০:১৩647900
  • এতো দেখি অটল'জিও ফেল। এতো বছর ধরে রোম আর হর্ষিত থাকবে ক্যামনে?
    তবে পঁয়তাল্লিশ বছর পিছিয়ে গিয়ে দুঃস্বপ্নে দেখা হোমোপাতি মোড়কের শাদা শাদা সল্টের পাউডার আতঙ্ক আবার ফিরে আসছে। এখনও কি ছেলেপুলেরা ঐসব পাপকাজ করে?
  • kumu | 238912.77.8934.63 | ০৫ নভেম্বর ২০১৮ ২৩:৫৬647901
  • ভবঘুরের একটি বড় গুণ ছিল,যা করত,১০০% মন দিয়ে করত।যেমন,তাপস ও জগন্নাথদা ধরাশায়ী হওয়ার পর আমরা লেখা থামিয়ে ফেলেছিলাম,কিন্তু ভবঘুরে একমনে লিখে যাচ্চিল।

    অবশ্য এদিকেও কান ছিল,তা বোঝা গেল যখন আমাদের করুণ প্রত্যাশাভরা দৃষ্টির উত্তরে ডানহাতটা বুদ্ধদেবের মত করে বলল

    "একটু ভাবতে সময় দে।"

    "ক্লাশটাশ করিস না,মহা চিন্তায় ফেলে দিস।তোদের পাল্লায় পড়েক আমারো অবস্থা সঙ্গীন।যা হোক, অ্যানায়নগুলো ভাল করে পড়ে আসিস।"
  • kumu | 238912.77.8934.63 | ০৬ নভেম্বর ২০১৮ ০৮:৩৫647902
  • সময় বয়ে যায়,সম্রাট বা ভিক্ষুক কারো জন্য এক মুহূর্ত্তও দাঁড়ায় না।দেখতে দেখতে এসে পড়ল পরীক্ষার দিন।

    যথাসময়ে একত্রিশজন বলির পাঁঠা,হাতের কাছে যে শার্টপ্যান্ট বা সালোয়ারকামিজ পাওয়া গেল তাই পরে, মনে মনে ব্যা-হা-হ্যা করতে করতে ল্যাবসমীপে উপস্থিত হল।বললে বিশ্বাস কর্বেন না,বেরোবার আগে মা যে পাঁউরুটিমাখন বা রুটিচচ্চড়ি বা অন্যকিছু দিলেন,তা একদম আগের দিন পেড়ে রাখা কাঁঠালপাতার মত লাগল।

    পরীক্ষা,তাই অন্যদিনের অবারিতদ্বার ল্যাব তখনও ছাত্রদের জন্য বন্ধ,ভেতরে জগন্নাথদা ও স্যার ছাত্রমেধযজ্ঞে র আয়োজনে ব্যস্ত।

    সকলের শেষে ভবঘুরের আবির্ভাব হল।যথারীতি একটা ভীষণ ঢোল্লা সবুজ জামা পরে।

    কাছে এ সে ভবঘুরে সবাইকে দেখিয়ে দেখিয়ে ডানহাতের তেলোতে অস্বাভাবিক সাদা রুমাল পাতল,আর পকেট থেকে একটা ধবধবে সাদা তুলোর বল বের করে সন্তর্পণে রুমালের ওপর রাখল।
  • কুমু | 238912.77.8934.63 | ০৬ নভেম্বর ২০১৮ ১০:০০647903
  • ভবঘুরের অনেক অদ্ভুত আচরণ আমরা মেনে নিয়ে ছিলাম,কিন্তু আজকের ভয়ংকর সংকট মুহূর্তে এই রসিকতা মোটেও পছন্দ হল না।
    তবু অল্প বয়সে র কৌতূহলে,হয়তো মন্ত্রপূত তুলো,এইসব ভেবে কাছ থেকে দেখতে গেলাম।
    জিনিসটা তুলো নয়, জীবিত প্রাণী।চোখ বন্ধ,কান ল‍্যাপটানো একটা বেজায় বিচ্ছিরি চেহারার বেড়ালছানা।
    ঐ যে বললাম, অল্প বয়েস,ঐ বয়েসে কী না হয়!
    সব ভুলে আমরা ঝুঁকে পড়ে ছানাটাকে দেখতে থাকলাম।
  • কুমু | 238912.77.8934.63 | ০৬ নভেম্বর ২০১৮ ১০:২১647904
  • প্লের দেখা হতে হতে বিকট শব্দে ল‍্যাবের দরজা খুলে গেল আর ভবঘুরে জগন্নাথ দার দিকে এগুলো,
    -অ জগন্নাথদা,একটা বেড়ালবাচ্চা নেবে?
    টেবিলে সারি সারি স‍্যাম্পলের পুরিয়া সাজিয়ে,জগন্নাথ দা কঠিন ভ্রূকুটি করে রেজিস্টার দেখছিল,ভাব দেখে মনে হচ্ছিল পরবর্তী বিশ্বযুদ্ধের প্রথম বোমাটি কতটা টেরিয়ে ফেলতে হবে,সেই হিসেবটা দেখে নিচ্চে।
  • কুমু | 238912.77.8934.63 | ০৬ নভেম্বর ২০১৮ ১০:২৩647905
  • সকলের দেখা ইত্যাদি‌।
    বড়াই,অবশ‍্যই।
  • de | 90056.185.673423.55 | ০৬ নভেম্বর ২০১৮ ১১:২৮647906
  • থেমো না, অন্ততঃ এইখেনে থেমো না -
  • kumu | 238912.77.8934.63 | ০৬ নভেম্বর ২০১৮ ১২:০৫647907
  • থেমেচি? গড়গড়করে লিখে যাচ্চি তো,ফোন থেকে।
  • কুমু | 90045.207.344512.205 | ০৬ নভেম্বর ২০১৮ ১৪:৩৯647909
  • হঠাৎ ভবঘুরের দরাজ প্রস্তাব শুনে জগন্নাথদা প্রথমে একটু থতমত হয়ে টালুমালু চক্ষে চেয়ে রইল বটে,কিন্তু দশ সেকেন্ড সময়ে নিজেকে সামলে ভয়াবহ চিৎকার শুরু করল-
    ক‍্যানো,বেড়ালবাচ্চা নিতে যাব ক‍্যানো?আজ বেড়াল,কাল উট পরশু কুমীরের বাচ্চা এনে এই জগোন্নাথকে ধরতে বলবে,ইকি মগের মুলুক?
  • কুমু | 90045.207.344512.205 | ০৬ নভেম্বর ২০১৮ ১৪:৩৯647910
  • হঠাৎ ভবঘুরের দরাজ প্রস্তাব শুনে জগন্নাথদা প্রথমে একটু থতমত হয়ে টালুমালু চক্ষে চেয়ে রইল বটে,কিন্তু দশ সেকেন্ড সময়ে নিজেকে সামলে ভয়াবহ চিৎকার শুরু করল-
    ক‍্যানো,বেড়ালবাচ্চা নিতে যাব ক‍্যানো?আজ বেড়াল,কাল উট পরশু কুমীরের বাচ্চা এনে এই জগোন্নাথকে ধরতে বলবে,ইকি মগের মুলুক?
  • i | 452312.169.2312.209 | ০৬ নভেম্বর ২০১৮ ১৪:৫৯647911
  • আমরাও গড় গড় করে পড়ে চলেছি...
  • কুমু | 90045.207.344512.205 | ০৬ নভেম্বর ২০১৮ ১৫:১২647912
  • তা বাদে,ইটি হল ল‍্যাবরেটরী ,লেখা পড়া র জায়গা।এখানে বিড়াল, বাঘ,সিঙ্গি এসব কেউ রাখে?
    -আহা,এত্তবড় ল‍্যাব,এককোণে একটা দুধের শিশু,নিষ্পাপ মুখে শুয়ে থাকবে, কেউ টেরও পাবে না।
    -মাঝে মাঝে মিয়া ও মিয়াও করে তোমায় ডাক বে,দেখো মনপ্রাণ ভরে যাবে।একটু একটু খেতে দিও শুধু।
    -চাই না,চাই না প্রাণমন ভরতে।টান মেরে কলেজ স্ট্রীটে ফেলে দাও,কাক চিল খেয়ে নেবে।

    হাঁ,জগন,তোর শরীরে কি মনুষ‍্যত্ব নেই?

    এইচ এস বির গর্জনে সকলে।আশ্চর্য ও স্তম্ভিত হয়ে গেল।
  • কুমু | 2345.111.2378.47 | ০৬ নভেম্বর ২০১৮ ২১:১২647913
  • সম্ভবত জীবনে প্রথম বার স‍্যারের বকুনি খেয়ে জগন্নাথদাও গেল খেপে।
    - আপনে এইটা দেখলেন না যে এই ছুমন্তর বাবু কেমনধারা অন্যায় আবদার করতে আসে।(ভবঘুরের আসল নাম ছিল সুমন্ত্র,যা ও নিজে ও ভুলে গেছিল।শোনা কথা,কোথাও নাম লিখতে হলে।আশপাশের কাউকে জিগিয়ে নিত।ভব অবশ্য।বলত,ওসব বাজে কথা।তালব‍্য শ নাকি মূর্ধন্য ষ,সেইটে।কনফার্ম করে নিই কেবল।) কইত্থনে কে জানে,এক বিড়াল ছানা লইয়া আইসে,এই সমস্ত হইলগিয়া পরীক্ষা বন্ধ করনের কারসাজি।

    এত খোলাখুলি কথাবার্তা য় আমরা একটু বিব্রত বোধ করি।কিন্তু স্যারের হেলদোল নাই।ভারি মায়াভরে তিনি ভবর হাতের ওপর ঝুঁকে ছানাটিকে। দেখেশুনে জিজ্ঞেস করেন,
    কোথায় পেলি একে?এর মা কই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন