এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কুমুদির রোমহর্ষক গল্পসমূহ

    Abhyu
    অন্যান্য | ১০ জুলাই ২০১৪ | ২১৫৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কুমু | 2345.111.2378.47 | ০৬ নভেম্বর ২০১৮ ২১:২১647915
  • চোখের পাতাটি না ফেলে ভব উত্তর দ‍্যায়
    -তাড়াতাড়ি করে কলেজে আসচি সার,দেখি গেটের কাছে টগর গাছটার নীচে পড়ে মি মি করে ডাকচে।বড় মায়া
    লাগল ,তাই জামার পকেটে করে নিয়ে এলাম,ভাল করেছি না সার
    ?
  • কুমু | 2345.111.2378.47 | ০৬ নভেম্বর ২০১৮ ২১:২১647914
  • চোখের পাতাটি না ফেলে ভব উত্তর দ‍্যায়
    -তাড়াতাড়ি করে কলেজে আসচি সার,দেখি গেটের কাছে টগর গাছটার নীচে পড়ে মি মি করে ডাকচে।বড় মায়া
    লাগল ,তাই জামার পকেটে করে নিয়ে এলাম,ভাল করেছি না সার
    ?
  • কুমু | 2345.111.2378.47 | ০৬ নভেম্বর ২০১৮ ২১:২৫647916
  • ফোন এসে গেলে লেখা বনধ করতে হচ্ছে্।
    আর দাঁড়িদের ঠিক জায়গায়।বসিয়ে নেবেন।
  • কুমু | 2345.111.2378.47 | ০৬ নভেম্বর ২০১৮ ২১:২৫647917
  • ফোন এসে গেলে লেখা বনধ করতে হচ্ছে্।
    আর দাঁড়িদের ঠিক জায়গায়।বসিয়ে নেবেন।
  • কুমু | 2345.111.2378.47 | ০৬ নভেম্বর ২০১৮ ২১:৪২647918
  • ছানাটা আসলে।ছিল ভবদের বাড়ির কর্ত্রী জিলিপির দশটি ছানার অন‍্যতম।বাচ্চা গুলো র প্রতি জিলিপির কোন মায়া মমতা ছিল না।তাদের নার্সিংহোমে অর্থাৎ জুতোর বাক্স তে ফেলে রেখে ও সংসার পরিচালনায় মন দিত। এমনকি বাচ্চারা পড়ার সময় ইদিক উদিক ঘোরাঘুরি করলে এ্যাও ও ও করে ধমক দিত।
    বাচ্চার মায়ের খোঁজ নাই শুনে স‍্যার ভীষণ ব‍্যস্ত হয়ে পড়লেন।
  • কুমু | 2345.111.2378.47 | ০৬ নভেম্বর ২০১৮ ২২:১৮647920
  • -এই টেস্ট টিউবের বাস্কেট আন,তুলো বিছিয়ে দে।দে দে,আমায় দে,তুই ঠিক্করে শোয়াতে পারবি না।
    -আহা,মিঃ মিঃ আওয়াজ কচ্চে,খিদে পেয়ে ছে।
    -একটূ গরুর দুধ কিনে আনি স‍্যার।
    -খবরদার না,গরুর দুধে গ্লুকোজ বেশি থাকে,হজম করতে পারবে না।
    -তবে কি গুঁড়ো দুধ গুলে দেয়া হবে,সার?
    -না,না সেও।হজম হবে না।

    আমি ও জয়তী পরষ্পরের দিকে চাই,তারপর একটি বীকার নিয়ে মালীর ঘরের দিকে যাই।
    মালিনী বা মালীর বৌ অবশ‍্য কোন আপত্তি করে না।দুমাসের গাবলু বাচ্চা সামলে হাসে।
    জল মিশিয়ে পাতলা করে,ছোট্ট ড্রপার দিয়ে স‍্যার নিজের হাতে নন্দিনী বা গোল্লু বা অ্যান্টিমনিকে খাওয়ান।

    মাতৃদুগ্ধের অমৃতধারায় পুষ্ট হয় পৃথিবীর শিশু।
  • kumu | 238912.77.8934.63 | ০৭ নভেম্বর ২০১৮ ২১:০৩647921
  • বেড়ালছানা(নন্দিনী বা গোল্লু বা অ্যান্টিমনি বা মিমলি) ও ভবঘুরের জন্যই আমাদের পার্ট ওয়ান প্র্যাকে পাশ করা সম্ভব হয়,যে অলৌকিক ঘটনায় আমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাই।

    ছোট্ট ড্রপার দিয়ে দুধ খাওয়াতে খাওয়াতে স্যার অনর্গল কথা বলে যাচ্ছিলেন ছানাটার সঙ্গে।দোর্দন্ডপ্রতাপ এইচ এসবি,যাঁর মুখে লেডকপারকার্বনেটসালফেট,টেবল,বীকার,ফানেল ইত্যাদি ছাড়া আর কোন জাগতিক প্রসঙ্গ আমরা শুনিনি,তাঁর এই আমূল রূপান্তর দেখে আমরা বিস্ময়বিমূড় হয়ে থাকি।

    মনে হয়,জীবনে কিছুই অসম্ভব নয়।

    পরের ঘটনা এইরকম-

    -ঘুঞ্চুমুঞ্চু,মিমলি সোনা,খাও মা আর দু ফোঁটা খাও।দেখো ,কী সুন্দর দুধ! না খেলে চোখ ফুটবে কী করে,তুমি হাঁটবে কী করে?

    -স্যার

    -খেয়েচে,খেয়েচে,গোল্লু দুধ খেয়েচে,খুকুমণি,খুকুমণি,করচ তুমি কী?

    -স্যার,বলছিলাম যে

    - ধ্যাত্তেরি,দেখচিস না একটা জরুরী কাজ করচি,তার মধ্যে কেবল স্যার,স্যার! কী বলচিস কী?

    -স্যার,পরীক্ষা কখন শুরু হবে?

    -ঐ দ্যাখ,মিমলিবাবু,গোল্লুছানা,এরা কিচ্ছু জানে না।পরীক্ষা হবে কী করে,গ্যাস আসতাসে,বাড়ি না তো (কলেজের সব ল্যাবে পাইপে গ্যাস আসত) ঐ অনির্বাণ পোলাডারে(অনির্বাণ সেন,বিভাগীয় প্রধান) তো হেইডাই কইয়া আইলাম,কইলাম পরের বুধবার পরীক্ষা নিমু হনে।গোলু মোলু কোলু ,ঘুমিও না মা,আর একটু খাও।এখন আমরা বাড়ি যাব তো,বাড়ি ই ই,সেখানে তোমার দিদিরা দাদারা রয়েচে।জগন,আরেকটা ড্রপার দে দিকি,ভাল করে ধুয়ে দিবি ডিস্টিলড ওয়াটারে।
    -দুটো ড্রপার আছে আর।
    -থাকুক,সোনামণি বলচে আর পুরনো ড্রপারে খাব না।কিনে আনব তিন ডজন,এখন তুই দে।
    -খাও খাও, অ্যান্টিমনি,দুধ খেলেই বড় হবে,মাছভাজা খাবে,ইলিশের ঝাল খাবে,ভেটকির কাঁটা খাবে,আরো কত্ত কী ই
    খাব আমরা। নাঃ,এবার ঘুমিয়েই পড়ল।তাপস,একটা টেকসী ডাক দেখি,একে বাড়িতে রেখে আসি।
    -বাড়িতে,নিয়ে যাবেন,মানে,ইয়ে জেঠিমা-ভবঘুরের ভীত গলা শোনা যায়।
    -জ্যাঠাইমার চিন্তা তরে করতে হইব না রে ছাগল।তিনি গ্যাসেন মাইয়ার কাসে,দিল্লি।ফিরতে ফিরতে মাঞ্চু পুরানা হইয়া যাইব হনে,কিসু বুঝলি গর্দভ?
  • kumu | 238912.77.8934.63 | ০৭ নভেম্বর ২০১৮ ২১:২৭647922
  • সুপর্ণা আর ধৈর্য রাখতে পারে না।

    -স্যার ,পরীক্ষায় কি ক্যাটায়নও থাকবে?

    স্যার এবার নিজের গলায় কথা বলেন।

    -ক্যাটায়ন দিলে তোরা পাশ করবি?চব্বিশ ঘন্টা তো আড্ডা।বুধবারের পর সাতদিন ল্যাবে আসবি,ক্যাটায়ন করিয়ে দেব।এই পরীক্ষায় শুদ্ধু অ্যানায়ন।যা যা,আর বকবক করিস না।

    আমাদের আনন্দের শেষ থাকে না,

    -স্যার মিমলিকে আমরা বাড়ি পৌঁছে দেব?

    -না,না রাস্তায় যদি কাকচিল ছোঁ মারে।টেকসীই ডাক,চটপট কর।

    সাতদিনের ক্র্যাশ কোর্স করে আমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় উতরে যাই।

    কৃতজ্ঞ্তা স্বরূপ মিমলির জন্য রসগোল্লা ও রাবড়ি নিয়ে একদিন স্যারের বাড়ি যাই।মিমলি বা অ্যান্টিমনি তখন সম্রাজ্ঞীর মত সুন্দরী ও গম্ভীর।রাবড়ির দিকে না তাকিয়ে সে স্যারের কোলে বসে ইলিশমাছের মুড়ো খায়।"নিরামিষ একদম ছোঁয় না",স্যার গর্বের সঙ্গে জানান।

    পরবর্ত্তী জীবনে ভবঘুরে বিখ্যাত ফটোগ্রাফার হয়।সারা পৃথিবী ঘুরে বেড়াত।বহুদিন পর আমরা জানতে পারি ,ও ছিল এইচ এস বির ভাইপো,স্যারের খুড়তুতো ভাইয়ের ছেলে। তাই ও স্যারের অসম্ভব বেড়ালপ্রীতির কথা জানত।

    হায়,সেইসব অল্পবয়েসের দিন,কোন সোনার খাঁচাই যাদের ধরে রাখতে পারে না।
  • Atoz | 125612.141.5689.8 | ০৭ নভেম্বর ২০১৮ ২১:৩৩647923
  • আহা, আহা, কুমুদি, কী ভালো গল্প! ভারী চমৎকার। ঃ-)
  • kumu | 238912.77.8934.63 | ০৭ নভেম্বর ২০১৮ ২১:৩৬647924
  • শেষ।

    জনতা ,
    এই কথাটি মনে রেখো,আমি যে শেষ করেছিলেম,তোমাদের এই গুরুপাতায়য়।
    আমি যে শেষ করেছিলেম, জীর্ণ পাতা ঝরার বেলায়।

    শুকনো ঘাসে শূন্য বনে আপন-মনে ইত্যাদি ইত্যাদি
  • গবু | 2345.110.784512.249 | ০৮ নভেম্বর ২০১৮ ০৭:৫২647925
  • বেশ বেশ!
  • Titir | 892312.210.780112.26 | ০৯ নভেম্বর ২০১৮ ০১:৫৭647926
  • কুমুদি, কি চমৎকার লেখা। গড়গড়িয়ে পড়া যায়।
  • i | 783412.157.89.253 | ১৬ নভেম্বর ২০১৮ ০৬:১০647927
  • 'শেষ করেছিলেম' আবার কি কথা গো?
    জীর্ণ পাতা ইত্যাদি গাইলে আমিও শেষ নাহি যে গাইব।
    আরো লেখো।
  • de | 90056.185.673423.56 | ১৬ নভেম্বর ২০১৮ ১২:৪৭647928
  • আমি দুদিন ধরে এই টইটারে খুঁজি -

    খুব সুন্দর! আরো লেখো কুমুদি -
  • kumu | 232312.161.451212.86 | ১৮ নভেম্বর ২০১৮ ১৬:৪১647929
  • ছোটাই,দে,
    দেখি,আবার কবে লিখে উঠতে পারি।
    শেষ করা বলতে এই গল্পটি শেষ করার কথা কইছিলাম।
  • aranya | 3478.160.342312.238 | ১৯ নভেম্বর ২০১৮ ০০:৪৬647931
  • কুমু, খুবই সুন্দর, উপভোগ্য - বলাই বাহুল্য।
    গল্প শেষ করার কথা কয়েছেন, তাও বোঝা গেছে, গুরুতে বহু গল্প-ই শুরু হয়ে শেষ হয় নি কো আর - ইটি সে ধারার ব্যতিক্রম।

    খেয়াল রাখবেন - একটি গপ্পের সেশ মানেই কিন্তু এই টই-এর সেশ নয়, আপনার স্মৃতির ভাঁড়ার থেকে কৌতুকোজ্জ্বল মুক্তোর মত আরও যেন গল্প আসে
  • কুমু | 670112.212.9007812.18 | ০৭ মার্চ ২০১৯ ১৫:১৬647932
  • ছোট বেলার একটি গল্প লিখিতে মনচায়।
  • কুমু | 670112.212.9007812.18 | ০৭ মার্চ ২০১৯ ১৯:০৭647933
  • দেশভাগের পর কুমুর ঠাকুর্দা,মহেন্দ্রচন্দ্র দাশগুপ্ত পাঁচটি ছেলেমেয়ে নিয়ে ঢাকা বিক্রমপুরের পৈতৃক বাড়ি,তৎসংলগ্ন অন্য সম্পত্তি ইত্যাদির মায়া ত্যাগ করে ভারী ব্যাজার মুখে এপারে এসে উপস্থিত হলেন।

    ছেলেমেয়েরা তখন ছোট নেই কেউ,বড় দুই ছেলে চাকরিতে ঢুকে গেছে।
    মহেন্দ্রচন্দ্র ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন,খ্যাতনামা ডাক্তারও ছিলেন,শোনা যায়। খুবই আশ্চর্য কোন উপায়ে তিনি ট্রেনের একটি রিজার্‌ভড কামরা জোগাড় করেন,এবং অস্থাবর সমস্ত সম্পত্তি-বিশাল পালঙ্ক থেকে বাথরুমের মগ পর্যন্ত নিয়ে আসেন।

    দেশ ছেড়ে আসার পর বিভিন্ন পর্যায়ে তিনি মানিকতলা,মেদিনীপুর,খন্যান,ও রাজাভাতখাওয়াতে জমি কেনেন,দু একটিতে বাড়ি তোলাও শুরু হয়,কিন্তু শেষ পযন্ত প্রত্যেকটিই বাতিল করে কোন্নগরে বাড়ি করা হয়। স্টেশনের কাছে প্রচুর খালি জমি থাকা সত্বেও তিনি বাড়ি কেনেন দশ মাইল মত ভেতরে।

    কোন রাগে বা অভিমানে তিনিই জানেন,ডাক্তারি সম্পূর্ণ ছেড়ে দেন।

    কিন্তু এই গল্পটি তাঁর গল্প নয়।
  • গবু | 2345.110.674512.41 | ০৭ মার্চ ২০১৯ ২৩:৫১647934
  • সে যার গল্পই হোকনা কেন, আমরা পড়ছি। আসুক!
  • | 453412.159.896712.72 | ০৮ মার্চ ২০১৯ ১০:১২647935
  • আরেরেরে কোন্নগর স্টেশান থেকে ৯ কিমি গেলে ডানকুনি পৌঁছে যাবে। দশ মাইল মানে আরো ভেতরে তো।

    চলুক চলুক।
  • kumu | 127812.79.3412.115 | ০৮ মার্চ ২০১৯ ১০:৫৬647936
  • দশ মাইলটা মনে হয় কথার কথা।কাকারা বলতেন,স্টেশনের কাছে এত এত জমি পইড়া আসিল,বাবায় বাড়ি করল গিয়া দশ মাইল ভিতরে,নবগ্রাম কলোনীতে।

    বলা বাহুল্য এইসব সমালোচনা হত,দাদুর আওতার বাইরে, কলকাতা বা কৃষ্ণনগরে বসে।
  • Atoz | 125612.141.5689.8 | ০৯ মার্চ ২০১৯ ০২:০১647937
  • আসলে নবগ্রাম অতিশয় চমৎকার তো! কলেজ, নাট্যমঞ্চ, বহু স্কুল, ভালো ভালো মিষ্টির্দোকান, সবুজ মাঠ, ধানক্ষেত, দীঘি, পুকুর, বাঁশবন ইত্যাদি সব পাওয়া যায় মানে যেত । পাড়াগুলো ঘিঞ্জি ছিল না, বেশ খোলামেলা ছিল। ঘেঁষাঘেঁষি বাড়ি হত না, বাড়িগুলো সব বেশ খানিকটা করে খোলা জায়্গা দিয়ে ঘেরা থাকত, অনেকেই সেই জায়্গায় বাগান করতেন। আর হাওয়া! আহ, কী হাওয়া! ফ্যান চালাতে হত না গরম কালেও। চমৎকার ঠান্ডা হাওয়া বইতো খোলা মাঠ্গুলোর উপর দিয়ে, পাড়া জুড়িয়ে দিত। পুববাংলার গ্রামের খোলামেলা সবুজ পরিবেশ থেকে আসা মানুষের কাছে নবগ্রামের আকর্ষণ তাই কিছুটা বেশি ছিল।
  • Atoz | 125612.141.5689.8 | ১৮ মার্চ ২০১৯ ০১:০৮647938
  • কুমুদি, কুমুদি, আছো? গল্প কই? নবগ্রামে তোমাদের ওই বাড়িটা কি সি ব্লকের দিকে ছিল? আমাদের এক মাসীমা সিব্লককে বলতেন শিবলোক। কাছেই ছিল কানাইপুর। বেশ মিলও পাওয়া যেত। শৈব আর বৈষ্ণবের। শাক্ত তো ছিলই, কাছাকাছি কালীতলা, ফলহারিণী কালিকাপূজা হত বৈশাখ মাসে।
  • কুমু | 238912.77.1234.1 | ১৮ মার্চ ২০১৯ ০৮:৪০647939
  • এজেড,একদম।সি ব্লক।সবাই বলত শিবলোক।
    গল্প লিখব।
  • bodyi | 450112.129.4590012.61 | ১৯ মার্চ ২০১৯ ০২:৫৬647940
  • বোজো!
    বদ্যি কুমুদি!
  • Atoz | 125612.141.5689.8 | ১৯ মার্চ ২০১৯ ০৬:০৪647942
  • আরে কুমুদি! তাহলে তো ভক্ত স্যর বিষয়ে জানো! উনিও সিব্লকের। ঃ-)
  • কুমুদির রোমহর্ষক গল্পসমূহ | 232312.172.674512.44 | ৩১ মার্চ ২০১৯ ২২:৫৯647943
  • আসিতেছে! আসিতেছে!! আসিতেছে!!!
    ~~~
    পুস্তকাকারে 'কুমুদির রোমহর্ষক গল্পসমূহ' (সচিত্র) - চলে আসছে শীঘ্রই!
    আনুষ্ঠানিক প্রকাশ হবে দিল্লী বইমেলায়; চেষ্টা করা হচ্ছে যেন নববর্ষ ১৪২৬-এ কলকাতাতেও পাওয়া যায়।
    প্রতিটি গল্পের সঙ্গে থাকছে ঋতুপর্ণ বসুর আঁকা ছবি!

    প্রথম ঘোষনা এখানে করে দেওয়া হলো, নজর রাখুন এই পাতায়, পরবর্তী খবরের জন্যে।
  • গবু | 2345.110.784512.200 | ০১ এপ্রিল ২০১৯ ০০:১৬647944
  • Date:07 Mar 2019 -- 07:07 PM - তারপর কি হলো?
  • Du | 7845.184.4556.246 | ০১ এপ্রিল ২০১৯ ০৫:২০647945
  • হুররে!
  • আসিতেছে | 232312.167.563412.61 | ০৫ এপ্রিল ২০১৯ ১৩:২৫647946
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন