এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মেয়েদের ভাল বোর্ডিং স্কুলের খোঁজ চাই

    DB
    অন্যান্য | ০৯ সেপ্টেম্বর ২০১৪ | ৩৭৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • DB | 12.51.152.241 | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৬648385
  • চাকরি সুত্রে গাল্ফে এসে মেয়ের স্কুলের ব্যাপারে ফেঁসে গেছি। নেট এ information পাচ্ছি বটে কিন্তু কতটা ঠিক বুঝে উঠতে পারছি না। কারর কাছে যদি first hand information থাকলে শেয়ার করলে বাধিত হই।

    ১) ২০১৫-১৬ থেকে shift করার ইচ্ছা আছে।
    ২) এখন ক্লাস এইট, অর্থাৎ ক্লাস নাইন এ admission চাই।
    ৩) হলে ভাল হয়
    ৪) খরচ বছরে ৫ থেকে ৬ লাখ পর্যন্ত করতে পারি

    আরো কিছু জানার থাকলে জানান।
  • ঐশিক | 129.235.55.155 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৫648396
  • আইচ্ছা ধরেন গিয়া আমার বাড়িটাই যদি বোর্ডিং বানায়ে দি?
    বাড়ির কাসে ইস্কুল ও আসে, ভ্যান এ চাপলি এক্কেরে ইস্কুলের সামনে , চলবে ?
  • সে | 203.108.233.65 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৩648407
  • কোথায় বোর্ডিং স্কুল চাচ্ছেন? গাল্ফে না ভারতে।
  • সে | 203.108.233.65 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৫648418
  • পশ্চিমবঙ্গে হলে এইটে দেখুন। খরচ হয়ত আরেক্টু বেশি পড়বে।
    http://www.oaktree.ac.in/
  • DB | 12.51.152.241 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৭648429
  • ভারতে ই চাই। যায়্গা টা দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, লুরু, কোচিন ইত্যাদি মানে যেখানে দুবাই বা শার্যা থেকে সস্তার ফ্লাইট পাওয়া যায়। মানে ঘন ঘন যেতে হবে তো।
  • jhiki | 121.94.79.34 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫০648440
  • দুবাই বা শারজার স্কুলগুলো কী দোষ করল?
  • | 183.17.193.253 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৫648451
  • ভারতের যে কোন জায়গায় হলে এইটা দেখতে পারেন।
    http://www.rishivalley.org/
  • DB | 12.51.152.241 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪৯648457
  • আমি ঠিক দুবাই বা শারজায় থাকি না। অনেকটা দুরে থাকি, সেখান থেকে রোজ যাতায়াত করা সম্ভব নয়। তাই রেসিডেন্সিয়াল স্কুল চাই। অনেক দিন আগে আমি লুরুতে একটা স্কুলের কথা সুনেছিলাম। নাম টা এখন কিছুতেই মনে পড়ছে না।
  • DB | 12.51.152.241 | ১০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৪648458
  • *শুনেছিলাম
  • DB | 12.51.152.241 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৮648386
  • Oaktree website দেখে ভালই লাগল। আপনাদের কারো ছেলেমেয়ে বা চেনা পরিচিত কারো ছেলে/মেয়ে পড়ছে কি? মানে যা বলছে তার কতটা সত্য। আর IB/IGCSE সম্বন্ধে কিছু মিনিময়....
  • Abhyu | 138.192.7.51 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৭648387
  • ঋষি ভ্যালি কি এটা? তাহলে কিছু ফার্স্ট হ্যান্ড খবর দিতে পারি। http://www.ashanet.org/projects/project-view.php?p=650
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৭648388
  • ওকট্রি ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা। সবকটা ছেলেমেই এবছর যারা IB পাশ করল বেরিয়ে গেছে বিভিন্ন বাইরের ইউনিভার্সিটিতে। ওদের প্রিন্সিপাল ভালো লোক।
  • jhiki | 121.94.79.34 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫০648389
  • আমার ছেলের এক ক্লাসমেট আর তার দিদি এবার গুড়গাঁও-এর ল্যান্সার ইন্ট্যারন্যাশনাল্‌এ শিফট করেছে, ওদের মা এখনও অবধি স্কুলের ব্যবস্থাপনায় খুশী। তবে ওরা হোস্টেলে থাকেনা, পুরো পরিবারই গুড়গাঁও- এ শিফ্ট করেছে।

    ল্যান্সারের হোস্টেলও আছে, খোঁজ নিয়ে দেখতে পারেন।
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৯648390
  • ইউএয়ি থেকে সবচেয়ে সস্তার ফ্লাইটগুলো কেরলে যাতায়াত করে, কাতার, এমিরাটস্‌, এতিহাদ, ইঃ। কেরলেও ইন্ট্যার্ন্যাশানাল স্কুল আছে। আইবি থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, আইবিতে চল্লিশের ওপরে স্কোর +স্যাটে ভালোর দিকে স্কোর = ভালো ইউনিতে ভালো স্কলারশিপ, এই ইকুয়েশনটা মোটামুটি চলে।
  • jhiki | 121.94.79.34 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১২:০৬648391
  • ইন্ট্যারন্যাশনাল মিডল বা হাই স্কুলে IGCSE, IB ছাড়া অন্য কোন কারিকুলাম থাকে নাকি?
    প্রাইমারিতে বোধহয় থাকে, কারণ আমার ছেলের স্কুলে IPC, সেটা সব স্কুলে নেই।
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১২:১২648392
  • থাকে। CISএই দু বছর আগে অবদি IB ছিলো না। এই যে লিখেছে ওদের হোম পেজে।
    "CIS is now an IB World School. IB Diploma Programme is in full swing and the first batch of IB students will be graduating in 2014."
    আরো অনেক "ইন্টার্ন্যাশানাল" স্কুল গজিয়েছে, কিন্তু IBর পার্মিশান মাত্র দুটির (পঃ বঃ তে)। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতেও সব ইন্টার্ন্যাশানাল স্কুলই যে IB, এমন কোনো মানে নেই। মানে সব ক্ষারকই ক্ষার নয়।
  • jhiki | 121.94.79.34 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৮648393
  • সে-দি, আমি দেশের খবর একেবারেই জানিনা। যেটুকু জানি সেটা হল ল্যান্সার্স-এ IGCSE আছে, IB অবধি ওরা এখনও ভেবে ওঠেনি, তাই আগেই আবার শিফ্ট করতে হতে পারে :(

    বিদেশের যতগুলো স্কুলের খবর রাখি সেগুলো সবই IGCSE+IB.
  • lcm | 118.91.116.131 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১২:২১648394
  • ওকট্রি ভালো লাগল - সোমবার করে লাঞ্চে মতিচূর লাড্ডু আছে।
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৭648395
  • ওকট্রি আমার ফার্স্টহ্যান্ড এক্স্‌পিরিয়েন্স। এবছর একটি ছেলে MIT তে ভর্তি হয়েছে, বাকিরাও সব মোটামুটি ভালোভালো কলেজেই পেয়ে গেছে, কিন্তু ফুল স্কলারশিপ হয় নি। অনেকে আবার এক বছর ছাড় পাচ্ছে ব্যাচিলর লেভেলে আইবিতে আউট অফ ৪৫ তারা ৪১ বা আরো বেশি স্কোর করেছে। ওদের প্রিন্সিপাল মিঃ রেগন খুবই দূরদর্শী। এবছর থেকে টিউশন ফি ও ৩০% কম করে দিয়েছে দেখলাম। ব্রেকফাস্ট লাঞ্চ এসবও দেয় ডেস্কলারদের। যারা নেবে না তাদের ফি কম। পড়ানোর পদ্ধতিও এমন যে - বই মুখস্ত করবার ব্যাপার নেই। সেল্ফ লার্ণিং পদ্ধতি, প্রোজেক্ট ওরিয়েন্টেড অ্যাসাইনমেন্ট রয়েছে, এমন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এ বিশ্বাসী।
    বোর্ডিং-এ ইয়োরোপ, এশিয়া এবং আফ্রিকার ছাত্রছাত্রীরা থাকে, তবে ফ্রি মিক্সিং এর সম্ভাবনাও কম নয়, সেটি নিয়ে বিব্রত পেরেন্টদের অসুবিধে হতেই পারে।
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৪648397
  • আরেক্টা ব্যাপার প্রায় সমস্ত বোর্ডিং স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য। মদ এবং উইড্‌স্‌। ওটা কিন্তু প্রায় আন্‌অ্যাভয়ডেব্‌ল্‌। একটু আধটু হবেই। ছেলে মেয়ে আলাদা করে রাখার ব্যাপার নেই। সেক্স ও একটু আধটু হবে।
  • একক | 24.99.81.161 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০৮648398
  • যে বয়েসের যা । পরস্পরের ভুরু তে অম্রুতাঞ্জন লাগাবার বয়েস হয়ে গেলে তো বোর্ডিং এ পড়বেনা আর । হয়ত toi খুলে এরম জানতে চাইবে :)
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১২648399
  • বোর্ডিং এতো থাকতেই হবে বিদেশে গেলে প্রথম বছরটাতো ম্যান্ডেটরী।
  • de | 69.185.236.51 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৭648400
  • আমার একটা অনুরোধ আছে - স্পেসিফিক্যালি সে র কাছে। আমরা যারা সাধারণ সেন্ট্রাল বা রাজ্য বোর্ড গুলোতে পড়াই তারা অনেকেই ঠিক করে জানিই না আপনার বলা এইসব টার্ম গুলো। একটু বিশদে লিখলে খুব ভালো হয়। এইসব স্কুল থেকে কি টুয়েলভথ্‌ এর পরই ডাইরেক্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন নিচ্ছে বাইরের ইউনিগুলোতে? ICGSE বা IB সম্বন্ধেও জানিনা। গুগল করতেই পারতাম - তাও মনে হোলো আপনাকেই বলি!
  • de | 69.185.236.51 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৮648401
  • * পড়াই মানে - আমাদের বাচ্চাদের ওইসব বোর্ডে পড়াই!
  • byaang | 132.172.247.28 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২৭648402
  • এলসিএমের ১২ঃ২১য়ের পোস্ট পড়ে খুব হাসলাম। ঃ))
  • jhiki | 121.94.79.34 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২৯648403
  • দে, IGCSE মানে আমাদের মাধ্যমিক, IB ডিপ্লোমা উচ্চমাধ্যমিক। ইউ এস-এর ইউনির জন্য স্যাট আবশ্যিক, সাথে ১২ এর রেজাল্টও দেখে। IB ডিপ্লোমা থাকলে আলাদা কোন সুবিধা হয় কীনা সেটা সে-দি বলতে পারবে।
  • de | 190.149.51.67 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৪648404
  • ঝিকি - অনেক থ্যাংকু - আমি এসবের কিসুই খবর রাখিনা।
  • d | 144.159.168.72 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৯648405
  • টিউশান ফী কম করে দিয়েছেন??!! এ তো বড় আশ্চর্য্যের কথা শুনি!
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৫648406
  • de কে।
    টার্মগুলো বলে দিই। IB হচ্ছে ইন্তারন্যাশানাল বাকালরেট। ১২ বছরের শেষে যে শংসাপত্র। মোট মান ৪৫ (পয়েন্ট সিস্টেম)। ৩৮-৩৯ মোটামুটি লাগবেই বাইরের দেশে পড়তে গেলে। ৪১ বা তার ওপরে হলে খুব ভালো।
    দেখুন অন্য বোর্ডের শ`সাপত্র নেয় হয়ত, কিন্তু অ্যামেরিকার অনেক ইউনিতেই দেখছি, বাইরের দেশের (ভারত বিশেষ করে, কারণ ওটাইতেই আমি ইন্টারেস্টেড) ছাত্রছাত্রী নিতে হলে যে লিস্টটা পাঠাচ্ছে, তাতে জিনিসপত্রের লিস্টের সঙ্গে বলছে তোমার I-20 ফর্মের সঙ্গে আইবি ডিপ্লোমাটা (অরিজিনাল) সঙ্গে আনতে ভুলো না কিন্তু। ওটা ম্যান্ডেটরি। অন্য কোনো আন্তর্জাতিক ডিপ্লোমা হয়ত ভ্যালিড, কিন্তু ঐ ব্রোশিওরে তার উল্লেখ ছিলো না। ১০০% ছিলো না।
    বাইরের কলেজে পড়তে গেলে এই ১২ ক্লাসের ডিগ্রী ছাড়াও চাই, SAT এর স্কোর, প্লাস ইংরিজির (ইংরিজিভাষী দেশগুলোর জন্যে) শংসাপত্র যেমন IELTS বা অন্য কিছু। অন্ততঃ সাত। সাত থেকে নয়ের মধ্যে থাকতেই হবে, তার কমে হলে মুশকিল।
    আর চাই টাকা/সম্পত্তি, আর চাই স্পনসর, দেশে ফিরে আসবার "যথেষ্ট" কারণসমূহ।
    বাইরে গ্র্যাজুয়েশনে তো ভর্তি নেয় বহুকাল থেকেই, ইদানীং সেটায় ভারতীয়দের পার্টিসিপেশন খুবই বেড়ে গেছে। অন্ততঃ গত দশ বছর ধরে তো বটেই। এই গুরুতেই কেউ কেউ আছেন হয় বাইরে পড়েছেন বা ছেলেমেদের পড়াচ্ছেন। আজকাল এই খরচ অ্যাফোর্ড করা রিলেটিভলি সহজ।
    ব্রিটেনে আবার মিঃ ক্যামেরোনের সরকার সরাসরি ডেকেছেন ভারতীয় ছাত্রদের অবশ্যই টিউশন ফি লাগবে।
    এই হুড়োহুড়িতে প্রচুর প্রতিযোগী রয়েছেন। ধারণার বাইরে এই সংখ্যা। যে কারণে অ্যামেরিক্যান কনসুলেট (কলকাতায়) ইতিমধ্যে একটা ইন্টিগ্রেশন প্রোগ্রাম চালু করে ফেলেছেন এই সব হবু ছাত্রদের জন্যে, যাতে বিদেশের মাটিতে পড়েই অসুবিধে বা কালচারাল শক না হয়/কম হয়। কারণ অ্যামেরিকার কলেজ ও হোস্টেল ঠিক হলিউড সিনেমার মতো নয়, (যেমনি ভারতের কলেজগুলো বলিউডি কলেজের কার্বন কপি নয়) এনিয়ে মাসখানেক আগে আনন্দবাজারে বেরিয়েছিলো তো। (লিঙ্ক নেই, দিতে পারছি না)।
    এখন কনসুলেটে ব্লাড স্যাম্পেল, হাতের ছাপ, মাগশট, সমস্তই রেখে দিচ্ছে। ব্লাড স্যাম্পেলটা নবতম সংযোজন।
    যাঁরা ইন্টারন্যাশানাল ইস্কুলে ছেলেমেয়েদের পড়াচ্ছেন সকলেই বাইরে পাঠাবেন, এর অন্যথা হবার কোনো কারণ নেই। অন্যতম কারণ হচ্ছে, এদের ফল বেরোতে বেরোতে জুলাইয়ের শেষ/অগস্ট হয়ে যায়, তখন ভারতীয় কলেজগুলোয় অ্যাডমিশন পাওয়া যায় না, দেরি হয়ে যায়। ফলে "বছর নষ্ট" হবার ব্যাপার থাকে, প্লাস কারিকুলাম ম্যাচ করে না।
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৮648408
  • ছাত্র বেড়ে গেছে তাই টিউশন ফি ৩০% কমে গেছে। ঘটনা। ফাইনাল ট্রিমেস্টারেই এটা হয়েছে আমার নিজের কেসে। এখনো দেখলাম সেটাই লাগু রেখেছে। কোনো হিডেন কস্ট নেই।
    ফ্রি স্টুডেন্টও আছে। ১০০% স্কলারশিপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন