এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মেয়েদের ভাল বোর্ডিং স্কুলের খোঁজ চাই

    DB
    অন্যান্য | ০৯ সেপ্টেম্বর ২০১৪ | ৩৭৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৫648409
  • পশ্চিমবঙ্গে মোট তিনটি আইবি স্কুল দেখলাম।
    ওকট্রি ২০১১ থেকে, হেরিটেজ ২০১২ থেকে, ক্যালকাটা ইন্টারন্যাশানাল স্কুল ২০১৩ থেকে রেকোগনিশন পেয়েছে।
    এখানে দেখুন সারা ভারতের আইবি স্কুল, বা সারা পৃথিবীর।
    http://www.ibo.org/
  • de | 190.149.51.69 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৯648410
  • সে, অনেক ধন্যবাদ! আমাদের সময়ে যেমন জিআরইর হুড়োহুড়ি ছিলো তেমনি এখন হয়েচে স্যাটের!
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৪648411
  • জিআরই তে পাশ করে পড়তে যাবার হুজুগ এখনো রয়েছে, তবে তাতে খরচ খুবই কম, প্রায় পুরোটাই মেধাভিত্তিক ছিলো। তখন টোএফেল ও দিতে হতো। এখন টোয়েফেল তেমন দেয় না, দেয় ইয়েল্‌ট্‌স্‌ বা সিপিই।
    এখন মুক্ত ইকোনমির ফলে প্রচুর লোকেই ভালো উপার্জন করেন ও স্যাট স্তরে পড়াশুনোর বিপুল খরচ অ্যাফোর্ড করতে পারেন। কলেজগুলোতেও ভালো আয় হচ্ছে। গ্র্যাড লেভেলে ফুল স্কলারশিপ খুব রেয়ার। অন্ততঃ ৫০% তো পে করতেই হয় বা আরো বেশি। আনুষঙ্গিক হিডেন কস্টের কথা না ই বা তুললাম। (ভয় দেখানোর ইচ্ছে নেই)।
  • de | 190.149.51.69 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৫648412
  • একটু ভয় দেখি! ঃ)

    কতো খরচ হয় অ্যানুয়ালি?
  • jhiki | 121.94.79.34 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২২648414
  • আমি শুনেছি বছরে হজার ষাটেক মত ডলার। মানে যা পেরেন্টদের পকেট থেকে যায়।
  • de | 190.149.51.69 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৩648415
  • ধমাস্‌! হুম্‌! (পতন ও মূর্ছা!) ঃ)
  • jhiki | 121.94.79.34 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৪648416
  • UAE তে আমেরিকান ইন্টারন্যাশনাল, ব্রিটিশ ইন্ট্যারন্যাশনাল সব স্কুল আছে। তবে বোর্ডিং স্কুল বোধহয় নেই।
  • jhiki | 121.94.79.34 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৭648417
  • দে, জলের ছিটে দিলাম...
    জেগে ওঠো..:)
  • de | 190.149.51.69 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩১648419
  • উঁ!!
    উটেচি - একটু দুব্বল লাগছে তাও!
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৩648420
  • de,
    দেখুন টিউশান ফি একেক কলেজের একেক রকম, প্রাইভেট হলে বেশি, স্টেটের হলে কম (তবে পুরোপুরি ফ্রি নয়), আপনার ওয়ার্ড যেখানে চান্স পাবে, কেমন রেজাল্ট করবে, কী বিষয় পড়বে, কতটা ক্রেডিট, এসবের হিসেব প্রত্যেকের জন্যে আলাদা।
    বাকি যেটা হিডেন কস্ট সেটা হচ্ছে, শীতের বা গরমের ছুটিতে কিন্তু হোস্টেলে থাকার ব্যবস্থা নেই, তখন অন্যত্র ব্যবস্থা দেখতে হবে, সেটা অতিরিক্ত খরচ, বা দেশে যাতায়াতের টিকিট। যদিও বা স্পেশাল ব্যবস্থা করে হোস্টেলে রাখা গ্যালো, তার খরচ দিন প্রতি কম নয় এবং খুব্যাক্টা সেফও নয়। তখন কিন্তু খাবারের সন্ধান নিজেকেই করতে হবে, ক্যান্টিনে হবে না।
    শীতের, গরমের, ফলের (আরে বাবা অটম, শরৎ যাকে বলে), কাপড়জামা আলাদা, সাঁতার, জিম, এগুলো আরেক প্রস্থ, বিছানা বালিশ লেপ চাদর ইঃ, বইপত্তর, কম্পিউটার, ফ্যান (ভাতের নয়, ইলেকট্রিকের), ইস্তিরি (যাবতীয় ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতি ১১০ ভোল্টে চলে, ২২০তে নয়)। জেনে রাখুন প্রচুর আলালের ঘরের দুলাল দুলালিদের আনাগোনা। তারা বক্সের পর বাক্স বয়ে আনছে বাই রোড। অধিকাংশেরই (সকলের নয়, সকলের নয় - নো মিনিময়) উইডাশক্তি, হার্ডড্রিঙ্কে অরুচি নেই, টিনেজার তো সব। তারপরে টেলিফোন (মোবাইল কানেকশান), নিত্য নৈমিত্তিক (সাপ্তাহিক বা মসিক) শপিং, এটা ওটা সেটা। লাইব্রেরীতে মাথাপিছু বই নেই। বইয়ের আবার বছর বছর নতুন এডিশান বেরোয়, নতুন কোড থাকে এক্সারসাইজ সাইজ করবার। ক্লাস খুব কম। দিনে মাত্র দুটো কি তিনটে, তাও সপ্তাহে প্রতিদিন ক্লাস না ও থাকতে পারে। ফ্রি টাইম অনেক। বোর হবার সুযোগ আছে। সেই বোরিয়ৎ রিপ্লেস করবার উপায় খুঁজবার ব্যাপার থাকে।
    মোটকথা ভয় পাননি তো? পাবেন্না।
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৫648421
  • ঝিকি ঠিকই কইছে, তবে সেটা প্রাইভেট কলেজের ক্ষেত্রে। একটু বেশিও হতে পারে, ঐ যে হিডেন কস্ট গুলো রয়েছে ওগুলো ধরলে। নইলে ষাট ষাট করে চার বছর, কোথাও হয়্ত তিন বছর।
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৮648422
  • ও হ্যাঁ ইয়েস, মেডিকেলটা কিন্তু আলাদা। অসুখ বিসুখ আরকি। একটা ম্যন্ডেটরি ইনশিওরেন্স কভারেজ আছে বটে, তবে সেটাই কিছু কভার করে না, ওটা ডোনেশনের মতো আর কি। আই ওয়াশ। হসপিটালে গিয়েছো কি পারডে হাজার। কোনো ছোটোখাটো ইয়েতেও মানে লেবরেটরি টেস্টেও কিন্তু খচ্চা আছে। ঘাবড়ে কী হবে? স্মেলিং সল্ট সঙ্গে রাখুন, মুর্চ্ছা যাবার উপায় নেই।
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫০648423
  • অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ঐ সব বাচ্চাবাচা ছেলে বা মেয়েকে একলা প্রথমবারে কোন বাপ মা একলা পাঠাবে? সঙ্গে আবার পর্বত প্রমান লাগেজ। তাই তেনারাও যাবেন সঙ্গে, তাই তাঁদের রিটার্ণ টিকিট ভিসা থাকার বন্দোবস্ত ইঃ। অবশ্য সে আর বেশি কি? নগন্য।
  • de | 190.149.51.67 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৬648424
  • বাপরে!! এতো হ্যাপা সামলে যাঁরা পড়তে পাঠান - কুর্ণিশ করে গেলাম তাঁদের!!
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৬648425
  • ইয়ে ওদেশে অ্যারপোর্টে ট্রলি ভাড়া করে নিতে হয় ৫ ডলার (নো রিফান্ড)। সেটা আলাদা করে মনে না রাখলেও চলে। আবার বারবার এক্সরে, পাফাঁক করে দুবাহু ঊর্ধে তুলিয়ে ৩ - ৫ সেকেন্ড এক্স রের মধ্যে থাকতে হবে, ফোটো উঠে গেলেই সব ঠিক। মনে রাখবেন মেঝেয় পা যেখানে রাখার কথা সেখানেই রাখতে হবে, কমও নয়, বেশিও নয়। অ্যারপোর্টে যে চান্স পাবে মেজাজ দেখিয়ে নেবে, এসব পার্সোনালি নিতে নেই। নাদান, ক্ষমা করে দিন।
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৫648426
  • টেক্স্টবুক সব আমাজন থেকে আনতে হবে, ক্রেডিট কার্ডের ডিটেল চাই। কারণ ইউনির বুকশপে সেই একই বইয়ের দাম দেড়গুণ প্রায় (প্রায় কথা খেয়াল রাখলে মিনিময় হবে না)।
    ঐ - অন্যান্য সামগ্রীর ক্ষেত্রেও প্রযোজ্য।
    হপ্তায় ১৫টা মিল। কিন্তু সাতটা দিন। শনি ও রবি ব্রাঞ্চ। তাহলে তিনপাঁচে পনেরো (উইকডে ধরে) প্লাস চার হলোগিয়ে ১৯। বাকি চারবার খাবে কোথায়? কবি এব্যাপারে কিছু বলেন্নি।
    কাপড় কাচতে গরম জলের ব্যবহার করলে মেশিনে পয়সা ঢোকাতে হবে, শুকুদ্দিতে গেলেও - ঐ।
    সাবান সোপ অবশ্যই নিজস্ব।
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৮648427
  • কিন্তু টয়লেটে অফুরন্ত হাগজ। ওটা আলাদা করে কিনতে হচ্ছে না।
    ঘরের টেবিল ল্যাম্প পর্যন্ত কিনতে হবে, বাল্ব, আবার অ্যালার্ম ক্লকও জোর করে কিনিয়েছে। ফর্দটা দেখবার মতো।
    যাগ্গে, সবাই ভয় পেয়ে গেছেন। এ আমার উদ্দেশ্য ছিলো না। সরি।
  • de | 190.149.51.67 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৭648428
  • নাঃ! ভয় পাইনি - সতর্ক হয়ে গ্যালাম - স্যাটে বসাবোই না! ঃ) এতো হ্যাপা আমার পোষাবে না!
  • সে | 203.108.233.65 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০২648430
  • ফ্রিজ ও ভাড়া করতে হবে।
  • spa | 71.246.161.170 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৪648431
  • oaktree তে yearly খরচ কতো?
  • potke | 126.202.102.198 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৪648432
  • দে, অত ভয়ের কিছু নেই ঃ), ওদেশে পড়িয়েছি, আন্ডারগ্র্যাড এডমিসন কমিটি তে ছিলাম। অনেক কিছু দেখে, তবে স্কল পাওয়া যায়!

    MIT/berkeley ছাড়াও অনেক ভালো স্কুল আছে, অসাধারন কিছু 4 year কালেজ আছে--প্রয়োজন হলে ইনফো দিয়ে দেব নে ঃ
  • cm | 181.76.155.37 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০২648433
  • সেই ভয়ের কোনই কারণ নেই। আর এরিয়ায় ফোকাস করলে অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট আছে।

    তবে সব চে সোজা আইএসাঅই এ ঢুকে পড়া।
  • DB | 12.51.152.241 | ১১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৫648434
  • বাঃ অনেক অনেক ইনফো পেলাম। অনেক অনেক ধন্যবাদ। আরো চলুক।
  • !! | 37.62.138.215 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০০:১০648435
  • 'খরচ বছরে ৫ থেকে ৬ লাখ পর্যন্ত করতে পারি'

    এঁরা কারা !!
  • $$ | 178.26.197.46 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৫648436
  • এঁরা বড়োলোক।
  • SC | 34.3.22.185 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৭:০৯648437
  • এইজন্য শালা লোকে সারদা থেকে চুরি করছে।
    এদিকে চাকরি বাকরি নেই বঙ্গে, এদিকে সব বলেকি, হাগুর কাগজ ছাড়া সব কেন, ৫ লক্ষ, ৬ লক্ষ।
    এসব আসবে কোত্থেকে? :(
  • aranya | 78.38.243.218 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৮648438
  • যারা সারদা থেকে চুরি করেছে, তারা তো এমনিতেই ব্যাপক বড়লোক মনে হয় - কুণাল, রজত, অপর্ণা, মুকুল-দের কি আর টাকার অভাব ছিল
  • b | 135.20.82.164 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২১648439
  • বলছিলাম কি, টেক্স্ট বই অনেকগুলো দেশ থেকে নিয়ে যান, মানে যেগুলো সাউথ এশিয়ান এডিশন। অখাইদ্য পাতা, ততোধিক অখাইদ্য ছাপা, তবে শস্তায় পুষ্টিকর। এই ধরুন না, ৬০/৭০ $ এর বই ৬০০ টাকায়।
  • সে | 203.108.233.65 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১২:০০648441
  • b,
    কিন্তু যে বইগুলোতে ভেতরে কোড থাকে, অনলাইন রেজিস্ট্রেশন করে কাজ করতে হয়? সেগুলো তো বেশি।

    spa,
    ওকট্রির খরচ তো এখন কেমন বলতে পারব না, ওদের ওয়েব্সাইটে মোটামুটি লেখা থাকে। ডেস্কলারদের খরচ কম, বোর্ডিংয়ে বেশি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন