এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কবিতা নিয়ে ডিস্কোর্সের অভাব ঃ কী ও কেন ?

    sayantan goswami
    অন্যান্য | ০৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৪৪৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | 233.29.204.178 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৯648516
  • না না দাগানো কেন হবে? তবে কিনা আমার যদি মনে হয়, জয় বড় স্বভাব কবি, একটু রাখালিয়া হয়ে গেল লোকটা শুধু বাজার ধরে রাখতে, - তাতে রাখল বাঁশিতে মুগ্ধ বালক কিম্বা বালিকাবধূরা খেপে ওঠেন বড় । তখন খেপ্চুরিযাস মিনিময় হয়ে থাকে ।
  • sch | 192.71.182.106 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৩648517
  • না, তা কেন - আপনার মনে হওয়া আপনার। ধরুন আমি যদি বলি নবারুণ আমার ভালো লাগে না - গুচ্ছ খিস্তি - তো কি করা যাবে। আমার অনুভূতি। আচ্ছা নিচের কবিতাটা ধরুন - - নেটে ঘুরছে

    "সারদা সারদা করে মহা চেঁচামিচি
    ভয়েতে শুকিয়ে কাঠ মদনের বিচি
    দিদি রেগে বলে ডেকে
    তুই শালা কোন ফাঁকে
    মেরে দিলি এত কোটি কাগজের কুচি

    ঝোপ বুঝে কোপ মারে ট্যাক্সির ঝাঁক
    চাপ খেয়ে মদনার পাছা ফেটে ফাঁক
    বেডে শুয়ে কাত হয়ে
    দিন কাটে ভয়ে ভয়ে
    ভাবে মনে সি বি আই কবে দেয় ডাক"

    কেউ বলবেন সাব অল্টার্ণ মানুষের প্রতিবাদের ভাষা। আমি বলব পাতি খিস্তি - এ তো মত পার্থক্য হতেই পারে। কিন্তু আপনিও আমায় বুর্জোয়া বলে গাল দিতে পারেন না - আমিও আপনাকে খিস্তিবাজ ছোটোলোকের কবিতার পাঠক বলে নাক সিঁটোকোতে পারি না
  • Kaju | 131.242.160.210 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০০648518
  • আপনারা কিন্তু একটা ব্যাপার প্রায়ই ভুল করেন দেখি, খুব অবাক হই। পুরন্দর ভাটের কবিতাকে নবারুণের কবিতা বলা। পু-ভা র লেখা বলেই ওরম ভাবে লিখেছিলেন উনি। নিজের কবিতা যেগুলো কবি হিসেবে, তাতে কোথাও ওরম খিস্তি আছে?
  • quark | 24.139.199.12 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৫648519
  • উরেন্নাহ্‌! এতো লিমেরিক!
  • Kaju | 131.242.160.210 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৬648520
  • দুর্দান্ত হয়েছে এটা। গুচ্ছ গুচ্ছ লিফলেট বানিয়ে নবান্নে, জনসমুদ্রে ছড়ালে হয়। ফ্যাতাড়ুদের খবর দাও, নবনী ধরের কাছে নম্ব আছে। তবে ফ্যাতাড়ু মদনের সাথে এই মদনার ফার্স্ট নেমটা মিলে যায় এটা বড় বাজে।
  • sch | 192.71.182.106 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২২648521
  • কাজু, পুরন্দর ভাট তো নবারুণেরই চরিত্র। আর নবারুণ একটা প্লেস হোল্ডার এখানে - আমি বলতে চাইছি আমার এটা ভালো না লাগলেই কেউ বলতে পারে না আপনি তো মশাই কিছুই সাহিত্য বোঝেন না । আমিও বলতে পারি না নবারুণ একটা বাজে লেখক - দুজনের স্ফিয়ার আলাদা। এই যে বাজে কবিতা, জীবানূর মতো কবিতা - এগুলোর সাথে আমি একমত নই।

    আমার ব্যক্তিগতভাবে মনে হয় যত বেশী সংখ্যক মানুষ পারে কবিতা পড়ুক - আগ্রহী হোক। কোনো প্রথম পাঠ্কের যদি মনে হয় ওরে বাবা কবিতা এত্ত জটিল !!!- তাহলেই শেষ। তাই অল্প "খারাপ" কবিরাও থাক। কারোর ইচ্ছে হলে সে ঠিক পথ খুজে নেবে আরো ভালোর দিকে
  • তাপস | 126.203.208.238 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫৬648522
  • অল্প "খারাপ" কবিরা ও কবিতা কীরকম? ছন্দোময় এবং/অথবা সহজবোধ্য? এরকমই কি কিছু বলতে চাইছেন?
  • sch | 192.71.182.106 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০২648523
  • তাপস বাবু এই "খারাপের" সংজ্ঞা টা যারা জীবাণু ইত্যাদি বলছিলেন তারা বলতে পারবেন। সহজবোধ্য বলে কি হয় আমি জানি না। সবটাই পাঠকের ব্যাকগ্রাউন্ড নলেজের ওপর নির্ভর করে। আর ছন্দ মানেই সহজ কবিতা আর না হলেই কঠিন - এও মনে হয় ঠিক না
  • তাপস | 126.203.208.238 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৮648524
  • না, আপনি অল্প খারাপ কবিরা - মানে অন্যদের মতে খারাপ যারা, কিন্তু যাদের থাকা উচিত বলে আপনি মনে করছেন, তারা কারা - এইটা বুঝতে চাইছিলাম ।
  • sch | 192.71.182.106 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২৯648526
  • তাপস বাবু আবারও - আমার কাছে খারাপ কবিতা, ভালো কবিতা খুব রিলেটিভ । এর আগে একজন জানিয়েছেন "রাশি রাশি খারাপ কবিতার সমস্যা হলো, সেগুলি পড়তে পড়তে কবিতার প্রতি একটা বিজাতীয় রক্তপিপাসু আক্রোশ জন্মে যায়। কবিতাকে তো আর হাতের কাছে পাওয়া যায়না তাই খারটা লোকে কবিদের ওপরেই মেটাতে চায়।" - এই খারাপের সংজ্ঞা আমি জানি না।

    সহজ কবিতা বিষয়ে আমার সীমিত জ্ঞানে সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করি, শংখ ঘোষের সবিনয় নিবেদন

    "আমি তো আমার শপথ রেখেছি
    অক্ষরে অক্ষরে
    যারা প্রতিবাদী তাদের জীবন
    দিয়েছি নরক করে |
    দাপিয়ে বেড়াবে আমাদের দল
    অন্যে কবে না কথা
    বজ্র কঠিন রাজ্যশাসনে
    সেটাই স্বাভাবিকতা |
    গুলির জন্য সমস্ত রাত
    সমস্ত দিন খোলা
    বজ্র কঠিন রাজ্যে
    এটাই শান্তি শৃঙ্খলা |
    যে মরে মরুক, অথবা
    জীবন কেটে যাক শোক করে—
    আমি আজ জয়ী,
    সবার জীবন দিয়েছি নরক করে |"

    দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো বাংলাভাষী মানুষ যখন হতাশ বোধ করবেন - তখন এই কবিতাটার সাথে একয়াত্ম বোধ করবেন সহজেই - এর জন্যে রাজনৈতিক দ্বৈতবাদ, ফুকো, সক্রেটিস প্লাটিপাস - একগুচ্ছ জিনিস জানার দরকার পড়ে না।

    এবার আমাদের ফরিদার কবিতা নি (আশা করি তুমি কিছু মনে করবে না ফরিদা), সেটাও প্রতিবাদী কবিতা - অসামান্য - অনবদ্য -

    পাথরগুলো রেললাইনের

    শূন্য থেকে যাচ্ছে বিয়োগ
    আবার শব্দ উল্টোদিকের
    আমার মেয়ের লাশ পেয়েছে
    পাথরগুলো রেললাইনের।

    পাথর তুমি রক্তে ভেজা
    এবার না হয় জ্যন্ত হলে
    আদিম কালের মতোই না হয়
    শরীর ঘষে আগুন দিলে

    এখন যারা চুপ থাকছেন
    সভ্যতাময় পাথরপ্রতিম
    করুন তারা মৌনমিছিল
    পাথরগুলোই সরাচ্ছে হিম।

    পুড়ে গিয়েছে বইখাতারা
    টেনে খুললে পোশাকটাকে
    ল্যাংটো পাথর জ্যান্ত হলে
    চিবিয়ে খাবে বাটপারকে।

    এটার মধ্যে যে ব্যঞ্জনা আছে সেটা কি খুব সহজ? একজন মানুষ যদি একটি বিশেষ ঘটনা না জানেন তাহলেও হয়তো খুব সহজে এর কশাঘাত ধরতে পারবেন না

    আবারও বলছি কোনো তুলনা না - এটা সহজ আর না-সহজ কবিতার সম্বন্ধে আমার ব্যক্তিগত ধারণা বলতে চেষ্টা করলাম - একদম সাধারণ মানুষের জায়গা থেকে
  • Kaju | 131.242.160.210 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩৭648527
  • সচদা, শঙ্খ ঘোষের এমন বহু কবিতা আচেহ যার প্রত্যক্ষ কারণ না জানলে তার মর্মার্থ বোঝা প্রায় অসম্ভব। কবিতার মুহূর্ত পড়লে বোঝা যায় সেটা। কিন্তু তাতে এর অন্তর্লীন অভিঘাত ঠিকই স্পর্শ করে যায়। ফরিদা-দার কবিতাতেও আমি প্রত্যক্ষ কারণ না জেনে ঠিকই বুঝতে পেরেছি কী থেকে লেখা।

    'আমার মেয়ের লাশ পেয়েছে
    পাথরগুলো রেললাইনের।'

    এতেই তো সব ফুটে উঠছে। কেন তার লাশ সে জেনে কী হবে? যেটা বিদ্ধ করে সেটা হল রেললাইনে ওই লাশ পড়ে থাকা, বাকিটুকু তো সবাই জানি আজকের পরিস্থিতিতে।
  • Kaju | 131.242.160.210 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪১648528
  • আর এই কবিতাটা পড়ে কেউ না বলে দিলে মনে হয় শঙ্খ ঘোষের লেখাই পড়ছি !
  • sch | 192.71.182.106 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৫648530
  • তাপস বাবু কতগুলো দিস্ক্লেমার দিয়ে দি - এখানে কিন্তু আমি কাউকে ছোট বড়ো করতে চাইনি - শুধু বোঝাতে চাইছি সহজ - কঠিন কি ভাবে হলেও হতে পারে
  • sch | 192.71.182.106 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৫648529
  • কাজু আমি কিন্তু ফরিদারা লেখা দুর্বোধ্য বা খুব কঠিন বলি নি

    কিন্তু

    "এখন যারা চুপ থাকছেন
    সভ্যতাময় পাথরপ্রতিম
    করুন তারা মৌনমিছিল
    পাথরগুলোই সরাচ্ছে হিম।"

    একটু মনে হয় বেশী গভীর - ভাবার জায়গাটা আছে। শংখ ঘোষের অনেক কবিতাই আছে আমার বোধের অনেক বাইরে - এটা বলতে পারো আমি একটা চট জনদি চেষ্টা করলাম
  • Kaju | 131.242.160.210 | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫৩648531
  • তা তো আছেই। এগুলো তো থাকতেই হবে, এগুলোই তো তফাৎ করে দেয়, একেই তো বলে মুন্সিয়ানা। কাগজে পড়া একই ঘটনায় দগ্ধ হয়ে যখন অনেকেই লিখবেন। কারুর লেখা প্রচুর গ্যাজগ্যাজানি নিয়ে সুপারফিসিয়াল হয়ে রয়ে যাবে, আবার কারুর লেখা দু একটা আঁচড়ে দেখিয়ে দেবে কাঁকড়াবিছের দাঁড়া।

    'ভালো কবিতা কিছু বলে না
    শুধু দরজা খুলে দেয়
    আমার জন্যে রাত জেগে জেগে ঘুমিয়ে পড়া
    বাবার মতন'

    একটু ভুল থাকতে পারে কোট করতে।
  • ডো | 172.136.192.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:১৬648532
  • *
  • Ishan | 214.54.36.245 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:২০648533
  • কিন্তু আমার কবিতাটার রস কেউই আস্বাদন করতে পারলনা। কী হবে বাঙালি পাঠকের?
  • haricharan | 172.136.192.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:২৪648534
  • 'মাছের বাজার হল সারা/যাবো যাদবপুর' এটা হলো শ্রেষ্ঠ কবিতা। আজকাল আপনারা আর এসব ভালো জিনিস ছাপান না।
  • sch | 233.223.149.153 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:০১648535
  • এটা কি সেই কবিতা?

    মাছের বাজার হল সারা/
    যাবো যাদবপুর
    কালকে দুপুর থেকে আমার
    পেটটা যে গুরগুর

    নিয়েছি তাই কয়েকখানা
    শিঙ্গি মাছের খানা
    বাড়ি গিয়ে বলবে এবার
    সর্ষে দিয়ে বানা

    এটা পড়েছি তো অনেক দিন আগে ফেবুতে। তবে এটাকে মনে হয় উত্তর আধুনিক কবিরা বিনির্মাণ করে খারাপ কবিতা বলবেন। তাপস বাবু, কিছু বলবেন?
  • cm | 127.96.159.136 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৮648537
  • এই যাঃ কদিন আগে ভাটে সিদ্ধান্ত হল না বিনির্মাণ নয় ডিনির্মাণ।
  • তাপস | 126.203.195.185 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪০648538
  • শ্চ বাবু, ঠিক কোন জরুরি বিষয়ে আমার গুরুত্বপুর্ণ মতামত চাইছেন?
  • cb | 213.121.198.242 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৭648539
  • সুমথনাথ বিশীর
    উঠল বাই হিসির
    খোঁজ পড়ল শিশি র
    আনল গিয়ে মিশির
  • sch | 233.223.151.253 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৪648540
  • ওই যে ওই যাদবপুরের কবিতাটা খারাপ কবিতার দলে পড়ে কি না - না পড়লে কেন না
  • তাপস | 126.203.195.185 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৩648541
  • আপনি মনের মত ভাবে দল সাজিয়ে নিয়েছেন শ্চ বাবু । আমি ডিসকোর্সের দিক নিয়ে কথা বলেছি এখানে । ভালো কবিতা বা খারাপ কবিতা নিয়ে কিছু বলেছি কি? মনে পড়ছে না তো? অবশ্য এমন নয় যে আমি খারাপ কবিতা বলে কিছু হয় না, এমন কোনো মত পোষণ করি, কিন্তু সেটা কি এখানে সায়ান্তনের এই থ্রেডে বলেছি? কোনো সাধারণীকরণ?
  • sch | 233.223.151.253 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৩648542
  • আমি কিছু সাজাই নি স্যার - আপনি বললেন না

    "অল্প "খারাপ" কবিরা ও কবিতা কীরকম? ছন্দোময় এবং/অথবা সহজবোধ্য? এরকমই কি কিছু বলতে চাইছেন?"

    সেই বিষয়ে আপনাকে জিজ্ঞেস করলাম - মতামত দেওয়া না দেওয়া আপনার ইচ্ছে।

    সবটাই ইয়ার্কির ছলে লেখা - এখানে দল পাকানো গোষ্ঠী তৈরী ওসবে আমার আগ্রহ নেই বলেই জানি।

    আমি কবিতা বোদ্ধা, অস্তিত্বের সঙ্কটে পড়া কবি বা নিজেকে বাংলার মেকলে ভাবা আধুনিক নটুয়া কোনোটাই নই - কবিতা নিয়ে আলোচনা না করলেও আমার সমস্যা নেই। আপনারা চালিয়ে যান
  • তাপস | 126.203.195.185 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৬648543
  • যাহ রেগে গেলেন নাকি? শেষ প্যারার তালিকায় আমায় ফেলেননি তো কোনটায়? আচ্ছা- একটু ঘুমিয়ে নিই । পরে দেখব
  • cm | 127.247.114.58 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৯648544
  • স্চ-এর লেখা পড়ে মনে একটা অ্যানালজির উদ্রেক হয়। লোকসংগীত পরিমার্জনের পরে শাস্ত্রীয় সংগীত হয়ে এখন তা পটলডাঙ্গার পথে। কবিতার ও তেমন হতে পারে? আমরা মূলত গদ্যেই আমাদের ভাব প্রকাশ করি। সরল ছন্দে লেখা পদ্যে নয় কেন?
  • তাপস | 126.202.199.75 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৯648545
  • সরল ছন্দে লিখতে যদি মারি ট্রাই
    ঐদিকে মন যাবে, ভাব যাবে নাই
  • cm | 127.247.114.205 | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩১648546
  • বাব ও ছন্দের হবে কেন আড়ি?
    এ মশাই আপনার বড় বাড়াবাড়ি!
    মহা মহা কবিগণ আসুন আজ হেথা,
    ছন্দে ছন্দে হোক কবিতার কথা।
  • তাপস | 126.202.198.1 | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:১০648548
  • কাজের কথা বলার জন্যে ছন্দের আশ্রয়
    সে কথা ভাবতে গিয়ে মনে বড় ভয়

    মহাকবিগণ সব করেন পরিহার
    আকুলি বিকুলি ডাক চান্দু মিয়ার

    ডিসকোর্সের কথা গরল সমান
    আধুনিক নটুয়ারা তাকে ত্যেজে যান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন